Tag: গ্রেফতার

  • মাটিরাঙ্গায় ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    মাটিরাঙ্গায় ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    মাটিরাঙ্গা(খাগড়াছড়ি)প্রতিনিধিঃ

    খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ৫৩ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাটি রাঙ্গা থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আকাশ বড়ুয়া(২৮), জয় বড়ুয়া(২৬) ও চেংলামো মারমা(২৮) নামের তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

    রবিবার (৩ মার্চ) দুপুরে খাগড়াছড়ি পুলিশ সুপারের লিখিত এক প্রেস ব্রিফিংয়ে জানান, শনিবার রাত প্রায় দশ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা থানার একটি আভিযানিক চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করে মাটিরাঙ্গা পৌরসভার ০৬নং ওয়ার্ডের মাটিরাঙ্গা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে ৫৩ পিস ইয়াবাসহ আকাশ বড়ুয়া(২৮), জয় বড়ুয়া(২৬) ও চেংলামো মারমা(২৮) কে আটক করা হয়েছে।

    গ্রেফতারকৃতরা হলেন,মাটিরাঙ্গা পৌরসভাধীন ৮নং ওয়ার্ডের মিস্ত্রীপাড়া এলাকার প্রমতোষ বড়ুয়ার ছেলে আকাশ বড়ুয়া। মাটিরাঙ্গা পৌরসভাধীন ৬নং ওয়ার্ড টিএন্ডটি টিলা এলাকার রাজু বড়ুয়া’র ছেলে জয় বড়ুয়া। এবং খাগড়াছড়ি পৌরসভাধীন ৯নং ওয়ার্ডের বটতলী কালা দাবা এলাকার থৈয়ারী মারমা’র ছেলে চেংলামো মার্মা।

    পুলিশ সুপার মুক্তা ধর জানান, গ্রেফতারকৃত আসামীগনের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু  করতঃ আসামীগনকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণে এমন অভিযান অব্যাহত থাকবে।

  • গুইমারায় পুলিশের বিশেষ অভিযানে অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার।

    গুইমারায় পুলিশের বিশেষ অভিযানে অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার।

    মাটিরাঙ্গা(খাগড়াছড়ি)প্রতিনিধিঃ 

    খাগড়াছড়ির গুইমারায় পুলিশের বিশেষ অভিযানে দেশীয় তৈরী অস্ত্রসহ দারাছ চন্দ্র চাকমা(২২) নামের এক সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে।

    শুক্রবার (১ মার্চ) বিকেলে গুইমারার ডাক্তার টিলা এলাকা থেকে ঐ সন্ত্রাসীকে আটক করেছে গুইমারা থানা পুলিশ।

    পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে গুইমারা থানার উপ-পরিদর্শক মোঃ আমিনুল ইসলাম ভূঞা সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গুইমারা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ডাক্তার টিলা সাকিনে নাবাং পাড়া বিশ্ব শান্তি বৌদ্ধ বিহারের সামনে রাস্তার উপর বিশেষ অভিযান চালিয়ে দেশীয় তৈরী পিস্তল (পাইপগান) ও দুই রাউন্ড কার্তুজ সহ আঞ্চলিক সন্ত্রাসী দারাছ চন্দ্র চাকমাকে আটক করা হয়েছে।

    আটককৃত সন্ত্রাসী, মাটিরাঙ্গা পৌরসভাধীন ৩নং ওয়ার্ড চাকমা পাড়া এলাকার রাঙ্গা মনি চাকমা’র ছেলে দারাছ চন্দ্র চাকমা।

    অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন জানান, গুইমারাকে সন্ত্রাস মুক্ত রাখতে টিম গুইমারা মাননীয় পুলিশ সুপার জনাব মুক্তা ধর পিপিএম (বার), খাগড়াছড়ি জেলা মহোদয়ের নির্দেশনা মোতাবেক কাজ করে যাচ্ছে। আটককৃত আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে থানায় মামলা রুজু করা হয়েছে।

  • দেবীগঞ্জে মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেফতার।

    দেবীগঞ্জে মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেফতার।

    দেবীগঞ্জ(পঞ্চগড়)প্রতিনিধিঃ পঞ্চগড়ের দেবীগঞ্জে আলহেরা মাদ্রাসার ৬ জন শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে মাদ্রাসা শিক্ষক হাফেজ মাওলানা মুফতি মোঃমিজানুর রহমান(৩৮) কে গ্রেফতার করেছে পুলিশ। তিনি নীলফামারী সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নের ভবানীগঞ্জ গ্রামের মোঃ লতিফুর রহমানের ছেলে।

    ২৮ ফেব্রুয়ারি বুধবার রাত ৮ টার সময় দেবীগঞ্জ পৌর শহরের মুন্সীপাড়ার আলহেরা মাদ্রাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

    ভুক্তভোগী শিক্ষার্থীর অভিভাবক ও এলাকাবাসী সূত্রে জানা যায়,আলহেরা মাদ্রাসায় আবাসিক ও অনাবাসিক ব্যবস্থাপনায় পাঠদান চালু আছে। বুধবার সকালে মাদ্রাসার শিক্ষক মিজানুর রহমানের বিরুদ্ধে শিক্ষার্থীদের যৌন নির্যাতনের অভিযোগ পায় মাদ্রাসা কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে না জানিয়ে অভিযুক্ত শিক্ষককে স্থায়ী ভাবে বহিষ্কার করেন। এ ঘটনায় অভিভাবক ও এলাকাবাসী ক্ষোভে ফুঁসে উঠে সবাই মূখ খুলতে শুরু করেন এবং যৌন নির্যাতনের শিকার ৬ জন শিক্ষার্থী তাদের উপর করা যৌন নির্যাতনের বর্ননা দেয় পুলিশ ও গণমাধ্যমকর্মীদের কাছে।এ সময় অভিযুক্ত শিক্ষককে শাস্তির দাবীতে সহস্রাধিক নারী পুরুষ মাদ্রাসাটি ঘিরে ফেলেন। থানা পুলিশ বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে মাদ্রাসার কক্ষে লুকিয়ে থাকা অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করেন।থানায় নিয়ে আসার পথে বিক্ষিপ্ত জনতা আসামিকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ করেন। ওই দিন রাতে অভিভাবক মোঃ মাহবুবুর রহমান বাদী হয়ে ওই শিক্ষককে আসামি করে শিক্ষার্থীকে যৌন নির্যাতনের মামলা দায়ের করেন।

    ঘটনার সত্যতা নিশ্চিত করেন দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)সরকার ইফতেখারুল মোকাদ্দেম। এ সময় তিনি জানান শিক্ষার্থীকে যৌন নির্যাতনের ঘটনায় আলহেরা মাদ্রাসার শিক্ষক মোঃ মিজানুর রহমানকে বুধবার রাতে গ্রেফতার করা হয়েছে।আসামির জবানবন্দিতে ঘটনার সত্যতা মিলেছে।অভিভাবক মোঃ মাহবুবুর রহমান আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছে।

  • বড়লেখায় বন্ধুরা প্রেমিকের সহায়তায় প্রেমিকাকে গণধর্ষণ-গ্রেফতার-১।

    বড়লেখায় বন্ধুরা প্রেমিকের সহায়তায় প্রেমিকাকে গণধর্ষণ-গ্রেফতার-১।

    নিজস্ব প্রতিবেদকঃ বন্ধুরা মিলে বড়লেখায় ঘুরতে নিয়ে গিয়ে প্রেমিকের সহায়তায় সংঘবদ্ধ হয়ে প্রেমিকাকে (২১) গণধর্ষণ করেন। এ ধর্ষণের ঘটনায় রমিজ উদ্দিন (২৮) নামে আরেক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেপ্তার আসামি রমিজ উদ্দিন (২৮) বড়লেখা উপজেলার পূর্ব দৌলতপুর গ্রামের ফইয়াজ আলীর ছেলে।
    জানা যায়, মামলার তদন্ত কর্মকর্তা শাহবাজপুর তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (পুলিশ পরিদর্শক) নব গোপাল দাশের নেতৃত্বে অভিযান চালিয়ে একদল পুলিশ গত মঙ্গলবার ২৭ ফেব্রুয়ারি ২০২৪ইং, দিবাগত রাতে হবিগঞ্জ জেলার বাহুবল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। এ নিয়ে এই মামলায় চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতার অন্য তিন আসামিরা হচ্ছেন- মাহমুদুল হাসান (২০), আল আমিন (২৩) ও সেলিম উদ্দিন (৪০)।
    এদিকে মঙ্গলবার রাতে গ্রেফতার হওয়া রমিজ উদ্দিন (২৮) বুধবার ২৮ ফেব্রুয়ারি ২০২৪ইং, দুপুরে বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউল হকের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
    মামলার এজাহার ও থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ১২ ফেব্রুয়ারি প্রেমিক নুরুল ইসলাম ওরফে ফাহিম বেড়ানোর কথা বলে ওই তরুণীকে অহিদাবাদ চা বাগানে নিয়ে যায়। পূর্ব থেকে গোপনে সে তার কয়েকজন বন্ধুকে সেখানে রেখে দেয়। এরপর নির্জন স্থানে নিয়ে জোরপূর্বক সবাই মিলে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ করে। পরে গুরুতর আহত অবস্থায় লম্পটরা ধর্ষণের শিকার তরুণীকে তার বাড়ির পাশে ফেলে যায়।
    এ ঘটনায় গত শনিবার ১৭ ফেব্রুয়ারি ২০২৪ইং, ওই তরুণীর মা বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে একটি মামলা করেন। মামলার প্রেক্ষিতে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে এজাহারনামীয় আসামি মাহমুদুল হাসান (২০) ও আল আমিন (২৩) গ্রেপ্তার করে। এই দুজনের মধ্যে মাহমুদুল হাসান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
    অন্যদিকে চিকিৎসা শেষে ধর্ষণের শিকার তরুণী আদালতে ২২ ধারায় জবানবন্দি দিয়েছে। তার (তরুণী) জবানবন্দির ভিত্তিতে মামলার তদন্ত কর্মকর্তা শাহবাজপুর তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (পুলিশ পরিদর্শক) নব গোপাল দাশের নেতৃত্বে অভিযান চালিয়ে একদল পুলিশ গত ২৬ ফেব্রুয়ারি ২০২৪ইং, সেলিম উদ্দিন (৪০) নামের এক যুবককে গ্রেপ্তার করে। তাকে গত ২৭ ফেব্রুয়ারি ২০২৪ইং, আদালতের মাধ্যমে মৌলভীবাজার জেলা কারাগারে পাঠিয়েছে পুলিশ।
    বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী বলেন, গ্রেপ্তার হওয়া আসামি রমিজ উদ্দিন ঘটনার সাথে সম্পৃক্ত থাকার বিষয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। পাশাপাশি ঘটনায় জড়িত অন্যদের নামও বলেছে। স্বীকারোক্তি শেষে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
    এ নিয়ে মামলায় এখন পর্যন্ত ৪ জনকে গ্রেফতার করা হয়েছে বলে তিনি জানান।
  • গোদাগাড়ীতে মাদক সম্রাজ্ঞী রাশিদা গ্রেফতার।

    গোদাগাড়ীতে মাদক সম্রাজ্ঞী রাশিদা গ্রেফতার।

    গোদাগাড়ী(রাজশাহী)প্রতিনিধিঃ

    রাজশাহীর গোদাগাড়ীতে র‌্যাব-৫ এর মাদক বিরোধী আভিযানে হেরোইনসহ রাশিদা খাতুন(৫৮) নামের মাদক সম্রাজ্ঞীকে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটিলিয়ান র‍্যাব-৫ এর সদস্যরা।২৬ ফেব্রয়ারী সোমবার রাত সাড়ে ১১ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মাটিকাটা ইউনিয়নের হরিশংকরপুর গ্রামে র‍্যাব-৫ এর সদস্যরা মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক সম্রাজ্ঞী নামে পরিচিত রাশিদাকে গ্রেফতার করা হয়।

    এ সময় তার বসতবাড়ীর তল্লাশি করে মাটির বাতিলের ভিতর থেকে ৬৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত রাশিয়া গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নের হরিশংকপুর গ্রামের মৃত শাখাওয়াত হোসেনের মেয়ে।

    র‌্যাব-৫ এর সূত্রে জানা যায় রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সূত্রে জানতে পাড়ে মাদক ব্যবসায়ী রাশিদার বাড়িতে মাদক ক্রয়-বিক্রয় হচ্ছে এমন সময় র‍্যাবের সদস্যরা অভিযান পরিচালনা করে। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পিছন দরজা দিয়ে পালিয়ে গেলেও রাশিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয়।পরে তার শয়ন কক্ষ তল্লাশি করে মাটির পাতিল থেকে ৬৫০ গ্রাম উদ্ধার করা হয়েছে।

    র‍্যাব আরোও জানায়,মাদক ব্যবসায়ীদ্বয় যোগসাজশে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে নিজ বাড়িতে মজুত করে এবং অবস্থা বুঝে এলাকার মাদক ব্যবসায়ীদের কাছে দীর্ঘদিন যাবৎ এলাকার বিভিন্ন জায়গায় সাপ্লাই দিয়ে আসছিলেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজুর পর সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

  • মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত পলাতক আসামি ১৪ বছর পর র‍্যাবের হাতে গ্রেফতার।

    মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত পলাতক আসামি ১৪ বছর পর র‍্যাবের হাতে গ্রেফতার।

    উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

    সিরাজগঞ্জ র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান ১২ ও র‍্যাব-৪’র ঢাকা সাভারের কর্নপাড়ায় যৌথ অভিযান পরিচালনা করে হত্যা মামলার মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত পলাতক আসামি শাহাদত হোসেনকে ১৪ বছর পর গ্রেপ্তার করা হয়েছে।

    সোমবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে র‍্যাব-১২ এর কোম্পানি কমান্ডার মোহাম্মদ ইলিয়াস।

    গ্রেপ্তার শাহাদত হোসেন সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মধুপুর গ্রামের মৃত কাউয়ুম মোল্লার ছেলে।

    প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় ২০১০ সালের ৪ আগষ্ট পাথর বোঝাই ট্রাক নিয়ে ড্রাইভার মোঃ জয়নাল আবেদিন ও হেলাপার মোঃ রুবেল হোসেন ভোমড়া স্থলবন্দর থেকে গাজীপুরের শ্রীপুরের উদ্দেশ্যে রওনা হয়। পরে ৭ আগষ্ট মানিকগঞ্জ জেলার ঘিওর থানা থেকে ড্রাইভার ও হেলপারের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার পর ড্রাইভারের ভাই জাহাঙ্গীর আলম থানায় বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে। এর পর  আসামিকে গ্রেফতার অভিযান পরিচালনা করে আসছিল র‍্যাবের সদস্যরা।

  • লক্ষ্মীপুরে শ্রমিক লীগ নেতার বাড়ি থেকে যৌনকর্মীসহ গ্রেফতার-৫।

    লক্ষ্মীপুরে শ্রমিক লীগ নেতার বাড়ি থেকে যৌনকর্মীসহ গ্রেফতার-৫।

    লক্ষ্মীপুর প্রতিনিধিঃ

    লক্ষ্মীপুর কমলনগর উপজেলার মনির আহমেদ মাহিন নামের এক শ্রমিক লীগ নেতার বসত বাড়ি থেকে যৌনকর্মীসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

    স্থানীয়দের অভিযোগ মনি তার বাসায় যৌন কর্মী রেখে দীর্ঘদিন যাবৎ যৌন ব্যবসা চালিয়ে আসছে। রবিবার রাতে অভিযান পরিচালনা করে ৩ যৌনকর্মীকে উদ্ধার করেন।পরে মনিরসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

    লক্ষ্মীপুর কারাগারে পাঠানো শ্রমিক লীগ নেতা মনির আহম্মদ মহিন উপজেলার হাজিরহাট ইউনিয়ন শ্রমিক লীগের আহ্বায়ক ও চরজাঙ্গালিয়া গ্রামের মৃত মোহাম্মদ খোকনের ছেলে।

    গ্রেফতারকৃতরা হলেন- চরজাঙ্গালিয়া গ্রামের মৃত আবু তাহেরের ছেলে মোঃজামাল হোসেন,চাঁদপুর সদর উপজেলার গুণরাজদী গ্রামের মোঃ ইয়াছিন আলী খানের মেয়ে মোছাঃ সোনিয়া খাতুন মানহা, মাগুরার শালিখা উপজেলার পাচকাহুনিয়া গ্রামের মোঃ সবুর মোল্লার মেয়ে মোছাঃ সাথী খাতুন ও নারায়ণগঞ্জের ফতুল্লা থানার নারায়ণগঞ্জ ওয়াবদাকুল এলাকার মৃত শফিকের মেয়ে মোছাঃ বৃষ্টি খাতুন।

    এজাহার সূত্রে জানা যায়, শ্রমিক লীগ নেতা মনির তার বাড়িতে যৌনকর্মী রেখে অসামাজিক কার্যকলাপ করিয়ে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে এ খবর পেয়ে রোববার (১৮ ফেব্রুয়ারি) রাতে কমলনগর থানার পুলিশ সেখানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মনিরকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন। এরপর তার ঘরের দরজা খুলে নারী পুলিশের সহযোগিতায় ৩ যৌনকর্মীসহ ৫ জনকে গ্রেফতার  করা হয়। পরে তাদের থানায় নিয়ে আসা হয়।

    এই ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, মনির দীর্ঘদিন যাবৎ বসত বাড়িতে যৌনকর্মী রেখে যৌন ব্যবসা করে আসছিল। এলাকার যুব সমাজকে তিনি ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছিলেন।

    কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোঃতহিদুল ইসলাম গণমাধ্যমক,গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

  • রাণীশংকৈলে গ্রাম পুলিশের মামলায় ইউনিয়ন পরিষদের সদস্য গ্রেফতার।

    রাণীশংকৈলে গ্রাম পুলিশের মামলায় ইউনিয়ন পরিষদের সদস্য গ্রেফতার।

    (ঠাকুরগাঁও)প্রতিনিধি:
    ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় এক গ্রাম পুলিশকে বেদড়ক মারপিট করার অপরাধে ইউপি সদস্যকে আটক করেছে থানা পুলিশ ।
    জানা যায়, সামান্য ঘটনাকে কেন্দ্র করে গত রোববার রাতে নেকমরদ বাজারে  উপজেলার নেকমরদ ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য দবিরুল ইসলামসহ তার ছেলে রুবেল ইসলাম ৩নং ওয়ার্ডের গ্রাম পুলিশ শ্রী জগেন্দ্র নাথ রায়কে অতর্কিত ভাবে বেদড়ক মারপিট করে। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
    এঘটনায় গ্রাম পুলিশ জগেন্দ্র নাথ বাদি হয়ে দবিরুল ইসলাম সহ তার ছেলেকে আসামি করে থানায় মামলা দায়ের করে। ঘটনার পরদিন সোমবার রাতে ইউপি সদস্য দবিরুল ইসলামকে আটক করেছে পুলিশ।
    অভিযোগ সুত্রে জানা গেছে, গ্রাম পুলিশ শ্রী জগেন্দ্র নাথ রায় ইকো সোশ্যাল অর্গানাইজেশন(ইএসডিও) বে-সরকারী ঋণ বিতরণ এনজিও থেকে ১ বছর আগে এক লাখ টাকা ঋণ গ্রহণ করেন। সে টাকার কিন্তি পরিশোধের সময় অতিবাহিত হয়ে পড়ে। এনজিও কর্মকর্তাদের চাপের মুখে সে ইউপি সদস্য দবিরুলের মধ্যস্থতায় ইএসডিও এনজিও’র সর্বশেষ ৯ হাজার পাওনা টাকা ব্যবস্থাপকের হাতে তুলে দেন।
    ইএসডিও’র ব্যবস্থাপক সে টাকা জমা না করে, অন্যত্রে বদলি হয়ে পড়েন। ব্যবস্থাপকের কাছে কিস্তির টাকা জমা দেওয়ার কোন  প্রমাণ না থাকায় গ্রাম পুলিশ জগেন্দ্র নাথকে আবারো ৯ হাজার টাকা ইউএসডিও কর্তৃপক্ষকে জমা দিতে হয়। এদিকে নেকমরদ ইউনিয়ন পরিষদে এক সভায় ওই ব্যবস্থাপককে দেখতে পায় গ্রাম পুলিশ জগেন্দ্র নাথ। এবং সেদিন লোকজনের উপস্থিতি বেশি থাকায় তিনি তাকে কিছু জিজ্ঞেস করতে পারেননি বলে জানান ইউপি সদস্য দবিরুলকে।
    গ্রাম পুলিশ জগেন্দ্র নাথ রায়ের এমন কথায় ইউপি সদস্য দবিরুল ইসলাম এক পর্যায়ে অতর্কিতভাবে হামলা করে বেধরক মারপিট করে । এসময় গ্রাম পুলিশের পোষাক পরিহিত ছিল। তার পোষাকের বিভিন্ন অংশেও ছিড়ে ফেলেছেন বলে অভিযোগে উল্লেখ্য রয়েছে।এবং সাথে থাকা টাকাও ছিড়ে দেন।
    সাংবাদিকের এক প্রশ্নের জবাবে  ইউপি সদস্য দবিরুল ইসলাম বলেন, তিনি একটি মাত্র থাপ্পড়  দিয়েছেন।
    সংশ্লিষ্ট নেকমরদ ইউপি চেয়ারম্যান আবুল হোসেন বলেন, ‘ঘটনাটি দু:খ জনক। গ্রাম পুলিশ জগেন্দ্র নাথ বর্তমানে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তিনি থানায় অভিযোগ দিয়েছেন। আইন অনুযায়ী যা ব্যবস্থা হওয়ার তা হবে।
    থানা অফিসার ইনচার্জ সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, থানায় মামলা হয়েছে এবং একজন আসামি গ্রেফতার হয়েছে।
  • ফেসবুকে ভারতীয় নারী সেজে প্রতারণাকারী যুবক ঠাকুরগাঁওয়ে গ্রেফতার।

    ফেসবুকে ভারতীয় নারী সেজে প্রতারণাকারী যুবক ঠাকুরগাঁওয়ে গ্রেফতার।

    ঠাকুরগাঁও)প্রতিনিধি:
    সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয় নারীর পরিচয় দিয়ে কথা বলে বিভিন্ন মানুষের কাছে অর্থ হাতিয়ে নেয়ার অপরাধে ঠাকুরগাঁওয়ে আজিম খান বিদ্যুৎ নামের একজনকে গ্রেফতার করেছেন পুলিশ।
    শনিবার ভোররাতে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি দুপুরে সংবাদ সম্মেলনে নিশ্চিত করেন পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক।
    গ্রেফতারকৃত আজিম খান বিদ্যুৎ ঠাকুরগাঁও পৌর শহরের নিশ্চিতপুর এলাকার আব্বাস আলীর ছেলে।
    পুলিশ জানায়, বিভিন্ন সময় ভারতীয় নারীর পরিচয়ে একাধিক ফেইক ফেসবুক আইডি খুলে বাংলাদেশে বিশিষ্ট ব্যক্তিবর্গকে টার্গেট করে মেয়ের কন্ঠে সম্পর্ক তৈরী করতো বিদ্যুৎ। এক পর্যায়ে সেই ব্যক্তিদের আপত্তিকর ভিডিও তৈরী করে মেসেঞ্জার ও হোয়ার্টঅ্যাপে পাটিয়ে ভাইরালের ভয় দেখিয়ে অর্থ হাতিয়ে নিতো। বিষয়টি জেলা পুলিশ অবগত হলে টেকনোলজি ব্যবহারের মাধ্যমে শনিবার ভোররাতে অভিযান চালিয়ে আজিম খান বিদ্যুৎকে তার শ্বশুড় বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরে তার থেকে ভারতীয় সিম ও বেশ কিছু মোবাইলফোন জব্দ করা হয়। এসময় তিনি জিজ্ঞাসাবাদে তার অপরাধের বিষয়টি স্বীকার করেন।
    এদিকে বালিয়াডাঙ্গী উপজেলায় চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতার ব্যক্তিরা হলেন- বালিয়াডাঙ্গী উপজেলার মোড়লহাট বোবড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে সাইফুল ইসলাম (২২), রায়মহল নেন্দপাড়া গ্রামের কিসমত আলীর ছেলে সোহেল রানা (২৪) ও সদর উপজেলার ভাওলাহাট (তেতুলিয়া) গ্রামের খোরশেদ আলমের ছেলে আব্দুর রহিম (৩২)।
  • উল্লাপাড়ায় দুই মোটরসাইকেল চোর গ্রেফতার।

    উল্লাপাড়ায় দুই মোটরসাইকেল চোর গ্রেফতার।

    উল্লাপাড়া(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় র‍্যাপিড এ্যাকশন ব্যাটিলিয়ান র‌্যাব-১২’র অভিযানে ৫ টি চোরাই মোটরসাইকেলসহ দুই চোরকে গ্রেফতার করা হয়েছে। ১৫ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বিকেলে উপজেলার পাগলা গ্রামের পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার হয়।

    গ্রেফতারকৃতরা হলেন উল্লাপাড়া উপজেলার পাগলা বোয়ালিয়া গ্রামের মোঃ রতন মিয়ার ছেলে মোঃ জাহাঙ্গীর হোসেন ও সিরাজগঞ্জ সদর উপজেলার আকনাদিঘি গ্রামের শফিকুল ইসলামের ছেলে মো: রুবেল হোসেন।

    র‌্যাব-১২ সদর কোম্পানি স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান ১৬ ফেব্রুয়ারী শুক্রবার বিকেলে এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান,গোপন সংবাদের ভিত্তিতে উল্লাপাড়া উপজেলার পাগলা গ্রামের পাঁকা সড়কের উপর অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। এ সময় বিভিন্ন ব্রান্ডের ৫ টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

    গ্রেফতারকৃতরা পরস্পর যোগসাজসে দেশের বিভিন্ন অঞ্চল  থেকে বিভিন্ন ব্র্যান্ডের মোটরসাইকেল চুরি করে পেছনের নম্বর প্লেট পরিবর্তন করে নিজেরা ভুয়া নম্বর প্লেট লাগিয়ে সাধারণ মানুষের কাছে অল্প দামে বিক্রয় করে দেয়। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।