Tag: চাল

  • ভিজিএফের চাল ওজনে কম দেয়ার অভিযোগ।

    ভিজিএফের চাল ওজনে কম দেয়ার অভিযোগ।

    ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
    আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঠাকুরগাঁওয়ে সরকারের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় অসহায় ও দরিদ্র মানুষদের মধ্যে বিনামূল্যে ভিজিএফর খাদ্য শস্যের চাল বিতরণে ওজনে কম দেওয়া অভিযোগ উঠেছে ঠাকুরগাঁও পৌরসভা  কর্তৃপক্ষের বিরুদ্ধে।
    এসময় স্থানীয় সংবাদকর্মীরা চাল বিতরণের ছবি ধারণ করতে গেলে পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা মেজাজ হারিয়ে সাংবাদিকদের লাঞ্চিত করেন।
    সরজমিনে গিয়ে জানা গেছে, রোববার (৭ এপ্রিল) দুপুরে ঠাকুরগাঁও পৌরসভায় ভিজিএফ কার্ডধারীদের মধ্যে ১০ কেজির স্থলে ৯ থেকে সাড়ে ৯ কেজি করে চাল বিতরণ করেছেন পৌর কর্তৃপক্ষ। এমন অভিযোগ কার্ডধারীদের।
    সরকারি নির্দেশনা অনুযায়ী প্রত্যেক কার্ডধারীকে ১০ কেজি করে চাল দেওয়ার কথা। কিন্তু কার্ডধারীদের ৯ থেকে সাড়ে ৯ কেজি করে চাল দেওয়া হয়েছে। এ ছাড়া গরিব অসহায়দের না দিয়ে ভিজিএফের কার্ড দেওয়া হয়েছে বিত্তবানদেরও। এমন অভিযোগ চাল নিতে আসা সুবিধাভোগীদের।
    এমন খবর পেয়ে স্থানীয় সংবাদকর্মীরা ছবি ধারণ  করতে গেলে মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যার ছেলে বাধন ইসলাম সংবাদ কর্মীদের ক্যামেরা-মোবাইলফোন ছিনিয়ে নেওয়ার চেস্টা করেন। এবং ভিডিও ডিলিট করার জন্য বিভিন্ন হুমকি-ধামকি দেন।
    পরে ভুক্তভোগীরা প্রতিবাদ জানালে মেয়র তেরে এসে হাতাহাতি ও ধাক্কাধাক্কি করেন। এক পর্যায়ে লাঞ্চিতের স্বীকার হন সিএনএন এর সংবাদকর্মী আব্দুল আওয়াল। এসময় পরিবেশ উত্তপ্ত হলে সাময়িকভাবে চাল বিতরণ বন্ধ করে দেওয়া হয়। পরে সংবাদকর্মীরা ফিরে গেলে আবারো চাল বিতরণ করা হয় সুবিধাভোগিদের।
    তবে মেয়রের এমন উগ্র আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন পৌরবাসী। তারা বলছেন, মেয়রের এমন আচরণ মোটেও আশা করা যায় না। তিনি মেয়র গুন্ডা নন। কেউ গোন্ডগোল সৃষ্টি করলে তিনি তা সমাধান করবে। তা না করে মেয়র নিজেই মারামারিতে অংশ নিচ্ছেন।
    তারা আরো বলেন, চাল বিতরণে কম দেওয়ার অভিযোগ পাওয়ার সাথে সাথে ব্যবস্থা নেওয়া উচিৎ ছিলো। কিন্তু তিনি যেভাবে সংবাদকর্মীদের সাথে আচরণ করলো এটাতে পৌরবাসী হতাশ।আর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা বলেন, চাল ওজনের কম দেওয়ার অভিযোগ পেয়েছি।
    এ বিষয়ে পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম জানান, ওজনে কম দেয়ার অভিযোগ শুনে দ্রুত পৌরসভায় ছুটে আসি। পরে ১০ কেজি পুরন করে তালিকাভুক্তদের চাল বিতরণ করা হয় বলে দাবি তার।
    পৌরসভা সুত্রে জানা গেছে, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঠাকুরগাঁও পৌরসভার ১২টি ওয়ার্ডে ৪ হাজার ৬২১জন ভিজিএফ কার্ডধারীর জন্য চাল বরাদ্দ দেওয়া হয়।
  • ঈদুল ফিতর উপলক্ষে গোয়ালন্দে ভিজিএফ’র চাউল বিতরণ।

    ঈদুল ফিতর উপলক্ষে গোয়ালন্দে ভিজিএফ’র চাউল বিতরণ।

    রাজবাড়ী প্রতিনিধিঃ
    পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার চারটি ইউনিয়ন পরিষদে সরকারের দেওয়া অসহায় দিনমজুর হতদরিদ্রদের মাঝে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে।
    বুধবার (৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার উজানচর ইউনিয়ন পরিষদ চত্ত্বরে গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র এ কার্যক্রমের উদ্বোধন করেন। এরপর দৌলতদিয়া, দেবগ্রাম ও ছোট ভাকলা ইউনিয়ন পরিষদে এ চাউল বিতরণ করা হয়।
    উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গোলজার হোসেন মৃধা, ট্যাগ অফিসার লক্ষন কুমার রায়, উজানচর ইউনিয়ন পরিষদের সচিব ইব্রাহিম সরদারসহ উজানচর ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ডের ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
    গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে উপজেলার চার ইউনিয়ন পরিষদে ৭ হাজার ৭৩৫  জন দুস্থ হতদরিদ্র নিম্ন আয়ের পরিবারের মাঝে ১০ কেজি করে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে।
  • মাধবপুরে ভিডব্লিউবি’র সরকারি ৩০ বস্তা চালসহ দুই সিএনজি চালক আটক।

    মাধবপুরে ভিডব্লিউবি’র সরকারি ৩০ বস্তা চালসহ দুই সিএনজি চালক আটক।

    মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
    হবিগঞ্জের মাধবপুরে মহিলাবিষয়ক অধিদপ্তর পরিচালিত দুস্থ মহিলা উন্নয়ন কর্মসূচির ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) এর ৯’শ কেজি চাল সহ দুই সিএনজি চালকে আটক করেছে পুলিশ।
    সোমবার (২৫ মার্চ) বিকেলে মাধবপুর থানাধীন  কাশিমনগর পুলিশ ফাঁড়ির এএসআই আতাউল গণি মজুমদার এর নেতৃত্বে পুলিশের একটি দল গোবিন্দপুর সরকারী উচ্চ বিদ্যালয়ের পাশ্ববর্তী ভাঙ্গা ব্রিজের নিকট অভিযান চালিয়ে ত্রিশ বস্তা ভিডব্লিউবি প্রকল্পের চাল সহ দুটি সিএনজি অটোরিকশা জব্দ করেন। এসময় পুলিশ সিএনজি অটোরিকশা চালক ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বুধন্তি ইউনিয়নের দক্ষিণ বিরপাশা গ্রামের মৃত সফিল উদ্দিন এর পুত্র মো: জাহাঙ্গীর আলম (৪৪) ও মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের মেহেরগাও গ্রামের মৃত তোরাব আলীর পুত্র মো: শাহাজান মিয়া(৪০) কে আটক করেন।
    স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি এসব চাল ধর্মঘর থেকে মাধবপুর নিয়ে যাওয়া হচ্ছিল। ধর্মঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ পারুল জানান, আমি আজকে সকাল থেকে ভিডব্লিউবি প্রজেক্টের বিনামূল্যের এসব চাল সুবিধাভোগীদের দিয়েছি। হয়তো সুবিধাভোগীদের কেউ কেউ এসব চাল বিক্রি করে থাকতে পারে।
    মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: রাকিবুল ইসলাম খান এ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান,৩০ কেজির ত্রিশ বস্তা চাল জব্দ করা হয়েছে। এবিষয়ে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
  • ভিজিএফের চাল মিল থেকে উদ্ধার ও চেয়ারম্যানের বিরুদ্ধে চাল কম দেয়ার অভিযোগ।

    ভিজিএফের চাল মিল থেকে উদ্ধার ও চেয়ারম্যানের বিরুদ্ধে চাল কম দেয়ার অভিযোগ।

    ঈদের আগে গরিবের ভিজিএফের চাল বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। জনপ্রতি ১০ কেজির পরিবর্তে ৭-৯ কেজি করে চাল দেয়া হয়েছে। তবে চাল কম দেওয়ায় চেয়ারম্যানকে বলতে গেলে উল্টো বলেন ফ্রি চাল পাও এতেই বেশি আবার অভিযোগ। এতে ক্ষুদ্ধ দেবীপুর  ইউনিয়নের সুবিধাভোগীরা।

    ঠাকুরগাঁও সদর উপজেলার দেবীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে এ অভিযোগ উঠে। দরিদ্র ও অস্বচ্ছল ব্যক্তিদের চাল না দিয়ে স্বচ্ছল ব্যাক্তিদের চাল দেওয়ার অভিযোগ ও তুলেন ভুক্তভোগীরা। সোমবার (১৭ এপ্রিল) সদরের বেশকয়েকটি ইউনিয়নে হত-দরিদ্রদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়।

    দেবীপুর ইউনিয়নের বাসিন্দা বৃদ্ধ জয়নুল আবেদীনসহ আরো দু’জন টিপ সই দিয়ে ভিজিএফ’র ত্রিশ কেজী একটি খোলা চালের বস্তা নেন। দোকানে ওজন দিয়েন দেখেন চাল ত্রিশ কেজী নয়, ছাব্বিশ কেজী। বাকি চাল উধাও। এ কথা চেয়ারম্যানকে বলতে গেলে চেয়ারম্যান রেগে গিয়ে বলেন ফ্রি চাল পাচ্ছেন এটাই বেশি।

    একই ইউনিয়নের তরিকুল ইসলাম সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত অপেক্ষার পর তিনজন মিলে ত্রিশ কেজি চাল পান। তিনিও বাইরে এক দোকানে চালের বস্তাটি ওজন দিয়ে দেখেন ত্রিশ কেজী চালের বদলে চাল হচ্ছে সাতাশ কেজি। বাকি তিন কেজী নেই। তরিকুল চেয়ারম্যানকে এ কথা বলতে যাবে এমন সময় রাস্তায় থাকা পরিষদের দু’জন সদস্য থামিয়ে দিয়ে বলেন চেয়ারম্যানের অনেক রেগে আছে চাল যা পাইছেন তা নিয়ে চলে যান। পরে সমস্যা হতে পারে।

    তরিকুল ইসলাম সাংবাদিকদের অভিযোগ বলেন, প্রায় ২৫ জন চাল ওজন দিলো কিন্তু কেউ সঠিক ভাবে চাল পাইনি। কেউ পেয়েছে সাত-আট কেজী আবার কেউ নয় কেজী। কিছু বললেই চেয়ারম্যান রাগ করে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন।

    অভিযোগ রয়েছে, ওই ইউনিয়নে অস্বচ্ছলদের ভিজিএফ’র কার্ড না দিয়ে স্বচ্ছলদের কার্ড দিয়ে ভিজিএফ’র চাল প্রদান করা হয়। স্বচ্ছল ব্যাক্তিরা সেই চাল পেয়ে গরিবদের কাছে টাকার বিনিময়ে বিক্রি করে দেয়।

    চাল কিনতে আসা এক বৃদ্ধের সাথে কথা হয়। নামপ্রকাশ না করার সত্যে তিনি জানান, মুই গরিব মানুষ। মুই কোন চাউনের কার্ড পাওনি। কাহোও মোক কিছু দেনা। আজি শুনিনু বোডড (পরিষদ) নাকি চাউল দিবে। আসেহেনে শুনুনু লোকলা চাউল পাহেনে বিকাছে (বিক্রি)মুইহো মাইছের কাছত ৩০০ টাকা ধার করে দশ কেজী কিনিনু এলা দেখেছু আট কেজী। মোক গরিব লোকটাক ঠকাবা নাগিবে। কি লাভ মোক ঠকাহেনে।

    স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, যারা প্রকৃত গরিব তারা যদি চাল না পাই তাহলে ভিজিএফ’র চাল কারা পাচ্ছে? যারা চাল পাচ্ছে তারা অনেকেই তা বিক্রি করে দিচ্ছে। বস্তা প্রতি আধাকেজী চাল কম মানা যায় কিন্তু চার থেকে পাঁচ কেজী। বাকি চালগুলো কথায় যাচ্ছে? কে খাচ্ছে?। চেয়ারম্যানকে বলতে গেলে তিনি উগ্র ভাষায় বলে যে ফ্রি চাল পাচ্ছে এটাই বেশি আবার অভিযোগ। চেয়ারম্যানের এমন কথায় মনে হচ্ছে তিনি তার নিজের টাকায় কিনে চালগুলো দিচ্ছে।

    তারা আরো বলেন, এতো অভিযোগ তবুও কোন ব্যবস্থা নেয়া না স্থানীয় প্রশাসন। ইউএনওকে  অভিযোগ দিলে তিনি ব্যবস্থা নেওয়ার কথা বললেও বাস্তবে তিনি কোন ব্যবস্থা নেয় চেয়ারম্যান নিজের ইচ্ছেমতো যাচ্ছেতাই ভাবে পরিষদ চালাচ্ছে। শুধু চাল নয়, আরো অসংখ্য অনিয়মের অভিযোগ আছে চেয়ারম্যানের বিরুদ্ধে।যারা সত্যিকারেই অসহায় দু’একজন ছাড়া বাকিরা কেউ কোন সুবিধা পাইনা বলে অভিযোগ তাদের।

    তবে চাল কম দেওয়ার ব্যাপারে চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনের সাথে কথা বলতে গেলে তিনি সংবাদকর্মীদের উপর ক্ষিপ্ত হয়ে বলেন, চাল কম দিচ্ছি কি দিচ্ছি না এটা আমি বুঝবো আর যারা নিচ্ছে তারা বুঝবে। আপনারা কথা বলার কে?। কত সাংবাদিক এলো গেলো কেউ কিচ্ছু করতে পারেনি আমার। নিউজ করে কোন লাভ নেই। কথা বলতে বলতে এক পর্যায়ে তিনি সংবাদকর্মীদের উপর তেরে আসেন।

    একই চিত্র সালন্দর ইউনিয়নেও। সেখানে চাল বিতরণের সময় প্রত্যেক কার্ডধারিদের চার থেকে পাঁচ কেজি পর্যন্ত ওজনে কম দেয়ার অভিযোগ রয়েছে। তবে বিষয়টি সদর উপজেলার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ পূর্ণবাসন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানাতে পেরে চাল বিতরণ কার্যক্রম বন্ধ করে দেন। পরে তিনি নিজেই পরিষদে গিয়ে চাল বিতরণ করেন। সালন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলে এলাহী মুকুট চৌধুরী জরুরী কাজে শহরের বাইরে থাকায় প্যানেল চেয়ারম্যান এমনটা করেছে বলেন জানান এ কর্মকর্তা।

    অন্যদিকে, গত সোমবার বিকেলে রুহিয়া থানায় সবুজ সাথী হাসকিং মিলের গোডাউন থেকে ২৮ বস্তা ভিজিএফের চাল উদ্ধার করেন সদর উপজেলা প্রশাসন।

  • অন্যের জাতীয় পরিচয় পত্র ব্যবহার করে ভিজিডি কার্ডের চাল উত্তোললন।

    অন্যের জাতীয় পরিচয় পত্র ব্যবহার করে ভিজিডি কার্ডের চাল উত্তোললন।

    ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ

    নীলফামারীর ডিমলায় গোলাপজানের ব্যবহৃত জাতীয় পরিচয় পত্রের নম্বর ব্যবহার করে ভিজিডি কার্ডের চাল উত্তোলন করেছে কে বা কাহারা ।

    এ বিষয়ে গোলাপ জানের স্বামী আমিনুর রহমান জানান, আমি দীর্ঘদিন যাবত অসুস্থ্য । সংসারে আমি ছাড়া উপার্জন করার কোন মানুষ নেই এখন তো পঙ্গু। কোন রকমে পরিবার পরিজন নিয়ে দিনাতিপাত করছি। ডিমলা সদর ইউনিয়ন পরিষদে আমার স্ত্রী গোলাপজান অনলাইনে ভিজিডি কার্ডের আবেদন করতে গেলে দেখি ইতিপূর্বে কে বা কাহারা আমার স্ত্রীর জাতীয় পরিচয় পত্রের নম্বর ৭৩১১২১৯৬৮৫৪২৩, জন্ম তারিখ-১৯/০৩/১৯৮৯ ইং, সাং- উত্তর তিতপাড়া, থানা- ডিমলা, জেলা-নীলফামারী ব্যবহার করে ভিজিডি কার্ডের সুবিধা ভোগ করে। দুই বছর মেয়াদী ২৩ দফায় কার্ডের চাল উত্তোলন করে।

    ভিজিডি কার্ডের চালের ব্যপারে আমি জ্ঞাত নই। এরই মধ্যে আমার স্ত্রী উপজেলা নির্বাহী অফিসার বরাবরে অভিযোগ করলে ডিমলা সদর ইউনিয়ন পরিষদ হতে এক বস্তা চাল দেয়। আমার স্ত্রী গোলাপজানের জাতীয় পরিচয় পত্রের নম্বর ব্যবহার করে কে বা কাহারা ভিজিডি কার্ড এর সুবিধা ভোগ করছে আমি এর ন্যায় বিচার চাই ।

  • নন্দীগ্রামে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার ভিজিএফের চাল বিতরণ।

    নন্দীগ্রামে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার ভিজিএফের চাল বিতরণ।

    নন্দীগ্রামে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার ভিজিএফের চাল বিতরণ।


    বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ৪নং থালতা মাঝগ্রাম ইউনিয়নে আসন্ন ইদুল আযহা উপলক্ষে গরীব অসহায় উপকারভোগীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সরকারি ভিজিএফ এর ১০কেজি করে চাল বিতরন করা হয়েছে।

    থালতা মাঝগ্রাম ইউনিয়নের দায়িত্ব প্রাপ্ত ট্যাগ অফিসার সহকারী শিক্ষা অফিসার আশরাফ আলীর উপস্থিতিতে ২ হাজার ১’শ ৭৭ জন উপকারভোগীদের মাঝে ভিজিএফ’র চাল বিতরন করা হয়।

    বৃহস্পতিবার (৭ই জুলাই) সকাল ১০ টার সময় প্রধানমন্ত্রীর উপহার চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন ৪নং থালতা মাঝগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন। এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদের সচিব আলমগীর কবির সহ ইউনিয়ন পরিষদের  সদস্যবৃন্দ।

  • বাঘায় ভিজিএফের চাল বিতরণ নিয়ে মারপিট:আটক ৩।

    বাঘায় ভিজিএফের চাল বিতরণ নিয়ে মারপিট:আটক ৩।

    বাঘায় ভিজিএফের চাল বিতরণ নিয়ে মারপিট:আটক ৩।

    বৃহস্পতিবার সকাল ৯টা থেকে  রাজশাহীর বাঘায় পদ্মার মধ্যে চকরাজাপুর ইউনিয়ন পরিষদে ভিজিএফের চাল বিতরণ চলছিল। এ সময় চকরাজাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড মেম্বার জহুরুল ইসলাম উপকারভোগীদের লাইন সোজা করে দাঁড়িয়ে চাল সংগ্রহ করতে বলেন। এতে কিছু উপকারভোগী ক্ষিপ্ত হয়ে যান।
    এ নিয়ে উপকারভোগী ও মেম্বারের সাথে তর্কবিতর্ক হয়। পরে লাইনে দাঁড়িয়ে চাল সংগ্রহ করে কালিদাসখালী চরের উপকারভোগী বাবলু শিকদারের ছেলে রাকিবুল ইসলাম ও নান্নুর হোসেনের ছেলে একরামুল হক বাড়ি ফিরছিলেন। এ সময় তারা চাল নিয়ে কালিদাসখালী চরের নুরজামানের মোড়ে পৌছলে ৮ নম্বর ওয়ার্ড মেম্বার জহুরুল ইসলাম ও তার লোকজন তাদের পথরোধ করে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করে।
    পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় পুলিশ ৩ জনকে আটক করেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৭ জুলাই) দুপুর ১২টার দিকে।
    আটকৃতরা হলো-৮ নম্বর ওয়ার্ড মেম্বার জহুরুল ইসলামের ছেলে শফিকুল ইসলাম, নুরুল ইসলামের ছেলে সোনাম হোসেন, আবদুস সামাদের ছেলে ইউনুস আলী।
    এ বিষয়ে ৮ নম্বর ওয়ার্ড মেম্বার জহুরুল ইসলাম বলেন, চাল বিতরণের সময় লাইন আকাবাকা দেখে উপকারভোগীদের লাইন সোজা করতে বলা হয়। কিন্তু তারা আমার উপর ক্ষিপ্ত হয়ে উঠেনে। পরে ইউনিয়ন পরিষদের বাইরে একটি অনাকাংক্ষিত ঘটনা ঘটেছে। এতে আমার ছেলেসহ তিনজনকে পুলিশ আটক করে থানায় নিয়ে গেছে।
    এ বিষয়ে চকরাজাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ডিএম বাবলু দেওয়ান বলেন, চাল বিতরণের সময় সকালে লাইনে দাড়ানো নিয়ে উপকারভোগী ও পরিষদের মেম্বারের সাথে তর্কবিতর্ক হয়। এ নিয়ে একটি অনাকাংক্ষিত ঘটনা ঘটেছে।
    এ বিষয়ে বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, এই ঘটনায় তিনজনকে আটক করে থানায় আনা হয়েছে।
  • বেলকুচিতে ঈদ উপলক্ষে ভিজিএফ এর চাল বিতরণ।

    বেলকুচিতে ঈদ উপলক্ষে ভিজিএফ এর চাল বিতরণ।

    বেলকুচিতে ঈদ উপলক্ষে ভিজিএফ এর চাল বিতরণ।


    সিরাজগঞ্জের বেলকুচিতে ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। বেলকুচি উপজেলার দুটি ইউনিয়নে ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল। বুধবার সকালে উপজেলার রাজাপুর, ভাঙ্গাবাড়ী, ইউনিয়ন পরিষদ চত্বরে অতিদরিদ্র, অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে চাল বিতরণ করা হয়।

    এ সময় ভাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলাম ভূঁইয়া, রাজাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নুরুল ইসলামসহ ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন। রাজাপুর ইউনিয়নে ৪৫০০টি ও ভাঙ্গাবাড়ী ইউনিয়নের ৪৮০০টি অসহায় দরিদ্র প্রত্যেক পরিবারকে ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়।

  • বেলকুচিতে চাল মজুত করার অপরাধে  দুই ব্যবসায়ীকে জরিমানা।

    বেলকুচিতে চাল মজুত করার অপরাধে  দুই ব্যবসায়ীকে জরিমানা।

    বেলকুচিতে চাল মজুত করার অপরাধে  দুই ব্যবসায়ীকে জরিমানা।


    সিরাজগঞ্জের বেলকুচিতে অতিরিক্ত চাল মজুদ ও লাইসেন্স ছাড়া চালের ব্যবসা করার অভিযোগ দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে উপজেলার পলাশ মার্কেটে ভ্রাম্যমাণ আদালতের অভিযোন পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান।

    এ সময় এই দুই ব্যবসায়ীর ব্যবসা প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ফাহাদ ইবনে সালামসহ অন্যান্য কর্মকর্তা।

    উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান জানান, চালের বাজার নিয়ন্ত্রনে অবৈধ মজুদ ও অতিরিক্ত দামে বিক্রয় বন্ধে এ অভিযান অব্যাহত থাকবে। যারা নিয়ম মানবে না তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • জরিমানায় ছাড় পেলেন ওএমএস চালের ডিলার সহ যুবলীগের ২ নেতা।

    জরিমানায় ছাড় পেলেন ওএমএস চালের ডিলার সহ যুবলীগের ২ নেতা।

    জরিমানায় ছাড় পেলেন ওএমএস চালের ডিলার ও তার সহযোগী দুই যুবলীগ নেতা।

     


    রাজশাহীর তানোরে ওএমএস এর চাল চুরির অপরাধে অবশেষে জরিমানায় ছাড় পেলেন যুবলীগের দুই নেতা। শনিবার ১৪ মে সকালের দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা পংকজ চন্দ্র দেবনাথ ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দুই যুবলীগ নেতার ২০ হাজার টাকা জরিমানা আদায় করে সতর্ক করে দেন বলে নিশ্চিত করেছেন তিনি। দণ্ড প্রাপ্তরা হলেন ওএমএসএর ডিলার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি আলফাজ উদ্দিন ও তার সহযোগী সহিদুল ইসলাম সদস্য। তাদের বাড়ি তানোর পৌরসভার বুরুজ দক্ষিন পাড়া গ্রামে।

    জানা গেছে, তানোর পৌর এলাকার কাশিম বাজারে ওএমএসএর ডিলার হিসেবে আছেন ওয়ার্ড যুবলীগের নেতা আলফাজ উদ্দিন। তিনি গত বৃহস্পতিবার গুদাম থেকে চাল তুলে চোরাই ভাবে কালো বাজারে বিক্রির জন্য আরেক যুবলীগ নেতা সহিদুলের বাড়িতে। এঘটনায় গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার দুপুর ২ টার দিকে
    জানা গেছে, দরিদ্র অসহায় অসচ্ছল জনগোষ্ঠীর কথা বিবেচনা করে বর্তমান সরকার বিশাল ভর্তুকির মাধ্যমে পৌর এলাকায় ওএমএসএর চাল ও আটা বিক্রি শুরু করেন।

    ৩০ টাকা কেজি দরে প্রতিদিনই একজন ডিলার এক মে; টন চাল ও ১৮ টাকা কেজি দরে আটা বিক্রির নিয়ম। প্রতিজন ব্যক্তি দিনে ৫ কেজি করে চাল ও ৫ কেজি করে আটা কিনতে পারবেন। তানোর পৌর এলাকার তিনটি ডিলারের মাধ্যমে বিক্রি করা হয়। পৌর এলাকার কাশেম বাজার পয়েন্টে বিক্রি করেন ডিলার ওয়ার্ড যুবলীগের সভাপতি আলফাজ। তিনি গতকাল বৃহস্পতিবারে চাল উত্তোলন করে তার সহপাঠী বুরুজ দক্ষিন পাড়া গ্রামের সহিদুলের বাড়িতে ১৬ বস্তা চাল চুরি করে বাড়তি দামে বিক্রি করেছেন। এঘটনায় গ্রামবাসী দেখতে পেয়ে নির্বাহী কর্মকর্তাকে অবহিত করলে অভিযান চালিয়ে সহিদুলের বাড়িতে ১৬ বস্তা চাল জব্দ করে রাখেন।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা পংকজ চন্দ্র দেবনাথ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চাল জব্দ করা হয়েছে। তবে চালের বস্তা পাল্টিয়ে রাখা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইন গত ব্যবস্হা নেওয়া হবে। তদন্তে প্রমাণ হলে কঠোর ব্যবস্হা, কোন ছাড় না।

    সহিদুল জানান, আমার স্ত্রী অসুস্থ, এজন্য অল্প অল্প করে কিনে রাখা হয়েছে।ডিলার আলফাজের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান আমি বোনের বাড়িতে আছি পরে কথা বলছি বলে মোবাইল সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

    গ্রামবাসী বলেন, গরীবের জন্য বিশাল ভর্তুকির মাধ্যমে সরকার চাল দিচ্ছেন। আর সেই চাল চুরি করে বিক্রি করে অন্যের বাড়িতে রাখা হচ্ছে। গরীবের পেটে লাথি মেরে আলফাজ ও সহিদুল চাল চুরি করার পর কেন তাদের বিরুদ্ধে ব্যবস্হা নেওয়া হল না। এসব কারনে এমপির বদনাম। এদের মত ব্যক্তিদের দলে রাখাই টিক না। তাদের জন্য সবার বদনাম বলেও ক্ষোভ প্রকাশ করেন।