Tag: তাড়াশ

  • তাড়াশে ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল।

    তাড়াশে ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল।

    সিরাজগঞ্জের তাড়াশে মাধাইনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব ও যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হান্নান সরকার।

    ১২ জানুয়ারি বুধবার নির্বাচন অফিসে নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার উজ্জল কুমারের নিকট এ মনোনয়নপত্র দাখিল করা হয়।

    জানা যায়,মাধাইনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব আওয়ামীলীগ কেন্দ্রীয় অফিস থেকে দলের সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান মন্ত্রী শেখ হাসিনার স্বাক্ষরিত দলীয় মনোনয়ন নিয়েই তিনি নৌকা প্রতীক চেয়ে এ মনোনয়নপত্র উপজেলার দলীয় নেতা কর্মীদের সাথে করে জমা দিয়েছেন।

    এদিকে জানা গেছে,ইউনিয়নের আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হান্নান সরকারের আগে এই ইউনিয়নের উপ নির্বাচন উপলক্ষে আওয়ামীলীগ কেন্দ্রীয় অফিস থেকে দলের সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান মন্ত্রী শেখ হাসিনার স্বাক্ষরিত দলীয় মনোনয়নপত্র পেয়েছিলেন। কারনবশত নির্বাচন হয়নি। তখন থেকে ইউনিয়ন বাসীর সাথে কাজ করে জনগনকে হৃদয়ে স্থান করে নিয়েছেন।

    বর্তমানে তিনি দলীয় মনোনয়নপত্র না পেয়ে জনগনের ভালবাসার টানে ভোটারবৃন্দদের সাথে নিয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোড়া প্রতীক চেয়ে রিটার্নিং অফিসারের নিকট মনোনয়ন পত্র জমা দেন।

    এ ব্যাপারে উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার উজ্জল কুমার মোবাইল ফোনে বলেন, আজকে মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন। বিকাল ৫ টা পর্যন্ত সময় আছে। এখন প্রায় ৪ টা বাজে। এ পর্যন্ত  মাধাইনগর ইউনিয়ন থেকে ৫ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

  • তাড়াশে ভাতা প্রদানের বই বিতরণের উদ্বোধন।

    তাড়াশে ভাতা প্রদানের বই বিতরণের উদ্বোধন।

    সিরাজগঞ্জের তাড়াশে বয়স্ক,বিধবা ও স্বামী পরিত্যক্ত ব্যক্তিদের মাঝে ভাতা প্রদানের বই বিতরণ উদ্বোধন করা হয়েছে।

    ১১ জানুয়ারী মঙ্গলবার সকালে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে নির্বাহী  অফিসার মেজবাউল করিমের সভাপতিত্বে বয়স্ক,বিধবা ও স্বামী পরিত্যক্ত ব্যক্তিদের মাঝে ভাতা প্রদানের বই বিতরণ উদ্বোধন করা হয়।

    উপজেলায় মোট বয়স্ক ব্যক্তিদের  ভাতা প্রদানের জন্য বই বিতরন করা হবে  ৮হাজার ৪শ ২৮টি এবং বিধবা ও স্বামী পরিত্যক্ত ব্যক্তিদের মাঝে ভাতা প্রদানের জন্য বই বিতরণ করা হবে ৫হাজার ৭শ ৬৬টি । বয়স্ক,বিধবা ও স্বামী পরিত্যক্ত ব্যক্তিদের মাঝে ভাতা প্রদানের বই বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি।

    এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক মর্জিনা ইসলাম,তাড়াশ সদর ইউপি চেয়ারম্যান বাবুল শেখ, তালম ইউপি চেয়ারম্যান আব্বাস-উজ-জামান,উপজেলা সমাজসেবা অফিসার এ,কে,এম মনিরুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নূর মামুন,ইউপি সদস্যগনসহ অনেকে।

     

  • তাড়াশে এসএসসি ও সমমান জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা।

    তাড়াশে এসএসসি ও সমমান জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা।

    সিরাজগঞ্জের তাড়াশে ২০২১ সালের এসএসসি/ সমমান পরীক্ষায়  পাশ ও এ প্লাস/ গোল্ডেন প্লাস প্রাপ্ত কৃতি ছাত্রীদের এবং শিক্ষা বিস্তারে বিশেষ  অবদান রাখায় মাধ্যমিক পর্যায়ের স্কুল,কারিগরী শিক্ষা  প্রতিষ্ঠান ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সংবর্ধনা অনুষ্ঠান  করা হয়েছে।

    ৮ জানুয়ারী শনিবার সকালে মহিলা  ডিগ্রী কলেজ এর উদ্যোগে ওই কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি বিশিষ্ট ব্যাংকার খলিলুর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠান করা হয়।

    এতে বক্তব্য  রাখেন অত্র কলেজের ম্যানেজিং কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুর রহমান,মাগুড়া বিনোদ  ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম  বাচ্চু, অধ্যক্ষ জাফর ইকবাল,উপাধ্যক্ষ শাহাদত হোসেন, প্রভাষক আব্দুল হাকিম,আমিনুর রহমান টুটুল,শফিউল হক বাবলু,ছাত্রী রেখা রানী,সাদিয়াতুল রিফা প্রমুখ।

    বক্তারা বলেন, উপজেলার মধ্যে এই মহিলা ডিগ্রী  কলেজ প্রতি বছরই সর্বাধিক রেজাল্ট ভাল করে। শিক্ষা পরিবেশ সহ বিভিন্ন পর্যায়ে এই কলেজ সুনাম অর্জন করেছেন।

    তাই নিজের বাড়ি থেকে লেখাপাড় করার মত উপযুক্ত কলেজ হিসেবে আপনাদের মেয়েদের এখানে ভর্তি করে দিবেন। পরে ২০২১ সালের এসএসসি/ সমমান পরীক্ষায়  পাশ ও এ প্লাস/ গোল্ডেন প্লাস প্রাপ্ত কৃতি ছাত্রীদের এবং শিক্ষা বিস্তারে বিশেষ  অবদান রাখায় মাধ্যমিক পর্যায়ের স্কুল, কারিগরী শিক্ষা  প্রতিষ্ঠান ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সম্মাননা ক্রেস্ট প্রদান করেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ।

  • তাড়াশে হাতিতে চড়ে ইউপি সদস্যের বিজয় মিছিল।

    তাড়াশে হাতিতে চড়ে ইউপি সদস্যের বিজয় মিছিল।

    সিরাজগঞ্জের তাড়াশে নব নির্বাচিত এক ইউপি সদস্য  (মেম্বর) বিজয় মিছিল করলেন হাতিতে চড়ে । এমনটাই ঘটনার দৃশ্যপট ঘটেছে, উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়ন পরিষদের ৬ নং হামকুরিয়া ওর্য়াডে।

    ৫ জানুয়ারী অনুষ্ঠিত হয়ে যাওয়া ৫ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বর পদে বিপুল ভোটে নির্বাচিত হয় ইব্রাহীম হোসেন মৃধা এ আনন্দে উল্লাসিত হয়ে এ বিজয় মিছিল করেন।  গ্রামবাসীকে সাথে নিয়ে ২ টি হাতি ও একটি ঘোড়ার গাড়ী,অটোভ্যানসহ বিভিন্ন সরাঞ্জামী নিয়ে নারী-পুরুষ এক সাথে ব্যতিক্রমী এ আনন্দ মিছিলে মেতে উঠেছেন ৬নং ওয়ার্ডবাসী ।

    যা এক নজরে দেখতে ভীর জমাচ্ছেন এলাকার উচ্ছুক জনতা। চলছে রং মাখামাখীর নানা ধরনের খেলা। কেউ যেন বাদ না পরে এই রং মাখামাখীর আনন্দ থেকে। জনগনের মুখে ম্লোগানের সুরে মুখরিত হয়েছে ওই এলাকা।

    এ ব্যাপারে  নব নির্বাচিত ইউপি সদস্য  ইব্রাহিম হোসেন মৃধা  বলেন, আমাকে  আমার  ভোটার বৃন্দরা ভালো  বেসে ভোট প্রদান করে নির্বাচিত করেছেন এ জন্য  আমি তাদের কাছে  চির কৃতজ্ঞ। আমি নির্বাচিত হওয়ায়  ভোটার বৃন্দরা আনন্দিত হয়েছে। তাই তাদের আনন্দকে আরও উল্লাসিত করতে আমি ও আমার কর্মীবৃন্দ মিলে এ আয়োজন করেছি।

  • তাড়াশে ৪টি ইউপি নির্বাচনে আ’লীগ-২,স্বতন্ত্র-২ জন চেয়ারম্যান বিজয়ী।

    তাড়াশে ৪টি ইউপি নির্বাচনে আ’লীগ-২,স্বতন্ত্র-২ জন চেয়ারম্যান বিজয়ী।

    সিরাজগঞ্জের তাড়াশে পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নিবার্চনে ৪টি ইউনিয়নের চেয়ারম্যান পদে ২টিতে আওয়ামীলীগের নৌকা প্রার্থী ও ২টিতে স্বতন্ত্র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে। ৫ জানুয়ারি বুধবার পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একযোগে ৩৭টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

    উপজেলা নির্বাচন অফিসার উজ্জ্বল কুমার রায়  জানান , ১নং তালম ইউনিয়নে আব্দুল খালেক ও ৪নং মাগুড়া বিনোদ ইউনিয়নে মেহেদী হাসান ম্যাগনেট আওয়ামীলীগের নৌকা প্রতীকে এবং ৩নং সগুনা ইউনিয়নে জুলফিকার আলী ভুট্ট (আনারস) ও ৮নং দেশীগ্রাম ইউনিয়নে জ্ঞানেন্দ্রনাথ বসাক (আনারস) প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হন।
    উল্লেখ্য, জ্ঞানেন্দ্রনাথ বসাক দেশীগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের নির্বাচিত সভাপতি ও জুলফিকার আলী ভুট্ট সগুনা ইউনিয়নে আওয়ামী লীগের নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন। কিন্তু আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশা করে তারা বঞ্চিত হোন। পরবর্তীতে এ দুজন দলীয় পদ থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস মার্কা প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দিতা করেন।

    এছাড়া চারটি ইউনিয়ন পরিষদের এ নির্বাচনের মোট ১৬ জন চেয়ারম্যান প্রার্থী, ৪৯ জন সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী এবং ১৪২ জন সাধারণ সদস্য নির্বাচনে প্রতিদ্বন্দি করেন।

  • তাড়াশে ইউপি নির্বাচনে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত।

    তাড়াশে ইউপি নির্বাচনে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত।

    সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে পুলিশ ও আনসারদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। ৪ জানুয়ারী  মঙ্গলবার দুপুরে তাড়াশ হ্যালিপ্যাড মাঠে থানার উদ্যোগে  অফিসার ইনচার্জ ফজলে আশিক’র সভাপতিত্বে এ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।

    ৫ম ধাপে আগামী  ৫ জানুয়ারী ২০২২ তারিখে উপজেলার ৪টি ইউপি তালম,সগুনা,মাগুড়া বিনোদ ও দেশীগ্রাম ইউনিয়ন পরিষদের  নির্বাচন উপলক্ষে শান্তি ,নিরপেক্ষ ও অবাধ সুষ্ঠ নির্বাচন উপহার দেওয়ার নিমিত্তে এ ব্রিফিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা এডিশনাল এস পি শরাফত আলী এবং ইয়াসমিন খাতুন, কামারখন্দ সার্কেল এ এস পি শাহিনুল কবির,তাড়াশ থানা (তদন্ত) ওসি নুরে আলম প্রমুখ।

  • তাড়াশে ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন।

    তাড়াশে ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন।

    সিরাজগঞ্জের তাড়াশে ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। ৪ জানুয়ারী  মঙ্গলবার সকালে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে র‍্যালী ,আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।

    ছাত্রলীগের সভাপতি ইকবাল হাসান রুবেল’র সভাপতিত্বে  ও সাধারণ সম্পাদক শামীম আহাম্মদ আকাশ’র পরিচালনায় এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৬৪ সিরাজগঞ্জ ৩ (তাড়াশ ,রায়গঞ্জ ও সলঙ্গা) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ।

    এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও বারুহাস ইউপি চেয়ারম্যান এবং আবারও চেয়ারম্যান পদে নৌকার মনোনয়ন প্রত্যাশী মোক্তার হোসেন মুক্তা,যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মর্জিনা ইসলাম,আওয়ামীলীগ নেতা প্রভাষক জালাল উদ্দিন,ছাত্রলীগের সাবেক সভাপতি আনিছ প্রধান, পৌর ছাত্রলীগের সভাপতি আতিকুল ইসলাম,সাধারণ সম্পাদক আরিফুল ইসলামসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের  ছাত্রলীগের সকল নেতাকর্মী।

  • তাড়াশে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার চেষ্টার অভিযোগ।

    তাড়াশে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার চেষ্টার অভিযোগ।

    সিরাজগঞ্জের তাড়াশে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে । ঘটনাটি ঘটেছে উপজেলার নওগাঁ ইউনিয়নের ভায়াট গ্রামে।

    অভিযোগ সূত্রে জানা যায় গত ১৬ ডিসেম্বর ২০২১ তারিখে ওই গ্রামের মৃত পলানের মেয়ে পলি খাতুন (৩৫) এর সাথে একই গ্রামের মৃত রোস্তম আলীর ছেলে মহারম আলী (৪০)’র সাথে সরকারী কাজী দ্বারা রেজিষ্ট্রেশন ও ইসলামি শরিয়া মতে কালেমা পড়ে বিয়ে হয়। বিয়ে করে স্ত্রীকে তার বাবার বাড়িতে রেখে যায়। এর পর থেকেই স্বামী ওই স্ত্রীকে জালা যন্ত্রনা করছে।

    গত ২৮ ডিসেম্বর ২০২১ তারিখে প্রভাবশালী ওই স্বামী মহারম আলী স্ত্রীর কাছে আসে।রাত আনুমানিক ১০ টার দিকে দুইজনের মধ্যে কথা কাটাকাটি হওয়ার সময় সে স্ত্রীকে মেরে ফেলার চেষ্টা করে।

    এ বিষয়ে স্ত্রী পলি খাতুন আমারজমিনকে বলেন,আমার স্বামী মঙ্গলবার ২৮ ডিসেম্বর ২০২১ তারিখে আমার কাছে আসে। রাতে খাওয়া দাওয়া করে ঘরে শোয়ার সময় অনেক কথা হয়। এক পর্যায়ে সে আমাকে বলে তোমাকে বিদেশ যেতে হবে নইলে আমাকে তালাক দিতে হবে। আমি এ বিষয়ে অস্বীকার করলে আমাকে সে অকথ্য ভাষায় গালাগালি করে।

    তাকে গালাগালি করতে নিষেদ করলে সে রাগান্বিত হয়ে আমার গলায় ওড়না পেচিয়ে  প্রাণে মেরে ফেলার চেষ্টা চালায়। এমন সময় আমার চিৎকারে পাশের ঘর থেকে লোকজন এসে আমাকে উদ্ধার করে। এ বিষয়ে তাড়াশ থানায় অভিযোগ দেওয়া হয়েছে।

    এ ব্যাপারে তাড়াশ থানার তদন্ত অফিসার এস আই আব্দুর রাজ্জাক বলেন, অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল তদন্ত করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

     

  • তাড়াশে নৌকা ও আনারস প্রার্থীর পাল্টাপাল্টি ৫টি মামলা।

    তাড়াশে নৌকা ও আনারস প্রার্থীর পাল্টাপাল্টি ৫টি মামলা।

    আগামী ৫ জানুয়ারী পঞ্চম ধাপের ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে কয়েকটি মারামারি ও মোটর সাইকেল ভাংচুরের ঘটনায় পাল্টাপাল্টি মামলা দায়ের করা হয়েছে। এসব হামলার ঘটনায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জ্ঞানেন্দ্রনাথ বসাক ও নৌকার প্রার্থী আব্দুল কুদ্দুস সরকার একে অন্যকে দায়ী করেছেন।

    এ ব্যাপারে নৌকা প্রার্থী আব্দুল কুদ্দুস সরকারের পক্ষে স্বতন্ত্র প্রার্থীর (আনারস) সমর্থকের বিরুদ্ধে ২টি মামলা দায়ের করা হয়েছে। এতে নৌকার প্রার্থী আব্দুল কুদ্দুস সরকার বাদী হয়ে ৩৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ১০/১৫ জনকে আসামী করেছেন । এছাড়া নৌকা প্রার্থীর পক্ষে শরিফুল ইসলাম তাড়াশ থানায় বাদী হয়ে ৩৪ জনের বিরুদ্ধে মামলা করে অজ্ঞাত আরো ১০-১৫জনকে আসামী করেছে।

    অপরদিকে স্বতন্ত্র প্রার্থীর লোকজন ৩টি মামলা দায়ের করেছেন নৌকার সমর্থকদের বিরুদ্ধে। এদের মধ্যে দেশীগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল আজিজ বাদী হয়ে ১৭জনের নাম উল্লেখসহ ১০-১২জনকে অজ্ঞাত আসামী করে মামলা দায়ের করেন।

    মজিবর রহমান বাদী হয়ে ১৫জনের নাম উল্লেখসহ ১০-১২জনকে অজ্ঞাত ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাদী হয়ে ১৬ জনের নাম উল্লেখসহ ১৪-১৫জনের অজ্ঞাত আসামী করে মামলা করেন।

    জানা যায়, দেশীগ্রাম ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আব্দুল কুদ্দুস সরকার দ্বিতীয় বারের জন্য আওয়ামী লীগের মনোনয়ন পান। এ ইউনিয়নে আওয়ামী লীগের আরেক মনোনয়ন প্রত্যাশী ছিলেন দেশীগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জ্ঞানেন্দ্রনাথ বসাক।

    পরে তিনি মনোনয়ন বঞ্চিত হওয়ায় শারীরিক ও পারিবারিক কারণ দেখিয়ে গত ৬ ডিসেম্বর দলীয় পদ থেকে পদত্যাগ করেন। পরবতর্ীতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস মার্কা প্রতীক নিয়ে নির্বাচনে মাঠে নামেন তিনি। এ কারণে দেশীগ্রাম ইউনিয়নে আওয়ামীলীগের নেতাকর্মীরা বিভক্ত হয়ে পড়েন। স্থানীয়ভাবে কেউ নৌকার প্রার্থীর সমর্থনে আবার কেউবা স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচার-প্রচারণায় অবস্থান নেন।

    স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী (আনারস) জ্ঞানেন্দ্রনাথ বসাকের অভিযোগ,নিবার্চনকে কেন্দ্র করে গত ২২ ডিসেম্বর বিকেলে নৌকার প্রার্থী আব্দুল কুদ্দুস সরকারের সমর্থকেরা তার কর্মী দেশীগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল আজিজের (৭০) উপর হামলা চালিয়ে গুরুত্বর জখম করে। ২৮ ডিসেম্বর রাত ৮টার দিকে কুমাল্লু গ্রামে নৌকা প্রার্থীর কর্মী মোশারফ হোসেন, আব্দুল মতিন, আবু মুছা ও জিয়াউর রহমানের নেত্বতে ১৫/১৬ জনের একটি বাহিনী রাতে লোহার রড় ও হাসুয়া নিয়ে কুমাল্লু গ্রামে আমার পোষ্টার ছেড়ার প্রতিবাদ করায় তফিজ উদ্দিন নামের এক সমর্থকের চায়ের দোকান ভাঙচুর করে ও মারধর করে।

    এছাড়াও গত ৩০ ডিসেম্বর বিকেল ৩ টার দেওড়া বাজারে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক দেশীগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলামের উপর নৌকার সমর্থকরা হামলা চালায়। এতে তিনিসহ অনন্তত ৫জন আহত হয়।

    আওয়ামী লীগ মনোনিত (নৌকা) প্রার্থী আব্দুল কুদ্দুস সরকারের অভিযোগ,৩০ ডিসেম্বর বিকালে আমার কর্মী ও সমর্থকেরা নিবার্চনী প্রচারে গিয়ে ভোট প্রার্থনার সময়ে কাটাগাড়ী বাজারে স্বতন্ত্র প্রার্থী জ্ঞানেন্দ্রনাথ বসাকের সমর্থকেরা আমার ওপর লাঠিসোটা নিয়ে হামলা চালায়।

    এ সময় অন্তত ৫জন আওয়ামী লীগ কর্মী আহত হয়। পরে ৭টি মোটর সাইকেল ভাংচুর করে তারা। তিনি আরো বলেন,তারা দল করবে, অথচ দলীয় প্রার্থীর সাথে কাজ করবেন না এটা ঠিক না। আমি নিরীহ মানুষ। সংঘাত কারো কাম্য নয়। শুধু আমার পক্ষেই মামলা হয়নি, তারাও আমার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করছে।

    তাড়াশ থানার অফিসার ইনচার্জ  ফজলে আশিক বলেন,দেশীগ্রামেই সংঘাত বেশি হচ্ছে। উভয়পক্ষের ৫টি মামলা দায়ের হয়েছে। আমরা শান্তিপূর্ণ পরিবেশ রক্ষার চেষ্টা করছি। উভয় পক্ষকে আইন মেনে চলার জন্য বলা হয়েছে। এছাড়া নিয়মিত পুলিশি টহল জোরদার করা হয়েছে।

  • তাড়াশে গণ উন্নয়ন কেন্দ্র’র প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন।

    তাড়াশে গণ উন্নয়ন কেন্দ্র’র প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন।

    সিরাজগঞ্জের তাড়াশে গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে)’র ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।

    ১ জানুয়ারী শনিবার সন্ধ্যার আগে ইনক্লুসিভ এডুকেশন প্রকল্পের উদ্যোগে ওই কার্যালয়ে প্রকল্পের ব্যবস্থাপক আতাউর রহমান সরকারের সভাপতিত্বে গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে)’র ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে কেক কাটার আয়োজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি,জাতীয় ইংরেজি পত্রিকা দি নিউ নেশন ও দৈনিক সকালের সময় পত্রিকার উপজেলা প্রতিনিধি মহসীন আলী,সাধারণ সম্পাদক ও জাতীয় দৈনিক সমাচার পত্রিকার উপজেলা প্রতিনিধি শাহিনুর রহমান,বিশিষ্ট সমাজসেবক ও পৌরসভার কাউন্সিলর পদপ্রার্থী আব্দুর রাজ্জাক খান,উদ্দীপন সংস্থার শাখা ব্যবস্থাপক বিলকিস আকতার,ইনক্লুসিভ এডুকেশন প্রকল্পের এডুকেশন অফিসার অরবিন্দু বর্মণ,ফিন্যান্স ও এ্যাডমিন অফিসার সঞ্জিব কুমার,কমিউনিটি ফ্যাসিলিটেটর তাসলিমা নাসরিন ও সাজিদুল ইসলামসহ অনেকে।