সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বজ্রপাতে ২ জন শ্রমিক মারা গেছে। নিহতরা হলেন উপজেলার নাগরৌহা গ্রামের রুহুল আমিন (৩৫) ও মোঃ আশরাফ আলী(৩৩)।
জানা যায় শনিবার (২১ সেপ্টেম্বর) উল্লাপাড়া সদর ইউনিয়নের নাগরৌহা গ্রামের মাঠে তারা দুই জন কাজ করছিলো।সন্ধার দিকে হঠাৎ আকাশে ঝড় ও বৃষ্টির আভাস দেখে তারা বাড়ি ফিরছিলেন। এমন সময় বজ্রপাতের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন ওই গ্রামের ছাত্র অধিকার পরিষদের সিরাজগঞ্জ জেলার যুগ্ম সম্পাদক মোঃ আব্দুল মালেক। এ সময় তিনি গণমাধ্যম কে জানান আশরাফ ও রুহুল আমিন মাঠে কাজ করার জন্য গেছিলেন। বৃষ্টি নামার পর বাড়ি ফেরার পথে বজ্রপাতের ঘটনায় তারা ঘটনাস্থলেই মারা যায়।
এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ হাসনাত জানান ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহযোগিতার উদ্যোগ নেয়া হবে।