Tag: গ্রেফতার

  • গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে হেরোইনসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে হেরোইনসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    রবিউল ইসলাম মিনাল,গোদাগাড়ী(রাজশাহী)প্রতিনিধিঃ

    রাজশাহীর গোদাগাড়ীতে ৩৬০ গ্রাম হেরোইনসহ শীর্ষ মাদক ব্যবসায়ী আজিজুর রহমান(২৯)কে গ্রেফতার করেছে র‍্যাব-৫ এর সদস্যরা।গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্প কতৃক রবিবার (২০ ডিসেম্বর) দিবাগত-রাত ৮টা ৪০ ঘটিকায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন মাটিকাটা আদর্শ ডিগ্রী কলেজের সামনে অপারেশন পরিচালনা করা হয়েছে।

    অপারেশন চলাকালীন সময় ৩৬০ গ্রাম হেরোইন উদ্ধার পূর্বক আসামী মোঃ আজিবুর রহমান (২৯)কে আটক করেন।

    অপারেশন চলাকালীন সময় ৩৬০ গ্রাম হেরোইন উদ্ধার রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন মাটিকাটা আদর্শ ডিগ্রী কলেজের সামনে ০১ জন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য নিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করিতেছে।

    আসামী মোঃ আজিবুর রহমান (২৯), পিতা- মৃত মুজিবুর রহমান, সাং-গোদাগাড়ী বাগানবাড়ী (ওয়ার্ড নং-০৪), থানা- গোদাগাড়ী, জেলা রাজশাহীকে গ্রেফতার করতে সক্ষম হন র‍্যাব। ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

  • সলঙ্গায় মাদক বিরোধী অভিযানে মাদক সম্রাট শাহিন গ্রেফতার ।

    সলঙ্গায় মাদক বিরোধী অভিযানে মাদক সম্রাট শাহিন গ্রেফতার ।

     

    শাহারিয়ার মর্শেদ,সলঙ্গা প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানায় র‌্যাব-১২’র মাদক বিরোধী অভিযানে ইয়াবাসহ শাহিন আলম(৩৩) নামের এক শীর্ষ মাদক সম্রাটকে গ্রেফতার হয়েছে ।

    গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী উপজেলার সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের চরিয়া শিকার আকন্দ পাড়া গ্রামের মোঃ সাইদার আলী আকন্দের ছেলে।

    জানা যায় ১৯ ডিসেম্বর রোববার গোপন সাংবাদের ভিত্তিতে র‍্যাপিড এ্যাকশন ব্যাটিলিয়ান র‌্যাব-১২’র এ্যাডজুটেন্ট ও অপ্স অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমানের এর নেতৃত্বে সদর কোম্পানীর একটি আভিযানিক দল উজেলার হাটিকুমরুল ইউনিয়নের ধোপাকান্দি গ্রামে ঢাকা-রাজশাহী মহাসড়কের দক্ষিন পার্শ্বে ভাই ভাই হোটেলের সামনে মাদক বিরোধী অভিযান
    পরিচালনা করে ৪৪ পিচ ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী শাহিনকে গ্রেফতার করেছে।

    এ সময় তাহার নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ১ টি মোবাইল ফোন ও নগদ ১ হাজার ২৭ টাকা জব্দ করা হয়।

  • বাঁশখালীতে র‌্যাবের অভিযানে পলাতক আসামি গ্রেফতার।

    বাঁশখালীতে র‌্যাবের অভিযানে পলাতক আসামি গ্রেফতার।

    আলমগীর ইসলামাবাদী,চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালীতে ২০ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শামশুল ইসলাম প্রকাশ ওরফে ডাকাত শামশু (৫০)কে গ্রেফতার করেছে চট্টগ্রাম র‌্যাব-৭’র সদস্যরা।

    রবিবার (৫ ডিসেম্বর২১) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল বৈলছড়ি এলাকায় অভিযান পরিচালনা করে শামসুল ইসলামকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামি উপজেলার বৈলছড়ী এলাকার মৃত দুলা মিয়ার ছেলে।

    র‌্যাব-৭’র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লা: লে: নিয়াজ মোহাম্মদ চপল জানান, চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অস্ত্র ক্রয়-বিক্রয়সহ অবৈধ অস্ত্র ব্যবহার করে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম করে আসছে একটি চক্র। গোপন সংবাদের ভিত্তিতে তারা বাঁশখালী উপজেলার বৈলছড়ি ইউনিয়নে অবস্থান করছে- এমন খবর পেয়ে আমাদের একটি দল বৈলছড়ি এলাকায় অভিযান পরিচালনা করে। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে র‌্যাব সদস্যরা ধাওয়া করে আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।

    গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য চট্টগ্রামের বাঁশখালী থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

  • শ্রীমঙ্গলে বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের অভিযোগে ধর্ষক গ্রেফতার।

    শ্রীমঙ্গলে বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের অভিযোগে ধর্ষক গ্রেফতার।

    মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের অভিযোগে মাসুদ গণি মান্না(২৫) নামের এক টিক টকারকে গ্রেফতার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।

    গ্রেফতারকৃত মাসুদ গণি হবিগঞ্জের সদর থানার অনন্তপুর গ্রামের মৃত মলাই মিয়ার ছেলে।

    অভিযুক্ত মাসুদ গণি মান্না সামাজিক যোগাযোগমাধ্যমে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার এক তরুনীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। তারপর বিয়ের প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীকে একটি রিসোর্টে নিয়ে জোর পূর্বক ধর্ষণ করে তা ভিডিও ধারন করে ফেক ফেসবুক আইডির মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়।

    পরে ভুক্তভোগী শ্রীমঙ্গল থানায় মামলা দায়ের করলে কয়েকঘন্টার মধ্যেই শ্রীমঙ্গল থানার ইন্সপেক্টর তদন্ত মোঃ হুমায়ূন কবিরের সহায়তায় এসআই মোঃ আনোয়ারুল ইসলাম পাঠান সঙ্গীয় ফোর্স নিয়ে সিলেট জেলার টুকেরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে অভিযুক্ত মাসুদ গণি মান্নাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

    শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ শামীম অর রশিদ তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। অভিযুক্তকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছেশ

  • পীরগঞ্জে স্কুল ছাত্রী আত্যহত্যার প্ররোচনাকারী মিরাজকে গ্রেফতারের দাবীতে মানববন্ধন।

    পীরগঞ্জে স্কুল ছাত্রী আত্যহত্যার প্ররোচনাকারী মিরাজকে গ্রেফতারের দাবীতে মানববন্ধন।

    আসাদুজ্জামান,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ৯ম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে উত্যক্ত ও ব্লাকমেইল করে হত্যার প্ররোচনার অভিযোগে মিরাজ হাসান নামে এক বখাটেকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন করেছে স্কুল শিক্ষার্থীরা।

    মঙ্গলবার বিকালে উপজেলার পীরগঞ্জ টু ঠাকুরগাঁও মহাসড়কের লোহাগাড়া বাজারে এই মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন নিহত নুসরাত জাহান পায়েলের বাবা নূর ইসলাম,সহপাঠি বিথী আক্তার,বর্ষা আক্তার,আদ্রিতা সহ অন্যরা।
    মানববন্ধন চলাকালে বক্তারা বলেন,বখাটে মিরাজ প্রায় সময় নুসরাত জাহান পায়েলকে উত্যক্ত করতো,মারমিট করতো,ব্লাক মেইল করে আপত্তিকর ছবি ও ভিডিও ইনটারনেটে ছেড়ে দেয়ার হুমকি দিতো।

    এ ব্যাপারে স্থানীয় ভাবে সালিশ মিংসাও বসে। বক্তারা আরো বলেন ওই বখাটেকে অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান তারা।

    পায়েলের বাবা নূর ইসলাম বলেন, ওই বখাটে মিরাজ প্রায় সময় আমার মেয়েকে উত্যক্ত করতো, তিনি তার মেয়ের হত্যার প্ররোচনাকারী মিরাজকে অবিলম্বে গ্রেফতারসহ দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান।

    উল্লেখ্য, গত ২০ নভেম্বর লোহাগাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী নুসরাত জাহান পায়েল ওই বখাটের অপমান সহ্য করতে না পেরে গলায় রশি দিয়ে আত্ন হত্যা করে। মৃত্যুর আগে তার হাতের লিখা চিঠিতে এ সব কথা লিখে যান ওই ছাত্রী এবং তার সহপাঠিদের কাছে বিষয়টি শেয়ার করেন।

    এ বিষয়ে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম জানান বিষয়টি নিয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে ।

  • লক্ষ্মীপুরের অস্ত্র মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার।

    লক্ষ্মীপুরের অস্ত্র মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার।

    সোহেল হোসেন,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগতি থানা পুলিশ অস্ত্র মামলার সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করেছে। বুধবার (২৪ নভেম্বর) দুপুরে গ্রেফতারকৃত মো: মিলনকে আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে মঙ্গলবার বিকেলে ভোলা জেলার লালমোহন থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

    মো: মিলন (৪০) ভোলার চর ফ্যাশন পৌরসভার ২নং ওয়ার্ডের বাসিন্দা। তার পিতার নাম মোশারফ হোসেন। লক্ষ্মীপুরের রামগতি বড়খেরী এলাকায় তার শ্বশুর বাড়ি।

    পুলিশ সূত্রে জানা যায়, নোয়াখালী জেলার চরজজব্বার থানার থানায় অস্ত্র আইনে মামলার বিশেষ ট্রাইব্যুনালে ১৭ বছরের সাজার রায় হয়। (মামলা নং-১২, তারিখ-২২/০৩/২০১৪ইং)।

    রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, মিলন চিহিৃত ডাকাত। তার বিরুদ্ধে একটি গ্রেফতারী পরোয়ানা রামগতি থানায় আসে। গোপন সংবাদের ভিত্তিতে তাকে ভোলার লালমোহন থেকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে

  • মাধবপুরে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টার ঘটনায় ইউপি সদস্য গ্রেফতার।

    মাধবপুরে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টার ঘটনায় ইউপি সদস্য গ্রেফতার।

    নাহিদ মিয়া,মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি শেখ মোঃ দুলাল মিয়া কে কুপিয়ে হত্যার চেষ্টার ঘটনায় ইউপি সদস্য রফিক উদ্দিন (৪৪) কে গ্রেফতার করেছে পুলিশ। মাধবপুর থানার এস আই মমিনুল ইসলাম (পিপিএম) রোববার বিকালে ঢাকার উত্তরার ৩নং সেক্টরের একটি বাড়ি থেকে রফিক কে গ্রেফতার করে।

    মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক সত্যতা নিশ্চত করে জানান রফিক মেম্বার ওই মামলার ২নং আসামী।সে শাহজাহানপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য ও বনগাও গ্রামের আব্দু সাত্তারের ছেলে।গত বুধবার দুপুরে বনগাও গ্রামে রফিকের ভাই সন্তাসী আশরাফ উদ্দিনের নেতৃত্ব একদল লোক যুবলীগনেতা শেখ দুলাল কে হত্যার উদ্দেশ্যে পথরোধ করে এলোপাড়ি কুপিয়ে ফেলে রাখে।পরে তাকে আশংকাজনক অবস্থায় উদ্বার করে স্বজনরার ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তী করে।

    এঘটনায় দুলালের ভাই শেখ আমির হোসেন বাদী হয়ে থানায় একটি মামলা করে এর পর পুলিশ আসামী গ্রেফতারে মাঠে নামে। তথ্য প্রযুক্তি ব্যবহার করে মামলার তদন্তকারী কর্মকর্তা মমিনুল ইসলাম রোবরার দিনভর ঢাকার বিভিন্ন স্হানে চালায়। একপর্যায়ে উত্তরা থানা পুলিশের সহায়তায় উত্তরার ৩নং সেক্টরের একটি বহুতল ভবনে আত্বগোপনে থাকা রফিক কে গ্রেফতার করে রাতে মাধবপুর থানায় নিয়ে আসে।

    এর আগে এলাকার সংসদ বিমান প্রতিমন্ত্রী এডভোকেট মোঃ মাহবুব আলী আসামীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ দেন। উপজেলা যুবলীগ সমাবেশ করে গ্রেফতারের দাবি জানান।সোমবার ইউপি সদস্য কে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে পাঠানো হয়।

    মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন অন্য আসামী গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

  • মাধবপুরে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    মাধবপুরে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    মাধবপুর (হবিগঞ্জ)প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুর যাত্রী ছাউনি এলাকা থেকে ১০ নভেম্বর বুধবার বিকালে ২ কেজি গাঁজাসহ মোহাম্মদ হোসেন(২৮) নামের এক মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

    জানা যায় গোপন সুত্রে খবর পেয়ে মাধবপুর থানার উপ-পরির্দশক মমিনুল ইসলাম(পি পি এম) মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।

    আটক মোহাম্মদ হোসেন পাশ্ববর্তী বিজয়নগর উপজেলার কেশবপুর গ্রামের মোঃ তছির মিয়ার ছেলে।যাত্রী বেশে গাঁজাসহ গাড়ির জন্য অপেক্ষা করছিল সে। এ সময় থানা পুলিশ তাকে গ্রেফতার করেন। তাকে তল্লাশি করে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুর রাজ্জাক সত্যতা নিশ্চত করে জানান আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজু করে জেলহাজতে পাঠানো হয়েছে।

  • উল্লাপাড়ায় অস্ত্র মামলায় বিদ্রোহী প্রার্থীর নির্বাচনকর্মী রাব্বি গ্রেপ্তার।

    উল্লাপাড়ায় অস্ত্র মামলায় বিদ্রোহী প্রার্থীর নির্বাচনকর্মী রাব্বি গ্রেপ্তার।

    স্টাফ রিপোটারঃসিরাজগঞ্জের উল্লাপাড়ায় পূর্ণিমাগাঁতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী আল আমিন সরকারের নির্বাচনী অফিসে দেশীয় অস্ত্র সংরক্ষণ মামলার আসামী মোঃ রাব্বিকে পুলিশ রোববার সকালে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করেছে।

    রাব্বি পূর্ণিমাগাঁতী গ্রামের ছানোয়ার হোসেনের ছেলে এবং চেয়ারম্যান প্রার্থী আল আমিন সরকারের নির্বাচন পরিচালনা কমিটির অন্যতম সদস্য। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আল আমিন সরকার এই ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান এবং পূর্ণিমাগঁাতী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

    উল্লাপাড়া মডেল থানা পুলিশ গত শুক্রবার উক্ত বিদ্রোহী চেয়ারম্যান প্রাথর্ীর নিজ গ্রাম কোনাগাঁতীতে নির্বাচন পরিচালনার অফিস হিসেবে পরিচিত স্বপ্ন চূড়া ক্লাব থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করে। এ ব্যাপারে থানার উপ-পরিদর্শক মোতাহার হোসেন বাদী হয়ে বুধবার রাতে চেয়ারম্যান প্রার্থী আল আমিন সরকারের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও সমর্থকসহ মোট ২৫জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

    এই মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক আব্দুস সালাম জানান, গ্রেপ্তার রাব্বি উক্ত মামলার ৮ নম্বর এজাহার ভুক্ত আসামী। রোববার রাব্বিকে সিরাজগঞ্জ আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে। আগামী ২৮ নভেম্বর পূর্ণিমাগাঁতী ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

  • ছাতকে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য গ্রেফতার।

    ছাতকে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য গ্রেফতার।

    ছাতক প্রতিনিধিঃ সুনামগঞ্জের ছাতকে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ওয়ারিছ আলী(৪৮)কে গ্রেফতার করেছে থানা পুলিশ।

    শনিবার (০৬ নভেম্বর) সন্ধ্যা ৬ টার সময় ছাতক পৌরসভার ৬নং ওয়ার্ডের মন্ডলিভোগ এলাকা থেকে ডাকাত ওয়ারিছকে গ্রেফতার করা হয়। সে তেঘরী নোয়াগাঁও গ্রামের মৃত মখলিছুর রহমানের ছেলে।তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৮টি  ডাকাতি মামলা রয়েছে।

    পুলিশ জানায়, সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার মিজানুর রহমান বিপিএম’র দিক নির্দেশনায় সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) বিল্লাল হোসেনে ও ছাতক থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান মিজানের তত্বাবধানে ছাতক থানার সেকেন্ড অফিসার এসআই হাবিবুর রহমান পিপিএম এর নেতৃত্বে সংগীয় এএসআই মিলাদ হোসেন, কনস্টেবল শরীফ উদ্দিন,বিজন দাস সহ অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত ওয়ারিছ আলীকে গ্রেফতার করা হয়।

    তার বিরুদ্ধে সিলেট বিশ্বনাথ থানায় ০২টি, দক্ষিণ সুনামগঞ্জ থানায় ০১টি, এবং ছাতক থানায় ০৫টি ডাকাতি মামলা সহ সর্বমোট ০৮টি ডাকাতি মামলার আসামি। তাছাড়া ছাতক থানায় ০৪টি ডাকাতি মামলার ওয়ারেন্ট মুলতবি আছে তার বিরুদ্ধে।