Tag: প্রার্থী

  • তাহিরপুরে ট্রলি পরিবহন মালিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক প্রার্থী সিরাজুল ইসলাম।

    তাহিরপুরে ট্রলি পরিবহন মালিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক প্রার্থী সিরাজুল ইসলাম।

    মুরাদ মিয়া,তাহিরপুর(সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
    সুনামগঞ্জ তাহিরপুর উপজেলা শ্রীপুর উত্তর ইউনিয়নের  কলাগাঁও চারাগাঁও ট্রলি পরিবহন মালিক সমবায় লিঃ এর সমিতি ব্যবস্থাপনা কমিটির  নির্বাচনে মোঃ সিরাজুল ইসলাম সাধারণ সম্পাদক পদে প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন।
     জানাযায় মোঃ সিরাজুল ইসলাম একজন সৎ নিষ্ঠাবান মেহনতি মানুষের বন্ধু ও একজন সফল ব্যবসায়ী হিসেবে সাধারন মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় মানুষ হিসেবে ব্যাপক পরিচিত এরই ধারাবাহিকতায় আসছে আগামী (২২ ফেব্রুয়ারি)শনিবার কলাগাঁও চারাগাঁও ট্রলী পরিবহন মালিক সমবায় সমিতির লিঃ এর সমিতির নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন কে সামনে রেখে ট্রেলী সমিতির সদস্যদের কাছে দোয়াত কলম  মার্কায় ভোট চেয়ে এলাকায় তিনি দিনরাত কৌশল বিনিময় করছেন।
    ট্রলী সমিতির সাধারণ সম্পাদক পদ প্রার্থী মোঃ সিরাজুল ইসলাম বলেন স্হানীয় এলাকার প্রবীণ মুরব্বিদের দোয়া ও ট্রলী  পরিবহন মালিক সমিতির সকল সদস্যদের সমর্থন এবং ট্রলী পরিবহন মালিক সমবায় সমিতির লিঃ এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে রুই মাছ মার্কায় নির্বাচিত হয়ে,শ্রীপুর উত্তর ইউনিয়নের কলাগাঁও চারাগাঁও ট্রলি পরিবহন মালিক সমিতির সমবায় লিঃ কে সফল ট্রলি পরিবহন প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ।
     তিনি আরও বলেন, বর্তমান ট্রলি পরিবহন   মালিক সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা কমিটির উন্নয়নের ধারাবাহিকতাকে অব্যাহত রাখতে রুই মাছ মার্কায় সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছি এবং আপনাদের মহামূল্যবান ভোট দিয়ে আমাকে সমিতির  সার্বিক উন্নয়ন করার সুযোগ দিন।
  • গোয়ালন্দ উপজেলা পরিষদের ভোটে নামতে ১০ প্রার্থীর মনোনয়ন জমা।

    গোয়ালন্দ উপজেলা পরিষদের ভোটে নামতে ১০ প্রার্থীর মনোনয়ন জমা।

    রাজবাড়ী প্রতিনিধিঃ

    দ্বিতীয় ধাপে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ১০ জন প্রার্থী অনলাইনে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

    রবিবার (২১ এপ্রিল) বিকেল ৫ টায় গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র বিষয়টি নিশ্চিত করেছেন।

    গোয়ালন্দ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তফা মুন্সী, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. শহিদুল ইসলাম, মো. সেলিম মুন্সী ও ফকীর আব্দুল কাদের মনোনয়নপত্র জমা দিয়েছে। এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. হুমায়ন কবির পলাশ, সাবেক ভাইস চেয়ারম্যান ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান চৌধুরী ও মো. আব্দুল বাতেন অনলাইনে মনোনয়ন জমা দেন।

    মহিলা ভাইস চেয়ারম্যান পদে ছালেহা আক্তার বুলবুল, মোছাঃ নার্গিস পারভীন ও মোছাঃ আফরোজা রাব্বানী অনলাইনে মনোনয়নপত্র জমা দিয়েছে।

    দ্বিতীয় ধাপের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২১ এপ্রিল, মনোনয়নপত্র বাছাই ২৩ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৩০ এপ্রিল, প্রতীক বরাদ্দ ২ মে। ভোটগ্রহণ হবে ২১ মে।

    গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, আজ রোববার মনোনয়ন দাখিলের শেষ দিন ছিল। উপজেলা পরিষদের তিনটি পদে মোট ১০ জন প্রার্থী অনলাইনে মনোননয়ন জমা দিয়েছেন। নির্বাচন কমিশিনের তফসিল অনুযায়ী, যাচাই-বাছাই ও আপীল নিষ্পত্তি শেষে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেয়া হবে।

  • ভাইস-চেয়ারম্যান পদে দোয়া  প্রার্থী মহারাজের ঈদের অগ্রীম শুভেচ্ছা।

    ভাইস-চেয়ারম্যান পদে দোয়া  প্রার্থী মহারাজের ঈদের অগ্রীম শুভেচ্ছা।

    বরগুনা প্রতিনিধিঃ
    বামনা উপজেলা বাসীকে পবিত্র ঈদ-উল-ফিতর এর অগ্রীম শুভেচ্ছা জানিয়েছেন ভাইস চেয়ারম্যান পদে দোয়া প্রার্থী মোঃ  জাকারিয়া হোসেন মহারাজ ( ভাই ) শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, আমি বামনা উপজেলা বাসীর পক্ষ থেকে সকলকে জানাই পবিত্র ঈদ-উল-ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং ঈদ মোবারক। আমি সকলের অব্যাহত সুখ, শান্তি সমৃদ্ধি ও কল্যাণ কামনা করি। তিনি আরও বলেন, বছর ঘুরে মুসলিম উম্মাহর আনন্দময় দিন ঈদুল ফিতর আমাদের মধ্যে সমাগত। ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে মুসলমানদের আত্মশুদ্ধি, সংযম, সৌহার্দ্য ও সম্প্রীতির মেলবন্ধন পরিব্যাপ্তি লাভ করুক এটাই হোক ঈদ উৎসবের ঐকান্তিক কামনা।
    হাঁসি-খুশি ও ঈদের অনাবিল আনন্দে প্রতিটি মানুষের জীবন পূর্ণতায় ভরে উঠুক। ঈদ এর অর্থটাই হচ্ছে ফিরে আসা। এমন এই দিনকে ঈদ বলা হয়, একে অপরের প্রতি হিংসা বিদ্বেষ ভুলে এই জন্য যে মানুষ বারবার একত্রিত হয় এবং সাধ্যমতো যার যা উপার্জণ তা নিয়েই আনন্দ উৎসব করে। তাই ঈদ দ্বারাই মহান আল্লাহ তাঁর বান্দাকে নিয়ামাত কিংবা অনুগ্রহে ধন্য করে থাকেন। মহান আল্লাহ পাক মুসলিম উম্মাদের প্রতি নিয়ামত হিসেবেই ঈদ দান করেছে। তাই এই পবিত্র দিনে বাংলাদেশের প্রতিটি গৃহে প্রবাহিত হোক শান্তির অমীয় ধারা।
    আমি এই কামনা করি। সেই সাথে আসন্ন বামনা উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করবো। আমি যেন আপনাদের পাশে থেকে সামাজিক মূলক উন্নয়নের ধারাকে আরো গতিশীল করতে পারি, এই জন্য সকলে আমার জন্য দোয়া করবেন। সবাইকে জানাই ঈদের অগ্রীম শুভেচ্ছা, ঈদ মোবারক!
  • মাটিরাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীতা ঘোষণা দিলেন রইছ উদ্দিন।

    মাটিরাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীতা ঘোষণা দিলেন রইছ উদ্দিন।

    মাটিরাঙ্গা(খাগড়াছড়ি)প্রতিনিধিঃ
    আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেছেন খাগড়াছড়ি জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ রইছ উদ্দিন।
    রবিবার (০৭ এপ্রিল) সন্ধায় মাটিরাঙ্গা উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এক আলোচনা সভা ও ইফতার মাহফিলে তিনি তার প্রার্থীতা ঘোষনা করেন।
    এসময় তিনি বলেন, আমি বীর মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। হাই প্রোফাইল আমার নাই। বীর মুক্তিযোদ্ধাদের অবমূল্যায়ন ও সাধারণ মানুষের কথা চিন্তা করে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেছি।  আমি সার্বজনীন জবাবদিহিতা নিশ্চিত করতে চাই। কারো হক মেরে খাওয়ার চিন্তা নাই। আমি এই এলাকার সাধারণ মানুষদের মাঝ থেকে যোগ্য নেতৃত্ব তৈরি করে এলাকার উন্নয়ন করতে চাই।
    এসময় খাগড়াছড়ি জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হানিফ হাওলাদার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন, পৌর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম, বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সহ সম্পাদক হারুন মিয়াসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
  • উপজেলা পরিষদ নির্বাচনে গণসংযোগে ডিমলার সম্ভাব্য প্রার্থী।

    উপজেলা পরিষদ নির্বাচনে গণসংযোগে ডিমলার সম্ভাব্য প্রার্থী।

    ডিমলা (নীলফামারী)প্রতিনিধিঃ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে গনসংযোগে করছেন নীলফামারীর ডিমলা উপজেলার সম্ভাব্য চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা। আগামী ৮মে অনুষ্ঠিত হবে প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচন। ১০টি ইউনিয়ন পরিষদ নিয়ে ডিমলা উপজেলা পরিষদ গঠিত। এ উপজেলায় মোট ভোটারের সংখ্যা ২ লাখ ২৭ হাজার ৯৭১ জন। তৃতীয় লিঙ্গের ১ জনসহ পুরুষ ভোটারের সংখ্যা ১ লাখ ১৫ হাজার ৩৭৯ জন এবং মহিলা ভোটারের সংখ্যা ১ লাখ ১২ হাজার ৫৯০ জন। “ভোট আসলেই সাধারণ ভোটারদের অভিযোগের শেষ নেই। তাদের ভাষ্য, নির্বাচনের সময় ঘনিয়ে এলেই কেবল প্রার্থীদের আনাগোনা বেড়ে যায়। নির্বাচন চলে গেলে কোন প্রার্থী ভোটারদের আর খোঁজ খবর রাখেন না। তবে এবারের উপজেলা নির্বাচনে প্রার্থীদের জনপ্রিয়তা যাচাইয়ের নির্বাচন হবে বলে জানান সাধারন ভোটাররা” ।

    আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীরা ইতোমধ্যে ভোটারদের আকৃষ্ট করতে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় সহ দোয়া ও সমর্থন কামনা করছেন। প্রার্থীরা দশটি ইউনিয়নের বিভিন্ন এলাকার ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক কর্মকান্ডে অংশগ্রহন ও বিভিন্ন হাট-বাজারে গিয়ে ভোটারদের হাতে লিফলেট বিতরন করে মন জয় করার চেষ্টা করছেন। নিজেদের পরিচয় তুলে ধরার চেষ্টায় প্রার্থীদের আগাম প্রচারে সরব হয়ে উঠেছে উপজেলার শহর-গ্রাম সহ প্রত্যন্ত অঞ্চলগুলো।

    এবারের নির্বাচনে চেয়ারম্যান পদের সম্ভাব্য প্রার্থীরা হলেন- উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. আনোয়ারুল হক সরকার মিন্টু, যুবলীগের যুগ্ন আহবায়ক ও নীলফামারী জেলা পরিষদের সদস্য মো. ফেরদৌস পারভেজ, সাবেক ইউপি চেয়ারম্যান ও সাবেক উপ-কর কমিশনার আব্দুর রহমান ও জেলা জামায়াতের ইসলামী নায়েবের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার ।

    ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীরা হলেন- উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বাবু নীরেন্দ্র নাথ রায়, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য সচিব উত্তম কুমার রায়, বাংলাদেশ প্রেস ক্লাবের জেলা সাধারণ সম্পাদক (সাংবাদিক) হামিদার রহমান, মোফাক্কারুল ইসলাম পেলব (শিক্ষক), মো.আবু সাঈদ, মো. স্বপন মিয়া, মো. ছায়েদ আলী, এ্যাডভোকেট. সুজন চন্দ্র রায় ও জামায়াতে ইসলামীর উপজেলা আমীর অধ্যাপক মাওলানা মজিবুর রহমান।

    মহিলা ভাইস চেয়ারম্যান পদের সম্ভাব্য প্রার্থীরা হলেন- উপজেলা পরিষদের বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সিদ্দিকা, উপজেলা মহিলা লীগ সভানেত্রী পারুল বেগম, উপজেলা তাঁতী লীগের সভানেত্রী জাহানারা বেগম ও জামায়াতে ইসলামী সমর্থিত সাবিনা ইয়াসমিন।

    এদিকে নির্বাচনের দিনক্ষণ ঘনিয়ে আসায় প্রার্থী, কর্মী-সমর্থকরা ও তাদের পছন্দের প্রার্থীর জন্য দোয়া চেয়ে উঠান বৈঠক, ইফতার পার্টি, বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যোগদান, গণসংযোগ, পথসভা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব প্রচারণা চালাচ্ছেন।

    সরেজমিনে দেখা যায়, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের এখনো তফশিল ঘোষণা হয় নাই। তবে কে হবে ডিমলা উপজেলা পরিষদের পরবর্তী চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান তা নিয়ে শুরু হয়েছে সাধারণ ভোটারদের মাঝে চা-পানের দোকানে বসে চায়ের আড্ডায় আলোচনা-সমালোচনা ।

    দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন হলে ভোটাররা বিভিন্ন কারণে পছন্দের প্রার্থীর পক্ষে সরব হতে চান না। তবে এবারের প্রেক্ষাপট ভিন্ন। ক্ষমতাসীন দল দলীয় প্রতীক না দেওয়ার আগাম ঘোষণা দেওয়ায় অনেকেই স্বতন্ত্র প্রার্থী হওয়ার জন্য আগাম প্রচাররা শুরু করেছেন। যে কারণে এবারে উপজেলা পরিষদ নির্বাচন হবে অংশগ্রহণমূলক, যোগ হবে ভিন্ন মাত্রা এবং সর্বোচ্চ প্রতিযোগিতামূলক হওয়ার সম্ভাবনা । অধিকাংশ ভোটার চান দলমতের ঊর্ধ্বে সবচেয়ে ভালো প্রার্থীকে উপজেলা  চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী করতে।

    তথ্য মতে, দেশে এখন ৬৪টি জেলায় ৪৯৫টি উপজেলা রয়েছে। এর মধ্যে চার ধাপে দেশের ৪৮১টি উপজেলা পরিষদের ভোট গ্রহণের ঘোষণা দিয়েছেন নির্বাচন কমিশন। ৪ঠা মে প্রথম ধাপে ১৫৩টি, ১১ই মে দ্বিতীয় ধাপে ১৬৫টি, ১৮ই মে তৃতীয় ধাপে ১১১টি ও ২৫শে মে চতুর্থ ধাপে ৫২টি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী সপ্তাহেই নির্বাচন কমিশন উপজেলা পরিষদ নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা করতে পারেন বলে, জানা গেছে। তবে কোন উপজেলায় কখন নির্বাচন হবে তা আগেই ইসি তার নিজস্ব ওয়েব সাইটে প্রকাশিত করেছে।

  • মৌলভীবাজার-২ আসনে তৃণমূল বিএনপি মনোনীত প্রার্থীর ভোট বর্জন।

    মৌলভীবাজার-২ আসনে তৃণমূল বিএনপি মনোনীত প্রার্থীর ভোট বর্জন।

    মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের তৃণমূল বিএনপি প্রার্থী ও সাবেক দুইবারের সংসদ সদস্য এম এম শাহীন ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সোনালী আঁশ প্রতীকের প্রার্থী হিসেবে ছিলেন। এই প্রার্থী বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে এ ঘোষণা দেন তিনি।
    রবিবার ৭ জানুয়ারি ২০২৩ইং, ভোটের দিন বিকেল সাড়ে ৩টায় কুলাউড়া পৌর শহরের মাগুরা এলাকার তার নিজ বাসায় সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের সামনে ভোট বর্জনের ঘোষণা দেন শাহীন।
    জানা যায়, এর আধঘণ্টা আগে রাবিয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে এম এম শাহীন ও আওয়ামী লীগের নৌকার প্রার্থী শফিউল আলম চৌধুরী নাদেলের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
    এতে ওই কেন্দ্রে উত্তেজনা তৈরি হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
    সকালে রাবিয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সস্ত্রীক ভোট দেন শাহীন। সে সময় তিনি বলেন, আমাদের কাছে গুঞ্জন রয়েছে সরকারি দলের প্রার্থী ভোটে কারচুপি ও প্রভাব বিস্তারের চেষ্টা করবে।
    সেন্টার দখলের চেষ্টা করবে। প্রশাসন আমাকে বার বার আশ্বস্ত করেছে। আমি শেষ পর্যন্ত অপেক্ষা করবো। কিন্তু চারটার মধ্যে কোথাও কোনো বাধা এলে আমি নিজেকে প্রত্যাহার করবো।
    সেই ঘোষণা অনুসারে বিকাল চারটার কিছু সময় আগে নিজেকে ভোট থেকে সরিয়ে নেন তৃণমূল বিএনপি প্রার্থী ও সাবেক সংসদ সদস্য এম এম শাহীন।
    এ দিকে মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর-রাজনগর) আসনের জাতীয় পার্টির প্রার্থী মোঃ আলতাফুর রহমানও আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন একই অভিযোগে।
  • মৌলভীবাজার-১ আসনে জাপা মনোনীত প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ালেন।

    মৌলভীবাজার-১ আসনে জাপা মনোনীত প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ালেন।

    নিজস্ব প্রতিবেদক,জালাল উদ্দিন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহনের একদিন আগে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করে মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী আহমেদ রিয়াজ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।
    শনিবার ০৬ জানুয়ারি ২০২৪ইং, নির্বাচনের ১৮ ঘন্টা পূর্বে নিজের ফেসবুকে লাইভে এসে তিনি ফল পাল্টানোর আশঙ্কা থেকে নির্বাচন বয়কটের ঘোষণা দেন।
    তিনি বলেন, তফশিল শুরুর পর থেকে আমি নির্দ্বিধায় নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছি। প্রশাসন ও পুলিশ আমাকে সহযোগিতা করেছে। কিন্তু এ আসনে আমার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সংসদের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী (শাহাব উদ্দিন) হওয়ার কারণে কোন অবস্থাতেই আমাকে জয়ী হতে দিবেন না। আমি পাস করলেও ফলাফল বদল করে উনারা মন্ত্রীকে পাস করিয়ে দিবেন। এ কারণে আমি নির্বাচন বয়কট করলাম।
    সিলেটি ভাষায় ব্যাঙ্গাত্বক বক্তব্য দিয়ে এ প্রার্থী সাধারণ মানুষের কাছে পরিচিত হয়েছেন। আওয়ামী লীগের প্রার্থীর আত্মীয়-স্বজন ও দলীয় কিছু নেতাকর্মীর বিরুদ্ধে বক্তব্য দিয়ে তিনি এতোদিন আলোচনায় ছিলেন।
    মুঠোফোনে তিনি বলেন, তৃণমূল বিএনপির প্রার্থী আগেই আমাকে সমর্থন দিয়েছিলেন। মন্ত্রী ঘোষণা দিয়েছেন যে, ইউনিয়ন থেকে যে বেশী ভোট দেওয়াবে তাকে তিনি তাদেরকে পুরষ্কৃত করবেন; এ কারণে চেয়ারম্যান, মেম্বার ও নেতারা প্রতিযোগিতা শুরু করে দিয়েছেন কালকে যেকোন অবস্থাতেই তারা জয় ছিনিয়ে নেবে।
    এর আগে তৃণমূল বিএনপির প্রার্থী আনোয়ার হোসেন মন্জু জাতীয় পার্টির মনোনীত প্রার্থীকে সমর্থন দিয়েছেন।
    মৌলভীবাজার-১ আসনে চার প্রার্থীর মধ্যে দুই প্রার্থী সরে দাঁড়ানোয় শাহাব উদ্দিন এমপি ও স্বতন্ত্র প্রার্থী কাজী ময়নুল ইসলাম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। শেষ মুহূর্তে এসে জাতীয় পার্টির নির্বাচন বয়কট করা এবং আওয়ামী লীগের প্রার্থী ব্যতিত অপর প্রার্থীর পরিচিতি কম থাকায় এ আসনে ভোটার উপস্থিতি নিয়ে শঙ্কা রয়েছে।
  • জাতীয় পার্টির প্রার্থীর পক্ষে নির্বাচন করার সিদ্ধান্ত নিল আ.লীগের নেতা-কর্মীরা।

    জাতীয় পার্টির প্রার্থীর পক্ষে নির্বাচন করার সিদ্ধান্ত নিল আ.লীগের নেতা-কর্মীরা।

    আনোয়ার হোসেন,রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
    ঠাকুরগাও-৩ (পীরগঞ্জ-রানীশংকৈল) আসনে অবশেষে জাতীয় পার্টির প্রার্থী হাফিজউদ্দীন আহমেদের পক্ষে নির্বাচন করার সিদ্ধান্ত নিল আওয়ামীলীগ। বৃহস্পতিবার দুপুরে পীরগঞ্জ উপজেলা আ.লীগের কার্যালয়ে পীরগঞ্জ এবং রানীশংকৈল উপজেলা আ.লীগের নেতৃবৃন্দের সমন্বয়ে এক বর্ধিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
    সভায় সভাপতিত্ব করেন সাবেক এমপি এবং পীরগঞ্জ উপজেলা আ.লীগের সভাপতি ইমদাদুল হক। সভায় সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আ.লীগের সহসভাপতি সেলিনা জাহান লিটা, পীরগঞ্জ উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব সহ দুই উপজেলা ও পৌরসভার বিভিন্ন ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদকরা এসময় বক্তব্য দেন।
    পীরগঞ্জ উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব বলেন, আ.লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঠাকুরগাঁও-৩ আসনটি জাতীয় পার্টির প্রার্থী হাফিজউদ্দীন আহমেদকে ছাড় দিয়ে নৌকার প্রার্থী সাবেক এমপি ইমদাদুল হককে প্রত্যাহার করে নিয়েছেন। এজন্য আমাদের কিছুটা হলেও মন খারাপ ছিল। আমাদের দলের নেতা-কর্মীরা সিদ্ধান্ত হীনতায় ভুগছিলেন। ব্যক্তিগত ভাবে কেউ কেউ জাতীয় পার্টির আবার কেউ কেউ ওয়ার্কাস পার্টির প্রার্থীকে সমর্থন দিয়েছিলেন। এ অবস্থায় দলের বর্ধিত সভা ডাকা হয়।
    সভায় সাবেক এমপি ইমদাদুল হক, সেলিনা জাহান লিটা সহ পীরগঞ্জ-রানীশংকৈলের বেশির নেতারা উপস্থিত ছিলেন। সরকারের ধারাবাহিকতা রক্ষায় এবং প্রধান মন্ত্রীর দিকে লক্ষ্য রেখে দলীয় ভাবে জাতীয় পার্টির প্রার্থী হাফিজউদ্দীন আহমেদের লাঙ্গল মার্কার পক্ষে নির্বাচন করার সিদ্ধান্ত হয়েছে এবং দলের সকল নেতা-কর্মীদের লাঙ্গল মার্কার পক্ষে কাজ করার জন্য নির্দেশনা দিয়েছেন সাবেক এমপি ইমদাদুল হক।
    প্রসঙ্গত, স্বাধীনতার পর থেকে ঠাকুরগাঁও-৩ আসন আওয়ামীগের দখলে থাকলেও ২০০১ সালে হাত ছাড়া হয়। তখন থেকে ২০১৩ সাল পর্যন্ত এ আসনটি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হাফিজউদ্দীন আহমদের দখলে ছিল। ২০১৪ সালে স্থানীয় আ.লীগের অসহযোগীতার কারণে আসনটি হারায় জাতীয় পার্টি। এটি চলে যায় ওয়ার্কাস পার্টির দখলে। বিগত জাতীয় সংসদ নির্বাচনে নানা কারণে এখানে জয় পান বিএনপি’র জাহিদুর রহমান। ২০২২ সালে বিএনপি’র সংসদ সদস্যরা পদত্যাগ করলে উপ-নির্বাচনে আসনটি আ.লীগের সহায়তায় আবারো পুনঃরুদ্ধার করেন জাতীয় পাটির্র হাফিজউদ্দীন আহমেদ।
    চলতি জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে আওয়ামীলীগ থেকে মনোনয়ন দেয়া হয় সাবেক এমপি ইমদাদুল হককে। জাতীয় পার্টি থেকে বর্তমান সংসদ সদস্য হাফিজ উদ্দীন আহমেদকে। ওয়ার্কাস পার্টি থেকে গোপাল চন্দ্র রায়কে। কিন্তু জোটগত কারণে শেষ মুহুর্তে আসনটি জাতীয় পার্টিকে ছাড় দিয়ে আ.লীগের প্রার্থী ইমদাদুল হককে প্রত্যাহার করে নেয় আওয়ামী। নির্বাচনী লড়াইয়ের মাঠে থাকে যান হাফিজউদ্দীন আহমেদ সহ ওয়ার্কাস পার্টির গোপাল চন্দ্র রায়, বিকল্প ধারা বাংলাদেশের খলিলুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী আশা মনি।
    আসনটি জাতীয় পার্টিকে ছেড়ে দিয়ে আ.লীগের প্রার্থীকে প্রত্যাহার করা হলেও স্থানীয় আ.লীগের নেতৃবৃন্দ জাতীয় পার্টির প্রার্থীর পক্ষে নির্বাচনী মাঠে নামেননি। তবে কেউ কেউ নিজ উদ্যোগে জাতীয় পার্টির ও ওয়ার্কাস পার্টির প্রার্থীকে সমর্থন জানান।
    আ.লীগের নেতা-কর্মীদের নিজ নিজ পক্ষে নিতে জাতীয় পার্টি ও ওয়ার্কাস পার্টির চেষ্টা চালায়। শেষ পর্যন্ত আ.লীগের বর্ধিত সভায় জাতীয় পার্টির প্রার্থীর পক্ষে নির্বাচন করার সিদ্ধান্ত নেয় আওয়ামীলীগ।
    উল্লেখ্য, এ আসনে জয় পরাজয় নির্ভর করে আ.লীগের উপর। আ.লীগ দলগত ভাবে জাতীয় পার্টিকে সমর্থন দেয়ায় লাঙ্গলের জন্য জয় লাভ করা এখন অনেকাংশেই সহজ হবে বলে মাঠ পর্যায়ে বিভিন্ন ভোটার ও সমর্থকদের সাথে কথা বলে জানা গেছে।
    এ আসনে মোট ভোটার ৩ লাখ ৪৪ হাজার ৩৫৪ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৭৪ হাজার ৯৬৬ জন এবং  মহিলা ১ লাখ ৬৯ হাজার ৩৮৮ জন।
  • বাঘা-চারঘাট আসনের স্বতন্ত্র প্রার্থী রাহেনুলের কাঁচি প্রতীকে ভোট প্রার্থনা।

    বাঘা-চারঘাট আসনের স্বতন্ত্র প্রার্থী রাহেনুলের কাঁচি প্রতীকে ভোট প্রার্থনা।

    বাঘা(রাজশাহ)প্রতিনিধিঃরাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে বাড়ি বাড়ি গিয়ে স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য ও চারঘাট উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রাহেনুল হক রায়হান কাঁচি প্রতীকে ভোট প্রার্থনা করেন। শনিবার (২৩ ডিসেম্বর) তিনি উপজেলার মনিগ্রাম ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গিয়ে ভোট প্রার্থনা করেন। সাবেক এই সংসদ সদস্যকে পেয়ে অনেকেই আবেকে আফ্লুত হয়ে পড়ে কান্নায় ভেঙ্গে পড়তে দেখা গেছে।

    এ সময় তার সাথে ছিলেন বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এ্যাড. লায়েব উদ্দিন লাভলু, বাঘা পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সদস্য আক্কাছ আলী, বাঘা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক মোকাদ্দেস আলী, পাকুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মেরাজুল ইসলাম মেরাজ, ছাত্র লীগের সাবেক নেতা সুরুজ্জামান, রবিউল ইসলাম রবি প্রমুখ।
    এছাড়া এ আসনে জাতীয় পার্টির শামসুদ্দিন রিন্টু (লাঙ্গল), ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মহসিন আলী (আম), বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) আবদুস সামাদ (নোঙ্গর), জাতীয় সমাজতান্ত্রিক দল (ইনু) জুলফিকার মান্নান জামী (মশাল) প্রতীক নিয়ে ভোট করছেন।
  • সানন্দবাড়ীতে নৌকার প্রার্থী নূর মোহাম্মদকে বিজয়ী করার লক্ষ্যে জনসভা 

    সানন্দবাড়ীতে নৌকার প্রার্থী নূর মোহাম্মদকে বিজয়ী করার লক্ষ্যে জনসভা 

    ফরিদুল ইসলাম, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধিঃ জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ীতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জামালপুর ১  (দেওয়ানগঞ্জ, বকশিগঞ্জ) আসনে, বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী নুর মোহাম্মদকে বিজয়ী করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
    ২৩ ডিসেম্বর শনিবার বিকেল ৩ ঘটিকায় চরআমখাওয়া ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে এবং ১নং ডাংধরা, ২নং চরআমখাওয়া, ৩নং পাররামরামপুর, ৪নং হাতিভাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের তৃণমূল পর্যায়ের সকল সহযোগী সংগঠন সহ নেতৃবৃন্দদের নিয়ে সানন্দবাড়ী কলেজ মাঠে এমপি প্রার্থী নূর মোহাম্মদের মতবিনিময় ও নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়।
    মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ এমপি।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-১ আসনের (বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জ) আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থী নূর মোহাম্মদ ভাবুক, দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদ।
    বাংলাদেশ আওয়ামী লীগ চরআমখাওয়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক রেজাউল করিম লাভলুর সঞ্চালনায়
    সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামীলীগ চরআমখাওয়া ইউনিয়ন শাখার সভাপতি ফখরুল আলম আকন্দ। নির্বাচনী সভায় বক্তব্য রাখেনে দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোসাদ্দেক হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহজাহান আকন্দ, দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান সোলাইমান হোসেন, দেওয়ানগঞ্জ পৌর মেয়র নুরুন্নবী অপু, অধ্যাপক সাকোয়াত হোসেন, পাররামরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি জুয়েল, চরআমখাওয়া ইউনিয়ন মুক্তি যোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সামছুল হক মাস্টার, বাংলাদেশ আওয়ামী লীগ  দেওয়ানগঞ্জ উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আসলাম হোসেন, দেওয়ানগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন, দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শফিউল হক মান্না, চরআমখাওয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, ডাংধরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল গফুর আর্মী,   বাংলাদেশ ছাত্রলীগ সানন্দবাড়ী সাংগঠনিক থানা শাখার সভাপতি তারিকুল ইসলাম তারেক, নির্বাচনী জন সভায় উপজেলা আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন ইউনিয়নের নেতা কর্মীগন অংশগ্রহণ করেন।
    সভায় আওয়ামী লীগের প্রার্থী নূর মোহাম্মদ আগামী ৭ জানুয়ারি নির্বাচনে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট চান এবং সকল নেতা কর্মীকে ঐক্যবদ্ধ থেকে ভোটারদের ভোট কেন্দ্রে নিয়ে আসা সহ মানুষকে শেখ হাসিনার বার্তা পৌছে দেওয়ার অনুরোধ জানান।
    প্রধান অতিথির বক্তব্যে আবুল কালাম আজাদ এমপি নির্বাচন নিয়ে নেতা কর্মীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।