Tag: উল্লাপাড়া

  • উল্লাপাড়ায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা।

    উল্লাপাড়ায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা।

    উল্লাপাড়া(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

    আগামী ২৭ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে উল্লাপাড়া উপজেলা যুবদলের আয়োজনে আহবায়ক মোঃ গোলাম মোস্তফার সভাপতিত্বে ও সদস্য সচিব লিক্সন কুমার আমিনের সঞ্চালনায় শনিবার(১৯ অক্টোবর)সকাল ১০ টার সময় সমবয় চত্বরে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

    যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী সফল করতে সভায় বক্তব্য রাখেন উপজেলা বি এন পি’র আহবায়ক মোঃ আব্দুল ওয়াহাব, সদস্য সচিব মোঃ আজাদ হোসেন।

    এ সময় বক্তরা বলেন জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী সফল করতে উল্লাপাড়া উপজেলা বি.এন.পি করবে সকল ধরনের সহযোগিতা করবে।

    এ সময় জেলা যুবদলের সদস্য ও উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মো.রতন হোসেন,মো. আব্দুল মান্নান,মো.শহিদুল ইসলাম,মো.মজনু মিয়া,শামীম রেজা প্রমূখ উপস্থিত ছিলেন।

    এ ছাড়াও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও সদস্য সচিব সহ সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

  • উল্লাপাড়ায় বাস চাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু।

    উল্লাপাড়ায় বাস চাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু।

    উল্লাপাড়া(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাস চাপায় মোঃ নজরুল ইসলাম(৩৩) নামের এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ৩ জন গুরুতর আহত হয়েছেন। নিহত চালক শাহজাদপুর উপজেলার কাউয়ুমপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের সাত্তার সরকারের ছেলে।

    বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১০ টার দিকে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের উপজেলার বালসাবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।

    জানা যায়,সকালে শ্যামলী পরিবহন হিনো কোচটি যাত্রী নিয়ে পাবনা থেকে ঢাকার উদ্দেশ্য রওনা হয়ে বালসাবাড়ি বাসষ্টান্ড এলাকায় পৌছালে পিছন থেকে আরেকটি গাড়ি ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে সামনের মোটরসাইকেলকে চাপা দেয়। বাস চাপায় চালক নজরুল ইসলাম ঘটনাস্থলে মারা যায়। তার পিছনে থাকা দুই আরোহী ছিটকে পরে গুরুতর আহত হয়। নিহত চালক নিজ বাড়ি কাইয়ুম পুর থেকে উল্লাপাড়ার দিকে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনা ঘটেছে।এ ঘটনায় মহাসড়কে যানজটের সৃষ্টি হয়।

    হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন মন্ডল এ ঘটনার তথ্য নিশ্চিত করে জানান ঢাকাগামী শ্যামলী পরিবহন উপজেলার বাকসাবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় পৌছালো পিছন থেকে ইজিবাইককে চাপা দিলে চালক ঘটনাস্থলে মারা যায় এবং বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের দোকান ঘরের ভিতরে ঢুকে পরে।এতে কয়েকটি দোকান ঘর দুমরে মুচড়ে যায়। আহত ৩ যাত্রীকে ফায়ার সার্ভিস ও স্থায়নীয়দের সহযোগিতায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

  • উল্লাপাড়ায় প্রান্তিক চাষীদের মাঝে বীজ ও সার বিতরণের কার্যক্রম উদ্বোধন।

    উল্লাপাড়ায় প্রান্তিক চাষীদের মাঝে বীজ ও সার বিতরণের কার্যক্রম উদ্বোধন।

    উল্লাপাড়া(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ মঙ্গলবার আসন্ন রবি মৌসুমে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মধ্যে কৃষি প্রণোদনা হিসাবে বিনামূল্যে সার বীজ বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত প্রধান অতিথি হিসাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন। উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

    কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমী জানান, এ বছর চাষীদের মধ্যে এক বিঘা করে জমি আবাদের জন্য ইউনিয়ন ভেদে ১ কেজি সরিষা, গম, ভুট্টা, অড়হর, মসুর, খেসারী, বাদাম ও শীতকালীন পেঁয়াজ বীজ প্রদান করা হয়েছে। প্রত্যেক চাষীকে ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সারও বিনামূল্যে দেওয়া হয়েছে। আগামী ২ দিনে উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌর সভার মোট ১৫ হাজার ৪৩০ জন চাষীকে এসব সার বীজ প্রদান করা হবে। বিনামূল্যের এসব সামগ্রী কৃষি উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন এই কৃষি কর্মকর্তা।

  • উল্লাপাড়ায় অটো চালককে হত্যা-২ ছিনতাইকারী গ্রেফতার।

    উল্লাপাড়ায় অটো চালককে হত্যা-২ ছিনতাইকারী গ্রেফতার।

    উল্লাপাড়া(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অটোবাইক চালক বাচ্চু মিয়া(৩৫)কে হত্যার পর বাইকটি ছিনতাই করেছে দূর্বৃত্তরা।এ ঘটনায় দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ।

    নিহত চালক উপজেলার বাঙ্গালা ইউনিয়নের চেংটিয়া গ্রামের আফসার আলীর ছেলে।

    জানা যায় রোববার রাতে মধুপুর করবস্থানের পাশের পুকুর থেকে হাত ও মুখ বাঁধাবস্থায় নিহত যুবকের লাশ উদ্ধার করে পুলিশ।পরে অভিযান চালিয়ে ছিনতাই চক্রের ২ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।গ্রেফতারকৃতদের তথ্য অনুযায়ী অভিযান পরিচালনা করে ছিনতাই হওয়া অটোবাইকটি উদ্ধার করা হয়।
    নিহত বাচ্চু মিয়ার পারিবারিক সূত্রে জানা যায় রোববার বিকেলে অটোবাইক নিয়ে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যায়। রাত গভীর হওয়ার পরেও সে বাড়ি না ফেরায় মোবাইলে যোগাযোগের চেষ্টা করে ফোন বন্ধ পাওয়া যায়।পরে পরিবারের সবাই রাতের অন্ধকারে খুঁজতে বের হয়। প্রতিবেশিদের মাধ্যমে জানতে পারে মধুপুর কবরস্থানের পাশের পুকুরে বাচ্চুর লাশ পরে আছে।এমন সংবাদের ভিত্তিতে স্বজনেরা ঘটনাস্থলে গিয়ে বাচ্চুর লাশ দেখার পর পুলিশকে খবর দেয়। পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে।
    গ্রেফতারকৃতরা হলেন উপজেলার বড়হর ইউনিয়নের পূর্বদেলুয়া গ্রামের জাহাঙ্গীর ও মংলা।

    উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রাকিবুল হাসান গণমাধ্যমকে জানান নিহত যুবকের লাশ উদ্ধার করে সোমবার সকালে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।এ ঘটনার সাথে জড়িত দুই ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছিনতাইকারীরা হত্যার বিষয়ে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছে।তাদের তথ্য অনুযায়ী চিনতাই করা অটোবাইকটি উদ্ধার করা হয়েছে।এ ঘটনার সাথে অন্য কেউ জড়িত আছে কি না খতিয়ে দেখা হচ্ছে।

  • উল্লাপাড়ায় বজ্রপাতে কলেজ ছাত্রে’র মৃত্যু।

    উল্লাপাড়ায় বজ্রপাতে কলেজ ছাত্রে’র মৃত্যু।

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বজ্রপাতে সুজন মাহমুদ(১৯) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।

    বুধবার (৯ অক্টোবর) দুপুরে উপজেলার মোহনপুর ইউনিয়নের কালিয়া‌কৈড় গ্রামে এই মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে।নিহত সুজন ওই গ্রামের মোহাম্মদ নবীনূরের ছেলে।

    জানা যায়,বুধবার সকালে সুজন মাহমু ধান বিক্রির জন্য দহকুলা হাটে আসে। দুপুরে হাটের কাজকর্ম শেষে করে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে বাড়িতে ফিরে আসছিল।ওই গ্রামের শাহিন মন্ডলের বাড়ির উঠানে পৌঁছা মাত্র বজ্রপাতের ঘটনা ঘটে। এ ঘটনায় সুজনের মৃত্যু হয়। প্রতিবেশিরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

    উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসান জানান,কালিয়া‌কৈড় গ্রামে সুজন মাহমুদ না‌মের এক ক‌লেজছাত্রের মৃত্যুর খবর পেয়েছি। কোন ক্লেইম পাওয়া যায়নি। পেলে আইনী ব্যবস্থা নেয়া হবে।

  • উল্লাপাড়ায় সাপের কামড়ে যুবকের মৃত্যু।

    উল্লাপাড়ায় সাপের কামড়ে যুবকের মৃত্যু।

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় তুলাগারা বিলে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে সোহেল রানা (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

    নিহত যুবক উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের ছোট লক্ষ্মীপুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে।বেতকান্দি তুলাগারা বিলে এই মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে।

    জানা যায় শনিবার রাতে বিলের পানিতে ফাঁস জাল পেতে সাতবাড়ীয়া-বেতকান্দি আঞ্চলিক সড়কের তুলাগারা বিলের উপর নির্মিত ব্রীজের পাশে শুয়ে ছিলেন। রাত ১১ টার দিকে শুয়ে থাকা অবস্থায় তাকে বিষাক্ত সাপ কামড় দিলে সোহেল দ্রুত বাড়ীতে চলে আসে। রোববার সকালে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্ব প্রাপ্ত ডাক্তার তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে রেফাড করে। সদর হাসপাতালে যাওয়ার পর জরুরী বিভাগে ডাক্তার তাকে মৃত্যু ঘোষনা করেন।

    উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাকিবুল হাসান সোহেল রানার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

  • উল্লাপাড়ায় দুর্বৃত্তদের হামলায় শিক্ষক শহিদুল ইসলাম ও ছাত্র আবির রক্তাক্ত যখম।

    উল্লাপাড়ায় দুর্বৃত্তদের হামলায় শিক্ষক শহিদুল ইসলাম ও ছাত্র আবির রক্তাক্ত যখম।

    উল্লাপাড়া(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পঞ্চক্রোশী ইউনিয়ন আলী আহমেদ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ডাব পারাকে কেন্দ্র করে বৃহস্পতিবার বহিরাগত  কিছু দুবৃত্ত স্কুলে ঢুকে এক শিক্ষক ও ছাত্রকে বেধড়ক মারপিট করে। এ ঘটনায় গুরুতর আহত শিক্ষক ও ছাত্রকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতলে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

    আহতরা হলেন, এই স্কুলের শরীর চর্চা শিক্ষক মোঃ শহিদুল ইসলাম ও দশম শ্রেণির ছাত্র মোঃ আবির হোসেন। বুধবার স্কুলের নারকেল গাছ থেকে শিক্ষার্থীরা ডাব পেরে খাওয়ার সময় নিজেদের মধ্যে গোলযোগের সৃষ্টি হয়। এ সময় আহত শিক্ষক শহিদুল ইসলাম গোলযোগ নিরসনের জন্য ছাত্রদের ধমক দেওয়ার জের ধরে এই মারপিটের ঘটনা ঘটে বলে অভিযোগ করেন তিনি।

    আহত শহিদুল ইসলামের অভিযোগ, গতকাল ডাব পারার ঘটনায় জড়িত ছাত্রদের তিনি ধমক দিয়ে তাদের মধ্যে সৃষ্ট গোলযোগ নিরসন করেন। এই ঘটনার জেরধরে তার স্কুলের গোলযোগে জড়িত থাকা কতিপয় শিক্ষার্থীর প্ররোচনায় বৃহস্পতিবার স্থানীয় বাসিন্দা বিঠু হোসেন, সজিব হোসেন, তৌহিদুল ইসলাম, হাসান আলী, মানিক হোসেনসহ ৮/১০ জন যুবক লাঠি, প্লাস্টিক পাইপ, দা সহ দেশীয় অস্ত্র নিয়ে স্কুলে ঢোকে। এ সময় তিনি স্কুল অঙ্গনে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ করে দুবৃত্তরা  হামলা চালিয়ে তাকে এলোপাথারি পেটায়। তাকে বাঁচাতে স্কুলের ছাত্র আবির হোসেন এগিয়ে এলে আক্রমনকারীরা তাকেও মারধর করে। আর এতে শিক্ষক ছাত্র দুজনই তারা গুরুতর আহত হন। শহিদুল ইসলাম এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

    পঞ্চক্রোশী ইউনিয়ন আলী আহমেদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম জানান, বুধবার ডাব পারা নিয়ে ছাত্রদের মধ্যে সৃষ্ট গোলযোগ নিরসনের জন্য তার স্কুলের শরীর চর্চা শিক্ষক শহিদুল ইসলামকে ঘটনাস্থলে পাঠিয়েছিলেন। তিনি ছেলেদের ধমক দিয়ে তখন গোলযোগ নিরসন করনে। এই ঘটনার  জেরধরে স্থানীয় উল্লিখিত যুবকেরা লাঠি-সোটা ও দেশীয় অস্ত্র নিয়ে বৃহস্পতিবার স্কুলে এসে শহিদুল ইসলামকে অন্যায়ভাবে মারধর করেন। বিষয়টি তিনি উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে নির্বাহী কর্মকর্তা দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। বর্তমানে এব্যাপারে স্কুলের পক্ষ থেকে এই ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে উল্লাপাড়া মডেল থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন তিনি।

    এ বিষয়ে অভিযুক্ত যুবকদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টার করা হলেও তাদেরকে এলাকায় পাওয়া যায়নি।

    এ ব্যাপারে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাকিবুল হাসান জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় ঘটনাস্থলে দ্রুত পুলিশ পাঠানো হয়। স্কুলের পক্ষ থেকে থানায় অভিযোগ বা মামলা দেওয়া হলে পুলিশ উপযুক্ত তদন্তের প্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

  • উল্লাপাড়ায় আওয়ামীলীগ নেতা সহ ৭ আসামি গ্রেফতার।

    উল্লাপাড়ায় আওয়ামীলীগ নেতা সহ ৭ আসামি গ্রেফতার।

    উল্লাপাড়া(সিরাজগঞ্জ)প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একাধিক মামলায় আওয়ামীলীগ নেতা সহ ৭ আসামিকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ সমস্ত আসামিদের আটক করা হয়।

    আাসামিরা হলেন-উপজেলার বড়হর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আঃ আজিজ সরকার (৫৬),বড়হর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম বাবু (৪০),বড়হর ওয়ার্ড আওয়ামিলীগের সভাপতি মোঃ হাবিবুর রহমান (৫০),মোঃ আলাউদ্দিন (৪২), আ’লীগ নেতা মোঃ লেলিন খোরশেদ মামুন (৪৮)।

    এছাড়াও পৌর শহরের ঝিকিড়া মহল্লার নজু মিয়ার ছেলে রুবেল (৪০) ও উপজেলার বড়ঘোনা গ্রামের সোমেজুলের ছেলে মঞ্জুরুল ইসলাম(৪৩) আদালতের ওয়ারেন্টভুক্ত ২ আসামিকে গ্রেপ্তার করা হয়।

    উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: রাকিবুল ইসলাম জানান, উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দুটি নিয়মিত মামলার ৫ আসামি ও আদালতের ওয়ারেন্টভুক্ত ২ আসামিকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে।

  • উল্লাপাড়ার সদাই গ্রামের নবনির্মিত কালর্ভাট ধ্বসে পড়ে চলাচল বন্ধ সৃষ্টি হয়েছে দুর্ভোগ।

    উল্লাপাড়ার সদাই গ্রামের নবনির্মিত কালর্ভাট ধ্বসে পড়ে চলাচল বন্ধ সৃষ্টি হয়েছে দুর্ভোগ।

     

    উল্লাপাড়া(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের সদাই গ্রামের মাঝ দিয়ে প্রবাহিত সদাইয়ের রাঘ থেকে ফুলজোর নদীর সংযোগ খালের উপর নবনির্মিত কালভার্টটি ধ্বসে পড়েছে। ফলে উভয় পাড়েরর লোকজনের যাতায়াত বন্ধ হয়ে গেছে।গবাদি পশু নিয়ে বিপাকে পরেছে সাধারন মানুষ। পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদের ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা তহবিলের প্রকল্প থেকে ২০২৩-২০২৪ অর্থ বছরে ৩ লাখ টাকা ব্যয়ে ১৮ ফুট দৈর্ঘ্য ও ১৪ ফুট চওড়া ৭ ফুট উচু ভীকল পদ্ধতিতে কালর্ভাটটি নির্মান করা হয়।

    ৩ মাস আগে এই কালর্ভাটটি স্থানীয় লোকজনের চলাচলের জন্য খুলে দেওয়া হয়। কালর্ভাট নির্মান প্রকল্পের সভাপতি ছিলেন পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ড সদস্য আব্দুল আলীম।

    স্থানীয়দের অভিযোগ অনিয়ম দুর্নিতী ও নিম্নমানের সামগ্রী দিয়ে কালভার্টটি তৈরি করায় এটি ভেঙ্গে পড়েছে। প্রকল্প সভাপতি বলছেন প্রবল বৃষ্টির কারণে দুই পাশ ও নিচের মাটি সরে যাওয়ায় কালভার্টটি ধ্বসে পড়েছে।

    সংশ্লিষ্ট ওয়ার্ডের বাসিন্দা আব্দুস সালাম শেফালী বেগম, আনোয়ার হোসেন,আবু সালেক,আরজান আলী ইসলামাইল হোসেন সবুজ আলী ও বেলাল হোসেন অভিযোগ করেছেন, পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদ থেকে এই ওয়ার্ডের পাশাপাশি সদাই ও রাঘবড়িয়া গ্রামের লোকজনের যাতায়াতের সুবিধার্থে চলতি অর্থ বছরে সদাই গ্রামের মাদ্রাসা মাঠ মসজিদ ও মজিবরের বাড়ী সংলগ্ন এলাকায় কালভার্টটি নির্মাণ করা হয়। মাত্র ৩ মাস আগে এটির কাজ সম্পন্ন হবার পর জনগণের চলাচলের জন্য খুলে দেওয়া হয়।

    ইউনিয়ন পরিষদের কথিত তহবিলের প্রকল্পের প্রথম কিস্তি থেকে এটি নির্মানের জন্য ৩ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। এই প্রকল্পের কাজের সভাপতি ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল আলীম।

    তিনি নিম্নমানের সামগ্রী ব্যবহার এবং সময় মতো কাজের তদারকি না করায় এটি নির্মানের ৩ মাসের মধ্যেই সামান্য বৃষ্টিতে ধ্বসে গেল। তারা অবিলম্বে এই বক্স কালভার্ট নতুন করে নির্মানের দাবি জানিয়েছেন ইউনিয়ন পরিষদের প্রতি।

    এ ব্যাপারে পঞ্চক্রোশী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড সদস্য ও উক্ত প্রকল্পের সভাপতি আব্দুল আলীম তার বিরুদ্ধে আনিত নিম্নমানের নির্মানের সামগ্রী ব্যবহার করে কালভার্ট নির্মানের অভিযোগ অস্বীকার করে বলেন,তিনি উন্নত সামগ্রী ব্যবহার করেছেন এ কাজে। কিন্তু প্রবল বৃষ্টির কারণে খালের দুই পাশের মাটি এবং নিচের অংশের কিছু মাটি ধ্বসে যাওয়ায় কালভার্টটি ভেঙ্গে পড়েছে। বর্তমানে খালে অনেক পানি। আগামী দু এক মাস পরে পানি কমে গেলে তিনি এই ভেঙ্গে যাওয়া কালভার্টটি সংস্কারের ব্যবস্থা করবেন।

    এ বিষয়ে পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ফিরোজ জানান, ৩ লাখ টাকায় এই জাতীয় কালভার্ট যথাযথভাবে নির্মান করা কখনই সম্ভব নয়। তারপরেও স্থানীয় জনগণের সমস্যা সমাধানে তার সদস্য এটি তৈরি করেছিলেন। নতুন করে কালভার্টটি নির্মান করার জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

  • উল্লাপাড়ায় শিক্ষাপ্রতিষ্ঠান সেতু ও রাস্তা বিহীন অবহেলিত গ্রাম রশিদপুর নয়াপাড়া।

    উল্লাপাড়ায় শিক্ষাপ্রতিষ্ঠান সেতু ও রাস্তা বিহীন অবহেলিত গ্রাম রশিদপুর নয়াপাড়া।

    উল্লাপাড়া(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ 

    শিক্ষা প্রতিষ্ঠান বিহীন,যোগাযোগ বিচ্ছিন্ন অবহেলিত একটি গ্রাম।  রশিদপুর নয়াপাড়া। উল্লাপাড়া উপজেলা সদর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে হাটিকুমরুল ইউনিয়নে এই গ্রামের অবস্থান। গ্রাম থেকে বের হবার কোন রাস্তা নেই। গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে সরস্বতী নদী। নদীর উপর নেই কোন সেতু। বর্ষা মৌসুমে পারাপারের এক মাত্র বাহন ডিঙ্গি নৌকা। খরা মৌসুমে বাঁশের সাঁকো। গ্রামে নেই কোন প্রাথমিক বিদ্যালয়। দু হাজারেরও বেশি মানুষের বাস এই গ্রামে। পাশ্ববর্তী প্রাথমিক বিদ্যালয়ের দুরত্ব আড়াই কিলোমিটার। গ্রামে প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ পর্যায়ে পড়ুয়া শিক্ষার্থীর সংখ্যা প্রায় ২ শত। এসব শিক্ষার্থীকে প্রতিদিন নদীপার হয়ে দূরবর্তী শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যাতায়াতে পোহাতে হয় অনেক দুর্ভোগ। এছাড়া গ্রামের সাধারণ লোকজনকেও বাইরে বের হতে ফসলের মাঠের আলপথ দিয়ে চলতে হয়। এসব নানামুখী সমস্যা মাথায় নিয়ে দীর্ঘদিন ধরে বসবাস করছেন এখানকার জন-মানুষ।

    রশিদপুরনয়াপাড়া গ্রামের বাসিন্দা আশরাফ আলী, শাহীন রেজা, লিখন আহমেদ ও আব্দুল হাই জানান, উল্লাপাড়া উপজেলার মধ্যে খুবই অবহেলিত গ্রাম তাদের রশিদপুরনয়াপাড়া। স্বাধীনতা পরবর্তী সময় থেকে এই গ্রামে প্রবেশের একটি রাস্তার জন্য তারা স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কাছে অনেকবার আবেদন করেছেন। আবেদন করেছেন পাশের অপ্রশস্ত সরস্বতী নদীর উপর একটি পাকা সেতুর। কিন্তু তাদের এই আবেদন কখনই আমলে নেয়নি কেউ। গ্রামে অনেক শিক্ষার্থী। কিন্তু নেই কোন প্রাথমিক বিদ্যালয়। পার্শ্ববর্তী চড়িয়া শিকার প্রাথমিক বিদ্যালয়ের দুরত্ব আড়াই কিলোমিটার। বিশেষ করে শিশু শিক্ষার্থীদের গ্রাম থেকে উক্ত বিদ্যালয়ে যাতায়াতে সবচেয়ে বেশি সমস্যা হয়। খরা মৌসুমে বাঁশের সাঁকোতে নদীপাড় হবার সময় প্রায়শঃই দুর্ঘটনার শিকার হয় শিক্ষার্থীরা। বর্ষায় ছোট ডিঙ্গি নৌকায় ঝুঁকি নিয়ে পারাপার হয় শিশুরা। গ্রাম থেকে তিন কিলোমিটার দুরে বগুড়া-নগরবাড়ি মহা-সড়কে যেতে হয় গ্রামবাসীর আলপথ পেরিয়ে। বৃষ্টির দিনে যাতয়াতে দুর্ভোগের শেষ থাকে না। কিন্তু এই দুভোর্গ নিরসনের কোন উপায় তাদের জানা নেই। এমন বিচ্ছিন্ন অবস্থায় বসবাস করতে হচ্ছে পুরো গ্রামবাসীকে। ভুক্তভোগীরা অবিলম্বে তাদের গ্রাম থেকে বের হবার একটি রাস্তা, নদীতে পাকা সেতু নির্মান ও গ্রামে প্রাথমিক বিদ্যালয় স্থাপনের জন্য সরকারের প্রতি জোর আবেদন জানিয়েছেন।

    গ্রামের প্রাথমিক স্তরের শিশু শিক্ষার্থী রনি আহমেদ, তামিম হোসেন, আব্দুল্লাহ ও সুমাইয়া খাতুন জানায়,রাস্তা না থাকায় বর্ষায় বৃষ্টির দিনে ফসলের মাঠের আলপথ দিয়ে হেঁটে যেতে অনেকদিন পড়ে গিয়ে কাপড় চোপড় নষ্ট করে বাড়ি ফিরে আসে তারা। আবার নদী পাড় হয়ে সময় মতো স্কুল পৌঁছাতে পারে না। খরা মৌসুমে নড়বড়ে বাঁশের সাঁকো পাড় হতে চরম ঝুঁকিতে পড়তে হয়। কখনো কখনো বাঁশ ভেঙ্গে নদীতেও পড়ে গিয়ে আহত হয় তারা। ওই সময় নদীতে হাটু পানি থাকায় তারা নদীতে পড়লেও জীবন বাঁচে তাদের। এতো সমস্যা নিয়ে তাদেরকে স্কুলে যেতে হয় প্রতিদিন।

    এ ব্যাপারে উল্লাপাড়া স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অফিস প্রধান উপজেলা প্রকৌশলী আবু সায়েদ উল্লিখিত গ্রামের মানুষের দীর্ঘদিনের চলাচলের দুর্ভোগের কথা স্বীকার করেন। তিনি জানান, অতিসম্প্রতি তার কার্যালয় থেকে ওই গ্রামের সংঙ্গে পাশ্ববর্তী বগুড়া- নগরবাড়ি সড়কের একটি সংযোগ রাস্তা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ৫০০ মিটার রাস্তা নির্মান করা হবে। পরবর্তীতে পর্যায়ক্রমে অবশিষ্ট রাস্তা নির্মানের পরিকল্পনা তৈরি করা হয়েছে। রাস্তার কাজ শেষ হলে সরস্বতী নদীর উপর একটি পাকা সেতু নির্মানের বিষয়টি বিবেচনাধীন আছে স্থানীয় সরকার অধিদপ্তরের। তবে এই পরিকল্পনা বাস্তবায়নে গ্রামবাসীকে সময় দিতে হবে।

    উল্লাপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ছানোয়ার হোসেন জানান, একটি গ্রামে এখন সরকারিভাবে প্রাথমিক বিদ্যালয় স্থাপনে বেশ কিছু জটিল শর্ত পূরণ করতে হয়। প্রাথমিকভাবে বিদ্যালয়ের জন্য এক বিঘা জমি দান করতে হবে। সেখানে নিজেরা অবকাঠামো তৈরি করবে। তবে স্কুলে সংশ্লিষ্ট গ্রামের কোন ব্যক্তিকে শিক্ষক নিয়োগ দেওয়া যাবে না। বাইরে থেকে শিক্ষক নিয়োগের ব্যবস্থা নিতে হবে। তারপর শিক্ষা অধিদপ্তরে স্কুলটির অনুমোদনের জন্য আবেদন করা যাবে। এতো সব শর্ত পূরণ করতে চায়না গ্রামবাসী। তবে উক্ত গ্রামের লোকজন তার দপ্তরে এসে এখন স্কুল প্রতিষ্ঠায় তাদের সার্বিক সহযোগিতা প্রদানের কথা বলেছেন। এটা সম্ভব হলে ওই গ্রামে অবশ্যই স্কুল প্রতিষ্ঠা সম্ভব হবে বলে মনে করেন এই শিক্ষা কর্মকর্তা।