Tag: নেতা

  • ওসমানীনগরে আওয়ামীলীগ থেকে ৭ বিদ্রোহী প্রার্থী বহিস্কার।

    ওসমানীনগরে আওয়ামীলীগ থেকে ৭ বিদ্রোহী প্রার্থী বহিস্কার।

    আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিলেটের ওসমানীনগর উপজেলায় আওয়ামীলীগের দলীয় প্রার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়ে বিদ্রোহী প্রার্থী হিসাবে নির্বাচনে অংশ গ্রহন করায় ৭ আওয়ামী লীগ নেতাকে বহিস্কার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান স্বাক্ষরিত এক পত্রে তাদের দল থেকে বহিস্কার করা হয়।

    বহিস্কৃত প্রার্থীরা হলেন,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিদ্রেহী প্রার্থী অরুনোদয় পাল ঝলক তিনি তাজপুর ইউনিয়ন থেকে (আনারস) প্রতীকে নির্বাচনে অংশগ্রহন করছেন। পশ্চিম পৈলনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ মতিন (গেদাই মিয়া) ঘোড়া প্রতীক, পশ্চিম পৈলনপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী চৌধুরী সুমন (আনারস),বুরুঙ্গা ইউনিয়ন কৃষকলীগের সভাপতি সমজুল হক আলকাছ (ঘোড়া),লন্ডন মহানগর আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও বুরুঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব সুরমান হোসাইন (মটর সাইকেল), তাজপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ইউসুফ আলী ইউনিয়নে (চশমা), উছমানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সদস্য ময়নুল আজাদ ফারুক (আনারস) প্রতীকে নিজ নিজ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আংশ নিচ্ছেন।

    ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সিধান্তের বাহিরে গিয়ে নৌকার প্রতীকের বিদ্রোহী প্রার্থী হওয়ায় তাদেরকে দল থেকে বহিস্কার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিলেট জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী।

  • থানায় নিরাপত্তা চেয়ে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তোদের হামলায় আহত ছাত্রলীগ নেতা।

    থানায় নিরাপত্তা চেয়ে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তোদের হামলায় আহত ছাত্রলীগ নেতা।

    লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানায় জীবনের নিরাপত্তা চেয়ে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তোদের হামলায় দুই ছাত্রলীগ নেতা গুরুতর আহত হয়েছেন। শনিবার (১৫ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জ বাজারের সমতা সিনেমা হলের সামনে এই হামলার ঘটনা ঘটে। হামলার প্রতিবাদে ছাত্রলীগের নেতাকর্মীরা চন্দ্রগঞ্জ বাজারে বিক্ষোভ মিছিল করেন।

    আহতরা হলেন, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক কাজী মামুনুর রশিদ বাবলু ও চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জিকু। বাবলু মাথায় এবং জিকুর চোখ ও মাথায় আঘাতপ্রাপ্ত হন। তাদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের দেখতে জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম আলাউদ্দিন হাসপাতালে যান।

    আহতরা আমারজমিনকে জানান,চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে চন্দ্রগঞ্জ ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী আইনুল আহমেদ তানভীরের পক্ষে তারা কাজ করেছেন। এজন্য ঘোড়া প্রতীকের প্রার্থী বিজয়ী নুরুল আমিনের লোকজন তাদের হুমকি দিয়ে আসছিলো। ঘটনার সময় পরিকল্পিতভাবে মনির,তাজু, রিয়াজ,নোমান, আজিম ও রনিসহ প্রায় ২০-২৫ জন দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায়।

    স্থানীয়রা জানান, নুরুল আমিন চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন। নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়। এর আগে ২০২০ সালের ২০ অক্টোবর উপ-নির্বাচনে নৌকা নিয়ে ভোট করে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।

    আহত কাজী মামুনুর রশিদ বাবলু বলেন, নির্বাচনে নৌকার প্রার্থী পরাজিত হওয়ার পর থেকে নুরুল আমিনের ক্যাডাররা আমাদেরকে হুমকি দিয়ে আসছে। বিষয়টি ইউনিয়ন আওয়ামী লীগের নেতারাসহ আমরা শনিবার সন্ধ্যায় চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বিষয়টি অবগত করি এবং জীবনের নিরাপত্তা চাই।থানা থেকে মোটরসাইকেল যোগে বাজারে যাওয়ার পথে ওই সন্ত্রাসীরা আমাদের উপর হামলা করে।

    অভিযোগের বিষয়ে নুরুল আমিন বলেন, হামলার ঘটনাটি শুনেছি। কিন্তু ঘটনার সাথে আমি বা আমার লোকজন জড়িত নয়। রাজনৈতিক প্রতিহিংসার কারণে ঘটনার দায় আমার ওপর চাপানো হচ্ছে।

    চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে ফজলুল হক বলেন, থানা থেকে বের হয়ে যাওয়ার পর তারা হামলার শিকার হয়েছে বলে জেনেছি। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক রয়েছে। অভিযোগ পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

  • নাগরপুর উপজেলা আ’লীগ থেকে আ’লীগ নেতা বহিষ্কার ও অব্যাহতি।

    নাগরপুর উপজেলা আ’লীগ থেকে আ’লীগ নেতা বহিষ্কার ও অব্যাহতি।

    টাঙ্গাইলের নাগরপুর উপজেলা আওয়ামীলীগের নেতাসহ কয়েক জনকে বহিস্কার করা হয়েছে।তৃতীয় ধাপে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে দল থেকে এ বহিষ্কার আদেশ দেওয়া হয়েছে।

    সূত্রে জানা যায়, বহিস্কৃত আওয়মীলীগের সহ সভাপতি, ধর্ম বিষয়ক সম্পাদক ও সাবেক চেয়ারম্যান দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে দলীয় প্রার্থীর বিরোধিতা সহ ভিন্নমতের প্রার্থীদের পৃষ্ঠপোষকতা করেন। বর্তমান অব্যাহতি দেওয়া হয়েছে উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এ কে এম কামরুজ্জামান মনি, উপজেলা আওয়ামী লীগ এর ধর্মীয় বিষয়ক সম্পাদক মো. শহিদুল ইসলাম,বহিষ্কার কৃত হলেন দপ্তিয়র ইউনিয়নের সহ সম্পাদক মোঃ শামীম আনসারী।

    এ কারনে দলীয় শৃখলা ভঙ্গ করায়, কেন্দ্রের নির্দেশে তদন্ত সাপেক্ষে তাদেরকে কার্যনির্বাহী সংসদের সিদ্ধান্ত ও গঠণতন্ত্রের ৪৭ (ঠ) ধারা মোতাবেক উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি, ধর্ম বিষয়ক সম্পাদক পদ থেকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত প্যাডে বহিস্কার সহ অব্যাহতি প্রদান করা হয়েছে বলে জানা যায়।

    উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. জাকিরুল ইসলাম উইলিয়াম ও সাধারন সম্পাদক মো, কুদরত আলী স্বাক্ষরিত দলীয় প্যাডে তাদেরকে আওয়ামীলীগ থেকে বহিস্কার ও অব্যাহতি প্রদান করেন।

    সভাপতি মো. জাকিরুল ইসলাম উইলিয়াম ও সাধারন সম্পাদক মো, কুদরত আলী জানান, আমরা ইউনিয়ন পর্যায়ে হতে যে সকল নেতৃবৃন্দের নাম তালিকা পেয়েছি তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমানীত হওয়ায়, আওয়ামীলীগের কেন্দ্রীয় নির্দেশ মোতবেক উপজেলা আওয়মীলীগ সাংগঠনিক ভাবে ব্যবস্থা গ্রহণ করেছে।

    এ বহিষ্কারাদেশ চলমান রয়েছে, অভিযুক্ত নেতাকর্মীদের বিরুদ্ধে আনীত অভিযোগ যাচাই পূর্বক, তথ্য প্রমাণের ভিত্তিতে তাদেরকে দল হতে বহিষ্কার করা হচ্ছে। দলের স্বার্থে দলের ব্যানারে কোন অপশক্তি বা বিরোধীদের দলে ঠাঁই নেই।

    উল্লেখ্য, এ পর্যন্ত উপজেলা আওয়ামীলীগ ও ইউনিয়ন আওয়ামীলীগ হতে মোট ৫৩ জন নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে।

  • বালিয়াডাঙ্গীতে ছাত্রলীগ নেতাকে মারধর মামলায় গ্রেপ্তার-১

    বালিয়াডাঙ্গীতে ছাত্রলীগ নেতাকে মারধর মামলায় গ্রেপ্তার-১

    ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে আবু বক্কর সিদ্দিক নামের ছাত্রলীগ নেতাকে মারধরের ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় মামলার ২ নম্বর আসামি তাজামুল হককে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

    বৃহস্পতিবার উপজেলার পাড়িয়া  ইউনিয়নের ইউলাটলী গ্রাম থেকে তাজামুলকে গ্রেপ্তার করা হয়। বালিয়াডাঙ্গী থানার ওসি হাবিবুল হক প্রধান বিষয়টি নিশ্চিত করেছেন। আসামি তাজামুলের বাড়ি ওই এলাকায়।

    এর আগে গত মঙ্গলবার রাতে ১৪ জনের নাম উল্লেখ করে বালিয়াডাঙ্গী থানায় মামলা করেন ছাত্রলীগ নেতা আবু বক্কর সিদ্দিক। আহত ছাত্রলীগ নেতা পাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও দক্ষিণ পাড়িয়া গ্রামের হকের ছেলে।

    মামলার অন্য আসামিরা হলেন উপজেলার পাড়িয়া ইউনিয়নের ইউলাটলী গ্রামের নুর ইসলাম, হাফিজ, সাইফুল, আনোয়ার, আবু জাহেদ নিপু, সফিকুল ইসলাম, আমজাদ হোসেন, সেলিম, আহসান, সাহাবুদ্দিন, রেজাউল, আলতাফুর, সোবহান।

    ছাত্রলীগ নেতা আবু বক্কর সিদ্দিক বলেন, ‘গত ৯ জানুয়ারি উপজেলার পাড়িয়া ইউনিয়নের পাড়িয়া কেন্দ্রীয় মসিজদের সামনে রাতের বেলা একা পেয়ে নুর ইসলাম, তাজামুল হকসহ কয়েকজন আমার ওপর হামলা চালায়। অস্ত্র দিয়ে হত্যার চেষ্টা করে। শীতের কাপড় থাকার কারণে শরীরে অস্ত্রের আঘাত লাগেনি। তবে মাথায় প্রচণ্ড আঘাত পেয়েছি। পরে ঘটনাস্থল থেকে উদ্ধার করে বালিয়াডাঙ্গী হাসপাতালে নিয়ে আসে।’ আহত ওই ছাত্রলীগ নেতা গতকাল পর্যন্ত বালিয়াডাঙ্গী হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন।

    বালিয়াডাঙ্গী থানা পরিদর্শক (ওসি) হাবিবুল হক প্রধান বলেন, ‘ছাত্রলীগ নেতাকে মারধরের ঘটনায় মামলা হয়েছে। একজন আসামিকে গ্রেপ্তার করে পুলিশ গতকাল বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। বাকীদের গ্রেপ্তার করতে পুলিশ তৎপর রয়েছে।

  • রামগতিতে ছাত্রলীগ নেতার স্ত্রীকে অপহরণ,চেয়ারম্যানকে জরিয়ে মামলা।

    রামগতিতে ছাত্রলীগ নেতার স্ত্রীকে অপহরণ,চেয়ারম্যানকে জরিয়ে মামলা।

    লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় ছাত্রলীগ নেতা মুশফিক মাহমুদের স্ত্রী নিশি মাহমুদকে অপহরণের অভিযোগে মামলা হয়েছে। এতে উপজেলার চরবাদাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন জসিমসহ ৯ জন নামিক ও ৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

    বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদলতে (রামগতি) মুশফিক বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন।

    বাদীর আইনজীবী ফাহাদ ইসলাম জনি আমারজমিনকে জানান বিচারক মোসাম্মৎ নুসরাত জামান মামলাটি আমলে নিয়েছেন। আসামি তন্ময় কুমার দাসের মোবাইল নম্বর সংগ্রহ করে অবস্থান চিহ্নিত পূর্বক নিশি মাহমুদকে উদ্ধারে রামগতি থানার অফিসার ইনচার্জ(ওসি)কে নির্দেশ দিয়েছেন।

    আসামি তন্ময় পটুয়াখালি সদর উপজেলার লাউকাটি গ্রামের নব কুমার দাসের ছেলে। অন্য আসামির হলেন রামগতি উপজেলার চরসীতা গ্রামের প্রদন্ন মজুমদার,নিরাশা মজুমদার, পটুয়াখালির লাউকাটি গ্রামের কমল দাস,নবকুমার দাস,অয়ন দাস,প্রান্ত কুমার দাস,ধনঞ্জয় কুমার দাস।

    বাদী মুশফিক ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ও রামগতির চরসীতা গ্রামের এজেডএম মুনছুর আলীর ছেলে।

    মামলা সূত্র জানা যায়,ছাত্রলীগ নেতা মুশফিক নিজ গ্রামের আমিরোদ্ধ মজুমদারের মেয়ে প্রজরি মজুমদার নিশির সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এতে চলতি বছর ১৫ সেপ্টেম্বর তারা বিয়ে করেন। এ প্রেক্ষিতে নিশি ইসলাম ধর্মগ্রহণ করে ও এফিডেভিটের মাধ্যমে তার নাম পরিবর্তন করে নিশি মাহমুদ রাখা হয়। ১১ নভেম্বর নিশির বাবা আমিরোদ্ধ মারা যান।

    বাবার শেষকৃত্য করতে নিশি তার বাবার বাড়িতে যান৷ এতে ওই বাড়িতে ইউপি চেয়ারম্যান জসিমসহ আসামিরা নিশিকে আটকে রাখেন। পরে তাকে অপহরণ করে পটুয়াখালী তন্ময়দের বাড়িতে সাতদিন আটকে রাখা হয়। বিভিন্ন মাধ্যমে খোঁজ নিয়ে মুশফিক পটুয়াখালী তন্ময়ের এলাকায় যান৷ সেখানে মুশফিক জানতে পারে তার স্ত্রীকে আটকে রেখে জোরপূর্বক তন্ময়ের সঙ্গে বিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

    মুশফিক মাহমুদ বলেন,নিশি আমার বিবাহিত স্ত্রী। চেয়ারম্যান জসিম কারসাজি করে আমার স্ত্রীকে অভিযুক্তদের দিয়ে অপহরণ করিয়েছে। নিশিকে আমি অক্ষত অবস্থায় ফেরত চাই। তারা আমার স্ত্রীকে অন্য এক ছেলের সঙ্গে বিয়ে দেওয়ার পাঁয়তারা করছে।

    এই বিষয়ে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন জসিম আমারজমিনকে বলেন,মুশফিক নিশিকে বিয়ে করতে চেয়েছিল,কিন্তু পারেনি।নিশিকে আমরা পটুয়াখালী নিয়ে বিয়ে দিয়েছি।
    মুশফিক নিশিকে বিয়ে করেছে বিষয়টি আমার জানা নেই। তবে মুশফিক আমার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ এনেছে।

    রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সোলাইমান আমারজমিনকে জানান মুশফিক বিষয়টি আমাকে ঘটনাটি জানিয়েছে। তবে আদালতের আদেশ কপি আমার হাতে এসে পৌছায়নি। কপি হাতে পেলে তদন্ত সাপেক্ষে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

  • দুর্গাপুর বাসীকে বিজয় দিবসের শুভেচ্ছা জানালেন কৃষকলীগ নেতা গোলাপ হোসেন।

    দুর্গাপুর বাসীকে বিজয় দিবসের শুভেচ্ছা জানালেন কৃষকলীগ নেতা গোলাপ হোসেন।

    বিশেষ প্রতিবেদক: মহান বিজয় দিবস-২০২১ উপলক্ষে রাজশাহীর দুর্গাপুর উপজেলা বাসীকে বিজয় দিবসের রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দুর্গাপুর উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মোঃ গোলাপ হোসেন।

    বুধবার (১৫ ডিসেম্বর) দুর্গাপুর উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মোঃ গোলাপ হোসেন এক শুভেচ্ছা বার্তায় উপরোক্ত শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

    শুভেচ্ছা বার্তায় তিনি আরো বলেন, স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যাঁর আহ্বানে সাড়া দিয়ে ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে, এক সাগর রক্তের বিনিময়ে বাঙালি জাতি ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর কাঙ্খিত বিজয় অর্জন করে।

    ১৬ ডিসেম্বর বিজয়ের এ দিনে আমরা একাত্তরের সেই অকুতভয় বীর সৈনিকদের শ্রদ্ধার সাথে স্মরণ করি। যাদের আত্মত্যাগে আমাদের আজকের এ বিজয়, পেয়েছি লালসবুজ পতাকা এবং মানচিত্র।

  • নলডাঙ্গায় রাজনৈতিক দলের নেতাদের সাথে অপরাজিতা নারীদের মতবিনিময় সভা।

    নলডাঙ্গায় রাজনৈতিক দলের নেতাদের সাথে অপরাজিতা নারীদের মতবিনিময় সভা।

    নলডাঙ্গা(নাটোর)প্রতিনিধিঃ নাটোরের নলডাঙ্গায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে অপরাজিতা বিভিন্ন পর্যায়ের নারীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(১১ ডিসেম্বর)সকাল ১১ টার দিকে অপরাজিতা প্রকল্পের আয়োজনে নলডাঙ্গা সরকারী উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    অপরাজিতা প্রকল্পের খান ফাউন্ডেশনের আয়োজনে সাবেক ইউপি সদস্য মিনতি রাণীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন,নলডাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুস শুকুর,উপজেলা জাতীয় পাটির আহবায়ক মুক্তার হোসেন,ইউনিয়ন বিএনপির নেতা আজিজার রহমান,খান ফাউন্ডেশন অপরাজিতা প্রকল্পের সম্বনয়কারী কারিনা খাতুন ও মুজিবুর রহমান প্রমুখ।

    মতবিনিময় সভায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে নারী প্রতিনিধিদের স্থানীয়ভাবে বিভিন্ন পর্যায়ের বিদ্যামান নারী নেটওয়ার্ক শক্তিশালী ও নারীর রাজনৈতিক ক্ষমতায়ন ত্বরাম্বিত করা। এছাড়া নারীর ক্ষমতায়ন ও নেতৃত্বের বিকাশ ও পারপারিক কাজের সমন্বয়ক এবং যোগাযোগের প্লার্টফম তৈরি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

  • তানোরে বিএনপি নেতার মাটি বাণিজ্যে পাকা রাস্তা নষ্ট।

    তানোরে বিএনপি নেতার মাটি বাণিজ্যে পাকা রাস্তা নষ্ট।

    তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ রাজশাহীর তনোরে বিএনপি নেতার বিরুদ্ধে সরকারী পাকা রাস্তা নষ্ট করে মাটি বাণিজ্যের অভিযোগ পাওয়া গেছে। তানোরের কামারগাঁ ইউপির দস্তরামপুর গ্রামে এই ঘটনা ঘটেছে। এঘটনায় এলাকাবাসির মাঝে চরম ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়েছে।স্থানীয়রা বিষয়টি সংশ্লিস্ট প্রশাসনকে অবহিত করেও মাটি বাণিজ্য বন্ধ করতে পারছে না।

    জানা গেছে, স্থানীয় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য তারাপদ একটি পুরাতন পুকুর পুনঃখনন করে ৮০০ টাকা গাড়ী (ট্রাক্টর) মাটি বিক্রি করছে। এসব মাটি বিভিন্ন এলাকায় পরিবহন করতে গিয়ে সরকারী পাকা রাস্তা নষ্ট করা হচ্ছে। সরেজমিন দেখা গেছে, দোস্তরামপুর-কামারগাঁ এবং দোস্তরামপুর-বাতাসপুর রাস্তা মাটি পড়ে চরম ঝুঁকিপুর্ণ হয়ে উঠেছে। এমনকি মঙ্গলবার ওই রাস্তায় ছোট কয়েকটি দুর্ঘটনাও ঘটেছে। একটু বৃষ্টি বা ভারী কুয়াশা হলে রাস্তাটি পুরোপুরি ব্যবহার অনুপোযোগী হয়ে পড়বে।গ্রামবাসি জানান, এদিন দিবাগত রাতে পুকুর খননের সময় সেখানে কষ্টি পাথরের মুল্যবান একটি শিব লিঙ্গ (মুর্তি) পাওয়া গেছে।

    সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, নতুন-পুরাতন পুকুর খনন বা পুনঃখনন করতে হলে উপজেলা প্রশাসনের অনুমতি নিতে হবে এবং কোনো অবস্থাতেই মাটি বাইরে বিক্রি করা যাবে না। কিন্ত্ত তারাপদ এসব উপেক্ষা করে মাটি বাণিজ্য করছে। স্থানীয় ইউপি সদস্য রাজা বলেন, এটা অত্যন্ত দুঃখজনক, তিনি বলেন, যেভাবে পাকা রাস্তা নষ্ট করা হচ্ছে তাতে মনে হচ্ছে এসব দেখার কেউ নাই। এবিষয়ে জানতে চাইলে তারাপদ বলেন, আমার পুকুর আমি খনন করবো এখানে অনুমতির কি আছে, তাছাড়া মাটি ঢোয়াতে গেলে রাস্তায় একাটটুক পড়বে এটা আর এমনকি, মুর্তির পাওয়ার কথা পুরোটাই গুজব।

  • হাজারো মানুষের অশ্রুসিক্ত ভালোবাসায় চিরনিদ্রায় শায়িত হলেন সজিব।

    হাজারো মানুষের অশ্রুসিক্ত ভালোবাসায় চিরনিদ্রায় শায়িত হলেন সজিব।

    সোহেল হোসেন লক্ষ্মীপুর প্রতিনিধিঃ হাজারো মানুষের অশ্রুসিক্ত ভালোবাসায় চির নিদ্রায় শায়িত হলেন ইছাপুর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি সাজ্জাদুর রহমান সজিবের। সজিব নৌকার এজেন্ট থাকায় নির্বাচনী সহিংসতায় নৌকার প্রতিপক্ষ সন্ত্রাসীদের অস্ত্রের আঘাতে মৃত্যুবরন করেন।

    সোমবার সন্ধ্যায় লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার নয়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যেখানে তাকে হত্যা করা হয়েছিল সেখানেই তার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়।জানাযায় উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ এলাকার কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করেন।

    সজিব রামগঞ্জ উপজেলার নয়নপুর হাজীবাড়ীর মৃত আবদুর চাত্তারের ছেলে।

    সজিব নিহতের দুইদিন পেরিয়ে গেলেও কোন সন্ত্রাসী গ্রেফতার না হওয়ায় উপস্থিত লোকজন ক্ষোভ প্রকাশ করেন।

    রবিবার ইছাপুর ইউনিয়নে ভোট চলাকালে নযনপুর কেন্দ্রে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শাহানাজ আক্তারের নৌকার এজেন্ট হিসেবে সজিব দ্বায়িত্বরত অবস্থায় নৌকার বিদ্রোহী প্রার্থী বহিষ্কৃত উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমির হোসেন খানের আনারস মার্কার সমর্থকরা ব্যালট পেপার আলাদা করে জোরপূর্বক অবৈধভাবে সিল মারার চেষ্টা করলে ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি সজিব বাধা দিলে দুপক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয় এবং এক পর্যায়ে তা সংঘর্ষের রূপ নেয়।

    এই সময় মাসুদ ও মাহবুব রামদা দিয়ে সজিবকে কোপিয়ে মারাত্বক আহত করে। একইসঙ্গে তাকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ করে গুলি ছোড়ে তারা পালিয়ে যায়।

    স্থানীয়রা আহতাবস্থায় তাকে চাঁদপুর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর নির্দেশ দেয়। পরে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।

  • মাধবপুরে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টার ঘটনায় ইউপি সদস্য গ্রেফতার।

    মাধবপুরে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টার ঘটনায় ইউপি সদস্য গ্রেফতার।

    নাহিদ মিয়া,মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি শেখ মোঃ দুলাল মিয়া কে কুপিয়ে হত্যার চেষ্টার ঘটনায় ইউপি সদস্য রফিক উদ্দিন (৪৪) কে গ্রেফতার করেছে পুলিশ। মাধবপুর থানার এস আই মমিনুল ইসলাম (পিপিএম) রোববার বিকালে ঢাকার উত্তরার ৩নং সেক্টরের একটি বাড়ি থেকে রফিক কে গ্রেফতার করে।

    মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক সত্যতা নিশ্চত করে জানান রফিক মেম্বার ওই মামলার ২নং আসামী।সে শাহজাহানপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য ও বনগাও গ্রামের আব্দু সাত্তারের ছেলে।গত বুধবার দুপুরে বনগাও গ্রামে রফিকের ভাই সন্তাসী আশরাফ উদ্দিনের নেতৃত্ব একদল লোক যুবলীগনেতা শেখ দুলাল কে হত্যার উদ্দেশ্যে পথরোধ করে এলোপাড়ি কুপিয়ে ফেলে রাখে।পরে তাকে আশংকাজনক অবস্থায় উদ্বার করে স্বজনরার ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তী করে।

    এঘটনায় দুলালের ভাই শেখ আমির হোসেন বাদী হয়ে থানায় একটি মামলা করে এর পর পুলিশ আসামী গ্রেফতারে মাঠে নামে। তথ্য প্রযুক্তি ব্যবহার করে মামলার তদন্তকারী কর্মকর্তা মমিনুল ইসলাম রোবরার দিনভর ঢাকার বিভিন্ন স্হানে চালায়। একপর্যায়ে উত্তরা থানা পুলিশের সহায়তায় উত্তরার ৩নং সেক্টরের একটি বহুতল ভবনে আত্বগোপনে থাকা রফিক কে গ্রেফতার করে রাতে মাধবপুর থানায় নিয়ে আসে।

    এর আগে এলাকার সংসদ বিমান প্রতিমন্ত্রী এডভোকেট মোঃ মাহবুব আলী আসামীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ দেন। উপজেলা যুবলীগ সমাবেশ করে গ্রেফতারের দাবি জানান।সোমবার ইউপি সদস্য কে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে পাঠানো হয়।

    মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন অন্য আসামী গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।