Tag: উল্লাপাড়া

  • উল্লাপাড়ায় দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন।

    উল্লাপাড়ায় দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন।

    ‘বিজ্ঞান, প্রযুক্তি ও নৈতিকতাঃ একসুত্রে গাঁথা’শ্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে বিজ্ঞান মেলা -২০২২ উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে দুই দিনব্যাপী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উল্লাপাড়া আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম।

    বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশ গ্রহনে বিজ্ঞান মেলায় স্থাপিত স্টল পরিদর্শন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি এমপি তানভীর ইমাম। এ সময় শিক্ষার্থীরা তাদের প্রদর্শিত স্টলে আধুনিক বিশ্বে বিজ্ঞানের যথাযথ ব্যবহার ও প্রযুক্তি তুলে ধরেন। পরে সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন- উল্লাপাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান পান্না, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম সামছুল আলম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উল্লাপাড়া সরকারি মার্চেন্টস পাইলট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মীর আব্দুল হান্নান, এইচটি ইমাম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ সিরাজুল ইসলাম ও শিক্ষার্থী মুক্তি খাতুন। বিজ্ঞান মেলায় মোট ১৯ টি স্টল স্থান পায়।

  • উল্লাপাড়ায় ভাশুরের শ্লিলতাহানির শিকার ছোট ভাইয়ের স্ত্রী।

    উল্লাপাড়ায় ভাশুরের শ্লিলতাহানির শিকার ছোট ভাইয়ের স্ত্রী।

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ভাশুরের শ্লীলতাহানির শিকার হয়েছে ছোট ভাইয়ের স্ত্রী। ঘটনাটি ঘটেছে উপজেলার সদর ইউনিয়নের চাঁদপুর গ্রামে। এঘটনায় উল্লাপাড়া মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী ওই গৃহবধু। অভিযোগ সুত্রে জানা যায়, গত সোমবার (৩ জানুয়ারী) দুপুরে ওই গৃহবধুকে বাড়িতে একা পেয়ে শয়ন কক্ষে প্রবেশ করে জোর পূর্বক ধর্ষনের চেষ্টা চালায় এবং তাকে বিবস্ত্র করে মোবাইলে ছবি ও ভিডিও ধারন করে।

    এ সময় গৃহবধুর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে অভিযুক্ত আব্দুল হাই হাবু পালিয়ে যায়। গৃহবধুকে বলে এই ঘটনা কাউকে বললে এবং থানায় কোন রকমের অভিযোগ করলে মোবাইলে ধারন করা ছবি এবং ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে দিবে এবং তার ছেলেকে হত্যা করবে বলে হুমকি প্রদর্শন করে পালিয়ে যায়। পরে ওই গৃহবধুকে স্থানীয়রা উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

    এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক মোতাহার হোসেন আমারজমিনকে বলেন,অভিযোগ পেয়ে ঘটনা পরিদর্শন করতে গিয়েছিলাম। ঘটনার পর থেকেই অভিযুক্ত আব্দুল হাই হাবু পলাতক রয়েছে। এবিষয়ে খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

  • উল্লাপাড়ায় ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।

    উল্লাপাড়ায় ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।

    গৌরব ঐতিহ্য ও সংগ্রামের মধ্যদিয়ে ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা ছাত্রলীগ। মঙ্গলবার সকালে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে শান্তির পায়রা উড়িয়ে দিনব্যাপী কর্মসুচির উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উল্লাপাড়া- সলঙ্গা আসনের সংসদ সদস্য তানভীর ইমাম।

    দিনব্যাপী কর্মসুচির মধ্যে ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা, কেককর্তন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

    সকাল ১১ টায় পৌর শহরে এক বর্ণাঢ়্য শোভাযাত্রা বের করে উল্লাপাড়া উপজেলা ছাত্রলীগ। শোভাযাত্রাটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা আ’লীগ কার্যালয়ে এসে শেষ হয়। পরে উল্লাপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সরোয়ার হোসেন সবুজের সভাপতিত্বে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য তানভীর ইমাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ ফয়সাল কাদের রুমি, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান হাফিজ ও সাংগঠনিক সম্পাদক মীর আরিফুল ইসলাম উজ্জ্বল প্রমুখ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উল্লাপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল মাহমুদ সরকার। আলোচনা সভা শেষে ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৭৪ পাউন্ড কেক কর্তন করে উল্লাপাড়া উপজেলা ছাত্রলীগ। বিকেলে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

     

  • উল্লাপাড়ায় ট্রাক চাপায় শিশুর মৃত্যু।

    উল্লাপাড়ায় ট্রাক চাপায় শিশুর মৃত্যু।

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাক চাপায় আবির হোসেন(৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

    কালিবাড়ি-উল্লাপাড়া আঞ্চলিক সড়কে সোমবার ৩ জানুয়ারী সকাল সাড়ে ১১ টার সময় এই আঞ্চলিক  সড়কে দুর্ঘটনা ঘটেছে।

    নিহত ওই শিশু উপজেলার পৌর শহরের ঝিকিড়া কালিবাড়ি মহল্লার দলিল লেখক রিগান এর দ্বিতীয় ছেলে।

    স্থানীয়রা আমারজমিনকে জানান নিহত আবির বাসার সামনে রাস্তার পাশে অন্যান্য সঙ্গীদের সাথে খেলা করছিল।এমন সময় বালুবাহী একটি ট্রাক বালু নিয়ে বাড়ুইয়া ব্রীজের দিকে যাচ্ছিল।ঝিকিড়া কালিবাড়ি মহল্লার রিগানের বাড়ীর সামনে শিশুটি ট্রাকের নিচে চাপা পরে গুরুতর আহত হন। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে উল্লাপাড়া ৩০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যায়।পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করে।

    এ ঘটনা সত্যতা নিশ্চিত উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক আব্দুস সালাম জানান সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাক ও চালকে আটক করা হয়েছে। নিহত আবিরকে উদ্ধার পূর্বক স্বজনদের জিম্বায় রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়ার কাজ শুরু করা হয়েছে।

  • উল্লাপাড়ায় নববর্ষে শিশু-কিশোর ও প্রতিবন্ধীদের মুখে হাসি ফুটালেন চেয়ারম্যান শওকাত ওসমান।

    উল্লাপাড়ায় নববর্ষে শিশু-কিশোর ও প্রতিবন্ধীদের মুখে হাসি ফুটালেন চেয়ারম্যান শওকাত ওসমান।

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ইংরেজি শুভ নববর্ষ 2022 সাল উপলক্ষে শিশু-কিশোর ও প্রতিবন্ধীদের মুখে একটু হাসি ফুটালেন চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শওকাত ওসমান।

    শনিবার ইংরেজি শুভ নববর্ষ উপলক্ষে উল্লাপাড়া উপজেলার সলপ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের নির্বাচনে নৌকা মার্কা প্রতিক নিয়ে দ্বিতীয় বারের মতো বিপুল ভোটে নির্বাচিত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শওকাত ওসমান তার নিজ গ্রাম সোনতলাসহ ইউনিয়নের বিভিন্ন গ্রামে নিজ অর্থায়নে প্রায় ৫ শতাধিক শিশু-কিশোর ও প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র গরম কাপড়সহ আধুনিক মডেলের জামা বিতরণ করেন। শিশু-কিশোরা শীতবস্ত্র ও নতুন জামা পেয়ে আনন্দে হাসি মুখে চেয়ারম্যানকে জরিয়ে ধরে আনন্দে মেতে উঠে।

    ইংরেজি শুভ নববর্ষের দিন সকালে শিশু-কিশোর প্রতিবন্ধীদের শীতবস্ত্রসহ আধুনিক মডেলের জামা বিতরণের সময় দৈনিক সিরাজগজ্ঞ প্রতিদিন প্রতিনিধি কে বলেন,আমি শিশু-কিশোর ও প্রতিবন্ধীদের মণে-প্রাণে ভালো বাসি।

    কারণ আজকের শিশুই আগামী দিনে ভবিষ্যত। তাই আমি শিশুদের কখনো অবহেলা করি না। আজকের এই অবহেলিত শিশু- কিশোরাই হতে পারে এ দেশের প্রধানমন্ত্রীসহ দেশ সেবার গুরুত্তপূর্ণ কাজে অন্তর্ভুক্ত।

    এ সময় উপস্থিত ছিলেন,ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী এহসানুল হাসান সন্টু,ইউপি সদস্য মো, জিল্লুর রহমান, মো,জুয়েল রানাসহ এলাকার জনসাধারণ।

  • উল্লাপাড়ায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে নারীসহ নিহত-৪ আহত-১০।

    উল্লাপাড়ায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে নারীসহ নিহত-৪ আহত-১০।

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাস উল্টে পাশের রাস্তার পাশে ছিটকে পড়ে নারীসহ ৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছে। একটি ভ্যানকে চাপা দিলে নারীসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।

    শুক্রবার (৩১ ডিসেম্বর) সকাল পৌনে ১১ টার সময় ঢাকা-রাজশাহী মহাসড়কে উপজেলার সলঙ্গা থানার বড়গোজা ব্রিজ এলাকায় সড়ক দুর্ঘটনাটি ঘটে। নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

    হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান আমারজমিনকে জানান,ন্যাশনাল ট্রাভেলসের যাত্রীবাহী একটি বাস রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে।শুক্রবার সকাল সাড়ে ১০ টার সময় বড়গোজা ব্রীজ এলাকায় চলাক বাসটির নিয়ন্ত্রন হারিয়ে ফেলে একটি অটোভ্যানকে চাপা দিয়ে রাস্তার পাশে উল্টে যায়।

    এ সময় ঘটনা স্থলে নারীসহ ৪ জনের মৃত্যু হয়। আহত হয়েছে অন্তত ১০ জন। সংবাদ পেয়ে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করেছে এবং গুরুতর আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠায়।

  • এসএসসি পরিক্ষার ফলাফলে উল্লাপাড়া মোমেনা আলী স্কুল রাজশাহী শিক্ষা বোর্ডে দ্বিতীয়।

    এসএসসি পরিক্ষার ফলাফলে উল্লাপাড়া মোমেনা আলী স্কুল রাজশাহী শিক্ষা বোর্ডে দ্বিতীয়।

    চলতি বছরের এসএসসি পরীক্ষার ফলাফলে সিরাজগঞ্জের উল্লাপাড়া মোমেনা আলী বিজ্ঞান স্কুল জিপিএ ৫.০০ প্রাপ্তির দিক থেকে রাজশাহী শিক্ষা বোর্ডে দ্বিতীয় স্থান অর্জন করেছে। এই স্কুলের প্রধান শিক্ষক রকিবুল ইসলাম জানান,তার প্রতিষ্ঠান থেকে ৫০১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এদের মধ্যে ৩২৪ জন জিপিএ ৫.০০পেয়েছে। স্কুলে পাশের হার ৯৯%। এসএসসি পরীক্ষার ফলাফলে সিরাজগঞ্জ জেলার মধ্যে মোমেনা আলী বিজ্ঞান স্কুল শীর্ষে রয়েছে। বৃহস্পতিবার দুপুরে ফলাফল প্রকাশের খবর মোমেনা আলী বিজ্ঞান স্কুলে পৌঁছিলে ছাত্র-ছাত্রী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে আনন্দের বন্যা বয়ে যায়।

    এছাড়া উল্লাপাড়া উপজেলায় উল্লেখযোগ্য ফলাফলের মধ্যে এইচ.টি. ইমাম গার্লস স্কুল এন্ড কলেজ থেকে জিপিএ ৫.০০ পেয়েছে ৩২জন, এখানে পাশের হার ৯৯.৮৮%। আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ ৫.০০ পেয়েছে ২২জন, পাশের হার ৯৫% এবং উল্লাপাড়া মার্চেন্টস পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ ৫.০০ পেয়েছে ১১ জন। এই স্কুলের পাশের হার ৯৬.২৫% বলে জানিয়েছেন সংশ্লিষ্ট প্রধান শিক্ষকগণ।

  • হবিগঞ্জের মেডিকেল টেকনোলজিস্ট সাইফুল হত্যার প্রতিবাদে উল্লাপাড়ায় মানববন্ধন।

    হবিগঞ্জের মেডিকেল টেকনোলজিস্ট সাইফুল হত্যার প্রতিবাদে উল্লাপাড়ায় মানববন্ধন।

    নিজেস্ব প্রতিবেদকঃ হবিগঞ্জের আধুনিক সদর হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট মো,সাইফুল ইসলামকে সন্ত্রাসী বাহিনী কর্তৃক হত্যার প্রতিবাদে উল্লাপাড়ায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার (২৯ ডিসেম্বর) উল্লাপাড়া উপজেলা মেডিকেল টেকনোলজিস্টদের আয়োজনে দুপুরে থানা মোড় কেন্দ্রীয় শহীদ মিনারে সামনে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, প্রদিপ কুমার সরকার, মো, আমিরুল ইসলাম ফারুক, মো, আজাদুল ইসলাম সবুজ, আয়ুব আলী ও মোতালেব হোসেন মুন্না প্রমুখ।

    এ সময় মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, টেকনোলজিস্ট সাইফুল ইসলামকে সন্ত্রাসী বাহিনী কর্তৃক পরিকল্পিত ভাবে হত্যা করেছে। আমরা এ হত্যার আসামিদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তিদেওয়া জোর দাবী জানাই এবং তিব্র নিন্দা প্রতিবাদ করছি। আসামিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা না, হলে আমরা আগামী দিনে কর্মবিরতি কর্মসূচি ঘোষণা করবো।

  • উল্লাপাড়ায় পুলিশে নিয়োগপ্রাপ্ত সদস্যদের সংবর্ধনা দিলো থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা।

    উল্লাপাড়ায় পুলিশে নিয়োগপ্রাপ্ত সদস্যদের সংবর্ধনা দিলো থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা।

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পুলিশ বাহিনীতে সদ্য নিয়োগপ্রাপ্ত ১৩ জন পুলিশ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সংবর্ধনা দিলেন উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির। মঙ্গলবার সকালে থানা চত্বরে পুলিশ বাহিনীতে প্রাথমিক নিয়োগপ্রাপ্তদের এ সংবর্ধনা দেওয়া হয়।

    উল্লাপাড়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) এনামুল হক জানান, পুলিশ বাহিনীতে সর্বশেষ নিয়োগ বিজ্ঞপ্তিতে কনস্টেবল পদে উল্লাপাড়া উপজেলায় ১৩ সদস্য নিয়োগপ্রাপ্ত হয়েছেন। সদ্য নিয়োগপ্রাপ্তদের মঙ্গলবার সকালে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির সংবর্ধনা প্রদান করেন।

    মাত্র ১০০ টাকার আবেদন খরচে তারা এই পুলিশ বাহিনীতে নিয়োগপ্রাপ্ত হন। আগামীতে ছয় মাসের ট্রেনিং শেষে বিভিন্ন থানায় দায়িত্ব পালনের জন্য পদায়ন হবেন এসব পুলিশ কনস্টেবল।

    পুলিশ বাহিনীতে কনস্টেবল পদে সদ্য নিয়োগপ্রাপ্ত আদুরি, রিয়া ও ফাতিমা জানান, মাত্র একশো টাকার আবেদনে পুলিশ বাহিনীতে চাকুরী পেয়ে তারা খুবই খুশি। ভবিষ্যতে দেশ ও পুলিশ বাহিনীর মর্যাদা সমুন্নত রাখতে সর্বদা সচেষ্ট থাকবেন তারা।

  • উল্লাপাড়ায় চাঁদার দাবীতে নলকূপ ঘরের আসবাবপত্র ভাংচুর ও ছিনতাইয়ের অভিযোগ। 

    উল্লাপাড়ায় চাঁদার দাবীতে নলকূপ ঘরের আসবাবপত্র ভাংচুর ও ছিনতাইয়ের অভিযোগ। 

    নিজেস্ব প্রতিবেদকঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চাঁদা না পেয়ে এক দলভূক্ত মাস্তান গভীর নলকূপ ঘরের তালা ভেঙ্গে ভিতরে ঢুকে আসবাব পত্র ভাংচুর ও প্রয়োজনীয় কাগজ পত্র দেশীয় অস্ত্রের মুখে ম্যানেজারকে জিম্মি করে ছিনতাইয়েয় ঘটনা ঘটেছে।ঘটনাটি ঘটেছে, উল্লাপাড়া উপজেলার সদর ইউনিয়নের রতন কাওয়াক মৌজার ৪৭ নং জমির দাগে।

    আদালতের মামলার বিবরণে জানা যায়, গত ১৯ ডিসেম্বর ২০২১ ইং তারিখে আব্দুল আজিজ গং গভীর নলকূপের ম্যানেজারের নিকট পূর্বের দাবীকৃত ২ লক্ষ টাকা চাঁদা না দেওয়ায় গভীর নলকূপ বিএডিসি(পানাসী প্রকল্প) আওতায় ঘরের তালা ভেঙ্গে ভিতরে ঢুকে ম্যানেজার মোঃ আশরাফ আলীকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ঘরের জানালা,দরজ,বৈদ্যুতিক মিটারের সুইসসহ আসবাবপত্র ভাংচুর করে নলকূপের প্রয়োজনীয় কাগজপত্রসহ কৃষকদের হিসাব বই ছিনতাই করে পালিয়ে যায়।

    এ চাঁদাবাজি ও ছিনতাই এর ঘটনায় গভীর নলকূপের ম্যানেজার মোঃ আশরাফ আলী সিরাজগজ্ঞ আদালতে বাদী হয়ে ৯ জনকে আসামি করে মামলা দায়েরের করেছে।

    আসামিরা হলো; নতুন চাঁদপুর গ্রমের মোঃ আব্দুল আজিজ, নতুন চাঁদপুর গ্রামের গোলাম মওলা, নতুন চাঁদপুর গ্রামের রাফিউল ইসলাম,সেন গাঁতী গ্রামের হেলাল উদ্দিন, নতুন চাঁদপুর গ্রামের আব্দুল হাই হাবু, রতন কাওয়াক গ্রামের আফাজ উদ্দিন,রতন কাওয়াক গ্রামের আঃ সাত্তার,নতুন চাঁদপুর গ্রামের আহমদ আলী ও রতন কাওয়াক গ্রামের হাসিবুল ইসলাম । মামলার বিবরণে বাদী জানান, আদালতে ঘটনার স্বাক্ষীর মাধ্যমে প্রমানিত হবে।