Tag: পীরগঞ্জ

  • পীরগঞ্জে বাবার ইচ্ছা পুরণ করতে গরু ও মহিষের গাড়িতে বরযাত্রা।

    পীরগঞ্জে বাবার ইচ্ছা পুরণ করতে গরু ও মহিষের গাড়িতে বরযাত্রা।

    মোটর গাড়ি কিংবা হেলিকপ্টারে নয়, এবার বাবার ইচ্ছা পূরণ করতে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া গরু ও মহিষের ১০ গাড়িতে করে বরযাত্রী নিয়ে কনের বাড়িতে গেলেন নিরব নামে এক যুবক। আর এ বিয়ে দেখতে ভিড় জমান শত শত নারী-পুরুষ। গতকাল শুক্রবার (২৭ মে) বিকেলে এমনই এক ব্যতিক্রম বিয়ের আয়োজন করা হয় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে।
    স্থানীয়রা জানান, জেলার পীরগঞ্জ উপজেলার খামার নারায়নপুর গ্রামের কুদ্দুস আলীর ছেলে নিবর হোসেন সাব্বিরের সাথে বিয়ে ঠিক হয় পাশের দুর্গাপুর গ্রামের সিরাজুল ইসলামে মেয়ে ইসরাত জাহান এশা আকতারের। নিরবের বাবার ইচ্ছা ছিল, ছেলে বরবেশে গরুর গাড়িতে করে বরযাত্রী নিয়ে কনের বাড়িতে বিয়ে করতে যাবে। ছেলের বউও আসবে গরু গাড়িতেই।
    বাবার সেই ইচ্ছা পূরণ করতে গরু ও মহিষের ১০ গাড়িতে করে বরযাত্রী নিয়ে বরবেশে কনের বাড়িতে বিয়ে করতে যান নিরব। গ্রাম বাংলার হরিয়ে যাওয়া টাপুর যুক্ত গরু-মহিষের গাড়ি দেখতে শত শত নারী-পুরুষ ভিড় জমান বর ও কনের বাড়িতে। রাস্তা অসংখ্য মানুষ দাঁড়িয়ে গরু-মহিষের গাড়িতে বরযাত্রার দৃশ্য অবলোকন করেন। ছবি ও ভিডিও ধারণ করেন অনেকেই। এমন আয়োজনে খুশি বর-কনের পরিবারসহ এলাকাবাসী। গ্রাম বাংলার এ পুরনো ঐতিহ্য ধরে রাখতে আগ্রহও প্রকাশ করেন অনেকে।
    বরের বাবা আব্দুল কুদ্দুস বলেন, আমার ইচ্ছা ছিল, ছেলের বিয়েতে বরযাত্রী যাবে গরুর গাড়িতে। এ সময় গরুর গাড়ি পাওয় দুস্কর। তাই মহিষের ৯টি এবং গরুর একটি গাড়ির আয়োজন করি ছেলের বিয়েতে। ছেলেও মেনে নিয়ে গরু গাড়িতে করেই বিয়ে করতে যায়।
    কনের চাচা জয়নাল বলেন, এটা গ্রাম বাংলার হারিয়ে যাওয়া একটি ঐতিহ্য। এ রকম আয়োজনে আমরা খুশি।
    মহিষের গাড়ির পেছনে পা ঝুলিয়ে বসা এক বৃদ্ধ জানান, ৪০ বছর আগে এভাবেই এক প্রতিবেশির বিয়েতে বরযাত্রী হিসেবে গিয়েছিলেন। দীর্ঘদিন পর এমন আয়োজনে তিনি খুশি।
    নারায়পুর গ্রামে আলম নামে এক ব্যক্তি জানান, তার বাবার কাছে শুনেছেন- তার দাদার বিয়েতে বরযাত্রী ও বর গরুর গাড়িতে করে যায়। এর পর আর গুরু গাড়িতে কোন বর যাত্রার কোন অনুষ্ঠান এলাকায় হয়নি। দেখে ভাল লেগেছে।
    উদীচী শিল্পী গোষ্ঠী পীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি জয়নাল আবেদিন বাবুল জানান, আবহমান বাংলা গ্রামিন ঐতিহ্যগুলো ক্রমেই হারিয়ে যাচ্ছে। সাম্প্রতিক সময়ে গরুর গাড়িতে বর যাত্রা সহ  প্রায় হারিয়ে যাওয়া লোকজ সংস্কৃতির কিছু কিছু আয়োজন লক্ষ্য করা যাচ্ছে। এ সব গ্রামিন লোকজ ঐতিহ্য এগুলো ধারণ ও লালন করা এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে।
  • পীরগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে প্রেস কনফারেন্স।

    পীরগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে প্রেস কনফারেন্স।

    . ঠাকুরগাঁও প্রতিনিধি:

    আসন্ন ১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ, রানীশংকৈল ও হরিপুর উপজেলার কর্মরত সাংবাদিকদের নিয়ে প্রেস কনফারেন্স করেছেন পীরগঞ্জ ডায়াবেটিস হাসপাতাল কতৃপক্ষ।

    শনিবার (১২ নভেম্বর) সকালে ডায়াবেটিস হাসপাতালের সভাকক্ষে এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।

    পীরগঞ্জ ডায়াবেটিক সমিতির সহ-সভাপতি ও পৌরমেয়র বীরমুক্তিযোদ্ধা ইকরামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রেস কনফারেন্সে বক্তব্য দেন, পীরগঞ্জ ডায়াবেটিস হাসপাতালের প্রতিষ্ঠাতা ও উপাধ্যক্ষ ফয়জুল ইসলাম, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল, সাবেক সভাপতি মেহের এলাহী, সহ-সভাপতি কাজী নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, পীরগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক মোকাদ্দেশ হায়াত মিলন, পীরগঞ্জ ডায়াবেটিস সমিতির অর্থ সম্পাদক সোলেমান আলী, সাংবাদিক  আনারুল ইসলাম, রাণীশংকৈল প্রেসক্লাবের সভাপতি ফারুক আহমেদ সরকার,
    সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আকাশ, সাবেক সভাপতি মোবারক আলী, সাবেক সাধারণ সম্পাদক মো: বিপ্লব, হরিপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম, পীরগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক বিষ্ণুপদ রায়, সাংবাদিক বাদল হোসেন প্রমুখ।

    প্রেস কনফারেন্সে জানানো হয়, বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষ্যে ১৪ নভেম্বর সোমবার সকালে র‌্যালী, পথসভা  এবং তিন জন করে বীরমুক্তিযোদ্ধা, আদর্শ শিক্ষক, সাংবাদিক ও আদর্শ ডায়াবেটিস রোগীকে সম্মাননা প্রদান করা হবে।

    প্রেস কনফারেন্সে পীরগঞ্জ, রাণীশংকৈল ও হরিপুর উপজেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

  • পীরগঞ্জে করোনা মোকাবেলায় অভিজ্ঞত

    পীরগঞ্জে করোনা মোকাবেলায় অভিজ্ঞত

    পীরগঞ্জে করোনা মোকাবেলায় অভিজ্ঞতা বিনিময় সভা।


    ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে কোভিড-১৯ মোকাবেলায় অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    ২৮ মার্চ সোমবার পীরগঞ্জ প্রেস ক্লাবের হলরুমে এ সভার আয়োজন করা হয়।

    মানব কল্যাণ পরিষদ-এমকেপির আয়োজনে ও দি এশিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় “ইনসিওরিং পিপলস্ পার্টিসিপেশন অন পাবলিক সেক্টর ম্যানেজমেন্ট পলিসি অফ কোভিড-১৯ সিচিউয়েশন ইন নর্দান বাংলাদেশ” প্রকল্পের আওতায় মিডিয়া ক্যাম্পেইন এর অভিজ্ঞতা বিনিময় সভায় পীরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ৯ নং সেনগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হারুনুর রশিদ পারুল, এমকেপির সমন্বয়কারী সাদেকুল ইসলাম, প্রেস ক্লাবের সাবেক সভাপতি মেহের এলাহী, সাধারণ সম্পাদক এন কে রানা,সাংবাদিক কাজী নুরুল ইসলাম, দিপেন বাবু, ফজলুল কবির, বিষ্ণুপদ রায়, দেলোয়ার হোসেন দুলাল, মামুনুর রশিদ।

    এসময় এমকেপি’র রিসার্চ অফিসার রাকিবা ইয়াসমিন, প্রজেক্ট অফিসার অপু রাণী রায়, এসিস্ট্যান্ট অফিসার তমিজুল ইসলাম, শামীমা নাসরিন প্রমুখ উপস্থিত ছিলেন।

    সভায় প্রকল্পের সাথে সংশ্লিষ্ট কর্কমর্তা-কর্মচারী ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার ৩০ জন সংবাদকর্মী অংশ নেন।

    সভায় ঠাকুরগাঁও জেলার বিভিন্ন ইউনিয়নে কোভিড-১৯ পরিস্থিতি মকাবেলায় সমস্যাগুলো চিহ্নিত করে বিভিন্ন দল গঠন, তথ্য কেন্দ্র স্থাপন, বিভিন্ন সুপারিশমালা প্রনয়ন, কর্মশালার আয়োজনের মাধ্যমে প্রকল্পের বিভিন্ন অর্জন সমুহ সর্ম্পকে বিস্তারিত আলোচনা করেন বক্তাগন।

  • পীরগঞ্জে এক সপ্তাহে ৬ জনের গলায় ফাঁস দিয়ে আত্মহনন। 

    পীরগঞ্জে এক সপ্তাহে ৬ জনের গলায় ফাঁস দিয়ে আত্মহনন। 

    পীরগঞ্জে এক সপ্তাহে ৬ জনের গলায় ফাঁস দিয়ে আত্মহনন।


    ঠাকুরগাওয়ের পীরগঞ্জ উপজেলায় গত এক সপ্তাহে কলেজ ছাত্রী, কিশোরী, বৃদ্ধা ও গৃহবধু সহ ৬ জন গলায় ফাঁস দিয়ে আত্নহনন করেছে। দীর্ঘসময় অসুস্থতা, পেটব্যথা, মায়ের উপর অভিমান, মাদক ও পারিবারিক অশান্তিতে আত্নহত্যার কারণ বলে এমনটাই সংশ্লিষ্ট পরিবার থেকে পুলিশকে জানানো হয়েছে।

    পীরগঞ্জ থানা সুত্রে জানা যায়, গত শুক্রবার (১৮ মার্চ) সকালে উপজেলার সেনগাও ইউনিয়নের দস্তমপুর গ্রামের শুভচন্দ্র রায়ের স্ত্রী মেঘলা (২২) গোয়ালঘরের তীরের সাথে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। মেঘলার শ্বশুর ধনেশ চন্দ্র রায় পুলিশকে জানায়, তার ছেলে মাদকাসক্ত। বৃহস্পতিবার শুভচন্দ্র তার স্ত্রী মেঘলার কানের স্বর্ণের দুল বিক্রি করে মাদক সেবন করে। এ নিয়ে তাদের মধ্যে পারিবারিক  কলহ বাধে। এরই জের ধরে মেঘলা আত্নহত্যা করেছে।

    এর একদিন আগে বৃহস্পতিবার (১৭মার্চ) সকালে গলায় ফাঁস লাগিয়ে আত্নহত্যা করে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের কিসমত  গ্রামের মৃত কুলদা রঞ্জন রায়ের ছেলে মহেশ চন্দ্র রায় (৪১)। বাড়ির পাশে আমগাছের ডালে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্নহত্যা করেন তিনি। তার পরিবার থেকে জানা যায় মানসিক সমস্যা ছিল তার। এরআগে তার মেঝ ভাইও আত্নহত্যা করেছিল।

    মঙ্গলবার (১৫ মার্চ) দুপুরে উপজেলা সেনগাঁও ইউনিয়নের দস্তমপুর গ্রামে বেলাল হোসেনের ছেলে জীবন আলী (২৬) নিজ শয়নঘরের তীরের সাথে মাফলার দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্নহত্যা করে।
    জীবন আলীর বাবা বেলাল হোসেন থানায় লিখিত ভাবে জানায়, তার ছেলে মাদকাসক্ত ছিল।

    একইদিনে মঙ্গলবার (১৫ মার্চ) আত্নহত্যা করে উপজেলার নাকফুল গ্রামের মজিরুলের মেয়ে রুবা আকতার (১৯)। শয়নঘরে থাকা তীরের সাথে ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্নহত্যা করে সে। রুবার মামা আলমামুন পুলিশকে জানায় তার ভাগনি শিবগঞ্জ ডিগ্রী কলেজে এইচএসসি’র ছাত্রী। পারিবারিক কাজকর্ম নিয়ে দুপুরে রুবাকে বকাবকি করে তার মা।এরপর রুবার মা ও বাবা গরুর জন্য ঘাস কাটতে বাড়ির বাইরে যায়। সেই ফাঁকে মায়ের উপর অভিমান করে রুবা আত্নহত্যা করে।

    এদিকে গত শনিবার (১২মার্চ) সন্ধ্যায় উপজেলার ভেলাতৈড় ভদ্রপাড়া গ্রামের সবুজ আলীর মেয়ে সোনিয়া আকতার (১৪) ওড়না দিয়ে নিজ শয়নকক্ষে গলায় ফাঁস লাগিয়ে আত্নহত্যা করে। সোনিয়ার দাদা আব্দুল জলিল থানায় লিখিতভাবে জানান, সোনিয়ার বাবা জীবিকার্জনে সিলেটে থাকেন। মা পালিয়ে অন্যত্র বিয়ে করেছে। দাদার বাড়িতেই থাকতো সোনিয়া। কয়েক মাস আগে থেকে সে প্রচণ্ড পেট ব্যাথায় ভুগছিল। একারণেই সে আত্নহত্যা করে।

    একইদিনে শনিবার (১২মার্চ) রাত ১০টার সময় উপজেলার সৈয়দপুর ইউনিয়নের নিয়ামতপুর গ্রামের রকনাল চন্দ্র রায়ের স্ত্রী সাতোবালা (৭০) শয়নঘরের বারান্দায় রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্নহত্যা করে। সাতোবালার ছেলে বিনোদ চন্দ্র রায় পুলিশকে জানায়, তার মা অসুস্থ ছিল। যন্ত্রনা সহ্য করতে না পেরে আত্নহত্যা করে।

    থানার নথিপত্র অনুযায়ী চলতি বছরের  জানুয়ারী মাস থেকে এপর্যন্ত উপজেলায় আত্নহত্যা করেছে ১০জন। এরমধ্যে গত এক সপ্তাহেই ৬ জন।

    সমাজকর্মী প্রভাষক তারেক হোসেন বলেন, পারিবারিক বন্ধন নষ্ট হয়ে যাওয়া, সামাজিক অবক্ষয় ও মানসিক সমস্যার কারণে দিন দিন অত্নহত্যার প্রবণতা বাড়ছে। এর জন্য পারিবারিক কাউন্সিলিং দরকার।

    পীরগঞ্জ উপজেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি জয়নাল আবেদিন বাবুল বলেন, ইন্টারনেট আসক্তি, সামাজিক বিশৃংখলা, হতাশা ও আবেগ থেকেই এমনটা হচ্ছে অভিমত প্রকাশ করেন ।

    উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আব্দুল জব্বার জানান, মানসিক অবস্বাদ গ্রস্থ যারা তারাই নিজের উপর আত্মবিশ্বাস হারিয়ে ফেলে আত্নহত্যার পথবেছে নেয়। তাদের বোঝাতে হবে। তাদের মনে আত্মবিশ্বাস জাগাতে হবে। তবেই এ প্রবণতা কমানো সম্ভব।

    পীরগঞ্জ থানা পরিদর্শক (ওসি) জাহাঙ্গীর আলম বলেন এর আগে তো এমনটা ছিল না। কিছুদিন যাবত উপজেলার বিভিন্ন গ্রামে আত্নহত্যার ঘটনা ঘটছে। বিষয়টি বুঝা যাচ্ছে না কেন এমনটা হচ্ছে ।

  • পীরগঞ্জে স্ত্রী’র স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়িতে অনশন।

    পীরগঞ্জে স্ত্রী’র স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়িতে অনশন।

    পীরগঞ্জে স্ত্রী’র স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়িতে অনশন।


    ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে  স্ত্রীর মর্যাদা পেতে স্বামীর বাড়িতে ৩ দিন ধরে অনশন করছে ঝর্ণা রাণী নামে এক যুবতী।ঝর্ণা রাণী রাণীশংকৈল উপজেলার লেহেম্বা ইউনিয়নের লেহেম্বা গ্রামের রাজেন্দ্রনাথ রায়ের মেয়ে।

    সোমবার (২৮ ফ্রেরুয়ারী) উপজেলার ৯নং সেনগাঁও ইউনিয়নের কানারী গৌসাইপুর গ্রামে সরেজমিনে গেলে এই অনশনের চিত্র চোখে পড়ে।

    আইন অনুযায়ী হিন্দু বিবাহ বন্ধনে বিয়ের ৩’মাস অতিবাহিত হলেও স্বীকৃতি দিচ্ছেন না তার স্বামী ও তার পরিবার। তাই এই অনশন করছেন ঝর্ণা রাণী।

    জানা গেছে, কানারী গোসাইপুর গ্রামের সত্যেন্দ্রনাথের ছোট ছেলে কমলা কান্তের সাথে গত বছরের ১৯’নভেম্বর হিন্দু বিবাহ রেজিস্ট্রার হয় কমলাকান্ত ও ঝর্না দম্পতির।

    বিয়ের পর থেকেই কমলাকান্তের বড় ভাই জ্যোতিসের কু’পরামর্শে ও পারিবারিক চাপে সমস্ত যোগাযোগ বন্ধ করে করে দেন কমলাকান্ত এমনটাই বলে জানান অনশনকারী ঝর্ণা রাণী।

    স্ত্রীর স্বীকৃতির দাবিতে অংশনকারী ঝর্ণা রাণী জানান, কমলা কান্ত’র পরিবার মেনে নিচ্ছে না পুত্রবধু হিসেবে। আমাকে তারা মারপিট করছে এবং কমলার বড় ভাই পীরগঞ্জ উপজেলার জুনিয়র পরিসংখ্যান কর্মকর্তা জ্যোতিষ রায় তাকে বিভিন্ন রকম হুমকিসহ অপবাদ দিচ্ছে।

    এ বিষয়ে কমলা কান্তের ভাই জ্যোতিষ রায় বলেন, অনেক ভেজালে আছি দাদা। আমরা বিষয়টি আপোষ করার চেষ্টা করছি। যে টাকা যৌতুক দিয়েছিল তারা সেগুলো উপজেলা চেয়ারম্যানের কাছে আমরা জমা দিয়েছিলাম তারা টাকাটা ফেরত নিয়ে গেছে।

    এ বিষয়ে সেনগাঁও ইউনিয়নের চেয়ারম্যান সাইদুর রহমান জানান, আমরা এই বিষয়টি রাণীশংকৈল উপজেলার লেহেম্বা ইউনিয়নের চেয়ারম্যানসহ সমাধান করার চেষ্টা করছি।

  • পীরগঞ্জে ওয়াশ ব্লক নির্মাণে রডের পরিবর্তে বাঁশ।

    পীরগঞ্জে ওয়াশ ব্লক নির্মাণে রডের পরিবর্তে বাঁশ।

    পীরগঞ্জে ওয়াশ ব্লক নির্মাণে রডের পরিবর্তে বাঁশ।


    ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার জাবরহাট ডিগ্রী কলেজে ওয়াশ ব্লক নির্মাণ কাজে লোহার রডের পরিবর্তে বাঁশের বাতা ব্যবহার করার অভিযোগ উঠেছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সোমবার সকালে কলেজের শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর ওয়াশ ব্লক নির্মান কাজ পরিদর্শনকালে কলেজ কর্তৃপক্ষের কাছে বিষয়টি ধরা পড়ে।

    কলেজের সহকারি অধ্যাপক তৈয়ব আলী জানান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে প্রায় ৭ লাখ টাকায় তাদের কলেজে একটি ওয়াশ ব্লক নির্মাণ করা হচ্ছে। নির্মান কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। সোমবার সকালে অধ্যক্ষ করিমুল ইসলাম সহ শিক্ষক-কর্মচারীরা কলেজের শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের জন্য যান। শ্রদ্ধা নিবেদন শেষে কলেজ মাঠে নির্মানাধীন ওয়াস ব্লকের নির্মাণ কাজ পরিদর্শনে যান তারা।

    এ সময় তারা দেখতে পান ওয়াশ ব্লকের জন্য সদ্য তৈরী করা স্লাবের (ঢাকনা) এক প্রান্তে বাঁশের বাতার অংশ বিশেষ বের হয়ে আছে। পরে স্লাব ভেঙ্গে দেখেন, সেখানে লোহার রডের পরিবর্তে বাঁশের বাতা ব্যবহার করা হয়েছে। বিষয়টি তাৎক্ষনিক উপজেলা প্রকৌলীকে মোবাইল ফোনে জানান তারা। নির্মান কাজে রডের পরিবর্র্তে বাঁশের বাতা ব্যবহার করার বিষয়টি মহুর্তেই এলাকায় ছড়িয়ে পড়ে।

    কলেজের দাতা সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবীর জানান, করোনার কারণে কলেজ বন্ধ ছিল। এসময় ওয়াশ ব্লকের ভবন নির্মাণ কাজ তাদের সেভাবে তদারকি করা সম্ভব হয়নি। এখন স্লাবে রড়ের পরিবর্তে বাঁশ পাওয়া যাচ্ছে, তাহলে ভবন নির্মাণ কাজে কি ব্যবহার করা হয়েছে। তা আল্লাহই জানেন। এটা যাচাই করা জরুরী।

    এ বিষয়ে নির্মাণ কাজের ঠিকাদার ফারুক হোসেন বলেন, তাকে না সাইডের জানিয়েই মিস্ত্রি এ কাজ করেছে। তাকে কাজ থেকে বাদ দেওয়া হয়েছে।উপজেলা প্রকৌশলী শামীম হোসেন বলেন,তিনি শুনেছেন এবং তদারকি কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠিয়েছেন।

    উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম বলেন, ইঞ্জিনিয়ারকে বলে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।

  • পীরগঞ্জে ভুটান ও দার্জিলিংয়ের কমলা চাষে লাখপতি জুয়েল জাহিদ।

    পীরগঞ্জে ভুটান ও দার্জিলিংয়ের কমলা চাষে লাখপতি জুয়েল জাহিদ।

    ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে দুটি বাগানে প্রায় এক যুগ ধরে কমলার চাষ করছেন বীরহলী গ্রামের জুয়েল জাহিদ। কমলার চারা ভুটান ও দার্জিলিংয়ের।

    বাগানে থোকায় থোকায় ঝুলছে পাকা কমলা। বিভিন্ন আকারের রসাল কমলার ভারে নুয়ে পড়া ডালগুলো বাঁশের ‘ঠেকা’ দিয়ে উঁচু করে রাখা হয়েছে। বাগানের কমলাগাছের এমন দৃশ্য হাসি ফুটিয়েছে চাষি জুয়েল জাহিদের (৫৭) মুখে।

    জুয়েলের এই বাগান ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার উত্তর মালঞ্চা গ্রামে। গ্রামের সমতল ভূমির এই কমলাবাগানে এখন ফল পাকার মৌসুম। গত বছরের নভেম্বর মাস থেকেই পাকা কমলা বিক্রি শুরু হয়েছে। জুয়েলের দাবি, বাগান থেকেই প্রতিদিন বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ হাজার টাকার পাকা কমলা।

    উপজেলার কোষারানীগঞ্জ ইউনিয়নের বীরহলী গ্রামের বাসিন্দা জুয়েল জাহিদ। বীরহলী গ্রামে এক বিঘায় ৮০-৯০টি আর উত্তর মালঞ্চা গ্রামে তিন বিঘা আয়তনের বাগানে ২৫০টি কমলাগাছ আছে। বাগান মালিক জুয়েল বলেন, দেশে পাহাড়ি এলাকায় কমলার বাগান আছে। এ ছাড়া বাজারে ভুটান ও ভারতের দার্জিলিং থেকে আমদানি করা কমলার প্রাধান্য। বিদেশের কমলাবাগানের ছবি, ভিডিও দেখেছেন। এখন তিনি নিজেই কমলাবাগানের মালিক। আশপাশের অনেকে এখন তাঁর বাগান দেখতে আসেন।

    ঠাকুরগাঁও জেলার মাটি বেলে দো-আঁশ ও অম্লীয়। এই মাটি কমলা, মাল্টা ও লেবু-জাতীয় ফল চাষের জন্য খুবই উপযোগী।

    বীরহলী গ্রামের বাগানটিতে কমলা চাষ শুরুর আগে দীর্ঘদিন ধরে আমের চাষ হতো। ফলে তিনি যখন সেখানে কমলার বাগান করেন, শুরুতে ফলন কম হতো।


    এ মৌসুমে সে বাগানে ১৮-২০ মণ ফল আসে, যা গত বছরের অক্টোবরে কাঁচা অবস্থায় বিক্রি করে দেন। প্রতিমণ কাঁচা কমলা বিক্রি করেন তিন হাজার টাকায়।

    আর উত্তর মালঞ্চা গ্রামের বাগানটি নিজে শ্রমিক খাটিয়ে প্রস্তুত করেছেন। সেখানে গত ৯-১০ বছর ধরে কমলার চাষ করছেন।

    জুয়েল বলেন, উত্তর মালঞ্চা গ্রামের বাগানে এ মৌসুম মিলিয়ে সপ্তমবারের মতো কমলা ধরল। এই কমলাগুলো দার্জিলিং জাতের।

    ২০১০ সালে ঠাকুরগাঁও হর্টিকালচার সেন্টারে ‘মানসম্মত বাগান উন্নয়ন প্রকল্প’-এর আওতায় দার্জিলিং ও ভুটানের কমলার চারা বিপণন ও উৎপাদনের প্রশিক্ষণ চলছিল। জুয়েল তখন বাংলাদেশ অ্যাগ্রিকালচারাল ডেভেলপমেন্ট করপোরেশনের (বিএডিসি) পীরগঞ্জ কার্যালয়ের দুই পরিদর্শকের পরামর্শেই কমলা চাষে উদ্বুদ্ধ হন।

    জুয়েল বলেন, ওই বছরের মার্চে তিনি সেখান থেকে তিন বছর বয়সী তিন’শ দার্জিলিং ও ভুটান জাতের কমলার চারা কেনেন। পরে সেগুলো দুটি বাগানে রোপণ করেন। ২০১৪ সালে দুই বাগানের কিছু কিছু গাছে কমলা ধরতে শুরু করে।

    হিসাব-নিকাশের খাতা দেখে জুয়েল জানান, ২০১৪ সালে ৪৯ মণ কমলা বাগানেই বিক্রি করেন। পরের বছরগুলোতে উৎপাদন আরও বাড়ে। ২০২০ সালে উত্তর মালঞ্চা গ্রামের বাগানের ১৪৪ মণ পাকা কমলা বিক্রি করেন।

    জুয়েল জাহিদ দাবি করেন, চলতি বছরের ২৯ জানুয়ারি পর্যন্ত তিনি উত্তর মালঞ্চা বাগানেই প্রায় সাড়ে ৫ লাখ টাকার কমলা বিক্রি করেছেন। আরও পাঁচ লাখ টাকার কমলা বিক্রি করতে পারবেন। চলতি মৌসুমে ফলন ভালো হয়েছে। মোট ২০০ মণের বেশি ফলন পাওয়ার আশা তাঁর।

    ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবু হোসেন বলেন, ঠাকুরগাঁও জেলার মধ্যে পীরগঞ্জের উত্তর মালঞ্চা ও বীরহলীর কমলাবাগান দুটিই একমাত্র কমলার বাগান। এ ছাড়া অনেক বাড়িতে দুই-তিনটি করে গাছে কমলার চাষ হচ্ছে।

    আবু হোসেন আরও বলেন, পীরগঞ্জসহ ঠাকুরগাঁও জেলার মাটি বেলে দো-আঁশ ও অম্লীয়। এই মাটি কমলা, মাল্টা ও লেবু-জাতীয় ফল চাষের জন্য খুবই উপযোগী।

    পীরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা রাজেন্দ্র নাথ রায় জানান, কমলার আবাদ বৃদ্ধির জন্য গত বছরের জুন-ডিসেম্বর পর্যন্ত কৃষক পর্যায়ে ২৫টি বাগান করে দেওয়া হয়েছে। এসব বাগানে তিন-চার বছরে মধ্যে ফল পাওয়া যাবে।

  • পিকআপ ভ্যানের চাপায় মোটসাইকেল আরোহী বাবা-ছেলের মৃত্যু।

    পিকআপ ভ্যানের চাপায় মোটসাইকেল আরোহী বাবা-ছেলের মৃত্যু।

    ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় একসঙ্গে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন। শনিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে পীরগঞ্জ উপজেলার লোহাগাড়ার মিলন বাজারে এ দুর্ঘটনা ঘটে।

    শনিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার ভোমরাদহ চিলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বাবা ও ছেলে উপজেলার চন্ডিপুর গ্রামের বাসিন্দা।

    পীরগঞ্জ থানার ওসি তদন্ত বিদ্যুৎ কুমার চৌধুরী জানান,শনিবার সন্ধ্যায় উপজেলার চন্ডিপুর গ্রামের করিমুল ও তার ছেলে আরমান মোটরসাইকেলে নিয়ে ঠাকুরগাঁও থেকে পীরগঞ্জে আসছিল। এ সময় পীরগঞ্জ-ঠাকুরগাঁও পাকা সড়কের চিলাপাড়া এলাকায় বিপরীত দিক থেকে একটি পিকআপ ভ্যান তাদের চাপা দেয়।

    তিনি আরও জানান, বাবা ঘটনাস্থলে ও ছেলে পীরগঞ্জ হাসপাতালে নেওয়ার পর মারা যায়। এ সময় আহত হয়েছেন পয়গাম আলী নামে আরও একজন। পুলিশ পিকআপ ভ্যানটি আটক করেছে।

    নিহতরা হলেন-উপজেলার উপজেলার চন্ডিপুর গ্রামের করিমুল ইসলাম (৪৭) ও তার ছোট ছেলে আরমান ইসলাম (১৫)। এ দুর্ঘটনায় প্রাণে বেঁচে গেছেন নিহত করিমুল ইসলামের বড় ছেলে আরজুমান ইসলাম (২৪)।

    পীরগঞ্জ থানা পরিদর্শক (ওসি) জাহাঙ্গীর হোসেন মা বাবর মৃত্যর এই তথ্য নিশ্চিত করেছেন।

    প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি জানান, মোটরসাইকেলযোগে বাবা ও দুই ছেলে গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। পথে পিকআপের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে করিমুল ইসলাম ও পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরমান ইসলাম মারা যান। পুলিশ ঘাতক পিকাপ ভ্যানটিকে আটক করেছেন।

  • পীরগঞ্জে গ্রেপ্তার মাদক ব্যবসায়ী হাতকড়াসহ পলায়ন থানায় মামলা।

    পীরগঞ্জে গ্রেপ্তার মাদক ব্যবসায়ী হাতকড়াসহ পলায়ন থানায় মামলা।

    ঠাকুরগাঁজ জেলার পীরগঞ্জ উপজেলায় হাতকড়াসহ পালিয়ে গেছে জাহিদুর রহমান নামে এক মাদক ব্যবসায়ী। এ ঘটনায় সোমবার রাতে পীরগঞ্জ থানায় ওই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করেছেন মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর।
    জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ফরহাদ আকন্দ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১০জানুয়ারি) দুপুরে উপজেলার চাঁদপুর পুকুরপাড়া এলাকায় মাদক ব্যবসায়ী জাহিদুরের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তার বাড়ি থেকে ১১০ পিস ইয়াবা ট্যবালেট  পাওয়া যায় এবং জাহিদুরকে আটক করে হাতকড়া পড়ানো হয়।
    পরে জাহিদুরকে থানায় নেয়ার পথে সে  হাতকড়া সহ পালিয়ে যায়। এঘটনায় পীরগঞ্জ থানায় জাহিদুরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এবং হাতকড়াসহ পালানোর জন্য পৃথক দুটি মামলা করা হয়েছে। জাহিদুরের বিরুদ্ধে এর আগেও মাদকের মামলা রয়েছে।
    পীরগঞ্জ থানা পরিদর্শক (ওসি) জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ফরহাদ আকন্দ বাদি হয়ে মাদক ব্যবসায়ী জাহিদুরের বিরুদ্ধে দুটি মামলা করেছেন।
  • পীরগঞ্জে ডিবি’র হাতে তাস ও টাকাসহ ১২ জুয়াড়ী গ্রেপ্তার !

    পীরগঞ্জে ডিবি’র হাতে তাস ও টাকাসহ ১২ জুয়াড়ী গ্রেপ্তার !

    ঠাকুরগাওয়ের পীরগঞ্জে দুইসেট তাস ও নগদ প্রায় ৫ হাজার টাকা সহ ১২ জন জুয়াড়ীকে আটক করেছে ডিবি পুলিশের সদস্যরা। শনিবার (০৮জানুয়ারি) সন্ধ্যায়  উপজেলার হাজিপুর ইউনিয়নের রাতনগ্রাম  এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

    ডিবি পুলিশের পরিদর্শক রওশনারা খাতুন জানান, হাজিপুর ইউনিয়নের রাতন গ্রামের জনৈক লতিফের শুকনা পুকুরের মাঝে কিছু লোক টাকার বিনিময়ে তাস দিয়ে জুয়া খেলছে এমন গোপন সংবাদের ভিত্তেতে অভিযান চালানো হয়। এ সময় দুইসেট তাস ও জুয়ার আসর থেকে ৪ হাজার ৮৯৪ টাকা সহ ১২ জনকে আটক করা হয়।

    আটককৃতরা হলেন প্বার্শবর্তী উপজেলা  রানীশংকৈলের পকম্বা গ্রামের সিরাজের ছেলে হাসেন আলী, মৃত আশরাফ আলীর ছেলে জয়বুল হক, মৃত দানেশ আলীর ছেলে জাহানুর, পীরগঞ্জ উপজেলার শাটিয়া গ্রামের গনি মোহাম্মদের ছেলে সাইদুর, মোহাম্মদপুর গ্রামের রহিমের ছেলে আনোয়ার হোসেন, পাটুয়াপাড়া গ্রামের মৃত সমসের আলী ছেলে নবাব, আকবর আলী ছেলে নওশাদ, নারায়নপুর গ্রামের মৃত দবিরুলের ছেলে আকতারুল, কৃষ্টপুর গ্রামের মকলেসুর রহমানের ছেলে রুজুল আমিন, লুৎফরের ছেলে আবু হানিফ, মৃত দশিরউদ্দীনের ছেলে ফয়জুল, মৃত আব্দুলের ছেলে ইব্রাহীম।

    ডিবি পুলিশের উপ-পরিদর্শক বেলাল হোসেন বাদি হয়ে আটক জুয়ারুদের বিরুদ্ধে পীরগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।

    পীরগঞ্জ থানা পরিদর্শক (ওসি) জাহাঙ্গীর আলম জানান ১২ জন জুয়াড়ীকে আটক করে ডিবি পুলিশ তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। আটককৃদের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।