Tag: নেতা

  • চিলমারীতে সংবাদ সন্মেলন করে বিএনপি নেতা রাজু আহম্মেদের পদত্যাগ।

    চিলমারীতে সংবাদ সন্মেলন করে বিএনপি নেতা রাজু আহম্মেদের পদত্যাগ।

    জাহিদুর রহমান,চিলমারী (বাগেরহাট) প্রতিনিধি:

    বাগেরহাটের চিলমারীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে পদত্যাগ করেলেন উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য মো: রাজু আহম্মেদ মুন্সী।
    শুক্রবার (০১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টার সময় উপজেলা মোড়ে চিতলমারী প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিনি পদত্যাগের ঘোষণা দেন।

    এ সময় তিনি বলেন আমার ব্যক্তিগত কারণে ও পারিবারিক সমস্যা ও শরীরিকভাবে অসুস্থতার কারনে বিএনপি’র উপজেলা কমিটি তথা বিএনপি’র সকল কার্যক্রম থেকে অব্যহতি নিলাম। মো: রাজু আহম্মেদ মুন্সী উপজেলার আড়য়াবর্নী গ্রামের মৃত মো: আবু বক্কর ছিদ্দিকের ছেলে।

  • হবিগঞ্জ-৪ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী আ.লীগ নেতা অসীম।

    হবিগঞ্জ-৪ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী আ.লীগ নেতা অসীম।

    মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি।
    “‌‌ডিজিটাল বাংলাদেশ দৃশ্যমান”স্মার্ট বাংলাদেশ” বিনির্মানের লক্ষ্যে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জ -৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে নৌকার পক্ষে তৃণমূল পর্যায়ে মানুষের কাছে ভোট প্রার্থনা করে নির্বাচনী মাঠ চোষে বেড়াচ্ছেন, হবিগঞ্জ জেলা  আওয়ামী লীগে’র যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন চৌধুরী অসীম। তিনি মাধবপুর উপজেলার আন্দিউড়া গ্রামের মৃত হাবিব আলী বাচ্ছু চৌধুরীর ছেলে।
    তিনি ১৯৮৭ইং এসএসসি পরীক্ষা শেষে শিক্ষা শান্তি প্রগতির শ্লোগানে উজ্জীবিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের একনিষ্ট কর্মী হিসেবে সক্রিয় ভাবে আওয়ামী রাজনীতিতে সম্পৃক্ততা। ১৯৮৮ সালে হবিগঞ্জ জেলা ছাত্রলীগের কার্যকরী কমিটির সদস্য” তারপর হবিগঞ্জ জেলা ছাত্রলীগের কমিটিতে প্রচার সম্পাদক নির্বাচিত। পরবর্তীতে হবিগঞ্জ জেলা ছাত্রলীগের কমিটিতে জেলার সকল কাউন্সিলরদের সরাসরি ভোটে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত। তারপরের কমিটিতে জেলার সকল ছাত্রলীগের কাউন্সিলারদের সরাসরি ভোটে হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত।
    অতপরঃ জেলা ছাত্রলীগের কমিটিতে যুগ্ম আহ্বায়ক। ছাত্রলীগের রাজনীতি শেষ হতে না হতেই সেবা,শান্তি,প্রগতির শ্লোগানে মুখরিত সংগঠন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক। ২০০৩ সালে হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের কার্যকরী কমিটির সদস্য। ১০ বছর জেলা আওয়ামীলীগের কার্যকরী কমিটির সদস্যের দায়িত্ব পালন।২০১৩ সালে জেলা আওয়ামীলীগের সম্মেলনে কাউন্সিলারদের সরাসরি ভোটে সর্বোচ্চ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত।
    ৬ বছর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদকের পদে সফলতার সাথে দায়িত্ব পালন” ২০০৯ সালে আ’লীগের সমর্থিত প্রার্থী হিসেবে মাধবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।নির্বাচিত হবার পর মাধবপুর উপজেলার আইনশৃঙ্খলা যোগাযোগ শিক্ষা ও তথ্য প্রযুক্তি খাতে বিশেষ সেবার উপহার স্বরূপ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বীকৃতিতে সারা বাংলাদেশের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন।২০১৮সালে থেকে হবিগঞ্জ জেলা আ. লীগের যুগ্ম সাধারণ সম্পাদক  দায়িত্ব পালন করছেন।
    এ ছাড়া তিনি রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সারা ফেলেছেন।তাঁর নির্বাচনী এলাকায় দিন-রাত দলীয় তৃনমূল নেতা-কর্মীদের সাথে নিয়মিত যোগাযোগের মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক সভা-সমাবেশে অংশ গ্রহণ করে নেতাকর্মীদের উজ্জীবিত করছেন। ইতিমধ্যেই দলমত নির্বিশেষে সকল মানুষের মনে জায়গা করে নিয়েছেন।
    মাধবপুর-চুনারুঘাট বিভিন্ন এলাকার তৃনমূল নেতা কর্মী-সাধারণ মানুষের সাথে কথা বলে জানা যায়, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামীলীগ দলীয় মনোনয়নন প্রত্যাশী জাকির হোসেন চৌধুরী অসীমের বিকল্প দেখছেন না তৃণমূলের নেতা-কর্মীরা। তাই মাধবপুর -চুনারুঘাট নির্বাচনী এলাকার সর্বস্তরের মানুষ এ আসনে নৌকা প্রতীকে দলীয় মনোনয়ন দিতে তাঁর প্রয়োজনীয়তা উল্লেখ করে নির্বাচনী এলাকায় জনসংযোগের পাশাপাশি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকাণ্ডের কথা উল্লেখ করে লিফলেট বিতরণ করছেন।
    আওয়ামীলীগ মনোনয়ন প্রত্যাশী জাকির হোসেন চৌধুরী অসীম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি হবিগঞ্জ -৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে জাতীয় সংসদ সদস্য হিসাবে দলীয় মনোনয়ন দেন তাহলে আমি নির্বাচিত হবো। বঙ্গবন্ধুর আদর্শ-জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় অত্যন্ত বিশ্বস্ততার সঙ্গে বাস্তবায়নের মাধ্যমে জনগণের সেবা করাসহ, অবহেলিত মাধবপুর-চুনারুঘাট আসনকে স্মার্ট বাংলাদেশের আওতায় আনাসহ স্মার্ট নাগরিক,স্মার্ট সমাজ-অর্থনৈতিক ও সরকার। এছাড়াও সমাজ থেকে দূর্নীতি, দারিদ্র ও মাদক দূর করে স্মার্ট সমাজ ব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি এলাকার চাহিদা অনুযায়ী রাস্তা-ঘাট, ব্রীজ-কালভার্টসহ অবকাঠামো নির্মান ও সংস্কার করা। ধর্মীয় প্রতিষ্ঠান গুলোতে সরকারী ও বেসরকারী সহযোগীতার উদ্যোগ নেয়া। এলাকায় সুষম উন্নয়ন নিশ্চিত করা, আমার গ্রাম-আমার শহর, প্রতিটি গ্রামে নগর সুবিধা নিশ্চিত করাসহ টেকসই উন্নয়ন অব্যাহত রাখাবেন বলে জানান দলীয় মনোনয়ন প্রত্যাশী জাকির হোসেন চৌধুরী অসীম।
  • বাঘায় সাবেক উপজেলা চেয়ারম্যান ও জামায়ত নেতাসহ আটক-৯।

    বাঘায় সাবেক উপজেলা চেয়ারম্যান ও জামায়ত নেতাসহ আটক-৯।

    বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃরাজশাহীর বাঘা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাওলানা জিন্নাত আলী (৫৭) সহ বিস্ফোরক আইনে ৬ জনকে আটক করা হয়েছে। শুক্রবার (৩ নভেম্বর) দুপুরে উপজেলা চেয়ারম্যানকে বাঘাপৌরসভার আমোদপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
    এ বিষয়ে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা জিন্নাত আলীর ছেলে ইলিয়াস কবীর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন, আমার ভাতিজার জানাজার নামাজের প্রস্তুতি নেওয়া অবস্থায় আমার সন্মানিত পিতা বাঘা উপজেলা পরিষদের সাবেক চেয়াারম্যান মাওলানা জিন্নাত আলীকে পুলিশ সম্পুর্ণ অন্যায় ভাবে গ্রেপ্তার করে। পরিবারের সদস্যের জানাজাতে অংশ নেওয়ার মত একটি মানবিক কাজ থেকে আমার আব্বুকে গ্রেপ্তারের মত এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আমার আব্বুর নিঃশর্ত মুক্তি দাবি করছি।
    এছাড়া বিস্ফোরক আইনে বৃহস্পতিবার রাতে সরেরহাট গ্রামের মৃত আবদুল কুদ্দুস সরকারের ছেলে সাগর আলী সরকার (২৩), কলিগ্রামের মৃত আবু তাহেরের ছেলে মনিরুজ্জামান (৪২), ছারেত মন্ডলের ছেলে মামুন মন্ডল (৩৩), রফিকুল আলীর ছেলে রব্বেল আলী (৩৫), মুর্শিদপুর গ্রামের রেজাউল ইসলামের ছেলে জীবন আলীকে (২৪) আটক করা হয়েছে।অপর দিকে ওয়ারেন্টভূক্ত আসামী বাউসা তেথুলিয়া শিকদারপাড়া গ্রামের আবু বক্করের ছেলে মকবুল হোসেন (৫৮), মক্কেল আলী (৫৪), মক্কেল শিকদারের ছেলে জাকের আলীকে (৪৮) আটক করা হয়েছে।
    এ বিষয়ে বাঘা থানার পরিদর্শক(ওসি) খায়রুল ইসলাম বলেন, ১৯০৮ সালের বিস্ফোরক আইন (সংশোধনী/২০০২) আইনে ৬ জনকে আটক করা হয়েছে। এছাড়া ওয়ারেন্টভূক্ত আসামী ৩ জনকে আটক করা হয়েছে।
  • রাণীশংকৈলে বিএনপির ৩ নেতা-কর্মী গ্রেপ্তার।

    রাণীশংকৈলে বিএনপির ৩ নেতা-কর্মী গ্রেপ্তার।

    ঢাকায় ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের আগে  ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বিএনপির নেতাকর্মীকে ধরপাকড় শুরু হয়েছে।

    গত বুধবার দিবাগত রাতে বিএনপি ও এর সহযোগী সংগঠনের ৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাণীশংকৈল পৌরসভা ও ২টি ইউনিয়নের এলাকা থেকে তাঁদের গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়।

    পুলিশ বলছে, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে তারা বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তার করছে এবং তা চলমান থাকবে। উপজেলা বিএনপি থেকে বলা হচ্ছে, শনিবারের মহাসমাবেশ কেন্দ্র করে পুলিশ নেতাকর্মীদের বাড়িতে অভিযান চালাচ্ছে। যাঁদের বাড়িতে পাওয়া যাচ্ছে, তাঁদের ধরে এনে পুরোনো গায়েবি মামলায় গ্রেপ্তার দেখাচ্ছে।

    জানা গেছে, বুধবার দিবাগত মধ্যে রাতে রাণীশংকৈল পৌর শহরের মহলবাড়ী এলাকার বাড়ী থেকে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এম আর বকুল মজমুদারকে তুলে নেয় পুলিশ। একই সাথে হোসেনগাঁও ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সভাপতি নাজির উদ্দীন ও নেকমরদ ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক আতিকুর রহমানকে তাদের নিজ বাসা থেকে তুলে নিয়ে গেছে পুলিশ

    রাণীশংকৈল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লাম আল ওয়াদুদ বিন নুর আলিফ বলেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদারের বিরুদ্ধে পূর্বের কোন মামলা নেই। আটক অন্য দুজন নেতাদের বিরুদ্ধেও কোন অভিযোগ নেই। সম্পূর্ণ নির্দোষ ব্যক্তিদের অন্যায়ভাবে আটক করা হয়েছে। এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে গ্রেফতারকৃতদের অবিলম্বে মুক্তির দাবী জানিয়েছেন তিনি।

    রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম মন্ডল বলেন, ঠাকুরগাঁও সদর থানার মামলায় রাণীশংকৈলের তিন বিএনপি নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

  • নাগরপুরে আওয়ালীগ নেতা শেখ শামছুল হক বহিষ্কার।

    নাগরপুরে আওয়ালীগ নেতা শেখ শামছুল হক বহিষ্কার।

    স্টাফ রিপোর্টার : টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা আওয়ালীগের এক জরুরি সভায় সাংগঠনিক সম্পাদক শেখ শামছুল হক’কে সাময়িক বহিষ্কার ঘোষণা করেছে উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক মো.কুদরত আলী।
    মঙ্গলবার (৩ অক্টোবর) সকালে উপজেলা আ.লীগ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় সকল ইউনিয়ন আ.লীগ সভাপতি-সম্পাদক সহ মোট ৪৯ জন উপজেলা আ.লীগ নেতৃবৃন্দের উপস্থিতিতে এই বহিষ্কার ঘোষণা কন্ঠ ভোটে সমর্থন করা হয়। এতে পরবর্তীতে জেলা ও কেন্দ্রীয় আ.লীগ বরাবর বহিষ্কার  অনুরোধের লিখিত অনুলিপি প্রেরণ করা হবে বলে জানানো হয়।
    নাগরপুর উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক মো. কুদরত আলী সভায় তার বক্তব্যে বলেন, গত ২৯ সেপ্টেম্বর সদর ইউনিয়ন আ.লীগের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র জন্মদিন পালন অনুষ্ঠানে উপজেলা আ.লীগের প্রস্তাবিত সাংগঠনিক সম্পাদক শেখ শামছুল হক উপজেলা আ.লীগ সভাপতি-সম্পাদক’কে মানেন না এবং অবাঞ্ছিত ঘোষণা করে, যা আ.লীগ গঠনতন্ত্র পরিপন্থী বক্তব্য। এই ধৃষ্টতাপূর্ণ বক্তব্যের জন্য গঠনতন্ত্র ৪৭ ধারা অনুযায়ী আমরা উপজেলা আ.লীগ শেখ শামসুল হক’কে সাময়িক বহিষ্কার ঘোষণা করছি এবং স্থায়ী বহিষ্কারের জন্য লিখিত অনুলিপি অচিরেই জেলা ও কেন্দ্রীয় আ.লীগ বরাবর প্রদান করা হবে।
    উক্ত সভায় উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা আ.লীগ সহ সভাপতি বাবু গোপাল চন্দ্র সাহা, সম্মানিত সদস্য বীর মুক্তিযোদ্ধা লক্ষীকান্ত সাহা, সহ সভাপতি আজাহার উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল হক তপন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক বি এম এম জহিরুল আমিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক খালিদ হোসেন, কোষাধ্যক্ষ দিলীপ কুমার সাহা, শিক্ষা ও মানব কল্যাণ সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক, মহিলা বিষয়ক সম্পাদক রওশনআরা বেগম, সম্মানিত সদস্য আওলাদ হোসেন লিটন, মো. হাবিবুর রহমান হাবিব, মোকনা ইউপি চেয়ারম্যান মোঃ শরিফুল ইসলাম, মামুদনগর ইউপি চেয়ারম্যান মো. জজ কামাল সহ ইউনিয়ন ও ওয়ার্ড  আ. লীগ অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মী বৃন্দরা।
  • মাটিরাঙ্গায় বিএনপি নেতা নাছির আহাম্মদ গ্রেফতার।

    মাটিরাঙ্গায় বিএনপি নেতা নাছির আহাম্মদ গ্রেফতার।

    পার্বত্য খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি  ও সাবেক মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নাছির আহাম্মদ চৌধুরী (৬০)কে গ্রেফতার করেছে পুলিশ ।
    শনিবার (২২ জুলাই) রাত সাড়ে বারোটার সময় মাটিরাঙ্গা পৌরসভার ৮নং ওয়ার্ডে তার নিজ বাড়িতে অবস্থান করছিলেন। তার অবস্থান বুঝতে পেরে অভিযান পরিচালনা করে তাকে আটক করেছেন বলে জানিয়েছে পুলিশ ।
    পুলিশ জানায়, গত ১৮ জুলাই ২০২৩ইং তারিখে খাগড়াছড়িতে আওয়ামী লীগের শান্তি সমাবেশ ও বিএনপির পথযাত্রায় সংঘর্ষের ঘটনায় খাগড়াছড়ি সদর থানার দায়েরকৃত মামলায় এজাহারভুক্ত আসামি মো: নাসির আহাম্মদ চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে।
    গ্রেফতারের বিষয়টি মাটিরাঙ্গা থানর অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাকারিয়া জানান, খাগড়াছড়ি সদর থানা মামলার এজাহারভুক্ত আসামী নাসির আহাম্মদ চৌধুরীকে আটকে সহযোগিতার অনুরোধে মাটিরাঙ্গা থানা সহযোগিতা করেছে।
  • বালিয়াডাঙ্গীতে তৃণমূল আ.লীগ নেতাকর্মীদের মতবিনিময়।

    বালিয়াডাঙ্গীতে তৃণমূল আ.লীগ নেতাকর্মীদের মতবিনিময়।

    ঠাকুরগাঁওয়ে তৃণমূলে আওয়ামী লীগকে শক্তিশালী ও বেগমান করার লক্ষে নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার বিকেলে বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় সভা করা হয়। এ সময় অত্র ইউনিয়নের নয়টি ওয়ার্ডের নেতা কর্মী উপস্থিত ছিলেন।

    মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করার জন্য দলীয় নেতাকর্মীদের জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান তিনি। এ সময় দলের নেতা কর্মী উজ্জীবিত হয়ে করতালি দেয়।

    আলোচনা সভায়,চাড়োল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়নের সভাপতি দিলীপ কুমার চ্যাটার্জী,সাধারণ সম্পাদক রুকনুজ্জামান সহ অন্যরা উপস্থিত ছিলেন।

  • ঠাকুরগাঁওয়ে আওয়ামী লীগ নেতা সুজনের উঠান বৈঠক।

    ঠাকুরগাঁওয়ে আওয়ামী লীগ নেতা সুজনের উঠান বৈঠক।

    “দেশের উন্নয়ন মানুষের ভাগ্য পরিবর্তন” এই শ্লোগাসনকে সামনে রেখে শেখ হাসিনা সরকারের উন্নয়ন জনগনের মধ্যে তুলে ধরে উঠান বৈঠক করেছেন ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন।
    সোমবার বিকেলে ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলার ৬নং ভানোর ইউনিয়নের আয়োজনে ভানোর গোয়ালটলী গ্রামে উঠান বৈঠকের আয়োজন করা হয়।
    এসময় প্রধান অতিথি হিসেবে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন বক্তব্য রাখেন।
    তিনি বলেন, শেখ হাসিনার সরকার জনবান্ধব সরকার। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সবাই নিরাপদ, শান্তি ও স্বস্বিতে থাকে, দেশও এগিয়ে যায়। জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তাকে আগামী নির্বাচনে নৌকায় ভোট দেয়ার আহ্বান করেন তিনি।
    এসময় ভানোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, ভানোড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন সিদ্দিকী,ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
  • এতিম শিশুদের সঙ্গে ইফতার করলেন স্বেচ্ছাসেবকলীগ নেতা এ্যাপোলো।

    এতিম শিশুদের সঙ্গে ইফতার করলেন স্বেচ্ছাসেবকলীগ নেতা এ্যাপোলো।

    ঠাকুরগাঁও প্রতিনিধি:
    ঠাকুরগাঁওয়ে এতিম শিশুদের সঙ্গে ইফতার করলেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলো।
    সোমবার বিকেলে সদর উপজেলার গড়েয়া ইউনিয়নে বাইতুল জান্নাত মদিনাতুল উলুম হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার কোমলমতি শিশুদের সাথে এই ইফতারের আয়োজন করা হয়। এসময় পৌর স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র সহ-সভাপতি আবু হাসনাত রুম্মন সহ মাদ্রার শিক্ষকরা উপস্থিত ছিলেন।
    শিশুদের ইফতারের জন্য ছিল খেজুর, বেগুনি, ছোলা, মুড়ি, পেঁয়াজু, ডিম, কাচ্চী বিরানী, জুস। ইফতারের আগে স্বেচ্ছাসেকলীগের এই নেতা এতিমখানার কর্তৃপক্ষের হাতে এসব খাবার তুলে দেন। পরে এক সাথে তাদের সাথে বসে ইফতার করেন।
    স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলো বলেন,আজকের এই পবিত্র দিনে মাদ্রাসার এতিম শিশুদের নিয়ে একসাথে বসে ইফতার করতে পেয়ে খুব আনন্দ লাগছে। আমাদের নেত্রী শেখ হাসিনা বলেছেন সকলকে সাথে নিয়ে চলার জন্য। তারই নির্দেশে আজ আমি আমার পক্ষ থেকেই এই এতিম শিশুদের ইফতার করিয়েছি।
    তিনি আরো বলেন,সিয়াম সাধনার মাধ্যমে রমজানে আমরা সকলে ক্ষুধার্ত ও অসহায় মানুষের কষ্ট বুঝতে চেষ্টা করি। প্রত্যেকের উচিত রমজানে সিয়াম সাধনার পাশাপাশি দুস্থ ও এতিম শিশু,অসহায়,দরিদ্র ও ক্ষুধার্তদেরকে সহায়তার মাধ্যমে তাদের দুঃখ-কষ্ট লাঘবের চেষ্টা করার।
  • সরকারের উন্নয়ন তুলে ধরতে আ.লীগ নেতার উঠান বৈঠক।

    সরকারের উন্নয়ন তুলে ধরতে আ.লীগ নেতার উঠান বৈঠক।

    রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:

    প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন জনগনের মাঝে তুলে ধরতে ঠাকুরগাঁওয়ে উঠান বৈঠক করেছেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন।

    বুধবার বিকেলে বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নে একটি উঠান বৈঠকের আয়োজন করা হয়। এসময় আলোচনার সভার মধ্য দিয়ে তিনি জনগনের সামনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের উন্নয়ন সম্পর্কে তুলে ধরেন।

    আওয়ামী লীগ নেতা সুজন বলেন,
    শেখ হাসিনার সরকার জনবান্ধব সরকার। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সবাই নিরাপদ,শান্তি ও স্বস্তিতে থাকে, দেশও এগিয়ে যায়। এই সরকারের আমলে ঘরে ঘরে বিদ্যুৎ দেয়া হয়েছে,গৃহহীনদের জন্য ঘর নির্মান করে দেয়া হয়েছে। জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর আজ সারা বাংলাদেশে মডেল মসজিদ করে দিয়েছেন। আজকে মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হয়েছে, দেশের উন্নয়ন হয়েছে এই সরকার ক্ষমতায় আসার পরেই। তাই দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে প্র্রধানমন্ত্রী করতে সবার প্রতি আহ্বান জানান তিনি।

    বক্তব্য শেষে  ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য আলহাজ দবিরুল ইসলামের পক্ষ থেকে চাড়োল ইউনিয়নের দুুটি মসজিদে নগদ ১ লক্ষ টাকা অনুদান তুুলে দেন আওয়ামী লীগ নেতা সুজন।

    এসময় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দীলিপ কুমার চ্যাটার্জী সহ ইউনিয়ন আওয়ামী লীগের  নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।