Tag: গ্রুপ

  • ভূঞাপুরে বালুর ঘাটকে কেন্দ্র করে দুই চেয়ারম্যান গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলি।

    ভূঞাপুরে বালুর ঘাটকে কেন্দ্র করে দুই চেয়ারম্যান গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলি।

    টাঙ্গাইলের ভূঞাপুরে বালুর ঘাটকে কেন্দ্র করে নিকরাইল ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মাসুদুল হক মাসুদ এবং সাবেক চেয়ারম্যান মুহাম্মদ আব্দুল মতিন সরকারের সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। বুধবার (২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার পুনর্বাসন এলাকার বাগান বাড়ির ঘাটে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১৫-২০ জন আহত হয়েছে।

    স্থানীয়রা জানান, দুপুরের দিকে বালুর ঘাটকে কেন্দ্র করে যমুনা নদীর তীরবর্তী বাগানবাড়ি নামক এলাকায় নবনির্বাচিত চেয়ারম্যান মাসুদুল হক মাসুদ ও সাবেক চেয়ারম্যান মুহাম্মদ আব্দুল মতিন সরকারের সমর্থকরা একত্রিত হতে থাকে। পরে উভয় পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বাঁধে। এক পর্যায়ে ইট পাটকেল ছুড়ে, গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। পরে পুলিশ ৭ রাউন্ড টিয়ারশেল ছুড়ে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় দু’পক্ষের অন্তত ১৫-২০ জন আহত হয়েছে। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতাল ও ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

    এ বিষয়ে ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল ওহাব জানান, বালুর ঘাটের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাবেক চেয়ারম্যান ও নবনির্বাচিত চেয়ারম্যানের লোকজনের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৭ রাউন্ড টিয়ার শেল ছুড়ে। সংঘর্ষে উভয় পক্ষের ১৫-২০ জন আহত হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরবর্তী সময়ে যেন এ ধরনের ঘটনা না ঘটে সে জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট জানানো হয়েছে।

  • বালাগঞ্জে মুসলিমাবাদ প্রবাসী গ্রুপের শীতবস্ত্র বিতরণ।

    বালাগঞ্জে মুসলিমাবাদ প্রবাসী গ্রুপের শীতবস্ত্র বিতরণ।

    সিলেটের বালাগঞ্জের পূর্ব গৌরীপুর ইউনিয়নের আদর্শ গ্রাম মুসলিমাবাদের মুর্দেগানদের ঈসালে সাওয়াবের প্রত্যয়ে অসহায় দুঃস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে মানবতার কল্যানে নীরবে নিভৃতে কাজ করে যাওয়া সমাজিক সংগঠন মুসলিমাবাদ প্রবাসী গ্রুপ।“আমরা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাই,দেশের অর্থনীতি বাচাঁই”প্রতিপাদ্যকে সামনে নিয়ে এলাকার দেড়শতাধিক সুবিধাবঞ্চিত মানুষদের মধ্যে শীত বস্ত্র বিতরণকে ঘিরে সংস্থার বাংলাদেশের প্রতিনিধিদের সভা অনুষ্টিত হয়েছে।

    এ সময় সভায় বক্তব্য রাখেন মুসলীমাবাদ প্রবাসী গ্রুপের প্রতিনিধি সৈয়দ জালাল উদ্দীন,মির্জা আব্দুল হক জালালাবাদী,শেখ মোঃ ছালিক,ছানা বেগ,মাওলানা কুহিনূর উদ্দিন চৌধুরী,মাওলানা গিয়াস উদ্দিন তালুকদার,ওসমানীনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিপন আহমদ,মির্জা চিনু মিয়া,শেখ মুজিবুর রহমান,শেখ বকুল,সৈয়দ মুরাদ আহমদ,শেখ রেদওয়ান হোসেন,মর্তুজা তালুকদার,শেখ জুয়েল রানা,মির্জা শাওন,মারুফ তালুকদার মিজু প্রমুখ।বক্তারা বলেন,মুসলিমাবাদ প্রবাসী গ্রুপ একটি সম্পূর্ণ অরাজনৈতিক ও সেবামূলক প্রতিষ্টান হিসাবে প্রতিষ্ঠাকাল থেকে এলাকার অসহায় নিপিরিত মানুষের কল্যানে কাজ করে আসছে।

    সমাজের দুঃস্থ মানুষদের আত্মার আত্মীয় ভেবে যে কোনে দুর্যোগে নীরবে নিভৃতে অসহায় মানুষের মান-মর্যাদা রক্ষায় সবোর্চ্চ গোপনীয়তা অবলম্বন করে নগদ অর্থ,শিক্ষা,চিকিৎসা,শীতবস্ত্রসহ সার্বিক সহযোগিতা অব্যাহত রেখেছে আর্দশ গ্রাম মোসলিমাবাদের প্রবাসীরা।আমরা বীর রেমিট্যান্স যোদ্ধা প্রবাসী স্লোগানকে সামনে নিয়ে মুসলিমাবাদ প্রবাসী গ্রুপ বিগত ১০ বছর ধরে ঐক্যবদ্ধ হয়ে এলাকার সার্বিক কল্যানসহ ক্ষুদা ও দারিদ্র্য মুক্ত বাংলাদেশ গড়া অংশদ্বারিত করছে।

    সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে মুসলিমাবাদ প্রবাসী গ্রুপের মত সবাইকে এগিয়ে আসার আহব্বান জানান তারা।

    অনুষ্ঠান শেষে মুর্দেগানদের মাগফেরাত কামনাসহ মুসলিমাবাদ প্রবাসী গ্রুপের সকল সদস্য এবং সংশ্লিষ্টদের উন্নতি ও মঙ্গল কামনায় বিশেষ মনোজাত অনুষ্টিত হয়েছে।

  • সিরাজগঞ্জে বসুন্ধরা গ্রুপের ৩ হাজার পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান 

    সিরাজগঞ্জে বসুন্ধরা গ্রুপের ৩ হাজার পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান 

    “শুভ কাজে সবার পাশে,কালের কন্ঠ শুভ সংঘ সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে চলমান করোনার প্রার্দভাব বৃদ্ধি পাওয়ায় করোনার তৃতীয় ঢেউ মোকাবেলায় সরকার নতুন করে লকডাউন ঘোষণা করে ছিলো। করোনা মহামারির মধ্যে খেটে খাওয়া কর্মহীন শ্রমজীবি মানুষের সংসার চালানো অনেকটাই বড় কষ্টের হয়ে দাঁড়িয়েছে। কোভিড-১৯ এর মহামারি মোকাবেলায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষের পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা গ্রুপ।

    সোমবার ( ৯ আগস্ট)সকালে শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে ৪৫০ জন অসহায় ও দুঃস্থ মানুষদের মাঝে বসুন্ধরা গ্রুপের উপহার সামগ্রী হাতে তুলেদেন প্রধান অতিথি সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড.ফারুক আহাম্মদ।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আনোয়ার পারভেজ, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি)এস.এম রবিন শীষ,সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি হেলাল আহমেদ,শুভ সংঘের পরিচালক জাকারিয়া জামান,কেন্দ্রীয় কমিটি সদস্য শরীফ মাহদী আশরাফ জীবন,উত্তরা ইউনিভার্সিটির সাবেক সভাপতি আলমগীর হোসেন রুনি,কালের কন্ঠ জেলা প্রতিনিধি ও শুভ সংঘের প্রধান উপদেষ্টা অসিম মন্ডল,কলের কন্ঠ শুভ সংঘের সভাপতি কবি লেখক ও বিশিষ্ট চিকিৎসক ডাঃ নিত্য রঞ্জন পাল,সাধারন সম্পাদক হোসেন আলী( ছোট্ট )।

    অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ মিয়া,দৈনিক বর্ণিক বার্তার জেলা প্রতিনিধি অশোক ব্যানার্জী, বাংলাদেশ প্রতিদিন ও নিউজ ২৪ টেলিভিশনের জেলা প্রতিনিধি আব্দুস সামাদ সায়েম,কালের কন্ঠ শুভ সংঘের উপদেষ্টা প্রদীপ সাহা,কালের কণ্ঠ শুভ সংঘের সিনিয়র সহ সভাপতি সুজিত সরকার, সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমেদ তমাল প্রমূখ।

    সিরাজগঞ্জ সদর উপজেলায় গত ৩ দিনে কালের কন্ঠ শুভ সংঘের উদ্যোগে সিরাজগঞ্জের ৯টি উপজেলায় ৩ হাজার পরিবারের মাঝে এই খাদ্য সহায়তা প্রদান করা হয়। খাদ্য সামগ্রী মধ্যে ছিলো ১০কেজি চাল,৩ কেজি ডাল ও ৩ কেজি আটা।

  • বেলকুচিতে পূর্বানী গ্রুপের অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণ

    বেলকুচিতে পূর্বানী গ্রুপের অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণ

    বেলকুচিতে পূর্বানী গ্রুপের অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণ

    সবুজ সরকার বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
    করোনায় মোকাবেলায় সিরাজগঞ্জের বেলকুচিতে পূর্বানী গ্রুপের অর্থায়নে অসহায় হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ৬ (আগস্ট) শুক্রবার বিকালে বেলকুচি থানা প্রাঙ্গণে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

    বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (বেলকুচি সার্কেল) সিদ্দিক আহমেদ, বেলকুচি থানা অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা, বেলকুচি পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা, বেলকুচি উপজেলা আ’লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি দেলখোশ আলী প্রামানিক, সাধারণ সম্পাদক ফজলুল হক সরকারসহ আরো অনেকেই।