Tag: উল্লাপাড়া

  • উল্লাপাড়ার বাঙ্গালায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবু হানিফের নির্বাচনী মাঠে গণ জোয়ার।

    উল্লাপাড়ার বাঙ্গালায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবু হানিফের নির্বাচনী মাঠে গণ জোয়ার।

    রাজু আহমেদ সাহান,স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ইউপি নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবু হানিফের পক্ষে গণ জোয়ার সৃষ্টি হয়েছে। রবিবার রাতে ইউনিয়নের চেংটিয়া গ্রামবাসির আয়োজনে এক উঠান বৈঠকে ভোটার, সমর্থক ও সাধারণ মানুষের ঢল নামে। আয়োজিত উঠান বৈঠকে চেয়ারম্যান প্রার্থী আবু হানিফ প্রধান অতিথির বক্তব্য রাখেন।

    চেংটিয়া গ্রামের সাবেক আ’লীগ নেতা প্রবীণ শিক্ষক জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে উঠান বৈঠকে অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন কমরেড শামসুল আলম, ইউপি সদস্য আছের আলী, আব্দুল মালেক, আব্দুস সাত্তার ও কামরুল হাসান প্রমুখ।

    উঠান বৈঠকে বক্তারা বলেন, আশির দশকের তুখোড় ছাত্রনেতা, রাজপথের লড়াকু সৈনিক, প্রবীণ নেতা আবু হানিফকে ব্যাপক ভোটে বিজয়ী করে আগামীতে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় ইউনিয়নবাসি। কোন দুর্নীতিবাজকে আর এই চেয়ারে দেখতে চায় না তারা। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষের দরকার। হঠাও দুর্নীতি, জাগো বাঙালি এই শ্লোগানকে সামনে রেখে জনতার মনোনীত প্রার্থী আবু হানিফকে ভোট দেওয়ার আহবান জানান বক্তারা। ইউনিয়নের সর্বত্র মাঠে-ময়দানে রয়েছে এই জনপ্রিয় চেয়ারম্যান প্রার্থীর ব্যাপক জন সমর্থন।

  • উল্লাপাড়ায় অস্ত্র মামলায় বিদ্রোহী প্রার্থীর নির্বাচনকর্মী রাব্বি গ্রেপ্তার।

    উল্লাপাড়ায় অস্ত্র মামলায় বিদ্রোহী প্রার্থীর নির্বাচনকর্মী রাব্বি গ্রেপ্তার।

    স্টাফ রিপোটারঃসিরাজগঞ্জের উল্লাপাড়ায় পূর্ণিমাগাঁতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী আল আমিন সরকারের নির্বাচনী অফিসে দেশীয় অস্ত্র সংরক্ষণ মামলার আসামী মোঃ রাব্বিকে পুলিশ রোববার সকালে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করেছে।

    রাব্বি পূর্ণিমাগাঁতী গ্রামের ছানোয়ার হোসেনের ছেলে এবং চেয়ারম্যান প্রার্থী আল আমিন সরকারের নির্বাচন পরিচালনা কমিটির অন্যতম সদস্য। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আল আমিন সরকার এই ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান এবং পূর্ণিমাগঁাতী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

    উল্লাপাড়া মডেল থানা পুলিশ গত শুক্রবার উক্ত বিদ্রোহী চেয়ারম্যান প্রাথর্ীর নিজ গ্রাম কোনাগাঁতীতে নির্বাচন পরিচালনার অফিস হিসেবে পরিচিত স্বপ্ন চূড়া ক্লাব থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করে। এ ব্যাপারে থানার উপ-পরিদর্শক মোতাহার হোসেন বাদী হয়ে বুধবার রাতে চেয়ারম্যান প্রার্থী আল আমিন সরকারের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও সমর্থকসহ মোট ২৫জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

    এই মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক আব্দুস সালাম জানান, গ্রেপ্তার রাব্বি উক্ত মামলার ৮ নম্বর এজাহার ভুক্ত আসামী। রোববার রাব্বিকে সিরাজগঞ্জ আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে। আগামী ২৮ নভেম্বর পূর্ণিমাগাঁতী ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

  • উল্লাপাড়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা।

    উল্লাপাড়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা।

    উল্লাপাড়া(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় “বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন” প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার সকালে নানা কর্মসুচির মধ্যদিয়ে ৫০তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন, সমবায়ী ও সমবায় বিভাগের যৌথ আয়োজনে বেলা এগারোটায় জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

     

    সমবায় দিবসে উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে র‍্যালী ও আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শফিকুল ইসলাম শফি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না , উপজেলা সমবায় অফিসার মোখলেছুর রহমান প্রমুখ । এর আগে সমবায় দিবসের বর্ণাঢ্য র‍্যালীতে নেতৃত্ব দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম শফি।

    আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, সমবায়ের মাধ্যমে গরিব কৃষকেরা যৌথভাবে উৎপাদন যন্ত্রের মালিকানা লাভ করবে, অন্যদিকে অধিকতর উৎপাদন বৃদ্ধি ও সম্পদের সুষম বণ্টন ব্যবস্থায় প্রতিটি ক্ষুদ্র চাষী গণতান্ত্রিক অংশ ও অধিকার পাবে।

  • উল্লাপাড়া বীর মুক্তিযোদ্ধা লতিফ মির্জার মুত্যু বার্ষিকী পালিত।

    উল্লাপাড়া বীর মুক্তিযোদ্ধা লতিফ মির্জার মুত্যু বার্ষিকী পালিত।

    উল্লাপাড়া বীর মুক্তিযোদ্ধা লতিফ মির্জার মুত্যু বার্ষিকী পালিত

    উল্লাপাড়া(সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মুক্তিযুদ্ধকালিন সংগঠন পলাশডাঙ্গা যুব শিবিরের প্রতিষ্ঠাতা সাবেক জাতীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের স্পিকার বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ মির্জার ৫ নভেম্বর রোজ শুক্রবার ১৪তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।

    প্রয়াত নেতার মৃত্যু বার্ষিকী উপলক্ষে উপজেলা আওয়ামীলীগ কর্মসূচি হাতে নিয়েছেন।কর্মসূচির মধ্যে রয়েছে মরহুমের গ্রাম বংকিরাটে কবর জিয়ারত কোরানখানি,মিলাদ মহফিল,উল্লাপাড়া পৌরশহরে আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

    উল্লাপাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ও জেলা পরিষদের সদস্য গোলাম মোস্তফা জানান, এ সকল কর্মসূচীতে উপজেলা আাওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ গ্রহন করেন।

  • উল্লাপাড়ায় আ.লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী কার্যালয় থেকে দেশীয় অস্ত্র উদ্ধার, মামলা।

    উল্লাপাড়ায় আ.লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী কার্যালয় থেকে দেশীয় অস্ত্র উদ্ধার, মামলা।

    রাজু আহমেদ সাহান,স্টাফ রিপোর্টারঃ বৃহস্পতিবার সন্ধ্যায় উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী আল আমিন সরকারের নির্বাচনী প্রচারণা ক্যাম্প হিসেবে পরিচিত গয়হাট্টা কোনাগাঁতী স্বপ্ন চুড়া ক্লাব থেকে বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ। আল আমিন সরকার ওই ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান এবং পূর্ণিমাগাঁতী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

    উল্লাপাড়া মডেল থানার উপ পরিদর্শক মোতাহার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিনি একদল পুলিশ নিয়ে উক্ত স্বপ্ন চুড়া ক্লাবে অভিযান চালান। এসময় আল আমিন চেয়ারম্যানের নির্বাচন পরিচালনা কমিটির বেশ কয়েকজন সদস্য ওই ক্লাবে উপস্থিত ছিলেন।পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা সবই পালিয়ে যান। পরে পুলিশ ক্লাবে ঢুকে ২টি রামদা, ১টি হাসুয়া ও ৪৮টি লাঠি সেখান থেকে উদ্ধার করে। উপপরিদর্শক আরো জানান, উদ্ধারকৃত এসব দেশীয় অস্ত্র নির্বাচনী প্রচারণায় সহিংসতা চালানোর জন্য ওই ক্লাবে আনা হয়েছিল বলে পুলিশের কাছে অভিযোগ রয়েছে। তিনি বৃহস্পতিবার রাতেই চেয়ারম্যান প্রার্থী আল আমিন সরকারের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আব্দুল মমিন ভুইয়া, তাকমিদুর রহমান দুলাল, মনিরুজ্জামান মনি, আরিফ হোসেন, সুজন, বাবু, টুটুল, রাব্বিসহ প্রায় ২৫ জনের নামে উপ পরিদর্শক মোতাহার হোসেন বাদি হয়ে উল্লাপাড়ায় থানায় একটি মামলা দায়ের করেছেন।

    এ ব্যাপারে পূর্ণিমাগাঁতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আল আমিন সরকারের সঙ্গে যোগাযোগ করলে তিনি স্বপ্ন চুড়া ক্লাবটি তার নির্বাচনী ক্যাম্প নয় বলে উল্লেখ করে জানান, এই ইউনিয়নে তার ব্যাপক জনসমর্থন থাকায় বিপক্ষ দল তাকে ফাঁসানোর জন্য এবং তার সম্মান ক্ষুন্ন করার জন্য ওই ক্লাবে দেশীয় অস্ত্র রেখে পুলিশকে ফোন দিয়েছেন।

  • ইউপি নিবার্চনে উল্লাপাড়ায় চেয়ারম্যান পদে প্রার্থীর সংখ্যা ৬৯ আ.লীগের বিদ্রোহী প্রার্থী ৩৩।

    ইউপি নিবার্চনে উল্লাপাড়ায় চেয়ারম্যান পদে প্রার্থীর সংখ্যা ৬৯ আ.লীগের বিদ্রোহী প্রার্থী ৩৩।

    উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ইউনিয়ন পরিষদ নিবার্চনে মঙ্গলবার মনোনয়নপত্র জমা দেবার শেষ দিনে উপজেলার ১৩ টি ইউনিয়নে মোট ৬৯ জন প্রার্থী চেয়ারম্যান পদে তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদের মধ্যে আওয়ামী লীগ মনোনিত ১৩ জন নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ছাড়াও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রয়েছেন ৩৩ জন।

    রামকৃষ্ণপুর ইউনিয়নে মোট চেয়ারম্যান প্রার্থীর সংখ্যা ৪ জন। এদের মধ্যে নৌকার প্রার্থী রয়েছেন রফিকুল ইসলাম হিরো ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রয়েছেন সাগর আলী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী রয়েছেন ইমরান হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী রয়েছেন আমিরুল ইসলাম।

    বাঙ্গালা ইউনিয়নে মোট চেয়ারম্যান প্রার্থী ৬ জন। নৌকার প্রার্থী সোহেল রানা। এছাড়া আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের মধ্যে রয়েছেন কেফায়েতুল্লাহ, আবু হানিফ, দেলোয়ার হোসেন খান, আব্দুল মতিন সওদাগার ও হুমায়ন কবির।

    উধুনিয়া ইউনিয়নে মোট চেয়ারম্যান প্রার্থী ৫ জন। নৌকার প্রার্থী হলেন রেজাউল করিম বাচ্চু। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রয়েছেন রাশিদুল হাসান রাশেদ, আব্দুল জলিল প্রামানিক, আনিছুর রহমান সাহেব এবং জামায়াত সমর্থিত স্বতন্ত্র প্রার্থর রয়েছেন অধ্যক্ষ মনজিলুর রহমান।

    বড় পাঙ্গাশী ইউনিয়নের মোট চেয়ারম্যান প্রার্থী ৫ জন। এদের মধ্যে রয়েছেন নৌকার প্রার্থী হুমায়ন কবির লিটন। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের মধ্যে রয়েছেন আবু বকর সিদ্দিক, জাতীয় পার্টির প্রার্থী রয়েছেন বকুল হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী হলেন, সুলতান শেখ সেলিম আহমেদ ও শরিফুল ইসলাম।

    মোহনপুর ইউনিয়নে মোট প্রার্থীর সংখ্যা ৬ জন। মোঃ আবুল কালাম আজাদ হলেন নৌকার চেয়ারম্যান প্রার্থী। বাকিদের মধ্যে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রয়েছেন ইকবাল হোসেন, জাসদের প্রার্থী হলেন মনিরুজ্জামান, জাতীয় পার্টির প্রার্থী হলেন সোহেল রানা ও বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী হলেন হাসান সাদেক মেহেদী এবং অপর স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম।

    দূগার্নগর ইউনিয়নে মোট প্রার্থীর সংখ্যা ৭জন। নৌকার প্রার্থী হলেন আফছার আলী। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হলেন, বিপ্লব কুমার, মাসুদ রানা হায়দার, তারেকুল ইসলাম, সুব্রত কুমার চাকী (বাপ্পী) ও আলমগীর হোসাইন। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী আব্দুর রশিদ।

    পূর্ণিমাগাঁতী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থীর সংখ্যা ৪ জন। এদের মধ্যে রেজাইল ইসলাম তপন রয়েছেন নৌকার প্রার্থী। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রয়েছেন এসএম রাশেদুল হাসান, আল আমিন সরকার ও জিয়াউর রহমান।

    সলংগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থীর সংখ্যা ৪ জন। এদের মধ্যে নৌকার প্রার্থী হলেন মোখলেছুর রহমান তালুকদার। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রয়েছেন মোক্তার হোসেন ও শফি কামাল এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী হলেন ফরহাদ আলী।

    হাটিকুমরুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থীর সংখ্যা ৬ জন। নৌকার প্রার্থী হলেন হেদায়েতুল আলম। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের মধ্যে রয়েছেন মাসুদ রানা, আরাফাত রহমান, আবু সাঈদ সরকার, বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী হলেন মজিদ খান ও স্বতন্ত্র প্রার্থী তাহাজ উদ্দিন সরকার।

    উল্লাপাড়া সদর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীর সংখ্যা ৪ জন। নৌকার প্রাথর্ী হলেন আব্দুস সালেক। আওয়ামী লীগের বিদ্রোহী প্রাথর্ীদের মধ্যে রয়েছেন আলিমুজ্জামান অলক, আকমাল হোসেন ও রফিকুল ইসলাম রতন।

    পঞ্চক্রোশী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীর সংখ্যা ৮ জন। আওয়ামী লীগ মনোনিত নৌকার প্রার্থী হলেন ফিরোজ উদ্দীন। এছাড়া আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রয়েছেন এখানে আরিফুল ইসলাম লিটন ও নজরুল ইসলাম, বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী জাহিদুল ইসলাম মিস্টার, আব্দুল মালেক, হায়দার আলী ও মনিজা মোমেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী রয়েছেন টি এম শাহাদ হোসেন।

    সলপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী রয়েছেন ৬ জন। এদের মধ্যে আওয়ামী লীগ মনোনিত নৌকার প্রার্থী ইঞ্জিনিয়ার শওকাত ওসমান। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হেলাল উদ্দিন, গোলাম কিবরিয়া ও সুমাইয়া পারভীন। ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী সাদ হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী শহিদুল ইসলাম।

    কয়ড়া ইউনিয়ন পরিষদে মোট চেয়ারম্যান প্রার্থী ৪ জন। নৌকার প্রার্থী হলেন হেলাল উদ্দীন। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হলেন বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম ও স্বতন্ত্র প্রার্থী মাসুদ রানা সুখন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী রয়েছেন মোঃ মোশরাফ হোসেন তালুকদার।

    উপজেলা নিবার্চন কর্মকর্তা মাসুদ রানা মনোনয়নপত্র জমাদানের বিষয়টি নিশ্চিত করেন।

    উপজেলা আওমামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে জানান, আওয়ামীলীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী যারা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে বিদ্রোহী প্রার্থী হবেন তাদের বিরুদ্ধে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখের পরে ব্যবস্থা নেওয়া হবে।

  • পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বর পদে সুজনের মনোনয়ন পত্র জমা।

    পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বর পদে সুজনের মনোনয়ন পত্র জমা।

    উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯ নং ওয়ার্ডের মেম্বর পদপ্রার্থী হিসাবে মনোনয়ন পত্র জমা দিলেন আতিকুর রহমান(সুজন)।

    ১ নভেম্বর সোমাবার দুপুরে রিটানিং অফিসার উপজেলা সমবায় কর্মকর্তা মোঃমোখলেছুর রহমান এর কার্যালয়ে অর্ধশত সমর্থক নিয়ে তার মনোনয়ন পত্র জমা দেন।

    এ সময় মেম্বর পদপ্রার্থী আতিকুর রহমান বলেন, আগামী স্থানীয় সরকার নির্বাচনে পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদের মেম্বরপদ জনগণের মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দেন তিনি।

    সন্ত্রাসমুক্ত,মাদকমুক্ত,দুর্নীতিমুক্ত ও পেশি শক্তিমুক্ত উন্নয়নশীল সমাজ গঠনে অঙ্গিকার ব্যাক্ত করেন। পঞ্চক্রোশী ইউনিয়নের ৯ নং ওয়ার্ড কাজিপাড়া, পঞ্চক্রোশী ও পাথারপাড়া গ্রামের জনসাধারনের ভালোবাসা নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন বলে জানান তিনি। তিনি আরো জানান কাজিপাড়া ও পাথার পাড়া দুটি ভোট কেন্দ্র বহিরাগত লোকের পেশি শক্তির প্রভাবে নির্বাচনের পরিবেশ বিনষ্টের আশঙ্কা প্রকাশ করেন এবং ভোট কেন্দ্র দুটি ঝুঁকি মুক্ত রাখতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন। নির্বাচনে কোন হস্তক্ষেপ না হলে তার বিজয় সুনিশ্চিত বলে মন্তব্য করেন। আগামী ২৮ নভেম্বরের নির্বাচনে ব্যাপক ভোটে বিজয়ী হয়ে জনগণের ভালোবাসায় পথ চলবেন বলে জানালেন তিনি।

  • উল্লাপাড়ায় কেয়া হসপিটালে ভ্রাম্যমান আদালতের অভিযানে কর্মচারির কারাদণ্ড মালিকের জরিমানা।

    উল্লাপাড়ায় কেয়া হসপিটালে ভ্রাম্যমান আদালতের অভিযানে কর্মচারির কারাদণ্ড মালিকের জরিমানা।

    রাজু আহমেদ সাহান,স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর শহরের শ্যামলীপাড়া বাসষ্ট্যান্ডে অবস্থিত কেয়া হসপিটাল এন্ড কনসালটেশন সেন্টারের নানাবিধ অনিয়মের কারণে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। রবিবার রাত ১০ টার দিকে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট দেওয়ান মওদুদ আহমেদ এর নেতৃত্বে ওই ক্লিনিকে র‌্যাব ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করেন। এ সময় মালিককে এক লক্ষ টাকা জরিমানা ও এক কর্মচারিকে দুই মাসের জেল প্রদান করেন ভ্রাম্যমান আদালত।

    ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট দেওয়ান মওদুদ আহমেদ সাংবাদিকদের বলেন, হাসপাতালে অভিযান পরিচালনা করার সময় ডিউটিরত কোন ডাক্তার ছিলেন না। ডাক্তারী সনদ বিহীন খাইরুল আলম (২৯) নামের এক কর্মচারি হাসপাতালে রোগীকে চিকিৎসা প্রদান, চিকিৎসা পত্রে বিভিন্ন ধরনের মেডিসিন প্রয়োগ, রোগীকে টেষ্ট প্রদান, ইনজেকশন পুশ ও বিনা সনদে আলট্রা সনোগ্রাম করার অপরাধে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৫২ ধারার অপরাধে মালিককে জরিমানা ও কর্মচারিকে সাজা প্রদান করা হয়। এ সময় কেয়া হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক শাহাদত হোসেন মাহবুব (৩৬) কে ১ (এক) লাখ টাকা জরিমানা ও কর্মচারি খাইরুল আলমকে ২ (দুই) মাসের কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত।
    উল্লাপাড়া পৌরসভার মেয়র এস. এম. নজরুল ইসলাম বলেন, চিকিৎসার নামে অপচিকিৎসা প্রদান করায় দিন দিন মানুষের স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে। ক্লিনিকের অসাধু ব্যবসায়ীরা হাতিয়ে নিচ্ছে সমাজের সাধারন মানুষের টাকা-পয়সা। এ ধরনের প্রতারক ও ঠকবাজীদের বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা গ্রহন করা প্রয়োজন।

  • উল্লাপাড়ায় জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের শুভ উদ্বোধন করেন-তানভীর ইমাম এমপি।

    উল্লাপাড়ায় জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের শুভ উদ্বোধন করেন-তানভীর ইমাম এমপি।

    রাজু আহমেদ সাহান,স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ /২০২১ এর শুভ উদ্বোধন করা হয়েছে।

    শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে পৌর শহরের ঝিকিড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্থানীয় সংসদ সদস্য জননেতা তানভীর ইমাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।

    উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি এমপি তানভীর ইমাম বলেন, আজকের শিশু আগামী দিনের রাষ্ট্রনায়ক। নিয়মিত কৃমি নাশক খাই, রোগ বালাই ও স্বাস্থ্য ঝুঁকি কমাই। স্বাস্থ্যই সকল সুখের মুল। সুস্থ ও সবল দেহের অধিকারী হলে,যে কোন যুদ্ধ জয় করা যায়। তাই আসুন স্বাস্থ্য বিধি মেনে চলি, সুন্দর জীবন গড়ে তুলি। অনুষ্ঠানে এ সময় কয়েকজন শিশুকে ডাক্তারী পোশাক পড়িয়ে আগামীতে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখিয়ে প্রধান অতিথি এমপি তানভীর ইমাম “এসো সুস্থ থাকি, সুন্দর জীবন গড়ি” শিরোনামে গল্প শোনান।

    জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ-২০২১’এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে এ সময় অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আনোয়ার হোসেন, এমপি মহোদয়ের একান্ত সহকারী ও উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মীর আরিফুল ইসলাম উজ্জ্বল, উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা মোঃ আনিসুল হক ও ঝিকিড়া বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক টিএম আব্দুর রাজ্জাক প্রমুখ।

  • উল্লাপাড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত।

    উল্লাপাড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত।

    উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ উল্লাপাড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের ত্রিবার্ষিকী সন্মেলন শুক্রবার উল্লাপাড়া বিজ্ঞান কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। এ সন্মেলনে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির অর্থ ও পরিকল্পনা সম্পাদক ওয়াসেকা আয়শা খান এমপি। বিশেষ অতিথি ছিলেন, উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমাম। সিরাজগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি সেলিনা বেগম স্বপ্না সম্মেলনের উদ্বোধন করেন। এতে প্রধান বক্তা ছিলেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপিকা হাসনা হেনা।

    উল্লাপাড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কামরুন্নাহার আলো’র সভাপতিত্বে এবং উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রিবলী ইসলাম কবিতার সঞ্চালনায় সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য মাহিয়া জামান মালা, ইফাতারা, মর্জিনা খাতুন, উল্লাপাড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের উপদেষ্টা নেত্রী মাহিন ইমাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদের রুমি, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা প্রমুখ।

    সম্মেলনে উপজেলা মহিলা আওয়ামী লীগের নতুন কার্যকরী কমিটিতে আবারো কামরুন্নাহার আলো সভাপতি এবং রিবলী ইসলাম কবিতা সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন।