Tag: তাড়াশ

  • তাড়াশে গ্রাম আদালত গতিশীলকরন ও করোনা সচেতনতামূলক প্রশিক্ষণ।

    তাড়াশে গ্রাম আদালত গতিশীলকরন ও করোনা সচেতনতামূলক প্রশিক্ষণ।

    সিরাজগঞ্জের তাড়াশে উপজেলা পর্যায়ে গ্রাম আদালত গতিশীলকরণ ও করোনা বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

    ২৩ আগষ্ট  সোমবার সকালে উপজেলা পাবলিক লাইব্রেরী হলরুমে চলনবিল দুঃস্থ মহিলা সংস্থার (সিডিএমএস)’র আয়োজনে উপজেলা পর্যায়ে গ্রাম আদালত গতিশীল করণ ও করোনা বিষয়ে সচেতনতা প্রশিক্ষণ উদ্বোধন করা হয়।

    চলনবিল দুঃস্থ মহিলা সংস্থার  পরিচালক আব্দুল মালেকের সভাপতিত্বে জনপ্রশাসন মন্ত্রণালয় ও জেলা প্রশাসন সিরাজগঞ্জ’র সহযোগীতায় এই প্রশিক্ষণ উদ্বোধনী  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার কে এম মনিরুজ্জামান।

    এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মাসুদ,উপজেলা প্রেসক্লাবের সহ -সভাপতি  মহসীন আলী,তাড়াশ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আব্দুল বারী খন্দকার, সাংবাদিক এম ছানোয়ার হোসেন সাজু সহ অনেকে।

    উপজেলা পর্যায়ে গ্রাম আদালত গতিশীল করণ ও করোনা বিষয়ক প্রশিক্ষণে ৮টি ইউনিয়নের ইউপি সদস্য ও সচিবগন অংশ গ্রহন করেন। গ্রাম পর্যায়ে এই বিষয়ে ১২টি মিটিংয়ে ৫০জন করে অংশ গ্রহনকারী নিয়ে সচেতনতা মিটিং পরিচালনা করেন সাবেক ইউপি সচিব আব্দুল করিম ও ওই সংস্থার প্রশিক্ষক সুফিয়া খাতুন।

  • তাড়াশে হেরোইনসহ শীর্ষ দুই মাদক ব্যবসায়ী আটক।

    তাড়াশে হেরোইনসহ শীর্ষ দুই মাদক ব্যবসায়ী আটক।

    সিরাজগঞ্জের তাড়াশে হেরোইনসহ শীর্ষ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটিলিয়ান র‍্যাব-১২’র সদস্যরা।

    আটককৃতরা হলেন রাজশাহীর দুর্গাপুরের বর্ধনপুর গ্রামের মৃত জব্বার মোল্লার ছেলে আলতাফ হোসেন মোল্লা(৪০) ও একই গ্রামের আব্দুস সোবাহানের ছেলে জয়নাল আবেদিন(৩৬)।

    রোববার ২২ আগস্ট এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব-১২’র মিডিয়া অফিসার ও সহকারি পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

    তিনি সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানান শনিবার (২১ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা ঢাকা-রাজশাহী মহাসড়কের ৯ নং ব্রীজ সংলগ্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে এক কোটি টাকা মূল্যের এক কেজি ৭০ গ্রাম হেরোইনসহ তাদের আটক করা হয়।

    এ সময় মাদক ব্যবসায়ীর কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেল ও দুইটি মোবাইল সেট এবং নগদ দুই হাজার টাকা উদ্ধার করা হয়।

    প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন দীর্ঘদিন হলো প্রসাশনের দৃষ্টি ফাঁকি দিয়ে জেলার বিভিন্ন স্থানে মাদক ব্যবসা করে আসছে।

    উদ্ধার হওয়া আলামতসহ আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজু করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

     

  • ২১শে গ্রেনেড হামলায় শহীদদের স্মরণে তাড়াশে আলোচনা ও দোয়া মাহফিল।

    ২১শে গ্রেনেড হামলায় শহীদদের স্মরণে তাড়াশে আলোচনা ও দোয়া মাহফিল।

    সিরাজগঞ্জের তাড়াশে ২১ আগস্টে গ্রেনেড হামলায় শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২১ আগস্ট শনিবার সকালে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকারের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    বিএনপি-জামাত জোট সরকারের শাসনামলে ২০০৪ সালের ২১ আগস্ট নৃশংস গ্রেনেড হামলা ও ন্যাক্কার জনক ঘটনার প্রতিবাদে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬৪ সিরাজগঞ্জ ৩ (তাড়াশ রায়গঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য অধাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ।

    এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি প্রকাশ চন্দ্র,আব্দুস সামাদ,সাবেক সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক মাসুদ, নজরুল ইসলাম বাচ্চু, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি মনোয়ারা খাতুন মিনি,সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারমান প্রভাষক মর্জিনা ইসলাম, জেলা পরিষদের সদস্য হোসনেআরা  পারভীন লাভলী,মাগুড়া বিনোদ ইউনিয়ন আ’লীগের সভাপতি ও চেয়ারমান প্রভাষক আতিকুল ইসলাম বুলবুল, দেশীগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জ্ঞানেন্দ্রনাথ , নওগাঁ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোফাজ্জল হোসেন, সগুনা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এফ করিব চৌধুরী, উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারমান আনোয়ার হোসেন খান,সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারমান ফরহাদ আলী বিদ্যুৎ.উপজেলা ছাত্রলীগের সভাপতি  ইকবাল হাসান রুবেল, ,সাধারণ সম্পাদক শামীম আহাম্মম আকাশ,পৌর ছাত্রলীগের সভাপতি আতিকুল ইসলাম সাধারণ সম্পাদক আরিফুল ইসলামসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের আওয়ামীলীগ, যুবলীগ,স্ব্ছোসেবকলীগ, ছাত্রলীগসহ সকল অঙ্গ সংগঠনের নেতবৃন্দ। নেতবৃন্দ।

    অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম বাচ্চু।

  • সিরাজগঞ্জের তাড়াশে পাবলিক লাইব্রেরীর মিটিং অুনষ্ঠিত।

    সিরাজগঞ্জের তাড়াশে পাবলিক লাইব্রেরীর মিটিং অুনষ্ঠিত।

    সিরাজগঞ্জের তাড়াশে পাবলিক লাইব্রেরীর মিটিং অনুষ্ঠিত হয়েছে। ২০ আগস্ট বৃহস্পতিবার সকালে উপজেলা পাবলিক লাইব্রেরী হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল করিমের সভাপতিত্বে এ মিটিং অুনষ্ঠিত হয়।

    জানা গেছে,  পাবলিক লাইব্রেরীর কার্যকরী পরিষদের ২০১৯–২০২১  দু’বছর মেয়াদ শেষ হওয়ার কারনে আাগামী ২ বছর মেয়াদের জন্য কার্যকরী কমিটির নিবার্চন  ২০২১-২০২৩ উপলক্ষে প্রস্তুতিমূলক মিটিংয়ে ওই লাইব্রেরীর ৯৫জন সদস্যদের মধ্যে ৮০জনের বেশী সদস্য উপস্থিত থেকে নির্বাচন পরিচালনা করার জন্য ৫জন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

    এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা মুনজিলা পারভীন,পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মাসুদ, সাবেক সাধারণ সম্পাদক হোসনেয়ারা নাসরিন দোলন,সিনিয়র সদস্য এম রহমতুল্লাহ,গাজী সাইদুর রহমান সাজু, আব্দুর রাজ্জাক রাজু, অধ্যাপক মেহেরুল ইসলাম বাদল, রজত ঘোষ,আব্দুল হান্নান নিপুসহ অনেকে।

  • তাড়াশে আধুনিকতার ছোঁয়ায় খেজুর পাতার পাটি বিলুপ্তির পথে।

    তাড়াশে আধুনিকতার ছোঁয়ায় খেজুর পাতার পাটি বিলুপ্তির পথে।

    সিরাজগঞ্জের তাড়াশে আধুনিকতার ছোঁয়ায় খেজুর পাতার পাটির দেখা  এখন স্বপ্নে পরিনত হয়েছে। আধুনিকতার ছোঁয়ায় প্লাষ্টিকের তৈরী পাটি ,বেতের তৈরী শীতল পাটি, বিভিন্ন ধরণের চট ও কার্পেট এবং পলিথিনের তৈরি নানা রকমের উপকরণসহ আধুনিক সরঞ্জাম ব্যবহারের কারণে গ্রামবাংলার নিদর্শণ চলনবিলের ঐতিহ্যবাহী নীপন হাতের তৈরি খেজুর পাতার পাটির চাহিদা কমায় বর্তমানে বিলুপ্তির পথে ।

    কিন্তু প্রাচীন কাল থেকেই এ এলাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের কাছে খেজুর পাতার পাটির ব্যাপক চাহিদা ছিলো।

    স্বাধীনতার পরেও এই উপজেলার সকল পরিবারেই দেখা যেত খেজুর পাতার পাটির ব্যবহার। পরিবারের সদস্যরা নিজস্ব খেজুর গাছের পাতা পেরে রোদে শুিকয়ে নিজেরাই ঘরে শুয়ে থাকার জন্য,মাটিতে পেরে ভাত খাওয়ার জন্য ও নামাজ পড়ার জন্য এবং আবাদী জমির ফসল নিতে এই পাটি তৈরী করতেন। আদিবাসীসহ নিম্ন শ্রেনীর জনগণ বৃষ্টির দিনে  ছাতার পরিবর্তে খেজুর পাটির তৈরি ঘোমটা বৃষ্টি আটকানো ঢাল হিসাবে ব্যবহার করতেন।

    এছাড়াও অনেকেই এই পাটি তৈরীকে পেশা হিসেবে বেছে নিয়ে জীবিকা অর্জন করতেন। এলাকায় প্রচুর খেজুর গাছ ছিল। বিশেষ করে ক্ষুদ্র নৃ গোষ্টি পরিবারের সদস্যরা দিন পরিশ্রমের কাজ করে ফাঁকা সময়ে তারা তৈরী করতো এই পাটি।

    বর্তমানে এই পাটির চাহিদা কমে যাওয়ায় ও এলাকায় খেজুর গাছের পরিমান কমে যাওয়ায় এবং অল্প সময়ে আধুনিক যন্ত্র দ্বারা বেশী উদপাদন করায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহি সেই খেজুর পাতার পাটির দেখা মিলাই স্বপ্ন মনে হচ্ছে।

    বর্তমানে মানুষের পারিবারিক ও দৈনন্দিন কাজে ব্যবহার্য ঐতিহ্যবাহী খেজুর পাটির পরিবর্তে স্থান করে নিয়েছে আধুনিক বেতের তৈরী শীতল পাটি, নলপাটি, পেপসি পাটি, বিভিন্ন ধরনের চট ও কার্পেট, মোটা পলিথিন সহ নানা রকমের উপকরণ। এই উপকরণ গুলো সহজেই বাজারে পাওয়া যায় বলে মানুষ খেজুর পাটির বদলে এসব আধুনিক উপকরণ ব্যবহারে দিন দিন ঝুকে পরছে। ফলে হারিয়ে গেছে খেজুর পাটির কদর। খেজুর পাটির চাহিদা কমে গেলেও উপজেলার আদিবাসী নারীরাসহ গ্রাম বাংলার নারীরা আজও অবসর সময়ে খেজুর পাটি তৈরির কাজে ব্যস্ত থাকেন।

    হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী খেজুর পাতার পাটিকে তারা নিজস্ব  সংস্কৃতিতে আজও আঁকড়ে ধরে রেখেছেন।এমনটাই চোখে পরছে উপজেলার বারুহাস ইউনিয়নের বস্তুল গুচ্ছ গ্রাম এলাকায়।

    বারুহাস ইউনয়িনের বস্তুল গ্রামের খেজুর পাতার পাটি তৈরী করা এক গৃহ বধু শাপলা খাতুন বলেন, আমরা এখনও খেজুর পাতা সংগ্রহ করে সংসারের সকল কাজ কর্ম সেরে  অবসর সময়ে পাটি তৈরী করি। এই পাটি আমাদের নিজেদের প্রয়োজন মিটিয়ে অন্যাদের কাছে  বিক্রি করে যে টাকা পাই তা আমার সংসারের কাজে ব্যয় করি।

    ওই গ্রামের বাসিন্দা আখলিমা খাতুন বলেন, প্লাষ্টিকের পাটি পাওয়া যায় বলে খেজুর পাটির কদর আর নাই। আগে এই পাটি বিক্রি হতো হাট বাজারে। কিন্তু এখন আর বিক্রি হয় না। আবার আগে খেজুর পাতা পাওয়া যেত গাছ কমে যাওয়ায় পাতা ও পাওয়া যায় না। তাই  এই পাটি তৈরী করতেও সমস্যা হচ্ছে। এখন আর কেউ খেজুর গাছ লাগাতে চায় না।

    এ ব্যাপারে বারুহাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোক্তার হোসেন মুক্তা বলেন,আমরা খেজুর গাছ ও তাল গাছ লাগানোর জন্য জনসাধারণকে উদ্বুদ্ধ করছি। একদিকে যেমন বিলুপ্ত হয়ে যাওয়া খেজুর গাছ ও তাল গাছ রক্ষা পাবে।  অপর দিকে  প্রাকৃতিক দুযোর্গ থেকে রক্ষা পাওয়া যাবে আবার পাটি তৈরির সাথে জড়িত আদিবাসী ও অন্যান্যরা খেজুর পাতার পাটি ব্যবহার সহ বিক্রি করে সংসারে যোগান দিতে পারবে।

  • সিরাজগঞ্জের তাড়াশে বিনামুল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ।

    সিরাজগঞ্জের তাড়াশে বিনামুল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ।

    সিরাজগঞ্জের তাড়াশে বিনামুল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে।১৭ আগস্ট মঙ্গলবার সকালে উপজেলা পাবলিক লাইব্রেরী হলরুমে চলনবিল দুঃস্থ মহিলা সংস্থার (সিডিএমএস) ও এসডিএফ’র আয়োজনে ৩’শ গর্ভবতী মা ও শিশুকে বিনামুল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়।

    চলনবিল দুঃস্থ মহিলা সংস্থার পরিচালক আব্দুল মালেকের সভাপতিত্বে স্বাস্থ্য,শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়,স্বাস্থ্য সেবা বিভাগ ,ঢাকা’র অর্থায়নে এ চিকিৎসা ও  ঔষধ বিতরণ কার্যক্রমের  উদ্বাধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জামাল মিয়া শোভন।

    এ সময়  উপস্থিত ছিলেন উপজেলা পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মাসুদ, তাড়াশ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আব্দুল বারী খন্দকার, উপজেলা প্রেসক্লাবের সহ -সভাপতি  মহসীন আলীসহ প্রমূখ। গর্ভবতী মা ও শিশুদের চিকিৎসা সেবা দেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেকমো মোঃ আব্দুল মাজেদ ও কাজলী খাতুন।

  • তাড়াশে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর মৃত্যু বার্ষিকী উদযাপন।

    তাড়াশে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর মৃত্যু বার্ষিকী উদযাপন।

    সিরাজগঞ্জের তাড়াশে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর মৃত্যু বার্ষিকী উদযাপন করা হয়েছে। ১৫ আগষ্ট রবিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় শোক দিবস ও স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৬ তম মৃত্যু বার্ষিকী পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

    কর্মসূচির মধ্যে ছিলো উপজেলা পরিষদ চত্বরে বঙ্গন্ধুর মূর‍্যালে পুষ্পস্তবক অপন,দোয়া মাহফিল, আলোচনা সভা ও বঙ্গবন্ধু বিষয়ে চিত্রাংকন,রচনা ও ভাষণ প্রতিযোগীদের মাঝে পুরুস্কার বিতরণ। উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল করিমের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি উপস্থিত ছিলেন  ৬৪ সিরাজগঞ্জ ৩ (তাড়াশ রায়গঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য অধাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ  আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ডঃ হোসেন মুনসুর, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি,ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান,প্রভাষক মর্জিনা  ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার, উপজেলা সহকারী কমিশনার ভূমি রুমানা আফরোজ,থানা অফিসার ইনচার্জ ফজলে আশিক,ফায়ার সার্ভিস ষ্টেশনের সাব অফিসার রেজাউল করিম,মুক্তিযোদ্ধা গাজী আরশেদুল ইসলাম, গাজী এস এম আব্দুর রাজ্জাক,ইউপি চেয়ারম্যান মোক্তার হোসেন মুক্তা,টি এম আব্দুল্লাহেল বাকিসহ উপজেলা প্রশাসেনর সকল কর্মকতা ও দলীয় নেতৃবৃ্দ।

  • সিরাজগঞ্জের তাড়াশে প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার উদ্বোধন।

    সিরাজগঞ্জের তাড়াশে প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার উদ্বোধন।

    সিরাজগঞ্জের তাড়াশে প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার উদ্বোধন করা হয়েছে। ১৪ আগষ্ট শনিবর দুপুরে উপজেলার বারুহাস ইউনিয়নের পালাশী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার উদ্বোধন করেন ৬৪ সিরাজগঞ্জ ৩ (তাড়াশ রায়গঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য অধাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ।

    ওই স্কুলের সভাপত সাবেক ইউপি সদস্য আব্দুল হান্নানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি,ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান,প্রভাষক মর্জিনা  ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি ও বারুহাস ইউপি চেয়ারম্যান মোক্তার হোসেন মুক্তা, ইউপি আ’লীগের সভাপতি প্রভাষক মঈনুল হক,সাধারণ সম্পাদক মাসুদ রানা, উপজেলা আওয়ামীলীগের  সাবেক প্রযুক্তি ও বিজ্ঞান বিষয়ক সম্পাদক প্রভাষক জালাল উদ্দিন, উপজেলা বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা পরিষদের সাধারণ সম্পাদক সেরাজ সরকার, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আব্দুল লতিফ, পালাশী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিলা রানী সহ অনেকে।

     

  • তাড়াশে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর মৃত্যু দিবস উদযাপনের প্রস্তুতি সভা

    তাড়াশে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর মৃত্যু দিবস উদযাপনের প্রস্তুতি সভা

    সিরাজগঞ্জের তাড়াশে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর মৃত্যু দিবস উদযাপনে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

    ১১ আগস্ট মঙ্গলবার সকাল ১১টার সময় উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় ভাবে এই দিবস পালন করার জন্য প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর মৃত্যু দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে বঙ্গবন্ধু বিষয়ে চিত্রাংকন,রচনা  প্রতিযোগীতা ও বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ প্রতিযোগীদের মাঝে পুরুস্কার বিতরণ,বঙ্গবন্ধুর মুর‍্যালে পুষ্পস্তবক অর্পন ও আলোচনা সভা।

    উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল করিমের সভাপতিত্বে এ প্রস্তুতিমূলক আলোচনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি,ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান,প্রভাষক মর্জিনা  ইসলাম,উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  রুমানা আফরোজ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলে আশিক,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জামাল মিয়া শোভন, প্রাথমিক শিক্ষা অফিসার আখতারুজ্জামান, মৎস্য অফিসার মশগুল আজাদ, সমাজসেবা অফিসার  কে এম মনিরুজ্জামান, ফায়ার সাভিসের সাব অফিসার রেজাউল করিম,পল্লী বিদ্যুৎ ডেপুটি জেনারেল ম্যনেজার আশরাফ উদ্দিন খান, তালম ইউপি চেয়ারম্যান আব্বাস-উজ-জামান,বারুহাস ইউপি চেয়ারম্যান মোক্তার হোসেন মুক্তা, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি মনোয়ারা খাতুন মিনি,উপজেলা প্রসক্লাবের সহ সভাপতি মহসীন আলী,সাধারণ সম্পাদক শাহিনুর রহমানসহ  অনেকে।

  • সিরাজগঞ্জের তাড়াশে গাজাসহ এক মাদক ব্যবসায়ী আটক।

    সিরাজগঞ্জের তাড়াশে গাজাসহ এক মাদক ব্যবসায়ী আটক।

    সিরাজগঞ্জের তাড়াশে গাজাসহ সাগর হোসেন(২০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। ৯ আগষ্ট সোমবার রাতে উপজেলার তালম ইউনিয়নের খোশালপুর গ্রাম থেকে ৩ কেজি ৫শ গ্রাম গাজাসহ ওই মাদক ব্যবসায়ী যুবককে আটক করা হয়।

    গোপন সংবাদের ভিত্তিত্বে থানার উপ-পরিদর্শক জিন্নাতথর নেতৃত্বে ও উপ-পরিদর্শক জিয়াউর রহমান এবং সন্তোষের সহযোগীতায দলীয় ফোর্স নিয়ে ওই গ্রামের বাসিন্দা তাজমুল হোসেনের ছেলে সাগর আলীর নিজ বাড়ি থেকে গাজাসহ তাকে আটক করেন।

    পরে ১০ আগস্ট মঙ্গলবার সকালে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেল হাজতে পাটানো হয়েছে।মামলাতে সাগর আলীর পিতা তাজমুল হোসেনকে আসামী করা হয়েছে। সে পলাতক রয়েছে।

    এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলে আশিক বলেন, জাতীয় সংসদ সদস্য ডাঃ মোঃ আব্দুল আজিজ যে দিন থেকে তাড়াশ থানাকে মাদক মুক্ত ঘোষনা করেছেন সেদিন থেকেই মাদক মুক্ত করতে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। মাদক কে না বলুন ও মাদক মুক্ত রাখতে এ অভিযান অব্যাহত থাকবে।