Tag: তাড়াশ

  • তাড়াশে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনাসভা।

    তাড়াশে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনাসভা।

    তাড়াশ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে  আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস ২০২১ উদযাপন উপলক্ষে আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে।

    ৮ সেপ্টেম্বর বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল করিমের সভাপতিত্বে  ৮ সেপ্টেম্বর ‘সাক্ষরতা অর্জন করি, ডিজিটাল বিশ্ব গড়ি’ এই প্রতিপাদ্য নিয়ে এবার আন্তর্জাতিক সাক্ষরতা  দিবস অনুষ্ঠিত হয়।

    এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান,প্রভাষক মর্জিনা ইসলাম,উপজেলা সমাজসেবা অফিসার কেএম মনিরুজ্জামন,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুর মামুন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আনিছুর রহমান, বিআরডিবি কর্মকর্তা রবিউল ইসলাম, একাডেমিক সুপারভাইজার নূরুন্নবী ,জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী ওহিদুজ্জামান,মাগুড়া বিনোদ ইউপি চেয়ারম্যান প্রভাষক আতিকুল ইসলাম বুলবুল,বীর মুক্তিযোদ্ধা এস এম আব্দুর রাজ্জাক, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সভাপতি খলিলুর রহমান, তাড়াশ প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক মেহেরুল ইসলাম বাদল,উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি মহসীন আলী,সাংবাদিক এম ছানোয়ার হোসেন সাজুসহ অনেকে।

  • তাড়াশে বজ্রপাতের ঘটনায় এক কৃষকের ৪টি গরু মারা গেছে।

    তাড়াশে বজ্রপাতের ঘটনায় এক কৃষকের ৪টি গরু মারা গেছে।

    তাড়াশ(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে বজ্রপাতে ৪টি গরুর মৃত্যু হয়েছে। ৬ সেপ্টেম্বর সোমবার ভোর রাতে উপজেলার তালম ইউনিয়নের চৌড়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে।স্থানীয় লোকজন জানান,সোমবার দিন ভোরে গুড়ি গুড়ি বৃষ্টির সাথে প্রচণ্ড বজ্রপাত শুরু হয়।

    এ সময় চৌড়া গ্রামের কৃষক আব্দুল লতিফের গোয়াল ঘরে  এ বজ্রপাতটি পরে। এতে গোয়াল ঘরে থাকা ৪টি গাভীই  মারা যায় ও ১ টি গাভী প্রচণ্ড আঘাত পায়। বিষয়টি নিশ্চিত করেছেন  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্বাস-উজ-জামান ।

    এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল করিম বলেন এটা দুঃখজনক ঘটনা। তিনি ক্ষতিগ্রস্থ পরিবারকে সহযোগীতা দেওযার আশ্বাস দেন।

  • সিরাজগঞ্জ তাড়াশে পোনা মাছ অবমুক্তকরণ।

    সিরাজগঞ্জ তাড়াশে পোনা মাছ অবমুক্তকরণ।

    তাড়াশ(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে  পোনা মাছ অবমুক্তকরণ করা হয়েছে। ৫ সেপ্টেম্বর রবিবার সকালে উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়ের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল করিমের সভাপতিত্বে এ পোনা মাছ অবমুক্তকরণ করা হয়।

    মৎস্য অধিদফতরের রাজস্ব খাতের আওতায় ২০২১-২২ অর্থ বছরের বরাদ্দ থেকে উপজেলার দিঘী সগুনা গ্রামের প্লাবন ভূমিতে ৩শ কেজি বিভিন্ন ধরনের মাছের পোনা অবমুক্তকরণ সময়ে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা শাহেদ আলী, নিমগাছী সমাজ ভিত্তিক মৎস্য চাষ প্রকল্পের প্রধান হাফিজুর রহমান,উপজেরা মৎস্য অফিসার মশগুল আজাদ, কৃষি সম্প্রসারন অফিসার নাগিব মাহফুজ,মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা খন্দকার আব্দুস সালামসহ অনেকে।

  • তাড়াশে প্রবাসীর তালাকপ্রাপ্ত স্ত্রীর রহস্যজনক মৃত্যু।

    তাড়াশে প্রবাসীর তালাকপ্রাপ্ত স্ত্রীর রহস্যজনক মৃত্যু।

    সিরাজগঞ্জের তাড়াশে এক প্রবাসীর তালাকপ্রাপ্ত স্ত্রীর রহস্যজন ভাবে মৃত্যু হয়েছে।

    নিহত রোজিনা খাতুন তাড়াশ পৌরসভার জাহাঙ্গীরগাঁতী মহল্লার প্রবাসফেরত নাজিম উদ্দিনের তালাকপ্রাপ্ত স্ত্রী ও তাড়াশ দক্ষিণপাড়া গ্রামের মৃত মোসলেম উদ্দিনের মেয়ে।শুক্রবার গভীর রাতে নিহত রোজিনা খাতুনের প্রবাসফেরত স্বামীর বাড়িতে ঝুলন্ত লাশ পাওয়া যায়।

    স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে তাড়াশ থানা পুলিশ শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে নাজিম উদ্দিনের বাড়ি থেকে রোজিনার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

    পুলিশ সূত্রে জানা যায় বৃহস্পতিবার নাজিম উদ্দিনের তালাকপ্রাপ্ত স্ত্রী রোজিনা তার বাড়িতে এসে ওই বাড়িতে অবস্থান নেয়।শুক্রবার গভীর রাতে নাজিম উদ্দিনের বসতবাড়ির বারান্দায় ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। ঝুলন্ত লাশ দেখে প্রতিবেশিরা তাড়াশ থানায় খবর দেন। শনিবার সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে।

    এ তথ্য নিশ্চিত করে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলে আশিক জানান স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।তদন্ত রিপোর্ট আসার পর মৃত্যুর রহস্য জানা যাবে।

  • তাড়াশে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার।

    তাড়াশে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার।

    তাড়াশ(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। হত্যা করেছে না আত্মহত্যা হয়েছে এ নিয়ে চলছে জনগনের মাঝে গুঞ্জন।

    ৪ সেপ্টেম্বর  শনিবার ভোরে উপজেলার তাড়াশ পৌর সভার  জাহাঙ্গীরগাঁতী গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে ওই গ্রামে নাজেম সরকারের বাড়িতে তার স্ত্রী রোজিনা খাতুন(৩০) বারান্দার ডাবের সাথে গলায় কাপরের  ফালি নিয়ে ফাঁসিতে ঝুলছে।

    রোজিনা তাড়াশ সদরের  দক্ষিন পাড়ার মৃত মোসলেম উদ্দিনের মেয়ে। প্রায় ১৫ বছর আগে জাহাঙ্গীরগাঁতী মৃত গোলাম সরকারের ছেলে নাজেম সরকারের সাথে বিয়ে হয়। তাদের একটা  ১৩ বছর বয়সের প্রতিবন্ধী কন্যা সন্তান আছে।

    ওই গ্রামের বাসিন্দা পৌর কাউন্সিলর মোস্তাফিজুর রহমান জানান, বেশ কিছু দিন আগে  গ্রাম্য সালিশে নাজেম সরকার ও রোজিনা খাতুনের তালাকের ব্যবস্থা করা হয়।

    গ্রাম্য সালিশে তালাক প্রাপ্ত স্ত্রীকে ভোরন পোষনের টাকা এবং প্রতিবন্ধী মেয়েকে তার বাবা নাজেম সরকার ১ বিঘা জমি ও ১লক্ষ টাকা দিবেন মর্মে প্রতিশ্রুতি দেন। ওই দিনই স্ত্রীর ওই টাকা পরিশোধ করেন। বাকি থাকে মেয়ের প্রতিশ্রুতি। এদিকে রোজিনা খাতুন তাড়াশে তার ভাই শহিদুল ইসলামের বাসায় আশ্রয় নিয়েছিল।

    এ দিকে নাজেম সরকারের ভাই নওয়াব সরকার সেই মেয়ের  টাকা ও জমি দেওয়ার নাম করে রোজিনা খাতুনকে ডেকে নিয়ে যায়। পরে প্রতিবন্ধী মেয়ের টাকা ও জমি না পেয়ে লাশ হয়ে ফেরেন তাড়াশ থানা পুলিশের হেফাজতে। এ ঘটনার পর নাজেম সরকার সহ ওই পরিবারের সকল সদস্য পলাতক রয়েছে।

    মৃত রোজিনার ভাই শহিদুল ইসলাম বলেন, আমার বোনকে ডেকে নিয়ে মেরে ফেলেছে। এর সঠিক বিচার চাই।

    এ ব্যাপারে তাড়াশ থানা অফিসার ইনচার্জ ফজলে আশিক বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে লাশ থানায় আনা হয়েছে। ইডি মামলা করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ মর্গে পাঠানো হচ্ছে।

  • তাড়াশে বাড়ির উঠানে পানিতে ডুবে শিশুর মৃত্যু।

    তাড়াশে বাড়ির উঠানে পানিতে ডুবে শিশুর মৃত্যু।

    শাহিনুর রহমান শাহিন,তাড়াশ প্রতিনিধিঃ

    সিরাজগঞ্জের তাড়াশে বাড়ীর উঠানে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। ৩ সেপ্টেম্বর  শুক্রবার দুপুরে উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের ঘরগ্রাম পুর্ব পাড়ায় এ ঘটনা ঘটে।

    জানা গেছে ওই গ্রামের আব্দুস সাত্তারের ছেলে সোহাগ আলী (২) বাড়ীর উঠানে খেলতে খেলতে সবার অজান্তে পানিতে পরে যায়। অনেক ক্ষন বাচ্চাকে না দেখে মা চিৎকার শুরু করে। মায়ের চিৎকারে প্রতিবেশীরা এসে তাকে খুজাখুজি করে বাড়ির উঠানে বন্যার পানি থেকে তাকে উদ্ধার করে। পরে শিশুটিকে তাড়াশ সদর হাসপাতালে আনলে কর্তব্য রত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

  • সিরাজগঞ্জের তাড়াশে ৮জন মৎস্য চাষীকে উপকরণ বিতরণ।

    সিরাজগঞ্জের তাড়াশে ৮জন মৎস্য চাষীকে উপকরণ বিতরণ।

    শাহিনুর রহমান শাহিন,তাড়াশ প্রতিনিধি: সিরাজগঞ্জের  তাড়াশে চলমান মৎস্য  সপ্তাহর ৬ষ্ট দিন মৎস্য চাষীদের মাঝে উপকরণ বিতরন করা হয়েছে।
    ২সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলা  মৎস্য  কার্যালয়ের আয়োজনে  মৎস্য  সপ্তাহ উপলক্ষে ৬ষ্ট দিনে উপজেলা মৎস্য অধিদফতরের সামনে  ৮জন মৎস্য চাষীর মাঝে  উপকরণ  বিতরণ করেন  উপজেলা  পরিষদের চেয়ারম্যান  অধ্যক্ষ মনিরুজ্জামান মনি।

    এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল করিম, উপজেলা  পরিষদের  ভাইস চেযারম্যান আনোয়ার হোসেন  খান, মৎস্য  অফিসার  মশগুল আজাদ, কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুল্লাহ আল মামুন,আব্দুল মমিন,বিআরডিবি চেয়ারম্যান  আরিফুল ইসলাম,মৎস্য সম্প্রসারণ অফিসার আব্দুস সালাম,সাংবাদিক মহসীন আলী, এম ছানোযার হোসেন সাজু ,আব্দুল বারিক খন্দকার সহ অনেকে।

  • তাড়াশে বিএনপি’র ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন।

    তাড়াশে বিএনপি’র ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন।

    শাহিনুর রহমান শাহিন,তাড়াশ প্রতিনিধি:সিরাজগঞ্জের তাড়াশে  বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন  করা হয়েছে।

    ১ সেপ্টেম্বর বুধবার সকালে উপজেলা বিএনপি’র কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দলের বিভিন্ন কর্মসূচি পালনের উদ্বোধন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল শহরের বিভিন্ন মোড়ে মোড়ে র‍্যালী প্রদর্শন, আলোচনা সভা ও দোয়া মাহফিল।

    এ সময়  উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সভাপতি স,ম আফসার আলী,সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম টুটুল, সাংগঠনিক সম্পাদক প্রভাষক সাইদুর রহমান,সাবেক সহ- সভাপতি অধ্যাপক আব্দুর রহিম, উপজেলা যুবদলের আহবায়ক ফকির শাহআলম হোসেন,সদস্য সচিব মাসুম, স্বেচ্ছাসেবক দলের সম্ভব্য আহবায়ক শাহাদত হোসেন, উপজেলা ছাত্র দলের আহবায়ক জাহিদ হোসেনসহ উপজেলা ও  ইউনিয়ন পর্যায়ের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

  • সিরাজগঞ্জে চাঞ্চল্যকর মতিন হত্যা মামলার ৪ আসামী গ্রেফতার।

    সিরাজগঞ্জে চাঞ্চল্যকর মতিন হত্যা মামলার ৪ আসামী গ্রেফতার।

    সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার চাঞ্চল্যকর মতিন হত্যার ৪ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

    রোববার ২৯ আগস্ট সকাল ১১টার সময় সংবাদ সম্মেলন করে বিষয়টি নিশ্চিত করেন পিবিআই পুলিশ সুপার রেজাউল করিম।

    আটককৃতরা হলেন উপজেলার গুল্টা গ্রামের মৃত বাবুলাল তির্কীর ছেলে নিরঞ্জন তির্কী (৪৭),খোকা তপ্যর ছেলে রাজকুমার তপ্য(৩০) ও মৃত সুধীর এক্কার ছেলে লালন এক্কা (২৪), তালম গ্রামের আমিরুল ইসলামের ছেলে স্থানীয় ইলেকট্রনিক্স ব্যবসায়ী আরিফুল ইসলাম আরিফ (৩১)।

    ২০২১ সালের ১৬ জুন বুধবার সকালে গুল্টাবাজার দ্বিমূখী উচ্চ বিদ্যালয় মাঠে একদল কিশোর ফুটবল খেলছিলেন। খেলার ছলে হঠাৎ ফুটবলটি বিদ্যালয়ের নলকূপ ও পায়খানার প্রাচীরের ভিতর চলে যায়।ফুটবল খেলোয়ার বল খুজতে প্রাচিরের ভিতরে ঢুকতেই লাশ দেখেই চিৎকার করে উঠে।পরে স্থানীয়রা এসে থানা পুলিশকে সংবাদ দেয়।তাড়াশ থানা পুলিশের সদস্যরা নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।নিহত মতিনের ভাই মোতালেব হোসেন বাদী হয়ে অজ্ঞাত নামা কয়েকজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। ২৫ আগস্ট মঙ্গলবার পুলিশ অভিযান পরিচালনা করে ৪ জনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেন।আদালত ১৬৪ ধারায় গ্রেফতারকৃত দুই আসামীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

    আটককৃতদের স্বীকারোক্তির বরাত দিয়ে আলোচিত মতিন হত্যার বর্ননা করতে গিয়ে সংবাদ সম্মেলনে পিবিআইয়ের পুলিশ সুপার বলেন নিহত মতিনের দোকানের পাশেই ইলেকট্রনিক্সের ব্যবসা করতেন আরিফুল ইসলাম। মতিনের ব্যবসার উন্নতি দেখে ঈশ্বানিত হয়ে তার বিরুদ্ধে অপপ্রচার শুরু করে আরিফ।

    এ সময় তিনি আরো জানান,৩/৪ মাস আগে একটি ইসলামি জলসার এক বক্তার বক্তব্যকে কেন্দ্র করে আরিফ সাথে মতিনের কথা কাটাকাটি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে ১৬ জুন ২০২১ রাত এক টার সময় দোকান বন্ধ করে মোটরসাইকেল যোগে বাড়ি যাওয়ার সময় মতিনের গতিরোধ করে নিরঞ্জন, নিরঞ্জনের স্ত্রী পদ্মা, নিরঞ্জনের ছেলে মিঠুন ও আরিফ। কথা কাটাকাটির এক পর্যায়ে নিরঞ্জন ও আরিফের সঙ্গে মতিনের ধস্তাধস্তি হয়। এসময় নিরঞ্জনের সহায়তায় আরিফ মতিনের ঘাড় মটকে দেয়। কিছুক্ষণের মধ্যে মৃত্যুর কোলে ঢলে পরে মতিন।

    ঘটনা ধামাচাপা দিতে প্রথমে নিহত মতিনের লাশ ১৫ মিনিটের মতো নিরঞ্জনের বাড়িতে রাখা হয়। তার মোটরসাইকেলটি ঘটনাস্থল থেকে ২ /৩ কিলোমিটার দূরে ডোবার মধ্যে রেখে আসা হয়। এরপর গুল্টা হাইস্কুল মাঠের পাশে টয়লেটের ছাদে উঠে মতিনের লাশ নিচে ফেলে দেওয়া হয়।

  • তাড়াশে আইন শৃঙ্খলা কমিটির মিটিং অনুষ্ঠিত।

    তাড়াশে আইন শৃঙ্খলা কমিটির মিটিং অনুষ্ঠিত।

    সিরাজগঞ্জের তাড়াশে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মিটিং অনুষ্ঠিত হয়েছে। ২৬ আগষ্ট বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আইন শৃঙ্খলা মিটিং করা হয়।

    উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল করিমের সভাপতিত্বে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মিটিংয়ে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান,ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান,প্রভাষক মর্জিনা ইসলাম,থানা অফিসার ইনচার্জ ফজলে আশিক,উপজেলা কৃষি অফিসার লুৎফুন্নাহার লুনা,শিক্ষা অফিসার আখতারুজ্জামান,মৎস্য অফিসার মশগুল আজাদ,সমাজসেবা অফিসার কেএম মনিরুজ্জামান,পল্লী বিদ্যুৎ জেনারেল ম্যানেজার আশরাফ উদ্দিন খান,তালম ইউপি চেয়ারম্যান আব্বাস-উজ-জামান,তাড়াশ সদর ইউপি চেয়ারম্যান বাবুল শেখসহ উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সকল সদস্যবৃন্দ।