Tag: গ্রেফতার
-
ভারতীয় নাগরিক বাংলাদেশে অনুপ্রবেশের অপরাধে রুপিসহ গ্রেফতার।
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের সীমান্তবর্তী বড়াইল এলাকা থেকে মধ্যরাতে অবৈধ ভাবে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে মুজিবুর রহমান (৪৮) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ লাতু বিজিবি সদস্যরা। এ সময় তাঁর কাছ থেকে ১৫ হাজার ২৫০ ভারতীয় রুপিসহ ৩ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়।এ বিষয়ে বুধবার দুপুরে বিজিবি লাতু বিওপি’র কমান্ডার নায়েক সুবেদার মোঃ আছমাত উল্লাহ ঠাকুর বলেন, আটক ভারতীয় নাগরিককে থানায় সোপর্দ করে অবৈধ ভাবে অনুপ্রবেশের দায়ে মামলা করেছেন। বিকেলে থানা পুলিশ আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠিয়েছে। মোঃ মুজিবুর রহমান ভারতের আসাম রাজ্যের নয়াগাঁ জেলার ডাবুক হোজাই থানার চাংমাঝিগাঁ গ্রামের আকবর আলীর ছেলে।জানা যায়, বিজিবি-৫২ ব্যাটালিয়নের লাতু বিওপির কমান্ডার নায়েক সুবেদার মোঃ আছমাত উল্লাহ ঠাকুরের নেতৃত্বে একদল বিজিবি সদস্য মঙ্গলবার রাতে বড়লেখা উপজেলার সীমান্তবর্তী এলাকায় নিয়মিত টহল দিচ্ছিল। সীমান্তের মেইন পিলার ১৩৬৫ হতে আনুমানিক ৩১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বড়াইল এলাকায় বিজিবি সদস্যরা একটি মোটরসাইকেলের গতিরোধ করলে দুই আরোহীর একজন ভারতীয় নাগরিক মুজিবুর রহমানকে মোটরসাইকেলসহ আটক করেন। অপর আরোহী বাংলাদেশি নাগরিক বড়াইল গ্রামের বাসিন্দা লোকমান হোসেন কৌশলে পালিয়ে যায়। পরে আটক ভারতীয় নাগরিকের দেহ তল্লাশি করে ১৫ হাজার ২৫০ ভারতীয় রুপি, একটি মোবাইল ফোন, বেশ কিছু ভারতীয় প্রসাধনী সামগ্রীসহ ৩ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ লাতু বিজিবি সদস্যরা।বড়লেখা থানার ওসি (তদন্ত) ফরিদ উদ্দিন বলেন, বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের অপরাধে ভারতীয় নাগরিকে আটক করে তার বিরুদ্ধে থানায় মামলা করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ লাতু বিজিবি। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে বুধবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে তিনি জানান।বিজিবি-৫২ ব্যাটালিয়নের (বিয়ানীবাজার) অধিনায়ক লে. কর্ণেল মেহেদি হাসান বলেন, বড়লেখা, বিয়ানীবাজার ও জুড়ী সীমান্ত দিয়ে সবধরণের চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি-৫২ ব্যাটালিয়নের কড়া নজরদারি রয়েছে। সীমান্ত এলাকায় টহল ও তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে বলে জানান তিনি। -
সিরাজগঞ্জে শামীম হত্যা মামলার আমৃত্যু সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার।
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দোকান কর্মচারী শামিমকে অপহরণের পর হত্যা ও অর্থ লুটের অপরাধে আমৃত্যু দণ্ড প্রাপ্ত আসামি ইসমাইল হোসেন শেখ (২৬)কে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২) সদস্যরা।
শনিবার (১৪ সেপ্টেম্বর) এক প্রেসবিজ্ঞপ্তিতে র্যাব-১২’র কোম্পানি কমান্ডার (লেফটেন্যান্ট কমান্ডার বিএন) এম আবুল হাশেম সবুজ এ তথ্য নিশ্চিত করেন।
এ সময় তিনি জানান শুক্রবার (১৩ সেপ্টেম্বর) গভীর রাতে র্যাবের সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় র্যাব-১২ সদর কোম্পানির একটি অভিযানিক দল বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি সিরাজগঞ্জ পৌরসভার মাহমুদপুর এলাকার মৃত সাইফুল শেখের ছেলে।
তিনি আরো জানান, ২০১৬ সালের ২৫ জুন সিরাজগঞ্জ পৌর শহরে অবস্থিত আলাউদ্দিন স্টোরের কর্মচারী শামীম শেখ দোকানের বকেয়া টাকা তোলার জন্য জেলার উল্লাপাড়ায় যান। ওইদিন রাত ১০টার দিকে তার সঙ্গে দোকানের মালিক ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা হয়। পরেরদিন উল্লাপাড়ার বড়হর দক্ষিণপাড়া এলাকা থেকে শামীমের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতর বাবা মামসুল হক বাদী হয়ে উল্লাপাড়া মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।শামীমকে অপহরণের পর হত্যা ও অর্থ লুটের অপরাধে ১৫ দিন আগে ইসমাইল শেখকে আমৃত্যু সাজা দেন আদালত । ওই সময় থেকে গ্রেফতারকৃত আসামি পলাতক ছিলো। পরে বিষয়টি র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহায়তায় শুক্রবার রাতে আসামিকে গ্রেফতার করা হয়েছে।তাকে তল্লাশি করে দুইটি মোবাইল, চারটি সিম ও নগদ ১ হাজার ৪’শ ৮০ টাকা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত আলামতসহ আসামিকে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
-
রামপালের গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার।
রামপাল (বাগেরহাট) প্রতিনিধিঃ
বাগেরহাট গোয়েন্দা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৮ কেজি মাদকদ্রব্য গাঁজাসহ তমা খাতুন (১৯) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
রবিবার (২১ এপ্রিল) বিকেলে বাগেরহাটের মোল্লাহাট থানার কাহালপুর এলাকায় চেকপোস্ট বসিয়ে ডিবি পুলিশের একটি চৌকস অভিযানিক দল তমাকে গ্রেফতার করা হয়।এসময় তাকে তল্লাশি করে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃত তমা বাগেরহাটের রামপাল উপজেলার ডাকরা কালিগঞ্জ গ্রামের মৃত জাহাঙ্গীর সরদারের মেয়ে।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে খুলনাগামী যাত্রীবাহী কমফোর্ট পরিবহনের মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ মাদক নিয়ে আসতেছে বলে গোপনে খবর পায়। এ সংবাদের ভিত্তিতে কাহালপুর এলাকায় অভিযানিক দলটি চেকপোস্ট বসিয়ে মাদক বাহি গাড়িটি আটক করা হয়।এসময় আটক গাড়িটি তল্লাশি করে কেজি গাঁজা উদ্ধার করা হয়। গাড়ি তল্লাশি করার সময়ে তমা তার হাতে থাকা ট্রলি ব্যাগ নিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় তার ব্যাগ থেকে পলিথিনে মোড়ানো ৮টি প্যাকেট পাওয়া যায়। যার প্রতিটি প্যাকেটে ১ কেজি করে মোট ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
বাগেরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার রায়ের সাথে কথা হলে তিনি বলেন, গোপণ সংবাদের মাধ্যমে জানা যায় বিপুল পরিমান মাদকের চালান নিয়ে বাগেরহাটে আসতেছে মাদক ব্যবসায়ীরা।
এ সংবাদের ভিত্তিতে মোল্লাহাট থানাধীন কাহালপুর এলাকায় অভিযান চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৮ কেজি গাঁজাসহ তমা নামের ওই নারী মাদক কারবারিকে আটক করা হয়।
-
লক্ষ্মীপুরে গৃহবধূ হত্যা দোষীদের শাস্তির দাবীতে সন্তানদের মানববন্ধন গ্রেফতার-৭।
লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
পূর্ব শত্রুতার জের ধরে লক্ষ্মীপুরে মধ্য রাতে ঘরে ঢুকে এলোপাতাড়ি কুপিয়ে জোৎসনা আক্তার নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে।
এসময় কুপিয়ে আহত করা হয় নিহত নারীর স্বামী আলা উদ্দিনকে। খুনিদের ফাঁসির দাবিতে এলাকাবাসী ও স্বজন মানববন্ধন কর্মসূচি পালন। (১৭ এপ্রিল ) বুধবার সকাল ১১ টায় ভবানীগঞ্জ ইউনিয়নের মেঘনা বাজারে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন
নিহত জোসনার সন্তানেরা কান্নাজড়িত কণ্ঠে বলেন, খুনি সিরাজ, মাহফুজ, মিজান, রাশেদা বেগম, এরশাদ,রিপন, জাকির,রিমন, রাকিব, ইব্রাহিম সহ ৭ জন্য ফাঁসি চাই প্রশাসনের কাছে
মানববন্ধনে উপস্থিত ছিলেন, নিহত জোসনার দুই ছেলে ও এক মেয়ে, ইসমাইল, ফেন্সি, রোজী, জোসনার, আসুরা, আবুল বাশার, ইউপি সদস্য সাখাওয়াত এলাকায় গণ্যমান্য ব্যক্তি সহ কয়েক শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। ইউপি সদস্য আহসান উল্লাহ মানববন্ধনে উপস্থিত হয়ে অবিলম্বে খুনিদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি দাবি করেন
র্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানী কমান্ডার (ভারপ্রাপ্ত) গোলাম মোর্শেদ বলেন,বসত বাড়ির পুকুর থেকে ড্রেজারে বালু উত্তোলন ও পানি সেচ দেয়াকে কেন্দ্র করে জোসনা ও তার স্বামী আলা উদ্দিনকে কুপিয়ে আহত করে ঘটনাস্থলে জোসনা মৃত্যু হয় মামলার পর থেকে র্যাব তদন্ত শুরু করে। গোয়েন্দা নজরদারিতে অবশেষে মামলার ৬ জন এজাহারনামীয় ও ১ জন অজ্ঞাত আসামিকে গ্রেপ্তার করা হয়। পরে আসামিদেরকে লক্ষ্মীপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়
-
শিবগঞ্জে চাঞ্চল্যকর শাহিনুর হত্যা মামলার প্রধান দুই আসামি গ্রেফতার।
বগুড়া প্রতিনিধিঃ বগুড়া জেলার শিবগঞ্জে চাঞ্চল্যকর শাহিনুর হত্যা মামলার প্রধান দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১২’র সদস্যরা।
১৪ এপ্রিল রবিবার রাতে শাজাহানপুরে বনানীর আড়িয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন-শিবগঞ্জের ঘাগুর দুয়ার গ্রামের মোঃ শহিদুল ইসলাম ও তাঁর ছেলে মোঃ মেহেদী হাসান৷ তারা দুজনই শাহিনুর হত্যা মামলার প্রধান আসামি।
এ তথ্য নিশ্চিত করেন র্যাব-১২’র বগুড়ার কোম্পানী কমান্ডার পুলিশ সুপার মীর মনির হোসেন। এ সময় তিনি জানান,বগুড়া জেলার শিবগঞ্জের ঘাগুর দুয়ার গ্রামের নিহত শাহিনুরের স্ত্রী শাহান আরা বেগম থানায় অভিযোগ করেন যে গত ২৭ মার্চ তাদের বসতবাড়ীর গাছের ডাব পাড়াকে কেন্দ্র করে গ্রেফতারকৃত আসামীদের সাথে তাদের কথা কাটাকাটি হয়। ওইদিন বিকেল সাড়ে ৪ টার সময় তার স্বামী শাহিনুর একটি মুদি দোকানের সামনে পাঁকা রাস্তার পৌছালে পূর্ব শত্রুতার জের ধর আসামীরা পূর্ব পরিকল্পিত ভাবে লোহার রড, গাছের ডালপালা দিয়ে এলোপাথারি মারপিট করে।এ ঘটনায় তার স্বামী গুরুতর আহত হয়।
এ সময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ভর্তি করায় পরে চিকিৎসাধীন অবস্থায় গত ২৯ মার্চ রাত সোয়া ৯ টার সময় মারা যায়। এ ঘটনায় ৩০ মার্চ শাহান আরা বেগম শিবগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সেই মামলার প্রেক্ষিতে পুলিশের পাশাপাশি র্যাবও আসামিদের ধরতে অভিযান শুরু করে। রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উল্লেখিত স্থানে অভিযান পরিচালনা করে নামিক আসামিদের গ্রেফতার করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জেলার শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
-
মোটরসাইকেল চুরির ৭১ মামলার আসামি বহিষ্কৃত পৌর কাউন্সিলর গ্রেফতার।
ঠাকুরগাঁও প্রতিনিধি:মোটরসাইকেল চুরির অপরাধে রানীশংকৈল পৌরসভার বহিষ্কৃত কাউন্সিলর আব্দুর রাজ্জাক (৪৩) ফের গ্রেপ্তার হয়েছেন। এসময় তার সহযোগী রাজীব (৩৫) নামে আরেকজনকে আটক করা হয়। এর আগেও তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মোটরসাইকেল চুরির ৭১টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।রাজ্জাক রানীশংকৈল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন ও ভান্ডারা গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে। আটক সহযোগী রাজীব একই এলাকার ফয়েজউদ্দীনের ছেলে।বুধবার (৩ এপ্রিল) রাতে পৌর শহরের দক্ষিণ পাড়া প্রগতি ক্লাব এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে রাণীশংকৈল থানা পুলিশ।আব্দুর রাজ্জাক আন্তঃজেলা মোটরসাইকেল চোর দলের প্রধান। তাঁর নামে বিভিন্ন থানায় মোটরসাইকেল চুরির ৭১টি মামলা রয়েছে। এরমধ্যে কয়েকটি মামলা খারিজ হয়েছে বলে নিশ্চিত করেন রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা।স্থানীয় সূত্রে জানা গেছে, পৌর শহরের দক্ষিণ পাড়া এলাকার আসাদুজ্জামান আশা নামে এক ব্যক্তির বাসার গেটের সামনে মোটর সাইকেলটি রেখে সে বাসায় ইফতার মাহফিলে ইফতার করছিলেন অনেক মুসুল্লি । এমন সময় আব্দুর রাজ্জাক ও তার সহযোগী রাজীব মোটর সাইকেলের তালা ভেঙ্গে চুরি করার সময় স্থানীয় এক মহিলার নজরে পড়ে। তিনি সেসময় চিৎকার দিলে তখনি আসাদুজ্জামান আশা ও স্থানীয় জনতা হাতে নাতে ধরে ফেলে রাজ্জাক ও সহযোগী রাজিবকে। আটকের পরে তাদের গণধোলাই দেয় বিক্ষুব্ধ জনতা।এসময় স্থানীয়দের গণধোলাই থেকে বাঁচাতে মোটরসাইকেল মালিক আসাদুজ্জামান আশা তার বাসার একটি রুমে চোর আব্দুর রাজ্জাক ও সহযোগী রাজিবকে আটক করে রাখেন । এসময় রাজ্জাকের ব্যবহৃত পালসার ১৫০সিসি মোটরসাইকেল পুড়িয়ে দেয় উৎসুক জনতা। ফায়ার সার্ভিস গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন।এ খবর ছড়িয়ে পড়লে মুহুর্তে সেখানে শতশত মানুষের সমাগম ঘটে। এক পর্যায়ে চোর রাজ্জাককে মেরে ফেলতে উদ্দত হয় তারা।কুখ্যাত মোটরসাইকেল চোর বহিষ্কৃত পৌর কাউন্সিল’র আব্দুর রাজ্জাককে জনতার রোষানল থেকে উদ্ধার করতে গিয়ে জনতার সাথে পুলিশের ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রকিবুল হাসান, সার্কেল এসপি রেজাউল করিম সহ পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। পরে ৩ ঘন্টা পর জনতাকে ছত্রভঙ্গ করে মোটরসাইকেল চুরির অপরাধে রাজ্জাক ও সহযোগী রাজীবকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে পুলিশঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, আব্দুর রাজ্জাক আন্তঃজেলা মোটরসাইকেল চোর দলের প্রধান। তার নামে বিভিন্ন থানায় মোটরসাইকেল চুরির ৭১টি মামলা রয়েছে। বিভিন্ন সময় তাকে গ্রেপ্তার করলেও জামিন পেয়ে তিনি বেরিয়ে এসে আবার ডাকাতি-চুরির সঙ্গে জড়িয়ে যান।ওসি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজ্জাক চুরির ঘটনায় জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন। বৃহস্পতিবার (৪ এপ্রিল) দুপুরে তার বিরুদ্ধে চুরি মামলা দায়ের করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। তাকে আবারও আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে। -
মাধবপুরে গরু সহ চোর গ্রেফতার: জব্দ সিএনজি।
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃহবিগঞ্জের মাধবপুরে চোরাই গরুসহ এক গরু চোরকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৩১ মার্চ) মাধবপুর থানার পুলিশ ধৃত গরু চোরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছেন। এর আগে শনিবার রাত সাড়ে তিন টার দিকে মাধবপুর থানার এস আই মোঃ মনিরুজ্জামান এর নেতৃত্বে পুলিশের একটি অভিযানিক দল উপজেলার হরিতলা এলাকায় অভিযান পরিচালনা করে দুটি চোরাই গরু সহ মো: রুমান মিয়া (৪৫) নামের এক গরু চোরকে গ্রেফতার করে। সে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শানখোলা ইউনিয়নের কালিমনগর গুচ্ছ গ্রামের মৃত তাহের মিয়া’র পুত্র। এসময় গরু পাচার কাজে ব্যাবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করে পুলিশ। এ বিষয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রাকিবুল ইসলাম খাঁন সত্যতা নিশ্চিত করেছেন। -
মৌলভীবাজারে বিকাশ প্রতারক চক্রের ৬ সদস্য গ্রেফতার।
নিজস্ব প্রতিবেদকঃ মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে বিকাশ প্রতারক চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।বুধবার ২৭ মার্চ ২০২৪ইং, দুপুরে মৌলভীবাজার পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে পুলিশ সুপার মোঃ মনজুর রহমান বিপিএম, পিপিএম (বার) প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, গতকাল ২৬ মার্চ ২০২৪ইং, বিকেলে মৌলভীবাজার ডিবির অফিসার ইনচার্জ এর নেতৃত্বে মৌলভীবাজার পৌরসভার সৈয়ারপুর এলাকার লন্ডনী হারুন মিয়ার মালিকাধীন হারুন মঞ্জিলের ৬ তলার ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন, মোঃ টিটুল মোল্লা টিটু (৩৬), পিতা- মৃত রতন মোল্লা। রুবেল শেখ (৩১), পিতা- বিদ্যুত শেখ। সবুজ হাওলাদার(২৯), পিতা-আইয়ুব হাওলাদার। হৃদয় শেখ (২০), পিতা- শেখ ইমফাজ। সাজ্জাদ হোসেন (২৫), পিতা- নওশাদ আহমেদ। সর্ব থানা- ভাঙ্গা। হাসান খালাশি (২১), পিতা- সামছু খালাশি। থানা- সদরপুর, জেলা- ফরিদপুর।গ্রেফতারকৃতদের কাছ থেকে বিকাশ প্রতারণা কাজে ব্যবহৃত বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোনসহ মোট ২১টি সচল মোবাইল সেট এবং নগদ ৬,৩৯০ টাকা জব্দ করা হয়েছে।এছাড়া তাদের কাছ থেকে বিভিন্ন স্কুল কলেজের উপবৃত্তিভোগী শিক্ষার্থী এবং বয়স্কভাতা ভোগীদের মোবাইল নম্বরসহ ১২ পাতার একটি তালিকা জব্দ করা হয়েছে। যে তালিকা থেকে তারা ভিকটিমদের কল দিয়ে প্রতারণা করতো।প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বিকাশ একাউন্ট হ্যাক করে টাকা হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করেছে। এই চক্র অনলাইনে সরকারি ওয়েবসাইট থেকে অবৈধভাবে দেশের বিভিন্ন এলাকার বয়স্কভাতা ভোগী, বিভিন্ন স্কুল-কলেজের উপবৃত্তি ভাতাভোগী শিক্ষার্থীদের তালিকা ডাউনলোড করে সেখান থেকে বিকাশ নম্বর সংগ্রহ করত। পরবর্তীতে নিজেদেরকে বিকাশের হেড অফিসের স্টাফ পরিচয় দিয়ে শুদ্ধ বাংলায় কথা বলে কৌশলে তাদের কাছ থেকে OTP (ONE TIME PASSWORD) নিয়ে বিকাশ একাউন্ট হ্যাক করে বিকাশ একাউন্টে থাকা টাকা আত্মসাৎ করত।তারা এই কাজের সাথে দীর্ঘদিন ধরে জড়িত এবং এই কাজকে তারা পেশা হিসেবে বেছে নিয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে। গ্রেফতারকৃত সবাই ফরিদপুর জেলার স্থায়ী বাসিন্দা। মামলা ও গ্রেফতারের ভয়ে অথবা তাদের কাজের সুবিধার্থে তারা দেশের বিভিন্ন এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে এই প্রতারনা করে আসছিল।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। তাদের আরো সহযোগী আছে। আমরা তাদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদর্শন কুমার রায় (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ সারোআর আলম, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলাম-সহ প্রমুখ। -
নাগরপুরে ইয়াবা সহ শীর্ষ মাদক ব্যবসায়ী বুলেট পুলিশের হাতে গ্রেফতার।
স্টাফ রিপোর্টার:টাঙ্গাইলের নাগরপুরে শীর্ষ মাদক ব্যবসায়ী বেজি গ্রুপের প্রধান রাহাত হোসেন ওরফে বুলেটকে ১ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ি বুলেট গয়হাটা গ্রামের মৃত ইসমাইল হোসেন মন্টুর ছেলে।রবিবার(২৫ মার্চ) রাত ৮.৪৫ ঘটিকার সময় নাগরপুর সদর বাজারের বটতলা মোড় থেকে গোপন সংবাদের ভিত্তিতে নাগপুর থানার অফিসার ইনচার্জ জসীম উদ্দিনের নির্দেশনায় এসআই আলিমের নেতৃত্বে এসআই মামুন,এএসআই জাহাঙ্গীর, এএসআই তসলিম,এএসআই তাহের সঙ্গীয় ফোর্সসহ মাদক ব্যবসায়ী বুলেটকে আটক করে পুলিশ।এ সময় বুলেটের কাছ থেকে ১ হাজার পিচ ইয়াবা উদ্ধার করে পুলিশ।এ বিষয়ে নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জসিম উদ্দিন বলেন,কুখ্যাত মাদক ব্যবসায়ী বেজি গ্রুপের প্রধান বুলেটকে ১ হাজার পিস ইয়াবাসহ পুলিশ গ্রেফতার করেছে। আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে। -
গোদাগাড়ীতে হেরোইনসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার।
গোদাগারী(রাজশাহী)প্রতিনিধিঃ
রাজশাহীর গোদাগাড়ীতে র্যাপিদড এ্যাকশব ব্যাটিলিয়ান র্যাব-৫ এর সদস্যরা রোববার ভোর রাতে উপজেলার চার আষাড়িয়াদহ ইউনিয়নের চার ভূবনপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী শিশু শেখ(২১)কে গ্রেফতার করা হয়েছে।এ সময় তাকে তল্লাশি করে ১ কেজি ৭৮০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ি উপজেলার চার আষাড়িয়াদহ এলাকার হাবিবুর রহমানের ছেলে।
র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব জানতে পারে, গোদাগাড়ীর চরআষাড়িয়াদহ গ্রামের মিশু শেখ (২১) প্রতিবেশি রাষ্ট্র ভারত থেকে হেরোইন আমদানি করে বিক্রির জন্য তার বাড়িতে মজুদ রেখেছে। এমন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল ভোর রাত ৫টার দিকে মিশু শেখের বাড়ি ঘেরাও করে।
এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে মিশু শেখসহ তার সহযোগি পালানোর চেষ্টা করলে র্যাব মিশুকে আটক করে। তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানান, বাড়ির ভেতর খড়ের গাদার মধ্যে হেরোইন রয়েছে। তার দেয়া তথ্যে র্যাব তল্লাশী চালিয়ে ১ কেজি ৬শ’ ৮০ গ্রাম হেরোইন উদ্ধার করে। পরে তাকে গোদাগাড়ী থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দেয়া হয়েছে।