Tag: কমিটি

  • তাড়াশ উপজেলা প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন।

    তাড়াশ উপজেলা প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন।

    তাড়াশ(সিরাজগঞ্জ)প্রতিনিধি:

    সিরাজগঞ্জের তাড়াশে উপজেলা প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। ৯ ডিসেম্বর সকালে উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব মোঃ গোলাম রাব্বানীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহিনুর রহমানের সঞ্চালনায় এ আহবায়ক কমিটি গঠন করা হয়।

    উপজেলা প্রেসক্লাবের পরিচালনা কমিটির মেয়াদ শেষ হওয়ায় জরম্নরী ভিত্তিতে এই সভার আয়োজন করে। সভায় সকল সদস্যদের উপস্থিতিতে মতামতের ভিত্তিতে ৩ সদস্য বিশিষ্ঠ আহবায়ক কমিটি গঠন করা হয়।

    এতে দৈনিক সংবাদ পত্রিকার উপজেলা প্রতিনিধি মোছাঃ হোসনেয়ারা নাসরিন দোলন কে আহবায়ক ও দৈনিক নিউ নেশন ও সকালের সময় পত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃ মহসীন আলীকে যুগ্ম আহবায়ক এবং দৈনিক বিজনেস বাংলাদেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি এস এম সনজু কাদেরকে যুগ্ম আহবায়ক করা হয়।

  • বাঘায় ফতেপুর বাউসা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন।

    বাঘায় ফতেপুর বাউসা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন।

    রাজশাহী বাঘা প্রতিনিধি

    রাজশাহী বাঘায় ফতেপুর বাউসা উচ্চ বিদ্যালয়ে অভিভাবকদের ভোটে পরিচালনা কমিটির নির্বাচন হয়েছে। শনিবার (১২ নভেম্বর) সকাল ১০ টা থেকে ৪ টা পর্যন্ত অভিভাবকদের সরাসরি ভোটে এই স্কুল পরিচালনা কমিটির নির্বাচন সম্পন্ন করা হয় ।

    স্কুল সূত্রে জানা যায়, উপজেলার বাউসা ইউনিয়নের ফতেপুর বাউসা উচ্চ বিদ্যালয়ের শ্রেণী কক্ষে এই পরিচালনা কমিটির নির্বাচন সম্পন্ন হয়। এ নির্বাচনে একজন অভিভাবক সদস্য ৪টি ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে পরিচালনা কমিটির সদস্য নির্বাচন করেন। । উক্ত কমিটির নির্বাচনে অভিভাবক সদস্য পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। তাঁদের মধ্যে ৪ জন বিজয়ী হয়েছেন।  বিজয়ীরা হলেন মো:  সান্টু আলী ৬৬ ভোট পেয়ে প্রথম হয়েছেন ও   রাশিদুল ইসলাম ৬৪ ভোট, মহিন উদ্দিন ৬৩ ভোট, এবং ইসাহক আলী ৬২ ভোট পেয়ে  নির্বাচিত হয়েছেন।  অপর চারজন প্রার্থী হলেন মিন্টু সম্রাট ৫৯ ভোট, কামরুল হক ৫৮ ভোট,মাজেরুল ইসলাম ৫৩ ভোট এবং সুলতান শেখ ৫১ ভোট  পেয়েছেন।
    নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার মাহামুদুর রহমান খান।
    যানা যায়, ফতেপুর বাউসা উচ্চ বিদ্যালয়ের মোট অভিভাবকদের ভোটার সংখ্যা ১৩৮ জন। তার মধ্যে ১২৬ ভোট কাস্ট হয়েছে । এর মাঝে নষ্ট হয়েছে ৫ ভোট।
    উপস্থিত ছিলেন, বাউসা ইউনিয়নের চেয়ারম্যান নূর মোহাম্মদ তুফান,৫ নং বাউসা ইউনিয়নের ইউপি সদস্য মহাসিন আলী, সাধারণ সম্পাদক, ৫ নং বাউসা ইউনিয়ন আওয়ামিলীগ, মোঃ জাহিদুল ইসলাম জাহিদ সহ  আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের একটি দল।
  • রাজাশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কমিটিতে বালিয়াডাঙ্গীর মাসুদ।

    রাজাশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কমিটিতে বালিয়াডাঙ্গীর মাসুদ।

    . ঠাকুরগাঁও প্রতিনিধি:
    রাজাশাহী বিশ্ববিদ্যালয়ের জিয়া হল শাখা ছাত্রলীগের কমিটিতে বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি উপ-সম্পাদক পদে মনোনীত হয়েছেন ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সন্তান মাসুদ রানা।
    গত ৬ তারিখ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিয়া হল শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সুপারিশে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক একটি পুর্নাঙ্গ কমিটির অনুমোদন দেন।
    সেই কমিটিকে তাকে বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি উপ-সম্পাদক পদে দায়িত্ব প্রদান করা হয়েছে। বিষয়টি মাসুদ রানা সোমবার রাতে মুঠোফোনে নিশ্চিত করেছেন।
    সদ্য দায়িত্ব পাওয়া রাবি ছাত্রলীগ নেতা মাসুদ রানার বাড়ী বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের জিয়াখোর গ্রামে। তিনি ওই গ্রামের ফজলুর রহমানের ছেলে।
    রাবিতে মাস্টার্স পড়ুয়া ছাত্রলীগ নেতা মাসুদ রানা ঠাকুরগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ২০১৩ সাল এসএসসি এবং ঠাকুরগাঁও সরকারি কলেজ থেকে ২০১৫ সালে এইচএসি পাশ করেন। এরপরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনার্স শেষ করে মাস্টার্সে পড়াশোনা করছেন।
    বালিয়াডাঙ্গী উপজেলার সন্তান হিসেবে রাবি ছাত্রলীগ জিয়া হল শাখার কমিটিতে স্থান পাওয়ায় মাসুদকে বালিয়াডাঙ্গী উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। সেই সাথে দলীয় কাজে সর্বদা পাশে পাবে বলে আশা ব্যক্ত করেছেন।
    অনুভুতি প্রকাশ করে ছাত্রলীগ নেতা মাসুদ বলেন, আল্লাহর অশেষ রহমতে আমার রাজনৈতিক জীবনের দীর্ঘদিনের লালিত স্বপ্নের বাস্তবায়ন হয়েছে।ধন্যবাদ ও কৃতজ্ঞতা আমার রাজনৈতিক অভিভাবকদের,যারা আমাকে এই পদে মনোনীত করে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাথে কাজ করার সুযোগ দিয়েছেন।
    আমাকে দায়িত্ব দেওয়ায় আমার প্রতি যাদের আশা-আকাঙ্ক্ষা রয়েছে,আমাকে যারা ভালোবাসে তাদের পাশে যেন সব সময় থাকতে পারি।
    “বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে  আমার প্রতি অর্পিত দায়িত্ব সফলভাবে পালন করার মাধ্যমে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগকে রোল মডেল হিসেবে গড়ে তুলতে পারি।”
    ছাত্রলীগ আমার আবেগের জায়গা।সেই হিসেবে বিশ্ববিদ্যালয় জীবন শেষ করে আমার রাজনৈতিক জীবনের ধারাবাহিকতায় স্থানীয় ছাত্রলীগের সাথে একতাবদ্ধ হয়ে কাজ করতে পারি।
  • উল্লাপাড়ায় গঠনতন্ত্র বিরোধী পূজা উদযাপন কমিটি গঠনের অভিযোগে সংবাদ সম্মেলন।

    উল্লাপাড়ায় গঠনতন্ত্র বিরোধী পূজা উদযাপন কমিটি গঠনের অভিযোগে সংবাদ সম্মেলন।

    উল্লাপাড়ায় গঠনতন্ত্র বিরোধী পূজা উদযাপন কমিটি গঠনের অভিযোগে সংবাদ সম্মেলন।


    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় উপজেলা পূজা উদযাপন পরিষদের দ্বি- বার্ষিক সম্মেলনে গঠনতন্ত্র বিরোধী, নির্বাচনী প্রস্তুতি কমিটি, নিয়ম বর্হিভুত ভোটার তালিকা প্রণয়ন করে অবৈধ কমিটি গঠনের অভিযোগ করে সংবাদ সম্মেলন করা হয়েছে।

    বৃহস্পতিবার ১৮ আগস্ট  দুপুরে পৌর শহরের ফুডপার্ক রেষ্টুরেন্টের হলরুমে নির্বাচনে অংশ গ্রহনকারী সভাপতি ও সাধারণ সম্পাদক পদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি পদপ্রার্থী বাবু রামকৃষ্ণ অধিকারী, সাধারণ সম্পাদক পদপ্রার্থী মৃণাল কান্তি দাস, নির্বাচন প্রস্তুতি কমিটির সদস্য অশোক কুমার রায়, তপন কুমার সাহা, সৌরেন্দনাথ সরকার, বিশ্বজিৎ রায়, সুধারাম সাহা প্রমুখ।

    সম্মেলনে বক্তরা অভিযোগ করেন, ২৩ জুলাই -২০২২ উল্লাপাড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে অনিয়ম, স্বেচ্ছাচারিতা, অনাকাঙ্ক্ষিত ও গঠনতন্ত্র বর্হিভুত নির্বাচন প্রস্তুতি কমিটি গঠন করে নির্বাচন পরিচালনা করা হয়। গঠনতন্ত্র বর্হিভুত মুল কমিটির সদস্য ব্যতীতও বহিরাগতরা স্থান পায় এই কমিটিতে। এটা গঠনতন্ত্র পরিপন্থী।

    তারা আরো অভিযোগ করে জানান, গঠনতন্ত্র মোতাবেক সম্মলনে উপজেলা পূজা উদযাপন পরিষদের ৫১ সদস্য ও প্রতিটি ইউনিয়ন কমিটি থেকে ৭ জন করে ভোটার ভোট প্রয়োগের কথা থাকলেও গঠনতন্ত্রকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তাদের ইচ্ছামতে ভোটার তালিকা প্রণয়ন করে সম্মেলনে নির্বাচন অনুষ্ঠিত করে।

    সম্মেলনের আহবায়ক গৌতম দত্ত জানান, সিরাজগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উল্লাপাড়ায় একটি মহলকে বিজয়ী করার জন্য ষড়যন্ত্রমুলক এই নির্বাচন উপহার দেন।

  • মুসলিম পাড়া সমাজ পরিচালনা কমিটির সভাপতি বেলাল হোসেন,সম্পাদক শহিদ উল্যাহ।

    মুসলিম পাড়া সমাজ পরিচালনা কমিটির সভাপতি বেলাল হোসেন,সম্পাদক শহিদ উল্যাহ।

    মুসলিম পাড়া সমাজ পরিচালনা কমিটির সভাপতি বেলাল হোসেন,সম্পাদক শহিদ উল্যাহ।

    দীর্ঘ প্রতীক্ষা শেষে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মাটিরাঙ্গার মুসলিম পাড়া সমাজ পরিচালনা কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।

    বৃহস্পতিবার (১১ আগস্ট) মুসলিম পাড়া আনসার ভিডিপি কার্যালয়ে সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ৩ টা পর্যন্ত এ ভোট গ্রহণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
    নির্বাচনে মোঃ বেলাল হোসেন (ছাতা প্রতীক) নিয়ে ৯৪ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোস্তফা মিয়া (চেয়ার প্রতীক) ৬৫ ভোট পেয়েছেন। একই সাথে (মোরগ প্রতীক) নিয়ে ১১০ ভোট পেয়ে শহিদ উল্যাহ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এম এ পারভেজ (ফুটবল প্রতীক) ৮৬ ভোট পেয়েছেন।
    এ ছাড়া মোঃ ইসমাইল হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সভাপতি ও মোঃ জুয়েল রানা কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন।
    নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন, আনসার ভিডিপির প্লাটুন কমান্ডার মোঃ রবিউল ইসলাম, বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক সদস্য মহিউদ্দিন, মাটিরাঙ্গা পৌর যুবলীগের সহ-সভাপতি আরিফ হোসেন, মাটিরাঙ্গা থানার সহকারী উপ-পরিদর্শক  ইব্রাহিম ও আনসার ভিডিপির সহকারী প্লাটুন কমান্ডার বাদশা মিয়া  এর নেতৃত্বে নির্বাচন পরিচালনায় সার্বিক সহযোগীতা করেন পুলিশ ও আনসার ভিডিপির একটি টিম।
  • নাগরপুরে কৃষক দলের নবগঠিত আহবায়ক কমিটির অনুমোদন।

    নাগরপুরে কৃষক দলের নবগঠিত আহবায়ক কমিটির অনুমোদন।

    নাগরপুরে কৃষক দলের নবগঠিত আহবায়ক কমিটির অনুমোদন।


    টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা কৃষক দলের নবগঠিত আহবায়ক কমিটির (আংশিক) অনুমোদন হয়েছে।

    ২০ জুন সোমবার মোঃহুমায়ুন কবিরকে আহবায়ক ও মোঃজাহিদ হাসান জাহিদ কে সদস্য সচিব সিঃযুগ্ম আহবায়ক মোঃবুলবুল আহমেদ ও যুগ্ম আহবায়ক রিপন আহমেদ শিশির, আব্দুল আওয়াল,দেলোয়ার হোসেন সেন্টু,রাশেদ শিকদারকে নাগরপুর উপজেলা কৃষক দলের আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।

    টাঙ্গাইল জেলা কৃষক দলের আহবায়ক দিপু হায়দার খান ও জেলা কৃষক দলের সদস্য সচিব শামীমুর রহমান খান স্বাক্ষরিত আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়।

    আগামীর সাহসী আন্দোলন সংগ্রামে ঐক্য বদ্ধ হ’য়ে রাজপথে নেমে দাবি আদায় করার দৃঢ় বিশ্বাস করে জেলা কৃষক দলের নেতৃবৃন্দ কমিটির অনুমোদন করেন।

  • কুয়াকাটা টেলিভিশন সাংবাদিক ফোরামের পূর্ণাঙ্গ কমিটি গঠন।

    কুয়াকাটা টেলিভিশন সাংবাদিক ফোরামের পূর্ণাঙ্গ কমিটি গঠন।

    কুয়াকাটা টেলিভিশন সাংবাদিক ফোরামের পূর্ণাঙ্গ কমিটি গঠন।


    সাগর কন্যা খ্যাত পর্যটন কেন্দ্র কুয়াকাটায় টেলিভিশনে কর্মরত সংবাদকর্মীদের সংগঠন ‘কুয়াকাটা টেলিভিশন সাংবাদিক ফোরাম’র পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। ৩০ মে (সোমবার) বেলা ১১টায় কুয়াকাটা প্রেসক্লাব হলরুমে এ উপলক্ষে সভা অনুষ্ঠিত হয়।

    ফোরামের আহবায়ক ও কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি নাসির উদ্দিন বিপ্লব সভাপতিত্বে বক্তব্য রাখেন কুয়াকাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী সাঈদ, মহিপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ মনিরুল ইসলাম, কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনু প্রমুখ। সভায় বক্তারা কুয়াকাটা-মহিপুর এলাকার টেলিভিশন সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার বিষয়ে গুরুত্বারোপ করেন।

    এসময় সদস্যদের কন্ঠভোটে আনোয়ার হোসেন আনু (চ্যানেল এস) সভাপতি, মোঃ মনিরুল ইসলাম (জিটিভি)কে সাধারণ সম্পাদক করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

    কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি হোসাইন আমির (বিজয় টিভি), অর্থ সম্পাদক মো: মনির হাওলাদার (বাংলা টিভি), দপ্তর সম্পাদক মো: মিজানুর রহমান (এশিয়ান টিভি), প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ শহিদুল ইসলাম (কলকাতা টিভি), নির্বাহী সদস্য নাসির উদ্দিন বিপ্লব (একুশে টিভি) ও জহিরুল ইসলাম মিরন (বাংলা ভিশন)।

  • লক্ষ্মীপুরের ৯টি উপজেলায় ছাত্রদলের পূর্নাঙ্গ কমিটি গঠন।

    লক্ষ্মীপুরের ৯টি উপজেলায় ছাত্রদলের পূর্নাঙ্গ কমিটি গঠন।

    লক্ষ্মীপুরের ৯টি উপজেলায় ছাত্রদলের পূর্নাঙ্গ কমিটি গঠন।


    লক্ষ্মীপুর কমলনগর উপজেলার ৯টি ইউনিয়নে ছাত্রদলের পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। রবিবার ০৩/০৪/২২ইং বিকেলে দলের প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। কমিটিগুলো উপজেলা ছাত্রদলের আহবায়ক সাজ্জাদ হোসেন সাজু ও সদস্য সচিব জাফর আহমেদ ভূঁইয়া অনুমোদন করেন।

    দলীয় সূত্র জানা যায়,উপজেলার চর কালকিনি ইউনিয়নের সভাপতি তারেক ইসলাম হিরো,সাধারণ সম্পাদক ইস্রাফিল হোসেন লিমন, সাহেবের হাট ইউনিয়নের সভাপতি রিয়াজুর রহমান,সাধারণ সম্পাদক ইকবাল হোসেন,চর লরেন্স ইউনিয়নে সভাপতি শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত নিলয়, চরমার্টিন ইউনিয়নে সভাপতি ইব্রাহিম শামিম মারুফ, সাধারণ সম্পাদক রাকিবুল হাছান,চর ফলকন ইউনিয়নে সভাপতি জাহিদ হোসাইন, সাধারণ সম্পাদক ইব্রাহিম অভিজ,পাটারির হাট ইউনিয়নে সভাপতি নুরুল আলম রাজা,সাধারণ সম্পাদক মনজুর আলম সম্রাট, হাজিরহাট ইউনিয়নে সভাপতি জোবায়ের হোসেন,সাধারণ সম্পাদক ইমরান হোসাইন টিপু,চরকাদিরা ইউনিয়নে সভাপতি নাছির মাহমুদ, সাধারণ সম্পাদক মো. ইউসুফ এবং তোরাবগঞ্জ ইউনিয়নে সভাপতি আবু নাহিদ রানা ও সাধারণ সম্পাদক শাহীন আলম ফরহাদ। কমিটিগুলোর ৫টি ৪১ সদস্য,৩টি ৩১ সদস্য বিশিষ্ট,২৪ সদস্য বিশিষ্ট ১টি।

    এই ব্যাপারে লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন বলেন, আন্দোলন-সংগ্রামে সবচেয়ে বেশি ছাত্রদলকে ভূমিকা রয়েছে। অবৈধ সরকার বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে ছাত্রদলের সুসংগঠিত করা হচ্ছে। কমলনগরের ৯টি কমিটি পুরো জেলার ছাত্রদল নেতাকর্মীদের মাঝে উৎসাহ দেবে

  • লক্ষ্মীপুরে ছাত্রলীগের কমিটি বিলুপ্ত।

    লক্ষ্মীপুরে ছাত্রলীগের কমিটি বিলুপ্ত।

    লক্ষ্মীপুরে ছাত্রলীগের কমিটি বিলুপ্ত।


    লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করা হয়েছে। বিলুপ্ত কমিটির সভাপতি শাহাদাত হোসেন শরীফ ও সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশান।

    শুক্রবার (২৫ মার্চ) রাত সাড়ে ৯ টার দিকে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য সাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

    কমিটি বিলুপ্তি পত্র ও স্থানীয় সূত্র জানায়, ২০১৮ ইং সালের ২৫ এপ্রিল শরীফকে সভাপতি ও নিশানকে সাধারণ সম্পাদক করে এক বছরের জন্য লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছে। মেয়াদোত্তীর্ণ হওয়ায় ওই কমিটি বিলুপ্ত করা হয়। একই সঙ্গে আগামি ৭ কার্য দিবসের মধ্যে নতুন কমিটির জন্য সভাপতি-সম্পাদক পদপ্রত্যাশিদের জীবন বৃত্তান্ত আহবান করা হয়েছে। লক্ষ্মীপুরে সশরীরে উপস্থিত হয়ে প্রার্থীদের কাছ থেকে কেন্দ্রীয় ছাত্রলীগের নাজমুল হক সিদ্দিকি নাজ, আইন বিষয়ক সম্পাদক শাহেদ খান ও সহ-সম্পাদক জাহিদুল ইসলাম নোমান জীবন বৃত্তান্ত সংগ্রহ করবেন। বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশান বলেন, কমিটি বিলুপ্তির সংবাদ বিজ্ঞপ্তি আমরা ফেসবুকে দেখছি। ভিন্নভাবে আমাদেরকে কেন্দ্র থেকে কোন কিছুই জানানো হয়নি

  • মোংলা পৌর স্বেচ্ছাসেবক লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা।

    মোংলা পৌর স্বেচ্ছাসেবক লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা।

    মোংলা পৌর স্বেচ্ছাসেবক লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা।


    সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আওয়ামীলীগের অন্যতম ভ্যানগার্ড সেবা-শান্তি প্রগতি পতাকাবাহী সংগঠন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ মোংলা পৌর পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছে জেলা কমিটি। বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সোহেল,যুগ্ম আহ্বায়ক সরদার আব্দুল কাদের ও যুগ্ম আহবায়ক বিশ্বজিৎ সরকার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মোংলা পৌর শাখা’র পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে।

    ৫১ সমস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিতে সভাপতি মো. মিজানুর রহমান,সহ-সভাপতি মশউর রহমান,নয়ন বিশ্বাস,মোহাম্মাদ আলী,মোঃরেজাউল ইসলাম,শাহিন সরদার,সাধারণ সম্পাদক ফাহিম হাসান অন্তর,যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ নুর আলম বাচ্চু, মোঃ ফজলে রাব্বি,সাংগঠনিক সম্পাদক মোঃ আল আমিন ফকির,সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ ইমরান হাওলাদার, মোঃ নয়ন,মোঃ রুবেল খান,প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ রাজু হোসেন ফকির,সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ ইব্রাহিম খান,দপ্তর সম্পাদক মোঃ নজরুল ইসলাম,সহ-দপ্তর সম্পাদক আবরার আল রিজভী, অর্থ বিষয়ক সম্পাদক মোল্লা মিজান,তথ্য গবেষণা ও পাঠাগার বিষয়ক সম্পাদক কাজী মোর্শেদুর জামান রাজু,আইন বিষয়ক সম্পাদক মোঃ ইব্রাহিম ফরাজী,শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক ইফতেখার হোসেন সোহাগ,স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক এ রাজ্জাক সোহাগ, যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল আহাদ রাসেল,সমাজ কল্যাণ সম্পাদক মোঃ ইমরান হোসেন(শুভ),কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মোঃ ফরিদ শিকদার,পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ ইউসুফ হোসেন,বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ রাসেল শেখ,সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ আল-আমিন,ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক শিকদার ফয়সাল ডালিম,মহিলা বিষয়ক সম্পাদক শেফালী বৈরাগী,সহ-মহিলা বিষয়ক সম্পাদক রোজলিন অন্তরা মিস্ত্রি,ধর্ম বিষয়ক সম্পাদক মোঃসালাউদ্দিন সিদ্দিকি,কোষাধক্ষ্য মোঃ আঃ জব্বার হাওলাদার,সদস্য মোঃ সুমন হোসেন, সংগ্রহ মিস্ত্রি,সাইফুল ইসলাম তুশার,মিঠুন বিশ্বাস আপন,মোঃ রেনিছুরর রহমান,মোঃ মাসুম বিল্লাহ,মোঃ রুবেল হোসেন,সাইফুল ইসলাম,মোঃ রুহুল আমিন(পাপ্পু),জসিম উদ্দিন ভুইঁয়া মোঃ মাসুদ তালুকদার,মোঃ রহমত হোসেন,মোঃ শামিম,সদস্য সুজন,লিঠু চক্রবর্তী,মোঃ বেল্লাল গাজী,মোঃ আল-আমিন শান্ত ও মোঃ জসিম তালুকদার।

    নতুন কমিটির সহ-সভাপতি মোঃ রেজাউল ইসলাম জানান, দীর্ঘদিন পর কমিটির নাম ঘোষনা করা হয়েছে। দল আমাকে মূল্যায়ন করেছে। এখন থেকে আমাদের সাংগঠনিক কার্যক্রম আরো বাড়বে। আমি কমিটির সভাপতি মিজান তালুকদারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

    সাংগঠনিক সম্পাদক মোঃআল আমিন ফকির বলেন,আমরা মোংলা পৌর স্বেচ্ছাসেবক লীগের প্রতিটি সদস্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে ধারন করে সামনের দিকে এগিয়ে যাবো