Tag: উল্লাপাড়া

  • উল্লাপাড়ায় র‍্যাব-১২’র মাদক বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী আটক।

    উল্লাপাড়ায় র‍্যাব-১২’র মাদক বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী আটক।

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় র‍্যাব-১২’র মাদক বিরোধী অভিযান পরিচালনা করে দেশীয় মদসহ সবুজ হোসেন(২১) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

    শুক্রবার ৩০ জুলাই রাত সোয়া ১১ টার সময় র‍্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি আভিযানিক দল উপজেলার পৌরশহরের ঘোষগাতী গ্রামে শিবমন্দির এলাকার মেসার্স সিদ্দিকীয়া হোমিও হলের সামনে পাঁকা রাস্তার উপর মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৪ বোতল(২২৫০ মিঃ লিঃ) দেশীয় মদসহ তাকে গ্রেফতার করা হয়।

    এ সময় তার নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয় এর কাজে ব্যবহৃত ১ টি মোবাইল জব্দ করা হয়।গ্রেফতারকৃত হলেন ঘোঁষগাঁতী গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে সবুজ হোসেন।

    এ তথ্য নিশ্চিত করে সিরাজগঞ্জ র‍্যাব-১২ এর সহকারী পুলিশ কমিশনার মি.জন রানা এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জের বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য দেশীয় মদ ক্রয়-বিক্রয় করে আসছিল।

    গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাকে উল্লাপাড়া মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

  • উল্লাপাড়ায় গৃহবধূর রহস্য জনক মৃত্যু।

    উল্লাপাড়ায় গৃহবধূর রহস্য জনক মৃত্যু।

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় তানিয়া খাতুন(২৫) নামের এক গৃহবধূর রহস্য জনক মৃত্যু হয়েছে।

    জানা যায় উপজেলার নাগরৌহা গ্রামের মৃত কাশেম ব্যাপারির ছেলে মুদির দোকান ব্যবসায়ী হেলাল উদ্দিন ৮ পূর্বে প্রেমের সম্পর্কে জেলার শাহজাদপুর উপজেলার পুকুরপাড় গ্রামের তাইজুল ইসলামের মেয়ে তানিয়াকে বিয়ে করেন। তানিয়া সাথে হেলাল উদ্দিনের দ্বিতীয় বিয়ে। বিয়ের কিছুদিন পর তানিয়া জানতে পারে তার স্বামীর ১ম স্ত্রী ও ছেলে সন্তান রয়েছে।

    তার পরেও মেয়েদের বিয়ে একটাই হয় ভেবে সতিনের সংসার করা শুরু করে। বিয়ের ২/১ মাস পরে মাঝে মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ শুরু হয়।স্ত্রীর অজুহাতে উল্লাপাড়া পৌরশহরে শ্যামলী পাড়া কাদের খাঁ বিল্ডিং এর পূর্ব পাশে চিলেকোঠার ৫ তলায় ভাড়া বাসায় বসবাস শুরু করে। এখানেও শুরু হয় ঝগড়া বিবাদ।বিয়ের বছর না ঘুরতে আত্মহত্যার নামে মৃত্যুর পথ বেছে নিল তানিয়া।হঠাত ২৮ জুলাই বুধবার সন্ধার পর নিজ কক্ষে স্বামী হেলাল উদ্দিনের চিৎকারে প্রতিবেশিরা আগাইয়া এসে দেখে তার স্ত্রী তানিয়ার গলায় ওড়না পেচিয়ে সিলিং ফ্যানের সাথে ঝুলছে। এতে তার মৃত্যু হয়।প্রতিবেশিরা বিষয়টি উল্লাপাড়া মডেল থানায় অবগত করেন।

    তানিয়ার পারিবারিক সূত্রে জানা যায় এটি আত্মহত্যা নয়,পরিকল্পিত ভাবে তাদের মেয়েকে হত্যা করা হয়েছে।

    এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমাড় দাশ জানান নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে রিপোর্ট আসার পর নিশ্চিত করে বলা যাবে কিভাবে গৃহবধূর মৃত্যু হয়েছে।আপাততো থানায় একটি ইউডি মামলা হয়েছে।

  • উল্লাপাড়ার এলংজানী উচ্চবিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের বিদয় সংবর্ধনা।

    উল্লাপাড়ার এলংজানী উচ্চবিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের বিদয় সংবর্ধনা।

    সিরাজগঞ্জের উল্লাপাড়ার এলংজানী উচ্চ বিদ্যালয়ে এলামনাই এসোসিয়েশন কর্তৃক শিক্ষক-কর্মচারীদের অবসর ও বদলীজনিত বিদয় সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    জানাগেছে,গত বৃহস্প্রতিবার উল্লাপাড়া উপজেলার মোহনপুর ইউনিয়নের এলংজানী উচ্চবিদ্যালয়ে এলামনাই এসোসিয়েশন কর্তৃক আয়োজিত ৬ জন শিক্ষক, ৩ জন কর্মচারীর অবসরজনিত এবং ২ জন শিক্ষকের বদলীজনিত বিদায় সংবর্ধনা এলনংজানি স্কুল মাঠ চ্ত্বরে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন,অনলাইনে Zoom app এ সংযুক্ত হয়ে বক্তব্য প্রদান করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ফারুক হাসান।

    তিনি বিদায়ী শিক্ষক ও কর্মচারিদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু কামনা করে সকল শিক্ষার্থীদের পক্ষে দোয়া করেন এবং অত্র স্কুলের সকল শিক্ষার্থীর মঙ্গল দোয়া ও কামনা করেন।

    এ অনুষ্ঠানে বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মোঃ আশরাফুল আলম মামুনের সভাপ্রতিত্বে বক্তব্য রাখেন, উল্লাপাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান পান্না,উপজেলা কৃষি অফিস আব্দুল মজিদ, মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ মোক্কা, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষ মোঃ ফেরদৌস আলম, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোঃ আলী আকবর সরকার, প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষ মোঃ আক্কাস আলী প্রমুখ।

    অনুষ্ঠানে বিদয়ী শিক্ষ-কর্মচারীদের সম্নাননা স্বারক প্রদান করেন এবং অতিথি বৃন্দদেরও সম্নাননা করেন। এ অনুষ্ঠানে সকল বক্তারা বিদ্যালয়ের নতুন ভবনসহ ভৌত অবকাঠামোর উন্নয়ন ও বিদ্যালয়ের শিক্ষর্থীদের যাতায়াতের জন্য কাঁচা-পাকা রাস্তাসহ সাবমার্চেবল রাস্তার জন্য জোরালো দাবি জানান। এ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আমির হোসেন ও আব্দুল আলীম।

  • উল্লাপাড়ায় পানিতে ডুবে কিশোরের মৃত্যু।

    উল্লাপাড়ায় পানিতে ডুবে কিশোরের মৃত্যু।

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বর্ষার নতুন পানিতে গোসল করতে নেমে পানিতে ডুবে রাইয়ান (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।

    মঙ্গলবার ২৭ জুলাই দুপুরে উপজেলার বড়পাঙ্গাসী ইউনিয়নের বড়পাঙ্গাসী গ্রামে এ ঘটনা ঘটেছে। রাইয়ান একটি স্থানীয় বিদ্যালয় থেকে চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী ছিল।

    জানা গেছে, ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল ইসলাম পবিত্র ঈদুল আযহা উপলক্ষে তার গ্রামের বাড়ী উল্লাপাড়া উপজেলার বড়পাঙ্গাসীতে ঈদ উদযাপন করতে আসেন। মঙ্গলবার দুপুরে তার এসএসসি পরীক্ষার্থী ছেলে রাইয়ান বন্ধুদের সাথে বর্ষার পানিতে নৌকা নিয়ে ঘুরতে গিয়ে গোসল করতে নেমে পানিতে ডুবে যায়।

    এ সময় রাইয়ানের বন্ধুরা খোঁজাখুঁজি শুরু করে। পরে স্বজনেরা খবর পেয়ে তাকে গভীর পানি থেকে স্বজ্ঞাহীনভাবে উদ্ধার করে চিকিৎসার জন্য উল্লাপাড়ার ৩০ শয্যা হাসপাতালে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষনা করেন।

    বড়পাঙ্গাসী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবির লিটন জানান, কিশোর রাইয়ান সাঁতার না জানার কারণে পানিতে ডুবে মারা গেছে। রাইয়ানের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।

  • উল্লাপাড়ায় ভ্রাম্যমাণ চালকলের কদর বেড়েছে, ঝুকে পড়েছে মানুষ।

    উল্লাপাড়ায় ভ্রাম্যমাণ চালকলের কদর বেড়েছে, ঝুকে পড়েছে মানুষ।

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ভ্রাম্যমাণ চালকলের কদর বেড়েছে স্বাস্রয় মুল্যে ধান ভাঙ্গানো যায় বলে গ্রামাঞ্চলের মানুষ ঝুকে পড়েছে। মানুষের কাছে দিন দিন ভ্রাম্যমাণ চালকল জনপ্রিয় হয়ে উঠছে। এতে কদর কমে যাচ্ছে স্থাপন করা রাইসমিলগুলোর।

    ভ্রাম্যমাণ চালকল মালিকরা ফোন করলেই কৃষকের বাড়ি বাড়ি গিয়ে ৩৫-৪৫ টাকা মণ দরে ধান ভাঙ্গিয়ে দিচ্ছেন।এতে ভ্রাম্যমাণ চালকলের চাহিদা দিন দিন বেড়েই চলেছে। কৃষকের এক দিকে যেমন স্বাস্রয় মূল্যে ধান ভাঙ্গাতে পারছে অন্য দিকে বেঁচে যাচ্ছে পরিবহনের খরচ।সব মিলে গ্রামাঞ্চলের কৃষক ভ্রাম্যমাণ চালকলের প্রতি ঝুকে পড়ছে।

    এ বিষয়ে উপজেলার রাঘববাড়িয়া গ্রামের মাওলানা হায়দার আলী জানান ভ্রাম্যমাণ চলকলে ধান ভাঙ্গাতে বেশি সুবিধা পেয়ে গ্রামের বেশির ভাগ মানুষ ভ্রাম্যমাণ চালকলের অপেক্ষায় থাকে।রাইসমিলে গিয়ে ধান ভাঙ্গানোর জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়।এটাতে তা করতে হয় না।ফোন করলে চালকল মালিক যথা সময়ে বাড়িতে এসে ধান ভাঙ্গিয়ে দিয়ে যাচ্ছেন।

    পশ্চিম বংকিরাট গ্রামের জাহানার বেগম জানান আগে ধান সিদ্ধ ও শুকানোর পর বস্তায় ভরে ভ্যান/ নৌকা যোগে রাইসমিলে পাঠাতাম ভাঙ্গানোর জন্য। সাথে দিতে হতো দুই/তিন জন লোক।এতে বেশি সময় ও পরিবহন খরচ লাগতো। এখন খোলায় বা বাড়িতে ভ্রাম্যমাণ চালকলের মালিককে ফোন করা মাত্র এসে ধান ভাঙ্গিয়ে দিয়ে যায়।এ জন্য ভ্রাম্যমাণ চালকল মানুষের কাছে এতো জনপ্রিয় হয়ে উঠেছে।

    পঞ্চক্রোশী ইউনিয়নের বেতকান্দি গ্রামের রুহুল আমিন জানান আগে ভ্যান যোগে সলপ স্টেশনের রাইসমিলে গিয়ে ধান ভাঙ্গিয়ে নিয়ে আসতাম।এতে এক দিকে যেমন সময় অপচয় ও পরিশ্রম বেশি হতো,তেমনি খরচের পরিমানটাও বেশি হতো। এখন গ্রামে গ্রামে কৃষকের বাড়িতে বাড়িতে গিয়ে ভ্রাম্যমাণ চালকল ধান ভাঙ্গিয়ে দিয়ে যাচ্ছে।এতে খরচ ও পরিশ্রম কম হচ্ছে।প্রতিমণ ধান থেকে চাল বানাতে খরচ হচ্ছে ৩৫-৪৫ টাকা করে।চালের মানও ভালো হচ্ছে।এ জন্য কৃষক ভ্রাম্যমাণ চালকলের দিকে ঝুঁকে পরছে কৃষক।

    এ বিষয়ে কাজিপাড়া গ্রামের ভ্রাম্যমাণ চালকল মালিক আবু জাফর জানান নিজ গ্রাম ও প্রতিবেশী গ্রামে অনেক লোকজনের কাছে আমার মোবাইল নাম্বার দেয়া আছে। যে কোন লোকের ধান ভাঙ্গানোর প্রয়োজন হলে আমার মোবাইল নাম্বারে ফোন করে।তখন আমি আমার তিন চাকা বিশিষ্ট ভ্রাম্যমাণ চালকল নিয়ে তাদের বাড়িতে গিয়ে ধান ভাঙ্গিয়ে দিয়ে আসি।দুরত্ব বুঝে প্রতিমণ ধান ভাঙ্গানোর দাম নির্ধারন করা হয়।কাছে গেলে ৩৫ টাকা, দুরে গেলে ৪৫ টাকা মণ দরে ধান ভাঙ্গিয়ে দিয়ে আসি।প্রতিদিন গড়ে দেড় থেকে দুই হাজার টাকা পর্যন্ত আয় করা যায়। আমার ভ্রাম্যমাণ চালকলটিতে ৩২ হর্সের ইঞ্জিন ব্যবহার করেছি।এতে সুন্দর মানের পরিষ্কার চাল পাচ্ছে কৃষক। যার করনে ভ্রাম্যমাণ চালকলের চাহিদা দিন দিন বেড়েই চলেছে এবং কৃষকের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে।

    এ ব্যাপারে উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ফিরোজ জানান, ভ্রাম্যমান চালকল এখন গ্রামীন জনপদের কৃষক পরিবারগুলোতে জনপ্রিয় হয়ে উঠেছে। এতে কিছু বেকার যুবকের কর্মসংস্থান হয়েছে। কৃষক পরিবারগুলো ধান ভাঙ্গানোর ঝামেলা অনেকটা মুক্ত হয়েছেন।

     

  • ঈদ পরবর্তী লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে উল্লাপাড়া উপজেলা প্রশাসন।

    ঈদ পরবর্তী লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে উল্লাপাড়া উপজেলা প্রশাসন।

    ঈদ পরবর্তী লকডাউন বাস্তবায়ন ও করোনা সংক্রমণ প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে উল্লাপাড়া উপজেলা প্রশাসন।

    শুক্রবার ২৩ জুলাই সকাল থেকে অভিযান পরিচালনা করে কঠোর বিধিনিষেধ অমান্য করার অপরাধে ১৩ জনকে ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার(ভূমি)নাহিদ হাসান খাঁন। এ সময় বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি’র সদস্যরা উপস্থিত ছিলেন।

    নির্বাহী ম্যাজিষ্ট্রেট সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে কঠোর লকডাউন বাস্তবায়নে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা প্রশাসনের পক্ষে কঠোর নজরদারিতে রয়েছেন।
    এ সময় সরকার ঘোষিত জরুরী দোকানপাট ব্যাতিত অন্য সকল দোকানপাট বন্ধ রয়েছে। পণ্য ও রোগী আনানেওয়ার গাড়ী চলাচল করতে দেখা গেছে।প্রয়োজন ছাড়া তেমন লোকজনের বের হতে লক্ষ্য করা যায়নি। অকারনে যাকে বাহিরে পেয়েছে তৎক্ষণাৎ তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করতে দেখা গেছে।রাস্তায় ইঞ্জিন চালিত কোন যানবাহন চলাচল করতে দেখা যায়নি।সবমিলিয়ে আইন প্রয়োগকারী সংস্থা লকডাউন বাস্তবায়নে সচেষ্ট রয়েছেন।

     

  • উল্লাপাড়া পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদের উদ্যোগে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ।

    উল্লাপাড়া পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদের উদ্যোগে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ।

    সিরাজগঞ্জের উল্লাপাড়ার পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদের উদ্যোগে পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে হতদরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ভিজিএফ’র চাউল বিতরণ করা হয়েছে।

    শনিবার (১৭ জুলাই) সকাল ১০ টার সময় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ভিজিএফ’র চাউল বিতরণ কার্য্যক্রমের উদ্বোধন করেন চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ফিরোজ।

    ঈদুল আযহা উপলক্ষ্যে পঞ্চক্রোশী ইউনিয়নের ২ হাজার ৬’শ ২২ টি কর্মহীন, দুস্থ, অসহায় ও হতদরিদ্রের পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার প্রতিটি পরিবারকে ১০ কেজি করে ভিজিএফ’র চাউল বিতরণ করা হয়।

    সামাজিক দূরুত্ব নিশ্চিত করে ভিজিএফ’র চাউল বিতরণের পাশাপাশি করোনায় জনসচেতনতায় উপস্থিত সবার মাঝে মাস্ক বিতরণ করেন তিনি।

    পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার ভিজিএফ’র চাউল পেয়ে হতদরিদ্র মানুষগুলো দু’হাত তুলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ স্থানীয় সাংসদ তানভীর ইমামের দীর্ঘায়ু কামনা করেন।

    পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ফিরোজ উপস্থিত জনগনকে পবিত্র ঈদুল আযহা’র অগ্রিম শুভেচ্ছা ও সকলের মঙ্গল কামনা করে আগামীর জন্য দোয়া চাইলেন।

    ট্যাগ অফিসার সহকারি শিক্ষা অফিসার রবিউল করিম, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি জয়নাল আবেদিন বাবলু সরকার,সাবেক সাধারন সম্পাদক আতাউর রহমান ছুটুসহ ইউনিয়ন আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ কৃষকলীগ সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও সকল ইউনিয়ন পরিষদের সন্মানিত সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

     

  • উল্লাপাড়ায় গরুর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরহী রাজমিস্ত্রী’র মৃত্যু।

    উল্লাপাড়ায় গরুর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরহী রাজমিস্ত্রী’র মৃত্যু।

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গরুর ট্রাকের ধাক্কায় নায়েব আলী(২৫) নামের এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। নিহত নায়েব আলী উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের রুয়াপারা গ্রামের মৃত বছির উদ্দিনের ছেলে।

    জানা যায় শনিবার (১৭ জুলাই) সকাল সাড়ে ৮ টার সময় নায়েব আলী বাড়ি থেকে মোটরসাইকেল যোগে ঢাকা-রাজশাহী মহাসড়ক দিয়ে কাজের উদ্দেশ্যে হাটিকুমরুলে যাচ্ছিলো। অপর দিকে গরু বোঝাই একটি ট্রাক ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলো। নায়েব আলীর মোটরসাইকেলটি ঢাকা-রাজশাহী মহাসড়কের সাতটিক্রি এলাকায় আসা মাত্র গরু বোঝাই ট্রাক পিছন থেকে ধাক্কা দেয়। এতে সে মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তার উপর পড়ে ঘটনাস্থলে মারা যায়। উৎসুক জনতা ঘাতক ট্রাকটিকে আটক করে হাটিকুমরুল হাইওয়ে থানায় সংবাদ দেয়।

    এ ঘটনা নিশ্চিত করে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাজাহান আলী জানান সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়।পরে ঘাতক ট্রাকটি জব্দ করা হয়। পরিবারের অনুরোধে লাশটি ময়নাতদন্ত ছাড়াই আইনী প্রক্রিয়ায় নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • উল্লাপাড়ায় বনলতা এক্সপ্রেসের চাকায় পিষ্ট হয়ে ১ নারীর মৃত্যু।

    উল্লাপাড়ায় বনলতা এক্সপ্রেসের চাকায় পিষ্ট হয়ে ১ নারীর মৃত্যু।

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বনলতা এক্সপ্রেস দ্রুতগামী ট্রেনের চাকায় কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ের এক নারীর মৃত্যু হয়েছে।

    শুক্রবার(১৬ জুলাই) বিকেল ৩ টার সময় উপজেলার লাহিড়ী মোহনপুর রেলস্টেশনের পশ্চিম পাশের সিগনাল সংলগ্ন এলাকায় এই ট্রেন দূর্ঘটনায় ওই নারীর মৃত্যু হয়।

    ঘটনার সতত্যা নিশ্চিত করে লাহিড়ী মোহনপুর রেলস্টেশনের ষ্টেশন মাষ্টার গফুর মিয়া জানান, শুক্রবার(১৬ জুলাই) বিকেল ৩ টার সময় ঢাকা-কুড়িগ্রামগামী বনলতা দ্রুতগামী এক্সপ্রেসের সাথে ঢাকা-রাজশাহীর রেলপথের লাহিড়ী মোহনপুর রেলস্টেশনের পশ্চিম পাশের সিগনাল সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ঢাকা থেকে বনলতা এক্সপ্রেসটি কুড়িগ্রামের  উদ্দেশ্যে যাচ্ছিলো। তবে নিহিত ওই নরীর পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি।

    এ বিষয়ে সিরাজগঞ্জ জি,আরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ-কামাল জানান,নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে জিআরপি থানার পুলিশ পাঠানো হয়েছে।লাশের টুকরোগুলো উদ্ধার করা হয়েছে।লাশের পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি।তবে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহন করা হবে।

  • উল্লাপাড়ায় ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার-২।

    উল্লাপাড়ায় ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার-২।

    সিরাজগঞ্জর উল্লাপাড়ায় এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ধর্ষকদের গ্রেফতার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশের সদস্যরা।ধর্ষিতা কিশোরী ভেংড়ী দাখিল মাদ্রাসার দাখিল ষষ্ঠ শ্রেণীর ছাত্রী ।এই ধর্ষণের ঘটনাটি ঘটেছে উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়নের ভেংড়ী গ্রামে।

    গ্রেফতারকৃতরা হলেন ভেংড়ি গ্রামের মৃত- তোফাজ্জল হোসেনের ছেলে মোঃ গোলাম হোসেন(৬০) ও একই গ্রামের মৃত-নূর কবিরের ছেলে মোঃ ওমর আলী(৫০) ।

    মামলা সূত্রে জানা যায় ভেংড়ি গ্রামের ভুক্তভোগী কিশোরী(১৩) গত ৮ জুলাই বিকেল ৪ টার সময় বাড়ীর পাশে মাঠে ঘাস কাটতে গেলে ওই গ্রামের ওমর আলী ও গোলাম হোসেন পাট ক্ষ্যাতের ভিতরে নিয়ে মেয়েটির ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় মেয়েটির আর্তচিৎকার পাড়া প্রতিবেশিরা আগাইয়া আসলে ধর্ষণ কারীরা পালিয়ে যায়।

    এ ঘটনা গ্রাম্যসালিশের মাধ্যমে মিমাংশা করার কথা বলে কালক্ষেপন করছিল দুষ্কৃতিমহল।গ্রামে আপোষ মিমাংশা না পেয়ে বৃহস্পতিবার(১৫ জুলাই)সন্ধায় ধর্ষিতার মা বাদী হয়ে উল্লাপাড়ায় মডেল থানায় একটি ধর্ষণ মামলা করেন।

    এ ঘটনা নিশ্চিত করে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমাড় দাশ জানান বৃহস্পতিবার ধর্ষিতার ওই কিশোরীর মা বাদী হয়ে ধর্ষক ওমর আলী ও গোলাম হোসেনকে আসামী করে একটি ধর্ষণ মামলা করেন।

    পুলিশ বৃহস্পতিবার রাতে ভেংড়ী গ্রামে অভিযান পরিচালনা করে মামলার আসামীদের গ্রেফতার করে। আইনী প্রক্রিয়া শেষে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।অপর দিকে ধর্ষণের শিকার কিশোরীকে উদ্ধার করে মেডিকেল টেষ্ট করা হয়েছে।