সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলা পরিষদের হল রুমে ৭৯ সদস্য বিশিষ্ট কমিটির নামের তালিকা ঘোষণা করেন। ঘোষিত কমিটিতে ৭ জনকে উপদেষ্টা হিসেবে রাখা হয়েছে। এ কমিটি ঘোষণার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ছানোয়ার হোসেন, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল লতিফ, মোঃ মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন।
নবনির্বাচি কমিটির সভাপতি হিসেবে মনোনীত হন উপজেলার নাগরৌহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সাবেক সাধারণ সম্পাদক এস. এম আনোয়ারুল হক ফিলিপস্, সাধারণ সম্পাদক দাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ ইকবাল হোসেন, সিনিয়র সহ সভাপতি নির্বাচিত হন ফলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মান্নান, পূর্ব রামকৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলমকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং তানু সোনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক এস. এম সাকলায়েন কে সাংগঠনিক সম্পাদক মনোনীত করা হয়।
সংগঠনের গঠনতন্ত্র মোতাবেক বিগত কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় এই নতুন কমিটি গঠিত হয়। নবনির্বাচিত কমিটি আগামী ৫ বছরের জন্য দায়িত্ব পালন করবেন।
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার প্রত্যন্ত অঞ্চলের লাহিড়ী মোহনপুর ইউনিয়নের গোনাইগাঁতী গ্রামের কৃষক আব্দুল আলিম (৫৫) এর বসতঘর পূর্ব শত্রুতার জের ধরে গভীর রাতে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে প্রতিপক্ষ। এ ঘটনায় ৮ জনকে আসামি করে রবিবার রাতে থানায় মামলা দায়ের করেছে আলিম। গত শুক্রবার রাত সাড়ে ১২ টার দিকে আলিম ও পরিবারের সদস্যরা ঘুমিয়ে থাকা অবস্থায় প্রতিপক্ষ আগুন দিয়ে পুড়িয়ে দেয় তার বসতবাড়ি।
আসামিরা হলো উপজেলার গোনাইগাঁতী গ্রামের মৃত লাল মোহাম্মদের ছেলে মোঃ আব্দুল হাই (৬০), গোলাম কিবরিয়া (৫৫), একই গ্রামের নুরাল প্রামাণিকের ছেলে মোঃ টুটুল প্রামানিক (৪৫), শাহীন প্রামাণিকের স্ত্রী কুরিছ খাতুন (৩৫), আব্দুল হাই এর স্ত্রী রনজিতা খাতুন (৪২), ছেলে রাকিবুল ইসলাম (২২), গোলাম কিবরিয়ার স্ত্রী ফজিলা খাতুন (৪০), টুটুল প্রামাণিকের স্ত্রী শিরিনা খাতুন (৩৫)।
থানায় বাদীর মামলা সুত্রে জানা গেছে, গত ২০২৩ সালের ২৮ ফেব্রুয়ারী পুর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষ আসামিরা তার চাচা আমিরুল ইসলামকে হাতুড়ি ও ধারালো অস্ত্র দ্বারা আঘাত করে হত্যা করে। তাদের বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা দায়ের হয়। আসামিরা হত্যা মামলায় জামিনে এসে রাস্তা-ঘাটে বাদী পক্ষের লোকজনকে বেশকিছু দিন ধরে আর্থিক ক্ষক্ষতি, হত্যা ও গুম করার হুমকি দিয়ে চলেছে। তারই ধারাবাহিকতায় গত শুক্রবার রাতে পরিবারের সকল সদস্যকে নিয়ে ঘুমিয়ে পড়ে আলিম। গভীর রাতে আলিম ও তার স্ত্রী হঠাৎ প্রচন্ড গরম অনুভব করে ঘুম থেকে জেগে ওঠে। দেখতে পায় তাদের ঘরের চারপাশে দাউ দাউ করে আগুন জ্বলছে। ঘরের পিছন থেকে আগুন আগুন বলে চিৎকার করছে কিছু লোক। তখন আলিম ও তার স্ত্রী ঘর থেকে বাহির হওয়ার জন্য চেষ্টা করে। কিন্তু দরজা খুলতে দেখে বাহির থেকে দরজা লাগানো। পরে দরজা ভেঙ্গে ঘর থেকে বাহির হয়। ইতিমধ্যে তার বসতবাড়ি ঘর পুড়ে ছাই হয়ে যায়। এ সময় ঘরে থাকা নগদ টাকা, ফ্রিজ, খাটপালং, স্বর্ণালষ্কার, আসবাবপত্র, জরুরি কাগজপত্র, ধান, চাল, সরিষা সহ গবাদিপশু পুড়ে তার প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়।
উল্লাপাড়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার অমৃত সুত্রধর জানান, বাদীর অভিযোগ মামলা হিসেবে গণ্য করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার প্রত্যন্ত অঞ্চলের লাহিড়ী মোহনপুর ইউনিয়নের গোনাইগাঁতী গ্রামের কৃষক আব্দুল আলিম (৫৫) এর বসতঘরে গভীর রাতে দুবৃর্ত্তের দেওয়া আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
শুক্রবার রাত সাড়ে ১২ টার দিকে কৃষক আব্দুল আলিম ও পরিবারের সদস্যরা ঘুমন্ত অবস্থায় তার বসতঘরে আগুন দেয় দুর্বৃত্তরা। পুর্ব শত্রুতার জের ধরে এমন ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেন আলিম। এব্যাপারে ৩ জনকে অভিযুক্ত করে শনিবার রাতে কৃষক আলিম বাদি হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছে।
অভিযুক্তরা হলো উপজেলার গোনাইগাঁতী গ্রামের লাল মোহাম্মদের ছেলে মোঃ আব্দুল হাই (৬০), একই গ্রামের নুরাল প্রামাণিকের ছেলে মোঃ টুটুল প্রামানিক (৪৫), শাহীন প্রামাণিকের স্ত্রী কুরিছ খাতুন (৩৫)।
মামলার বাদী ও তার পরিবারের সদস্যরা অভিযোগ করে জানান, পুর্ব শত্রুতার জেরে অভিযুক্তরা আমাকে (আলিম) ও আমার পরিবারের সদস্যদের মেরে ফেলা এবং আর্থিক ক্ষয়ক্ষতির হুমকি দিয়ে আসছিল দীর্ঘদিন ধরে। গত শুক্রবার পরিবারের সকল সদস্যকে নিয়ে ঘুমিয়ে পড়ি। গভীর রাতে আমি ও আমার পরিবার হঠাৎ প্রচন্ড গরম অনুভব করায় ঘুম থেকে জেগে দেখি আমাদের ঘরের চারপাশে দাউ দাউ করে আগুন জ্বলছে। ঘরের পিছন থেকে গ্রামবাসি আগুন আগুন বলে চিৎকার করছে। তখন আমি ও আমার পরিবার দরজার দিকে আগাইয়া যাই। ঘর থেকে বাহির হওয়ার জন্য কিন্তু দরজা বাহির থেকে ছিকল দিয়ে লাগানো পাই। পরে দরজা ভেঙ্গে ঘর থেকে বাহির হইয়া দেখি গ্রামের অনেকে আমার ঘরের আগুন নেভানোর চেষ্টা করছে। খুব অল্প সময়ের মধ্যে আমার বাড়ীর বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এ সময় ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালষ্কার, আসবাবপত্র, জরুরি কাগজপত্র, ধান, চাল, সরিষা সহ গবাদিপশু পুড়ে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়।
গৃহকর্মী রাজিনা ও ছেলে আশিক জানায়, পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা আমাদের ঘরে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। আমরা এখন অনাহারে অর্ধাহারে খোলা আকাশের নিচে অনেক কষ্টে বসবাস করছি। প্রধানমন্ত্রী সহ প্রশাসনের কাছে এ ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, অভিযোগের আলোকে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লাপাড়া(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর শহরের বাজার গলির হাটখোলা রোডে অবস্থিত মেসার্স হাসান ভ্যারাইটি ষ্টোর নামক দোকানটি জোড়পূর্বক বন্ধ করে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে দাদন কারবারি মনোয়ার হোসেন (২৮)’র বিরুদ্ধে। গত ১৯ ফেব্রুয়ারী বেলা ১২ টার দিকে হাসান ভ্যারাইটি স্টোর নামক ঐ দোকান চলাকালে জোড় করে বন্ধ করে তালা ঝুলিয়ে দেয় দাদন কারবারি। মনোয়ার উল্লাপাড়া পৌরশহরের কাওয়াক মহল্লার মৃত আব্দুস সামাদের ছেলে। হাসান স্টোরের মালিক ব্যবসায়ী মাহমুদুল হাসান দ্বারে দ্বারে ঘুরেও পাচ্ছে না এর কোন প্রতিকার। স্থানীয় বণিক সমিতির নেতারা হাসানকে প্রাথমিক ভাবে আইনি ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছে। এব্যাপারে শুক্রবার রাতে থানায় বাদী হয়ে মনোয়ারকে অভিযুক্ত করে মাহমুদুল হাসান একটি অভিযোগ দায়ের করেছে।
বাদীর অভিযোগ সুত্রে জানা গেছে, উল্লাপাড়া পৌর শহরের বাজার গলির হাটখোলা রোডে মেসার্স হাসান ভ্যারাইটি স্টোর নামে তার একটি ভাড়া নেওয়া ইলেকট্রিক দোকান রয়েছে। হাসান অন্য কাজে ব্যস্ত থাকায় তার ছোট ভাই আব্দুল ওয়াহেদকে মাসিক বেতনে কর্মচারি রেখে দোকান পরিচালনা করেন। বেশকিছু দিন ধরে অভিযুক্ত সুদ কারবারি মনোয়ার তাকে (হাসান) জানায় তার ভাই ওয়াহেদ ১ লক্ষ ৬০ হাজার টাকা সুদ হিসেবে নিয়েছে। টাকাগুলো তাকে পরিশোধ করতে হবে। এরপর হাসানের দোকানে এসে ও মোবাইল ফোনেও একাধিকবার টাকার জন্য বিভিন্ন ধরনের চাপ প্রয়োগ করে মনোয়ার। হাসান বলে আপনি যাকে টাকা দিয়েছেন তার কাছ থেকে টাকা নিন। এর পরেও মনোয়ার টাকার জন্য হাসানকে নানা ধরনের ভয়ভীতি প্রদর্শন করে। ঘটনার দিন ১৯ ফেব্রুয়ারী সোমবার মনোয়ার তার লোকজন নিয়ে এসে কর্মচারীদের দোকান থেকে বের করে দিয়ে দোকানে তালা লাগিয়ে জোড়পুর্বক বন্ধ করে দেয়।
হাসান আরও অভিযোগ করে বলেন, এই সুদ কারবারি অবৈধভাবে তার দোকানটি প্রায় ৬ দিন ধরে বন্ধ করে দিয়েছে। এতে তিনি ব্যবসায়িক ভাবে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছেন। এ সময় হাসান আবেগাল্পুত হয়ে কান্না জড়িত কন্ঠে বলেন অনেক দ্বারে ঘুরেও দাদন ব্যবসায়ী মনোয়ারের অবৈধ কর্মকান্ডের বিচার পাননি তিনি। কেউ নেই এই দাদন কারবারির বিচার করার মতো।
এব্যাপারে অভিযুক্ত মনোয়ারকে গণমাধ্যম কর্মীরা প্রশ্ন করলে তিনি জানান, আমার বিরুদ্ধে ওঠা অভিযোগ মিথ্যা। আমি কাউকে ভয় দেখাইনি এবং কারো দোকানে তালা লাগাইনি।
বণিক সমিতির সাধারণ সম্পাদক এস এম জাহিদুজ্জামান কাকন জানান, ভুক্তভোগী হাসানকে প্রাথমিক ভাবে আইনগত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছি। পরে সমিতিতে মিটিং করে এই সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে বৃহৎ আন্দোলন গড়ে তোলা হবে।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নারী চোর ও ছিনতাই চক্রের ১০ সদস্যকে আটক করেছে মডেল থানা পুলিশ। বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান ব্যাংক, বীমা ও হাট-বাজারের বিভিন্ন স্থানে চুরি করে আসছিল এই নারী সিন্ডিকেট চক্রটি। ভুক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে শনিবার সকালে উল্লাপাড়া পৌর শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ চোর ও ছিনতাই চক্রের ১০ নারী সদস্যকে আটক করে। ভুক্তভোগী আছমা খাতুন বাদী হয়ে এব্যাপারে থানায় একটি চুরি মামলা দায়ের করেছে।
গ্রেপ্তারকৃতরা হলো (১) বুলবুলি খাতুন ওরফে টুটু (৪৫), রূপালী খাতুন (৪০), মোছাঃ রূপালী (২৫), মোর্শদা খাতুন (৩০), রাবেয়া খাতুন (২১), শাবনুর খাতুন (২০), আনোয়ারা খাতুন (২০), আঞ্জু খাতুন (৩৫), নাছিমা খাতুন (২৭), রিক্তা খাতুন (১৪)। এরা সবাই জামালপুর জেলার ইসলামপুর, পাবনা ও কুষ্টিয়া জেলার বাসিন্দা।
এব্যাপারে প্রেস বিফ্রিংয়ে উল্লাপাড়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার অমৃত সুত্রধর জানান, দীর্ঘদিন ধরে অভিনব কায়দায় এই নারী চক্রটি এলাকার বিভিন্ন ব্যাক, বীমা সহ আর্থিক প্রতিষ্ঠান, বাসাবাড়ি ও হাট-বাজারের বিভিন্ন স্থানে চুরি ও ছিনতাই করে আসছিল। শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের বিভিন্ন স্পট থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। এ সময় পুলিশ তাদের কাছ থেকে নগদ ১২ হাজার টাকা ও কয়েকটি মোবাইল ফোন উদ্ধার করে।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতরা ছদ্মবেশে সংঘবদ্ধ হয়ে গ্রাহক সেজে বিভিন্ন ব্যাংকে ভীড় জমিয়ে গ্রাহকের উঠানো টাকা কৌশলে মানিব্যাগ ও ভেনেটিব্যাগ থেকে তুলে নিয়ে পালিয়ে যায়। এরা সবাই উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল এলাকায় ভাসমান অবস্থায় ভাড়াটে ঘরে বসবাস করে আসছিল।
ওসি আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, চোর ও ছিনতাই চক্রের ১০ নারী সদস্যকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। অধিক জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন করা হয়েছে।
উল্লাপাড়া(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বন্যাকান্দি আলিম মাদ্রাসার বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন করা হয়েছে।
২২ ফেব্রুয়ারী বৃহস্পতিবার ক্রিড়া শিক্ষক মোঃ ইব্রাহিম খলিলের পরিচালনায় গভনিংবডির সভাপতি ইঞ্জিনিয়ার জাফর ইকবালের সভাপতিত্বে সকাল ১০ টার সময় কবুতর উড়িয়ে ও দশম শ্রেণির ছাত্র আব্দুল আউয়ালের মশাল দৌড়ের মধ্যে দিয়ে বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়।
এর আগে মাদ্রাসার অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান ও সহকারী সুপারিন্টেন্ডেন্ট মোঃ আনিসুর রহমান জাতীয় পতাকা ও ক্রিড়া পতাকা উত্তোলন করেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলওয়াত করেন দাখিল নবম শ্রেণির ছাত্র মোঃ সাব্বির হোসেন ও ক্রিড়া শপথ পাঠ করান দাখিল সপ্তম শ্রেণির ছাত্র মোঃ সিয়াম ভূইয়া। কমান্ডারের দায়িত্ব পালন করে দাখিল নবম শ্রেণির ছাত্রী মোস্তারিন সিদ্দিকা।
এর পর দাখিল নবম শ্রেণির ছাত্র ও স্কাউটের দলনেতা মোঃ রিফাত হোসেন মাঠ পরিদর্শনের অনুমতি নিয়ে সকল শিক্ষার্থীদের মাঠ প্রদক্ষিন করায়।
এর পর পরই শুরু হয় বালক,বালিকাদের দৌড়, সুইসুতা, গোলক নিক্ষেপ,চাকতি নিক্ষেপ,বিস্কুট দৌড়,চেয়ার খেলা ও বালিশ খেলাসহ বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতা।
সহকারী মৌলভী মোঃ আব্দুল আলিম ও সহকারী শিক্ষক (গণিত) মোঃ মাসুদ রানা খেলা সঞ্চালনা করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদ সদস্য ৬৫ সিরাজগঞ্জ-৪ উল্লাপাড়া ও সলঙ্গার মাটি ও মানুষের নেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ শফিকুল ইসলাম। রাজনৈতিক ব্যস্ততার কারনে উল্লাপাড়া উপজেলা আওয়ামীলীগের সদস্য মোঃআছাদুল হক,মোঃ মজনু মিয়া,মোঃ ফারুক ফয়সাল রবি ও আওয়ামী লীগের অন্যতম সদস্য মোঃ শাজাহান আলী প্রমূখকে তার প্রতিনিধি হিসেবে মনোনয়ন করে পাঠান।
এর আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় অধ্যক্ষ মিজানুর রহমান বলেন পঞ্চক্রোশী ইউনিয়নের মধ্যে বন্যাকান্দি আলিম মাদ্রাসা একটি মাত্র ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান। এখানে যে সকল অবকাঠামোর উন্নয়ন হয়েছে প্রানপ্রিয় নেতা আলহাজ্ব শফিকুল ইসলাম বিগত দিন এমপি থাকা অবস্থায় হয়েছে।তার অসম্পূর্ণ কাজ ভবনটির চারতলা পর্যন্ত সম্পর্ণ করা। এবং নতুন আরেকটি ভবন ও বাউন্ডারির কাজ সম্পর্ণকরনের জন্য এমপির মহাদ্বয়ের প্রতিনিধিদের কাছে দাবী উপস্থাপন করেন।
এ সময় প্রতিনিধিগণ অধ্যক্ষের কথাগুলো মনোযোগ সহকারে শোনেন এবং বলেন আমরা আপনাদের দাবী দাওয়ার কথা এমপি মহাদ্বয়ের কাছে গিয়ে বাস্তবায়নের জন্য অনুরোধ করবো যেন তার আমলেই কাজগুলো বাস্তবায়ন করেন।
পরে প্রধান অতিথির প্রতিনিধিগণ বিজয়ী খেলোয়াড়দের মধ্যে পুরুষ্কার বিতরণ করেন।
শেষে মোস্তারিন সিদ্দিকার রচনায় ও সহকারী শিক্ষক মোঃ মাসুদ রানার নির্দেশনায় বাল্য বিবাহ প্রতিরোধে একটি নাটিকা উপস্থাপন করা হয়।এতে অভিনয় করে অত্র প্রতিষ্ঠানের ছাত্রীরা।
উল্লাপাড়া(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় র্যাপিড এ্যাকশন ব্যাটিলিয়ান র্যাব-১২’র অভিযানে ৫ টি চোরাই মোটরসাইকেলসহ দুই চোরকে গ্রেফতার করা হয়েছে। ১৫ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বিকেলে উপজেলার পাগলা গ্রামের পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার হয়।
গ্রেফতারকৃতরা হলেন উল্লাপাড়া উপজেলার পাগলা বোয়ালিয়া গ্রামের মোঃ রতন মিয়ার ছেলে মোঃ জাহাঙ্গীর হোসেন ও সিরাজগঞ্জ সদর উপজেলার আকনাদিঘি গ্রামের শফিকুল ইসলামের ছেলে মো: রুবেল হোসেন।
র্যাব-১২ সদর কোম্পানি স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান ১৬ ফেব্রুয়ারী শুক্রবার বিকেলে এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান,গোপন সংবাদের ভিত্তিতে উল্লাপাড়া উপজেলার পাগলা গ্রামের পাঁকা সড়কের উপর অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। এ সময় বিভিন্ন ব্রান্ডের ৫ টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা পরস্পর যোগসাজসে দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন ব্র্যান্ডের মোটরসাইকেল চুরি করে পেছনের নম্বর প্লেট পরিবর্তন করে নিজেরা ভুয়া নম্বর প্লেট লাগিয়ে সাধারণ মানুষের কাছে অল্প দামে বিক্রয় করে দেয়। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
উল্লাপাড়া(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নিখোঁজ সানজিদা খাতুন(৯) নামের এক শিশুর লাশ ৫ দিন পর ধানের জমি থেকে উদ্ধার করেছে সলঙ্গা থানা পুলিশ।এ ঘটনায় শিশুর সৎ বাবা শরিফুল ইসলাম ও প্রতিবেশী মামা হাসমত আলীকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের অলিদহ পশ্চিমপাড়া গ্রামের একটি ধানের জমিতে পুতে রাখার ৫ দিন পর লাশটি উদ্ধার করা হয়। নিহত শিশু আমশড়া গ্রামের মোঃশাহিন আলীর মেয়ে। গ্রেপ্তারকৃতরা হলেন অলিদহ গ্রামের মোঃনুরাল মিয়া ছেলে মোঃ শরিফুল ইসলাম ও হানিফ শেখের ছেলে হাসমত আলী।
সলঙ্গা থানার ওসি মোঃ এনামুল হক এ তথ্য নিশ্চিত করে জানান,নিহত সানজিদার মা জরিনা খাতুন প্রথম স্বামী শাহিন আলীর সাথে বিবাহ বিচ্ছেদের পর শরিফুল ইসলামের সাথে বিয়ে হয়। কিছুদিন পর স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়।ঘটনার দেড়মাস আগে জরিনা স্বামীর সংসার ছেড়ে বাবার বাড়ীতে চলে আসে।স্বামী শরিফুল তার স্ত্রী জরিনাকে সংসারে ফিরিয়ে আনতে সকল চেষ্টা ব্যর্থ হয়ে জরিনার প্রতিবেশী ভাই হাসমত আলীর দারস্থ হয়। স্ত্রীকে ফিরিয়ে আন্তে তারা পরিকল্পিত ভাবে জরিনার মেয়ে সানজিদাকে অপহরন করে। ১০ ফেব্রুয়ারী মাদ্রাসায় যাওয়ার পথে খাবারের প্রলোভন দেখিয়ে সানজিদাকে অপহরনের চেষ্টা করে। মেয়েটি ঘটনার এক পর্যায় চিৎকার করে। এ সময় মেয়েটির গলা চেপে ধরে হত্যা করে। পরে লাশটি পাশের জঙ্গলে ফেলে চলে যায়।লাশ গুমের উদ্দেশ্যের ঐ রাতে পাশের ধানের জমিতে গর্ত করে পুতে রাখে।মাদ্রাসা ছুটি হওয়ার পর সানজিদা বাড়ীতে না ফেরায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজির পর পাওয়া যায়নি।পরের দিন ১১ ফেব্রুয়ারী নানা জহুরুল ইসলাম সলঙ্গা থানায় সাধারন ডায়েরি করেন।
তিনি আরোও জানান সাধারন ডায়েরি করার পর পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য সৎ বাবা শরিফুল ইসলাম ও মামা হাসমত আলীকে গ্রেপ্তার করে।এ সময় সানজিদকে হত্যার কথা তারা স্বীকার করে।তাদের তথ্যমতে ধানের জমিতে পুতে রাখা সানজিদার লাশ উদ্ধার করা হয়েছে।
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার গয়হাট্টা সালেহা ইসহাক উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতির বিরুদ্ধে প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম কে মারধর ও অর্থ আত্মসাতের অভিযোগে থানায় মামলা দায়ের হয়েছে। শনিবার (১০ ফেব্রুয়ারী) প্রধান শিক্ষক শহিদুল ইসলাম বাদী হয়ে স্কুল কমিটির সভাপতি ও তিন অভিভাবক সদস্য’র বিরুদ্ধে এই মামলা দায়ের করেন।
মামলায় অভিযুক্ত আসামিরা হলেন সালেহা ইসহাক উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি,উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও কোনাগাঁতী গয়হাট্রা গ্রামের আমির হোসেনের ছেলে মোঃ আল আমিন সরকার (৪৫), অভিভাবক সদস্য ও পারকুল গয়হাট্টা গ্রামের মীর মতিয়ার রহমান ছেলে মানিক উদ্দিন (৪০), একই গ্রামের আকবর সরকারের ছেলে আইনুল হক (৫২), গয়হাট্টা দহপাড়া গ্রামের ওছমান গণির ছেলে গোলাম মোস্তফা (৪০)।
মামলার বাদী শহিদুল ইসলামের অভিযোগ সূত্রে জানা গেছে, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উল্লেখিত অভিভাবক সদস্যরা যোগ সাজোস করে গত ২০২৩ সালের বিদ্যালয়ের পুকুর লীজের ৫ লক্ষ১০ হাজার টাকা, শিক্ষার্থী উপবৃত্তির ১ লক্ষ টাকা,গাছ বিক্রির ৪০ হাজার টাকা এবং পুরাতন আসবাবপত্র ও দ্রব্য সামগ্রী বিক্রির ৫০ হাজার টাকা কৌশলে আত্মসাৎ করে। আত্মসাতকৃত টাকার ভুয়া ভাউচার ও রেজুলেশনে জোরপূর্বক প্রধান শিক্ষকের (আমাকে দিয়ে) স্বাক্ষর করিয়া নিতে চায়। উক্ত ভাউচার ও রেজুলেশনে স্বাক্ষর করিতে অস্বীকার করিলে গত ২৯ জানুয়ারি বেলা সাড়ে ১২ টার দিকে পূর্ব পরিকল্পিতভাবে সংঘবদ্ধ হয়ে আসামিরা প্রধান শিক্ষক (আমার) কার্যালয়ে প্রবেশ করে।
এ সময় তারা অফিস কক্ষের দরজা বন্ধ করে আমাকে অবরুদ্ধ অবস্থায় বিভিন্ন গালি-গালাজ ও ভয়ভীতি প্রদর্শন করে। পরে তারা আমার উপর চড়াও হয়ে এলোপাতাড়িভাবে কিল, ঘুষি ও থাপ্পর মারে। এক পর্যায়ে আমাকে হত্যার হুমকি দিয়ে আমার মোবাইল ফোন কেড়ে নিয়ে আমাকে বেদম মারপিট করে।
তিনি আরও জানান, ইতিপূর্বেও বিদ্যালয়ে বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষায় বৈধতা নিয়ে মতবিরোধ হলে সে থেকে আসামিরা আমাকে মারপিট করে হত্যার হুমকি দিয়ে আসছিল।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান,প্রধান শিক্ষকের অভিযোগটি মামলা হিসেবে আমলে নেওয়া হয়েছে। তদন্ত কার্যক্রম চলছে।
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি :সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রয়াত আ’লীগ নেতা এ্যাড. মারুফ বিন হাবিব এর ৪র্থ মৃত্যু বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। শুক্রবার উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন দলীয় কার্যালয়ে এ্যাড. মারুফ বিন হাবিবের ৪র্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করে। কর্মসূচির মধ্যে দলীয় কার্যালয়ে সকাল ৮ টায় কালো ব্যাচ ধারণ, সাড়ে ৮ টায় কোরআন খতম, ১১ টায় মরহুমের কবর জিয়ারত, ফুলেল শ্রদ্ধা নিবেূন, শোক শোভাযাত্রা, বাদ যোহর মরহুমের কর্মজীবনের উপর স্মৃতিচারণ অনুষ্ঠান, মিলাদ মাহফিল ও তবারক বিতরণ করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ ফয়সাল কাদের রুমি’র সভাপতিত্বে মরহুমের স্মৃতি চারণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, সহ সভাপতি মোঃ মোখলেছুর রহমান ডাবলু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা, উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হেদায়েত আহমেদ এলান, সলপ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শওকাত ওসমান, উপজেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মোঃ শফিউল আলম হ্যাভেন, সাংগঠনিক সম্পাদক আরিফ বিন হাবিব, মনিরুজ্জামান পান্না, সহ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ আলিমুজ্জামান অলক, উল্লাপাড়া সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আবু সাঈদ স্বপন, সিরাজগঞ্জ জেলা যুব মহিলালীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উল্লাপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা সুমাইয়া সরকার প্রমুখ।
স্মরণসভায় বক্তারা বলেন, এ্যাড. মারুফ বিন হাবিব ছিলেন একজন সৎ ও আদর্শবান রাজনৈতিক নেতা। উদীয়মান এই রাজনৈতিক নেতা দলের বহু পদে অধিষ্ঠিত ছিলেন। তিনি উল্লাপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম- আহবায়ক, সাবেক সফল পৌর মেয়র, সরকারি আকবর আলী কলেজে বারবার নির্বাচিত ভিপি ও জিএস পদে নিষ্ঠার সহিত দায়িত্ব পালন করেছেন। এছাড়াও সিরাজগঞ্জ জেলা জজ আদালতের বিশিষ্ট আইনজীবী হিসেবে এ্যাড. মারুফ বিন হাবিব ছিলেন একটি পরিচিত মুখ।