Tag: তাড়াশ

  • তাড়াশে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় স্কুল ছাত্রীর পরিবারকে বেড়া দিয়ে অবরুদ্ধ।

    তাড়াশে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় স্কুল ছাত্রীর পরিবারকে বেড়া দিয়ে অবরুদ্ধ।

    শাহিনুর রহমান,তাড়াশ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেনীর ছাত্রী ইভটিজিংয়ের প্রতিবাদ করায় প্রকাশ্যে পেটানোর পরও ক্ষান্ত না হয়ে বাঁশের বেড়া দিয়ে পরিবারকে অবরোধ করার অভিযোগ উঠেছে বখাটেদের বিরুদ্ধে। পরে পুলিশ অভিযোগ পেয়ে বাশের বেড়া অপসারণ করেছেন। ১০ অক্টোবর রোববার বিকালে এ ঘটনা ঘটে উপজেলার নওগঁা ইউনিয়নের কালুপাড়া গ্রামে।

    অভিযোগ সুত্রে ও মেয়ের বাবা জানান, গত মঙ্গলবার স্কুলে যাওয়ার পথে আমার মেয়েকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় অটোভ্যান থেকে নামিয়ে প্রকাশ্যে মারধর করে উপজেলার নওগাঁ ইউনিয়নের কালুপাড়া গ্রামের আশরাফ আলীর বখাটে ছেলে রুবেল হোসেন (১৮), দেলবার হোসেনের ছেলে নয়ন আলী (১৯) ও পলানের ছেলে নাজমুল হক (২০)। পরে তাদের বিরুদ্ধে তাড়াশ থানায় একটি অভিযোগ করা হয়। এ ঘটনায় তারা ক্ষীপ্ত হয়ে শনিবার বাঁশের বেড়া দিয়ে ওই ছাত্রী ও তার পরিবারের লোকজনকে বাড়ি থেকে বের হতে বাধা দেয় অভিযুক্তরা।

    তাড়াশ থানার এসআই আবদুর রাজ্জাক বলেন, রবিবার বিকালের দিকে বাঁশের বেড়া কেটে ওই ছাত্রী ও তার পরিবারের লোকজনের চলাচলের রাস্তা বাধামুক্ত করে দেওয়া হয়েছে।

    তাড়াশ থানার অফিসার ইনচার্জ ফজলে আশিক বলেন, ঘটনার পর থেকেই আসামিরা পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে।

  • তাড়াশে জুম্মার নামাজ পড়ার অপরাধে মসজিদে তালা দেয়ার অভিযোগ।

    তাড়াশে জুম্মার নামাজ পড়ার অপরাধে মসজিদে তালা দেয়ার অভিযোগ।

    শাহিনুর রহমান,তাড়াশ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে নওগাঁ ইউনিয়নের মালিপাড়া গ্রামে লোকজনদের কবরস্থানে দাফন-কাফনে বাধা, নামাজ পড়ার অপরাধে মসজিদে  তালা ও খেলার মাঠে খেলতে বাধা দেয়ায অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে স্থানীয় সাংসদ, উপজেলা চেয়ারম্যান, ইউএনও সহ বিভিন্ন দফতরে শতাধিক গ্রামবাসি স্বাক্ষরিত লিখিত অভিযোগ দায়ের করেছেন।

    গ্রামবাসির স্বাক্ষরিত অভিযোগ সুত্রে জানা গেছে, উপজেলার নওগঁা ইউনিয়নের মালিপাড়া গ্রামের ইদগাহ মাঠে নামাজ পড়তে বাধা, পশ্চিমপাড়া ভূমি অফিস সংলগ্ন মালিপাড়া পাঞ্জেগানা ই – নূর-  মসজিদে খুতবা দেওয়ার অপরাধে মসজিদ তালাবদ্ধ করা, কবরস্থানে মৃত ব্যক্তিদের দাফনে  বাধা ও পশ্চিম পাড়ার ছেলেদের খেলার মাঠে খেলতে বাধা দিচ্ছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও মালিপাড়া নিবাসী মোফাজ্জাল হোসেন সরকার,পূর্বপাড়া মসজিদের সভাপতি এমদাদুল হক আংগুর,মৃত মোকতার হোসেন বিশার ছেলে হেলাল সরকার,মৃত নজেম প্রামানিকের ছেলে মজেম প্রামানকি, মৃত জয়নাল সরকারের ছেলে নজরুল ইসলাস,মৃত আব্দুল আজিজুর রহমানের ছেলে জুব্বার হোসেনসহ অনেকে।

    অভিযোগে মোতাহার হোসেন, লোকমান হোসেন, তাজ উদ্দিন, জাহাঙ্গীর প্রাং, আবুল কালাম, মোশারফ হোসেন, মুক্তিযোদ্ধা গাজী বেল্লাল হোসেনসহ শতাধিক ব্যক্তি বলেন, মালিপাড়া গ্রামটি পুর্ব-পশ্চিম লম্বা। গ্রামে একটি মসজিদ পুর্বপাড়ায় হওয়ায় প্রায় ১কিলোমিটার হেটে বৃদ্ধসহ সকল মুসুল্লিদের নামাজ পড়তে যেতে হয়। অনেক বৃদ্ধ মানুষ শুক্রবার জুম্মার নামাজ পরতে যেতে পারেন না। তাই গত ১০ বছর পুর্বে মালিপাড়া পশ্চিম পাড়া গ্রামের লোকজন একটি মসজিদ নিমার্ন করেন। পরে সেখানে শুক্রবারের নামাজের খুতবা আদায়ের জন্য গ্রাম প্রধানের অনুমতি চান। কিন্তু সেখানে খুতবা আদায় করার জন্য কোন অনুমতি দেন না অভিযুক্ত ব্যক্তিগন। গত কয়েক মাস আগে এই মসজিদে খুৎবা পড়ানো হলে বর্তমান ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতির যোগসাজসে হেলাল উদ্দিন, নজের প্রাং ও এমদাদুল হক আঙ্গুর মাষ্টার,জুব্বারসহ অনেকে এসে মসজিদটিতে তালা মেরে যান। পরে তাদের অনেক অনুরোধ করেও গত কোরবানীর ঈদে মসজিদের তালা খুলে দেয়ার জন্য বলা হলে মালিপাড়া গ্রামের বাসিন্দা ও পূর্বপাড়া জামে মসজিদের সভাপতি এমদাদুল হক আঙ্গুর মাষ্টার  আমাদের অনুরোধ নাখোচ করে দেন। এক পর্যায়ে আমরা গ্রামের ২শতাধিক লোক নিয়ে আলাদা সমাজ করি।

    বর্তমানে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোফাজ্জাল হোসেন ইদগাহ মাঠে নামাজ পরতে বাধা, পশ্চিমপাড়া পাঞ্জেগানা নূর- ই -মসজিদে খুতবা প্রদানে বাধা, কবরস্থানে মৃত ব্যক্তিদের দাফনে বাধা ও খেলার মাঠে ছেলেদের খেলতে দিচ্ছেনা। এছাড়া তারা ক্ষমতার দাফটে আমাদের লোকজনদের মারধরের জন্য বিভিন্ন সময়ে হুমকি  ধামকি দিচ্ছেন।

    এ বিষয়ে অভিযুক্ত নওগাঁ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোফাজ্জাল হোসেন সরকার বলেন, গ্রামের কোন মসজিদে খুৎবা হবে কোন মসজিদে হবে না এটা সমাজ পতিরা সিদ্ধান্ত নেবে। এটা আপনাদের বিষয় না। প্রধানরা যে সিদ্ধান্ত নিয়েছেন। সেটাই সঠিক। তারা যদি গ্রামের কথা না শুনে আলাদা সমাজ করে তাহলে তো বাধা দেয়া হবেই।
    তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল করিম এর সাথে ফোনে যোগাযোগ করলে তিনি বলেন অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

    এ ব্যাপারে তাড়াশ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি বলেন, মসজিদে নামাজে বাধা, কবরস্থানে দাফনে বাধা ও খেলার মাঠে খেলতে বাধা দেয়ার অভিযোগ পেয়েছি। অভিযুক্তদের বাধা না দিতে বলা হয়েছে। কারন মুসলমান হিসেবে ধর্মীয় কাজে বাধা দেয়া ঠিক হবে না। এরপরেও যদি তারা বাধা দেয় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

  • তাড়াশে আগুনে দোকান পুড়ে ২ লাখ টাকার ক্ষতি।

    তাড়াশে আগুনে দোকান পুড়ে ২ লাখ টাকার ক্ষতি।

    শাহিনুর রহমান,তাড়াশ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে আগুনে দোকান পুড়ে ২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে  স্থানীয় সূত্রে জানা গেছে।এ ঘটনা ঘটে উপজেলার তালম ইউনিয়নের তালম সাহেব বাজারে।  ৯ অক্টোবর  রাত ১২টার দিকে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে  আগুন লেগে এ দুর্ঘটনা ঘটে। আগুন লাগার খবর পেয়ে  ফায়ার  সার্ভিসের সদস্যরা গিয়ে দেখে আগুন সাধারণ জনগন নিয়ন্ত্রনে এনেছে । এতে ওই বাজারের এনামুল হকের কাপড়ের দোকান , নাইস হোসেন  ও আব্দুল  হাকিমের মুদিখানার দোকান পুড়ে গেছে। এতে ২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন তালম ইউপি সদস্য আবু তালেব।

    তাড়াশ ফায়ার সার্ভিসের সাব অফিসার রেজাউল করিম বলেন, আগুন লাগার খবর পেয়ে আমরা সেখানে গিয়েছিলাম। সাধারণ জনগন চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণ করেছে। ৩টি দোকান পুড়েছে । এতে প্রায়  ২ লাখ টাকার ক্ষতি হয়েছে।

  • তাড়াশে ইউনিয়ন নির্বাচনে নৌকার প্রার্থী ৮৯ জন।

    তাড়াশে ইউনিয়ন নির্বাচনে নৌকার প্রার্থী ৮৯ জন।

    শাহিনুর রহমান,তাড়াশ(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনী হাওয়ায় নৌকার হাল ধরতে চায়  ৮৯ জন প্রার্থী। আওয়ামীলীগ দলীয় সুত্রে জানা গেছে,তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদের নির্বাচনের তারিখ যে কোন সময় ঘোষনা হতে পারে তাই নমিনেশনের কাজকে এগিয়ে রাখার জন্যই জেলা নেতৃবৃন্দের আদেশে  ক্রমে  গত ৪ ও ৫ অক্টোবর সোমবার এবং মঙ্গলবার ২দিন ছিল দলীয় মনোনয়ন ফরম জমা দানের শেষ দিন ছিল।

    ওই ২দিনে ইউনিয়ন পরিষদ নির্বাচনী হাওয়ায় ঝড়ের বেগে উপজেলার তালম ইউনিয়ন থেকে  ৪জন, বারুহাস ইউনিয়ন থেকে ৯ জন, সগুনা ইউনিয়ন থেকে ১৫ জন, মাগুড়াবিনোদ ইউনিয়ন থেকে ১০ জন, নওগা ইউনিয়ন থেকে ১৫ জন, তাড়াশ সদর ইউনিয়ন থেকে ১৬ জন ,মাধাইনগর ইউনিয়ন  থেকে ১২ জন ও দেশীগ্রাম ইউনিয়ন থেকে ৮জন দলীয় প্রতিক নৌকা চেয়ে আবেদন করেছেন।

    ৮ অক্টোবর সকালে উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগাঠনিক সম্পাদক মোজাম্মেল হক মাসুদ এ তথ্য দিয়ে নিশ্চিত করছেন।

  • তাড়াশে ১১ দিনের ব্যবধানে প্রায় ৪৫ লাখ টাকার হেরোইন উদ্ধার।

    তাড়াশে ১১ দিনের ব্যবধানে প্রায় ৪৫ লাখ টাকার হেরোইন উদ্ধার।

    শাহিনুর রহমান,তাড়াশ(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে ১১ দিনের ব্যবধানে ২বার র‍্যাবের অভিযানে প্রায় ৪৫ লাখ টাকার হেরোইন উদ্ধার করা হয়েছে। সচেতন জনগনের মধ্যে মাদকের ভয়াবহতায় হতাশা দেখা দিয়েছে। জানা গেছে ২২ সেপ্টেম্বর বুধবার র‍্যাব- ১২ এর এরজুটেন্ট ও অপস অফিসার সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে  র‍্যাবের একটি চৌকষদল তাড়াশে মহিষলুটি বাজারের পাকা রাস্তার উপর থেকে ২শ ৬ গ্রাম হেরোইন সহ একজন শীর্ষ মাদক কারবারীকে গ্রেফতার করে। উদ্ধারকৃত মাদকের দাম প্রায় ২০লাখ টাকা।

    এ সময় তার সংগে থাকা একটি ট্রাক ১টি মোবাইল ও নগদ ২ হাজার টাকা জব্দ করা হয়। অনুরুপ ভাবে ৪ অক্টোবর সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে  র‍্যাব -১২ এর একটি চৌকষদল তাড়াশে মহিষলুটি বাজারের ওই পাকা রাস্তার উপর এস,এস ফল ভান্ডানের সামনে  থেকে ২শ ৫০ গ্রাম হেরোইন সহ তিন জন  শীর্ষ মাদক ব্যবসায়ীকে  গ্রেফতার করা করে।

    উদ্ধারকৃত মাদকের দাম প্রায় ২৫ লাখ টাকা। এ সময় তাদের সংগে থাকা একটি ট্রাক ১টি  ৪টি মোবাইল ও নগদ ৩ হাজার ৩শ টাকা জব্দ করা হয়।তাড়াশের মত ছোট একটি উপজেলায় মাত্র কয়েক দিনের ব্যবধানে হেরোইনের বড় ২টি চালান ধরা পরায় অভিভাবক শ্রেণীর মানুষ রয়েছেন হতাশায়। নাম প্রকাশ না করে এক ব্যক্তি জানান, যে স্থানে হেরোইন ধরা পরছে ওই জায়গাটি মাছের আড়তের জন্য বিখ্যাত। প্রতিদিন ভোর রাত থেকেই দেশের বড় বড় শহর থেকে চলনবিলের মাছ ক্রয়-বিক্রয়ের জন্য মৎস্যজীবি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের আগমন ঘটে এই মহিষলুটি মৎস্য আড়তে। এই সুযোগ নিয়ে ওই সকল গাড়ীতে পারি জমান এই সকল মাদক কারবারীরা।

    পরে ভোর রাত থেকে শুরু হয়ে সকাল ৭ টার মধ্যে মাছ ক্রয়-বিক্রয় শেষ হয়ে হওয়ার মধ্যেই মাদক কারবারীরাও কারবার শেষ করেন। ফলে মুহুর্তের মধ্যেই সারাদেশে ছড়িয়ে যায় হেরোইন সহ বিভিন্ন মাদক দ্রব্যে। আর এখান থেকে হাতিয়ে নেয়া হচ্ছে লক্ষ লক্ষ টাকা। সচেতন মহল মনে করেন,এ সমস্ত অভিযানে যারা ধরা পড়ছে তারা ট্রাক ড্রাইভার অথবা হেলপার এরা শুধু বাহক কিন্তু এই মাদক কারবারির গডফাদাররা থেকে যাচ্ছে ধরা ছোয়ার বাইরে।

    এ ব্যাপারে র‍্যাব-১২’র এডজুটেন্ট ও অপস অফিসার সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, আমাদের মাদক বিরোধী অভিযান অব্যহত রয়েছে। এর সাথে যে বা যারা জড়িত কাউকে ছাড় দেয়া হবে না।

    তাড়াশ থানা অফিসার ইনচার্জ ফজলে আশিক বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিমালা অনুযায়ী আমাদের মাদক বিরোধী অভিযান চলমান রয়েছে। তিনি আর ও বলেন, মাদক গ্রহনকারী বা কারবারী যেই হোক না কেন তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।

  • তাড়াশে পুজা উদযাপন উপলক্ষে সভা।

    তাড়াশে পুজা উদযাপন উপলক্ষে সভা।

    তাড়াশে পুজা উদযাপন উপলক্ষে সভা
    শাহিনুর রহমান শাহিন,তাড়াশ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে পুজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ অক্টোবর বুধবার ১২টার দিকে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নির্বাহী অফিসার মেজবাউল করিমের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামন মনি, ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান ,প্রভাষক মর্জিনা ইসলাম, থানা অফিসার ইনচার্জ ফজলে আশিক, কৃষি অফিসার লুৎফুন্নাহার লুনা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুর মামুন,উপজেলা পুজা উদযাপন  কমিটির সভাপতি তপন কুমার গোম্বামী,সাধারণ সম্পাদক আনন্দ কুৃমার ঘোসসহ সকল পুজা উদযাপন কমিটির সদস্যবৃন্দ। এ প্রস্তুতিমুলক সভায় ৪২টি মন্ডবের পুজা উদযাপন কমিটির সদস্যগন উপস্থিত ছিলেন।

  • তাড়াশে জাতীয় জন্ম ও মৃত্যু দিবস নিয়ে অলোচনা সভা।

    তাড়াশে জাতীয় জন্ম ও মৃত্যু দিবস নিয়ে অলোচনা সভা।

    তাড়াশে জাতীয় জন্ম ও মৃত্যু দিবস নিয়ে অলোচনা সভা
    শাহিনুর রহমান শাহিন,তাড়াশ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে জাতীয় জন্ম ও মৃত্যু দিবস ২০২১ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ অক্টোবর বুধবার সকালে উপজেলা পরিষদ হলরুমে নির্বাহী অফিসার মেজবাউল করিমের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামন মনি, ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান ,প্রভাষক মর্জিনা ইসলাম, থানা অফিসার ইনচার্জ ফজলে আশিক,সদর ইউপি চেয়ারম্যান বাবুল শেখ,মাধাইনগর ইউপি প্যানেল চেয়ারম্যান সেরাত আলীসহ সকল ইউনিয়নের সচিব ও ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ ও উদ্দ্যোক্তাগন।

  • তাড়াশে ছেলের অপমানে মায়ের আত্মহত্যা।

    তাড়াশে ছেলের অপমানে মায়ের আত্মহত্যা।

    শাহিনুর রহমান শাহিন,তাড়াশ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে নিজের স্ত্রী রেখে প্রতিবেশি গৃহবধুকে নিয়ে অজানার উদ্দ্যেশে পাড়ি জমিয়েছে ফিরোজ আহমেদ নামের এক ব্যাক্তি।  এতে অপমান সয্য করতে না পেরে কিটনাশক পানে আত্নহত্যা করেছে মা ফিরোজা খাতুন (৪২)।

    স্থানীয়রা ও প্রতিবেশি সাবেক ইউপি সদস্য আব্দুল করিম জানান, বিন্নাবাড়ি গ্রামের মোমিনুর রহমানের স্ত্রী ফিরোজা খাতুন তার ভাইয়ের মেয়ের সাথে ছেলে ফিরোজ আহমেদকে বিয়ে দেয়। পরে গত এক  সপ্তাহ আগে প্রতিবেশি আনিসুর রহমানের এক ব্যাক্তির স্ত্রীকে নিয়ে তার ছেলে অজানার উদ্দ্যেশে পাড়ি জমান। এতে ফিরোজা খাতুন হতাশায় ভুগছিলেন,একদিকে ভাইয়ের মেয়ের জীবন নষ্ট আরেকদিকে অন্য গৃহবধুকে নিয়ে ছেলে পালিয়েছে।

    পরে মান-অপমান আর হতাশায় তিনি বৃহস্পতিবার দুপুরে কিটনাশক পান করেন। পরে তাকে উদ্ধার করে নাটোর হাসপাতালের নেয়ার পথে মারা যান।

    পুলিশ শুক্রবার সকালে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এর আগে বৃহস্পতিবার দুপুরে উপজেলার সগুনা ইউনিয়নের বিন্নাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

    তাড়াশ থানার অফিসার ইনচার্জ মো. ফজলে আশিক জানান, গৃহবধুর মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব ২৫০শয্যা বিশিষ্ট হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।

  • তাড়াশে মাদ্রাসা ছাত্রকে পিটিয়ে জখম।

    তাড়াশে মাদ্রাসা ছাত্রকে পিটিয়ে জখম।

    তাড়াশ(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে মাদ্রাসায় পড়া না পারায় এক শিক্ষক আসলাম হোসেন (৮) নামের শিশু ছাত্রকে বাঁশের টুকরো দিয়ে পিটিয়ে জখম করেছেন বলে অভিযোগ উঠেছে। অভিযুক্ত শিক্ষক জহুরুল ইসলাম উপজেলার তালম ইউনিয়নের চৌড়া গ্রামের বাসিন্দা  ও কুসুম্বি হাফেজিয়া কওমী মাদ্রাসায় কর্মরত শিক্ষক। উপজেলার বারুহাস ইউনিয়নের কুসুম্বি হাফেজিয়া কওমী মাদ্রাসায় এ ঘটনাটি ঘটেছে। শিক্ষক জহুরুল ইসলামের বিরুদ্ধে শিশু ছাত্রকে পিটিয়ে জখম করায় ফুসেঁ উঠেছে এলাকাবাসী। বিষয়টি ধামাচাপা দিতে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতিসহ অন্যান্য শিক্ষক দৌড়ঝাপ শুরু করেছেন।  এর আগে শনিবার সকালে এ ঘটনা ঘটে।

    পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার কুসুম্বি হাফিজিয়া কওমী মাদ্রাসার শিশু ছাত্র পড়া না পারায় বাশের লাঠি দিয়ে পিটিয়ে গুরুত্বও আহত করে মাদ্রাসার একটি কক্ষে আটকে রাখেন শিক্ষক জহুরুল ইসলাম । পরে মাদ্রাসা ছাত্র আসলাম পালিয়ে তালম ইউনিয়নের চৌড়া গ্রামে নিজ বাড়িতে গিয়ে বাড়ির সকলকে ঘটনাটি বলে। পরে রাতেই মাদ্রাসার মুহতাতিম আব্দুস সামাদ, সভাপতি রফিকুল ইসলাম, শিক্ষক জহুরুল ইসলাম গিয়ে ছাত্রর অভিভাবকদের কাউকে না জানানোর নানান হুমকি দিয়ে আসেন।

    শিশুটির বৃদ্ধ দাদি অভিযোগ করে বলেন , শিক্ষক জহুরুল ইসলাম এর আগেও পিটিয়ে তাঁর নাতির হাতের কবজি জখম ও রক্তাক্ত করেছেন। এ ছাড়া তাঁর  শরীরের বিভিন্ন স্থানে জখম রয়েছে। ওই শিক্ষকের বিচার দাবি করেন তিনি। এখন ওই মাদ্রাসায় আর নাতি আসলামকে পড়াবেনা বলেও জানান তিনি।

    কুসুম্বি গ্রামের ছাত্রের জায়গীদার শিহাব উদ্দিন বলেন, দুপুরে বাড়িতে খাওয়া-দাওয়া করতে আসে নাই শিশু আসলাম হোসেন। তখন মাদ্রাসায় খবর নিতে গেলে মাদ্রাসার শিক্ষকেরা কোন খবর দিতে পারিনি। পরে লোকজন নিয়ে আসলামকে খুজতে যাই তার গ্রামের বাড়িতে। এ সময় গিয়ে দেখি মাদ্রাসার শিক্ষকেরা ছাত্রের অভিভাবকদের ভয়ভীতি দেখাচ্ছে। এ নিয়ে একটা বাগবিতণ্ডার ঘটনাও ঘটেছে।

    অভিযুক্ত শিক্ষক জহুরুল ইসলাম বলেন, বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করা হয়েছে।

    কুসুম্বি হাফিজিয়া কওমী মাদ্রাসার পরিচালনা পর্ষদের সভাপতি রফিকুল ইসলাম জানান, ছাত্রের অভিভাবকদের সাথে কথা বলেছি। তেমন কোন সমস্যা নাই।

  • তাড়াশে সার্ভেয়ারের প্রতিবেদনে সরকারী জমি উপর রাস্তা বিলুপ্তর অভিযোগ।

    তাড়াশে সার্ভেয়ারের প্রতিবেদনে সরকারী জমি উপর রাস্তা বিলুপ্তর অভিযোগ।

    তাড়াশ(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে সার্ভেয়ারের প্রতিবেদনে সরকারী জমির উপর রাস্তা বিলুপ্ত হয়েছে বলে অভিযোগ উঠেছে। এমন ঘটনা ঘটেছে উপজেলার পৌরসভা এলাকার তাড়াশ মহিলা কলেজ সংলগ্ন এলাকায়।

    ২৮ ফেব্রুয়ারী/২১ তারিখের তদন্ত প্রতিবেদন থেকে জানা যায়,ভাদাশ মৌজার  জেল এল নং ১৪০, আর এস খতিয়ান নং ২৪৬ ও দাগ নং ৬০১ এর ০.৯৯ একর জমি বাদী মৃত আফজাল হোসেন খানের ছেলে আশরাফুল আলম নামের ব্যক্তির দখলে আছে। কিন্তু মৃত আফজাল হোসেন খানের ছেলে বিবাদী আতাউর রহমান কে তার অফিসে ডেকে তদন্ত করবে বলে জানালে তিনি সার্ভেয়ার আব্দুল খালেক কে ৬০১ দাগের ০.০৪ একর জমি সরকারের নামে দলিল রয়েছে মর্মে দলিল শো করেন।

    দলিলে উল্লেখ আছে ওই দাগের ০.৯৯ একর ধানী জমির দক্ষিন ছাহাম হতে পূর্ব পশ্চিম লম্বাভাবে ২৭ ডেঃ বাদ তৎ সংলগ্ন উত্তর ছাহামে পূর্ব পশ্চিম লম্বাভাবে লোকজনের চলাচলের জন্য ৪ ডেসিমাল জমি রাস্তা বাবদ সরকারী নামে (জেলা প্রশাসক সিরাজগঞ্জ) ২৬ জানুয়ারী/১৫ তারিখে সাবরেজিষ্ট্রি অফিসে দলিল করা হয়। যার নং ৪৩৬ তারিখ: ২৬-০১-২০১৫ইং। এতে  ওই দাগে জমি থাকে ০.৯৫ একর।

    মৃত আফজাল হোসেন খানের ছেলে বিবাদী আতাউর রহমান লিখিত অভিযোগ করে বলেন, আশরাফুল আলম  ওই সরকারী রাস্তা বন্ধ করে দিয়ে  সিরাজগঞ্জ কোর্টে মামলা করেন যার নং এম আর ৩৩৪/২০। বিজ্ঞ ম্যাজিস্ট্রেট ওই মামলা তদন্তের জন্য সহকারী কমিশনার ভূমি,তাড়াশকে তদন্তের দায়িত্ব দেন। সহকারী কমিশনার ওবায়দুল্লাহ সার্ভেয়ার আব্দুল খালেককে তদন্ত প্রতিবেদন দিতে বলেন।

    সার্ভেয়ার আব্দুল খালেক সরেজমিনে না গিয়ে মোটা অংকের টাকার বিনিময়ে তদন্ত প্রতিবেদনে সরকারী রাস্তার দলিল কৃত জমি উল্লেখ না করে আশরাফুল আলম এর দখলে আছে ০.৯৯ একর জমি মর্মে প্রতিবেদন দেন। যা সরকারী স্বার্থের চরম পরিপন্থি বটে। বিষয়টি তদন্ত করতে কর্তৃপক্ষের নিকট দৃষ্টি কামনা করেছেন।

    এ ব্যাপারে উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার আব্দুল খালেক বলেন,এ বিষয়ে আমি কোন বক্তব্য দেব না।