Tag: গ্রেফতার

  • তেলপাম্প মালিককে মারপিটকারীদের গ্রেফতার দাবিতে জ্বালানীতেল পরিবহণ বন্ধের ডাক।

    তেলপাম্প মালিককে মারপিটকারীদের গ্রেফতার দাবিতে জ্বালানীতেল পরিবহণ বন্ধের ডাক।

    সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি এনএস ফিলিং ষ্টেশনের মালিক ও পরিচালককে মারপিটকারী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে উত্তরাঞ্চলে আগামি ৩ আগস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য জ্বালানী তেল উত্তোলন ও পরিবহণ বন্ধের ডাক দেয়া হয়েছে।

    উত্তরবঙ্গ ট্যাংকলড়ি শ্রমিক ইউনিয়ন, বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিষ্ট্রিবিউশন এজেন্ট এন্ড পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশন রাজশাহী বিভাগ গত ২৩ জুলাই এক যৌথ সভায় এ সিদ্ধান্ত জানানো হয়।

    সভায় প্রশাসনকে সন্ত্রাসীদের গ্রেফতারে আগামি ১ আগষ্ট পর্যন্ত সময় বেঁধে দেয়া হয়েছে তা না হলে ২ জুলাই সোমবার অর্ধবেলা ধর্মঘট ও ৩ আগস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য তেল উত্তোলন ও পরিবহণ বন্ধের ঘোষণা দেয়া হয়েছে।

    সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে বাঘাবাড়ি এনএস ফিলিং ষ্ট্রেশনে দীর্ঘদিন ধরে এলাকার কতিপয় সন্ত্রাসী গাড়িতে জ্বালানী তেল নিয়ে টাকা না দিয়েই চলে যায়। পেট্রোল পাম্পমালিক আলহাজ্ব সোলায়মান হোসেন তাদের কাছে বকেয়া টাকা চাইলে তারা হুমকি দেখায়। এরপর গত ১৯ তারিখ বিকেলে সন্ত্রাসীরা পেট্রোলপাম্পে হামলা চালিয়ে ভাংচুর করে ১ লাখ টাকা লুটে নেয়াসহ মাসে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে।

    এ ব্যাপারে আলহাজ সোলায়মান হোসেন শাহজাদপুর থানায় মিন্টু মোল্লা, হামিদ মোল্লা, মোঃ নুর তাজেল মোল্লা, আলতাফ মোল্লাসহ ৭ জনের নামে জিডি করেন।এ জিডি প্রত্যাহার করতে সন্ত্রাসীরা হত্যার হুমকি দিলেও তিনি অস্বীকৃতি জানায়।

    এরপর গত ২৩ জুলাই সশস্ত্র সন্ত্রাসীরা পাম্প অংশীদার কাম পরিচালক আব্দুল মান্নানের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুরসহ ৩ লাখ টাকা লুট করে নিয়ে যায়।

    এ সময় সন্ত্রাসীরা আব্দুল মান্নানকে পিটিয়ে হাত পা ভেঙ্গে দেয়। সন্ত্রাসীরা আব্দুল মান্নানের ভাই পাম্প অংশিদার আলহাজ সোলায়মান হোসেনকেও রক্তাক্ত জখম করে। এ ঘটনায় মামলা হলেও শাহজাদপুর থানা পুলিশ অসামীদের গ্রেফতার না করায় ব্যাপক অসন্তোষ সৃষ্টি হয়। এ ঘটনার প্রতিবাদে ও সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে সংশ্লিষ্ট সংগঠন এ কর্মসুচির ডাক দিয়েছে।

  • র‍্যাব-১২’র পৃথক অভিযানে ইয়াবাসহ ৪ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    র‍্যাব-১২’র পৃথক অভিযানে ইয়াবাসহ ৪ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‍্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

    এরই ধারাবাহিকতায় ২৫ জুলাই রোববার সন্ধ্যা সাড়ে ৭ টার সময় র‍্যাব-১২ স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল টাঙ্গাইলের ঘাটাইল থানার জামালপুর (দক্ষিনপাড়া) গ্রামে মনিরুল ইসলামের বসত বাড়ীর পশ্চিম দুয়ারী টিনসেড ঘরের ভিতর এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৯৯০(নয়শত নব্বই) পিচ ইয়াবা ট্যাবলেটসহ ২ জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এসময় তাহাদের নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয় এর কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোন ও নগদ ৮০০০/-(আট হাজার) টাকা জব্দ করা হয়।
    গ্রেফতারকৃতরা হলেন ঘাটাইল থানার জামালপুর গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে মনিরুল ইসলাম(৩৪) ও একই থানার চৈথট্র গ্রামের সালাম সরকারের ছেলে জাহিদুল ইসলাম(২৬)।

    গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারনীর ১০(ক) ধারার মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে ঘাটাইল থানায় হস্তান্তর করা হয়েছে।

    ২৬ জুলাই সোমবার সকাল সোয়া ৬ টার সময় র‍্যাব-১২ সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জের উল্লাপাড়ার হাটিকুমরুল ইউনিয়নের ঢাকা-রাজশাহী মহাসড়কের দক্ষিন পাশের্ব ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সামনে এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৫৭ পিচ ইয়াবা ট্যাবলেট ও ৬ গ্রাম গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এসময় তাহাদের নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয় এর কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোন জব্দ করা হয়।

    গ্রেফতারকৃতরা হলেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার দক্ষিণ খাজিরাথাক গ্রামের রিয়াজুল ফকিরের ছেলে জুয়েল রানা(২৪) ও গাজীপুরের জয়দেবপুর থানার হুড়াপাড়া বেগমপুর গ্রামের গোলাম হোসেনের ছেলে রাশেদুল ইসলাম(২৫)।

    গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ এর (১) সারণীর ১০(ক) ও ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ এর (১) সারণীর ১৯(ক) ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

    প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে,এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ এবং টাঙ্গাইল জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।

  • উল্লাপাড়ায় চাঞ্চল্যকর সানোয়ার হত্যা মামলার ৪ আসামী গ্রেফতার।

    উল্লাপাড়ায় চাঞ্চল্যকর সানোয়ার হত্যা মামলার ৪ আসামী গ্রেফতার।

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক বছর আগে সলঙ্গার চরগোছা গ্রামের চাঞ্চল্যকর সানোয়ার হোসেন হত্যা মামলার পলাতক ৪ আসামী গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ ।পলাতক ৪ আসামীকে ১ বছর পর সলঙ্গা থেকে শনিবার ১০ জুলাই রাতে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে।

    গ্রেফতারকৃতরা হলেন উপজেলার চরবেড়া গ্রামের ছোলাইমান হোসেনের ছেলে শরিফুল ইসলাম (শরিফ)৩৭, আব্দুল মান্নানের ছেলে হিরা(২৫), ইসমাইল হোসেনের ছেলে রুবেল হোসেন(২৯) ও আমজাদ হোসেনের ছেলে মাহমুদুল হোসেন(২৭)।

    উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমাড় দাশ এ ঘটনা নিশ্চিত করে জানান গেল বছর ৮ জুলাই সলঙ্গার আলিম উদ্দিনের ছেলে সানোয়ার হোসেন নামের এক ব্যক্তি নিখোঁজ হয়।নিখোঁজের তিনদিন পর কয়ড়া সড়াতলা বিলসূর্য্য নদী থেকে অর্ধ গলিত এক ব্যক্তির লাশ মডেল থানা পুলিশ উদ্ধার করে। পরে তার পরনে থাকা কাপড় দেখে সানোয়ার হোসেনের লাশ সনাক্ত করেন নিহতের পরিবার।

    এ সময় নিহতের পরিবার থানায় একটি সাধারণ ডায়রী করে লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠান। নিহতের ছেলেদের ডিএনএ টেস্টের সাথে মৃতব্যক্তির ডিএনএ টেষ্ট মিলে গেলে নিহতের স্ত্রী সেলিনা খাতুন বাদী হয়ে ৮ জনকে আসামী করে উল্লাপাড়া মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার এক বছর পার তাদের গ্রেফতার করা হয় বাকী আসামীদের গ্রেফতারে চেষ্টা করা হচ্ছে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীর স্বীকার করেছে পারিবারিক কলহের জেরধরে সানোয়ারকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।সকল আইনী প্রক্রিয়া শেষ করে রবিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে সোপর্দ করা হয়েছে।

     

  • করফাঁকি দিয়ে নকল বিড়ি, জর্দা, বিড়ির কাগজ জব্দ:এ ঘটনায় গ্রেফতার ১।

    করফাঁকি দিয়ে নকল বিড়ি, জর্দা, বিড়ির কাগজ জব্দ:এ ঘটনায় গ্রেফতার ১।

    রাজস্ব ফাঁকির কারণে সিরাজগঞ্জে নকল বিড়ি, জর্দা, বিড়ির কাগজ ও বিড়ির ব্যান্ডরোল জব্দ ও আরিফ রহমান নামে প্রতিষ্ঠানের মালিককে আটক করেছে সিরাজগঞ্জ কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগ।

    শনিবার (১০ জুলাই) সকাল ১১টায় সদর উপজেলার চন্ডিদাসগাঁতী হাটখোলায় মধু বিড়ি ফ্যাক্টরী থেকে এসকল কিছু জব্দ করেন, সহকারী রাজস্ব কর্মকর্তা মোঃ নূরে আলম সিদ্দিকী।

    সহকারী রাজস্ব কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী জানান, পাবনার ‘মধু বিড়িথ নামক একটি প্রতিষ্ঠানের অন্তরালে চন্ডিদাসগাঁতী গ্রামে মৃত আব্দুর কাদের পুত্র এসএম আরিফ রহমান (৩৭) দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যান্ডের সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে মধু বিড়ি, কিসমত বিড়ি, ইলেক্টিক সামগ্রী তৈরী করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ১২ হাজার কিসমত বিড়ি, ২ লাখ ৮০ হাজার মধু বিড়ি, ১১ হাজার ২শ বিড়ির কাগজ, ৪থশ ব্যান্ডরোল শীট ও ৪৪০ পিস জর্দা জব্দ করি। তিনি আরও জানান, ভ্যাট ফাঁকির অভিযোগে এব্যাপারে সিরাজগঞ্জ থানায় মামলার দায়ের করা হয়েছে ।

    এ অভিযানে সিরাজগঞ্জ কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগের রাজস্ব কর্মকর্তা রনবীর চন্দ্র বর্মন, সিরাজগঞ্জ সদর থানা পুলিশ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সার্বিক সহযোগিতা প্রদান করেন।

  • ঢাকার সাভারে ২ নারীসহ ৮ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার।

    ঢাকার সাভারে ২ নারীসহ ৮ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার।

    ঢাকার সাভারে দুই নারীসহ ৮ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব – ৪। এসময় তাদের কাছ থেকে ১১৪৭ পিস ইয়াবা ও ২ ক্যান বিয়ার উদ্ধার করা হয়।

    বুধবার ( ৩০ শে জুন ) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব -৪। সিপিসি – ২ এর অধিনায়ক লেফটেনেন্ট কমান্ডার রাকিব মাহমুদ খান।

    এর আগে মঙ্গলবার ( ২৯ শে জুন ) রাতে সাভারের আনন্দপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

    আটককৃতরা হলেন – মানিকগঞ্জের বিপ্লব হোসেন ( ৩৮ ) মোছাঃ রোকেয়া ( ৩৬ ) মোঃ রাকিব হাসান ( ৩০ ) ঢাকা জেলার মোঃ সারোয়ার হোসেন ( ৩৬ ) আরিফুর রহমান ( ২৮ ) সিরাজগঞ্জ জেলার মোঃ জহির ইসলাম ( ৩৮ ) মাদারীপুরের মোছাঃ মহি আক্তার ( ২৮ ) ও গোপালগঞ্জের মোঃ ওমর সরদার ( ৩২ )।

    লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান জানান, আটক আসামিরা প্রাথমিকভাবে মাদক বিক্রির কথা স্বীকার করে। তারা সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলো।

    তাদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

  • উল্লাপাড়ায় ইয়াবাসহ দুই শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    উল্লাপাড়ায় ইয়াবাসহ দুই শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ১২৫ পিচ ইয়াবাসহ তৈয়ব আলী(৪৭) ও জাহিদুল ইসলাম জাহিদ(২৫) নামের দুই শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটিলিয়ান র‍্যাব-১২’র সদস্যরা।

    আটককৃতরা হলেন উপজেলার বড়পাঙ্গাসী ইউনিয়নের হাওড়া পশ্চিম পাড়া গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে তৈয়ব আলী(৪৭) ও সলঙ্গা থানার ধোপাকান্দি গ্রামের আবু বক্কারের ছেলে জাহিদুল ইসলাম জাহিদ (২৫)।

    র‍্যাব-১২’র মিডিয়া অফিসার মি. জন রানা এ ঘটনা নিশ্চিত করে জানান রবিবার (৪ জুলাই) বিকেলে উপজেলার বড়পাঙ্গাসী ইউনিয়নের হাওড়া পশ্চিম পাড়া এলাকায় র‍্যাপিড এ্যাকশন ব্যাটিলিয়ান র‍্যাব-১২’র সহকারি পুলিশ সুপার এরশাদুর রহমানের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১১০ পিচ ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী তৈয়ব আলীকে গ্রেফতার করা হয়।পরে হাটিকুমরুল ফুডভিলেজ শিশুপার্ক এলাকায় অভিযান পরিচালনা করে অপর শীর্ষ মাদক ব্যবসায়ী জাহিদুল ইসলাম জাহিদকে ১৫ পিচ ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

    উদ্ধার হওয়া আলামতসহ গ্রেফতারকৃত শীর্ষ মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজু করে সোমবার ৫ জুলাই সলঙ্গা ও উল্লাপাড়া মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

  • গোদাগাড়ীতে র‍্যাব-৫ এর অভিযানে শীর্ষ নারী মাদক ব্যবসায়ী মুক্তি গ্রেফতার।

    গোদাগাড়ীতে র‍্যাব-৫ এর অভিযানে শীর্ষ নারী মাদক ব্যবসায়ী মুক্তি গ্রেফতার।

    রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাব-৫ এর অভিযান পরিচালনা করে শীর্ষ নারী মাদক ব্যবসায়ী মুক্তি পারভীনকে গ্রেফতার করা হয়েছে। এসময় ওই নারী মাদক ব্যবসায়ীর নিকট থেকে ৬’শ গ্রাম হেরোইন উদ্ধার করেছে র‍্যাব-৫ এর সদস্যরা।ওই নারী মাদক ব্যবসায়ী গোদাগাড়ী পৌরশহরের শ্রীমন্তপুর গ্রামের মোখলেছুর রহমানের মেয়ে।

    র‍্যাব-৫ জানায়,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অঅভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (১ জুলাই) রাত সাড়ে ৯ টার সময় গোদাগাড়ী উপজেলার গোপালপুর এলাকায় মাদক ক্রয়বিক্রয়ের সময় হেরোইনসহ মুক্তিকে গ্রেফতার করা হয়।এসময় ৬’শ গ্রাম হেরোইন,টি মোবাইল সেট ও ১টি সীমকার্ড উদ্ধার করা হয়।

    স্থানীয় সূত্রে জানা গেছে,মাদক ব্যবসায়ী মুক্তি দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছে।তাছাড়া বড় বড় মাদক গডফাদারদের সাথে তার সু-সম্পর্ক রেখে রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় মাদক সরবরাহ করে আসছিলো। এই মাদক ব্যবসা করে অল্প দিনে প্রচুর টাকা পয়সার মালিক হয়েছে।
    উদ্ধার হওয়া আলামতসহ তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজু করে গোদাগাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‍্যাব-৫ নিশ্চিত করেছেন।

  • ঢাকার সাভারে ২ নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    ঢাকার সাভারে ২ নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    ঢাকার সাভারে দুই নারীসহ ৮ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব – ৪। এসময় তাদের কাছ থেকে ১১৪৭ পিস ইয়াবা ও ২ ক্যান বিয়ার উদ্ধার করা হয়।

    বুধবার ( ৩০ শে জুন ) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব -৪। সিপিসি – ২ এর অধিনায়ক লেফটেনেন্ট কমান্ডার রাকিব মাহমুদ খান।

    এর আগে মঙ্গলবার ( ২৯ শে জুন ) রাতে সাভারের আনন্দপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

    আটককৃতরা হলেন – মানিকগঞ্জের বিপ্লব হোসেন ( ৩৮ ) মোছাঃ রোকেয়া ( ৩৬ ) মোঃ রাকিব হাসান ( ৩০ ) ঢাকা জেলার মোঃ সারোয়ার হোসেন ( ৩৬ ) আরিফুর রহমান ( ২৮ ) সিরাজগঞ্জ জেলার মোঃ জহির ইসলাম ( ৩৮ ) মাদারীপুরের মোছাঃ মহি আক্তার ( ২৮ ) ও গোপালগঞ্জের মোঃ ওমর সরদার ( ৩২ )।

    লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান জানান, আটক আসামিরা প্রাথমিকভাবে মাদক বিক্রির কথা স্বীকার করে। তারা সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলো।

    তাদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

  • গোদাগাড়ীতে র‍্যাব-৫’র অভিযানে গাঁজাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    গোদাগাড়ীতে র‍্যাব-৫’র অভিযানে গাঁজাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    গোদাগাড়ীতে র‍্যাব-৫’র অভিযানে গাঁজাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার।রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাব-৫’র অভিযানে গাঁজাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল ২৫ জুন শুক্রবার রাত সাড়ে ১২ টার সময় রাজশাহীর গোদাগাড়ীর মাঠিকাটা ইউনিয়নের পিরিজপুর গ্রামে জনৈক হাসিবুল ইসলামের বাড়ীর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের নিকট থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

    গ্রেফতারকৃত শীর্ষ দুই মাদক ব্যবসায়ী হলেন রাজশাহীর গোদাগাড়ী থানার পিরিজপুর গ্রামের মৃত মনির উদ্দিনের ছেলে আজিজুল হক(৪৩) ও পিরিজপুর লাইনপাড়া গ্রামের মৃত মারতাজ আলীর ছেলে কালু শেখ(৩২)।ধৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

  • গোয়ালন্দ ঘাট থানা পুলিশের অভিযানে (৬) মামলার আসামি গ্রেফতার।

    গোয়ালন্দ ঘাট থানা পুলিশের অভিযানে (৬) মামলার আসামি গ্রেফতার।

    গোয়ালন্দ ঘাট থানা পুলিশের অভিযানে (৬) মামলার আসামি গ্রেফতার।

    রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৬ মামলার দীর্ঘদিন পলাতক সাজাপ্রাপ্ত আসামী আকমল হোসেনকে গ্রেফতার করেছে।

    ২৫ জুন শুক্রবার গোয়ালন্দ ঘাট থানার অপারেশন অফিসার এস আই জাকির হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ গভীর রাতে বৃষ্টি উপেক্ষা করে প্রযুক্তির সহতায় সাভারের আশুলিয়া থেকে আসামীকে গ্রেফতার করে।

    গ্রেফতারকৃত আসামী হলো, উজানচর হাবিল মন্ডল পাড়া মৃত ইমান আলী শেখের ছেলে আকমল হোসেন (৪৫)।

    এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত আসামী দীর্ঘদিন যাবৎ পলাতক ছিলেন তাকে গ্রেফতার করে রাজবাড়ীর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো
    হয়েছে।