Tag: নিখোঁজ

  • লক্ষ্মীপুরে দধি ব্যবসায়ী পারভেজ নিখোঁজ-৩ দিন পর ধানের ক্ষেত থেকে মরদেহ উদ্ধার।

    লক্ষ্মীপুরে দধি ব্যবসায়ী পারভেজ নিখোঁজ-৩ দিন পর ধানের ক্ষেত থেকে মরদেহ উদ্ধার।

    সোহেল হোসেন,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ

    লক্ষ্মীপুরে নিখোঁজের তিনদিন পর ধানের ক্ষেত থেকে মো. পারভেজ নামে এক দধি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) রাত ৯ টার দিকে সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের চররুহিতা গ্রামের ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। পারভেজ ৩১ জানুয়ারি রাত থেকে নিখোঁজ ছিল।

    নিহত পারভেজ একই উপজেলার শাকচর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মৃত আব্দুল্লাহ খোকনের ছেলে ও পেশায় দধি ব্যবসায়ী।

    পুলিশ ও পরিবার সূত্র জানায়, ৩১ জানুয়ারি রাতে শাকচর জব্বার মাষ্টার হাটের ব্যবসা প্রতিষ্ঠান থেকে পারভেজ তার মোটরসাইকেলযোগে বাড়ির উদ্দেশ্যে বের হয়। রাতে বাড়ের সামনে মোটরসাইকেলটি পাওয়া গেলেও তাকে খুঁজে পাওয়া যায়নি। এ ঘটনায় পরদিন তার ভাই মো. ফয়েজ সদর মডেল থানায় একটি নিখোঁজ ডায়েরী করেন। সোমবার সন্ধ্যায় বাড়ি থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে একটি ধানক্ষেতে মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল পৌঁছে মরদেহ উদ্ধার করে। পারভেজের স্বজনরা মরদেহ শনাক্ত করেছে।

    লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • আয়না ঘরে যারা বন্দিছিলো তারা অনেকেই নিখোঁজ রয়েছে।

    আয়না ঘরে যারা বন্দিছিলো তারা অনেকেই নিখোঁজ রয়েছে।

    কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধিঃ

    বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী বলেছেন, নানা অন্যায় অত্যাচার, মামলা, জেলজুলুম, রিমান্ডের মাধ্যমে দেশ চালিয়েছিল স্বৈরাচারী শেখ হাসিনা সরকার। ক্ষমতায় থাকার জন্য তিনি যাদের আয়না ঘরে বন্দি করে রেখেছিল, তাদের অনেকেই এখনো নিখোঁজ রয়েছে । যাদের অনেককে আমরা এখনো খুঁজে পাইনি।
    তিনি মঙ্গলবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনা ও বৈষম্য বিরোধী আন্দোলনে আহত ও নিহতদের স্বরণে দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
    তিনি আরো বলেন, শেখ হাসিনা মানুষের বাক স্বাধীনতা, ভোটের অধিকার নষ্ট করেছিল। আমরা লড়াই করে শেখ হাসিনাকে বিদায় করেছি। কিন্তু এখনো আমাদের লড়াই শেষ হয়নি। এখনো ষড়যন্ত্র চলছে। তাই আমাদের এ যুদ্ধ চলছে চলবে। যতদিন পর্যন্ত না এদেশে জনগণের ভোটে নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে, ততদিন আমাদের যুদ্ধ চলবে।
    এ নেতা বলেন, শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছে। কিন্তু আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া পালিয়ে যাননি। দেশের জন্য গণতন্ত্রের জন্য ও দেশবাসীর জন্য তিনি দেশ ত্যাগ করেননি। তিনি ৭ বছর কারা বরণ করেছেন। রাজনৈতিক প্রতিহিংসার কারণে সেদিন উনাকে এক কাপড়ে বের করে দিয়েছিল।
    তিনি বলেন, তারেক রহমানের বিরুদ্ধে নানাভাবে মিথ্যা অপবাদ দিয়েছিল। তিনি নাকি দুর্নীতিবাজ। কিন্তু এটা তারা প্রমাণ করতে পারেনি। তার নামে ঢাকা শহরে কোনো বাড়ি নেই। তিনি সততা ও নিষ্ঠার সাথে জীবন-যাপন করেছেন। আপনারা এমন কোনো কাজ করবেন না, যাতে তারেক রহমানকে ও বিএনপিকে বিব্রত হতে হয়। তবে সবাই ঐক্যবদ্ধ থেকে এগিয়ে গেলে আগামীর বাংলাদেশ হবে  বৈষম্যহীন বাংলাদেশ।
    কালিয়াকৈর উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক শিপলু বকশির সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- কেন্দ্রীয় বিএনপির সদস্য রফিকুল ইসলাম, কালিয়াকৈর উপজেলা বিএনপির সভাপতি মুহাম্মদ হেলাল উদ্দিন, সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ইয়াছিন আলী, যুগ্ম সাধারণ সোহেল উদ্দিন, গাজীপুর জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক হাসিবুর রহমান মুন্না, সদস্য সচিব আশরাফ চৌধুরী শাওনসহ আরো অনেকে। এসময় উপস্থিত ছিলেন, সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটি, গাজীপুর জেলা, কালিয়াকৈর উপজেলা,  পৌর সেচ্ছাসেবক দল, উপজেলা বিএনপি ও অংগসংগঠনের নেতাকর্মীসহ, বিভিন্ন দেশের প্রবাসী সেচ্ছাসেবক দলের নেতাকর্মীবৃন্দ।

  • রামপালে চারদিন ধরে নিখোঁজ শিশুর মরদেহ নদী থেকে উদ্ধার।

    রামপালে চারদিন ধরে নিখোঁজ শিশুর মরদেহ নদী থেকে উদ্ধার।

    রামপাল(বাগেরহাট)প্রতিনিধি: বাগেরহাটের রামপালে গত চারদিন ধরে নিখোঁজ হওয়া শিশু মোঃ আবু তাহলা (৪) শিশুর মরদেহ নদী থেকে উদ্ধার করা হয়েছে।

    সোমবার (৬ জানুয়ারি) দুপুর ১২ টার দিকে দাউদখালী নদীর সগুনা দক্ষিণ পাড়া এলাকায় মোঃ আজিজ শেখের জাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। শিশু আবু তালহা উপজেলার পার গোবিন্দপুর এলাকার মোঃ তারেক শেখ ও সাদিয়া বেগম দম্পতির সন্তান।

    শিশুটি গত চারদিন আগে তার বাড়ি থেকে ফয়লা বাজারে আসতে গিয়ে পথিমধ্যে হারিয়ে যায়। পরবর্তীতে তার পরিবার অনেক খোঁজাখুঁজি করে কোথাও তার সন্ধান পায়না। সামাজিক যোগাযোগ মাধ্যমেও শিশুটি হারিয়ে গিয়েছে বলে একাধিক পোস্ট করা হয়। পরবর্তীতে শিশুর বাবা রামপাল থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

    স্থানীয়রা জানায়, সোমবার ১২টার দিকে বাড়ির পার্শ্ববর্তী খালে মাছ ধরার জাল দেখা যায় একটি বাচ্চার মরদেহ। পরবর্তীতে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে নিখোঁজ হওয়া তালহার পরিবারকে জানায়, তারা এসে উদ্ধার হওয়া মরদেহটি তালহার বলে শনাক্ত করে।

    এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা জানান, বাইনতলা ইউনিয়নের দাউদখালী নদী থেকে নিখোঁজ হওয়া শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

  • লক্ষ্মীপুরে মানসিক প্রতিবন্ধী ফরহাদ নিখোঁজ।

    লক্ষ্মীপুরে মানসিক প্রতিবন্ধী ফরহাদ নিখোঁজ।

    লক্ষ্মীপুর প্রতিনিধিঃ

    লক্ষ্মীপুর সদর উপজেলার ৪নং চররুহিতা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মধুর দোকান নতুন বেড়ী ফরহাদ পিতা- বাবুল হোসেন, মাতা – জেসমিন আক্তারের ছেলে ফরহাদ হারিয়ে গেছে। তার বয়স (১২) বছর। ১০/১০/২৪ইং তারিখ বৃহস্পতিবার সকাল অনুমানিক ১০:০০ ঘটিকায় সময় ফরহাদ হারিয়ে গেছে। ফরহাদ তৃতীয় শ্রেণীর ছাত্র স্কুল যাওয়ার পথে ও জনতা বাজার নামক স্থান হইতে নিখোঁজ হয়

    মঙ্গলবার ১৯/১১/২৪ইং তারিখ বিকাল হইতে সদর থানায় নিখোঁজ সাধারণ ডায়েরি করা হয়েছে ফেইজবুকে হারান বিজ্ঞপ্তি ও মাইকিং এবং হারানো বিজ্ঞপ্তির লিপলেট বিতরণ করিয়াও কোনো সন্ধান পাই নাই। ফরহাদের এর মা সাংবাদিকদের কে বলেন,ফরহাদ তৃতীয় শ্রেণীর ছাত্র

    গায়ের জামা ছিল নিল সে মানসিক প্রতিবন্ধী সমাজে মানুষ তার দ্বারা কখনো ক্ষতিগ্রস্ত হয়নি। যুবদল নেতা আবুল বাশার ও রুবেল জানিয়েছেন, লক্ষ্মীপুর জেলাতে আমরা অনেক খোঁজা খুঁজি করেছেন, এবং প্রতি নিয়ত যোগাযোগ রাখছেন সদর থানাতে

    অনেক খোঁজা খুঁজি করে ও ফরহাদ কে এখনও পাওয়া যায়নি। এলাকায় অনেক জায়গায় মাইকিং করা হয়েছে। যদি কোন সহৃদয় বান ব্যাক্তি তার সন্ধান পেয়ে বা দেখে থাকেন তাহলে এই নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা যাচ্ছে।
    মোবাইল নং 01893040389.01849377306

    লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মুন্নাফ বলেন, ফরহাদ নামে এক
    মানসিক প্রতিবন্ধী ছেলে হারিয়ে গিয়েছে এই বিষয়ে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে

  • ভারতের মারচুলায় যাত্রীবাহি বাস গভীর খাদে পরে নিহত-৩৫,নিখোঁজ-৫।

    ভারতের মারচুলায় যাত্রীবাহি বাস গভীর খাদে পরে নিহত-৩৫,নিখোঁজ-৫।

    আন্তর্জাতিক ডেস্কঃ

    ভারতের উত্তরাখণ্ডে যাত্রীবাহী বাস গভীর খাদে পড়ে ৩৬ জন নিহত হয়েছেন। মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছে এবং রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ রয়েছে ৫ জন।

    সোমবার (৪ নভেম্বর) আলমোড়া জেলার মারচুলা এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে।ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ তথ্য নির্শ্চিত করেছে।
    দুর্ঘটনায় পড়া বাসটি ৫০ জন যাত্রী নিয়ে পাউরি গাড়োয়াল জেলার নৈনি ধান্দা থেকে নৈতিতাল জেলার রামনগরে উদ্যেশ্যে যাচ্ছিল।আলমোড়া মারচুলা এলাকায় পৌছালে বাসটি রাস্তা থেকে ছিটকে প্রায় ২’শ মিটার গভীর খাদে পড়ে যায়।

    বাসটিতে কমপক্ষে ৫০ জন যাত্রী ছিলেন। খাদে গড়িয়ে পড়ার পর বাসটি নদীর ধারে এসে পড়ে। বাসটি পুরোপুরি দুমড়ে মুচড়ে গেছে। শেষ পর্যন্ত ৩৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হচ্ছে। এখনও চলছে উদ্ধারকাজ। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

    আলমোড়ার দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা বিনীত পাল জানিয়েছে, কমপক্ষে ৩৬ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। আরও কয়েকজন আহতকে চিকিৎসার জন্য কাছাকাছি হাসপাতালে নেওয়া হয়েছে। স্থানীয় গ্রামবাসীরা এখনো ধ্বংসস্তূপে আটকে পড়া যাত্রীদের খুঁজে বের করতে উদ্ধার কর্মীদের সহায়তা করছে।

    উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি বলেছেন, সরকারি কর্মকর্তাদের উদ্ধার ও ত্রাণের কাজে আরও গতি আনতে বলা হয়েছে। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টে একে অত্যন্ত দুর্ভাগ্যজনক দুর্ঘটনা হিসেবে উল্লেখ করেছেন।

    তিনি বলেছেন, আলমোরা জেলার মারচুলার কাছে এই দুর্ঘটনায় প্রাণহানি হয়েছে। জেলা প্রশাসনকের পক্ষ থেকে ঘটনা স্থলে দ্রুত ত্রাণ সামগ্রী সহ নিখোঁজ ব্যক্তিরা উদ্ধার না হওয়া পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

    ধামি জানান, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের পাশের স্বাস্থ্যকেন্দ্রে পাঠাচ্ছেন এবং গুরুতর আহতদের প্রয়োজনে হেলিকপ্টারে নিয়ে আসা হবে।

    এ ঘটনায় স্থানীয় আরটিও কর্মকর্তাদের সাসপেন্ড করা হয়েছে বলে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে বলা হয়েছে। নিহতদের পরিবারকে চার লাখ টাকা ও আহতদের এক লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া কথা জানান তিনি।

    এ ঘটনার রহস্য জানতে ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দেয়া হয়েছে।

  • নিখোঁজের ৩ দিন পর পুকুর থেকে যুবকের ভাসমান লাশ উদ্ধার।

    নিখোঁজের ৩ দিন পর পুকুর থেকে যুবকের ভাসমান লাশ উদ্ধার।

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নিখোঁজের ৩ দিন পর মোঃ আশরাফুল ইসলাম (৩৬) নামের এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার দহপাড়া গ্রামের মাজেম প্রামানিকের পুকুরে ভাসমান লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। নিহত আশরাফুল উপজেলার বামনঘিয়ালা গ্রামের মোহাম্মদ ইদ্রিস সরকারের ছেলে।
    লাশ উদ্ধারের বিষয়ে উল্লাপাড়া মডেল  থানার অফিসার ইনচার্জ মোঃ রাকিবুল হাসান জানান, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। বিগত রবিবার রাতে তার (ঝপঝপিয়া বাজারের) দোকানে আসার কথা বলে বাড়া থেকে বের হয় আশরাফুল। তার পর থেকে তাকে পাওয়া যাচ্ছিলো না বলে তার পরিবারের সদস্যরা জানান। লাশ উদ্ধারের সময় তার পরনে কালো গেঞ্জি, লুঙ্গি ও মাথা গামছা দিয়ে বাঁধা ছিল। উদ্ধারের পর তার শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরিবারের পক্ষ থেকে থানায় জিডি মামলা মুলে লাশ সিরাজগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। ডাক্তারি পরীক্ষার রির্পোট অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
  • দেওয়ানগঞ্জে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার, আটক-১।

    দেওয়ানগঞ্জে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার, আটক-১।

    ফরিদুল ইসলাম,দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধিঃ জামালপুরের দেওয়ানগঞ্জে নিখোঁজের একদিন পর একটি ঝুপড়ি থেকে যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
    উপজেলার পাররামরামপুর ইউনিয়ন থেকে গতকাল রবিবার ২২ অক্টোবর সন্ধ্যার পর নিখোঁজ হয় ভ্যানচালক আশরাফুল।
    সোমবার (২৩ অক্টোবর ২০২৩) দুপুরে ঝালোরচর ব্রহ্মপুত্র নদ-তীরবর্তী একটি ঝোঁপঝার থেকে তার লাশ উদ্ধার করেন দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ।
    স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আশরাফুল (১৫) পাররামরামপুর ইউনিয়নের তারাটিয়া বাজার এলাকার মো: শহিদ মিয়ার ছেলে ও তারাটিয়া আলহাজ্ব লাল মাহমুদ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র। লেখাপড়ার পাশাপাশি তাদের নিজস্ব ভ্যানটি চালিয়ে পড়াশুনা খরচ চালান তিনি।
    এ ঘটনায় আটককৃত নয়ন মিয়া একই গ্রামের মো. মহল মিয়ার ছেলে।
    আটককৃত নয়ন মিয়ার ভাষ্যমতে, গতকাল সন্ধ্যায় আশরাফুল ইসলামের ভ্যান গাড়িসহ দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে বের হয়। তারাটিয়া থেকে দেওয়ানগঞ্জ যাওয়ার মাঝামাঝি বাসেতপুর গ্রামে একটি নির্জন এলাকায় দাঁড়ান। পরে নয়নসহ আরো তিনজন মিলে ইট দিয়ে তার মাথায় আঘাত করে হত্যা করা হয়। পরে বাসেতপুর গ্রামের একটি ঝোপঝাড়ের মধ্যে তার লাশ রেখে গাড়িটি বিক্রির উদ্দেশ্যে দেওয়ানগঞ্জ নিয়ে যায়। দেওয়ানগঞ্জ বাজারে গাড়িটি বিক্রির জন্য লোকজনদের বলেন।পরে স্থানীয় লোকজন তার পায়ে রক্তের চিহ্ন দেখে দেওয়ানগঞ্জ মডেল থানায় খবর দেন। এরপর তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানা যায় এই হত্যাকাণ্ডের আসল রহস্য। নয়নের সহযোগিতায় দেওয়ানগঞ্জ মডেল থানার পুলিশ আশরাফুলের মরদেহটি বাসেতপুর গ্রাম থেকে উদ্ধার করে দেওয়ানগঞ্জ মডেল থানায় আনা হয়। পরে আশরাফুলের পরিবার আশরাফুলের লাশটি সনাক্ত করেন।
    এ বিষয়ে দেওয়ানগঞ্জ বকশীগঞ্জ সার্কেল অফিসার সুমন কান্তি জানান, লাশ সনাক্ত করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে এ ঘটনায় একজনকে আটক করেছে দেওয়ানগঞ্জ থানা পুলিশ।
  • সিরাজদিখানে নিখোঁজের একদিন পর অটোচালকের লাশ উদ্ধার।

    সিরাজদিখানে নিখোঁজের একদিন পর অটোচালকের লাশ উদ্ধার।

    মুন্সীগঞ্জের সিরাজদিখানে নিখোঁজের একদিন পর মোঃ নেকবর হোসেন (২২) নামের এক অটো চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
    আজ সোমবার সকাল সাড়ে ৮টা দিকে উপজেলার বালুচর ইউনিয়নের খাসকান্দি এলাকার এন আর বি নামক একটি ইট বাটার পাশে লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ লাশটি উদ্ধার করে। নিহত নেকবর উপজেলার বাসাইল ইউনিয়নের চরগুলগুলিয়া গ্রামের মৃত মোহাম্মদ সাজা মিয়ার ছেলে।
    বিষয়টি নিশ্চিত করে বালুচর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ ওয়াসিম আহমেদ জানান, রবিবার বিকালে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় নেকবর। স্বজনরা রাতে বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। আজ সকালে গ্রামের একটি ইটভাটার কাছে লাশ পাওয়া যায় ।
    সিরাজদিখান থানার অফিসার্স ইনচার্জ(ওসি) মো.মুজাহিদুল ইসলাম সুমন জানান, আমরা ধারনা করছি হত্যা করে অটো ছিনতাই করেছে র্দুবৃত্তরা । ঘটনাস্থলে আমাদের পুলিশ আছে ,বিষয়টি আমরা দেখছি ,আইনগত ব্যবস্থা নেওয়ার পক্রিয়া চলছে ।

  • তিস্তা নদীতে নৌকাডুবির ঘটনায় একজন নিখোঁজ।

    তিস্তা নদীতে নৌকাডুবির ঘটনায় একজন নিখোঁজ।

    তিস্তা নদী ব্যারেজ এলাকার উজানে তিস্তা নদীতে নৌকা ডুবিতে এক ব্যক্তি নিখোঁজ হয়েছে।নিখোঁজ ব্যক্তির নাম কোরবান আলী (৬৫)। সে লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার গুড্ডিমারী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মৃত ময়েজ উদ্দিনের ছেলে। তিনি নদী ভাঙনের কারণে ডিমলা উপজেলার বাইশপুকুর (শিলট্যাব) এলাকায় বসবাস করেন।

    স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বেলা সাড়ে ১১টার দিকে কোরবান আলী গুড্ডিমারী চর থেকে ছেলে মেয়ে ও নাতী-নাতনীদের নৌকায় করে নিজের বাড়ির উদ্দেশ্য তিস্তা নদী পাড়ি দেন। ডিঙি নৌকাতে অতিরিক্ত লোকজন উঠায় নৌকাটি পানিতে ডুবে যায়। সকলে উদ্ধার হলেও কোরবান আলীকে উদ্ধার করা সম্ভব হয়নি। স্থানীয় লোকজন নদীতে অনেক খোঁজাখুঁজির পরও এখন পর্যন্ত কোরবান আলীর সন্ধান পাওয়া যায়নি। ডিমলা থানার পুলিশ ও দোয়ানী ফাড়ি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিখোঁজ কোরবান আলীকে উদ্ধারের জন্য রংপুরের ডুবুরি দলের সহায়তা চাওয়া হয়েছে।

  • বাঘায় নিখোঁজ ঈশার গলিত লা*শ উদ্ধার।

    বাঘায় নিখোঁজ ঈশার গলিত লা*শ উদ্ধার।

    বাঘা(রাজশাহী)প্রতিনিধিঃ

     রাজশাহীর বাঘায় নিখোঁজের ৮ দিন পর পাঁচ বছর বয়সি শিশু ঈশা খাতুনের গলিত লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারী) বিকাল সাড়ে ৫টার দিকে আড়ানী স্টেশন এলাকার ইক্ষুক্রয় কেন্দ্রের পেছনে গম খেত থেকে এই লাশ উদ্ধার করা হয়েছে। শিশু ঈশা খাতুন উপজেলার আড়ানী পৌরসভা এলাকার আড়ানী রেলস্টেশন সংলগ্ন নুরনগর গ্রামের ইউসুফ আলীর মেয়ে।

    জানা যায়, বৃহস্পতিবার বিকালে আড়ানী ইক্ষুক্রয় কেন্দ্রের পেছনে পেঁয়াজের খেত দেখতে যান শামিম হোসেন। এ সময় তার খেতের পাশে গম খেতের মধ্যে একটি লাশ পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি স্থানীয়দের জানালে পরিবারের লোকজনসহ সেখানে গিয়ে ঈশার লাশ চিহৃত করেন তারা।
    ২ ফেব্রুয়ারী রাত ৮টার দিকে আড়ানী রেলস্টেশন সংলগ্ন বাড়ির পাশে রাস্তার ধারে মা চম্পা বেগমের পিঠা বিক্রি করেন। শিশু ঈশা মায়ের পিঠার দোকানে যায় । পরে সে আর ফিরে আসেনি। বিভিন্ন স্থানে খোঁজ করে না পেয়ে তার বাবা ইউসুফ আলী বাদি হয়ে ৩ ফেব্রুয়ারী সাধারণ ডায়েরী (জিডি)করেন। খোঁজ না পাওয়ায় ৫ ফেব্রুয়ারী থানায় অজ্ঞাত আসামী করে অপহরণ মামলা করেন।

    ঈশার চাচা রুবেল বলেন, আট দিন থেকে ভাতিজাকে খুঁজে পাচ্ছিনাম না। আড়ানী ইক্ষু ক্রয়কেন্দ্রের পাশে গম খেতে লাশ পড়ে আছে, এমন খবর জানতে পারি। পরে সেখানে গিয়ে দেখি তার মুখ মন্ডল কালো। তার গায়ের রং ও পোশাক দেখে তাকে চিহিৃত করা হয়েছে।

    এ বিষয়ে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাজ্জাদ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে থেকে অর্ধ গলিত লাশ উদ্ধার করা হয়েছে। লাশ উদ্ধার পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হচ্ছে। তার মুখ দেখে চিনা যাচ্ছিল না। তবে তার পোশাক দেখে লাশ চিহৃত করা হয়েছে।