রাজশাহীর বাঘায় কিছু আম গাছে মাঘের শেষে মুকুল আসতে শুরু করেছে। এতে আশায় বুক বেঁধে পরিচর্যা শুরু করেছেন আম চাষীরা। শীত শেষ হয়নি,ফালগুনও আসেনি। এরইমধ্যে স্বর্ণালী মুকুলের দেখা মিলেছে আম গাছে। শীতের শ্রিগ্ধতার মধ্যে শোভা ছড়াচ্ছে এ মুকুল। গাছের পাতার ফাঁকে উঁকি দিচ্ছে এ মুকুল। মুকুলের ঘ্রানে কাছে টানছে মৌমাছিকে।
Tag: বাঘা
-
বাঘায় আমের স্বর্ণালী মুকুল সুগন্ধি ছড়াতে শুরু করেছে।
বাঘায় আমের স্বর্ণালী মুকুল সুগন্ধি ছড়াতে শুরু করেছে।
এ বিষয়ে আম চাষী উপজেলার বাউসা গ্রামের হযরত আলী বলেন, আমার আম গাছের মুকুল দেখে মনটা ভরে উঠেছে। আগাম মুকুল স্থায়ী হবে কি-না বুঝতে পারছিনা। এ নিয়ে শঙ্কায় আছি। আবহাওয়া অনুকুলে থাকলে আর মুকুলের ক্ষতি না হলে চলতি মৌসুমে আমের উৎপাদন ভাল আশা করছি।উপজেলার মনিগ্রামের আম চাষী জিল্লুর রহমান বলেন, প্রতি বছর কিছু আম গাছে আগাম মুকুল আসে। আবহাওয়া জনিত কারণে এসব মুকুল অনেক সময় নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তবে মাঘের শেষে যেসব গাছে মুকুল আসে, সেগুলো স্থায়ী হয়।এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান বলেন, নির্ধারিত সময়ের আগে কিছু গাছে মুকুল আসে। আবহাওয়া অনুকুলে থাকলে আগাম মুকুলগুলো স্থায়ী হয়। তবে আশা করছি গত মৌসুমের চেয়ে এবার আমের ফলন ভাল হবে। উপজেলায় ৮ হাজার ৫৭০ হেক্টর জমিতে আমের বাগান রয়েছে। -
বাঘায় সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহীর মৃত্যু।
বাঘায় সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহীর মৃত্যু।
রাজশাহীর বাঘায় মঙ্গলবার (৮ ফেব্রুয়ারী) দুপুর দেড়টার দিকে উপজেলার আড়পাড়া মোড়ে নাদির উদ্দিন (৬৫) নামের এক ব্যক্তি সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাজুবাঘা ইউনিয়নের তেপুকুরিয়া দক্ষিনপাড়া গ্রামের মৃত বয়েজ উদ্দিনের ছেলে নাদির উদ্দিন নিজ বাড়ি থেকে মঙ্গলবার দুপর দেড়টার দিকে মোটর সাইকেল নিয়ে উপজেলা সদরে যাচ্ছিলেন। এ সময় তিনি আড়ানী-বাঘা সড়কের আড়পাড়া মোড়ে পৌঁছালে সামনে একটি ট্রাককে সাইড দিতে গিয়ে মোটর সাইকেল নিয়ন্ত্রন হারিয়ে পাঁকা রাস্তার ছিঁটকে পড়ে যান।এ সময় তিনি মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।বিষয়টি নিশ্চিত করেন বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন। -
বাঘার নারায়ণপুর বাজারে দুই ব্যবসায়ীর ২০ হাজার টাকা জরিমানা।
বাঘার নারায়ণপুর বাজারে দুই ব্যবসায়ীর ২০ হাজার টাকা জরিমানা।
রাজশাহীর বাঘায় দুই চাউল ব্যবসায়ীর ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (৭ ফ্রেরুয়ারী) বিকেল সাড়ে ৪ টার সময় উপজেলার নারায়নপুর বাজারে দুইজন ব্যবসায়ীর এই জরিমানা করা হয়।জানা যায়, উপজেলার নারায়ণপুর বাজারে পণ্যের পাটজাতকরণ মোড়ক আইন ২০১০ বিধিমোতাবেক উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা চাউল ব্যবসায়ী হাসমত আলীর ১০ হাজার টাকা ও সঞ্জয় কুমার দত্তের ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।এ বিষয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা বলেন,স্বাস্থ্যরক্ষায় পরিবেশের ক্ষতিকর যেন না সে জন্য ভ্রাম্যমানের মাধমে এই দুই ব্যবসায়ীর জরিমানা করা হয়েছে। -
রাজশাহীর বাঘায় যুগান্তর পত্রিকার ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন।
রাজশাহীর বাঘায় যুগান্তর পত্রিকার ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন।
সত্য সংবাদ নিয়ে ঝড় বৃষ্টি উপেক্ষা করে তৃণমূল পর্যায় থেকে সর্বোচ্চ পর্যায় গ্রাম থেকে শহর, শহর থেকে দেশ, দেশ থেকে বিশ্বের দ্বারপ্রান্তে পাঠকের দ্বারে দ্বারে প্রতিদিন হাজির হচ্ছে যুগান্তর। সোমবার (৭ ফেব্রুয়ারী) বেলা ১১টায় বাঘা প্রেস ক্লাবে উপজেলা প্রতিনিধি ও স্বজন সমাবেশের আয়োজনে যুগান্তরের ২২তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন।যুগান্তরের বাঘা উপজেলা প্রতিনিধি ও প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষক আমানুল হক আমানের সঞ্চায়নায় বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন বলেছেন, যুগান্তর গণমানুষের কথা তুলে ধরে কোটি পাঠকের হৃদয় জয় করেছেন। ২২ বছর পার করে সফলতার সঙ্গে ২৩ বছরে পা রাখছেন। যুগান্তর আগামীতে আরো সাহসী ভূমিকা থাকবে বলে প্রত্যাশা করেন তিনি।বিশেষ অতিথি বাঘা পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টু বলেছেন, গঠনমূলক সমালোচনা, সুস্থ বিনোদন, দেশপ্রেম, সততা, একনিষ্ঠ মনোভাব, স্বচ্ছতা, জবাবদিহিতা অক্ষুণ্ন্ন রেখে সমসাময়িক বিভিন্ন সমস্যা, ইসলামিক বিষয়ভিত্তিক আলোচনায় একটি পরিপূর্ণ পত্রিকা যুগান্তর। ২২ বছর পার করে যুগান্তর আজ ২৩ বছরে পদার্পণ করেছে।কেক কাটার আগে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘা উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মন্টু, অধ্যক্ষ নছিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ওয়াহেদ সাদিক কবির।এ দিকে বাঘা প্রেস ক্লাবের সাংবাদিকের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি গোলাম তোফাজ্জল কবীর মিলন (আজকের প্রত্রিকা/রাজশাহী সংবাদ), অর্থ সম্পাদক লালন উদ্দিন (কালেরকন্ঠ/সোনালী সংবাদ), মানবাধিকার ও সমাজ কল্যান সম্পাদক আখতার রহমান (এশিয়ান টিভি/সত্য খবর), দপ্তর সম্পাদক ফজলুর রহমান মুক্তা (দিনকাল/রাজবার্তা), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জহুরুল ইসলাম (পদ্মা প্রবাহ), কার্যকরি সদস্য আাবদুল হামিদ মিঞা (ভোরের কাগজ/নতুন প্রভাত), দোয়েল মোল্লা (সোনার দেশ ফটো/রেড টাইমস), হাসানুজ্জামান প্রিন্স (পিটিপি মিডিয়া ফটো), মোস্তাফিজুর রহমান (এবি৭১টিভি), সুুব্রত কুমার (দৈনিক জনবানী/অনলাইন সময় সংবাদ.কম) প্রমুখ।পরে যমুনা গ্রুপর স্বপ্নদ্রষ্টা প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের আত্মার মাগফিরাত কামনায় বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন দোয়া পরিচালনা করেন। -
বাঘায় হতদরিদ্র ব্যক্তিকে নতুন ভ্যান উপহার দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
রাজশাহীর বাঘায় একজন হতদরিদ্র ব্যক্তিকে নতুন ভ্যান উপহার দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা। বুধবার (২ফেব্রয়ারী) সাড়ে ১১টার দিকে উপজেলা উপজেলা পরিষদ চত্বরে উপজেলার মনিগ্রাম ইউনিয়নের হতদরিদ্র ভ্যানচালক আনারুল ইসলাম কালুকে এই ভ্যান উপহার দেয়া হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা যায়, সমপ্রতি উপজেলার মনিগ্রাম এলাকার ভ্যানচালক আনারুল ইসলাম কালুর আয়ের একমাত্র উৎস একটি ভ্যান চুরি হয়ে যায়। এ ঘটনার পরে পাঁচ সদস্যের পরিবার নিয়ে মানবেতর জীবন যাপন শুরু করেন তিনি। ঘটনায় স্থানীয় একজন স্কুল শিক্ষক উপজেলা নির্বাহী কর্মকর্তা শরণাপন্ন হতে বলেন তাঁকে ।ভ্যান চালক আনারুল ইসলাম কালু জানান, তিনি ওই শিক্ষকের কথা মোতাবেক গত মাসের শেষ সপ্তাহে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এসে তাঁর সাথে দেখা করেন। তিনি তাঁর সংসারের হালচাল সম্পর্কে অবগত করেন তাঁকে। এতে নির্বাহী কর্মকর্তা তাঁকে একটি ভ্যান কিনে দেয়ার প্রতিশ্রæতি দেন । সেই মোতাবেক উপজেলা পরিষদ চত্বরে সুসজ্জিত একটি নতুন ভ্যান তুলে দেন তাঁর হাতে ।এদিকে ভ্যানচালক আনারুল ইসলাম ভ্যান পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।এ সময় উপস্থিত উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামীম আহম্মেদ,উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মিলন দাস প্রমুখ। -
বাঘায় বজলুর রহমানের পলিথিন পুড়িয়ে পেট্রোল তৈরি বেশ সাড়া জাগিয়েছে।
দেশের বিভিন্ন অঞ্চলে পলিথিন পুড়িয়ে পেট্রল, ডিজেল, এবং মিথেন গ্যাস তৈরীর খবর আমরা হরহামেশা জানলেও এই প্রথম রাজশাহী জেলার বাঘা উপজেলার দিঘা গ্রামে মো. বজলুর রহমানের তৈরী প্রেট্রল এলাকায় বেশ সাড়া জাগিয়েছে।নিজের শখের বশে ইউটিউব দেখে সে এই অসাধ্য কাজটা করেছেন। পেশাগতভাবে সে একজন ভ্রাম্যমান রাইসমেল পেটলার। শিক্ষাগত যোগ্যতা তার একেবারেই নেই , তবে আছে তার অদম্য সৃষ্টির কৌতুহল। ফলে দীর্ঘদিনের প্রচেষ্ঠায় সে ই্উটিউব দেখে এই কাজের সফলতা পেয়েছেন ।তার সাথে কথা বলে জানা যায়, পাঁচ সদস্যের পরিবারে সে ২ সন্তানের জনক। বড় সন্তান সুমাইয়া আক্তার এবারের এসএসসি পরীক্ষার্থী এবং ছোট সন্তান তুষার আহমেদ হাফিজিয়া মাদ্রাসায় অধ্যয়নরত। মূলতঃ বজলুর রহমান একজন দিন মজুরে। একমাত্র সম্বল তার ভ্রাম্যমান রাইসমিল। বর্তমানে তেলে দাম অস্বাভাবিক ভাবে বেড়ে যাওয়াই পেশাকে ধরে রাখতে তাকে দারুন হিমশিম খেতে হচ্ছে এমতাবস্থায় তার মাথায় আসে এমনই এক উদ্ভট চিন্তা আলাপ সাপেক্ষে পাশের কতিপয় ইউটিউবকারীদের কাছে গল্প শুনে তার ভিতর কল্পনা জাগে ।বজলুর রহমান বলেন, ৫ কেজি পরিত্যাক্ত পলিথিন কুড়িয়ে একটি ড্রামরে মধ্যে একত্রে পুড়িয়ে ৬০০ থেকে/৭০০ গ্রাম পেট্রল ও ডিজেল তৈরী করেছে তবে তার ধারনা এই কাজটি আর একটু সময় দিয়ে শিখতে পারলে ১ লিটারের মত তেল পাওয়া যেতে পরে। তবে গ্যাস ধরার কোন সহজ উপায় না থাকায় তিনি সরকার কিংবা দাতব্যমহলের কাছে তার আবেদন গ্যাসকে সংরক্ষনের জন্য যে সকল যন্ত্রপাতি দরকার হবে তার আনুমানিক মূল্য প্রায় ১ লক্ষ্য টাকা। তার মতে এরকম কর্মকান্ডে সরকার সাহায্য করলে দেশের জ্বালানি তেল এবং গ্যাসের ব্যবহার অনেকাংশে হ্রাস করা সম্ভব।নষ্ট পলিথিন এবং প্লাষ্টিক পরিবেশের জন্য হুমকি। যা মাটিতে থাকলে মাটির গুণাগুণ নষ্ট করে আবার আগুনে পোড়ালে পারিবেশের ক্ষতিকর অতিরিক্ত কার্বন তৈরি করে। নষ্ট করে পরিবেশের ভারসাম্য। সেই সব পলিথিন বর্জ্য এবং প্লাস্টিক এখন সম্পদে পরিণত করছে বজলুর রহমান। তার এই উদ্ভাবনীকে সাধুবাদ জানিয়েছেন স্থানিয়রা। -
বাঘায় কুকুর-শিয়ালের কামড়ের আতঙ্ক বাড়ছে।
রাজশাহীর বাঘায়, এক দিনের ব্যবধানে কুকুর ও শিয়ালের কামড়ে আহত হয়েছেন ষোলজন। গত মঙ্গলবার (২৫-০১-২০২২) সন্ধ্যায় কুকুরের কামড়ে আহত হয়েছেন ১১ জন। আগের দিন সোমবার (২৪-০১-২০২২) শিয়ালের কামড়ে শিশুসহ আহত হয়েছেন ৫জন। এনিয়ে জনমনে বেড়েছে আতঙ্ক।
জানা যায়, মঙ্গলবার (২৫জানুয়ারি) উপজেলার আড়ানী ইউনিয়নের ঝিনা সরকারপাড়ার তিন রাস্তার মোডে কুকুরের কামড়ে এগারোজন আহত হয়েছেন। এরা হলেন- আনোয়ার হোসেনের স্ত্রী আফরোজা (৪৫), মৃত সামসের আলীর ছেলে আবদুস সাত্তার (৬০), তৈজাল আলীর স্ত্রী বেগম আরা (৪৫), সোনার মেল্লার স্ত্রী দোলেনা বেগম (৬০), নয়ন আলীর ছেলে জান্নাতুল ফেরদৌস (৪), আকাশ আলীর মেয়ে (আয়েশা খাতুন (৩), আবুল হোসেনের জামাই সাইদুর রহমান (৩৫)সহ লোকমানপুর এলাকার অজ্ঞাত দুইজন পথচারী ও দুইজন ভিক্ষুক ।
আড়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম জানান, বাচ্চা প্রসব করা ১টি কুকুর তাদের কামড়ে আহত করে। তারা স্থানীয়ভাবে চিকিৎসা নেওয়ার পর ইউনিয়ন পরিষদ থেকে প্রত্যায়ন নিয়ে ভ্যাকশিন গ্রহণ করেছেন। চিকিৎসকের পরামর্শে কুকুরকে নজরদারিতে রাখা হয়েছে।
এর আগের দিন সোমবার (২৪-০১-২০২২)উপজেলার পদ্মার চরাঞ্চলের চকরাজাপুর ইউনিয়নের পলাশী ফতেপুর এলাকায় শিয়ালের কামড়ে আহত হয়েছেন ২ বছরের শিশুসহ ৫জন। এরা হলেন-তফিল উদ্দীনের ছেলে বাদশা আলী (৩৫), নজরুল ইসলামের ছেলে পলাশ হোসেন (২১), মহরম আলীর দুই বছরের শিশু ছেলে মহিম হোসেন, সরেরহাট গ্রামের রহিম উদ্দীনের ছেলে রুবেল আলী (২৬) এবং দুড়দুড়িয়া গ্রামের আইয়ুব আলীর ছেলে রুহুল আমিন (৩০)।
চকরাজাপুর ইউনিয়নের পলাশী ফতেপুর গ্রামের বাসিন্দা, ৯ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত মেম্বর মোস্তাফিজুর রহমান শিশির জানান, তার এলাকায় যারা আহত হয়েছেন তারা এলাকায় ঘোরাফেরা করছিলেন। এ সময় ১টি শিয়াল তাদের তাড়া করে কামড় দেয়। কয়েক দিন ধরে একটি শিয়াল এলাকায় ঘোরাফেরা করছিল। ওই শিয়ালটিকে তাড়া করলে সেটি ফিরে এসে কামড় দেয়। এর মধ্যে শিশু মহিমের পিতা মহরম আলী তার ছেলেকে রেখে আহত অন্য ১জনকে উদ্ধার করতে যায়। এ সময় শিশুটিকে কামড় দেয় শিয়াল।
পরে আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা নেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. রাশেদ আহমেদ জানান, কুকুর ও শিয়ালটি ভাইরাসে আক্রান্ত হয়ে কামড়াচ্ছে কি-না,তাৎক্ষনিক জানা সম্ভব না। তবে সন্দেহে আহতরা প্রত্যেককেই ভ্যাকসিন নিয়েছে। এতে তাদের ক্ষতির সম্ভাবনা কম। -
বাঘায় আড়ানী পৌর আ.লীগের বর্ধিত সভা অনুষ্টিত।
রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌর আ.লীগের বর্ধিত সভা রোববার (২৩ জানুয়ারী) সকাল ১১টায় আড়ানী ইউনিয়ন পরিষদের হলরুমে আগামী ২৮ জানুয়ারী আড়ানী পৌর আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সফল করার লক্ষে এই বর্ধিত সভা অনুষ্টিত হয়।আয়োজিত বর্ধিত সভায় সভাপতিত্ব করেন আড়ানী পৌর আ.লীগের সভাপতি শহীদুজ্জামান শাহীদ। আড়ানী পৌর আ.লীগের সাধারণ সম্পাদক আবদুল মতিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মন্টু, অধ্যক্ষ নছিম উদ্দিন, মুজিবুর রহমান, সংগঠনিক সম্পাদক ওয়াহেদ সাদিক কবির, উপজেলা আ.লীগের দপ্তর সম্পাদক শফিকুর রহমান শফিক, সদস্য মাসুদ রানা তিলু, রফিকুল ইসলাম রফিক, শফিকুল ইসলাম নান্টু, বাঘা পৌরসভার প্যানেল মেয়র ও উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রহমান পিন্টু, আড়ানী পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কার্তিক হালদার, আড়ানী পৌর আ.লীগের সহ-সভাপতি সাইদুর রহমান, আড়ানী পৌর যুবলীগের সভাপতি কামরুল হাসান জুয়েল, আড়ানী পৌর ছাত্রলীগের সভাপতি রিবন আহম্মেদ বাপ্পী প্রমুখ।উল্লেখ্য, বর্ধিত সভায় সিদ্ধান্ত হয়েছে আগামী ২৮ জানুয়ারী আড়ানী পৌর আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলন আড়ানী সরকারি মনোমোহীনি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্টিত হবে।