সিরাজগঞ্জ-৩ আসন(তাড়াশ-রায়গঞ্জ)এর সাবেক সংসদ সদস্য অধ্যাপক মো. আব্দুল আজিজকে রাজধানীর কলাবাগান এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটিলিয়ান র্যাব-২ এর সদস্যরা। ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে বি.এন.পি নেতা আব্দুল মান্নান তালুকদারের নির্বাচনী প্রচারনার সময় আ.লীগের নেতাকর্মী তাকে হত্যার উদ্দেশ্যে হামলা করে।এ সময় দলীয় নেতাকর্মীরে মানব প্রাচীরে তিনি আত্মরক্ষা পান। ককটেল ও হাত বোমা বিস্ফোরণ ঘটিয়ে নাশতা করে। তার বিরুদ্ধে তাড়াশ উপজেলায় হত্যার চেষ্টা ও বিস্ফোরণ আইনে নাশকতার মামলা রয়েছে।
মঙ্গলবার(৪ ফেব্রুয়ারী)র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান র্যাব-২ এর মিডিয়া অফিসার খান আসিফ(তপু) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। এ সময় তিনি জানান সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানায় তার বিরুদ্ধে হত্যার চেষ্টা ও নাশকতার মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন যাবৎ হলো রাজধানীর কলাবাগান এলাকায় আত্মগোপনে আছেন এমন সংবাদের ভিত্তিতে উল্লেখিত এলাকায় র্যাব-২ এর সদস্যরা সোমবার(৩ ফেব্রুয়ারী) রাতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
Tag: তাড়াশ
-
সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক সাংসদ অধ্যাপক আব্দুল আজিজ গ্রেফতার।
-
তাড়াশে ঘুষ নিয়ে চাকরি না দেওয়ায় অধ্যক্ষের বিরুদ্ধে প্রতারণার মামলা।
ডেস্ক রিপোর্টঃ সিরাজগঞ্জের তাড়াশে ঘুষ নিয়ে চাকরি না দেওয়ায় গোন্তা আলিম মাদ্রাসার অধ্যক্ষ টি আর মোঃ আব্দুল মান্নানের বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করেছেন ভুক্তভোগী মোছাঃ ফাতেমা খাতুন। তিনি উপজেলার তালম ইউনিয়নের গোন্তা গ্রামের মোঃ আলতাফ হোসেনের মেয়ে।
বিষয়টি নিশ্চিত করেন সিরাজগঞ্জ তাড়াশ সহকারী জজ আদালতের পেশকার মোঃ মুনতাসীর মামুন।তিনি জানান বাদীর মামলা আদালত আমলে নিয়েছেন এবং ক্রিমিনাল ইনভেস্টিগেশন সিআইডি কে তদন্ত পূর্বক প্রতিবেদন দেওয়ার জন্য নির্দেশ প্রদান করেছেন মহামান্য আদালত।
মামলা সূত্রে জানা যায়,গোন্তা আলিম মাদরাসায় উপাধ্যক্ষ,অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, নিরাপত্তা কর্মী ও আয়াসহ মোট ৪টি পদের জন্য গেল বছর ২৭ জুন পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেন। বিজ্ঞপ্তি প্রকাশের পর যথানিয়মে আয়া পদে চাকুরির জন্য আবেদন করেন ফাতেমা। তৎকালীন তালম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্বাছ-উজ-জামানের উপস্থিতিতে চাকরি দেওয়ার শর্তে মাদরাসার উন্নয়ন তহবিলের নামে তার কাছ থেকে ৬ লক্ষ টাকা নেন।
এ বিষয়ে জানতে চাইলে ফাতেমা খাতুন জানান, নিয়োগ পরীক্ষার আগেই ২০২০ সালে অধ্যক্ষ টি আর মোঃ আব্দুল মান্নান আমার কাছ থেকে ৬ লক্ষ টাকা নিয়েছেন।তিনি টাকা নিয়েছেন এমন ভিডিও আমার কাছে সংরক্ষিত আছে।
গোন্তা আলিম মাদরাসার অধ্যক্ষ টি আর মোঃ আব্দুল মান্নান টাকা নেয়ার বিষয়টি অস্বীকার করে বলেন,নিয়োগ বোর্ড ও মাদরাসা পরিচালনা কমিটির সভাপতির নির্দেশে ওই ৪ টি পদের নিয়োগ সম্পন্ন করা হয়েছে।
-
তাড়াশে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা।
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের গোন্তা গ্রামে পারিবারিক কলহের জের ধরে মোছাঃ মনোয়ারা খাতুন(২৬) নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। নিহত মনোয়ারা জহুরুল ইসলামের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায় নিহত মনোয়ারার শ্বশুর বাড়ির লোক জনের সাথে প্রায় সময় ঝগড়া বিবাদ লেগেই থাকত।সোমবার বিকেলে তুমুল আকারে ঝগড়া হয় শ্বশুর শ্বাশুড়ি সহ অন্যান্যদের সাথে।এতে মনোয়ারা মনে কষ্ট পায়।এতে সন্ধায় নিজের শয়ন কক্ষে ডাবের সাথে রশি দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে ফাঁসিতে ঝুলন্ত দেখে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
এ ব্যাপারে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ শহিদুল ইসলাম গনমাধ্যমকে জানান রাতে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট আসার পর তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
-
তাড়াশে প্রতিবন্ধী শিশুদের প্রতিবন্ধিতার মাত্রা নিরম্নপণ ক্যাম্প অনুষ্ঠিত।
তাড়াশ প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশে প্রতিবন্ধী শিশুদের প্রতিবন্ধিতার মাত্রা নিরম্নপণ ও স্বাস্থ্য বিষয়ক পরিক্ষা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ১১ ফেব্রম্নয়ারী শনিবার সকালে তাড়াশ বিশ্ববিদ্যালয় কলেজ হলরম্নমে গ্রাম বিকাশ সংস্থা(জিবিএস) উদ্যোগে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। স্ট্রেনদেনিং সিস্টেম ফর দি ইনরোলমেন্ট,রিলেশন এ্যান্ড সাপোর্ট অফ চিলড্রেন উইথ ডিজএ্যাবিলিটজ এ্যাট প্রাইমারী লেভেল অফ মেইনস্ট্রিম এডুকেশন ইন বাংলাদেশ (ডিআইডি -টু- ৪৫) প্রকল্পের বাস্ত্মবায়নে ও সেন্টার ফর ডিজএ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি)র সহযোগিতায় প্রতিবন্ধী শিশুদের প্রতিবন্ধিতার মাত্রা নিরম্নপণ ও স্বাস্থ্য পরিক্ষা বিষয়ক ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও তাড়াশ বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ আলহাজ্ব মোঃ মনিরম্নজ্জামান মনি। এ ক্যাম্পে প্রতিবন্ধিতার মাত্রা নিরম্নপণ ও স্বাস্থ্য বিষয়ক পরিক্ষা করেন শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক মনোরোগ বিশেষজ্ঞ ডাঃ মোঃ ওয়ালিউল হাসনাত সজীব,বগুড়া শিবগঞ্জ উপজেলা হাসপাতালের ইনডোর মেডিকেল অফিসার ডাঃ মোঃ আতিক, সিরাজগঞ্জ বিএনএসবি চক্ষু হাসপাতালের ডাক্তার মোঃ এনামুল হাসান,,যশোর অভি হিয়ারিং সেন্টারের অডিও মেট্রোশিয়ান মোঃ মাসুদুল করিম। এছাড়াও এ ক্যাম্পটির সার্বিক সহযোগিতা করেন গ্রাম বিকাশ সংস্থা(জিবিএস)আর আর সি ম্যানেজার মোঃ জমির আলী, ডিআইডি -টু- ৪৫প্রকল্পের প্রজেক্ট অফিসার দিলদার হোসেন,জিইউকের বাস্ত্মবায়নকৃত ইনক্লুসিভ এডুকেশন প্রকল্পের ম্যানেজার আতাউর রহমান,মিল অফিসার অরবিন্দু বর্মণ সহ কর্মরত স্টাফবৃন্দ।
-
তাড়াশে প্রতিবন্ধী পরিবারে আনন্দের অশ্রম্ন।
তাড়াশ(সিরাজগঞ্জ)প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশে একই পরিবারের চার প্রতিবন্ধীর সংসারে ২ মাসের খাবার নিশ্চিত হলো এক স্বেচ্ছাসেবক সংগঠনের উদ্যোগে। ৬ ফেব্রম্নয়ারী সোমবার উপজেলার তালম ইউনিয়নের কলামুলা গ্রামের বিপিন কর্মকারের পরিবারের ৪জন প্রতিবন্ধী ব্যক্তির হাতে ( একজন নিখোঁজ) ২ মাসের বাজার পৌছে দেয় ভিলেজ ভিশন বাংলাদেশ।
জানা গেছে, বিপিন কর্মকার বয়সের ভারে নূয়ে পড়া জীবন- জীবিকার তাগিদে শেষ বয়সে রানীরহাট বাজারে ঝাড়ুদারের কাজ করে সামান্য কিছু অর্থ ও আলু বেগুন শাকসবজ্বী সংগ্রহ করে পাঁচ জনের সংসার চালাতো। বিপিন কর্মকারের স্ত্রী বিশাকা রানী (৬০) এই বয়সে প্রতিবন্ধী তিন সন্ত্মানকে নিয়ে সংসারের সকল কাজ সামলানো তাঁর জন্য দূরহ কাজ। এ নিয়ে পত্র পত্রিকায় লেখা লেখি হলে প্রতিবন্ধী এই পরিবারের দুর্দশা লাঘবের জন্য ভিলেজ ভিশন বাংলাদেশের পরিচালক শরীফ খন্দকার সিরাজগঞ্জের সুখ পাখি নামক এক সামাজিক সংগঠনকে জানান। ওই সংগঠনের কর্মকর্তা হালিমা তুজ সাদিয়া ওই প্রতিবন্ধী পরিবারের ভিডিও পোস্ট করলে ফেসবুক বন্ধুরা সাহায্যের হাত বাড়িয়ে দেয়। সেই অর্থে তাদের হাতে ২ মাসের চাউল দুই বস্ত্মা, আটা ১০ কেজি,ডাউল দুই পদের,লবন,চিরা মুড়ি,৩ লিটার সয়াবিন তেল,সব ধরনের মশলস্না,সব ধরনের কাচা বাজার, মাছ, মুরগী,ডিম,হুইল পাউডার,সাবান,শ্যাম্পু,নারিকেল তেল, সরিষার তেল সহ হাতে নগদটাকা পৌছে দেওয়া হয়। ২ মাসের বাজার পেয়ে ওই প্রতিবন্ধী পরিবারের সদস্যদের আনন্দের অশ্রম্ন ঝরে।
এই ব্যাপারে ভিলেজ ভিশন বাংলাদেশের পরিচালক শরীফ খন্দকার বলেন, পিছিয়ে পড়া সুবিধা বঞ্চিত মানুষের জন্য ভিলেজ ভিশন বাংলাদেশ অনেক কাজ করে আসছে। আজও এই পরিবারটার জন্য কিছু করতে পেরে আমরা আনন্দিত। ওই প্রতিবন্ধী পরিবারেও উৎসব মুখর আনন্দের বন্যা দিয়ে আমাদেরকে ও সুখ পাখি( সামাজিক সংগঠন সিরাজগঞ্জ)কে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।
-
তাড়াশে দুঃস্থ পরিবারের মাঝে কম্বল বিতরণ।
তাড়াশে দুঃস্থ পরিবারের মাঝে কম্বল বিতরণ।
তাড়াশ প্রতিনিধি : সিরাজগঞ্জের তাড়াশে দুঃস্থ পরিবারের মাঝে ২শ কম্বল বিতরণ করা হয়েছে। ২৪ ডিসেম্বর শনিবার সকালে উপজেলার পৌর সদরে হতদরিদ্র,অসহায়, দুঃস্থ, পিছিয়ে পরা পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।
প্রচেষ্টা সবার জন্য মানবিক সংগঠন ও ভিলেজ ভিশন বাংলাদেশের আয়োজনে এবং হাউজ অব মান্নান চ্যারিটেবল ট্রাস্ট’র অর্থায়নে হতদরিদ্র পরিবারের মাঝে কম্বল বিতরণ করে।
এ সময় উপস্থিত ছিলেন শাহজাদপুর প্রচেষ্টা সবার জন্য মানবিক সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক শাহবাজ খান সানি, ভিলেজ ভিশন বাংলাদেশের নির্বাহী পরিচালক শরীফ খন্দকার ও ভলান্টিয়ার ডা. রাজু,আজিম উদ্দিন,শাহাদত হোসেন সহ অনেকে।
-
তাড়াশে সিএমপিসি এবং জিবিভি কমিটির সদস্যদের নিয়ে ১দিনের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত।
তাড়াশ প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশে সিএমপিসি এবং জিবিভি কমিটির সদস্যদের নিয়ে ১দিনের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। ২০ ডিসেম্বর মঙ্গলবার সকালে দেশীগ্রাম গুড়পিপুল ইউনিয়ন পরিষদ হলরম্নমে ওরিয়েন্টেশনটি পরিচালনা করেন গণ উন্নয়ন কেন্দ্র’র প্রকল্প কর্মকর্তা অরবিন্দু বর্মন। তাড়াশ উপজেলাধীন দেশীগ্রাম গুড়পিপুল ইউনিয়নের সিএমপিসি এবং জিবিভি কমিটির সদস্যদের নিয়ে বাল্যবিবাহ ও মানব পাচার সম্পর্কে, বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৭, সংশিস্নষ্ট আইন ও আইনের প্রয়োগ বিষয়ে সচেতনতা, দক্ষতা ও সংবেদনশীলতা বৃদ্ধির জন্য ওরিয়েন্টেশনটি করা হয়। এ অনুষ্ঠানের শুরম্নতে স্বাগত বক্তব্য রাখেন গণ উন্নয়ন কেন্দ্র এর প্রকল্প ব্যবস্থাপক মোঃ আতাউর রহমান সরকার। এছাড়া উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশীগ্রাম গুড়পিপুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জ্ঞানেন্দ্রনাথ বসাক। এছাড়াও শিক্ষক, নিকাহ রেজিষ্টার, ইউপি সদস্য, সচিব, পিয়ার লিডার, শিক্ষার্থী, সাংবাদিক এবং এনজিও প্রতিনিধি উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,আগামীতে তার ইউনিয়ন পরিষদ বাল্যবিবাহ মুক্ত করবেন এবং পাশাপাশি অত্র ইউনিয়নে বাল্যবিবাহ প্রতিরোধে গণ উন্নয়ন কেন্দ্র কর্তৃক বাস্ত্মবায়িত ইউএসএআইডির ফাইট স্স্নেভারি অ্যান্ড ট্রাফিকিং-ইন-পার্সন (এফএসটিআইপি) এ্যাকটিভিটি প্রকল্পের সকল কার্যক্রমে সহযোগিতার আশ্বাস প্রদান করেন। উক্ত প্রকল্পটি উইনরোক ইন্টারন্যাশনাল’র সহযোগিতায় এবং ইউএসএআইডি’র অর্থায়নে তাড়াশ উপজেলার ৪টি ইউনিয়নে কার্যক্রম বাস্ত্মবায়ন করে আসছে।
-
তাড়াশ উপজেলা প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন।
তাড়াশ(সিরাজগঞ্জ)প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশে উপজেলা প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। ৯ ডিসেম্বর সকালে উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব মোঃ গোলাম রাব্বানীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহিনুর রহমানের সঞ্চালনায় এ আহবায়ক কমিটি গঠন করা হয়।
উপজেলা প্রেসক্লাবের পরিচালনা কমিটির মেয়াদ শেষ হওয়ায় জরম্নরী ভিত্তিতে এই সভার আয়োজন করে। সভায় সকল সদস্যদের উপস্থিতিতে মতামতের ভিত্তিতে ৩ সদস্য বিশিষ্ঠ আহবায়ক কমিটি গঠন করা হয়।
এতে দৈনিক সংবাদ পত্রিকার উপজেলা প্রতিনিধি মোছাঃ হোসনেয়ারা নাসরিন দোলন কে আহবায়ক ও দৈনিক নিউ নেশন ও সকালের সময় পত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃ মহসীন আলীকে যুগ্ম আহবায়ক এবং দৈনিক বিজনেস বাংলাদেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি এস এম সনজু কাদেরকে যুগ্ম আহবায়ক করা হয়।
-
তাড়াশে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালন।
তাড়াশ(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালন উপলক্ষে জয়িতাদের সন্মাননা ও আলোচনা সভা করা হয়েছে।
৯ ডিসেম্বর শুক্রবার সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হলরম্নমে উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল করিমের সভাপতিত্বে আন্ত্মর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে জয়িতাদের সন্মাননা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময়”সবার মাঝে ঐক্য গড়ি- নারী ও শিশু নির্যাতন বন্ধ করি” এই শেস্নাগান সামনে নিয়ে আন্ত্মর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালন উপলক্ষে জয়িতাদের সন্মাননা ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬৪ সিরাজগঞ্জ ৩ তাড়াশ রায়গঞ্জ ও সলঙ্গা আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরম্নজ্জামান মনি,ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, প্রভাষক মর্জিনা ইসলাম,কৃষি অফিসার আল মামুন,মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা নাসরিনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
এ অনুষ্ঠানে ৫ জন জয়িতাকে সন্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।
-
তাড়াশে পুলিশের অভিযানে বিএনপি’র ৫ নেতাকর্মী আটক।
তাড়াশ প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে বিএনপি’র ৫ নেতাকর্মীকে আটক করেছেন থানা পুলিশের সদস্যরা। ২৯ নভেম্বর মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার তাড়াশ-রানীরহাট আঞ্চলিক সড়কের লাউতা চার মাথা আকবর আলী বাজারে ককটেল বিস্ফোরণ হলে তাদেরকে আটক করে। জানা গেছে এ ঘটনায় তালম ইউনিয়ন ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মোজ্জামেল হক মজনু বাদী হয়ে অজ্ঞাত ১শ ২০ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ রাতভর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫ বিএনপির নেতাকর্মীকে আটক করে।
আটককৃত আসামীরা হলেন, উপজেলার তালম ইউনিয়ন বিএনপির সভাপতি সোহরাব হোসেন (৫৫), ইউনিয়ন যুব দলের আহ্বায়ক দিদার খাঁন (৪২), তাড়াশ উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক রাজিব আহম্মেদ মাসুম (৩৮), বারম্নহাস ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ডা. মুক্তার হোসেন সরকার (৪৫) ও মাধাইনগর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ (৪০)। বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ থানার ওসি শহিদুল ইসলাম।
তাড়াশ থানা পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে বিএনপির নেতা কর্মীরা উপজেলার তাড়াশ-রানীরহাট আঞ্চলিক সড়কের লাউতা চার মাথা আকবর আলী বাজার এলাকায় ককটেল বিস্ফোরন ঘটিয়ে পালিয়ে যান।
এ ঘটনায় তালম ইউনিয়ন ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মোজ্জামেল হক মজনু বাদী হয়ে অজ্ঞাত ১শ২০ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। পরে তাড়াশ থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই ৫ নেতা কর্মীকে আটক করেন।
তাড়াশ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম টুটুল বলেন, আগামী ৩ ডিসেম্বর রাজশাহী বিভাগীয় সমাবেশকে সামনে রেখে ভয়ভীতি দেখাতে এ ধরনের গায়াবী মামলা করেছেন। বিএনপির নেতা কর্মীরা রাজশাহী বিভাগীয় সমাবেশে যেতে না পারে এটি সরকারের দমন-পিড়নের একটি কৌশলমাত্র।
এ প্রসঙ্গে তাড়াশ থানার ওসি শহিদুল ইসলাম বলেন, আটককৃত আসামীদের সিরাজগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।