Tag: তাড়াশ

  • তাড়াশে পৌর আওয়ামীলীগের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত।

    তাড়াশে পৌর আওয়ামীলীগের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত।

    তাড়াশ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে পৌর আওয়ামী লীগের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৭ নভেম্বর বুধবার সকালে তাড়াশ ডিগ্রী কলেজের সামনে পৌর আওয়ামীলীগের আহবায়ক আব্দুর রাজ্জাক,র সভাপতিত্বে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ  অনুষ্ঠিত হয়।

    গত  ১৫ নভেম্বর ২০২১ তারিখে  দৈনিক কলম সৈনিক , দোলন চাপা  ও আজকের জনবানী পত্রিকায় তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্রী সঞ্জিত কুমার কর্মকারের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ও তার রাজনীতি প্রেক্ষাপট বিলুপ্ত করার জন্য  হিংসাত্মক ভাবে অপ প্রচার করে যে নিউজ প্রকাশ করা হয়েছে তার বিরুদ্ধে  এ মানববন্ধন ও প্রতিবাদ সভাবেশ করা হয়।

    এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে  উপজেলা  আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ,ছাত্রলীগসহ ৮টি ইউনিয়নের আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা প্রতিবাদী মিছিল নিয়ে  এ কর্মসূচিতে অংশ গ্রহন করে।

    এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাবেক কমিটির সদস্যবৃন্দ, আওয়ামী যুবলীগের সভাপতি  ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফরহাদ আলী বিদ্যুৎ, তালম ইউনিয়ন আ’লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্বাস-উজ-জামান,মাগুড়া বিনোদ ইউনিয়ন আ’লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান প্রভাষক আতিকুল ইসলাম বুলবুল,দেশীগ্রাম ইউনিয়ন আ’লীগের সভাপতি জ্ঞানেন্দ্রনাথ,সগুনা ইউনিয়ন আ’লীগের সভাপতি এফ করিব চৌধুরী, নওগাঁ ইউনিয়ন আ’লীগের সভাপতি প্রভাষক মোফাজ্জাল হোসেন,মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড’র সাধারণ সম্পাদক জর্জিয়াস মিলন রুবেল,ছাত্রলীগের সভাপতি হাসান ইকবাল রুবেল,পৌর ছাত্রলীগের সভাপতি আতিকুল ইসলাম আতিকসহ অনেকে।

  • তাড়াশে সাঁতার প্রশিক্ষণের সমাপনীতে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ।

    তাড়াশে সাঁতার প্রশিক্ষণের সমাপনীতে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ।

    তাড়াশ প্রতিনিধি:সিরাজগঞ্জের তাড়াশে জীবন বাঁচাতে সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির প্রথম প্রান্তিকের সমাপনী অুনষ্ঠান করা হয়েছে।

    ১২ নভেম্বর  শুক্রবার  সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে  উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল করিমের সভাপতিত্বে এ কর্মসূচির প্রথম প্রান্তিকের সমাপনী অুনষ্ঠান করা হয়।

    এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ৬৪ সিরাজগঞ্জ ৩ (তাড়াশ রায়গঞ্জ)  আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ এমপি। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত ও সচেতন নাগরিক সোসাইটি’র বাস্তবায়নে এ প্রশিক্ষণ কর্মসূচির প্রথম প্রান্তিক সমাপনী অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, উপজেরা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শ্রী সঞ্জিত কুমার কর্মকার,বারুহাস ইউপি চেয়ারম্যান মোক্তার হোসেন মুক্তা,পাবলিক লাইব্রেরীর সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মাসুদ,জীবন বাঁচাতে সাঁতার প্রশিক্ষণের কর্মসূচি পরিচালক সাখাওয়াৎ হোসেন তালুকদার, সচেতন নাগরিক সোসাইটি’র নির্বাহী পরিচালক শামীম আজাদ চোধুরী,তাড়াশ ইসলামিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, আই.আর.বি এসোসিয়টস’র ব্যবস্থাপনা পরিচালক ও সচেতন নাগরিক সোসাইটি’র পরিচালক এম.এস.এইচ বাধন চোধুরী,অর্থ পরিচালক সৈয়দা তারিন আনোয়ার অনি ,বিভিন্ন স্কুলের শিক্ষকবৃন্দ, প্রশিক্ষণার্থীদের অভিভাবকসহ অনেকে।

    ৩০ অক্টোবর শনিবার থেকে শুরু করে ১০দিন ব্যাপি জীবন বাঁচাতে সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির মধ্যে ১০টি সাঁতার ক্লাস,২টি প্রাথমিক চিকিৎসা,১টি সচেতনতামূলক,১টি দুর্যোগ ব্যবস্থাপনা ও ১টি রেসকিঊ ড্রিলের মোট ১৫টি ক্লাস প্রশিক্ষণার্থীদের নিয়ে করেন ।

    জীবন বাঁচাতে,শিশুসহ মানুষের মুত্যুর ঝুঁকি কমাতে ও পানিতে ডুবে মারা যাওয়া দুয়োর্গের হাত থেকে রক্ষা পেতে এই সাঁতার প্রশিক্ষণ যুগোপযোগী কর্মসূচি বলে মন্তব্য করেছেন অতিথিবৃন্দ।

    এই উপজেলার শিশুরা সর্ব প্রথম সাঁতার প্রশিক্ষণে অংশগ্রহন করতে পেরে খুবই আনন্দিত হয়েছে। প্রশিক্ষনার্থীদের মধ্যে বাছাই করে সাঁতারের প্রতিযোগীতায় অংশগ্রহন করানো হয়। পরে এই প্রতিযোগীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।

  • তাড়াশে শিক্ষার মান উন্নয়নে কাজ করছি বিদায় ও নবীন বরণ অনুষ্ঠানে এমপি আজিজ।

    তাড়াশে শিক্ষার মান উন্নয়নে কাজ করছি বিদায় ও নবীন বরণ অনুষ্ঠানে এমপি আজিজ।

    তাড়াশ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে মহিলা ডিগ্রী কলেজের ছাত্রীদের বিদায় ও নবীণ বরণ অুনষ্ঠান করা হয়েছে। ১৩ নভেম্বর শনিবার সকালে মহিলা ডিগ্রী কলেজের হলরুম ৪র্থ তলায়  ওই কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি অবসর প্রাপ্ত ব্যাংকার খলিলুর রহমানের সভাপতিত্বে ২০২১ সালের এইচএসসি পরিক্ষার্থীদের বিদায় ও ২০২০-২০২১ সালের শিক্ষাবর্ষে ছাত্রীদের নবীণ বরণ অুনষ্ঠান করা হয়।

    এতে প্রধান অতিথি হিসেবে  ৬৪ সিরাজগঞ্জ ৩ (তাড়াশ রায়গঞ্জ)  আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ এমপি উপস্থিত থেকে বিদায় ও নবীণ বরণ ছাত্রীদের উদ্দেশ্য করে বলেন প্রধান মন্ত্রীর স্বপ্নকে বাস্তবায়ন করতে তোমাদের অবশ্যই সু শিক্ষায় শিক্ষিত হবে।

    প্রত্যেক সেক্টরে তোমরা নেতৃত্ব দিবে তবেই এই দেশ উন্নয়নের ক্ষেত্রে এগিয়ে যাবে। এ সময় উপস্থিতি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি,অত্র তাড়াশ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ জাফর ইকবাল,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শ্রী সঞ্জিত কুমার কর্মকার,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন খান,মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক মর্জিনা ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হক, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফরহাদ আলী বিদ্যুৎ, তালম ইউপি চেয়ারম্যান আব্বাস-উজ-জামান, সগুনা ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহেল বাকি,সকল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

    উল্লেখ্য ১৯৯৬ সালে অধ্যক্ষ জাফর ইকবাল এই কলেজ প্রতিষ্ঠিত করে অত্র অঞ্চলের নারীদের শিক্ষার মান বৃদ্ধি ও নারীদের প্রতিষ্ঠিত করতে আপ্রান চেষ্টা করে যাচ্ছেন। এছাড়াও তিনি এই অঞ্চলের সকল মানুষ যেন শিক্ষা অর্জন করতে পারে এ জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেছেন।

     

  • তাড়াশে এন্টিবায়েটিক নিয়ন্ত্রণে ঔষধ বিক্রেতাদের সাথে মতবিনিময় সভা।

    তাড়াশে এন্টিবায়েটিক নিয়ন্ত্রণে ঔষধ বিক্রেতাদের সাথে মতবিনিময় সভা।

    তাড়াশ (সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে এন্টিবায়েটিক নিয়ন্ত্রণেঔষধ বিক্রেতাদের সাথে মতবিনিময় সভা করা হয়েছে। ৯ নভেম্বর মঙ্গলবার  সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে  উপজেলা  প্রশাসনের আয়োজনে উপজেলা  পর্যায়ে ঔষধ বিক্রেতাদের এন্টিবায়োটিক  নিয়ন্ত্রণের ব্যবহার নিশ্চিতকরণ করতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল করিমের সভাপতিত্বে এন্টিবায়োটিক নিয়ন্ত্রণের ব্যবহার নিশ্চিতকরণ সভায়  প্রধান অতিথি হিসেবে  উপস্থিত  ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান  মনি।

    এ সময়  আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান,প্রভাষক মর্জিনা ইসলাম, সিরাজগঞ্জ জেলা  ড্রাগ অফিসার মরুময় সরকার,উপজেলা  প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ সোহেল পারভেজ,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনস্যালট্যান্ট ডাঃ জহুরুল ইসলাম, উপজেলা ঔষধ বিক্রেতা সমিতির সভাপতি শহিদুল কায়সার,সাধারণ সম্পাদক  আবু বক্কার সিদ্দিক, সকল ঔষধ বিক্রেতাগন ও সাংবাদিকবৃন্দ।

    এ সময় বক্তাগন বলেন ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া এন্টিবায়েটিক ঔষধ বিক্রি করা যাবেনা। উপস্থিত সকল ঔষধ বিক্রেতাদেরকে সতর্কতার সাথে ব্যবসা করার পরামর্শ প্রদান করেন।

  • তাড়াশে সাঁতার প্রশিক্ষণের ফায়ার সার্ভিসের মহড়া।

    তাড়াশে সাঁতার প্রশিক্ষণের ফায়ার সার্ভিসের মহড়া।

    প্রতিনিধি তাড়াশঃসিরাজগঞ্জের তাড়াশে জীবন বাঁচাতে সাঁতার প্রশিক্ষণের ১১তম দিনে শিক্ষার্থীদের দুর্যোগের হাত থেকে রক্ষা পেতে বিভিন্ন কোলা কৌশলী শিখানো হয়েছে।

    তাড়াশ ফায়ার সার্ভিসের কলা কৌশলীগন  সাঁতার প্রশিক্ষণের শিক্ষার্থীদের তেল থেকে আগুন ও গ্যাসের সিলিন্ডার নিক হয়ে আগুল লাগলে কিভাবে নিভাতে হয় তা বাস্তবে শিখানো হয়।

    ৮ নভেম্বর সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত ও সচেতন নাগরিক সোসাইটি’র বাস্তবায়নে এ কোলা কৌশলী বাস্তবে শিখানোর সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি,উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল করিম,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান,মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা পারভীন, তাড়াশ ফায়ার সার্ভিসের সাব অফিসার রেজাউল করিম,তাড়াশ ইসলামিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম,আই.আর.বি এসোসিয়টস’র ব্যবস্থাপনা পরিচালক ও সচেতন নাগরিক সোসাইটি’র পরিচালক এম.এস.এইচ বাধন চোধুরী ,অর্থ পরিচালক সৈয়দা তারিন আনোয়ার অনি,উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি মহসীন আলী ,বিভিন্ন স্কুলের শিক্ষকবৃন্দ, প্রশিক্ষণার্থীদের অভিভাবকসহ অনেকে।

  • তাড়াশে ইভটিজিং করায় এক বখাটেকে আটক।

    তাড়াশে ইভটিজিং করায় এক বখাটেকে আটক।

    তাড়াশ প্রতিনিধিঃসিরাজগঞ্জের তাড়াশে প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় বিদ্যালয়ে আসার পথে ৭ম শ্রেণীর এক ছাত্রীকে শহীদুল ইসলাম নামের বখাটে ইভটিজিং করার সময় স্থানীয় এলাকাবাসী ওই বখাটেকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে।

    ঘটনাটি ঘটেছে উপজেলার তালম ইউনিয়নের গোলাপুর এলাকায়। শনিবার সকাল ১০ টার দিকে গোন্তা গ্রামের নবির উদ্দিনের ছেলে বখাটে শহিদুল ইসলাম (২২) স্কুলে আসার সময় এ ইভটিজিং করে। বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ থানা এস আই আব্দুর রাজ্জাক ।

    গুল্টা বাজার আদিবাসী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী স্কুলে আসার পথে ওই বখাটে ছেলে প্রায়ই প্রেম নিবেদন করতো।বিষয়টি নিয়ে একাধিকবার ছাত্রীর অভিভাবক বখাটের অভিভাবককে জানালেও এ বিষয়ে তারা কোন ব্যবস্থা নেয়নি।

    এরই ধারা বাহিকতায় ওই ছাত্রী শনিবার সকালে বিদ্যালয়ে আসার পথে বখাটে ওই ছেলে মোটর বাইক নিয়ে ওই ছাত্রীকে অশালীন কথাবাতার্ বলে রাস্তা আটকিয়ে উত্যক্ত করতেছিল।এমন সময় বিষয়টি রাস্তায় চলাচলকারী লোকজন টের পেয়ে বখাটে শহিদুল ইসলামকে ধরে গণধোলাই দিয়ে বিদ্যালয় কক্ষে আটকিয়ে রাখে।

     

    গুল্টা বাজার আদিবাসী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সাত্তার জানান, এলাকাবাসী গোন্তা গ্রামের নবির উদ্দিনের ছেলে শহিদুল ইসলামকে তার বিদ্যালয়ে আটকিয়ে রেখেছেন। বিষয়টি প্রশাসনকে জানালে সহকারী কমিশনার (ভুমি) লায়লা জান্নাতুল ফেরদৌস ঘটনাস্থলে আসেন।
    এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল করিম বলেন, সহকারী কমিশনার (ভুমি) লায়লা জান্নাতুল ফেরদৌসকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।সেখানে তিনি সব শুনে ছাত্রীর অভিভাবকদের বখাটের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা করার পরামর্শ দিয়েছেন ।

     

  • তাড়াশে সিভিল ডিফেন্স সপ্তাহ পালন।

    তাড়াশে সিভিল ডিফেন্স সপ্তাহ পালন।

    তাড়াশে সিভিল ডিফেন্সসপ্তাহ পালন

    শাহিনুর রহমান শাহিন,তাড়াশ প্রতিনিধি:সিরাজগঞ্জের তাড়াশে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পালন করা হয়েছে। “মুজিব বর্যে শপথ করি-দুয়োর্গে জীবন সম্পদ রক্ষা করি” এই প্রতিপাদ্য সামনে নিয়ে ৪ নভেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ে এ সপ্তাহ উদযাপন করা হয়।

    ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র সাব অফিসার রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল করিম। এ সময় উপস্থিত ছিলেন  তাড়াশ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সমকাল প্রতিনিধি প্রভাষক আতিকুল ইসলাম বুলবুল,উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি মহসীন আলী, সাংবাদিক এম ছানোয়ার হোসেন সাজু প্রমুখ ।

  • তাড়াশে জেলহত্যা দিবস পালন উপলক্ষে আলোচনা সভা।

    তাড়াশে জেলহত্যা দিবস পালন উপলক্ষে আলোচনা সভা।

    তাড়াশ(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে যথাযত মর্যাদায় জেল হত্যা দিবস পালন করা হয়েছে। আজ ৩রা নভেম্বর সকাল ১০ ঘটিকার সময় তাড়াশ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক  শ্রী সন্জিত কর্মকারের সভাপতিত্বে মোজাম্মেল হক মাসুদ এর সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তাড়াশ,রায়গন্জ সলঙ্গা সংসদীয় আসনের এম পি অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ, বীর মুক্তিযোদ্ধা গন, উপজেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির নেতৃবৃন্দ, উপজেলা চেয়ারম্যান অধক্ষ্য মনিরুজ্জামান মনি,  মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মর্জিনা ইসলাম, আওয়ামী যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন খান, সাধারণ সম্পাদক ফরহাদ আলী বিদ্যুৎ ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

  • তাড়াশে ভূমিদস্যুদের বিরুদ্ধে ভূমিহীনদের মানববন্ধন।

    তাড়াশে ভূমিদস্যুদের বিরুদ্ধে ভূমিহীনদের মানববন্ধন।

    তাড়াশ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে ভুমিহীনদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। তাড়াশ উপজেলার বিনসাড়া গ্রামে জামাতের সুরার সাথী মোঃ আব্দুল গফুর মোল্লার বিরুদ্ধে এই মানববন্ধনে কৃষক আবু হানিফ বলেন, গফুর মোল্লার ছেলে আব্দুল মাজেদ ছাত্রশিবিরের সভাপতি, নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন অফিসে গিয়ে সুকৌশলে ভুমিহীনদের ১২ বিঘা খাসজমি নিজের নাম সহ বিভিন্ন নামে কবুলিয়ত দলিল করে নিয়েছে। এবং এর সাথে আমার ১০ কাঠা সম্পত্তি জবরদখল করে নিয়েছে।
    আমি প্রতিবাদ করতে গেলে আমার বিরুদ্ধে একে একে   আটটি মামলা করে আমাকে সর্বশান্ত করেছে। মাজেদা খাতুন মোজাম্মেল হক ও ইসহাক আলী কান্নাকাটি করে বলেন আমাদের বাপ দাদারা এই জমিতে চাষাবাদ করতো, তা থেকে আমরা বঞ্চিত।
    মানববন্ধনে শতাধিক ভুমিহীন দাবি করেনএই সম্পত্তি  সরজমিনে তদন্ত করে প্রকৃত অসহায় ভুমিহীনদের মাঝে বন্টনের জন্য সরকারের কাছে দাবি জনান।
    এ বিষয়ে সহকারিকমশনার ভুমি বলেন, তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
  • তাড়াশে জাতীয় যুব দিবস উপলক্ষে র‍্যালী ও চেক বিতরণ।

    তাড়াশে জাতীয় যুব দিবস উপলক্ষে র‍্যালী ও চেক বিতরণ।

    শাহিনুর রহমান শাহিন,তাড়াশ প্রতিনিধিঃসিরাজগঞ্জের তাড়াশে জাতীয় যুব দিবস উপলক্ষে র‍্যালী ও চেক বিতরণ অনুষ্ঠান করা হয়েছে। “দক্ষ সমৃদ্ধ দেশ-বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্য সামনে নিয়ে ১ নভেম্বর সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে  উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় ও উপজেলা প্রশাসনের আয়োজনে যুব দিবস উপলক্ষে র‍্যালী ও চেক বিতরণ অনুষ্ঠান করা হয়।

    উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল করিমের সভাপতিত্বে জাতীয় যুব দিবস উপলক্ষে র‍্যালী ও চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি। এ সময় উপস্থিতি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, উপজেলা যুব উন্নয়ন উন্নয়ন কর্মকর্তা আ ফ ম নজরুল ইসলাম,তালম ইউপি চেয়ারম্যান আব্বাস-উজ-জামানসহ অনেকে। এ দিবস উপলক্ষে ২০ জন যুবকের মাঝে  ঋণ হিসেবে ১০ লাখ ১০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।