Tag: ডাকাত
-
হবিগঞ্জের ডাকাতের হামলায় ব্যবসায়ীর মৃত্যু-ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার।
হবিগঞ্জ প্রতিনিধি:হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় ডাকাতদের হামলায় বিএনপি নেতা ও ব্যবসায়ী মহসিন মিয়া নিহতের ঘটনায় সন্দেহভাজন পাঁচজন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।”বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) ভোরে এসআই কাউছার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ মাধবপুর উপজেলার সুন্দরপুর এলাকায় একটি বাসায় অভিযান চালিয়ে ৪ জনকে আটক করে। এর আগে উলুকান্দি গ্রাম থেকে আরেক ডাকাতকে গ্রেপ্তার করা হয়।”গ্রেপ্তারকৃতরা হলো- মাধবপুর উপজেলার বাখরনগর গ্রামের জমির আলীর পুত্র ফয়সাল মিয়া (৩২), মানিকপুর গ্রামের শাহ আলম মিয়ার পুত্র রুবেল আহমদ রনি (২৬), সুন্দরপুর গ্রামের আছদ্দর আলীর পুত্র জয়নাল মিয়া (৪২), একই গ্রামের দুবাই মিয়ার পুত্র জালাল মিয়া ওরফে স্প্রিং জালাল (৩২) ও চুনারুঘাট উপজেলার উলুকান্দি গ্রামের ইদ্রিছ আলীর পুত্র রুহুল আমিন (২৪)।”পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর উপজেলার সুন্দরপুর এলাকায় একটি ভাড়াটিয়া বাসায় অভিযান চালায়। এসময় অবস্থানরত ডাকাতরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশের উপর আক্রমন করতে আসে। তাৎক্ষণিত পুলিশ তাদের ঘেরাও করে আটক করে।”এর আগে গত ৩ ফেব্রুয়ারী রাত ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের থানা এলাকায় দুই বিএনপি নেতা ডাকাতের কবলে পড়েন। একই সময় ডাকাতের হামলায় বিএনপি নেতা ও ব্যবসায়ী মহসিন মিয়া নিহত হন। এ ঘটনায় ৫ ফেব্রুয়ারী রাতে শায়েস্তাগঞ্জ থানার এসআই তাজুল ইসলাম বাদী একটি মামলায় দায়ের করেন।”শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনর্চাজ (ওসি) দিলীপ কান্ত নাথ আটকের বিষয়টি নিশ্চিত করে জানান- আসামীদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে প্রেরণ করা হবে।” -
মাধবপুরে কুখ্যাত ডাকাত রজব আলী গ্রেফতার।
মাধবপুর(হবিগঞ্জপ্রতিনিধিঃহবিগঞ্জের মাধবপুর থানা পুলিশের অভিযানে হত্যা মামলাসহ একাধিক অস্ত্র, চুরি, ডাকাতি ও অন্যান্য মামলার আসামী কুখ্যাত ডাকাত রজব আলী গ্রেফতার করা হয়েছে।থানা সূত্রে জানা যায়, মাধবপুর থানাধীন কাশিমনগর ফাঁড়িতে কর্মরত এসআই মোঃ সোহেল রানা সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চৌমুহনী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে পরোয়ানাভুক্ত আসামী কুখ্যাত ডাকাত মোঃ রজব আলীকে গ্রেফতার করে সক্ষম হন। সে চৌমুহনী ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামেরমৃত মন্নর আলীর ছেলে মোঃ রজব আলী(৫৬)।মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন সত্যতা নিশ্চিত করে জানান, ডাকাত রজব আলীর বিরুদ্ধে মাধবপুর থানাসহ অন্যান্য থানায় একটি খুন, তিনটি ডাকাতি, দুটি অস্ত্র, তিনটি চুরি ও পাঁচটি অন্যান্য মামলা রয়েছে। তিনি আরও বলেন,রজব আলীকে আদালতের মাধ্যমে জেল কারাগারে পাঠানো হয়েছে। -
উল্লাপাড়ায় আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেফতার।
উল্লাপাড়া(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অভিযান পরিচালনা করে আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
১৫ মার্চ শুক্রবার গভীর রাতে উপজেলার সদর ইউনিয়নের গজারিয়া ব্রীজ সংলগ্ন এলাকায় ডাকাতির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্রসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ডাকাত দলের সদস্যরা উপজেলার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন হলো মহাসড়কে সংঘবদ্ধ ভাবে ডাকাতি করে আসছিলো।এদের বিরুদ্ধে থানায় ডাকাতি ও ছিনতাই সহ একাধিক মামলা রয়েছে।গ্রেফতারকৃতরা হলেন-সিরাজগঞ্জ সদর থানার রায়পুর এলাকার হাবিবুর রহমানের ছেলে হাসিরুল ইসলাম হাসু,বেলকুচি থানার সূর্বণসারা এলাকার সোবাহান মন্ডলের ছেলে জুবায়ের হোসেন পারভেছ,উল্লাপাড়া থানার পূর্ণিমাগাঁতী ইউনিয়নের গোহাট্টা পারকুলা এলাকার শুকুর আলীর ছেলে মনিরুজ্জামান,আমিরুল ইসলামের ছেলে আবু বক্কার সিদ্দিক, গোহাট্টা ভাগলপুর এলাকার মাজেদ আকন্দর ছেলে সুজন মিয়া সোহেল।
এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার অমৃত সূত্রধর ১৬ মার্চ শনিবার আড়াইটার সময় এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান এই চক্রটি দীর্ঘদিন যাবৎ উপজেলার বিভিন্ন মহাসড়ক ও গ্রামাঞ্চলে ডাকাতি ও ছিনতাই করে আসছিলো।এদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।
শুক্রবার রাত ৩ টার সময় উপজেলার সদর ইউনিয়নের গজারিয়া পিটিসি ইট ভাটার পাশে ৮/১০ জন ডাকাত দলের সদস্য রাস্তায় যানবাহন অবরুদ্ধ করে ধারালো অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল এমন সংবাদের ভিত্তিতে উল্লেখিত এলাকা পুলিশের একটি অভিযানিক দল চারপাশ ঘিরে ফেলেন ৫ ডাকাতকে গ্রেফতার করা হয়।পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যান্য ডাকাত পালিয়ে যায়।আটককৃতদের জিজ্ঞাসাবাদ করে বাকী ডাকাত পরিচয় পাওয়া গেছে।তাদের কেউ গ্রেফতারের জোড় চেষ্টা চালানো হচ্ছে।
এ ব্যাপারে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান গ্রেফতারকৃত আন্ত জেলা ডাকাত দলের ৫ সদস্যকে আটকের পর তাদের বিরুদ্ধে মামলা রজু করে শনিবার বিকেলে জেলহাজতে পাঠানো হয়েছে।
-
মাধবপুরে ডাকাতের হামলায় আহত- ৩।
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃহবিগঞ্জের মাধবপুরে সংঘবদ্ধ ডাকাত দলের হামলায় তিন ব্যাক্তি আহত হয়েছে।শনিবার (১৭ ফেব্রুয়ারী) দিবাগত রাত ১০ টার দিকে উপজেলার আন্দিউড়া ইউনিয়নের দীঘিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে ভুক্তভোগী মো: মামুনুর রশীদ বাদী হয়ে আজ রবিবার দুপুরে মাধবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগ সূত্রে জানা যায়,শনিবার দিবাগত রাত ১০ টার দিকে উপজেলার বেজুরা গ্রামের মামুনুর রশীদ, মো: হাবিবুর রহমান ও চেরাগ আলী মোটরসাইকেল যোগে মুরাদপুর গ্রামে গানের অনুষ্ঠানে যাওয়ার পথে (গেইটঘর) শাহপুর থেকে দীঘিরপাড় রাস্তায় পৌঁছামাত্র ৫/৬ জন ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে তাদের পথরোধ করে এলোপাতাড়ি ভাবে মারপিট করে তাদের তিনটি এন্ড্রয়েড মোবাইল ফোন, সোনার আংটি ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে যায় এবং তাদেরকে বেধে রেখে মারধর করে।পরবর্তীতে রাত প্রায় সাড়ে এগারোটার দিকে স্থানীয় মেম্বার ফুরুক মিয়াসহ এলাকার লোকজন আসলে ডাকাত দলের সদস্যরা পালিয়ে যায়।এসময় মেম্বার ও স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মো: রকিবুল ইসলাম খাঁন সত্যতা নিশ্চিত করে জানান, লিখিত অভিযোগ পেয়েছি, এসআই অনিক চন্দ্র দেব কে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। -
মাধবপুরে দুই ডাকাত আটক।
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি।হবিগঞ্জের মাধবপুরে ডাকাতির প্রস্তুতি কালে দুই ডাকাতকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২১ নভেম্বর) রাতে মাধবপুর থানাধীন কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর গোলাম মোস্তফা’র নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ধর্মঘর ইউনিয়নের চক রাজেন্দ্রপুর গ্রামে অভিযান চালিয়ে ও এলাকাবাসীর সহযোগিতায় ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার দাড়িয়াপুর গ্রামের ফুল মিয়া’র পুত্র এনু মিয়া (৪৮) ও কসবা উপজেলার বিনাউটি গ্রামের হাবিল মিয়া’র পুত্র শাহীন মিয়া (৪২) কে আটক করে। এসময় পুলিশের উপস্থিত টের পেয়ে তাদের ১৪/১৫ জন সহযোগী পালিয়ে গেছে । এ বিষয়ে মাধবপুর থানার ওসি মো: রকিবুল ইসলাম খান সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত ব্যাক্তিদের বিরুদ্ধে মামলা রুজু প্রকৃয়াধীন আছে। পলাতক ডাকাতদেরকে গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে। -
কলমনগরে দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য আটক।
লক্ষ্মীপুরের কমলনগরে দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ ডাকাত দলের এক সদস্যকে আটক করেছে স্থানীয় জনসাধারন।বৃহস্পতিবার রাত ২ টার সময় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে বিষয়টি এলাকার জনতা টের পেয়ে তাদের ঘেরাও করলে মোঃ খোরশেদ আলম(৪০)কে আটক করলে বাকীরা পালিয়ে যায়। গণপিটুনির পর ডাকাত দলের সদস্যকে পুলিশে সোপর্দ করেন।
বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার চর লরেঞ্চ ইউনিয়নের গুদাম রোড এলাকার আবুল কালাম তহসিলদার বাড়ি থেকে তাকে আটক করেন স্থানীয়রা।
এসময় তার সঙ্গে থাকা এক ব্যাগ দেশীয় অস্ত্র জব্দ করা হয়। আটক মো. খোরশেদ আলম (৪০) সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার গোপীনাথপুর গ্রামের মরহুম আতরের জামানের ছেলে। পরে তার দেওয়া তথ্য অনুসারে সকালে ওই পুকুর থেকে আরও একটি রিভেলবার উদ্ধার করা হয়।
চর লরেঞ্চ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম নুরুল আমিন মাস্টার অস্ত্র উদ্ধারের কথা নিশ্চিত করেছেন। অন্যদিকে আটক যুবকের বিরুদ্ধে মামলার প্রস্তুতির কথা জানিয়েছে কমলনগর থানার এএসআই মো. সালা উদ্দিন।
প্রত্যক্ষদর্শী এবং ওই বাড়ির বাসিন্দা চর লরেঞ্চ ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মো. কামাল উদ্দিন জীবন জানান, স্থানীয় এক রিকশাচালক রাতে তার রিকশার ব্যাটারি চার্জ দিয়ে বাড়ি ফিরছিলেন।
এই সময় ১০/১২ জন অপরিচিত ব্যক্তিকে দেখে দূর থেকে তাদের পরিচয় জানার চেষ্টা করলে তারা ওই রিকশাচালকে ধাওয়া করে। তার চিৎকারে এলাকাবাসী চারপাশ থেকে এসে ডাকাত সদস্যদের পাল্টা ধাওয়া করে। তখন মো.খোরশেদ আলম নামে একজন ব্যাগ ভর্তি অস্ত্র নিয়ে কামাল তহসিলদার বাড়ির পুকুরে পড়ে যান।
সেখান থেকে তাকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে খবর দেওয়া হয়।পরে তার দেওয়া তথ্যানুসারে শুক্রবার (৩১ ডিসেম্বর) সকালে পুলিশ এসে ওই বাড়ির পুকুর থেকে একটি রিভলবার উদ্ধার করে।
-
ছাতকে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য গ্রেফতার।
ছাতক প্রতিনিধিঃ সুনামগঞ্জের ছাতকে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ওয়ারিছ আলী(৪৮)কে গ্রেফতার করেছে থানা পুলিশ।
শনিবার (০৬ নভেম্বর) সন্ধ্যা ৬ টার সময় ছাতক পৌরসভার ৬নং ওয়ার্ডের মন্ডলিভোগ এলাকা থেকে ডাকাত ওয়ারিছকে গ্রেফতার করা হয়। সে তেঘরী নোয়াগাঁও গ্রামের মৃত মখলিছুর রহমানের ছেলে।তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৮টি ডাকাতি মামলা রয়েছে।
পুলিশ জানায়, সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার মিজানুর রহমান বিপিএম’র দিক নির্দেশনায় সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) বিল্লাল হোসেনে ও ছাতক থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান মিজানের তত্বাবধানে ছাতক থানার সেকেন্ড অফিসার এসআই হাবিবুর রহমান পিপিএম এর নেতৃত্বে সংগীয় এএসআই মিলাদ হোসেন, কনস্টেবল শরীফ উদ্দিন,বিজন দাস সহ অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত ওয়ারিছ আলীকে গ্রেফতার করা হয়।
তার বিরুদ্ধে সিলেট বিশ্বনাথ থানায় ০২টি, দক্ষিণ সুনামগঞ্জ থানায় ০১টি, এবং ছাতক থানায় ০৫টি ডাকাতি মামলা সহ সর্বমোট ০৮টি ডাকাতি মামলার আসামি। তাছাড়া ছাতক থানায় ০৪টি ডাকাতি মামলার ওয়ারেন্ট মুলতবি আছে তার বিরুদ্ধে।
-
মাধবপুরে ডাকাত দলের সদস্য দেশীয় অস্ত্রসহ গ্রেফতার।
নাহিদ মিয়া,মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : মাধবপুর উপজেলার ছাতিয়াইন সড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র সহ কূখ্যাত ডাকাত সোহাগকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত ডাকাত সোহাগ নাসিরনগর উপজেলার বুড়িশ্বর গ্রামের আমির আলীর ছেলে। রোববার রাতে ছাতিয়াইন সড়কে সংঘবদ্ধ একটি ডাকাতদল সড়কে ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে টহল পুলিশ ঘটনাস্থলে গেলে যাত্রীবাহি গাড়ি ভেবে ডাকাতরা পুলিশের গাড়ির গতিরোধ করে।
এ সময় পুলিশ শর্টগানের চালিয়ে ধাওয়া করে ডাকাত সোহাগকে আটক করে।ঘটনাস্থল থেকে ডাকাতি কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র শস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ডাকাতের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।