Tag: গ্রেফতার
-
মাধবপুরে ৫ ছিনতাইকারী গ্রেফতার।
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃহবিগঞ্জের মাধবপুরে লুন্ঠিত মালামাল উদ্ধারসহ ৫ জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।জানা যায়, শুক্রবার (২২ মার্চ) দিবাগত রাত সোয়া ১২ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর থানার উপ-পরিদর্শক মুকুল হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন উপজেলার আন্দিউড়া ইউনিয়নের হরিশ্যামার দিনেশ দাসের সেলুন দোকানের সামনে রাস্তায় ছিনতাই ঘটনায় জড়িত পাঁচ জন ছিনতাইকারীকে গ্রেফতার করেন।এসময় তাদের কাছ থেকে দুটি ধারালো ছুরি ও লুন্ঠিত এক হাজার দুইশ টাকা এবং একটি অটোরিকশা উদ্ধার করা হয়েছে।গ্রেফতারকৃত হলেন- আন্দিউড়া ইউনিয়নের উভয় বার চান্দুরা গ্রামের মোঃ সাব্বির মিয়ার ছেলে মোঃ সাগর মিয়া (২২), মোঃ আব্দুল হাসেমে’র ছেলে মোঃ আব্দুর রহিম (২২),।মোঃ হেলাল মিয়ার ছেলে শাহরুক মিয়া (১৯), বহরা ইউনিয়নের মনতলা গ্রামের আলী হোসেনের ছেলে মোঃ বাছির মিয়া (৩০), পৌরসভার পূর্ব মাধবপুর গ্রামের মজনু মিয়ার ছেলে আব্দুল মিয়া (২২)।এ বিষয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ রকিবুল ইসলাম খাঁন জানান, গ্রেফতারকৃত ছিনতাইকারীদের বিরুদ্ধে মামলা রুজু করে বিচারক আদালতের মাধ্যমে আসামিদের জেলহাজতে পাঠানো হয়েছে। -
যশোরে বিদেশি পিস্তল ও ইয়াবাসহ শীর্ষ তিন সন্ত্রাসী গ্রেফতার।
যশোর প্রতিনিধিঃ যশোরের কোতোয়ালী থানায় বিদেশি পিস্তল ও ইয়াবাসহ শীর্ষ তিন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ।
উপজেলার শংকরপুর ব্যাংক কলোনীপাড়া গ্রামের দিদারের বাড়ির সামনে রাস্তার উপর অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন কোতয়ালী থানার বকচর হুশতলা গ্রামের মোঃ রেজাউল শেখের ছেলে মোঃ অনিক শেখ(২৯) একই থানার টালিখোলা মসজিদ পাড়া গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে মোঃ আশরাফুল ইসলাম(৪৪) ও অভয়নগর থানার গোয়ালখোলা গ্রামের মোঃ আবুল কায়েমের ছেলে মোঃ হুমায়ুন কবির(৪৭) ।
পুলিশ সূত্রে জানা যায় যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বিপিএম এর দিক নির্দেশনায় গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)রুপন কুমার সরকার পিপিএম এর তত্ত্বাবধানে জেলায় সংঘটিত চুরি,ডাকাতি, অপহরণ,হত্যার রহস্য উদঘাটন ও অবৈধ অস্ত্র উদ্ধারে গোয়েন্দা পুলিশের এলআইসি’র একটি অভিযানিক দল নিয়মিত অভিযান পরিচালনা করে।
গোপন সংবাদের ভিত্তিতে ১৯ মার্চ মঙ্গলবার ২০.১০ টার সময় শংকরপুর ব্যাংক কলোনীপাড়ায় গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক মোঃ শাহীনূর রহমান সংগীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে উল্লেখিত আসামিদের গ্রেফতার করেন।এসময় তাদের তল্লাশি করে একটি বিদেশি পিস্তল ও একশ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।তিনি আরোও জানান আটককৃত আসামিদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় অস্ত্র,মাদক,ছিনতাই সহ একাধিক মামলা রয়েছে।এদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।
-
মাধবপুরে অভিনব কায়দায় গাঁজা পাচারের সময় মাদক ব্যবসায়ী গ্রেফতার।
মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধিঃহবিগঞ্জের মাধবপুরে শরিরীরের সঙ্গে দুই কেজি গাঁজা পেচিয়ে অভিনব কায়দায় পাচারের সময় শীর্ষ মাদক ব্যবসায়ী রাজু আহমেদ গ্রেফতার।পুলিশ সূত্রে জানা যায়, রবিবার ১৭ মার্চ দুপুরে মাধবপুর থানার উপ-পরিদর্শক শামস্-ই-তাব্রীজ এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন ঢাকা সিলেটের মহাসড়কে পশ্চিম পাশে মাধবপুর বাজার অক্ষয় ম্যানশন সংলগ্ন পূজা কনফেকশনারি এন্ড কপি হাউজের সামনে পাকা রাস্তা থেকে দুই কেজি গাঁজাসহ রাজু আহমেদ (৩৫) নামে এক মাদক পাচারকারীকে আটক করেন।সে শরিয়তপুর জেলার জাজিরা থানাধীন কবিরাজ কান্দি গ্রামের মৃত আব্দুল মোতালিবের পুত্র। আটককৃত কাছ থেকে ভারতীয় দুই কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।উল্লেখ্য দানা মিয়া (৩৭) নামে এক মাদক পাচারকারী পলাতক রয়েছে।মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ রকিবুল ইসলাম খাঁন জানান, আটককৃত রাজুর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর ১৯ (ক) / ৪১ ধারা মামলা প্রক্রিয়াধীন। -
যশোরে দেশিয় অস্ত্র-বোমাসহ ৪ কিশোর সন্ত্রাসী গ্রেফতার।
যশোর প্রতিনিধিঃ
যশোর শহরের আনসার ক্যাম্প এলাকায় ১৬ মার্চ শনিবার গভীর রাতে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে কিশোর গ্যাং এর চার কিশোর সন্ত্রাসীকে গ্রেফতার করেছে।এ সময় তাদের কাছ থেকে বোমা তৈরি সরঞ্জাম ও ককটেলসহ দেশিয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।১৭ মার্চ রোববার সকালে কোতোয়ালি থানায় এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান।
প্রেবিজ্ঞপ্তিতে তিনি জানান, যশোর শহরের চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার করতে পুলিশ নিয়োমিত অভিযান পরিচালনা করছে। শনিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে শহরের আনসার ক্যাম্প বিলপাড়ায় অভিযান পরিচালনা করে কিশোর গ্যাংয়ের আলোচিত ৪ সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন-হৃদয় হোসেন আকাশ,আল আমিন হোসেন,আলী রাজ (হিটলার রাজ) ও আমজাদ হোসেন আকাশ। এ সময় পুলিশের উপস্থিতি আজকরতে পেরে কিশোর গ্যাং এর ৪/৫ সদস্য পালিয়ে যায়।আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পালিয়ে যাওয়া সন্ত্রাসীদের নাম পরিচয় পাওয়া গেছে।পুলিশ তাদের আটকের জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।ঘটনাস্থল থেকে বোমা তৈরির সরঞ্জাম, ৩ টি গাছি দা,৩ টি চাইনিজ কুড়াল,২টি বার্মিজ চাকু ও ৬টি ককটেল উদ্ধার করা হয়।
তিনি আরো জানান গ্রেফতার ৪ সন্ত্রাসীসহ আরোও অজ্ঞাত ৪ জনের নাম উল্লেখ করে বিস্ফোরক ও অস্ত্র আইনে মামলা রজু করে আজ রোববার বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে। -
উল্লাপাড়ায় আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেফতার।
উল্লাপাড়া(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অভিযান পরিচালনা করে আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
১৫ মার্চ শুক্রবার গভীর রাতে উপজেলার সদর ইউনিয়নের গজারিয়া ব্রীজ সংলগ্ন এলাকায় ডাকাতির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্রসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ডাকাত দলের সদস্যরা উপজেলার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন হলো মহাসড়কে সংঘবদ্ধ ভাবে ডাকাতি করে আসছিলো।এদের বিরুদ্ধে থানায় ডাকাতি ও ছিনতাই সহ একাধিক মামলা রয়েছে।গ্রেফতারকৃতরা হলেন-সিরাজগঞ্জ সদর থানার রায়পুর এলাকার হাবিবুর রহমানের ছেলে হাসিরুল ইসলাম হাসু,বেলকুচি থানার সূর্বণসারা এলাকার সোবাহান মন্ডলের ছেলে জুবায়ের হোসেন পারভেছ,উল্লাপাড়া থানার পূর্ণিমাগাঁতী ইউনিয়নের গোহাট্টা পারকুলা এলাকার শুকুর আলীর ছেলে মনিরুজ্জামান,আমিরুল ইসলামের ছেলে আবু বক্কার সিদ্দিক, গোহাট্টা ভাগলপুর এলাকার মাজেদ আকন্দর ছেলে সুজন মিয়া সোহেল।
এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার অমৃত সূত্রধর ১৬ মার্চ শনিবার আড়াইটার সময় এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান এই চক্রটি দীর্ঘদিন যাবৎ উপজেলার বিভিন্ন মহাসড়ক ও গ্রামাঞ্চলে ডাকাতি ও ছিনতাই করে আসছিলো।এদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।
শুক্রবার রাত ৩ টার সময় উপজেলার সদর ইউনিয়নের গজারিয়া পিটিসি ইট ভাটার পাশে ৮/১০ জন ডাকাত দলের সদস্য রাস্তায় যানবাহন অবরুদ্ধ করে ধারালো অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল এমন সংবাদের ভিত্তিতে উল্লেখিত এলাকা পুলিশের একটি অভিযানিক দল চারপাশ ঘিরে ফেলেন ৫ ডাকাতকে গ্রেফতার করা হয়।পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যান্য ডাকাত পালিয়ে যায়।আটককৃতদের জিজ্ঞাসাবাদ করে বাকী ডাকাত পরিচয় পাওয়া গেছে।তাদের কেউ গ্রেফতারের জোড় চেষ্টা চালানো হচ্ছে।
এ ব্যাপারে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান গ্রেফতারকৃত আন্ত জেলা ডাকাত দলের ৫ সদস্যকে আটকের পর তাদের বিরুদ্ধে মামলা রজু করে শনিবার বিকেলে জেলহাজতে পাঠানো হয়েছে।
-
সিরাজগঞ্জে ফেন্সিডিলসহ শীর্ষ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার।
নিজেস্ব প্রতিবেদকঃ
সিরাজগঞ্জ সদর থানার সায়দাবাদ এলাকায় অভিযান পরিচালনা করে ৩’শ ৫০ বোতল ফেন্সিডিল সহ শীর্ষ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২’র সদস্যরা সিরাজগঞ্জ বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানার সায়দাবাদ এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়েছে।
এ সময় মাদক কাজ ব্যাবহৃত ৩টি মোবাইল, নগত ৭ হাজার ৬’শ ৫০ টাকা ও একটি ট্রাক জব্দ করা হয়।গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন,ফরিদপুর জেলাধীন চরদোয়াইল গ্রামের মসলেম উদ্দিনের ছেলে স্বপন আলী,দিনাজপুর জেলাধীন বৈইকন্ঠপুর গ্রামের মৃত দইয়ারের ছেলে শফিকুল ইসলাম, কুমিল্লা জেলার লক্ষণপুর গ্রামের রহিমের ছেলে নাইম হোসেন।র্যাপিড এ্যাকশন ব্যাটিলিয়ান র্যাব-১২’র অধিনায়ক মো: মারুফ হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবত বড় বড় মাদকের চালান সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় পিকআপ ভ্যান যোগে তাদের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সিরাজগঞ্জ বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় মামলা করা হয়েছে।
-
মৌলভীবাজারে মানবপাচারকারী চক্রের মূলহোতাসহ গ্রেফতার-২।
মৌলভীবাজারে মানবপাচারকারী চক্রের মূলহোতাসহ গ্রেফতার-২।নিজস্ব প্রতিবেদক:জালাল উদ্দিন। মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় মানবপাচারকারী চক্রের মূলহোতাসহ দুইজনকে গ্রেফতার করেছে ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।বুধবার ১৩ মার্চ ২০২৪ইং, ভুকশিমইল ইউনিয়নের কানেহাত গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।গ্রেফতাররা হলো, কুলাউড়া উপজেলার কানেহাত গ্রামের মাসুক মিয়া লেচুর ছেলে মোঃ শাহীন আলম (৪০) ও সাইদুর রহমান (৪৪)।দুইজন মানবপাচারকারী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন, এপিবিএন-৭-এর মিডিয়া সেল কর্মকর্তা। -
গোদাগাড়ীতে গোপনে ভাই বউয়ের গোসলের ভিডিও ধারণ-ভাসুর গ্রেফতার।
গোদাগাড়ী(রাজশহী)প্রতিনিধিঃ
রাজশাহীর গোদাগাড়ীতে গোপনে ছোট ভাইয়ের বউয়ের গোসলের ভিডিও ধারণ করায় বড় ভাইকে কারাগারে পাঠালো ছোট ভাই। অভিযুক্তকে এলাকাবাসী গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে।
গোদাগাড়ী পৌর এলাকার ভগমন্তপুর হাটপাড়া গ্রামে গত বুধবার সকালে এই ঘটনা ঘটলে এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়।
অভিযুক্ত আসামী হলেন গোদাগাড়ী পৌরসভার ৭ নং ওয়ার্ডের ভগমন্তপুর হাটপাড়া গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে মোঃ নাজির উদ্দিন বাবু।
বাবুর গোদাগাড়ী ডাইংপাড়া বাজারে কাপড়ের দোকান আছে সবাই জানতেন তিনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন তার কাছে এমনটা কেউ আশা করেনি।
গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন বলেন, অভিযুক্ত আসামির বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের হয়েছে, বৃহস্পতিবার আইনি প্রক্রিয়া শেষে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
-
মৌলভীবাজারে সাড়ে ২১ লাখ টাকার ভারতীয় অবৈধ চিনি ও নাসির বিড়িসহ গ্রেফতার-১।
নিজস্ব প্রতিবেদক:মৌলভীবাজারের কমলগঞ্জ ও রাজনগরে সাড়ে ২১ লাখ টাকার ভারতীয় চিনি ও নিষিদ্ধ নাসির উদ্দিন বিড়ি আটক করা হয়েছে।বৃহস্পতিবার ০৭ মার্চ ২০২৪ইং, বেলা ২টার সময় কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের রাধানগর এলাকায় অভিযান চালানো সময় অবৈধভাবে আসা চিনি আটক করা হয়ে।জানা যায়, কমলগঞ্জে চোরাইপথে আসা ২৯০ বস্তা ভারতীয় চিনি জব্দ করে গোডাউন সিলগালা করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর অভিযানে অবৈধভাবে আমদানি করা ৫০ কেজির ২৯০ বস্তা ভারতীয় চিনি জব্দ করলেও পাচারে ব্যবহৃত দুটি ট্রাক আটক করা যায়নি। এ সময় চিনির গোডাউন সিলগালা করা হয়।শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক (তদন্ত) শামীম আকনজী বলেন, ঘটনাস্থল থেকে ভারতীয় একটি কোম্পানির ২৯০ বস্তা মোট ১৪ হাজার ৫০০ কেজি চিনি জব্দ করা হয়। যার বাজারমূল্য প্রায় ১৯ লাখ টাকা।স্থানীয়রা জানান, চিনি পাচারকারী এই চক্রের সদস্যরা মিলে দীর্ঘ দিন ধরে ভারত থেকে চোরাই পথে কম দামে ভারতীয় চিনি এনে জেলার বিভিন্ন স্থানে বিক্রি করছিল। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারতীয় পণ্য বাংলাদেশে আমদানি করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। একটি চক্র ভারত থেকে চোরাই পথে কম দামে চিনি নিয়ে আসে। ওই চিনি দেশীয় কোম্পানির চিনির বস্তায় ভর্তি করে চক্রটি। পরে তা দেশীয় কোম্পানির চিনি হিসেবে বেশি দামে বিক্রি করে।অভিযানের সময় সহকারী কমিশনার (ভূমি) ও পুলিশের উপস্থিতি টের পেয়ে তড়িঘড়ি করে চিনি গোডাউনে রেখে বাকি চিনি ভর্তি দুটি ট্রাক মৌলভীবাজারের দিকে চলে যায়।এছাড়াও কমলগঞ্জ উপজেলার শমশেরনগরসহ বিভিন্ন হাটবাজারে মিলছে চোরাই পথে আসা ভারতীয় চিনি। এতে চোরাকারবারীরা রাতারাতি আঙ্গুল ফুলে কলাগাছ হচ্ছে। ঠকছেন ভোক্তারা। সীমান্ত এলাকা থেকে প্রাই ট্রাক ও পিকআপ ভর্তি চিনি আসার কারণে সরকার হারাচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব।স্থানীয় ব্যবসায়ীরা জানান, কুলাউড়ার ফুলতলা, চাতলাপুরসহ সীমান্তের কয়েকটি স্থান দিয়ে প্রতিদিন আনা হচ্ছে ভারতীয় চিনি। সাধারণত ভোর রাতে অবৈধ চিনি আনা হয়। শমশেরনগরের স্থানীয় চোরাকাবারীসহ কমলগঞ্জ ও কুলাউড়ার একটি প্রভাবশালী মহল অবৈধ চিনি ব্যবসার সাথে সংপৃক্ত। সীমান্ত অতিক্রম করেই তারা ভারতীয় বস্তা পরিবর্তন করে দেশীয় বস্তা দিয়ে চিনি পরিবহন করে। ফলে প্রশাসন ইচ্ছে করলেও ব্যবস্থা গ্রহণ করতে পারছে না। সীমান্ত এলাকার নিরীহ সাধারণ লোকদের দৈনিক ভিত্তিতে মজুরি প্রদান করে এই ব্যবসা পরিচালিত হচ্ছে।নাম প্রকাশে অনিচ্ছুক শমশেরনগর বাজারের দু’জন ব্যবসায়ী বলেন, দীর্ঘদিন ধরে ভারতীয় চিনি কিনে বিক্রি করছি। শমশেরনগর ভেতর বাজারের এক ব্যবসায়ীর দোকান থেকে তুলনামূলক কম দামে ভারতীয় চিনি পাওয়া যাচ্ছে। তিনি যদি একবার অকশনের মাল ক্রয় করেন পরে পুরো মাস অবৈধভাবে আসা চিনি সরবরাহ করেন।পুলিশের গোয়েন্দা বিভাগের একটি সূত্র জানায়, এ ব্যাপারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর মৌলভীবাজার এর সহকারী পরিচালক মোঃ সফিকুল ইসলাম বলেন, আসলে এই বিষয়টি পুলিশ দেখলে ভালো হয়। সেখানে মামলার বিষয়ও জড়িত রয়েছে। তারপরও অভিযানে আসলে তা খতিয়ে দেখা হবে।এ বিষয়ে কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রইছ আল রেজুয়ান, অভিযানকালে ঘটনাস্থলে কোনো ট্রাক পাওয়া যায়নি। তবে ২৯০ বস্তা চিনি জব্দ করা হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র না পেলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।অন্যদিকে এসআই অরূপ সরকার বলেন, একদল পুলিশ রাজনগরের টেংরা বাজারে চেকপোস্ট বসিয়ে অভিযান চালান। এ সময় একজন আসামিকে সাদা রংয়ের করোলা প্রাইভেট কারসহ আটক করা হয়েছে। টের পেয়ে একজন আসামি পালিয়ে যায়। আটক গাড়ি তল্লাশি করে ১ লাখ ৫০ হাজার ৫০০ শলাকা আমাদানি নিষিদ্ধ ভারতীয় শেখ নাসির উদ্দিন বিড়ি, যার মূল্য প্রায় ২ লাখ ৪০ হাজার টাকা জব্দ করা হয়।রাজনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালেক জানান, আটক আসামি ও পলাতকদের বিরুদ্ধে থানায় একটি নিয়মিত মামলা হয়েছে। আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে। উদ্ধার হওয়া টাকাসহ বিড়ি জব্দ করা হয়। -
উল্লাপাড়ার চোরাই মালের ট্রাক সহ সঙ্ঘবদ্ধ চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার।
উল্লাপাড়া(সিরাজগঞ্জ)প্রতিনিধি :
সিরাজগঞ্জের উল্লাপাড়াতে চোরাই তামার তার, পিতলের হাঁড়ি-পাতিল, বদনা, পল্লীবিদ্যুতের ইলেকট্রিক সরঞ্জামাদি, অ্যালুমিনিয়ামের বাসনকোসন, প্লাস্টিকের গুড়া ও পলিথিন ভর্তি মালালাল সহ খান এন্টার প্রাইজের একটি ট্রাক (যাহার রেজিষ্ট্রেশন -ঢাকা মেট্রো ট-১৪-৯৬১৪) সহ সঙ্ঘবদ্ধ চোর চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উল্লাপাড়া পৌর শহরের বাস টার্মিনালে পাবনা থেকে ঢাকাগামী ট্রাকের গতিরোধ করে ট্রাকের মালামাল সহ চোর চক্রের ৪ সদস্যকে আটক করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে প্রায় ১০ লাখ টাকার চোরাই মালামাল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো পাবনার আমিনপুর থানার নয়াবাড়ী গ্রামের জাবেদ আলীর ছেলে আব্দুল বাতেন (৩৭), একই উপজেলার বক্কারপুর গ্রামের তয়জাল সেখের ছেলে মন্টু সেখ (৪৫), বেড়া উপজেলার হরিরামপুর গ্রামের সোবহান ফকিরের ছেলে ফিরোজ ফকির (৫০), একই উপজেলার বিশালিকা গ্রামের শাহাদত মোল্লার ছেলে মোহাম্মদ আলী (২৯)।
বুধবার সকালে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম প্রেস বিজ্ঞপ্তিতে সংবাদকর্মীদের জানান, বেশকিছু দিন ধরে উল্লাপাড়া থানা এলাকায় বিদ্যুতের ট্রান্সমিটার চুরি হয়ে আসছিল।
এ ঘটনায় ইতিপূর্বে চোর চক্রের কয়েকজনকে আটক করা হয়। সেই সূত্র ধরে পাবনার আমিনপুর বাজারে এই চোর চক্রের একটি ভাঙ্গুরীর চোরাই দোকান রয়েছে বলে জানতে পারি। বিভিন্ন এলাকায় চুরি হওয়া মালামাল ঐ দোকানে ক্রয় ও বিক্রয় হয়ে আসছিল।
বুধবার বিকেলে ঐ সমস্ত চোরাই মালামাল ঢাকায় নেওয়ার পথে উল্লাপাড়া মডেল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে আটক করে। এব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।