Tag: তাড়াশ

  • তাড়াশে সেচ্ছাসেবী সংস্থা ভিলেজ ভিশন এর বকনা বাছুর দিয়ে সহায়তা।

    তাড়াশে সেচ্ছাসেবী সংস্থা ভিলেজ ভিশন এর বকনা বাছুর দিয়ে সহায়তা।

    তাড়াশে সেচ্ছাসেবী সংস্থা ভিলেজ ভিশন এর বকনা বাছুর দিয়ে সহায়তা


    সিরাজগঞ্জের তাড়াশে বকনা বাছুর দিয়ে সহায়তা করলো স্বেচ্ছাসেবী সংস্থা ভিলেজ ভিশন। ২০ মে শুক্রবার জুম্মার নামাজ পর ভিলেজ ভিশনের আয়োজনে ও সুখ পাখী সিরাজগঞ্জ’র অর্থায়নে উপজেলার বারম্নহাস ইউনিয়নের বিনসাড়া গ্রামে গিয়ে ওই সংস্থার নির্বাহী পরিচালক শরিফ খোন্দকার ও ভলান্টিয়ারদের সাথে নিয়ে বিছানায় শায়িত প্যারালাইসিস রোগী তফের আলীকে এ বকনা বাছুর প্রদান করেন। এক বছর যাবত বিছানায় শায়িত প্যারালাইসিস রোগী মৃত ছলিম উদ্দিনের ছেলে মোঃ তফের আলী ওই গ্রামের কামাড়িয়া পাড়া/( পশ্চিম পাড়া) খাস জায়গায় ছোট একটা টুপরী ঘরে বসবাস করে। তার এক মেয়ে ষষ্ট শ্রেণিতে পড়ে।

    ভিলেজ ভিশনের নির্বাহী পরিচালক শরিফ খোন্দকার বলেন, সুখ পাখি সিরাজগঞ্জ নামক একটি সংগঠন এই পরিবারকে নিয়ে একটা প্রতিবেদন ( ভিডিও) তৈরি করে ফেসবুকে প্রকাশ করলে দেশি প্রবাসী বন্ধুরা সহযোগিতার হাত বাড়ায়। সেই অর্থে এক বছর যাবত বিছানায় শায়িত প্যারালাইসিস রোগী তফের আলীকে আয় বৃদ্ধিমুলক কর্মকান্ডের জন্য একটা বকনা বাছুর প্রদান করা হয়েছে।

  • তাড়াশে হেরোইনসহ শীর্ষ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    তাড়াশে হেরোইনসহ শীর্ষ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    তাড়াশে হেরোইনসহ শীর্ষ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার 


    সিরাজগঞ্জের তাড়াশে র‌্যাব-১২’র অভিযান চালিয়ে ৩’শ ২৫ গ্রাম (আনুমানিক মূল্য-৩২ লাখ) টাকার হেরোইনসহ  শীর্ষ  ২ জন মাদক ব্যবসায়ীকে আটক  ও  মোটর সাইকেল জব্দ করেছে।  ১৯ মে বৃহস্পতিবার সন্ধ্যা ৬.২৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল তাড়াশ উপজেলা সদরে বারুহাসগামী রাস্তার উত্তর-পশ্চিম ওয়াবদার জনৈক মোঃ রমজান আলীর বসত বাড়ীর উত্তর পার্শ্বে পাকা রাস্তার উপর এক মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩শ ২৫ গ্রাম (আনুমানিক মূল্য-৩২ লাখ) টাকার হেরোইনসহ শীর্ষ  ২ জন মাদক ব্যবসায়ীকে আটক  ও  মোটর সাইকেল জব্দ করে । এ সময় তাহাদের সঙ্গে থাকা মাদক ক্রয়-বিক্রয় ও বহনের কাজে ব্যবহৃত ১ টি মোটর সাইকেল ,৩ টি মোবাইল ফোন এবং নগদ ২ হাজার ৫শ টাকা জব্দ করা হয়।

    গ্রেফতারকৃত আসামীরা হলো উল্লাপাড়া উপজেলার সিংহগাঁতী  গ্রামের মৃত গোলবার হোসেনের ছেলে  ১) মোঃ জমিন আলী(৩৬) ও  বালসাবাড়ী, স্কুলপাড়ার মোঃ বাবর আলীর ছেলে  ২) মোঃ আবু ওয়াজকুরুনী(৩৫)।

    র‌্যাপিডএ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

    র‌্যাব-১২’র   মিডিয়া অফিসার মেজর এম. রিফাত-বিন-আসাদ বলেন,  এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণীর ৮(গ)/৪১ ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে  তাড়াশ থানায় হস্তান্তর করা হয়েছে।  এ ধরণের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর।

  • তাড়াশে বাড়ির জায়গা নিয়ে বিরোধ,গাছে বেধে ছোট ভাইকে নির্যাতন থানায় অভিযোগ।

    তাড়াশে বাড়ির জায়গা নিয়ে বিরোধ,গাছে বেধে ছোট ভাইকে নির্যাতন থানায় অভিযোগ।

    তাড়াশে বাড়ির জায়গা নিয়ে বিরোধ,গাছে বেধে ছোট ভাইকে নির্যাতন থানায় অভিযোগ।


    সিরাজগঞ্জের তাড়াশে বাড়ির জায়গা নিয়ে বিরোধের জের ধরে ছোট ভাইকে গাছে বেধে নির্যাতনের অভিযোগ বড়ভাই ও ভাবির বিরুদ্ধে উঠেছে। শুক্রবার সন্ধায় উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের দোবিলা গ্রামে এ ঘটনা ঘটে। এ বিষয়ে ছোট ভাই পোল্ট্রিফিড ব্যবসায়ী মো: ভুট্রু আলী বাদী হয়ে আপন বড়ভাই আবু সাইদ ও ভাবির বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

    নির্যাতনের স্বীকার মো: ভুট্রু আলীর অভিযোগ সুত্রে জানা যায়, দোবিলা গ্রামের মৃত.তজির উদ্দিনের ছেলে অভিযোগ কারি মো: ভুট্রু আলীর আপন বড় ভাই মো. আবু সাঈদের মধ্যে বাড়ির জায়গা নিয়ে দ্বন্দ চলে আসছিল অনেক দিন ধরে। ঘটনার দিন শুক্রবার বিকালে বড় ভাই আবু সাইদ জমির ধান বিবাদমান জায়গা রাখতে গেলে ছোই ভাই নিষেধ করে বাজারে যায়। পরে সন্ধার দিকে বাড়ি ফেরার পথে তাকে আটকিয়ে বড়ভাই আবু সাইদ ও তার স্ত্রী দড়ি দিয়ে গাছের সাথে বেধে মারধর করে এবং কাছে থাকা মুরগী বিক্রীর ১ লক্ষ ৫০হাজার টাকা ছিনিয়ে নেয়। এ সময় প্রতিবেশিরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে।

    প্রত্যক্ষদর্শী দোবিলা গ্রামের সরদার মো: সাইফুল ইসলাম ও শামসুল আলম বলেন, ওই বাড়ির সামনে দিয়ে যাওয়ার পথে আমরা দেখি আবু সাইদ ও তার স্ত্রী মিলে ছোটভাই পোল্ট্রিফিড ব্যবসায়ী মো. ভুট্রু আলীকে দড়ি দিয়ে গাছের সঙ্গে বেধে রেখেছে। পরে আমরা সকলে মিলে তাকে উদ্ধার করি।

    অভিযুক্ত বড়ভাই আবু সাইদ বলেন, আমার বাড়ির জায়গা আমার স্ত্রীর নামে বিগত ২০০৫ সালে রেজিষ্ট্রি করে দিয়েছি। কিন্ত সেই জায়গা আমার ছোটভাই কাগজপত্র খাজনা ও খারিজ করে নিয়ে তার বলে দাবী করছে। তাকে মারধর করা হয়নি।

    মাগুড়া বিনোদ ইউনিয়নের দোবিলা গ্রামের ইউপি সদস্য মোঃ রকিবুজ্জামান আলফিন জানান, তাদের দুইভাইয়ের দ্বন্দ দীর্ঘদিনের। তাদের মধ্যেকার দ্বন্দ নিরসনে চেয়ারম্যানসহ গ্রামবাসীকে নিয়ে সমাধান করা চেষ্টা করবো।

    এ ব্যাপারে তাড়াশ থানার উপ-পরিদর্শক (এসআই) মো: জিন্নাত আলী বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে গিয়ে তদন্তপুর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • তাড়াশে ৩ চোর আটক করে জেল হাজতে প্রেরন।

    তাড়াশে ৩ চোর আটক করে জেল হাজতে প্রেরন।

    তাড়াশে ৩ চোর আটক করে জেল হাজতে প্রেরন


    সিরাজগঞ্জের তাড়াশে চোরাই মালামালসহ ৩জন চোর আটক করা হয়েছে। ১২ মে বৃহস্পতিবার তাড়াশ থানা পুলিশ এক বিশেষ অভিযান চালিয়ে মালামালসহ ওই ৩ চোরকে আটক করে। সিরাজগঞ্জ পুলিশ সুপার হাসিবুল আলম, বিপিএম ও সহকারী পুলিশ সুপার উল্লাপাড়া সার্কেল মাহফুজ হোসেন এর নির্দেশনায় এবং থানা অফিসার ইনচার্জ শহিদুল ইসলামের তত্বাবধানে ও পুলিশ পরিদর্শক (তদন্ত) নূরে আলম’র পরামর্শে এস আই দেবব্রত কুমার বিশ্বাস তার সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বারুহাস ইউনিয়নের বড় পোওতা ও বস্তুল এলাকা থেকে তাদের আটক করে থানায় নিয়ে আসে।

    আটককৃতরা হলেন উপজেলার বারুহাস ইউনিয়নের বড় পোওতা গ্রামের ১। শহিদুল ইসলামের ছেলে মোঃ কাওসার আহমেদ(২২) ২। সামছুল আলমের ছেলে মোঃ ইব্রাহীম (৫২) ও ৩। বস্তুল গ্রামের মৃত আহম্মদ মোল্লার ছেলে মোঃ আনোয়ার মোল্লা।

    এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ফোর্স দিয়ে তাদের আটক করে থানায় নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।

  • তাড়াশে ধান কাটা শ্রমিক সংকটে পাঁকা ধান পানির নিচে নষ্ট হচ্ছে।

    তাড়াশে ধান কাটা শ্রমিক সংকটে পাঁকা ধান পানির নিচে নষ্ট হচ্ছে।

    তাড়াশে ধান কাটা শ্রমিক সংকটে পাঁকা ধান পানির নিচে নষ্ট হচ্ছে


    সিরাজগঞ্জের তাড়াশে অতি বৃষ্টির কারনে বোরো পাকা ধান পানির নীচে ডুবে যাচ্ছে। শ্রমিক সংকট থাকায় মিলছে না কৃষকের ধান কাটার নিশ্চয়তা। যদিও মিলছে প্রতি ঘন্টায় ২শ ৫০ টাকা করে শ্রমিকের মুজুরী দিতে হচ্ছে। জানা গেছে, উপজেলায় ২২ হাজার হেক্টরের বেশী জমিতে বোরো ধানের চাষ হয়েছে। বৃষ্টির কারনে পানিতে ডুবে গেছে উপজেলার প্রায় ১৫ হাজার হেক্টর জমির বোরো ধান বৃষ্টিপাতে ডুবে যাওয়া মাঠের পাকা ধান নিয়ে বিপাকে পরেছেন কৃষকরা। সারা বছরের স্বপ্ন পানিতে ডুবে যাওয়ায় ও যাওয়ার সম্ভবনা থাকায় রাতে ঘুমাতে পারছেন না এ দেশের প্রধান উপার্জন মুখি কৃষকগন।

    বোরো ধান কেটে বাড়ি আনতে কৃষক পাচ্ছেন না শ্রমিক । পারছেন না নিজেরাও ধান কাটতে। বৃষ্টি তো লেগেই আছে । এদিকে জমিতে পানি থাকায় ধান কেটে রাখতে পারছেন না ধানের আটি। এদিকে উপদ্রব বেড়েছে জোঁকের। পানিতে নামার সাথেই জোঁক ঝেকে ধরছে পায়ে। তারপরও সোনালী ফসল ঘরে তুলতে আপ্রান চেষ্টা করছে। চোখের সামনেই নষ্ট হয়ে যাচ্ছে কৃষকের স্বপ্নের সোনালী ফসল।

    উপজেলার ধানকুন্টি গ্রামের কৃষক সাইদুর রহমান জানান, অবাধে খাল বন্ধ ও অপরিকল্পিত পুকুর খননের কারনে পানি প্রবাহ করতে না পারায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে পাকা ধান পানিতে ডুবে গেছে। শ্রমিক সংকট থাকায় পাকা ধান কাটতে পারছিনা। ধানের শীষ পানিতে ডুবে অনেক ক্ষতি হচ্ছে। ১২ শ থেকে ১৫শ টাকা দিয়ে ৫/৬ ঘন্টা কাজ করছে। এতে আমাদের অনেক ক্ষতি হবে।
    পৌরসভার বাসিন্দা মহারম আলী বলেন, পানিতে ধান ডুবে যাওয়ায় শুধু ধানের আগা কেটে আনতে হচ্ছে। ঝড়ে ও পানিতে ধান ডুবে থাকায় অনেক ধান ঝড়ে গেছে। এদিকে খড়ও পাচ্ছিনা। প্রতি বছর বিঘা প্রতি ৩ থেকে ৪ হাজার টাকার খড় বিক্রি করে পেতাম। গবাদি পশুকে খাওয়ানোর খড়ও পাব না। সব দিক থেকেই আমরা বঞ্চিত হচ্ছি।

    এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফুন্নাহার লুনা বলেন, উপজেলায় প্রায় ৮ হাজার হেক্টর জমিতে ধান কাটা হয়েছে। শ্রমিক সংকট থাকায় কৃষক সমস্যায় পরেছেন। প্রাকৃতিক দুর্যোগ আমাদের সকলকেই মেনে নিতে হবে। তবে কৃত্রিম দুর্যোগ সৃষ্টিতে যে জলাবদ্ধতা হয়েছে তা দ্রæত সমাধান করা হবে।

  • তাড়াশে পথ শিশুদের নিয়ে ঈদ আনন্দ ভ্রমণ।

    তাড়াশে পথ শিশুদের নিয়ে ঈদ আনন্দ ভ্রমণ।

    তাড়াশে পথ শিশুদের নিয়ে ঈদ আনন্দ ভ্রমণ


    সিরাজগঞ্জের তাড়াশে পিছিয়েপড়া সুবিধাবঞ্চিত এতিম ও পথ শিশুদের নিয়ে ঈদ আনন্দ ভ্রমণ করা হয়েছে। ৭ মে শনিবার সকালে স্বেচ্ছাসেবী সংগঠন ভিলেজ ভিশনের উদ্যোগে এ ঈদ আনন্দ ভ্রমণের আয়োজন করা হয়।

    দেশের সকল শিশুদের ঈদ আনন্দের সাথে এতিম ও পথশিশুরাও যেন সমান ভাবে ঈদ আনন্দ করতে পারে ও ঈদের আনন্দ সব শিশুদের সাথে মাখামাখি করতে পারে সেই দিক বিবেচনা করেই ভিলেজ ভিশনের পরিচালক শরিফ খোন্দকার সুবিধাবঞ্চিত এতিম ও পথ শিশুদের নিয়ে ঈদ আনন্দ ভ্রমণে যান উপজেলার তালম ইউনিয়নের গুল্টা মিশনে।

    মিশনে যাওয়ার আগে উপজেলার প্রধান প্রধান সড়কে এক বর্ণাঢ্য র‍্যালি করেন। পরে গুল্টা মিশনে সুবিধাবঞ্চিত এতিম ও পথ শিশুদের নিয়ে বিভিন্ন খেলাধুলার আয়োজন করেন ও দুপুরে ওই অনুষ্ঠানে উপস্থিত সকলের জন্য দুপুরের খাবার দেন।

  • তাড়াশের ঈদ বাজারে জনসাধারনের দুর্ভোগ চরমে।

    তাড়াশের ঈদ বাজারে জনসাধারনের দুর্ভোগ চরমে।

    তাড়াশের ঈদ বাজারে জনসাধারনের দুর্ভোগ চরমে।


    সিরাজগঞ্জের তাড়াশে অটো ভ্যানের নিয়ন্ত্রণ না থাকায় জনগন ঈদ বাজার করতে এসে ব্যাপক দুর্ভোগের কবলে পরছেন। ১ মে রবিবার এমনটাই দৃশ্য দেখা গেছে তাড়াশ পৌরসভার সদর তাড়াশ বাজারে। উপজেলার মধ্যে এই বাজার সদরে অবস্থিত বলে সকল গ্রামের জনগন ঈদের কেনাকাটা করতে আসছে। শুধু এই ঈদ উপলক্ষে নয় অন্যান্য দিনেও এই রকম ভোগান্ত্মিতে সাধারণ মানুষ এই বাজারে বাজার করেন।

    ঈদ মঙ্গলবার হওয়ায় ১দিন সময় পেয়ে ক্রেতাদের উপচে পরা ভীড়ে বাজারের গলি গুলোতে পায়ে হেটে চলাচল করাই কষ্টদায়ক। তার পর নাই অটো ভ্যানের নিয়ন্ত্রণ। তাড়াশ বাজারের প্রধান প্রধান গলিতে অটো ভ্যান গ্যারেজ করে রাখায় ও অনিয়ন্ত্রিত বাজারের মধ্যে অটো ভ্যান চলাচল করায় সাধারণ মানুষ বাজার করতে গিয়ে দুর্ভোগ পোহাচ্ছে। বিশেষ করে মেয়েদের চলাচল করাই যেন ঈদের প্রধান বাধা হয়েছে।

    বিগত ২ বছর কোভিট ১৯ করোনার কারনে জনগন ঈদের আনন্দ তেমন ভাবে করতে না পারায় এবারে আনন্দপুর্ণ ভাবে ঈদ করবে বলে সবাই বাজার মুখী হয়েছে বাজার করতে। কিন্তু যান জোটের কারনে চলাচলে ব্যাহত হওয়ায় যে দোকান সামনে পাচ্ছে সেখানেই উপচে পরা ভীড় হওয়ায় কেনা কাটায় দর দাম না করে বেশী দামে মালামাল ক্রয় করতে হচ্ছে। বিশেষ করে প্রশাসনের ভূমিকা না থাকায় বাজারে অনায়াসে ভ্যান গাড়ী,মোটর সাইকেল ঢুকে রাস্ত্মা বস্নক করে রাখায় সাধারণ মানুষ পরছে এর বিপাকে।

    এ ব্যাপারে তাড়াশ থানা অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম বলেন, এই ঈদে লোকজন বেশী কেনাকেটা করে। আর তাড়াশ বাজার শহরে হওয়ায় জনগনের উপচে পরা ভীড় হয়েছে। পৌর শহর সহ বিভিন্ন গুরম্নত্বপুর্ন স্থানে থানা থেকে পুলিশ টহল রাখা হয়েছে যেন জনগন শান্তিপুর্ণভাবে কেনাকাটা করতে পারে।

  • তাড়াশে  সোনালী  অতীত ফুটবল খেলোয়ারদের  দোয়া ও ইফতার মাহফিল।

    তাড়াশে  সোনালী  অতীত ফুটবল খেলোয়ারদের  দোয়া ও ইফতার মাহফিল।

    তাড়াশে  সোনালী  অতীত ফুটবল খেলোয়ারদের  দোয়া ও ইফতার মাহফিল।


    সিরাজগঞ্জের তাড়াশে সোনালী  অতীত ফুটবল খেলোয়ারদের আয়োজনে দোয়া  ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৭ এপ্রিল বুধবার  তাড়াশ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় হলর“মে প্রবীন, মাঝ বয়সী ও নবীন ফুটবল প্রমিদের এ যেন মিলন মেলা অনুষ্ঠিত হয়।

     

    এ অনুষ্ঠানে অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন  তাড়াশের কৃতি সন্তান  গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পাঠ ও বস্ত্র মন্ত্রনালয়ের যুগ্ম-সচিব বিশিষ্ট  সাবেক ফুটবল  খেলোয়াড় রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  ও সাবেক ফুটবল খেলোয়াড়  সঞ্জিত কুমার কর্মকার, জাতীয়তাবাদী দলের সাধারণ সম্পাদক প্রভাষক আমিনুর রহমান টুটুল, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও যুব লীগের  সাধারণ সম্পাদক খেলোয়ার ফরহাদ আলী বিদ্যুৎ,বিশিষ্ট মুক্তিযোদ্ধা গাজী আব্দর রহমান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রবীন খেলোয়াড় আব্দুস সোবহান, আলহাজ্ব আব্দুল মান্নান মন্টু,আব্দুর রউফ, ফজলার রহমান,শফিকুল ইসলাম ।

     

    মাঝ বয়সী খেলোয়াড়দের মধ্যে ছিলেন তপন কুমার গোস্বামী, তাড়াশ মহিলা কলেজর উপধ্যাক্ষ শাহাদত হোসেন,  দোবিলা কলেজের প্রভাষক গোলাম কিবরিয়া উজ্জ্বল, আশুতোষ স্যান্যাল, পৌষার আদিবাসী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যাম সুন্দর, নীলমনি স্যান্যাল, আবুল হোসেন,কৃষ্ণ কর্মকার, আব্দুল লতিফ প্রমুখ।

     

    সিরাজগঞ্জ সরকারী কলেজের ক্রীড়া শিক্ষক আব্দুর রশিদ এর নেতৃত্বে  এ অনুষ্ঠানের সহযোগিতা  করেন শরিফুল ইসলাম শরিফ , সোহানুর রহমান সোহান, সবুজ হোসেন , আতাউর রহমান, সেলিম হোসেনসহ নবীন অনেক খেলোয়াড় বৃন্দ।

  • তাড়াশে এতিম ও পথ শিশুদের ঈদ পোষাক বিতরণ।

    তাড়াশে এতিম ও পথ শিশুদের ঈদ পোষাক বিতরণ।

    তাড়াশে এতিম ও পথ শিশুদের ঈদ পোষাক বিতরণ।


    সিরাজগঞ্জের তাড়াশে সুবিধাবঞ্চিত  এতিম ও পথ শিশুদের মাঝে ঈদ পোষাক বিতরণ করা হয়েছে। দেশের সকল শিশুদের সাথে এতিম ও পথশিশুরাও যেন সমান আনন্দে ঈদ করতে পারে এবং ঈদে দিন যেন তারাও ভাল খাবার খেতে পারে ও ঈদের আনন্দ সব শিশুদের সাথে মাখামাখি করতে পারে সেই দিক বিবেচনা করেই ভিলেজ ভিশনের উদ্যোগে তাড়াশ  সরকারী বালিকা বিদ্যালয়ের হলরুমে সুবিধাবঞ্চিত  এতিম ও পথ শিশুদের মাঝে ঈদ পোষাক বিতরণ করা হয়।

    উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল করিমের সভাপতিত্বে এ  পোষাক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি।

    দেশী/প্রবাসী,ফেসবুক বন্ধু,বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সহযোগীতায় উপজেলার সুবিধাবঞ্চিত  ৫০জন এতিম ও পথ শিশুদের  মাঝে  (ছেলে) ঈদ পোষাক,স্যান্ডেল,টুপি,আতর ও (মেয়ে) ঈদ পোষাক,নেইলপালিশ,মেহেদী,লিপস্টিক,চুলের ফিতাসহ প্রত্যেককে সেমাই,চিনি,দুধ,মসল্লা,সাবান,শ্যাম্পু, পেষ্ট,বেলুন,চকলেট ও ১টি কওে জলপাই/পিয়ারা গাছের চারা বিতরণ করে।  এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মহসীন আলীসহ ভিলেজ ভিশনের ভলান্টিয়ারগন।

    এ অনুষ্ঠানটি পরিচালনা করেন ভিলেজ ভিশনের পরিচালক শরিফ খোন্দকার।

  • তাড়াশে প্রয়াত খন্দকার আবু সাইদের রুহের মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল।

    তাড়াশে প্রয়াত খন্দকার আবু সাইদের রুহের মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল।

    তাড়াশে প্রয়াত খন্দকার আবু সাইদের রুহের মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল।


    সিরাজগঞ্জের তাড়াশে সদ্য প্রয়াত খন্দকার আবু সাইদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৮ মার্চ সোমবার বাদ যোহর জিকেএস সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে সদ্য প্রয়াত খন্দকার আবু সাইদের শুভাকাংখীগনের আয়োজনে ভায়াট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমানের সভাপতিত্বে সদর ইউনিয়র পরিষদের সাবেক চেয়ারম্যান সদ্য প্রয়াত খন্দকার আবু সাইদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

    এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সভাপতি স,ম আফসার আলী,সাধারণ সম্পাদক প্রভাষক আমিনুর রহমান টুটুল, বিএনপি’র সাবেক সভাপতি ও মরহুম খন্দকার আবু সাইদের বড় ভাই খন্দকার সেলিম জাহাঙ্গীর, সিনিয়র সভাপতি ফকির নাজিম উদ্দিন, দুলাল হোসেন, বারুহাস ইউপি’র সাবেক চেয়ারম্যান হাসান ইকবাল শহীদ,পৌর বিএনপি’র আহবায়ক তপন কুমার গোস্বামী,সদস্য সচিব খন্দকার আব্দুল বারিক,বিএনপি নেতা আসাদুজ্জামান আসাদ,তাড়াশ ইসলামিয়া মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম বিএসসি,তাড়াশ সরকারী বালিকা বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নজরুল ইসলাম,মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলামসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

    আয়োজকদের মধ্যে ছিল আব্দুল লতিফ,আবুল কালাম আজাদ,প্রভাষক আব্দুল কাদের, সোহরাব হোসেন, ফরহাদ হোসেন মাষ্টার,মুকুল হোসেনসহ অনেকে। অনুষ্ঠানটির দোয়া পরিচালনা করেন মাওলানা মোঃ আব্দুল মান্নান পীর সাহেব।