Tag: তাড়াশ

  • তাড়াশের নাদোসৈয়দপুরে ছেলে-মায়ের ঘর পুড়িয়ে দিল-ভোরের কণ্ঠ।

    তাড়াশের নাদোসৈয়দপুরে ছেলে-মায়ের ঘর পুড়িয়ে দিল-ভোরের কণ্ঠ।

    সিরাজগঞ্জের তাড়াশে  নিজের ছেলে হয়ে মায়ের ঘর পুড়িয়ে ছাই করে দিয়েছে। ২৪ মে সোমবার সন্ধ্যায় উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের নাদোসৈয়দপুর গ্রামের নদীপাড়া চাদের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।জানা গেছে বিধবা মা রেহানা বেগম মৃত ইব্রাহীমের স্ত্রী একটা  টিনের ঘরে বসবাস করতেন। বড় ছেলে আব্দুল মালেক পাশেই একটা ঘরে ও ছোট ছেলে নিজাম উদ্দিন অন্য এক গ্রামে বাস করেন।

    তার বড় ছেলে আব্দুল মালেক ,মালেকের স্ত্রী নাছিমা খাতুন ও নাতনী একই গ্রামের হাফিজুরের স্ত্রী নাইমা খাতুন  বিধমা মার এক টুকরো ভিটে মাটি নিজ নামে লিখে নেওয়ার জন্য বিভিন্ন পর্যায়ে জ্বালা যন্ত্রনা করে আসছিল।

    এক পর্যায়ে ৩/৪দিন আগে তার মাকে পরিবারের সকলে মিলে নির্যাতন করলে ছোট ছেলে নিজাম উদ্দিন তার মাকে নিজ বাসস্থানে নিয়ে যান। এদিকে সন্ধ্যায় সুযোগ বুঝে আব্দুল মালেক, তার স্ত্রী নাছিমা খাতুন ও মেয়ে একই গ্রামের হাফিজুরের স্ত্রী নাইমা খাতুন বিধবা মা রেহানা বেগমের ঘরে আগুন লাগিয়ে দেয়। মুহর্তেই আগুনের অগ্নি শিখা দম দম করে উঠলে পার্শবর্তী  লোকজন এসে আগুন নিভানোর চেষ্টা করে। ওই সময় আকাশে বৃষ্টি থাকায় ও জনগনের আপ্রান চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করলেও পার্শ্ববতী ঘর গুলোর কিছুটা ক্ষতি হয়। নইলে এলাকা জুড়ে এক বিশাল ক্ষতি হওয়ায় সম্ভবনা ছিলো।

    আগুন পুড়ে বিধবা মা’র ধান,চাল,আসবাবপত্র ও নগদ ১ লাখ ১২হাজার টাকা পুড়ে ছাই হয়ে গেছে। এ ব্যাপারে বিধবা মা রেহানা বেগম তাড়াশ থানায় অভিযোগ করেছেন ।

    বিধবা মা রেহানা বেগম বলেন, ছেলে, ছেলের বউ ও নাতনী’র অত্যাচারে আমার ছোট ছেলের বাড়িতে গেছি। কিছুক্ষণ পর শুনি  আমার একমাত্র থাকার ঘর আগুনে পুড়ে ছাই করে গেছে । আমার কুলখানীর জন্য নগদ ১ লাখ ১২হাজার টাকা রেখে দিছিলাম তাও পুড়ে ছাই হয়ে গেছে। আমি এর বিচার চাই।

    প্রতিবেশী ঘরের বাসিন্দা মৃত মুছা প্রামানিকের স্ত্রী জয়নব খাতুন বলেন, ওরা মা ছেলে মারামারি করবি করুক। মায়ের ঘরে আগুন দিবি দিক কিন্তু আমার ঘরের যে ক্ষতি হলো তার দায়ভার কে নিবে। আমি এদের বিচার চাই।

    এ বিষয়ে আব্দুল মালেকের সাক্ষাত না পাওয়ায় তার স্ত্রী নাছিমা খাতুন বলেন, আমার শ্বাশুরীর ঘর পুড়ে গেছে এটা সত্য কথা তবে আমরা আগুন দেয নাই। আমার ঘর আর আমার শ্বাশুরীর ঘর এক সাথে লাগানো আছে। তার ঘরে আগুন দিলে তো আমার ঘর পুড়ে যাবে। তাই কোন বিবেকবান মানুষ আগুন দিবে না। তবে কি ভাবে আগুন লাগছে আমরা জানি না।

    এ ব্যাপারে মাগুড়া বিনোদ ইউপি চেয়ারম্যান প্রভাষক আতিকুল ইসলাম বলেন, আমি এ বিষয়ে শুনেছি । সেখানে গিয়ে উভয়কে নিয়ে বসে সমাধানের চেষ্টা করবো।

     

  • তাড়াশে মাছ চাষী সমিতির পূর্বের সভাপতিকে বাদ দিয়ে নতুন সভাপতি গঠন-ভোরের কণ্ঠ।

    তাড়াশে মাছ চাষী সমিতির পূর্বের সভাপতিকে বাদ দিয়ে নতুন সভাপতি গঠন-ভোরের কণ্ঠ।

    সিরাজগঞ্জের তাড়াশে  তেপাই পুকুরের মাছ চাষী সমিতির সদস্যগন পূর্বের সভাপতিকে বাদ দিয়ে নতুন করে সভাপতি গঠন করেছেন ।

    জানা যায় ওই পুকুরের সদস্যগন  ৬ মে ২০২১ তারিখে সকল সদস্যদের উপস্থিতিতে মিটিং করে পূর্বের সভাপতি খাইরুল ইসলামকে বাদ দেওয়ার সিদ্ধান্ত গৃহিত হয়। খাইরুল ইসলাম গত ২০১১ সালে পুকুরের সভাপতির দায়িত্ব নিয়ে এ যাবত পালন করে আসছিলেন।

    দীর্ঘ ১০বছর দায়িত্ব পালনকালে সে সমিতির বিভিন্ন দূণর্ীতি,অনিয়ম করেছে। তাই এক তৃতীয়াংশ সদস্যর মতামতে ৮মে ২০২১ সালে আবারো মিটিংয়ে নতুন করে আব্দুল খালেক কে সভাপতি বানিয়ে মাছ চাষী সমিতির কার্যক্রম পরিচালনার জন্য সিদ্ধান্ত গৃহিত হয়। সমিতির এক সদস্য বলেন,সে দীর্ঘদিন হলে সমিতির কোন হিসাব নিকাশ দেয়না ও মিটিং ডাকে না । তার ইচছা মতো সমিতি চালায়।

    এ বিষয়ে পূর্বের সভাপতি খাইরুল ইসলাম বলেন, আমার নামে যে রেজুলেশন করা হয়েছে তা মিথ্যা ও বানোয়াট। আমি ও সাধারণ সম্পাদক আব্দুল কাদের পুকুরে নিজেরাই মাছ চাষ করতে আগ্রহ প্রকাশ করলে আব্দুল খালেক, সোহরাব হোসেন ও আব্দুস সালাম অন্যের মাধ্যমে সাব লিজ দিয়ে টাকা নিবে বলে জানায়। এ নিয়ে তর্ক বিতর্ক হলে তারা যোগ সাজসে নিজেরাই মিটিং করেছে মনে হয়। এই মিটিংয়ে আমাকে ও সাধারণ সম্পাদক আব্দুল কাদেরকে ডাকে নাই।

    এ ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা মশগুল আজাদ বলেন, কাস্তা গ্রামের তেপাই পুকুরের সভাপতি খাইরুল ইসলাম। তবে এ বিষয়ে যদি কোন পরিবর্তন হয়ে থাকে তাহলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

  • তাড়াশ উপজেলা বিএনপি’র অবৈধ কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন।

    তাড়াশ উপজেলা বিএনপি’র অবৈধ কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন।

    সিরাজগঞ্জের তাড়াশে উপজেলা বিএনপি’র  অগণতান্ত্রিক,অনিয়মতান্ত্রিক ও অবৈধ কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে। বৃহস্পতিবার  দুপুরে উপজেলার বারোয়ারী বটতলা বিএনপি’র অস্থায়ী কার্যালয়ে সভাপতি প্রার্থী  অধ্যাপক মোঃ আব্দুল হাকিম লিখিত বক্ত্যবে এ সংবাদ সম্মেলন করেন।

    ২৭ জানুয়ারী  বুধবার সকালে সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের সিরাজগঞ্জ বাসায় তাড়াশ উপজেলা বিএনপি’র আহবায়ক বেনজির আহম্মেদ শফি’র সভাপতিত্বে তাড়াশ উপজেলা বিএনপি’র অগণতান্ত্রিক,অনিয়মতান্ত্রিক ও অবৈধ কমিটি  গঠন করে।

    সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদার জেলা বিএনপি’র নেতৃবৃন্দের সাথে যোগ সাজস করে তাড়াশ উপজেলা বিএনপি’র কমিটি গঠনের জন্য ৮টি ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক,সাংগঠনিক ও সিনিয়র সভাপতিসহ ৫জন করে ৪০জন নেতা কমর্ীকে ডেকে নিয়ে মিটিং শুরু করেন জেলা বিএনপি’র নেতৃবৃন্দ ও উপস্থিত সকল সদস্যগন। অথচ সবার শীর্ষে প্রচারকারী ও জনবান্ধব নেতা উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক সভাপতি প্রার্থী অধ্যাপক আব্দুল হাকিমকে  না জানিয়ে এবং তার সমর্থন নেতা কর্মীকে না জানিয়ে গোপনে ডেকে নিয়ে সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদার জেলা বিএনপি’র নেতৃবৃন্দের সাথে যোগ সাজস করে স,ম  আফসার আলীকে সভাপতি,প্রভাষক আমিনুর রহমান টুটুলকে সাধারণ সম্পাদক ও প্রভাষক সাইদুর রহমানকে সাংগঠনিক করে কমিটি ঘোষনা করা হয়।

    সংবাদ সম্মেলনে অধ্যাপক আব্দুল হাকিম বলেন,কোন পুর্ব বিজ্ঞপ্তি না দিয়ে ,তপশীল ঘোষনা না করে,প্রতিদ্বন্দি প্রাথর্ীদের না জানিয়ে কমিটি ঘোষনা দেওয়ার অধিকার তারা কোথায় পেলেন? দল কি কারো পৈত্রিক সম্পত্তি? ইচ্ছা হলো আর দান করে দিলেন? তাড়াশ  উপজেলার বিএনপি যারা করে তারাই এখানে থাকে । মামলা ,হামলা,আন্দোলন সংগ্রামে বিএনপি’র নেতা কমর্ীরাই করে থাকে। সিরাজগঞ্জ ও ঢাকা থেকে এসে তো মোকাবেলা করেন না। আবার এখানকার ব্যয় আমরাই করে থাকি। অথচ সিরাজগঞ্জে এক জনের বাড়িতে বসে দলের কমিটি করে দিবে এটা ঘৃনা ভাবে প্রত্যাখ্যান করছি।

    তিনি আরো দাবি করেন তাড়াশ উপজেলা বিএনপি’র অবৈধ, অগণতান্ত্রিক ও ফ্লিম স্টাইলে করা অনৈতিক কমিটি বাতিল করতে হবে। সকল ইউনিয়ন বিএনপি’র কমিটি গঠন করার পর পুনরায় তপশীল ঘোষনা করতে হবে। দলের সকল নেতা কমর্ীদের অধিকার নিশ্চিত করে অংশগ্রহনের অবাধ সুযোগ করে দিতে হবে। গঠনতন্ত্র বিরোধী কমিটি প্রদানের  সাথে জাড়িতদের সাথে দৃষ্টান্তমুলক সাংগঠনিক পদক্ষেপ গ্রহন করতে হবে। যাতে আর কেউ এমন কাজ করতে না  পারে। এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন  তাড়াশ উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক জিয়াউর রহমান জিয়া, সদস্য জহুরুল ইসলাম, আনোয়ার হোসেন ,আব্দুল হোসেন, সদর ইউনিয়র যুব দলের সাবেক সভাপতি আব্দুল লতিফ, মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সভাপতি আবুল কালাম আজাদসহ অর্ধ শতাধিক নেতা কর্মী।

  • তাড়াশ উপজেলা বিএনপির কমিটি গঠন আফসার সভাপতি টুটুল সম্পাদক।

    তাড়াশ উপজেলা বিএনপির কমিটি গঠন আফসার সভাপতি টুটুল সম্পাদক।

    সিরাজগঞ্জের তাড়াশে উপজেলা বিএনপি’র কমিটি গঠন করা হয়েছে। বুধবার সকালে জেলা বিএনপি’র কার্যালয়ে তাড়াশ উপজেলা বিএনপি’র আহবায়ক বেনজির আহম্মেদ শফি’র সভাপতিত্বে তাড়াশ উপজেলা বিএনপি’র কমিটি গঠন করা হয়। জেলা বিএনপি’র নেতৃবৃন্দের নেতৃত্বে তাড়াশ উপজেলা বিএনপি’র কমিটি গঠনের জন্য ৮টি ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক,সাংগঠনিক ও সিনিয়র সভাপতিসহ ৫জন করে ৪০জন নেতা কমর্ীকে ডেকে নিয়ে মিটিং শুরু করেন জেলা বিএনপি’র নেতৃবৃন্দ ও উপস্থিত সকল সদস্যগন।

    এই মিটিংয়ে উপস্থিত সবার সর্ব সম্মতিক্রমে স,ম  আফসার আলীকে সভাপতি,প্রভাষক আমিনুর রহমান টুটুলকে সাধারণ সম্পাদক ও প্রভাষক সাইদুর রহমানকে সাংগঠনিক করে কমিটি ঘোষনা করা হয়।

    এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬৪ সিরাজগঞ্জ ৩ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপি সভানেত্রীর রাজনৈতিক উপদেষ্টা আলহাজ্ব মোঃ আব্দুল মান্নান তালুকদার ও প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ-সভাপতি শামসুল হাসান তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম খান, প্রভাষক শামীম হোসেন, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট,যুবদলের সভাপতি মুরাদ্দৃজ্জামান মুরাদসহ বিএনপি’র ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

  • তাড়াশে বানিজ্যিক ভাবে বরই চাষ করে সাবলম্বী কৃষক।

    তাড়াশে বানিজ্যিক ভাবে বরই চাষ করে সাবলম্বী কৃষক।

    সিরাজগঞ্জের তাড়াশ  উপজেলার পল্লীতে কৃষি ফসলের সাথে বানিজ্যিক ভাবে বরই চাষ করে সাবলম্বী হয়েছেন কৃষক  আলহাজ মোঃ ফসিয়ার রহমান। যমুনা নদীর ভাঙ্গনে নিজের বসত ভিটা ৫বার স্থানান্তর করে ও যখন শেষ রক্ষা হল না তখন প্রতিবেশীদের সংগে তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের দেওড়া গ্রামে ১২বিঘা জমি কিনে বসতি স্থাপন করেন। ৬বিঘা জমিতে পুকুর খনন করে মাছ চাষ করেন এবং পুকুরের পারে গড়ে তুলেছেন বিভিন্ন সবজি যেমন  বেগুন, মুলা, মরিচ, গাজর , শীম ও কলা বাগান। অন্য জমিতে করেন ধানের আবাদ।

    তিনি সবজির ফাকে ফাকে ২শ আপেল কুল ও কাশ্মেরী কুলের চারা রোপন করেন এক বছর পর্বে। চলতি বছর ২শ টি বরই গাছেই পযার্প্ত বরই ধরেছে।  তার ওই বাগান বাড়ীতে সার্বিক সহযোগীতা করে থাকেন তার বড় ছেলে মোঃ ওমর ফারুক।

    সরেজমিনে বাগান বাড়ী গিয়ে কথা হয় বাগানের মালিক ফসিয়ার রহমানের সংগে, তিনি জানান, পুকুরের পার জমি থেকে উচু হবার কারনে বন্যায় পানি উঠে না । আমি ওই সময়ে বেগুন,মুলা,ও মরিচের আবাদ করেছিলাম বর্ষা মৌসুমে তরি তরকারীর প্রচুর দাম থাকায় প্রায় ১লাখ টাকার বেগুন ও ২০ হাজার টাকার অন্যান্য সবজি বিক্রি করেছি। তিনি আর ও বলেন, বরই গাছে বরই তোলা শুরু হয়েছে ১ সপ্তাহ পুর্বে। এ ( গত মঙ্গলবার)পর্যন্ত ১লাখ টাকার উপরে বিক্রি করা হয়েছে। তার ধারনা ওই গাছ থেকে আর ও ৪ লাখ টাকার বরই বিক্রি হবে। প্রতি মন বরই বগুড়ার আড়তে ২৪শ থেকে ২৫শ টাকা মন দরে বিক্রি হয়। ওই বাগানে বরই তোলার কাজে নিয়োজিত আদিবাসী নারী সুখী রানী বলেন, আমি এখানে বরই ও তরীতরকারী তোলার কাজ করি । বয়স হয়েছে অন্যকাজ করতে পারিনা। হাজী সাহেব আমাদের প্রতিদিন ২শ টাকা মজুরীদেন। ওই বাগানে ১ জন পাহারাদার ও ২জন নারী শ্রমিক কাজ করেন । পাহারাদার খামারের ১১টি গরু দেখা শোনার কাজ ও করেন।  খামারে সব খরচবাদে বছরে ৫ লাখ টাকা আয় হবে তাতে সন্দেহ নেই।

    আলহাজ ফসিয়ার রহমান দুঃখ প্রকাশ করে বলেন, আমাদের দেশের শিক্ষিত ছেলেরা (যাদের জায়গা জমি আছে) তারা  চাকুরীর পিছনে না ছুটে যদি তাদের মেধা ও শ্রম  কৃষি ক্ষেত্রে প্রয়োগ করে বানিজ্যিক ভিত্তিতে উৎপাদন শুরু করে সে নিজে যেমন সফল হবে তেমনি অন্যদের জন্য কর্মের ও ব্যবস্থা করতে সক্ষম হবে।

  • তাড়াশে ভূমিহীন ও গৃহহীন পরিবারে প্রধান মন্ত্রীর উপহার হস্তান্তর।

    তাড়াশে ভূমিহীন ও গৃহহীন পরিবারে প্রধান মন্ত্রীর উপহার হস্তান্তর।

    সিরাজগঞ্জের তাড়াশে ভূমিহীন ও গৃহহীন পরিবারে প্রধান মন্ত্রীর উপহার হস্তান্তর করলেন উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মেজবাউল করিম। ২৩ জানুয়ারী ২০২১ তারিখে সারা দেশে একযোগে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা  সেমি পাকা বাড়ি ২ঘর বিশিষ্ট টয়লেটসহ ৬৬ হাজার ১শ ৮৯টি বাড়ি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ভিডিও কনফারেন্সের মাধ্যমে হস্তান্তর করেন।

    সেই সাথে তাল মিলিয়ে তাড়াশ উপজেলা পরিষদ মিলনায়তনে জাতির পিতা বঙ্গ বন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীতে মুজিব বর্ষ উপলক্ষে রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলায় মোট ১শ ৫২ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারে ইট দ্বারা নির্মিত সেমি পাকা বাড়ি ও দলিল হস্তান্তর করা হয়।

    উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল করিমের সভাপতিত্বে  ভূমিহীন ও গৃহহীন পরিবারের হাতে বাড়িসহ ২শতক জমি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬৪ সিরাজগঞ্জ ৩ (তাড়াশ-রায়গঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ। এ সময় আরোও উপস্থিত ছিলেন ৬৪ সিরাজগঞ্জ ৩ (তাড়াশ-রায়গঞ্জ) আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব গাজী ম,ম আমজাদ হোসেন মিলন,উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি,উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হক,সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান,প্রভাষক মর্জিনা ইসলাম,থানা অফিসার ইনচার্জ ফজলে আশিক,ইউপি চেয়ারম্যান আব্বাস-উজ-জামান, প্রভাষক মোক্তার হোসেন মুক্তা,টিএম আব্দুল্লাহেল বাকি,অধ্যাপক আতিকুল ইসলাম বুলবুল,আব্দুল কুদ্দুস সরকার, মুক্তিযোদ্ধা আরশেদুল ইসলাম, এসএম আব্দুর রাজ্জাক,আব্দুর রহমান,সাইদুর রহমান সাজু, উপজেলা প্রশাসন বিভিন্ন অধিদফতরের প্রধানগন,জাতীয় চার নেতা পরিষদের তাড়াশ উপজেলা শাখার সাধারণ সম্পাদক সেরাজ সরকার,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আনিছ প্রধান,বর্তমান সভাপতি ইকবাল হাসান রুবেল,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান,সাংবাদিকবৃন্দ ও প্রধান মন্ত্রীর উপহার হস্তান্তরকারী উপকারভোগীরা