Tag: কমিটি
-
তাহিরপুরে গোপনে শ্রী শ্রী নরসিংহ জিউর আখড়া কমিটি গঠনে এলাকা বাসীর মানববন্ধন।
সুনামগঞ্জ প্রতিনিধিঃসুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের তেলিগাঁও শ্রী শ্রী নরসিংহ জিউর আখড়া কমিটি গঠন করা হয়েছে।বৃহস্পতিবার(৩০ জানুয়ারি দুপুর ২টায় সময়)মন্দির প্রাঙ্গণে গোপনে ও মনগড়া ভাবে তেলিগাঁও শ্রী শ্রী নরসিংহ জিউর আখড়া কমিটি গঠন করা হয়েছে।এবিষয়ে স্হানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজনরা ৩০ জানুয়ারি বৃহস্পতিবার বিকালে মন্দির প্রাঙ্গনে জড়ো হয়ে মানববন্ধনের মাধ্যমে দাবি তুলেছেন তারা এ কমিটি ১৪ গ্রামের মানুষের অসম্মতি ও কিছু সংখ্যকহিন্দু সম্প্রদায়ের লোকজনের উপস্থিততে কমিটি গঠন করা হয়েছে।তারা আরও বলেন, ১৪ গ্রামের সবার অসম্মতিক্রমে এবং শুধু রনবীর পাল বেনু একা ও কিছু মানুষের উপস্থিতিতে তরিগড়ি করে কমিটি গঠন করা হয়।উল্লেখ্যঃএই নতুন কমিটির সভাপতির দায়িত্বভার দিয়েছেন,সাবেক (আহবায়ক) কমিটির যুগ্ম আহবায়ক রনবীর পাল বেনুকে ও সাধারণ সম্পাদক পদে সাবেক কমিটির সহ সদস্য সচিব সজল তালুকদার কে অনুপস্থিত রেখে তারা কমিটি-টি গঠন করেন।স্হানীয় বাসিন্দা সুজন মহী পালসহ আরও অনেকেই বলেন,আগের যে কার্যকরী আহবায়ক কমিটি গঠন করা হয়েছিলসুনামগঞ্জ ১- আসনের সংসদ সদস্য, এডভোকেট রনজিত সরকার এমপি,যুগ্ম আহবায়ক তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক,অমল কান্তি কর,যুগ্ম আহবায়ক,মনমোহন পাল মতিশ,যুগ্ম আহবায়ক রণবীর পাল বেনু,যুগ্ম আহবায়ক শিতেশ পাল,সদস্য সচিব রঞ্জু সেন,ও সদস্য সচিব সজল তালুকদার,কোষাধ্যক্ষ বিশ্বনাথ পাল,সদস্য পীযুষ পাল,সদস্য জগদীশ চন্দ্র দাস,সদস্য ভানু দাস প্রমুখ।কিন্তু এই গোপন কমিটিতে ১৪ গ্রামের হিন্দু সম্প্রদায়ের লোকজন ও মনমোহন পাল মতিশ,ও যুগ্ম আহবায়ক শিতেশ পাল,কে অনুপস্থিত রেখে তারা কমিটি গঠন করেছেন, আমরা এই মনগড়া ও পকেট কমিটির বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। -
গাজীপুরে বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা, মৌচাকে এডভোকেট কামরুজ্জামানের নেতৃত্বে র্যালি ।
স্টাফ রিপোর্টারগাজীপুর জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটি ঘোষণা করায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে কালিয়াকৈর উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট কামরুজ্জামান কামরুলের নেতৃত্বে বিশাল শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয় ।মঙ্গলবার দুপুরে উপজেলার মৌচাক এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়।দলীয়সূত্রে জানাযায়, ০২ ফেব্রুয়ারী গাজীপুর জেলা বিএনপির আহবায়ক কমিটি (আংশিক) ঘোষণা করা হয়।কমিটিতে,মোঃ ফজলুল হক মিলনকে, আহবায়ক এবং শাহ রিয়াজুল হান্নানকে ১নং যুগ্ম আহবায়ক, ও চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীকে যুগ্ম আহবায়ক, করে তিন সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়।বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ কমিটির অনুমোদন দেন।এ সময় উপস্থিত ছিলেন, কালিয়াকৈর উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এডভোকেট কামরুজ্জামান কামরুল সহ, বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠন এর সকল নেতৃবৃন্দ। -
বাঘায় স্কুল কমিটির সভাপতি নিয়ে দ্বন্দ্বে বিএনপির দু-গ্রুপের সংঘর্ষে আহত ৮।
বাঘা (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর বাঘায় স্কুল কমিটির সভাপতি পদ নিয়ে দ্বন্দ্বে বিএনপির দ্বন্দ্বে মধ্যে সংঘর্ষে ৮ জন আহত হয়েছে। রোববার (৫ জানুয়ারী) বেলা সাড়ে ১১টার দিকে বাউসা ইউনিয়নের আড়পাড়া বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে।
জানা গেছে, উপজেলা আড়পাড়া হাইস্কুল পরিচালনা কমিটির সভাপতি পদের জন্য লিখিতভাবে প্রধান শিক্ষক আজিবর রহমানের কাছে আবেদন করেন জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ গ্রুপের প্রভাষক ওয়ালিউর রহমান বিকুল।
অপর দিকে জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন উজ্জল গ্রুপের আবেদন করেন বাউসা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি প্রভাষক আনোয়ার হোসেন পলাশ। এ নিয়ে উভয়ের মধ্যে চাপা উত্তেজনা চলছিল।
এরমধ্যে রোববার জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ গ্রুপের বাউসা ইউনিয়ন বিএনপির নেতাকর্মী ৫০-৬০টি মোটরসাইকেল নিয়ে আড়পাড়া স্কুলে যায়। এ নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের আহত হয়েছেন তেথুলিয়া গ্রামের আবদুস সাত্তারের ছেলে জাফর হোসেন (৪০), আড়পাড়া গ্রামের গাজিউর রহমানের ছেলে বাবুল হোসেন (৩৮), মানিক হোসেনের ছেলে রোহান হোসেন (২৩), মুনসাদ আলীর ছেলে মানিক হোসেন (৪৫), মকবুল হোসেনের ছেলে লিখন হোসেন (২২), হেদাতিপাড়া গ্রামের তফের আলীর ছেলে রফিকুল ইসলাম (৩৮), আবুল হোসেনের ছেলে এনামুল হক (৩৬), মাঝপাড়া গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে রানা হোসেন (১৮)। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এরমধ্যে রফিকুল ইসলাম ও মানিক হোসেনের অবস্থা বেগতিক দেখে দায়িত্বরত চিকিৎসক তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সভাপতি প্রার্থী প্রভাষক আনোয়ার হোসেন পলাশ ও প্রভাষক ওয়ালিউর রহমান বিকুল একে অপরকে দোষারোপ করছেন।এ বিষয়ে আড়পাড়া হাইস্কুলের প্রধান শিক্ষক আজিবর রহমান বলেন, উভয়ের বাড়ি আড়পাড়া গ্রামে। তারা দুইজন এক দল করেন। তারা শিক্ষকতকা করে দুই প্রতিষ্টানে। তারা সভাপতি পদের জন্য আমার কাছে আবেদন করেছেন। যাছাই-বাছাই করে যাকে দিয়ে প্রতিষ্টান ভালভাবে পরিচালিত হবে তাকে সভাপতি নির্বাচন করা হবে। এর আগে তারা মারামারি করলো, কী করবো ভেবে পাচ্ছিনা।
বাঘা থানার ওসি আফম আসাদুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে এ বিষয়ে কেউ কোন অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেয়ে ব্যবস্থা নেওয়া হবে।
-
মোংলায় বিএনপি’র তদারকির কমিটির পরিবর্তন করে নতুন কমিটির গঠনের দাবী।
বাগেরহাটের মোংলায় বিএনপির’র ত্যাগী ও আওয়ামী দুঃশাসনে অত্যাচারিত নেতা-কর্মীদের বাদ দিয়ে মোংলা বিএনপি’র তদারকি কমিটি গঠন করায় এক প্রতিবাদ সমাবেশ অনষ্ঠিত হয়েছে।
কমিটি প্রকাশের সাথে সাথে গতকাল শুক্রবার(২৭ ডিসেম্বর) বিকাল ৪টায় মোংলা পোর্ট পৌর সভার সামনে মোংলা উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মৃত মৃধা নজরুল ইসলাম’রপুত্র মৃধা ফাকরুল ইসলাম’র নেতৃত্বে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে মোংলা উপজেলার ৬টি ইউনিয়ন থেকে শতশত নেতা-কর্মী অংশগ্রহন করেন এবং অবিলম্বে এ বিতর্কিত তদারকী কমিটি ভেঙ্গে দিয়ে নতুন কমিটি গঠনের জোর দাবী জানান।
প্রতিবাদ সমাবেশে বক্তারা জানান যে, গত ২৬ ডিসেম্বর, ২০২৪ জেলা বিএনপি’র একটি টিম তদারকী কমিটি গঠনের উদ্দেশে মতামত নেয়ার উদ্দেশে জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম গোরা’র নেতৃত্বেএকটি দল মোংলায় আসে। এ সময় বিএনপি’র ত্যাগী ও স্বৈরাচারী আওয়ামী লীগের সময়ে অত্যাচারিত নেতা-কর্মীদের মত প্রকাশে বাঁধা দেয়া হয় এবং যারা আওয়ামী লীগের সময়ে লিয়াজো করে চলেছে, সুবিধা গ্রহণ করেছে, তাদের অনেককে এ কমিটিতে রাখা হয়েছে বলে প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন। বক্তারা আরো বলেন যে, আমরা ব্যথিত এবং বিস্মিত হয়েছি এই দেখে যে, যারা ফ্যাসিস্ট আওয়ামী সরকার থেকে যারা সুবিধা নিয়েছে, তাদের সাথে লিয়াজো করে চলেছে, তারা কিভাবে কমিটিতে স্থান পেল? আর যারা আওয়ামী দুঃশাসনের অত্যাচারে শিকার হয়েছে, মামলা খেয়েছে, হামলার শিকার হয়েছে, সম্পদ হারিয়েছে, তারা কমিটিতে স্থান পেলোনা। প্রতিবাদ সমাবেশে বক্তারা অবিলম্বে এ বিতর্কিত তদারকী কমিটি বাতিল করে ত্যাগী নেতাদের সমন্বয়ে নতুন তদারকী কমিটি করার জোর দাবী জানান। এ সময় মোংলা উপজেলা মক্তিযোদ্ধা কমান্ডার আবু হানিফ শেখ, জাকির হোসেন, সিরাজ সরকার, মোঃ বাদশা মিয়া, জাহাঙ্গীর ফকির, মাঃ মাসুম মেখ, মেহেদী হাসান,ওহিদ, আতিয়ার সহ বিএনপি’র শত শত ত্যাগী নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
-
নাগরপুরে শ্রমিক দলের কমিটি অনুমোদন ও সালাম পিন্টু’র মুক্তির খুশিতে আনন্দ র্যালি।
স্টাফ রিপোর্টারঃ টাঙ্গাইল জেলা শ্রমিক দল কর্তৃক নাগরপুর উপজেলা শ্রমিক দলের নবগঠিত ৬১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন ও সালাম পিন্টু’ র মুক্তিতে আনন্দ র্যালি।
টাঙ্গাইল জেলা শ্রমিক দলের
সভাপতি( ভারপ্রাপ্ত) আবু সাঈদ মিয়া ও সাধারণ সম্পাদক মনিরুল হক ভিপি মনির স্বাক্ষরিত দলীয় প্যাডে আরিফুল ইসলাম নবা সভাপতি ও গোলাম মওলা মোস্তফা সাধারণ সম্পাদক জাকারিয়া হোসেন জাকির হোসেন কে সাংগঠনিক সম্পাদক করে ৬১ সদস্য বিশিষ্ট নাগরপুর উপজেলা শ্রমিক দলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন ও দীর্ঘ ১৭ বছর পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল( বিএনপি) নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু এর মুক্তিতে আনন্দ র্যালি হয়েছে।জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্র ঘোষিত আন্দোলন সংগ্রামে রাজপথে নেমে সফলতা আদায় করতে যা করা দরকার আমরা সকলেই ঐক্য বদ্ধ হ’য়ে সফলতা আনবো, ইনশাআল্লাহ।
নাগরপুর উপজেলা শ্রমিক দলের ৬১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির নেতাদের পক্ষ থেকে সভাপতি আরিফুল ইসলাম নবা ও সম্পাদক গোলাম মওলা মোস্তফা।
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সভাপতি,জাতীয়তাবাদী ছাত্রদলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও নাগরপুর উপজেলা বিএনপির সিনিয়র সম্মানিত সদস্য রবিউল আওয়াল লাভলু,নাগরপুর উপজেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিজ উদ্দিন মিয়া,উপজেলা বিএনপি সহ সভাপতি নিয়ামত আলী সুইট, যুগ্ম সম্পাদক ফারুক আহমেদ খান, সাবেক জিএস ইকবাল কবির রতন, নব গঠিত কমিটির শ্রমিক দলের সভাপতি আরিফুল ইসলাম নবা, সাধারণ সম্পাদক গোলাম মওলা মোস্তফা, উপজেলা যুবদলের আহবায়ক ভারপ্রাপ্ত নাজমুল হক স্বাধীন,সাবেক জিএস ইকবাল হোসেন, নুরুজ্জামান রানা সহ বিভিন্ন ইউনিয়ন হতে আগত বিভিন্ন সংগঠনে নেতৃবৃন্দ।
-
ডিমলায় স্বপ্ন পুরনের প্রত্যয়ে আমরা সামাজিক সংগঠনের উপদেষ্টা কমিটি গঠন।
ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ ডিমলায় স্বপ্ন পুরনের প্রত্যয়ে আমরা সামাজিক সংগঠনের উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। বুধবার (২৫ ডিসেম্বর) সকালে উপজেলার রামডাঙ্গা আমতলীতে স্বপ্ন পুরনের প্রত্যয়ে আমরা সামাজিক সংগঠন কার্যালয়ে সংগঠনটির উপদেষ্টা কমিটির নাম ঘোষণা করা হয়।উপদেষ্টারা হলেন অধ্যক্ষ মো. মনোয়ার হোসেন, সভাপতি,বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি) ডিমলা ও অধ্যক্ষ, শহীদ জিয়াউর রহমান ডিগ্রী কলেজ, ডিমলা, নীলফামারী, মোঃ গোলাম রব্বানী প্রধান, সাংগঠনিক সম্পাদক ,বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি) ডিমলা ও সহকারী শিক্ষক, ডিমলা আদর্শ উচ্চ বিদ্যালয়,ডিমলা, নীলফামারী। মো. আব্দুল কাদের, অধ্যক্ষ, ডিমলা টেকনিক্যাল এন্ড বি,এম আই কলেজ,ডিমলা, নীলফামারী,এ্যাডঃ মো. তাইবুর রহমান,আইনজীবী জেলা ও দায়রা জজ আদালত, নীলফামারী, মো. অহিদুল ইসলাম,সমাজ সেবক ও সদস্য অভিভাবক প্রতিনিধি, রামডাঙ্গা, ডিমলা, নীলফামারী,মো. নূরুল আমিন,সমাজ সেবক ও জমিদাতা, রামডাংগা,ডিমলা,নীলফামারী।সংগঠনটির সভাপতি মো.কামরুল ইসলাম বলেন, স্বপ্ন পুরনের প্রত্যয়ে আমরা সামাজিক সংগঠনটি ২০২০ সালে প্রতিষ্ঠিত হয়। তখন থেকে সংগঠনটি সাধারন মানুষের পাশে দাঁড়িয়েছে। বর্তমানে সমাজের মানুষের উন্নয়নে দলবদ্ধ ভাবে কাজ করে যাচ্ছি। এই সংগঠন থেকে বহু অসহায় মানুষ উপকৃত হচ্ছে। সংগঠনটির লক্ষ্য হলো সমাজের অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে দেশের উন্নয়ন করা। সমাজ কল্যাণ মন্ত্রাণালয় হতে সংগঠনটিতে সরকারি অর্থ বরাদ্দ দিলে আমদের কার্যক্রম আরো গতিশীল হবে এবং দেশের মানুষ উপকৃত হবে। -
নাগরপুর উপজেলা শ্রমিক দলের কমিটি অনুমোদন।
স্টাফ রিপোর্টারঃ টাঙ্গাইল জেলা শ্রমিক দল কর্তৃক নাগরপুর উপজেলা শ্রমিক দলের নবগঠিত ৬১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন হয়েছে।
২০ ডিসেম্বর ২০২৪ টাঙ্গাইল জেলা শ্রমিক দলের
সভাপতি( ভারপ্রাপ্ত) আবু সাঈদ মিয়া ও সাধারণ সম্পাদক মনিরুল হক ভিপি মনির স্বাক্ষরিত দলীয় প্যাডে আরিফুল ইসলাম নবা সভাপতি ও গোলাম মওলা মোস্তফা সাধারণ সম্পাদক জাকারিয়া হোসেন জাকির হোসেন কে সাংগঠনিক সম্পাদক করে ৬১ সদস্য বিশিষ্ট নাগরপুর উপজেলা শ্রমিক দলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন হয়েছে।আগামীর সাহসী আন্দোলন সংগ্রামে ঐক্য বদ্ধ হ’য়ে রাজপথে নেমে দাবি আদায় করার দৃঢ় বিশ্বাস করে। উপজেলা শ্রমিক দল শ্রমিকদের দাবি আদায়ের লক্ষে, শান্তি বজায় রেখে আগামীতে জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্র ঘোষিত আন্দোলন সংগ্রামে রাজপথে নেমে সফলতা আদায় করতে যা করা দরকার আমরা সকলেই ঐক্য বদ্ধ হ’য়ে সফলতা আনবো, ইনশাআল্লাহ।
নাগরপুর উপজেলা শ্রমিক দলের ৬১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির নেতাদের পক্ষ থেকে সভাপতি আরিফুল ইসলাম নবা ও সম্পাদক গোলাম মওলা মোস্তফা, টাঙ্গাইল জেলা শ্রমিক দলের সভাপতি ও সম্পাদক,নাগরপুর উপজেলা বিএনপি’র সিনিয়র সম্মানিত সদস্য রবিউল আওয়াল লাভলু এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।
-
বাংলাদেশ সাংবাদিক সংস্থার বাঘা শাখার কমিটি গঠন।
বাঘা(রাজশাহী)প্রতিনিধি :
বাংলাদেশ সাংবাদিক সংস্থার রাজশাহীর বাঘা উপজেলা শাখার দুই বছরের জন্য ১৭ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন করা হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর-২৪) বেলা ১২ টায় বাঘা প্রেস ক্লাব কার্যালয়ে প্রেস ক্লাবের আহবায়ক আবদুল লতিফ মিঞার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত সদস্যেদের সন্মতিক্রমে সভাপতি নির্বাচিত হয়েছে আমানুল হক আমান (যুগান্তর/সোনার দেশ), সাধারণ সম্পাদক লালন উদ্দিন (কালের কন্ঠ/সোনালী সংবাদ), সাংগঠনিক সম্পাদক ফজলুর রহমান মুক্তা (ইনকিলাব)।
বাঘা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নুরুজ্জামানের সঞ্চালনায় কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সাংবাদিক সংস্থার রাজশাহী জেলা কমিটির আহবায়ক শরিফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সাংবাদিক সংস্থার আহবায়ক কমিটির সদস্য রফিক আলম, ফজলুর রহমান, আমিনুল ইসলাম বনি, মঞ্জুয়ারা বেগম।
কমিটিতে রয়েছেন-সহ-সভাপতি আশরাফুল আলম (বাংলাদেশের খবর/রাজশাহী প্রতিদিন), সহ-সভাপতি সাইদুল ইসলাম (দৈনিক আমার সংবাদ), যুগ্ম সম্পাদক গোলাম তোফাজ্জল কবীর মিলন (আজকের পত্রিকা/রাজশাহী সংবাদ), সহ-যুগ্ম সম্পাদক আবদুস সালাম (স্বদেশ প্রতিদিন) অর্থ সম্পাদক আবদুল হামিদ মিঞা (ভোরের কাগজ/নতুন প্রভাত), জনকল্যান সম্পাদক জহুরুল ইসলাম (পদ্মা প্রবাহ), ক্রীড়া সম্পাদক দোয়েল মোল্লা (ফটো সাংবাদিক), দপ্তর পাঠাগার ও প্রশিক্ষণ সম্পাদক মোস্তাফিজুর রহমান (রেডিও পদ্মা), সাহিত্য সম্পাদক সুব্রত কুমার (দৈনিক জনবাণী)। নির্বাহী সদস্য নির্বাচিত করা হয়েছে আবদুল লতিফ মিঞা (সমকাল/দৈনিক বার্তা), নুরুজ্জামান (ইত্তেফাক/সানশাইন), আসলাম আলী (নয়াদিগন্ত/গণধ্বনি প্রতিদিন)। সাধারণ সদস্য পদে-আবদুল কাদের নাহিদ (সাপ্তাহিক ঈশ্বরদী), নাহিদা ইয়াসমিন লাকী (দৈনিক রাজবার্ত), সোনিয়া বেগম (পদ্মা টাইমস)।