Tag: চাল

  • ঠাকুরগাঁওয়ে ১০ টাকা কেজি দরে চাল কার্ডধারীদের নাম পরিবর্তনের অভিযোগ।

    ঠাকুরগাঁওয়ে ১০ টাকা কেজি দরে চাল কার্ডধারীদের নাম পরিবর্তনের অভিযোগ।

    ঠাকুরগাঁওয়ে ১০ টাকা কেজি দরে চাল কার্ডধারীদের নাম পরিবর্তনের অভিযোগ।


    ঠাকুরগাঁওয়ে  হতদরিদ্রের জন্য সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরে চাল বিতরণের কার্ডধারীদের নাম পরিবর্তনের অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে।

    বুধবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার আখানগর ইউনিয়নের ভুক্তভোগীরা চেয়ারম্যান রোমান বাদশার বিরুদ্ধে এমনি অভিযোগ করেন।

    সরেজমিনে গিয়ে দেখা যায়, সদর উপজেলা আখানগর ইউনিয়নে প্রায় ৩শ অসহায় মানুষের ১০ টাকা কেজি চালের কার্ড পরিবর্তন করায় বিক্ষুদ্ধ হয়ে উঠেন ভুক্তভোগীরা।  এসব চাল বিতরণ কিছু সময়ের জন্য বন্ধ করে দেয় ভুক্তভোগীরা।  এসময় তাদের ন্যায্য অধিকার পেতে বিভিন্ন ধরনের শ্লোগান দেয়। এতো ঘন্টাব্যাপী বন্ধ হয়ে যায় চাল বিতরণ কার্যক্রম।

    জানা যায়, ঠাকুরগাঁও সদর উপজেলার আখানগর ইউনিয়নে ৯ টি ওয়ার্ডে হতদরিদ্রের জন্য সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১০টাকা কেজি দরে চাল এক হাজার ৭৫ জনের মাঝে অসহায় মানুষের মাঝে কার্ড দেয়া হয়। এরমধ্যে প্রায় ৩শ অসহায়দের কার্ড বাতিল করেন চেয়ারম্যান বলে অভিযোগ ভুক্তভোগীদের।

    ভুক্তভোগীদের অভিযোগ চেয়ারম্যান তাদের কার্ড নিয়ে আর ফেরত না দিয়ে তাদের নামের পরিবর্তে নিজের খুশি মতো স্বচ্ছল মানুষদের নামে কার্ড করে দিয়েছে। যদিও চেয়ারম্যান অভিযোগের কথা অস্বীকার করে বলেন, যারা অসহায় শুধু তাদের মাঝেই বিতরণ করা হচ্ছে এই চাল।

    ভুক্তোভোগী দিনমজুর  মানিক বলেন, আমি অসহায় মানুষ। দিনে আনে দিনে খাই। চেয়ারম্যান কিছুদিন আগে আমার কার্ড নিয়েছে বলে কি বলে প্রয়োজন। এখন আর কার্ড দেয়না। আমি একজন দিনমজুর হয়ে যদি সরকারের এই সুযোগ না পাই তাহলে কারা পাবে???

    আরেক ভুক্তভোগী আইযুব আলী  বলেন, আমরা অসহায়,গরীব কিন্তু আমাদের সাথে এমন অন্যায় কেন হলো?. আমি মিলে কাজজ করি।  চেয়ারম্যানকে বলি আমার কার্ড বাতিল কেন করলেন তিনি বলে তুমি পাবেনা। আমার মতো দিনমজুর পাবেনা কিন্তু স্বচ্ছল মানুষেরা পাইছে। চেয়ারম্যান তার নিজের খুশি মতো কার্ড দিছে।

    তবে অভিযুক্ত আখানগর ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান রোমান বাদশা বলেন, আমাদের ইউনিয়নে সকল অসহায় মানুষেরাই এই কার্ড পেয়েছে। কার্ড পরিবর্তনের বিষয়ে তিনি বলেন, উপজেলা পরিষদে  মিটিং হয়েছে যারা দীর্ঘদিন এই কার্ডের সুবিধা নিয়েছে তাদের নাম পরিবর্তনের। সেই সিদ্ধান্ত মতে আমরা কিছু কার্ড  পরিবর্তন করেছি। তবে উপজেলা পরিষদের এই সিদ্ধান্তের কোন লিখিত নেই বলেও জানান তিনি।

    ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মো.সামসুজ্জামান বলেন, যারা আগে থেকে এই কার্ডের সুবিধে নিচ্ছে তারাই নিবে। কার্ড পরিবর্তন করা হবে এই ধরনের কোন সিদ্ধন্ত নেয়া হয়নি। তবে আখানগরের বিষয়ে এমন অভিযোগ শুনেছি,  খোঁজ খবর নিয়ে  প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

  • তানোরে ভিজিডি’র চাল ইঁদুরের পেটে, ভুক্তভোগীদের মাঝে চরম ক্ষোভ।

    তানোরে ভিজিডি’র চাল ইঁদুরের পেটে, ভুক্তভোগীদের মাঝে চরম ক্ষোভ।

    তানোরে ভিজিডি’র চাল ইঁদুরের পেটে, ভুক্তভোগীদের মাঝে চরম ক্ষোভ।


    রাজশাহীর তানোর উপজেলার বাধাইড় ইউপি চেয়ারম্যান আতাউর রহমানের বিরুদ্ধে ফের ভিজিডির চাল বিতরণ না করে প্রায় ৮বস্তা চাল আত্মসাৎ করার উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার অভিযোগ উঠেছে। এমনকি চাল গুলো গরীব অসহায় মানুষের মাঝে বিতরণ না করে চাল গুলো দেয়া হচ্ছে ইঁদুরের পেটে বলেও একাধিক মহিলা চরম ক্ষোভ প্রকাশ করে জানান। এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে, উপজেলার ২নং বাধাইড় ইউনিয়ন পরিষদে। রোববার (৬মার্চ) দুপুরে সরেজমিনে বাধাইড় ইউপি পরিষদে গিয়ে পরিষদের গোডাউন ঘরে দেখা যায় এ ভিজিডির চাল সহ বস্তা গুলো মেঝেতে পড়ে থাকতে। ফলে পায়ের নিচে চালের বস্তা গুলো পড়ে থাকায় প্রতিনিয়ত চালের বস্তার উপর দিয়ে মানুষ চলাচল করছে।

    এতে করে বছর পার না হতে আবারো বাধাইড় ইউপি চেয়ারম্যান আতাউর রহমানের হেফাজতে রাখা চালের জঘন্য ঘটনা ফাঁস হয়ে পড়লে এলাকাজুড়ে দেখা দিয়েছে চাঞ্চল্য ও বইছে সমালোচনার ঝড়। সেই সাথে চেয়ারম্যান আতাউর রহমানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জেলা ও উপজেলার সংশ্লিষ্ট কর্মকর্তা গণের হস্তক্ষেপ কামনা করেছেন বাধাইড় ইউপি বাসী। জানা গেছে, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার উপহার হিসেবে প্রতিটি ইউনিয়ন পরিষদের অসহায় দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে নতুন বছরের ভিজিডির কার্ড ও চাল বিতরণ করা হয়।

    তানোর উপজেলার বাধাইড় ইউপির জনসাধারণের জন্য ভিজিডির কার্ড ও চাল বিতরণ করতে দেয়া হয়। কিন্তু সেই চালের মধ্যে কিছু চালের বস্তা বিতরণ না করে অসৎ উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখেন চেয়ারম্যান আতাউর রহমান। সম্প্রতি,গত বছর ঠিক একই ভাবে ১২বস্তা চাল আত্মসাৎ করতে গিয়েও ফেঁসে গিয়েছিল এই চেয়ারম্যান আতাউর রহমান।

    এবিষয়ে বাধাইড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমানের সাথে তার( 01714763731)ফোন নম্বরে যোগাযোগ করা হলে তিনি চাল আত্মসাৎতের কথা অস্বীকার করে বলেন তুমি এসব চাল নিয়ে তদন্ত কর,তদন্ত করে দেখো তুমি ,মেঝেতে চাল গুলো এভাবে ছিড়ে ছিটে কেন পড়ে রয়েছে জানতে চাইলে তিনি কিছু না বলে এড়িয়ে যান। অন্যদিকে সরকার দলীয় চেয়ারম্যানের এমন জঘন্য কান্ডে এলাকা জুড়ে বইছে চাঞ্চল্য ও চেয়ারম্যান আতাউর রহমানের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি।

    এবিষয়ে তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও পংকজ চন্দ্র দেবনাথের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এমন কোন অভিযোগ পাওয়া যায়নি, তবে যদি এমন ঘটনা ঘটে থাকে তাহলে তদন্ত সাপেক্ষে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

  • তাড়াশে অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহের কর্মসূচি উদ্বোধন।

    তাড়াশে অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহের কর্মসূচি উদ্বোধন।

    তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ ২০২১-২২ উদ্বোধন করা হয়েছে। ০২ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলা এল.এস.ডি চত্বরে আমন ধান ও চাল সংগ্রহ কর্মসূচি ফিতা কেটে উদ্বোধন করেন উপজেলা নিবার্হী অফিসার মেজবাউল করিম।

    এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, উপজেলা কৃষি অফিসার লুৎফুন্নাহার লুনা, ও.এল.এস.ডি কাউছার হোসেন, রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি মোতালেব হোসেন মামুন, উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি মহসীন আলী,সাংবাদিক এম ছানোয়ার হোসেন,সাইদুর রহমানসহ অনেকে। অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ ২০২১-২২ উদ্বোধন অনুষ্ঠানে গোডাউনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও.এল.এস.ডি কাউছার হোসেন বলেন,এ অর্থ বছরে ৬শ ৫৭টন ধান সংগ্রহ করা হবে।

    সরকারী ভাবে ২৭ টাকা দরে ১হাজার ৮০টাকা মণ হিসেবে ধান ক্রয় করা হবে। গত বছরে ইরি ধান সংগ্রহ করতে গিয়ে আমরা টার্গেট পুরন করতে পারি নাই। ৩ হাজার ৭৪টন ধান সংগ্রহ করার টার্গেট থাকলেও সংগ্রহ হয়েছিল ১হাজার ৮শ ২৪টন। এবারও পারবো কিনা সন্দেহ আছে।

    সাধারণ জনগন (কৃষক) বাহিরের বাজারে সরকারী রেটের চাইতে বেশী মূল্য পাওয়ায় ধান দিতে ইচ্ছা পোষণ করছেন না। তবে আমরা চেষ্টা করছি আমন ধান সংগ্রহ করতে। ৭ নভেম্বর ২০২১ তারিখ হতে ২৮ ফেব্রুয়ারী ২০২২ তারিখ পর্যন্ত  এ ধান সংগ্রহ কর্মসূচি চলবে।

  • লালমোহন লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নে জেলেদের মাঝে ভিজিএফ চাল বিতরণ।

    লালমোহন লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নে জেলেদের মাঝে ভিজিএফ চাল বিতরণ।

    মামুন হোসাইন লালমোহন(ভোলা)প্রতিনিধি: মা ইলিশ রক্ষা পেলে, সারা বছর ইলিশ মেলে, এই স্লোগান কে সামনে রেখে লালমোহন উপজেলাধীন লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নে ২৯৬৮ জন জেলের মাঝে মৎস্য ভিজিএফ চাউল বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।

    বৃহস্পতিবার সকাল ৯টায়,লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের জেলের মাঝে ২০ কেজি করে মৎস্য ভিজিএফ চাউল বিতরণ করা হয়।

    এসময় ট্যাক অফিসার হিসেবে উপস্থিত ছিলেন তানভীর আহমেদ,লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবুল কাশেম মিয়াঁ।

    এ ছাড়াও উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদের সচিব,ইউপি সদস্য বৃন্দ সহ অন্যান্যরা।

    এ সময় চেয়ারম্যান আলহাজ্ব আবুল কাশেম মিয়াঁ তার বক্তব্যে বলেন,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলেদের মাঝে মৎস্য ভিজিএফ চাউল বিতরণে ব্যবস্থা করে জেলেদের মুখে হাসিফুটান তাই ৯ নং লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নে সর্বস্তরের জনগণে পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করছি ও লালমোহন তজুমদ্দীনের মাটি ও মানুষের প্রান প্রিয় নেতা আলহাজ্ব নূরুনবী চৌধুরী শাওন এমথপি মহোদয় সর্বদাই তাঁর নির্বাচনী এলাকার মানুষের সুখে দুঃখে পাশে থেকে সেবা করে যাচ্ছেন। আপনারা সবাই এমথপি মহোদয় এর জন্য মনখুলে দোঁয়া করবেন।

    এসময় তিনি আরো বলেন,৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত নদীতে মা ইলিশ ধরার নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, তাই এ সময় কোন প্রকার মা ইলিশ ধরা, মজুদ করা, এবং বিক্রি করা যাবে না, এ জন্য এ ২২ দিনের খাদ্য সামগ্রী আপনাদের দেয়া হচ্ছে।

  • কানাইঘাট দিঘীরপাড় ইউনিয়ন পরিষদের ভিজিটি’র চাল বিতরণ।

    কানাইঘাট দিঘীরপাড় ইউনিয়ন পরিষদের ভিজিটি’র চাল বিতরণ।

    কানাইঘাট(সিলেট)প্রতিনিধিঃসিলেটের কানাইঘাটের দিঘীরপার পূর্ব ইউনিয়নের ১৮৪ টি পরিবারের কার্ডধারীদের মধ্যে সরকারি ভিজিটি’র চাল বিতরন করা হয়েছে।

    আজ সোমবার দুপুর ১২টার সময় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে কার্ডধারীদের মাঝে ভিজিটির ৩০ কেজি করে চাল তুলে দেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন কাজল। এ সময় উপস্থিত ছিলেন কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, দপ্তর সম্পাদক মুমিন রশিদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহিন আহমদ বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যবৃন্দ।

    চাল বিতরন কালে চেয়ারম্যান আলী হোসেন কাজল বলেন,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের দরিদ্র মানুষের ভাগ্যের পরিবর্তন ও দেশ থেকে দারিদ্রতা নির্মূলের লক্ষে নানা ধরনের যোগান্তকারী পদক্ষেপ গ্রহন করেছেন। সব ধরনের ভাতার টাকা বৃদ্ধি সহ ইউনিয়ন পর্যায়ে দরিদ্র লোকজনদের জীবনমান উন্নয়নের লক্ষে নানা ধরনের অর্থনৈতিক সেবা মূলক কার্যক্রম সহ ভিজিটি ও ভিজিএফ এর নামের তালিকা বাড়ানো সহ শতভাগ বয়স্ক ভাতা,বিধবা ভাতা,পঙ্গু ভাতার করে দিয়েছেন যার সুফল আমরা সবাই পাচ্ছি।

    ভবিষৎতে প্রধান মন্ত্রী শেখ হাসিনা ভিজিটি ও ভিজিএফ এর কার্ডধারীরা যাতে করে আরো উন্নত জীবন যাপন করতে পারেন এ জন্য নানামূখী উদ্দোগ নিয়েছেন।

  • চৌহালীর চাঁদপুর ইউনিয়নে অসহায়দের মাঝে চাল বিতরন।

    চৌহালীর চাঁদপুর ইউনিয়নে অসহায়দের মাঝে চাল বিতরন।

     

    আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
    সিরাজগঞ্জ চৌহালী উপজেলার সদিয়া চাঁদপুর ইউনিয়নের গরীব,দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্য বান্ধব কর্মসূচির চাউল বিতারণ করা হয়েছে।

    মঙ্গলবার (২১সেপ্টেম্বর)সকালে বেতিল বাজারে – শাহাদাৎ হোসেন তালুকদার ও তাওহিদুল ইসলাম ডিলারের মাধ্যমে ১ হাজার ৩’শ ১৩ জনকে ১০ টাকা কেজি দরে ৩৯ হাজার ৩’শ ৯০ কেজি চাউল বিতরণ করা হয়েছে।

    এসময় চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আনিসুর রহমান,সদিয়া চাঁদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃরাশেদুল ইসলাম সিরাজ সহ ইউপি সদস্যবৃন্দ ও ইউনিয়নের আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী সহ এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

  • সিরাজগঞ্জ কাওয়াকোলা ইউ‌পিতে জি আর চাউল বিতরণ।

    সিরাজগঞ্জ কাওয়াকোলা ইউ‌পিতে জি আর চাউল বিতরণ।

    আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

    সিরাজগঞ্জ সদর উপজেলার কাওয়াকোলা ইউনিয়ন পরিষদে সরকারের বরাদ্দকৃত জি আর চাউল বিতরণ করা হয়।

    সোমবার (১৩ সেপ্টেম্বর) সকালে কাউয়াকোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল আলী‌ম ভূঁইয়া সব কয়েকটি ওয়ার্ডের ৫’শত প‌রিবারের মাঝে চাউল বিতরণ করেন।

    এ সময় ট্যাগ অফিসার সদর উপজেলার পল্লী উন্নয়ন অফিসার মোঃ আব্দুল খালেক,ইউনিয়ন পরিষদ সচিব সাইদুল ইসলাম,৮ নং ওয়ার্ড ইউ‌পি সদস‌্য মোঃ আব্দুল খালেক, ২ নং ওয়ার্ড ইউ‌পি সদস‌্য শাহজামাল শেখ, ছানোয়ার হোসেন, ১, ২, ৩ নং ওর্য়াড সংর‌ক্ষিত ম‌হিলা ইউ‌পি মোছাঃ রা‌জিয়া খাতুন, ৪ নং ওর্য়াড ইউ‌পি সদস‌্য, মোস্তফা কামাল ইউ‌নিয়ন আওয়ামী লীগের সাধারণ মোঃ আলী আকবর সহ ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।

  • ফুলবাড়ীতে দরিদ্র ৪ হাজার ৬’শ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ।

    ফুলবাড়ীতে দরিদ্র ৪ হাজার ৬’শ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ।

    মেহেদী হাসান ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:

    পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দিনাজপুরের ফুলবাড়ীতে হতদরিদ্র ৪ হাজার ৬’শ পরিবারের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।

    সোমবার সকাল ১০ টার সময় ফুলবাড়ী পৌরসভার উদ্যোগে জিএম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে স্বাস্থ্য বিধি মেনে এই ভিজিএফ এর চাল বিতরণ কাজের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যন মোঃ আতাউর রহমান মিল্টন ও পৌর মেয়র মাহমুদ আলম লিটন।পৌর এলাকার চার হাজার ৬’শ দরিদ্র মানুষের মাঝে এই চাল বিতরণ করা হয়।

    চাল বিতরণ অনুষ্ঠানে জিএম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তোজাম্মেল হক, পৌর প্যানেল মেয়র মোঃ মামুনুর রশিদ চৌধুরী,পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা সবুজ,কাউন্সিলরগণ ও পৌরসভার অন্যান্য কমর্কর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

  • তাড়াশে ২টি ইউনিয়ন পরিষদের উদ্যোগে প্রধানমন্ত্রী’র ঈদ উপহার ভিজিএফ’র চাল বিতরণ।

    তাড়াশে ২টি ইউনিয়ন পরিষদের উদ্যোগে প্রধানমন্ত্রী’র ঈদ উপহার ভিজিএফ’র চাল বিতরণ।

    সিরাজগঞ্জের তাড়াশে ২টি ইউনিয়ন তালম ও দেশীগ্রাম গুড়পীপুল ইউনিয়নের উদ্যোগে প্রধানমন্ত্রী’র ঈদ উপহার  ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে।

    রবিবার সকাল থেকে উপজেলার তালম ইউনিয়ন কার্যালয় চত্বরে ১ হাজার ৩শ ৭৫টি অসহায়,দুঃস্থ ও হত দরিদ্র পরিবারের মাঝে ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্বাস-উজ-জামান এবং অপরদিকে দেশীগ্রাম গুড়পীপুল ইউনিয়ন পরিষদে ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস সরকার ১ হাজার ৩শ ৪০টি পরিবারকে ১০ কেজি করে চাল বিতরণ করেন।

    পবিত্র ঈদুল আযহা উপলক্ষে তালম ইউনিয়নে উপস্থিত ছিলেন ট্র্যাগ অফিসার উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আনিছুর রহমান,ইউপি সচিব আলা উদ্দিন,ইউপি সদস্য ইসহাক হোসেন,আবু তালেব ,হাসিনা খাতুন, রহমত আলী,মোস্তফা হোসেন, হাবিবুর রহমার হিরন,ইউনিয়ন যুবলীগের সভাপতি সোহেল রানাসহ অনেকে।

    আবার দেশীগ্রাম গুড়পীপুল ইউনিয়নে উপস্থিত ছিলেন ট্র্যাগ অফিসার উপজেলা একটি বাড়ি একটি খামার কর্মকর্তা মোতাখখার রহমান,ইউপি সচিব ফরিদুল ইসলাম ,ইউপি সদস্য কনিকা রানী সহ সকল সদস্য বৃন্দ। এ চাল বিতরণ অনুষ্ঠানে তালম ইউপি চেয়ারম্যান আব্বাস-উজ-জামান  ও দেশীগ্রাম গুড়পীপুল  ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস সরকার বলেন,করোনা কালীন সময়ে সরকারী বিধি নিষেধ মেনে এ চাল বিতরণ করা হচ্ছে।

  • বেলকুচি পৌরসভায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার ভিজিএফ’র চাল বিতরণ করলেন- মেয়র।

    বেলকুচি পৌরসভায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার ভিজিএফ’র চাল বিতরণ করলেন- মেয়র।

    সবুজ সরকার বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

    মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে বেলকুচি পৌরসভায় পবিত্র ঈদ উল আযাহা উপলক্ষে অসহায় দরিদ্র পরিবারের সদস্যদের মাঝে চাল বিতরণ করেন।

    ১৮ (জুলাই) রবিবার সকালেবেলকুচি পৌর সভার আয়োজনে ও দুযোর্গ ও ত্রান ব্যবস্থাপনা মন্ত্রাণালয় বাস্তরায়নে সোহাগপুর নূতন পাড়া আলহাজ সিদ্দিক উচ্চ বিদ্যালয়ে মেয়র সাজ্জাদুল হক রেজা প্রধানমন্ত্রীর উপহার বিতরণের উদ্ধেধন করেন।

    এ সময় উপস্থিত ছিলেন, বেলকুচি পৌরসভার প্যানেল মেয়র ইকবাল রানা, তদারকি কর্মকর্তা রানা পারভেজসহ পৌর সভার কর্মকর্তাগণ।

    বেলকুচির পৌর সভার মেয়র সাজ্জাদুল হক রেজা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার পক্ষ থেকে পবিত্র ঈদ উল আযাহা উপলক্ষে অসহায় দরিদ্র ৪ হাজার ৭ শত পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।