Tag: বাঘা

  • বাঘায় দুই ডেঙ্গু রোগী শনাক্ত।

    বাঘায় দুই ডেঙ্গু রোগী শনাক্ত।

    রাজশাহীর বাঘায় দুই জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। মঙ্গলবার (৪ জুলাই) পর্যন্ত ৬ জনের ডেঙ্গু এনএসআই পরীক্ষা করে ২ জন আক্রান্ত হয়েছে।গত জুন মাসে ১৬ জনের পরীক্ষায় কেউ শনাক্ত হয়নি। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশাদুজ্জামান আসাদ বুধবার (৫ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেন।
    জানা যায়, উপজেলার চন্ডিপুর গ্রামের আবু সাঈদ নামের এক যুবক মঙ্গলবার (৪ জুলাই) ও ঢাকা চন্দ্রগাথী গ্রামের বাপ্পু রহমান নামের আরেক যুবক রোববার (২ জুলাই) শরীরে ডেঙ্গুর অস্তিত্ব শনাক্ত করা হয়েছে। বাপ্পু রহমানকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ও আবু সাঈদকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
    এ বিষয়ে  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেওয়া আবু সাঈদ বলেন, পাবনায় এক আত্নীয়র বাড়িতে বেড়াতে গিয়ে রাতে মশারি ছাড়াই ঘুমিয়েছিলাম। সেখানে মশার উপদ্রব ছিল। কোন ধরনের মশা বুঝতে পারেনি। সেখান থেকে ফিরে আসার পর জ্বর দেখা দেয়। প্রাথমিকভাবে ঔষধ খেয়েও কাজ হচ্ছিলনা। পরে রক্ত পরীক্ষায় ডেঙ্গু শনাক্ত হয়েছে।
    রাজশাহী মেডিকেল কলেজের হাসপাতালে চিকিৎসাধীন বাপ্পু রহমানের বাবা সাহেদ আলী বলেন, আমার ছেলে মুন্সিগঞ্জ পল্লী বিদুৎ অফিসে কর্মরত ছিল। জ্বর নিয়ে বাড়িতে আসার পর ডেঙ্গু শনাক্ত হয়েছে। বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।
    উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশাদুজ্জামান আসাদ বলেন, পরীক্ষা করে ২ জন ডেঙ্গু শনাক্ত হয়েছে। এখানে সব ধরণের চিকিৎসার ব্যবস্থা রয়েছে। এখানে ভর্তি হওয়া রোগী চিকিৎসা নিয়ে চলে গেছে। তবে ডেঙ্গুর প্রকোপ থেকে বাঁচতে হলে অবশ্য মশারি টাঙিয়ে ঘুমানোর পরামর্শ দেন তিনি।
  • ঈদুল আযহা উপলক্ষে ঠং ঠং শব্দে মুখরিত বাঘার কামাড় পট্টি।

    ঈদুল আযহা উপলক্ষে ঠং ঠং শব্দে মুখরিত বাঘার কামাড় পট্টি।

    কোরবানি দিবেন এমন পরিবারের সদস্যরা বা কোরবানির দায়িত্ব পাওয়া কসাইরা নিজেদের চাহিদামতো দা, ছুরি, চাক্কু, চাপাতি, কুড়াল, বটি বানাতে ছুটছেন কামারদের কাছে। তাই গরম লোহা পেটানোর ‘ঠং ঠং’ শব্দে মুখরিত হয়ে উঠেছে বাঘা উপজেলার ২টি পৌরসভা ও ৭টি ইউনিয়ন পরিষদের কামারপট্টিগুলো।
    কোরবানির ঈদকে সামনে রেখে কয়লার আগুনে লোহা পুড়িয়ে এসব তৈরি এবং পুরনোগুলো শাণ দিয়ে ধারালো করতে ব্যস্ত সময় পার করছেন বাঘা উপজেলার কামাররা। এসব মালামালের চাহিদা পূরণে কামাররা দিন-রাত কাজ করছেন। জমজমাট হয়ে উঠেছে কামারপাড়া। এ ব্যস্ততা চলবে ঈদের দিন পর্যন্ত। গত কয়েকদিন রাজশাহীর বাঘাতে কামারপাড়া ঘুরে এমনটাই দেখা গেছে।

    বাঘা উপজেলার বাঘা পৌর শহরের নারায়নপুর, বাঘা বাজার, চন্ডিপুর, আড়ানী পৌর এলাকার আড়ানী বাজার, রুস্তপুর বাজার,কটারমোড়, আড়ানী রেল স্টেশন, বাউসা ইউপির দিঘা বাজার, বাউসা বাজার, তেঁথুলিয়া বাজার, আড়ানী ইউপির হরিপুর বাজার, পাচঁপাড়া বাজার, চক-বাউসা বাজার, মনিগ্রাম ইউপির মনিগ্রাম বাজার, বিনোদপুর বাজারর, মিরগঞ্জ বাজার,পাকুড়িয়া ইউপির পানিকামড়া বাজার, আলাইপুর বাজার,কেশবপুর বাজার,গড়গড়ি ইউপির খায়েরহাট বাজার, সরেরহাট বাজার,খানপুর বাজার,বাজুবাঘা ইউপির চন্ডিপুর বাজার,জোতরাঘব বাজার, বারখাদিয়া বাজার, পিরগাছা বাজার,চকরাজাপুর ইউপির চকরাজাপুর বাজার, পলাশী বাজারসহ ছোট-বড় সকল হাটে ঘুরে দেখা যায় সেখানকার কামাররা ছুরি চাপাতি তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন।

    সরেজমিন ঘুরে দেখা গেছে, একের পর এক ক্রেতা এসে বাঘার কামারপট্টির দোকানে ভিড় করছেন। সকাল, দুপুর ও রাতের খাবার কামাররা দোকানে বসেই খেয়ে নিচ্ছেন। পুরোনো দুটি দা, একটি বটি ও একটি ছুরিতে শাণ দেওয়ার জন্য কামররা ২৫০ টাকা রখছেন। অন্য সময়ে এর মজুরি দেড়শ টাকার মতো। আর নতুন একটি ছোরা ২০০ থেকে ২৫০ টাকা, বিভিন্ন সাইজের চাক্কু ৫০ থেকে ১০০ টাকা, বটি দুইশ থেকে ৩৫০ টাকায় বিক্রি করছেন। ক্রেতারা জানান, অন্য সময়ের চেয়ে এখন দ্বিগুণ দাম রাখা হচ্ছে।

    কামারদের সঙ্গে কথা বলে জানা গেছে, কোরবানির ঈদের সময় তাদের যে বেচাকেনা হয় তা অন্যকোনও সময়ে হয় না। তাই এ ঈদের আগে পেশাজীবী কামারদের সচ্ছল হওয়ার মোক্ষম সময়। অনেক কামার আগে থেকেই এসব মালামাল প্রস্তত করে ঈদের সময় বিভিন্ন হাট-বাজারে বিক্রি করে থাকেন।

    কামাররা জানান, এ পেশায় পরিশ্রম অনুযায়ী তারা মূল্য পান না। বাজারে লোহার দাম বেশি। জীবিকা নির্বাহে কষ্ট হলেও শুধু পরিবারিক ঐতিহ্য ধরে রাখতে এ পেশাটিকে এখনও আঁকড়ে আছেন অধিকাংশ কামার।
  • বাঘায় বাঁশ কাটতে নিষেধ করায় মা ও মেয়েকে নির্যাতনের অভিযোগ।

    বাঘায় বাঁশ কাটতে নিষেধ করায় মা ও মেয়েকে নির্যাতনের অভিযোগ।

    রাজশাহীর বাঘায় বাঁশ কাটতে নিষেধ করায় মা ও কলেজ পড়ুয়া মেয়েকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে। এই ঘটনায় বৃহস্পতিবার (৮ জুন) রাতে থানায় অভিযোগ করা হয়।

    বুধবার বিকালে উপজেলার মনিগ্রাম মাদ্রাসা মোড় এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে মা-মেয়ে নিরাপত্তাহীনতায় আতংকের মধ্যে রয়েছে।

    জানা যায়, উপজেলার মনিগ্রাম মাদ্রাসা মোড় এলাকায় আব্দুল জলিলের বাড়ি পাশে হেলে একটি বাঁশ প্রতিবেশি কাদেরের জমির সিমানায় গেছে । এই বাঁশ বুধবার (৭ জুন) বিকালে ওই একই স্থানের আব্দুল খালেকের ছেলে সিয়াম হোসেন কাটতে যায়। এ সময় বাঁশ কাটতে নিষেধ করেন আব্দুল জলিলের স্ত্রী কবিতা সরকার ও তার মেয়ে রাজশাহী কলেজে অনার্স পড়ুয়া জুঁই সরকার। তাদের নিষেধ অমান্য করে বাঁশ কাটেন। বিষয়টি নিয়ে জুঁই সরকার তার দাদার কাছে নালিশ করে। এতে সিয়াম হোসেন ক্ষিপ্ত হয়ে অনার্স পড়–য়া মেয়ে জুঁই সরকারকে ও তার মা পারভীন বেগমকে হাসুয়ার উল্টা পিঠ দিয়ে ও বাঁশের লাঠিদিয়ে মারপিট করা হয়েছে। এতে তারা আহত হন। তাদের উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

    এ বিষয়ে আবদুল জলিলের স্ত্রী কবিতা সরকার বলেন, আমার জমির বাঁশ কাটতে নিষেধ করায় নির্যাতন করা হয়েছে। এছাড়াও কারনে অকারনে তারা অত্যাচার করে। এতে প্রতিবাদ করলে নির্যাতন করে।

    এ বিষয়ে সিয়াম হোসেন বলেন, একটি হেলে পড়া বাঁশ আমার জমির উপর আসায় কাটা হয়েছে। এরপর থেকে মা মেয়ে অকথ্য ভাষায় কথাবার্তা বলতে শুরু করে। এতে রাগ সহ্য করতে না পেরে একটি ধাক্কা দিয়েছি। তাদের কোন মারপিট বা নির্যাতন করা হয়নি।

    বাঘা থানার সহকারি পুলিশ পরিদর্শক কামরুজ্জামান জানান,নির্যাতনের বিষয়ে অভিযোগ পাওয়ার সাথে সাথে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি ঘটনার সত্যতা পাই। সামাজিকভাবে বিষয়টি মিমাংসা করে নেওয়ার জন্য সমাজ প্রধানকে দায়িত্ব দেওয়া হয়েছে। মিমাংসা না হলে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • বাঘায় পাট উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ কর্মশালা।

    বাঘায় পাট উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ কর্মশালা।

    রাজশাহীর বাঘায় পাট উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।  রোববার (২৮ মে) সকাল সাড়ে ১০ টায় উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে পাঁচ শতাধিক পাটচাষীদের নিয়ে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

    উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ  উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় উপজেলা প্রশাসন, বস্ত্র ও পাট মন্ত্রণালয়, পাট অধিদপ্তর, রাজশাহী এর আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আখতার।

    উপজেলা সহকারি কমিশনার(ভ’মি) জুয়েল আহমেদ এর স ালনায় বক্তব্য রাখেন রাজশাহী জেলা পাট উন্নয়ন কর্মকর্তা শ্রী  অজিত কুমার রায়,উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা কামরুল ইসলাম, বাঘা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল লতিফ মিঞা প্রমুখ। উপস্থিত ছিলেন উপজেলার ৭টি ইউনিয়ন ও ২ টি পৌর সভার কৃষি উপকার ভোগী শতাধিক কৃষকসহ উপজেলা কৃষি  অফিসারের কার্যালয়ের কর্মকর্তাগণ।

  • বাঘা-চারঘাট উপজেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগের সভাপতি-নাজমুল,সস্পাদক-বিপ্লব।

    বাঘা-চারঘাট উপজেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগের সভাপতি-নাজমুল,সস্পাদক-বিপ্লব।

    শনিবার বিকাল (২৭ মে) ৪টায় বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নের পারশাওতা বিনোদপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে  বাঘা-চারঘাট উপজেলার বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবকলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি।

    আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী চারঘাট উপজেলা সেচ্ছাসেবকলীগের আহবায়ক হুমায়ন কবির। অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী রাজশাহী জেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি রোকুনুজ্জামান রিন্টু। প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ আওয়ামী, রাজশাহী জেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান রানা।

    বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী কেন্দ্রীয় সেচ্ছাসেবকলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) কাজী মেজবাউল হোসেন সাচ্চু, সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু, চারঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ফকরুল ইসলাম, বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, বাংলাদেশ আওয়ামী কেন্দ্রীয় সেচ্ছাসেবকলীগের উপ-শিশু ও পরিবার কল্যান বিষয়ক সম্পাদক মেহেদী শিকদার।
    বাংলাদেশ আওয়ামী বাঘা উপজেলা সেচ্ছাসেবকলীগের আহবায়ক ইলিয়াস আহম্মেদ সোনার পরিচালনায় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী রাজশাহী জেলা সেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি আখেরুল ইসলাম, মান্নান সরকার মুকুল, আনিসুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ন কবির বাবু, সমাজ কল্যান সম্পাদক মাহমুদুল হক সৈকত, সদস্য সিরাজুল ইসলাম সিরাজ প্রমুখ।

    এসময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বিগত ২০০৮ ও ২০১৪ এবং ২০১৮ নির্বাচনে বিজয়ী হওয়ার পরে আওয়ামী লীগ সকল সেক্টরে যে উন্নয়ন করেছে, আগামী ২০২৪ সালের নির্বাচনে যেভাবে মাঠ প্রস্তুত করা হয়েছে। তাতে বাঘা-চারঘাটের প্রায় ৭০ ভাগ মানুষ ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান। মানুষের দোয়া ও ভালবাসা নিয়ে আওয়ামী লীগ আবারও সরকার গঠন করবে। তিনি আরো বলেন, মন্ত্রী সভায় নির্বাচনী একটি আইন সংযোজন করা হয়েছে। আগামী সংসদ অধিবেশনে আইনটি পাশ করা হবে। নির্বাচনী কাজে কেউ তথ্য সংগ্রহে বাধা দিলে তার ৭ বছর কারাদন্ড প্রদান করা হবে।

    বাংলাদেশ আওয়ামী কেন্দ্রীয় সেচ্ছাসেবকলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) কাজী মেজবাউল হোসেন সাচ্চু বলেন,  প্রধানমন্ত্রী গণভবনে বসে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। রাস্তায় বের হলেই প্রধানমন্ত্রীর উন্নয়ন দেখা যায়। সেচ্ছাসেবকলীগের কমিটির বিষয়ে তিনি বলেন, কোন মাদকসেবী, মাদক ব্যবসায়ীদের স্থান দেওয়া হবে না। পূর্নাঙ্গ কমিটি গঠনের সময়ে বিষয়টি খেয়াল রাখার আহবান জানান।

    বাংলাদেশ আওয়ামী কেন্দ্রীয় সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু বলেন, প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বে বাংলাদেশ সারা বিশ্বে মাথা উচু করে দাঁড়িয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, যোগাযোগসহ সকল ক্ষেত্রে দেশ এগিয়ে নিয়েছেন। যাদের থাকার ঘর ছিলনা, তাদের ঘর করে দিয়েছেন। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মান করে বিশ্বকে  দেখিয়ে দিয়েছেন।

    দ্বিতীয় অধিবেশনে রাত ৮টার দিকে কমিটি বাঘা ও চারঘাট উপজেলা বাংলাদেশ আওয়ামী উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি ও সাধারন সম্পাদকের নাম ঘোষণা কর হয়েছে।  উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবকলীগের বাঘা উপজেলার সভাপতি নির্বাচিত হয়েছেন মো. নাজমুল হোসেন ও সাধারণ সম্পাদক ফকরুল ইসলাম বিপ্লব। চারঘাট উপজেলায় সভাপতি হুমায়ন কবির বাবুল ও সাধারণ সম্পাদক মোনিমুল ইসলাম।

  • পদ্মা নদীতে গোসলে নেমে আর বাড়ী ফিরেনি শিশু লাবনী। 

    পদ্মা নদীতে গোসলে নেমে আর বাড়ী ফিরেনি শিশু লাবনী। 

    রাজশাহীর বাঘায় পদ্মায় গোসল করতে গিয়ে লাবনী খাতুন (৮) নামের এক শিশু কন্যা নিখোঁজ হয়েছে। মঙ্গলবার (১৩ মে) দুপুর দেড়টায় পদ্মা নদীর আতারপাড়া ঘাটে এই ঘটনা ঘটে। লাবনী খাতুন পদ্মার মধ্যে আতারপাড়া চরের লালু হাওলাদারের মেয়ে ও তৃতীয় শ্রেণির ছাত্রী।

    স্থানীয় সূত্রে জানা গেছে, চকরাজাপুর ইউনিয়নের আতারপাড়া চরের লালু হাওলাদারের মেয়ে ও আতারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী লাবনী খাতুন চাচাত ভাই-বোনদের সাথে চকরাজাপুর ইউনিয়নের পদ্মা নদীর আতারপাড়া ঘাটে গোসল করতে নামে। কিছুক্ষণ পর লাবনী ডুবে যায়। বিষয়টি বাড়িতে জানানোর পর স্থানীয়রা নৌকা ও জাল দিয়ে খোঁজাখুজি করে তাকে পাওয়া যায়নি।
    রোববার দুপুর ২ পর্যন্ত তাকে খুজে পাওয়া যায়নি বলে বিষয়টি নিশ্চিত করেন চকরাজাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড মেম্বার জয়নাল আবেদীন।
    চকরাজাপুর ইউনিয়নের চেয়ারম্যান ডিএম বাবলু মনোয়ার জানান, খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়েছিলাম। নৌকা নিয়ে স্থানীয় জেলেরা উদ্ধারের চেষ্টা করেও নদীতে স্রোতের  কারণে তার সন্ধান মেলাতে পারেনি।

  • ডিবি পুলিশের অভিযানে ভেজাল গুড় ব্যবসায়ী আটক।

    ডিবি পুলিশের অভিযানে ভেজাল গুড় ব্যবসায়ী আটক।

    রাজশাহীর বাঘায় এক ভেজাল গুড়ের কারখানায় ডিবি পুলিশ অভিযান চালিয়ে জমির উদ্দিন (৬৫) নামের এক ব্যাবসায়ী কে আটক করেছে।
    এ সময় ভেজাল গুড় ও গুড় তৈরীর উপকরণসহ তাকে আটক করা হয়।  মঙ্গলবার (২ মে) উপজেলার আড়ানী পৌরসভার দিয়ার পাড়া গ্রামে অভিযান চালায় রাজশাহী জেলা ডিবি। আটককৃত জমির উদ্দিন দিয়াড়পাড়া গ্রামের মৃত মোল্লার ছেলে।
    ডিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে রাজশাহী পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার)  মহোদয়ের দিক নির্দেশনায় ওসি ডিবি আব্দুল হাই, পিপিএম এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (নিঃ) আতিকুর রেজা সরকার ও এসআই (নিঃ) ইনামুল ইসলাম সহ সঙ্গীয় অফিসার-ফোর্স এর সহায়তায় মঙ্গলবার আড়ানী পৌরসভার ৭নং ওয়ার্ডের দিয়ারপাড়া গ্রামস্থ জমির উদ্দিন এর বসত বাড়ীতে এবং পলাতক আসামীর কারখানায় ভেজাল আখের গুড় ও  চিনি, চুন, হাইড্রোজ, ফিটকিরি, ডালডা ও বিভিন্ন উপাদান এবং গুড় তৈরিতে ব্যবহৃত বিভিন্ন মালামাল সামগ্রীসহ আটক করা হয়।
    এ সংক্রান্ত বিষয়ে আটক, পলাতক ও অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে বাঘা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। বর্তমানে মামলাটি তদন্তাধীন।
  • বাঘার ভালো মানের আম ইতালিতে প্রথম বারের মত রপ্তানি হচ্ছে।

    বাঘার ভালো মানের আম ইতালিতে প্রথম বারের মত রপ্তানি হচ্ছে।

    রাজশাহীর বাঘা থেকে এবার আগাম জাতের চোষা আমের প্রথম চালান যাচ্ছে ইতালি। আজ বুধবার সন্ধ্যায় ৩০০ কেজি আম ঢাকায় পাঠানো হয়েছে।  আগামীকাল বৃহস্পতিবার ঢাকার রপ্তানিকারক প্রতিষ্ঠান আদব ইন্টারন্যাশনালের মাধ্যমে এই আম ইতালি পাঠানো হবে।

    বিষয়টি নিশ্চিত করে বাঘা উপজেলা কৃষি অফিসার শফিউল্লাহ সুলতান জানান, উপজেলার আম উৎপাদনকারি প্রতিষ্ঠান সাদিয়া এন্টারপ্রাইজের মালিক শফিকুল ইসলাম (ছানা) ৩০০ কেজি আম প্যাকেজিং করে ঢাকায় পাঠিয়েছেন। ঢাকা থেকে আদব ইন্টারন্যাশনালের মাধ্যমে ইতালি পাঠানো হবে। আমগুলো দেশি গুটি জাতের চোষা আম।

    সাদিয়া এন্টারপ্রাইজের মালিক শফিকুল ইসলাম বলেন, চোষা জাতের আম আগাম হয়। খেতেও খুব সুস্বাদু। স্থানীয়ভাবে চাহিদা বেশি। এই আমটা এবারই প্রথম দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে রফতানির চেষ্টা করছি। ৩০০ কেজি আম আমার এখান থেকে যাচ্ছে। রাজশাহীর লোকাল মার্কেটে বেশি দাম হলেও ১০০ টাকা কেজি দরে রপ্তানির জন্য বিক্রি করছি। আমরা চাচ্ছি এই আম রপ্তানি হোক।

    ঢাকার রপ্তানিকারক প্রতিষ্ঠান আদব ইন্টারন্যাশনালের স্বত্তাধিকারি ইসমাইল হোসেন সাগর জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টা ৫৫ মিনিটে যাত্রীবাহী বিমানে এই আম ইতালি পাঠানো হবে।

  • বাঘায় ইফতারী রান্নার আগুনে বাড়ি পুড়ে ছাই।

    বাঘায় ইফতারী রান্নার আগুনে বাড়ি পুড়ে ছাই।

    মোস্তাফিজুর রহমান,বাঘা(রাজশাহী)প্রতিনিধিঃ
    রাজশাহীর বাঘায় আগুনে পুড়ে দুই বাড়ি ৩ ছাগলের মৃত্যু হয়েছে। সোমবার (১০ এপ্রিল) বিকাল সাড়ে ৩ টার সময়  উপজেলার বাউসা ইউনিয়নের দিঘা পশ্চিমপাড়া গ্রামে মন্টু আলী ও রাহেমা বেগমের বাড়িতে এই আগুন লাগার  ঘটনা ঘটে। এই আগুনে দুই বাড়িতে নগদ টাকা, জমির দলিল, আসবাবপত্র, চাল-ডাল, জামা-কাপড়, গম, ছাগলসহ ৩ লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে বাড়ির মালিক দাবি করেন।

    প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার বাউসা ইউনিয়নের দিঘা পশ্চিমপাড়া গ্রামে মন্টু আলীর স্ত্রী মেলেনা বেগম বিকাল সাড়ে ৩টার দিকে  বাড়ির ইফতারী রান্না শুরু করেন। রান্না করা অবস্থায় বাড়ির বাইরে যায় তিনি। এ সময়  রান্না ঘরে আগুন লেগে যায়।  পরে ৪ চালা শয়নঘর ও গরুর ঘরে আগুন লাগে। এতে গোয়ালে গরুর রশি কেটে দিলে প্রাণে বেঁচে গেলেও ৩টি ছাগল পুড়ে মারা যায়। এছাড়া ঘরের আসবাবপত্র, নগদ ৪৫ হাজার টাকা পুড়ে গেছে। দুই লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেন মন্টু আলী। পরে পাশে রাহেমার বাড়িতে আগুন ধরে। তার দুটি টিনের ছাপরা ঘর পুড়ে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলেন দাবি করেন তিনি ।
    এ বিষয়ে বাড়ির মন্টু আলী বলেন, স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণ করতে করতে বাড়ির সকল আসবাবপত্র, গোয়াল ঘরে রাখা ৩টি ছাগল পুড়ে মারা গেছে।

    খবর পেয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড.লায়ের উদ্দিন লাভলু  উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আখতার ও বাউসা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুর মোহাম্মদ তুফান  পরিদর্শন করেন।  এ সময় ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তা করেন।

  • বাঘায় ফেন্সিডিলসহ শীর্ষ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    বাঘায় ফেন্সিডিলসহ শীর্ষ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ     
    রাজশাহীর বাঘায় ৫০ বোতল ফেন্সিডিলসহ দুই ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১০ এপ্রিল) আড়াইটার দিকে হরিরামপুর হাসেমের মোড়ের সামনে ইট পাড়া রাস্তার উপর আমিনুল ইসলাম ডাবলু (৪০) ও হাসান আলী (১৯) ফেন্সিডিল নিয়ে ক্রয় বিক্রয় করছিল। এ সময় ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করে। গ্রেফতার আমিনুল ইসলাম ডাবলু হরিরামপুর গ্রামের আনছার আলীর ছেলে ও হাসান আলী চারঘাট উপজেলার ঝিকরা গ্রামের আলতাব হোসেনের ছেলে। এ সময় একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
    বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল ইসলাম জানান, রাজশাহী ডিবি পুলিশের পরিদর্শক মুহাম্মদ রুহুল আমিন ও এসআই মাহবুব আলম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় আমিনুল ইসলাম ডাবলু ও হাসান আলীর নামে বাঘা থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।