টাঙ্গাইলের ভূঞাপুরে বালুর ঘাটকে কেন্দ্র করে নিকরাইল ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মাসুদুল হক মাসুদ এবং সাবেক চেয়ারম্যান মুহাম্মদ আব্দুল মতিন সরকারের সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। বুধবার (২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার পুনর্বাসন এলাকার বাগান বাড়ির ঘাটে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১৫-২০ জন আহত হয়েছে।
স্থানীয়রা জানান, দুপুরের দিকে বালুর ঘাটকে কেন্দ্র করে যমুনা নদীর তীরবর্তী বাগানবাড়ি নামক এলাকায় নবনির্বাচিত চেয়ারম্যান মাসুদুল হক মাসুদ ও সাবেক চেয়ারম্যান মুহাম্মদ আব্দুল মতিন সরকারের সমর্থকরা একত্রিত হতে থাকে। পরে উভয় পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বাঁধে। এক পর্যায়ে ইট পাটকেল ছুড়ে, গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। পরে পুলিশ ৭ রাউন্ড টিয়ারশেল ছুড়ে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় দু’পক্ষের অন্তত ১৫-২০ জন আহত হয়েছে। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতাল ও ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল ওহাব জানান, বালুর ঘাটের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাবেক চেয়ারম্যান ও নবনির্বাচিত চেয়ারম্যানের লোকজনের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৭ রাউন্ড টিয়ার শেল ছুড়ে। সংঘর্ষে উভয় পক্ষের ১৫-২০ জন আহত হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরবর্তী সময়ে যেন এ ধরনের ঘটনা না ঘটে সে জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট জানানো হয়েছে।