Tag: টাঙ্গাইল

  • নাগরপুরে ধসে গেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়,অনিশ্চিত পাঠদান।

    নাগরপুরে ধসে গেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়,অনিশ্চিত পাঠদান।

    টাঙ্গাইলের নাগরপুরে সাড়টিয়া গাজী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন ধসে পড়ায় বিদ্যালয়ে শিক্ষাকার্যক্রম পরিচালনা করা অনিশ্চিত হয়ে পড়েছে। জরুরি ভিত্তিতে বিদ্যালয়ের ভবনটি পূণঃনির্মান করা না হলে যে কোন সময় বড় ধরনের দূর্ঘটনার আশংকা করছে স্থানীয় জনসাধারণ।

    জানা যায়, উপজেলার দপ্তিয়র ইউনিয়নে উল্লেখিত বিদ্যালয়টি ধ্বসে বড় ধরনের দুর্ঘটনার আশংকায় গত ৪ বছর যাবত বিদ্যালয়টির মূল ভবনে শিক্ষার্থীদের ক্লাস নেন না কর্মরত শিক্ষকরা। ওই স্কুলের প্রধান শিক্ষক ও এসএমসি কমিটির সদস্যরা জানান ঝুঁকিপূর্ণ ভবনটির বিষয়ে বার বার উদ্ধর্তন কর্তৃপক্ষকে অবগত করেও কোন সুরাহা হয়নি।এসময় তারা আরো বলেন এখন বর্ষা মৌসুম।শিক্ষার্থীর উপস্থিতি না থাকলেও ভবনটি রক্ষাণাবেক্ষনের ব্যবস্থ করা আশু প্রয়োজন।তা না হলে যে কোন সময় ভবন ধব্বসের বড় ধরনের দুর্ঘটনার আতঙ্ক বিরাজ করছে স্থানীদের মধ্যে।

    সারটিয়া গাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ১৯৩৮ সালে নির্মাণ করা হয়। পরবর্তীতে ২০০৮ সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) থেকে বিদ্যালয়ের একটি পাকা ভবন নির্মাণ করা হয়। পরে ২০১৬ সালের বন্যায় বিদ্যালয়ের সামনের মাটি ধব্বসে গিয়ে বিশাল গর্তের পুকুরে পরিনত হয়েছে।মূলত এই গর্তের বিদ্যালয়ের মূল ভবনের কয়েকটি শ্রেণীকক্ষ ধ্বসে পড়ে যায়।এ ভাবে ক্রমন্বয়ে বিদ্যালয়টি প্রায় বিলুপ্তির পথে। এতে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষ সংকটের কারনে গত ৪ বছর যাবত বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস করতে পারছে না।বিদ্যালয়ের খেলার মাঠটি ধব্বসে যাওয়া শিক্ষার্থীদের সহশিক্ষা খেলাধূলা করা সম্ভব হচ্ছে না,ফলে তাদের মেধা বিকাশ ব্যহত হচ্ছে। নষ্ট হচ্ছে শিক্ষার পরিবেশ।

    এ বিষয়ে সারটিয়া গাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোরশেদ আলম জানান,বিদ্যালয়ের ভবনটি নিয়ে একাধিকবার উর্ধ্বতন কর্তৃপক্ষকে ব্যবস্থা নেয়ার তাগাদা দিয়েও কোন সুরাহা হয়নি।বর্ষা মৌসুমেও ভবনটি আরো ভাঙনের আশংকা করা হচ্ছে।করোনাকালিন ছুটির জন্য বিদ্যালয় বন্ধ রয়েছে। যে কোন সময় সরকার বিদ্যালয় খোলার সিদ্ধান্ত এলে ঝুকিপূর্ণ এ ভবনে শিক্ষাকার্যক্রম অনিশ্চিত হয়ে পড়বে।শিক্ষার্থীদের ভবিষ্যতে পাঠদানের কথা চিন্তা করে হলেও জরুরীভাবে বিদ্যালয়টি ভাঙনের হাত থেকে রক্ষার দাবি করেন স্থানীয়রা।

    এ বিষয়ে নাগরপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা সিফাত-ই-জাহান বলেন,শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত এলে বিদ্যালয় সংলগ্ন এলাকায় অস্থায়ি ভাবে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পরিচালনার উদ্যোগ গ্রহন করা হবে।বিদ্যালয়ের ভবন নির্মাণ ও ছেলে মেয়েদের খেলার মাঠ সংস্কারের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

  • নাগরপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়।

    নাগরপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়।

    মোঃআব্দুল্লাহ খিজির, স্টাফ রিপোর্টারঃবেশী বেশী মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’ – এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় টাংগাইলের নাগরপুরে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উপলক্ষে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার (২৮ আগষ্ট), উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে জাতীয় মৎস্য সপ্তাহে বিভিন্ন কার্যাবলি বিষয়ে সাংবাদিকদের অবহিত করা হয়।

    এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুম বিল্লাহ বলেন,জাতীয় মৎস্য সপ্তাহে স্থানীয় পর্যায়ে সফল মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ,পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ,মৎস্য সেক্টরে অগ্রগতি বিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শনী,মাছ চাষ বিষয়ক সেবা প্রদানসহ বিভিন্ন কার্যাবলি হাতে নেয়া হয়েছে।

    এ মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মোঃ আলী জিন্নাহ, গনমাধ্যমকর্মী প্রমুখ।

  • নাগরপুরে পল্লী উদ্যোক্তাদের মধ্যে প্রনোদনার ঋণ বিতরণ।

    নাগরপুরে পল্লী উদ্যোক্তাদের মধ্যে প্রনোদনার ঋণ বিতরণ।

    টাংগাইলের নাগরপুরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত কোভিড -১৯ এ ক্ষতিগ্রস্থ পল্লী উদ্যোক্তাদের মাঝে প্রনোদনার আওতায় ঋণ বিতরণ করা হয়েছে।

    মঙ্গলবার (২৪আগষ্ট), উপজেলা হলরুমে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড( বিআরডিবি) নাগরপুর শাখা আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন টাংগাইল -৬ আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।

    বক্তব্যে সাংসদ টিটু বলেন, কোভিড-১৯ এ বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও ছড়িয়ে পড়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় কোভিড ১৯ এর টিকা বাংলাদেশের জনগনের মাঝে বিতরনের ব্যবস্থা করা হয়েছে। কোভিডের কারনে পল্লী উদ্যোক্তরা আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হয়েছেন।

    এ কারনে মাননাীয় প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্থদের মাঝে প্রনোদনা হিসেবে ঋন প্রদানের ব্যবস্থা করেছেন।এ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড( বিআরডিবি) টাংগাইল জেলার উপপরিচালক এস.এম জুয়েল আহমেদ।

    নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার সিফাত ই জাহানের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রুহুল আমীন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান (মহিলা) ছামিনা বেগম শিপ্রা প্রমুখ।

    এ অনুষ্ঠানে ১৩ জন উদ্যোক্তাদের মাঝে পনের লাখ টাকার প্রনোদনার ঋন বিতরন করা হয়েছে।

  • টাঙ্গাইলের ভূঞাপুরে গলায় ফাঁস দিয়ে এক বৃদ্ধের আত্মহত্যা।

    টাঙ্গাইলের ভূঞাপুরে গলায় ফাঁস দিয়ে এক বৃদ্ধের আত্মহত্যা।

    টাঙ্গাইলের ভূঞাপুরে আব্দুল কুদ্দুস প্রামাণিক(৬৫) নামের এক বৃদ্ধ আমগাছের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। নিহত বৃদ্ধ উপজেলার গোবিন্দাসী গ্রামের মৃত সোলাইমান প্রামাণিকের ছেলে ও গোবিন্দাসী বাজারের শফিকুল দর্জির বাবা। তিনি মোটর বিড়ির শ্রমিক ছিলেন। গতকাল শুক্রবার (২০ আগষ্ট ) রাতের কোন এক সময় নিজ বাড়িতে তিনি আত্মহত্যা করেন।

    পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, কুদ্দুস দীর্ঘদিন যাবত পাইলস্ রোগসহ নানা‌ রোগে ভুগছিলেন। গতকাল সন্ধ্যায় পাইলসের ব্যথা শুরু হলে ব্যথা় সহ্য করতে না পেরে আম গাছের সাথে গামছা বেঁধে আত্মহত্যা করেন।

    কুদ্দুস প্রামাণিকের ছেলে শফিকুল ইসলাম বলেন, পাইলস্ আক্রান্ত হওয়ার পর আমার বাবা মানসিকভাবে খুব ভেঙে পড়েন এবং সে শারীরিকভাবে খুবই অসুস্থ ছিলেন। সে আলাদা ঘরে আমার মায়ের সাথে থাকতো। রাত ১১ টার দিকে বাবাকে ঘরে না পেয়ে অনেক খোঁজাখুঁজি করার পর দেখি আম গাছের সাথে ফাঁস দেয়া অবস্থায় সে ঝুলছে।

    ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল ওহাব বলেন, কুদ্দুস আলী নানান রোগে আক্রান্ত হয়ে আত্মহত্যা করেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। লাশটি রাতেই থানায় নিয়ে আসা হয়। আজ শনিবার (২১ আগষ্ট ) পরিবার সহ এলাকার মাতব্বরগণ এসে কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।

  • ভূঞাপুর প্রেসক্লাবের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন।

    ভূঞাপুর প্রেসক্লাবের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন।

    টাঙ্গাইলের ভূঞাপুরে প্রেসক্লাবের উদ্যোগে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে ভূঞাপুর প্রেসক্লাবের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়েছে।

    রবিবার (১৫ ই আগস্ট) সকাল ৯ টায় উপজেলা চত্বরের সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় পতাকা উত্তোলন ও জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে ১৫ আগষ্টের শহীদদের আত্মার প্রতি দোয়া ও মোনাজাতের মাধ্যমে জাতীয় শোক দিবসের কর্মসূচি পালন করা হয়। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

    এসময় উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ইশরাত জাহান এর সভাপতিত্রে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির।

    আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)আব্দুল্লাহ আল রনি, ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)আব্দুল ওহাব, মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নুর মিনি প্রমুখ।

    প্রেসক্লাবের অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-প্রেসক্লাবের উপদেষ্টা ও প্রবীণ সাংবাদিক বদিউজ্জামান খান, সভাপতি শাহ আলম প্রামাণিক, সহ-সভাপতি সিরাজুল ইসলাম কিসলু, সাবেক সভাপতি আতোয়ার রহমান তালুকদার মিন্টু, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শাহীন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ইব্রাহীম ভূঁইয়া, জুলিয়া পারভেজ, আসাদুল খান, কোরবান আলী তালুকদার, কাজী গোলাম রব্বানী ইমরান, মোহাইমিনুল ইসলাম হৃদয়, মাহমুদুল হাসান, নাসির উদ্দিন, তৌফিকুর রহমান মানিক, আরিফুজ্জামান তপু, শফিউর রহমান তালুকদার প্রমুখ।

    এছাড়াও বিভিন্ন সরকারি কর্মকর্তা কর্মচারী বৃন্দ, সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পন করেন।

  • টাঙ্গাইলের ভূঞাপুরে অধ্যাপক শফিউদ্দিন তালুকদারের স্মরণ সভা।

    টাঙ্গাইলের ভূঞাপুরে অধ্যাপক শফিউদ্দিন তালুকদারের স্মরণ সভা।

    টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা পাড়ের জনগণ সংগঠনের উদ্যোগে অধ্যাপক শফিউদ্দিন তালুকদারের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।তিনি ছিলেন উপজেলার নিকরাইল শমসের ফকির ডিগ্রি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি ভূঞাপুর উপজেলা শাখার সভাপতি ও মুক্তিযুদ্ধের গবেষক অধ্যাপক শফিউদ্দিন তালুকদার।

    শনিবার (১৪ আগস্ট) বিকেলে উপজেলার গোপিনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনলাইন ভিত্তিক সংগঠন “যমুনা পাড়ের জনগণ” এর উদ্যোগে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

    সংগঠনের সভাপতি এ্যাডভোকেট মাহমুদুল হাসান দিলশাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি, গীতিকার, সুরকার ও নাট্য ব্যক্তিত্ব গোলাম রব্বানী রতন।

    বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ও সাংবাদিক আখতার হোসেন খান, কবি অধ্যাপক আলী রেজা, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি ভূঞাপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক মশিউর রহমান, ভূঞাপুর শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শাহ আলম সরকার, সিরাজুল ইসলাম, আজমান আলী, জহিরুল ইসলাম বিজয়, আল আমিন সানি, মমিনুর রহমান প্রমুখ।

    উল্লেখ্য, অধ্যাপক শফিউদ্দিন তালুকদার গত ৪ আগস্ট (বুধবার) সকাল ৬ টায় হৃদরোগে আক্রান্ত হয়ে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। এসময় তিনি স্ত্রী, এক ছেলেও আত্নীয় স্বজন’সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

  • টাঙ্গাইলের ভূঞাপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর জন্মদিন পালন

    টাঙ্গাইলের ভূঞাপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর জন্মদিন পালন

    টাঙ্গাইলের ভূঞাপুরে বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯১তম জন্মদিন পালন করা হয়েছে। রবিবার (৮ আগস্ট) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে বঙ্গমাতার জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ইশরাত জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ তানভীর হাসান ছোট মনির।

    এসময় অন্যান্যের মধ্যে আরোও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র মাসুদুল হক মাসুদ, সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল রনী,মহিলা ও শিশু বিয়ষক কর্মকর্তা মোছাঃ কণিকা মল্লিক, ওসি (তদন্ত) জে.ও.এম তৌফিক আজম, সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,কর্মচারী,আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ‌।

    এ সময় মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে ৭টি সেলাই মেশিন, ৩৬ জনকে নগদ ২ হাজার টাকা করে ও স্থানীয় সাংসদ উপস্থিত শতাধিক মহিলাদেরকে ১টি করে শাড়ী কাপড় উপহার প্রদানের ঘোষণা দেন।

  • টাঙ্গাইলের নাগরপুরে শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী উদযাপন

    টাঙ্গাইলের নাগরপুরে শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী উদযাপন

    টাংগাইলের নাগরপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

    বৃহস্পতিবার(৫ আগষ্ট),জন্মদিন উপলক্ষে নাগরপুর উপজেলা আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেছে।

    সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র ক্রীড়া সংগঠক বীর মুক্তিযোদ্ধা শেখ কামাল ১৯৪৯ সালের ৫ আগস্ট গোপালগঞ্জের টুঙ্গীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।১৯৭৫ সালের ১৫ই আগস্ট ২৬ বছর বয়সে বঙ্গবন্ধুর সঙ্গে সপরিবারে নিহত হন শেখ কামাল।

    বঙ্গবন্ধুর বড় ছেলে শেখ কামাল বাংলাদেশ ছাত্রলীগের একজন নিবেদিত কর্মী ছিলেন। এই সংগঠনের সংগ্রামী, আদর্শবাদী কর্মী হিসেবে ‘৬৯-র গণঅভ্যুত্থানথ ও মহান মুক্তিযুদ্ধে বীরোচিত ভূমিকা পালন করেন।

    ১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে পাকহানাদার বাহিনী কর্তৃক বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্মৃতি-বিজড়িত ধানমন্ডির ৩২ নম্বর সড়কের ঐতিহাসিক বাসভবন আক্রান্ত হওয়ার পূর্ব মুহূর্তে বাড়ি থেকে বের হয়ে তিনি সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন।

    শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকীতে নাগরপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।

    আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃমতিয়ার রহমান মতি, সাধারণ সম্পাদক মোঃ কুদরত আলী,যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল হক তপন,সাবেক ভিপি মোঃজহুরুল আমিন,উপজেলা আ,লীগের তথ্য ও গবেষনা সম্পাদক জাকির হোসেন তালুকদার,সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন উপজেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান হাবিব সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

  • টাঙ্গাইলের নাগরপুরে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।

    টাঙ্গাইলের নাগরপুরে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।

    টাঙ্গাইলের নাগরপুরে বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরের পানিতে পড়ে দুই চাচাতো ভাইয়ের করুণ মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ রা আগষ্ট) সকাল সাড়ে ১১টার সময় নাগরপুর উপজেলার সহবতপুর ইউনিয়নের চরডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

    নিহতরা হলো,চরডাঙ্গা গ্রামের রাসেল মিয়ার ছেলে আব্দুর রহমান (৭) ও জাহিদ মিয়ার ছেলে তালহাজ (৭)। আপন দুই ভাই রাসেল ও জাহিদের স্ত্রীরাও আপন দুই বোন।

    সরেজমিনে গিয়ে জানা যায়, দুই চাচাতো ভাই আব্দুর রহমান ও তালহাজ এবং পাশের বাড়ির রবিউলের ছেলে রাফি (৬) মঙ্গলবার সাড়ে ১১টার সময় বাড়ির পাশে পুকুরের সন্নিকটে খেলা করতে যায়। খেলার সময় সকলের অগোচরে রহমান ও তালহাজ পার্শ্ববর্তী পুকুরের পানিতে পড়ে যায়। তখন রাফি দৌড়ে এসে রহমান ও তালহাজের বাড়িতে খবর দিলে পরিবারের লোকজন তাদেরকে উদ্ধার করতে যায়।

    এসময় একই এলাকার কবির, শওকত, সাগর ও জহিরুল সহ অনেকেই পুকুরের পানিতে নেমে তাদেরকে খোঁজাখুজি করে।

    পরে তাদেরকে উদ্ধার করে দ্রুত নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা.প্রিয়া মন্ডল দু’জনকেই মৃত ঘোষণা করেন। দুই চাচাতো ভাইয়ের এ মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

  • টাঙ্গাইলে করোনা উপসর্গে ৪ জনের মৃত্যু, নতুন আক্রান্ত সংখ্যা ২১৩ জন।

    টাঙ্গাইলে করোনা উপসর্গে ৪ জনের মৃত্যু, নতুন আক্রান্ত সংখ্যা ২১৩ জন।

    টাঙ্গাইলে গত ২৪ ঘন্টায় ৮৪৬টি নমুনা পরীক্ষায় নতুন করে আরও ২১৩ জন করোনায় আক্রান্ত হয়েছে। করোনায় ও উপসর্গ নিয়ে ৪জনের মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১২ হাজার ৮ ‘শ ৯৩ জন।

    সোমবার (২৬ জুলাই) টাঙ্গাইলের সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, ঢাকায় পাঠানো গতকালের নমুনা থেকে প্রাপ্ত ফলাফলে নতুন করে আরোও ২১৩ জন করোনায় আক্রান্ত হয়েছে এবং চিকিৎসাধীন অবস্থায় ও উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে।

    এ নিয়ে টাঙ্গাইল জেলায় সর্ব মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১২ হাজার ৮৯৩ জন। এ পর্যন্ত জেলায় মোট মৃত্যুবরণ করেছেন ২০১জন। আক্রান্ত ব্যক্তিরা বিভিন্ন হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটে এবং নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।