Tag: উল্লাপাড়া

  • উল্লাপাড়ায় নারীসহ দুই প্রতারক গ্রেপ্তার।

    উল্লাপাড়ায় নারীসহ দুই প্রতারক গ্রেপ্তার।

    উল্লাপাড়া(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ বিভিন্ন ভাতার কার্ড করে দেবার নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে বৃহস্পতিবার রাতে খাদিজা খাতুন (৩৫) ওরফে প্রভাতী এবং তার ভাশুর মোখলেছুর রহমান (৩৬) কে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ । খাদিজা উপজেলার বাখুয়া গ্রামের জলিলুর রহমানের স্ত্রী এবং মোখলেছুর রহমান একই গ্রামের লুৎফর রহমানের ছেলে। এই দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে উপজেলা সমাজ সেবা, মহিলা বিষয়ক ও পশু সম্পদ কার্যালয়ের দেওয়া সামাজিক নিরাপত্তার বিভিন্ন ভাতার কার্ড করে দেবার কথা বলে ৪ থেকে ৮ হাজার টাকা পর্যন্ত নিয়েছে। সব মিলিয়ে এই এদের বিরুদ্ধে ২ থেকে ৩ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। এ ব্যাপারে থানায় একটি প্রতারণার মামলা হয়েছে।

    উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম জানান, র্দীর্ঘদিন ধরে উল্লিখিত দুই ব্যক্তি এলাকার লোকজনকে বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, বয়স্ক ভাতা ও মাতৃত্বকালীন ভাতাসহ বিভিন্ন আর্থিক সুবিধার কার্ড করে দেবার কথা বলে প্রায় ৩ লাখ টাকা হাতিয়ে নিয়েছে বলে এদের বিরুদ্ধে থানায় দেওয়া মামলায় অভিযোগ করা হয়েছে। ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও জানান, এ বিষয়ে ইতোপূর্বে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এলাকার ভুক্তভোগীরা অভিযোগ করলে তিনি (নির্বাহী কর্মকর্তা) থানা পুলিশকে ব্যবস্থা নেবার নির্দেশ দেন। পরে ভুক্তভোগীদের পক্ষ থেকে বাখুয়া গ্রামের মোঃ মোস্তফার স্ত্রী রেজেদা খাতুন বাদী হয়ে বৃহস্পতিবার রাতে উল্লিখিত ব্যক্তিদের নামে উল্লাপাড়া থানায় একটি প্রতারণার মামলা দিয়েছেন। এরপরই খাদিজা ও মোখলেছুরকে পুলিশ গ্রেপ্তার করে।

    উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মোতালিব হোসেন জানান, গ্রেপ্তার খাদিজা খাতুন ইতোপূর্বে সমাজসেবা বিভাগ থেকে নারীদের ঋণ প্রকল্প এর বাখুয়া মাতৃ কেন্দ্রের সম্পাদিকা হিসেবে কাজ করতেন। এ কাজে সহযোগিতা করত তার নিজের ভাশুর মোখলেছুর রহমান। সেই সুবাদে তিনি সাধারণ লোকজনকে সমাজসেবা কার্যালয়ের একজন কর্মী হিসাবে পরিচয় দিয়ে নানা ধরনের ভাতার কার্ড করে দেবার কথা বলে মানুষের কাছে অনেক টাকা হাতিয়ে নিয়েছেন বলে তাদের কাছে অভিযোগ আসে। এই অভিযোগের প্রেক্ষিতে দু বছর আগে খাদিজাকে সম্পাদিকার দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়। কিন্তু তারপরেও এদের অপকর্ম থামেনি।

    উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উজ্জল হোসেন জানান, এলাকার ভুক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে গ্রেপ্তার খাদিজা খাতুন ও মোখলেছুর রহমানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া উল্লাপাড়ার সাধারণ মানুষ যাতে প্রতারণার শিকার না হন তার জন্য উপজেলা প্রশাসন থেকে একটি গণবিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে।

  • উল্লাপাড়ায় দুই মাদক ব্যবসায়ী সহ ৫০ লাখ টাকার হিরোইন আটক।

    উল্লাপাড়ায় দুই মাদক ব্যবসায়ী সহ ৫০ লাখ টাকার হিরোইন আটক।

    উল্লাপাড়ার সলঙ্গায় মাদক বিরোধী অভিযান চালিয়ে র‌্যাপিট এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১২ সদস্যরা দুই ব্যবসায়ী সহ ৫০ লাখ টাকার হিরোইন আটক করেছে। শুক্রবার (২১ জুলাই) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১২’র কোম্পানী কমান্ডার লেঃ বিএন মো. আবুল হাসেম। আটককৃতরা হলেন, ঢাকার কেরানীগঞ্জ থানার মো. হারুন ফকিরের ছেলে মোঃ হেলাল উদ্দিন (২৩) ও কিশোরগঞ্জের নান্দাইল থানার তারাই গ্রামের বুলবুল হোসেনের ছেলে মোঃ অলি উল্লাহ (২৫)।

    র‌্যাব-১২ আরোও জানান, বুধবার বিকালে সিরাজগঞ্জের সলঙ্গা থানার রামারচর এলাকায় নিউ রুপালী হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে মাদক বিরোধী অভিযান চালিয়ে ওই দুইজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪৭৩ গ্রাম হেরোইন (যার আনুমানিক মুল্য ৫০ লাখ টাকা) উদ্ধার করা হয়। এছাড়াও তাদের সাথে থাকা মাদক বহনের কাজে ব্যবহৃত ১টি মাইক্রোবাস ও মাদক ক্রয়- বিক্রয়ের কাজে ব্যবহৃত ৩ টি মোবাইল এবং নগদ ২,৭০০ টাকা জব্দ করা হয়। উদ্ধারকৃত আলামত জব্দ করে ও আটক আসামীদের বিরুদ্ধে সলঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে।

    সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ এনামুল হক জানান, র‌্যাব-১২ এর গ্রেপ্তার দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

  • উল্লাপাড়ায় ট্রেনে কাটা পড়ে প্রতিবন্ধী যুবকের মৃত্যু।

    উল্লাপাড়ায় ট্রেনে কাটা পড়ে প্রতিবন্ধী যুবকের মৃত্যু।

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেনের চাকায় কাটা পড়ে লিখন আহমেদ (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। ঈশ্বরদী-ঢাকা রেল সড়কের উল্লাপাড়া রেল স্টেশনের পশ্চিম পাশে এই মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত লিখন উপজেলার দুর্গানগড় ইউনিয়নের বালসাবাড়ি গ্রামের মৃত সুজাবত আলীর ছেলে।

    জানা যায় নিহত লিখন রেল সড়ক দিয়ে পশ্চিম দিকে যাচ্ছিল এমন সময় ঢাকা থেকে রংপুরের উদ্দেশ্যে ছেড়ে দ্রুতগামী রংপুর এক্সপ্রেসটি উল্লাপাড়া স্টেশন অতিক্রম করার সময় লিখন ট্রেনের নিচে পড়ে চাকায় কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।

    স্থানীয় সূত্রে জানা যায় লিখন মানষিক প্রতিবন্ধী ছিলো।মাঝেমধ্যে স্টেশনে দেখা যেত। ২ টার সময় রেল লাইন দিয়ে পশ্চিম দিকে যাওয়ার সময় রংপুর এক্সপ্রেসে কাটা পরে মারা যায়।

    এ তথ্য নিশ্চিত করে সিরাজগঞ্জ জিআরপি থানার উপ-পরিদর্শক মোঃ মাজেদ আলী জানান নিহত লিখন রোববার দুপুর ২ টার সময় রেল পথ দিয়ে লাহিড়ী মোহনপুর স্টেশনের দিকে যাওয়ার পথে রংপুর এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে মারা যায়। নিহতের লাশ উদ্ধারের পর স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।

     

  • উল্লাপাড়ায় ইয়াবাসহ শীর্ষ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

    উল্লাপাড়ায় ইয়াবাসহ শীর্ষ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ইয়াবাসহ শীর্ষ নারী মাদক ব্যবসায়ী রোজিনা আক্তার(২৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ। স্বামী-স্ত্রী পরিচয়ের আড়ালে নিরবে চালাচ্ছিলো মাদক ব্যবসা।

    বুধবার রাতে পৌর শহরের শ্যামলীপাড়া বাসস্ট্যান্ড থেকে রোজিনা (২৫) নামের স্ত্রী রুপী নারীকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। ব্যবসার সাথে জড়িত কথিত স্বামী মোন্নাফকে গ্রেপ্তারের জন্য পুলিশ খুঁজছে। গ্রেপ্তার রোজিনা উল্লাপাড়া সদর ইউনিয়নের বাঁখুয়া গ্রামের আব্দুল কুদ্দুসের মেয়ে ও একই ইউনিয়নের খালিয়াপাড়া গ্রামের বরাত আলীর ছেলে রাজমিস্ত্রী আব্দুল মোন্নাফের সাবেক স্ত্রী।

    উল্লাপাড়া মডেল থানার সেকেন্ড অফিসার রুহুল আমিন জানান,গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে পৌর শহরের শ্যামলীপাড়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে চলমান সিএনজিতে অভিযান পরিচালনা করে ৩৫ পিচ ইয়াবাসহ রোজিনা (২৫) নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। সে দীর্ঘ দিন যাবৎ এই এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলো। ব্যবসার সাথে আরও কয়েকজন জড়িত আছে।অল্প সময়ের তাদেরও আটক করা হবে।

    এলাকাবাসী অভিযোগ করে জানান, ব্যবসার সূত্রধরে এক বছর আগে গ্রেপ্তার রোজিনার সঙ্গে মোন্নাফের বিয়ে হয়। স্বামী-স্ত্রী সম্পর্কের আড়ালে চালায় তারা রমরমা মাদক ব্যবসা। অল্পদিনের মধ্যেই মোন্নাফ আঙ্গুল ফুঁলে কলাগাছ হয়ে যায়। তার চলাফেরার গতিতে আসে ব্যাপক পরিবর্তন। তারা আরো বলেন, গ্রেপ্তার রোজিনার রয়েছে একাধিক স্বামী। তেমনি মোন্নাফের আছে ৪-৫ স্ত্রী। অবৈধ ভাবে উপার্জিত অর্থ দিয়ে যখন যা ইচ্ছে তাই করে বেড়ায় তারা। এরা সমাজকে ধ্বংস করে দিতে চায়।

    উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, মাদকসহ গ্রেপ্তার রোজিনার বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। এই ব্যবসার সাথে জড়িত অন্যদের পুলিশ খুঁজছে। দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে।

  • উল্লাপাড়ায় প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ।

    উল্লাপাড়ায় প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ।

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা ধান বীজ ও রাসায়নিক সার বিনামূল্যে বিতরণ করা হয়েছে। ১০ জুন শনিবার দুপুরে উপজেলা পরিষদের হলরুমে কৃষি অধিদপ্তর কর্তৃক আয়োজিত প্রনোদনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উজ্জ্বল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ তানভীর ইমাম।

    উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ সূবর্ণা ইয়াসমিন(সুমি) জানান কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আওতায় কৃষি প্রণোদনা ৫ কেজি ব্রি-৭৫ ও উফশী রোপা আমন ধানের বীজের সাথে ১০ কেজি এমওপি, ১০ কেজি ডিএপি রাসায়নিক সার ১ হাজার ৪’শ ৫০ জন প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

    এ সময় অন্যান্যের মধ্যে মহিলা ভাইস চেয়ারম্যান রিবলী ইসলাম কবিতা,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আসওয়াদ বিন খলিল রাহাত ও শাহাবুদ্দিন আহমেদ প্রমূখ উপস্থিত ছিলেন।

  • উল্লাপাড়া উপজেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক আমজাদ হোসেন।

    উল্লাপাড়া উপজেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক আমজাদ হোসেন।

    সিরাজগঞ্জ উল্লাপাড়া ফলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমজাদ হোসেন জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০২৩ এ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন।

    সহকারী শিক্ষক হিসেবে আমজাদ হোসেন ২০০২ সালে ফলিয়া উচ্চ বিদ্যালয়ে যোগদান করেন। তিনি ইতোপূর্বে চিথুলিয়া রাবেয়া নজিবর রহমান উচ্চ বিদ্যালয় শাহজাদপুরে শিক্ষকতা করেছেন। ২০১৪ সালে সহকারী প্রধান শিক্ষক হিসেবে পদোন্নতি পান এবং ২০১৯ সাল হতে অদ্যাবধি কর্মদক্ষতার সাথে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। অত্র স্কুলে প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি বিদ্যালয়ের লেখাপড়ার গুণগতমান পরিবর্তনে উল্লেখ্যযোগ্য ভূমিকা রেখেছেন। নায়েম, মাউশি, সিপিডি, আইসিটির বিভিন্ন প্রশিক্ষণ প্রাপ্ত এই শিক্ষক অত্যান্ত দক্ষতার সাথে বিদ্যালয়ের স্কাউট, বিএনসিসি, গার্লস গাইড, ফুটবল, ভলিবল খেলায় উপজেলা ও জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন। জেএসসি ও এসএসসিতে ভালো ফলাফল, পরিচ্ছন্ন দৃষ্টিনন্দন বিদ্যালয় হিসেবে উপজেলার মধ্যে বেশ পরিচিতি লাভ করেছে এই শিক্ষা প্রতিষ্ঠান।

    উল্লাপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম সামছুল হক প্রধান শিক্ষক মোঃ আমজাদ হোসেনের উপজেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হবার বিষয়টি নিশ্চিত করে জানান, তিনি বিদ্যালয়ের শিক্ষার গুণগত মান উন্নয়নের সর্বদাই চেষ্টা করেন।

  • উল্লাপাড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু।

    উল্লাপাড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু।

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির (৫০) মৃত্যু হয়েছে।

    বুধবার সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার দূর্গানগর ইউনিয়নের মন্ডলজানী এলাকায় এ ঘটনা ঘটে।

    স্থানীরা জানান, সকাল সাড়ে ৭ টার দিকে মন্ডলজানী এলাকায় রেললাইন দিয়ে ওই বৃদ্ধ হাটছিলেন। এ সময় রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকা গামী লোকাল ট্রেনটি ঘটনাস্থলে পৌঁছালে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

    সিরাজগঞ্জ রেলওয়ে থানার উপ-পরিদর্শক সোলাইমান হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।

  • উল্লাপাড়ায় এম্বুলেন্স খাদে পড়ে কলেজ ছাত্র’র মৃত্যু।

    উল্লাপাড়ায় এম্বুলেন্স খাদে পড়ে কলেজ ছাত্র’র মৃত্যু।

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এম্বুলেন্স খাদে পড়ে গিয়ে সুমন(১৮) নামের এক কলেজ ছাত্র’র মৃত্যু হয়েছে। নিহত সুমন উপজেলার সদর ইউনিয়নের মাগুরাডাঙ্গা গ্রামের মোঃ আব্দুল আলীমের ছেলে।এম্বুলেন্স চালক কাকন ওই গ্রামের মোঃ আব্দুল আজিজের ছেলে।

    জানা যায় মঙ্গলবার বিকেলে পূর্ণিমাগাঁতী, ধরাইল, কুচিয়ামারা বাজারে ভ্রমণের উদ্দেশ্যে এ্যাম্বুলেন্স চালক কাকন প্রতিবেশি বন্ধু সুমনকে গাড়ীতে তুলে নিয়ে বেড়াতে বেড় হয়। ভ্রমণের এক পর্যায় ঝড়বৃষ্টির কবলে পড়ার কারনে বাড়ি ফিরতে অনেক রাত হয় তাদের। পুকুরপাড় কবরস্থান সংলগ্ন ভেটুয়াকান্দি গ্রাম মোড় অতিক্রম করার সময় ব্রেক ফেল করে এম্বুলেন্সটি খাদে পড়ে যায়।এ সময় চালক কাকন গাড়ীর ভিতর থেকে বেড় হয়ে আসতে পারলেও সুমন আটকা পড়ে। যতক্ষণে সুমনকে উদ্ধারের চেষ্টা করে ততক্ষণে গাড়ীটি পানির নিচে ডুবে যায় এবং সুমনের মৃত্যু হয়।

    এ ঘটনা নিশ্চিত করে উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক অপু জানান লোক মারফত মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়। ময়নাতদন্তের পর বুধবার বিকেলে লাশ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে উল্লাপাড়ায় মিছিল সমাবেশ।

    প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে উল্লাপাড়ায় মিছিল সমাবেশ।

    প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে উল্লাপাড়ায় মিছিল সমাবেশ।

    উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ রাজশাহীতে বিএনপি’র জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে দেশব্যাপি আওয়ামী লীগের কর্মসূচির অংশ হিসাবে ২২ মে সোমবার উল্লাপাড়ায় উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনসমূহ প্রতিবাদ মিছিল ও সমাবেশ করে।

    মিছিলটি উল্লাপাড়া পৌর শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে আওয়ামী লীগ অফিসে গিয়ে শেষ হয়। এখানে আয়োজিত প্রতিবাদ সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ ফয়সাল কাদের রুমির সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, সহ-সভাপতি আব্দুল বাতেন হিরু, সাংগঠনিক সম্পাদক মীর আরিফুল ইসলাম উজ্জল ও মনিরুজ্জামান পান্না, মোবারক হোসেন, আশিকুর রহমান, আল মাহমুদ সরকার প্রমুখ।

  • বড়পাঙ্গাসী ইউনিয়ন পরিষদের উম্মুক্ত বাজেট ঘোষণা।

    বড়পাঙ্গাসী ইউনিয়ন পরিষদের উম্মুক্ত বাজেট ঘোষণা।

    সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ঐতিহ্যবাহী বড়পাঙ্গাসী ইউনিয়ন পরিষদের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে ২০২৩-২০২৪ অর্থ বছরের বার্ষিক উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।

    গত ১৬ মে- ২০২৩ ইং রোজ শনিবার বেলা সাড়ে এগারোটায় ইউনিয়ন পরিষদ চত্বরে শিক্ষক, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, কৃষক ও এলাকার মান্যগণ্য ব্যক্তিদের উপস্থিতিতে এ বাজেট ঘোষণা করা হয়।

    বড়পাঙ্গাসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির লিটনের সভাপতিত্বে এ সময় উম্মুক্ত বাজেট ঘোষণা করেন ইউপি সচিব মোঃ আব্দুস সালাম।

    বাজেট অধিবেশনে এ সময় অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা মো: জয়নাল আবেদীন, প্রধান শিক্ষক মোঃ আনছার আলী, ইউপি সদস্য শারমিন খাতুন, মো: আবু বকর সিদ্দিক, কৃষক আব্দুল গফুর মন্ডল সহ ইউনিয়নের রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংস্কৃতিক ব্যক্তিসহ এলাকার সুধীজন।

    সুশাসন প্রতিষ্ঠা, কার্যকর ও শক্তিশালী স্থানীয় সরকার বাস্তবায়ন এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করণের লক্ষ্যে সর্বস্তরের জনসাধারণের অংশ গ্রহনে বড়পাঙ্গাসী ইউনিয়ন পরিষদের বার্ষিক ২০২৩-২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেটে রাজস্ব ও উন্নয়ন খাতের সম্ভাব্য আয় ৩ কোটি ৮৪ লক্ষ ৪৮ হাজার ৪শত ৮৪টাকা ও ব্যয় ৩ কোটি ৮৩ লক্ষ ৬৮ হাজার ৪শত ৮৪ টাকা এবং উদ্বৃত্ত ৮০ হাজার টাকা ধরে গ্রামীণ অবকাঠামো উন্নয়নের জন্য বাজেট ঘোষণা করা হয়।