Tag: গ্রেফতার

  • মাধবপুরে মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার।

    মাধবপুরে মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার।

    হবিগঞ্জের মাধবপুর উপজেলার কাশিমনগর ফাঁড়ি পুলিশ অভিযান চালিয়ে ৩০ বোতল ভারতীয় মদসহ দুই মাদক কারবারি কে গ্রেফতার করা হয়েছে।
    পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ  উওম কুমার দাসের নেতৃত্বে এসআই বাবুল চৌধুরী সঙ্গীয় ফোর্সসহ বুধবার গভীর রাতে উপজেলার দেবপুর আদর্শ বালিকা বিদ্যালয়ের সামনে এলজিইডি পাকা রাস্তায় পাশে অভিযান পরিচালনা করে ৩০ বোতল মদসহ উপজেলার ধর্মঘর ইউনিয়নের আলিনগর গ্রামের মৃত আয়দর আলীর ছেলে অলি আহম্মদ ((৪৫)এবং একই গ্রামের মৃত এনু মিয়ার ছেলে সিরাজ আলি (৪৩)কে গ্রেফতার করা হয়।
    মাধবপুর থানার অফিসার ইনচার্জ ওসি) মুহাম্মদ  আব্দুর রাজ্জাক সত্যতা নিশ্চিত করে বলেন, এদের বিরুদ্ধে  মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।
  • যুবদল নেতা আকবর হত্যাকারীদের গ্রেফতারে বিএনপি’র ২৪ ঘন্টার আল্টিমেটাম।

    যুবদল নেতা আকবর হত্যাকারীদের গ্রেফতারে বিএনপি’র ২৪ ঘন্টার আল্টিমেটাম।

    সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়ন যুবদলের আহবায়ক আলী আকবরের হত্যাকারীদের গ্রেফতারের দবিতে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে সিরাজগঞ্জ জেলা বিএনপি।

    বৃহস্পতিবার (৩ জানুয়ারী) বেলা সাড়ে ১১টায় জেলা বিএনপি কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে এ দাবী জানানো হয়।জেলা বিএনপির সহ- সভাপতি অমর কৃঞ্চ দাসের সভাপতিত্বে ও যুগ্ন সাধারণ সম্পাদক সাংবাদিক হারুন অর রশিদ খান হাসানের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

    এসময় তিবি বলেন,নিহত আলী আকবর সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়ন যুবদলের আহবায়ক। তাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে। এটি রাজনৈতিক হত্যাকান্ড বলে আমরা মনে করি। এ হত্যাকান্ডের সাথে জড়িতদের আগামী ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবি জানাই।

    তিনি আরও বলেন,গত ৩০ ডিসেম্বর বেগম খালেজা জিয়ার উন্নত চিকিৎসা ও মুক্তির দাবীতে জেলা বিএনপি’র সম্মেলনকে কেন্দ্র করে আ’লীগ-বিএনপি’র নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষের সময় যারা অস্ত্র নিয়ে মহড়া দিয়েছিলো তাদের ইতিমধ্যে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেফতার করতে সক্ষম হয়েছে। তাই আমরা মনে করি পুলিশ ইচ্ছে করলে যুবদল নেতা হত্যাকান্ডের ঘটনাটি সুষ্ঠ তদন্ত করে ঘটনার সাথে জড়িতদের অতিদ্রুত গ্রেফতার করতে পুলিশ সক্ষম হবে।

    জেলা বিএনপি আয়োজিত এসংবাদ সম্মেলনে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর আলম, দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ,যুব বিষয়ক সম্পাদক ও জেলা যুব দলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু,জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক সাংবাদিক শেখ মোঃ এনামুল হক,তথ্য ও গবেষণা বিষয়ক সহ-সম্পাদক সাংবাদিক এম.দুলাল উদ্দিন আহমেদ,সহ-প্রচার সম্পাদক সাংবাদিক রেজাউল করিম খান,এনায়েতপুর থানা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুস ছালাম,জেলা যুব দলের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক ময়নুল ইসলাম,যুগ্ম সাধারণ সম্পাদক মুন্না, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আহসান হাবিব উজ্জ্বলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।

    প্রসঙ্গ,গত বুধবার (২ জানুয়ারী) রাত ৮টার দিকে বেলকুচি উপজেলার রান্ধুনীবাড়ী বাজারে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়ন যুবদলের আহবায়ক আলী আকবরকে গুলি করে হত্যা
    করে দুর্বৃত্তরা। নিহত যুবদল নেতা আলী আকবর হোসেন সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের বড় সারুটি গ্রামের মৃত মজিবর রহমানের ।

  • মাধবপুরে চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার আসামী দিদারুল র‍্যাব-৯ হাতে গ্রেফতার।

    মাধবপুরে চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার আসামী দিদারুল র‍্যাব-৯ হাতে গ্রেফতার।

    হবিগঞ্জের মাধবপুরে চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার আসামী মোঃ দিদার মিয়া ওরফে বুইল্লা দিদারুল হোসেন (২২) কে ঢাকা  থেকে গ্রেফতার করে  র‌্যাব-৯ এর সিপিসি-১ হবিগঞ্জ  এর একটি আভিযানিক দল।
     আসামী মোঃ দিদার মিয়া ওরফে বুইল্লা দিদারুল হোসেন হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের মো: জাহাঙ্গীর মিয়ার ছেলে।  র‍্যাব ৯ এর মিডিয়া অফিসার এএসপি সোমেন মজুমদার রাতে জানান, আসামি দিদারুল ঢাকায় অবস্থায় করেছে এমন সংবাদের ভিত্তিতে সাড়াশি অভিযানে নামে  র‌্যাব-৯, সিপিসি-১ এর একটি আভিযানিক দল।
     গতকাল মঙ্গলবার রাত থেকে বুধবার ২ ফেব্রুয়ারি দুপুর পর্যন্ত  সাড়াশি অভিযান পরিচালনা করে ডিএমপি ঢাকার বাড্ডা থানাধীন ইবনে সিনা  হাসপাতালের সামনে থেকে দিদারুলকে গ্রেফতার করেন।  দিদারুল গণধর্ষণ মামলার এজাহার নামীয় ২ নং আসামি।
    প্রসঙ্গত : গত ১৫ জানুয়ারী  মাধবপুরে  গার্মেন্টস ফ্যাক্টরী থেকে বাড়ী ফেরার পথে এক নারীকে শ্রমিকে  জোরপূর্বক  গণধর্ষণ করে দিদারুল সহ  আারজন । এই ঘটনায়  ভিকটিম  মাধবপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
     এঘটনা নিয়ে জেলা উপজেলা জুড়ে  ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিষয়টি  পুলিশের পাশাপাশি র‌্যাব  মামলাটি তদন্ত শুরু করে। ঘটনার পরপরই মামলার ১ নং আসামী পুলিশ  গ্রেফতার করে  এবং উক্ত মামলার ৩ ও ৪ নং  আসামীকে র‌্যাব-৯, সিপিসি-১ গ্রেফতার করে  সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করে ।
    গ্রেফতার দিদারুল প্রাথমিক জিজ্ঞাসাবাদে  ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে র‍্যাব জানায় । পরে  বুধবার সন্ধ্যায় আসামীকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়।
    মাধবপুর থানার ইন্সপেক্টর (তদন্ত)  গোলাম কিবরিয়া আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আগামীকাল বৃহস্পতিবার  আসামী দিদারুলকে আদালতে পাঠানো হবে।  এ মামলায় এজহারে ৪ চারজনইকেই গ্রেফতার করা হয়েছে ।
  • এমপিকে নিয়ে কটূক্তির অভিযোগে উল্লাপাড়ায় আওয়ামীলীগ নেতা গ্রেফতার।

    এমপিকে নিয়ে কটূক্তির অভিযোগে উল্লাপাড়ায় আওয়ামীলীগ নেতা গ্রেফতার।

    সিরাজগঞ্জ -৪ উল্লাপাড়া আসনের সংসদ সদস্য তানভীর ইমামকে নিয়ে ফেসবুকে কটূক্তি করার অভিযোগে দায়ের করা মামলায় আলম খান (৫০) নামের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

    বুধবার সন্ধ্যায় উল্লাপাড়া উপজেলার সলপ ইউনিয়নের কানসোনা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আওয়ামী লীগ নেতা আলম খান কানসোনা গ্রামের আব্দুস সালামের ছেলে।

    উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর আরিফুল ইসলাম উজ্জলের থানার মামলা সুত্রে জানা গেছে, গত ১ ফেব্রুয়ারী ২০২২ ইং তারিখে স্থানীয় সংসদ সদস্য তানভীর ইমাম সম্পর্কে দুর্নীতিবাজ, অগণতান্ত্রিক, নেতা-কর্মী নিযার্তনকারী ও বিভিন্ন ধরনের কটুক্তি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলম খান তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে পোস্ট করিয়া প্রচার ও প্রকাশ করে। উক্ত পোস্টের আলোকে ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের ২৯(১), ৩১(২) ও ৩৫(২) ধারায় মানহানি কর তথ্য প্রচারের মাধ্যমে এলাকায় বিশৃঙ্খলা পরিস্থিতি ও আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টার অপরাধে আলম খানের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা দায়ের করেন।

    উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর আরিফুল ইসলাম উজ্জলের মামলার প্রেক্ষিতে আলম খানকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।

    সলপ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শওকাত ওসমান জানান, আলাম খান সলপ ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং উপজেলা আওয়ামী লীগের কাউন্সিলর। রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ হয়ে ব্যক্তিগত আক্রোশে তাকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে।

  • উল্লাপাড়ায় ফেন্সিডিলসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    উল্লাপাড়ায় ফেন্সিডিলসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ফেন্সিডিলসহ আব্দুল ওয়াদুদ(৩৫)নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। ১ ফেব্রুয়ারী মঙ্গলবার রাত পৌনে ৪ টার সময় উপজেলার হাটিকুমরুল গোলচত্বর হাজী ঈমান আলী মার্কেট সংলগ্ন এলাকায় মহাসড়কের উপর শুভ বসুন্ধরা পরিবহনে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তাকে ফেন্সিডিলসহ গ্রেফতার করা হয়। এ সময় তাকে তল্লাশি করে ২৩৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

    এ তথ্য নিশ্চিত করে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী জানান সিরাজগঞ্জ জেলাকে মাদকমুক্তর লক্ষ্যে পুলিশ সুপারের দিক নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হাটিকুমরুল গোলচত্বর হাজী ঈমান আলী মার্কেটের সামনে মহাসড়কের উপর অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। ঠাকুরগাঁও থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা যাত্রীবাহী বাস শুভ বসুন্ধরা পরিবহনে তল্লাশি করে ২৩৬ বোতল ফেন্সিডিলসহ ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।সে ঠাকুরগাঁওয়ের হরিপুরের গেদুরা কিশমত মারাধর গ্রামের নজরুল মুন্সীর ছেলে।

    গ্রেফতারকৃতর বিরুদ্ধে উদ্ধার হওয়া আলামতসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজু করে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

  • ছাতকে গরুসহ চোরের সর্দার গ্রেফতার।

    ছাতকে গরুসহ চোরের সর্দার গ্রেফতার।

    সুনামগঞ্জের ছাতক থানা পুলিশের পৃথক অভিযানে গরু চোরের এক সর্দারসহ ৫টি চোরাইকৃত গরু উদ্ধার করেছে পু‌লিশ। গরু চুরির ঘটনায় পু‌লিশ আটক করে‌ছে একজনকে।

    গত ৩১/জানুয়ারি সোমবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের সানিয়া গ্রামের মিলন মিয়া (২৭) বাড়ীতে থেকে অভিযান চালিয়ে ২টি গাভীসহ ৫টি চোরাইকৃত গরু উদ্ধার করে পুলিশ।

    সে উপজেলার একই গ্রামের মৃত মোক্তার আলীর ছেলে। ছাতক থানার উপ-পরিদর্শক মহিন উদ্দিন ও দোয়ারাবাজার থানার পুলিশের যৌথ অভিযানে গরুসহ মিলনকে আটক করে পু‌লিশ। তাকে গরু চুরির মামলায় গ্রেপ্তার দেখিয়ে গত সোমবার বিকালে আদালতের মাধ্যমে সুনামগঞ্জ কারাগারে পাঠানো হয়।

    জানা যায়, ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের উত্তর কুপিয়া গ্রামের কৃষক আব্দুর রহিমের বাড়ীর ঘোয়াল ঘর থেকে গত শনিবার রাতে ২টি গাভীসহ ৫টি গরু চুরি হয়। গরু চুরির পর আব্দুর রহিম জানতে পারেন, তার চোরাই গরু গুলো দোয়ারাবাজারের সানিয়া গ্রামে আছে।

    ছাতক থানার উপ-পরিদর্শক মহিন উদ্দিন জানান, গরু চুরির বিষয়টি থানায় জানানোর পর পুলিশ গরুসহ মিলন মিয়াকে তার নিজ বাড়ী থেকে আটক করেছে। এ ঘটনায় আব্দুর রহিম বাদী হয়ে মিলন মিয়াকে আসামী করে মামলা দায়ের ক‌রেন।

    এব‌্যাপারে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ও‌সি)মাহবুর রহমান ঘটনার সত‌্যতা নিশ্চিত করেছেন।

  • লক্ষ্মীপুরে মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার।

    লক্ষ্মীপুরে মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার।

    ফেনীর ফুলগাজীতে অটোরিকশা চালককে হত্যা ও ডাকাতি মামলায় মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত আসামি হুমায়ুন হাসান রাকিবকে গ্রেপ্তার করা হয়েছে। মো. রাকিব লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার শায়েস্তানগর গ্রামের আবুল কালাম সুলতানের ছেলে। শনিবার (২৯ জানুয়ারি) দুপুরে তাকে লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

    পুলিশ জানিয়েছে, শুক্রবার (২৮ জানুয়ারি) রাতে রায়পুরের বর্ডার বাজার এলাকা থেকে রাকিবকে গ্রেপ্তার করা হয়।

    রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া জানান, ফুলগাজী থানার একটি ডাকাতি ও হত্যা মামলায় আদালত রাকিবের মৃত্যুদণ্ডের রায় দেয়। এরপর তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক (এসআই) ইমদাদুল হক ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আতিকুর রহমান তাকে গ্রেপ্তার করেন।

    দণ্ডপ্রাপ্ত হুমায়ুন কবির রাকিব থানায় গণমাধ্যমকর্মীদের জানিয়েছেন,তিনি নিরপরাধ। তাকে ফাঁসানো হয়েছে। এই মামলায় তিনি সাড়ে ৮ আট বছর কারাভোগ করে আদালত থেকে জামিনে ছিলেন। কবে মামলার রায় হয়েছে,তাও তিনি জানেন না। সংসারে তার স্ত্রী ও দেড় মাসের ছেলে সন্তান রয়েছে। থানা পুলিশ সূত্র জানায়, ২০১০ইং সালে ১৯ নভেম্বর ফুলগাজী উপজেলার ধলিয়া সড়কে দুর্বৃত্তরা চালককে হত্যা করে সিএনজি চালিত অটোরিকশা নিয়ে যায়। এই ঘটনায় নিহতের আত্মীয় পরশুরাম উপজেলার পূর্ব সাহেবনগর গ্রামের ফখরুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা করেন।

    পুলিশ দীর্ঘ তদন্ত শেষে গ্রেপ্তার হওয়া হুমায়ুন হাসান রাকিবকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। ওই মামলায় প্রায় সাড়ে ৮আট বছর জেল খাটেন রাকিব। জামিনে বের হয়ে তিনি পলাতক ছিলেন। ফেনীর জেলা ও দায়রা জজ আদালত তাকে মৃত্যুদণ্ড দণ্ডিত করে। পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।

  • রাজশাহীর গোদাগাড়ীতে হেরোইন সহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার।

    রাজশাহীর গোদাগাড়ীতে হেরোইন সহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার।

    রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশ কর্তৃক ৫০ (পঞ্চাশ) গ্রাম হেরোইন সহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার । পুলিশ সুপার, রাজশাহী জনাব এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার) ও অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি ,জনাব সনাতন চক্রবর্তী মহোদয়ের দিক নির্দেশনায় ওসি ডিবি জনাব মোঃ খাইরুল ইসলাম এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (নিঃ) জনাব মুহাম্মদ রুহুল আমিন ও এসআই (নিঃ) মোঃ শামীম হোসেন সহ সঙ্গীয় অফিসার-ফোর্স এর সহায়তায় ধৃত আসামী ১। মোঃ রাসেল (২৩) পিতা- মোঃ আবু তালেব, সাং- সাহাব্দিপুর ২। মোঃ রফিকুল ইসলাম @ রাফি (২৩) পিতা- মোঃ নজরুল ইসলাম, সাং- জোত জয়রাম (আয়নাপুকুর), উভয় থানা- গোদাগাড়ী, জেলা-রাজশাহী দ্বয়কে ইং-২৬-০১-২০২২ তারিখ ১৫.২৫ ঘটিকায় গোদাগাড়ী থানাধীন সাহাব্দিপুর গ্রামস্থ জনৈক মোঃ তাঁরা পিতা- মোঃ মইনুল সাং- মহিষালবাড়ী এর আম বাগানের ভিতর মাদকদ্রব্য হেরোইন ক্রয়-বিক্রয় করাকালে ১নং আসামীর হেফাজত হইতে ৫০ (পঞ্চাশ) গ্রাম হেরোইন (যাহার আনুমানিক মূল্য ৫,০০,০০০/- টাকা) সহ গ্রেফতার করেন। এ সংক্রান্তে ধৃত আসামীদের বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় মামলা রুজু করা হয়েছে। মামলাটি তদন্তাধীন।

  • গোদাগাড়ীতে ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে দুই নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    গোদাগাড়ীতে ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে দুই নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    রাজশাহীর গোদাগাড়ীতে ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা মাদক ব্যবসায়ীরা হলেন গোদাগাড়ী পৌরসভার শ্রীমন্তপুর গ্রামের মোখলেছুর রহমানের স্ত্রী মনোয়ারা বেগম(৪৭) ও তার মেয়ে মুক্তি খাতুন(২০)। এ সময় তাদের নিকট থেকে ৭.১৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনার সাথে জড়িত মোকলেছুর রহমান পালিয়ে যায়।

    ডিবি পুলিশের এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।ওই বিজ্ঞপ্তিতে বলা হশ রাজশাহী জেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন.বিপিএম বার ও অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী ডি এস বি’র নির্দেশনায় ২৫ জানুয়ারী মঙ্গলবার দুপুরে ডিবি পুলিশের চৌকস অফিসার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) আতিকুর রেজা সরকারের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে গোদাগাড়ী পৌরসভার শ্রীমন্তপুরে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মা, মেয়েকে গ্রেফতার করা হয়।উদ্ধার করা হয় ৭.১৫ গ্রাম হেরোইন।

    এঘটনায় গোদাগাড়ী মডেল থানায় মাদক দ্রব্যনিয়ন্ত্রন আইনে তাদের বিরুদ্ধে মামলা রুজু করে বিজ্ঞা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হবে।

  • গোদাগাড়ীতে গাঁজা সহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    গোদাগাড়ীতে গাঁজা সহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    রাজশাহীর গোদাগাড়ীতে মাদক বিরোধী অভিযানে পুলিশ সুপার, রাজশাহী জনাব এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার) ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব সনাতন চক্রবর্তী মহোদয়ের দিক নির্দেশনায় ওসি ডিবি জনাব মোঃ খাইরুল ইসলাম এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (নিঃ) জনাব মুহাম্মদ রুহুল আমিন ও এসআই (নিঃ) মোঃ শামীম ইসলাম সহ সঙ্গীয় অফিসার-ফোর্স এর সহায়তায় ধৃত আসামী ১। মোঃ শিমুল আহমেদ (২৬), পিতা- মোঃ উকিল শাহা, সাং- গোগ্রাম হাটপাড়া, থানা- গোদাগাড়ী, জেলা- রাজশাহীকে ইং-২৪/০১/২০২২ তারিখ ২১.৪৫ ঘটিকায় গোদাগাড়ী থানাধীন গোগ্রাম ইউনিয়স্থ ধাতমা ঈদগাহ মাঠের উত্তর পার্শ্বে জনৈক মোঃ জাহির উদ্দিন, পিতা- মোঃ সোলাইমান এর বাড়ীর সামনে বসন্তপুর হতে গোগ্রাম গামী পাকা রাস্তার উপর অবৈধ মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করাকালে ধৃত আসামীর হেফাজত হইতে ০১ (এক) কেজি গাঁজা (যাহার আনুমানিক মূল্য ৫০,০০০/- টাকা) সহ গ্রেফতার করেন। এ সংক্রান্তে ধৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় মামলা রুজু করা হয়েছে। মামলাটি তদন্তাধীন।