Tag: প্রতিবাদ

  • মৌলভীবাজার রাজনগরে সাবরেজিস্ট্রি অফিস স্থানান্তরের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ।  

    মৌলভীবাজার রাজনগরে সাবরেজিস্ট্রি অফিস স্থানান্তরের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ।  

    মৌলভীবাজার রাজনগরে সাবরেজিস্ট্রি অফিস স্থানান্তরের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ।  

    মৌলভীবাজার রাজনগরে সাবরেজিস্ট্রি অফিস স্থানান্তর করে অন্যত্র সরিয়ে নেয়ার  প্রতিবাদে টানা ১২ দিন ধরে আন্দোলন চলছে। দূরবর্তী স্থানের পরিবর্তে রাজনগর বাজারের নিকটে অফিস স্থানান্তরের দাবীতে ব্যবসায়ী, দলিল লেখক ও সাধারণ মানুষ সড়কে আন্দোলন করছেন। এছাড়া একই দাবিতে দলিল লেখকরা কলম বিরতি চালিয়ে যাওয়ায় গত ১২ দিনে প্রায় প্রায় অর্ধকোটি টাকা রাজস্ব হারিয়েছে সরকার।
    সাব-রেজিস্ট্রি অফিস বাজার থেকে দূরবর্তী স্থানে স্থানান্তরের এই সিদ্ধান্তের প্রতিবাদে তীব্র হচ্ছে গণবিক্ষোভ। এঘটনায় রবিবার (৬ ফেব্রুয়ারি) রাজনগর বাজারে বিক্ষোভ মিছিল ও মৌলভীবাজার-বালাগঞ্জ সড়কের মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভের সামনে টায়ার জ্বালিয়ে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।
    আন্দোলনকারী ও দলিল লেখকরা জানান, ১৯৯২ সাল থেকে উপজেলা পরিষদের ভিতর আইন মন্ত্রনালয়ের ভবনের কয়েকটি কক্ষ নিয়ে সাব-রেজিস্ট্রি অফিসের কার্যক্রম চলছে। ভবনটি যথেষ্ট মজবুত থাকা সত্ত্বেও সংস্কারের উদ্যোগ না নিয়ে অফিস অন্যত্র সরিয়ে নিতে নিবন্ধন অধিদপ্তর থেকে গত ১৯ জানুয়ারি তারিখে সহকারী মহা-পরিদর্শক (অতিরিক্ত দায়িত্ব) শেখ মো. আনোয়ারুল হক স্বাক্ষরিত পত্রে অনুমতি দেয়া হয়।
    এ প্রেক্ষিতে অফিস স্থানান্তরের জন্য ইতোমধ্যে রাজনগর থেকে দূরবর্তী কলেজ পয়েন্টে একটি ভবন ভাড়া নেয়ার উদ্যোগ নেয়া হয়। বিষয়টি জানাজানি হলে বাজার ব্যবসায়ী, দলিল লেখক ও সাধারণ জনগণ বিক্ষুব্ধ হয়ে উঠেন। পরে সাব-রেজিস্ট্রারের সাথে আলাপ করে দূরবর্তী স্থানের পরিবর্তে রাজনগর বাজারের আশেপাশে একাধিক ভবন দেখা হয়।
    এর প্রতিবাদে দলিল লেখকরা ২৭ জানুয়ারি থেকে কলম বিরতি পালন করছেন। ফলে প্রায় অর্ধকোটি টাকা রাজস্ব হারিয়েছে সরকার। একই সাথে এই আন্দোলনের কারণে জমির ক্রেতা-বিক্রেতারা বিপাকে পড়েছেন। স্থানীয় বাজারের প্রায় ৪ শতাধিক ব্যবসায়ীসহ সাধারণ মানুষ আন্দোলনে যুক্ত হয়ে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সড়কে টায়ার জ্বালিয়ে অবস্থান কর্মসূচী পালন করছেন। তীব্র অসন্তোষের ফলে পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হচ্ছে।
    রোববার বিক্ষোভ মিছিল শেষে প্রবীণ ব্যবসায়ী আব্দুস সালামের সভাপতিত্বে অবস্থান ও প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য রাখেন রাজনগর ইউপি আ‘লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান খান, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহেদুজ্জামান আনসারী মনাই, পাঁচাগাঁও ইউপি আ‘লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দূর্গা দেব, রাজনগর প্রেসক্লাবের সভাপতি আউয়াল কালাম বেগ, জেলা দলিল লেখক সমিতির সাংগঠনিক সম্পাদক মখদ্দুছ মিয়া, ব্যবসায়ী মিনহাজ চৌধুরী, ফুয়াদ হোসেন মুরাদ, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মিনাজ মিয়া, সাংবাদিক আহমদউর রহমান ইমরান, ছাত্রলীগের সহ সভাপতি মিজানুর রহমান রাজু প্রমুখ।
    এ ব্যাপারে মৌলভীবাজারের জেলা রেজিস্ট্রার সোহেল রানা মিলন বলেন, রাজনগরের অফিস ভবনটি ব্যবহারের অনুপযোগী হওয়ায় ফাইলপত্র নষ্ট হয়ে যাচ্ছে। তাই নিকটবর্তী স্থানে উপযুক্ত কোনো ভবন না থাকায় কলেজ পয়েন্টে ভাড়ায় একটি ভবনে অফিস স্থানান্তরের জন্য সিদ্ধান্ত নেয়া হয়। বিষয়টির গুরুত্ব না বুঝে কিছু সংখ্যক মানুষ এর বিরুদ্ধে আন্দোলন করছে।  এবং তিনি বলেন, উদ্ভুত পরিস্থিতি সম্পর্কে সকল পক্ষ বসে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা সম্ভব হবে।
  • দেওয়ানগঞ্জে ইউপি নির্বাচন স্থগিতের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন।

    দেওয়ানগঞ্জে ইউপি নির্বাচন স্থগিতের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন।

    আজ বুধবার ২ফেব্রুয়ারি জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত হওয়ার প্রতিবাদে মানববন্ধন করেন এলাকাবাসী। এতে অংশনেন সকল পদের প্রার্থী গণ সহ এলাকার হাজার হাজার জনগণ।
    জানা যায়, গত ৩১ জানুয়ারী ষষ্ঠ ধাপ ইউপি নির্বাচনে ৩নং পাররামরামপুর ইউনিয়নে নির্বাচনের কথা ছিলো। এর ধারাবাহিকতায় নির্বাচনের সকল কার্যক্রম চালিয়ে যায় সকল পদের প্রার্থীগণ। এতে চাঞ্চল্যকর পরিবেশে প্রস্তুত ছিলো সাধারণ ভোটার গণ। ভোট গ্রহণের যাবতীয় কার্যক্রম সম্পন্নের প্রস্তুতি নিচ্ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাচন কমিশনার ও রিটার্নিং অফিসার। সকল কার্যক্রম ছিলো যথারীতি প্রস্তুত। ৩০ জানুয়ারী রাত ৭টায় আদালতের নির্দেশক্রমে নির্বাচন স্থগিত করেন উপজেলা নির্বাচন কমিশনার ও রিটার্নিং অফিসার দেওয়ানগঞ্জ। এতে সাধারণ ভোটারদের মাঝে শুরু হয় নানান জল্পনা-কল্পনা আর সমালোচনা। ইউনিয়নের সকল প্রার্থী ও জনগণ স্থগিত নির্বাচনের প্রতিবাদে ও দ্রুত পুনঃনির্বাচনের দাবিতে মানববন্ধন করেন। এতে বক্তব্য রাখেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সেলিম মিয়া, সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবু তালেব, সংরক্ষিত মহিলা সদস্য পদপ্রার্থী করিফুল বেগম ও নুরানি বেগম সহ সাধারন মেম্বার প্রার্থীগণ।
    বক্তাগণ ভিন্ন ভিন্ন বক্তব্যের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে পাররারামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের স্থগিতাদেশ প্রত্যাহার করে পুনঃ নির্বাচন দিয়ে জনগণের পছন্দসই প্রতিনিধি নির্বাচিত করার সুযোগ চান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে।
  • কাজিপুরে উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ ও পথসভা।

    কাজিপুরে উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ ও পথসভা।

    সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বৃহস্পতিবার বিক্ষোভ  মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

    ২০ই জানুয়ারী (বৃহস্পতিবার) বেলা ৩টায় উপজেলার তেকানি ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগি অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের যৌথ উদ্যেগে এ প্রতিবাদ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।

    তেকানি আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে মিছিলটি পানাগাড়ি বাজার হয়ে আনোয়ার চেয়ারম্যানের বাজার পর্যন্ত গিয়ে শেষ হয় । মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে যুবলীগ সভাপতি আশরাফুল কবির শিহাবের সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল বারী মাস্টার,সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম সিবন চাকলাদার,সহ-সভাপতি আব্দুস সালাম বিএসসি,শাহীন আকতার,স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মশিউর রহমান নয়ন, সাধারণ সম্পাদক বেলাল হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক আতিকুর রহমান,উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সামিদুল ইসলাম শাকিল,ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জিয়াদ হক, ইউপি সদস্য রোকনুজ্জামান স্বপন সহ প্রমুখ।

    তেকানি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম সিবন চাকলাদার বলেন,”গত ১৫ই জানুয়ারী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শহীদ সারোয়ারের উপর ছাত্রলীগের নেতাকর্মীদের অতর্কিত হামলার ঘটনায় কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজীকে জড়িয়ে বিভিন্ন গণমাধ্যমে বিভ্রান্তিমূলক সংবাদ প্রচার এবং অপপ্রচার চালানো হচ্ছে,তাঁরই প্রতিবাদে আজকের প্রতিবাদ সভা ও মিছিল”।

    তিনি আরও বলেন,কুচক্রী মহল অপপ্রচার বন্ধ না করলে কঠোর অবস্হানে যাবেন দলীয় নেতাকর্মীরা।

  • সিলেটের সাংবাদিকের উপর বনবিট কর্মকর্তার মিথ্যা মামলার প্রতিবাদ।

    সিলেটের সাংবাদিকের উপর বনবিট কর্মকর্তার মিথ্যা মামলার প্রতিবাদ।

    সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলংয়ের সাবেক বিতর্কিত বনবিট কর্মকর্তা (জহিরুল ইসলামকে) নিয়ে ধারাবাহিক ভাবে বনবিভাগ নিয়ে বিভিন্ন অনিয়ম দূর্নীতিসহ চাঁদাবাজির নিউজ প্রকাশ করার পর ,সরকারের উর্ধ্বতন কর্মকতা সঠিক ভাবে তদন্ত করে সত্যতা যাচাই হওয়ার পর, জাফলং থেকে তাকে অবশেষে প্রত্যাহার করা হয়েছে। এই ঘটনাটি প্রায় ৮মাস পূর্বের । কিন্তু আজ সোমবার হঠাৎ সেই বনবিট কর্মকর্তা (জহিরুল ইসলাম) গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলংয়ের দুই তরুণ সংবাদকর্মী ইব্রাহীম আলী,ও সাইদুল ইসলামের নামে বন মামলার (গাছ কেটে বিক্রি করার নামে মিথ্যা মামলার) নোটিশ পাঠিয়েছে সিলেটের আদালত থেকে।

    এসব মিথ্যা ও ষড়যন্ত্র মামলার নিন্দা ও প্রতিবাদ জানান সামাজিক যোগাযোগ মাধ্যমে এলাকাবাসী ও এলাকার বিভিন্ন সামাজিক সংগঠন এর নেতৃবৃন্দ। এলাকাবাসী জানাই সঠিক তদন্ত সাপেক্ষে প্রত্যক্ষ দোষীদের খুঁজে বের করে দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যবস্থা করার জন্য এলাকাবাসী, ও পরিশেষে দুই সংবাদকর্মী ইব্রাহীম আলী, সাইদুল ইসলাম, গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।

  • প্রকাশিত সংবাদের প্রতিবাদ।

    প্রকাশিত সংবাদের প্রতিবাদ।

    ফি’র নামে অর্থ হাতিয়ে নেয়ার প্রতিবাদে বিক্ষোভ এই শিরোনামে গত ৮ জানুয়ারি প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন খামারগ্রাম ডিগ্রী কলেজের অধ্যক্ষ হায়দার আলী সরকার।

    এক বিবৃতির মাধ্যমে প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, দৈনিক জনকণ্ঠ’ ফির নামে অর্থ হাতিয়ে নেয়ার প্রতিবাদে বিক্ষোভ’ উপবৃত্তিপ্রাপ্ত অসচ্ছল শিক্ষার্থীদের কাছ থেকে এ্যাসাইনমেন্ট বাবদ অর্থ আদায় করা হয়েছে’ এমন শিরোনামে নিউজ প্রকাশিত হয়। উক্ত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়। প্রকাশিত সংবাদটি মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, মনগড়া ও উদ্দেশ্যপ্রণোদিত। একটি কুচক্রী মহল আমাকে কর্মক্ষেত্রে ও সামাজিকভাবে হেয় করতে প্রতিবেদককে দিয়ে মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ ও প্রচার করেছে। প্রকাশিত সংবাদের তীব্রনিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

  • শিক্ষককে হত্যার চেষ্টা;প্রতিবাদে মানববন্ধন।

    শিক্ষককে হত্যার চেষ্টা;প্রতিবাদে মানববন্ধন।

    সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নের রসুলপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশিদুল ইসলামকে হত্যার চেষ্টা করেছে এমন অভিযোগ উঠেছে একই স্কুলের ক্রিড়া শিক্ষক সাইফুল ইসলামের বিরুদ্ধে। অভিযোগ করেছে ভূক্তভূগি শিক্ষকের পরিবার।অভিযুক্ত ক্রীড়া শিক্ষক সাইফুল ইসলামের শাস্তির দাবিতে স্কুল মাঠে মানববন্ধন করেছে স্থানীয়রা।

    শনিবার (৮ জানুয়ারি) সকাল সোয়া ১০ টার সময় উল্লেখিত স্কুল মাঠে গ্রামের আংশিক ও ভুক্তভোগীর স্বজনের মানববন্ধনের আয়োজন করেন। মানববন্ধন থেকে অভিযুক্ত শিক্ষক সাইফুল ইসলামকে চাকরি থেকে অব্যাহতিসহ আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়।

    ঘটনাসূত্রে জানা যায় গত ৫ জানুয়ারি সহকারি শিক্ষক সাইফুল ইসলাম স্কুলের জন্য কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করেন এবং তার ভাউচারটি প্রধান শিক্ষকের কাছে জমা দেন।কিন্তু ভাওচারে উল্লেখ করা ব্যয় প্রধান শিক্ষক সন্দহের বসভূত হয়ে দোকান গুলোতে খোঁজ নিয়ে জানতে পারেন ভাওচারে ব্যয় বেশি ধরা হয়েছে।বিষয়টি নিয়ে স্কুলের অন্যান্য শিক্ষকদের সাথে আলোচনা করেন প্রধান শিক্ষক।

    সমালোচনার বিষয়টি ক্রীড়া শিক্ষক সাইফুল ইসলাম জানতে পেরে প্রথমে ক্ষিপ্ত হয়,কথা কাটাকাটির এক পর্যায়ে চড়াও হয়ে প্রধান শিক্ষককে চড় থাপ্পড় দেন বলে একাধিক সূত্রে জানা গেছে। বিষয়টিকে হত্যার চেষ্টার অভিযোগ এনে প্রধান শিক্ষকের স্ত্রী রহিমা খাতুন বাদী হয়ে কামারখন্দ থানায় মামলা দায়ের করেন।

    গ্রামের সচেতন মহল ও সাবেক শিক্ষার্থীরা আশা প্রকাশ করেন বিষয়টি নিয়ে শিক্ষকমহাদ্বয়গণ কাঁদা ছড়াছড়ি না করে সুষ্ঠু বিচারের মাধ্যমে নিঃষ্পত্তি করে নিলে উভয় পক্ষের জন্য মঙ্গল জনক হবে। শিক্ষকতা মহান পেশা তাদের মধ্যে এমন ঘটনা উদ্বেকের বিষয় বলে নিন্দা জ্ঞাপন করেছেন তারা। শিক্ষক সাইফুল ইসলামের সাথে বার বার যোগাযোগের চেষ্টা করেও সম্ভব হয়নি।

    কামারখন্দ থানার অফিসার ইনচার্জ(ওসি)মোঃ হাবিবুল্লাহ মামলার বিষয়টি নিশ্চিত করে জানান,প্রধান শিক্ষক রাশিদুল ইসলামকে হত্যা চেষ্টা করা হয়েছি মর্মে রহিমা খাতুন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে। বিষয়টি তদন্ত পূর্বক আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। তবে বর্তমানে বিবাদীকে আটকের জোড় চেষ্টা করা হচ্ছে।

  • সাংবাদিক সোহেলের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন ও সমাবেশ।

    সাংবাদিক সোহেলের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন ও সমাবেশ।

    শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ভোরের ডাক পত্রিকার শ্রীমঙ্গল প্রতিনিধি ইমাম হোসেন সোহেলের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে গণমাধ্যম কর্মীরা। শ্রীমঙ্গল প্রেসক্লাব ও শ্রীমঙ্গল  উপজেলা প্রেসক্লাবের যৌথ উদ্যোগে শুক্রবার (৭ জানুয়ারি) বিকালে স্থানীয় চৌমোহনা চত্বরে অনুষ্ঠিত মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশের সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী।
    এ সময় বক্তব্য রাখেন,সাংবাদিক মো.কাওছার ইকবাল,দীপংকর ভট্টাচার্য্য লিটন,মুমিনুল হোসেন সোহেল,সৈয়দ আমিরুজ্জামান, সৈয়দ আবু জাফর সালাউদ্দিন,আনিসুল ইসলাম আশরাফী,কাওছার আহমদ রিয়ন,সঞ্জয় দেব,ইমন দেব চৌধুরী ও শফিকুল ইসলাম রুম্মন, নিরাপদ সড়ক চাই এর শ্রীমঙ্গল শাখার সভাপতি  আমজাদ হোসেন রনি,যুবলীগ নেতা বদরুল আলম শিপলু,অঙ্গিকার সাহিত্য ও সামাজিক সংগঠনের সারোয়ার জাহান জুয়েল,আসক ফাউন্ডেশনের সাংবাদিক আমজাদ হোসেন বাচ্চু,ইন্টারন্যাশনাল ডায়লগ এইড ফাউন্ডেশনের শ্রীমঙ্গল সভাপতি সাইদুল ইসলাম সবুজ,আলোর শক্তি সামাজিক সংগঠনের সভাপতি তসলিম আহমেদ, ইন্টারন্যাশনাল ডায়লগ এইড ফাউন্ডেশনের সভাপতি সাইদুল ইসলাম সবুজ,ব্লাডম্যান শ্রীমঙ্গলের জহির রহমান ইয়েন,আইন সহায়তা কেন্দ্র আসক ফাউনেশনের সহ-সাধারণ সম্পাদিক জনাব ইনাম উল্লাহ খাঁন,পৌর ছাত্রলীগের সাধার সম্পাদক মোঃ আবেদ হোসেন প্রমুখ।
    বিকুল চক্রবর্তীর সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশ কর্মসূচিতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম,অনলাইন প্রেসক্লাব,আসক ফাউন্ডেশন, নিরাপদ সড়ক চাই,ব্লাডম্যান শ্রীমঙ্গল,সাকসেস হিউম্যান রাইটস সোসাইটি,ইন্টারন্যাশনাল ডায়লগ এইড ফাউন্ডেশন,এশিয়ান জার্নালিস্ট চেরিটেবল সোসাইটি,আলোর শক্তি সামাজিক সংগঠন, অনলাইন স্কুল শ্রীমঙ্গলসহ বিভিন্ন সংগঠন ও শ্রেণি পেশার মানুষ একাত্মতা প্রকাশ করেন।
    প্রতিবাদ সমাবেশে উপজেলা ছাত্রলীগের সভাপতি ও ওয়ার্ড কাউন্সিলর মসুদ আহমেদ৷ সাংবাদিক এম এ রকিব,  শামিম আক্তার হোসেন, চৌধুরী ভাস্কর হোম,আবুজার বাবলা,শুকুর, এলিসন সুঙ প্রমূখ উপস্থিত ছিলেন।
    গত ২ জানুয়ারি রাতে কমলগঞ্জের মুন্সীবাজারে শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনের সাংসদ উপাধ্যক্ষ ড. মো.আব্দুস শহীদের উপর সন্ত্রাসী হামলা চালায় দুষ্কৃতকারীরা। এমপি আব্দুস শহীদকে রক্ষায় এগিয়ে এলে হামলার শিকার হন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমাম হোসেন সোহেলসহ ৬ জন।
    সাংবাদিক নেতা ইমাম হোসেন সোহেলকে প্রান নাশের উদ্দেশ্যে দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে সন্ত্রাসীরা। পরে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা তার মাথায় ২৫টি সেলাই দেয়। বর্বরোচিত এই হামলার ক্ষত নিয়ে তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
    সাংবাদিক নেতা ইমাম হোসেন সোহেলের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় পুলিশ প্রশাসনের ভুমিকার সমালোচনা করে বলেন, দেখেছি প্রশাসন বিভিন্ন সময় অতি অল্প সময়ের মধ্যেই ক্লুলেস ঘটনায় জড়িত সন্দেহভাজন দোষীদের আইনের আওতায় আনতে। কিন্তু একজন নির্বাচিত ও জননন্দিত সাংসদ ও তার সফরসঙ্গী সাংবাদিক  যিনি তার পেশাগত দায়িত্ব পালন করছিলেন তাদের উপর সন্ত্রাসী হামলা হলো৷ অথচ  চিহ্নিত অপরাধীদেরকে এখন পর্যন্ত গ্রেফতার করা হয়নি। বক্তারা তীব্র ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানান।
    বক্তারা হুশিয়ারি উচ্চারণ করে বলেন, বর্বরোচিত এ ঘটনায় প্রসাশন আসামিদের দ্রুত গ্রেফতার ও শাস্তির আওতা আনতে ব্যর্থ হলে সাংবাদিক সমাজও ছেড়ে কথা বলবে না। প্রয়োজনে সারাদেশের সাংবাদিকরা ঐক্যবদ্ধ  ভাবে কঠোর কর্মসূচি পালন করবে।
  • হবিগঞ্জের মেডিকেল টেকনোলজিস্ট সাইফুল হত্যার প্রতিবাদে উল্লাপাড়ায় মানববন্ধন।

    হবিগঞ্জের মেডিকেল টেকনোলজিস্ট সাইফুল হত্যার প্রতিবাদে উল্লাপাড়ায় মানববন্ধন।

    নিজেস্ব প্রতিবেদকঃ হবিগঞ্জের আধুনিক সদর হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট মো,সাইফুল ইসলামকে সন্ত্রাসী বাহিনী কর্তৃক হত্যার প্রতিবাদে উল্লাপাড়ায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার (২৯ ডিসেম্বর) উল্লাপাড়া উপজেলা মেডিকেল টেকনোলজিস্টদের আয়োজনে দুপুরে থানা মোড় কেন্দ্রীয় শহীদ মিনারে সামনে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, প্রদিপ কুমার সরকার, মো, আমিরুল ইসলাম ফারুক, মো, আজাদুল ইসলাম সবুজ, আয়ুব আলী ও মোতালেব হোসেন মুন্না প্রমুখ।

    এ সময় মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, টেকনোলজিস্ট সাইফুল ইসলামকে সন্ত্রাসী বাহিনী কর্তৃক পরিকল্পিত ভাবে হত্যা করেছে। আমরা এ হত্যার আসামিদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তিদেওয়া জোর দাবী জানাই এবং তিব্র নিন্দা প্রতিবাদ করছি। আসামিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা না, হলে আমরা আগামী দিনে কর্মবিরতি কর্মসূচি ঘোষণা করবো।

  • সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন।

    সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন।

    সোহেল হোসেন,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চর আবাবিল ইউনিয়নে তৃতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালন কালে এসএ টিভির সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা,ক্যামেরা ও গাড়ি ভাংচুরের প্রতিবাদে ৫ ডিসেম্বর রবিবার সকাল ১১ টার সময় লক্ষ্মীপুর প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন পালন করা হয় ।

    মানববন্ধন থেকে বক্তরা ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেছেন লক্ষ্মীপুরের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

    এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর প্রেসক্লাবের আহবায়ক কমিটির প্রধান মোঃ কামাল হোসেন, দৈনিক সংগ্রাম প্রতিনিধি সেলিম উদ্দিন নিজামী, এসএ টিভি লক্ষ্মীপুর প্রতিনিধি সাংবাদিক আবদুস শহিদ, ইন্ডিপেন্ডেন্ট প্রতিনিধি আব্বাস হোসেন, গ্লোবাল টেলিভিশন প্রতিনিধি অ আ আবীর আকাশ, মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন ও দৈনিক স্বদেশ প্রতিদিন প্রতিনিধি মোঃ মনির হোসেন।

    উল্লেখ্য  সন্ত্রাসী হামলার সাথে জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হলেও এ পর্যন্ত সন্ত্রাসীদের গ্রেফতার করা হয়নি বলে সাংবাদিকগন ক্ষোভ প্রকাশ করেন এবং অবিলম্বে তাদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহবান জানান।

  • রামপালে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ।

    রামপালে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ।

    রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে বাঁশতলী ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মোঃ মাসুম শেখ’র নামে মিথ্যা,ভিত্তিহীন,বানোয়াট,ও ষড়যন্ত্র মূলক মামলা প্রত্যাহারের দাবীতে এক মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

    ২ডিসেম্বর সকাল ১১ টায় রামপাল উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যেগে ও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সরদার বোরহান উদ্দিন’র সভাপতিত্বে ও রামপাল উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ চয়ন মন্ডল’র সঞ্চালনায় রামপাল থানার সম্মুখে এ মানববন্ধন কর্মসূচীর আয়োজন করা হয়।

    মানববন্ধন শেষে জেলা পুলিশ সুপার বরাবর এ ষড়যন্ত্র ও বানোয়াট মামলা প্রত্যাহারের জন্য স্মারক লিপি প্রদান করা হয়। স্মারক লিপি প্রদান শেষে রামপাল উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রধান কার্যালয়ের দুপুর ১২ টায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

    সংবাদ সম্মেলনে তারা জানান যে, ১৬ নভেম্বর সন্ধায় রামপাল উপজেলার বিএনপি’র উচ্ছৃংখল নেতা কর্মীরা রাষ্ট্র ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কে নিয়ে কটুক্তি মূলক বক্তব্য প্রদান করলে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ স্থানীয় জন সাধারণকে সাথে নিয়ে প্রতিবাদ জানাতে যায়। কিন্তু আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দ ঘটনা স্থলে পৌঁছালে পূর্ব পরিকল্পনা অনুযায়ী বি.এনপির নেতা কর্মীরা অতর্কীত হামলা শুরু করে।

    স্থানীয় জনপ্রতিনিধি সহ সকলে মিলে তাদের নিবৃত করে এবং সেখানে শান্তিপূর্ন পরিবেশ বজায় থাকে। কিন্তু পরবর্তীতে এলাকার শান্তি শৃঙ্খলা নষ্ট এবং দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য বি.এন.পি নেতাকর্মীদের প্ররোচনায় সফিকুল ইসলাম সোহাগ এক ইউপি সদস্য বাঁশতলী ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মোঃ মাসুম শেখ’র নামে ষড়যন্ত্র মূলক মিথ্যা ও বানোয়াট মামলা দায়ের করে।

    সংবাদ সম্মেলনে আরো জানানো হয় যে,মামলার আসামি মোঃ মাসুম শেখ ঐ ঘটনার সময় দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র চাচী বেগম রাজিয়া নাসের’র প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং এ ঘটনায় তার কোন সম্পৃক্ততা নেই-যা সরেজমিনে তদন্ত করলে জানা যাবে।

    উল্লেখ্য বাঁশতলী ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য সফিকুল ইসলাম সোহাগ ২০ নভেম্বর ২০২১ মাসুম শেখ সহ তার আপন দুই ভাই মারুফ শেখ ও মোস্তাফিজ শেখ’র বিরুদ্ধে রামপাল থানায় মামলা দায়ের করেছিলেন।

    মানববন্ধন,স্মারকলিপি প্রদান ও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি মোঃ আবুল কালাম আজাদ,শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম,ইউপি সদস্য শিকদার জিয়াউর রহমান,মোঃ সরোয়ার, মোহাম্মদ ইমরান শেখ,মুহিতুল ইসলাম,বাগেরহাট জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান রাজু,জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আবু বকার সিদ্দিক,খুলনা জেলা ছাত্রলীগের সদস্য শেখ মুহিদুল ইসলাম রনি,রামপাল উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ সাদী সহ উপজেলার সকল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।