Tag: উল্লাপাড়া

  • উত্তরাঞ্চলে প্রথম মধু প্রসেসিং প্ল্যান্ট চালু হচ্ছে উল্লাপাড়ায় পূরণ হচ্ছে মৌ চাষীদের দাবি।

    উত্তরাঞ্চলে প্রথম মধু প্রসেসিং প্ল্যান্ট চালু হচ্ছে উল্লাপাড়ায় পূরণ হচ্ছে মৌ চাষীদের দাবি।

    উল্লাপাড়া (সিরাজগ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চালু হচ্ছে মধু প্রসেসিং প্ল্যান্ট। উত্তর জনপদে এটাই হবে প্রথম মধু প্রসেসিং প্ল্যান্ট। আগামী বছরের জানুয়ারি মাসে এই প্ল্যান্টের কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে উপজেলা কৃষি বিভাগ। আর এই প্ল্যান্ট চালু হবার সাথে সাথে পুরণ হতে যাচ্ছে এ অঞ্চলের মৌ চাষীদের দীর্ঘ দিনের দাবি। উপজেলার লাহিড়ী মোহনপুর বাজারে ইতোমধ্যে প্ল্যান্টের মূল ভবন নির্মান কাজ শেষ হয়েছে। বসানো হয়েছে মেশিনপত্র। উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের (ইউজিডিপি) আওতায় এই প্রসেসিং প্ল্যান্ট স্থাপনে অর্থ দিয়েছে জাইকা। উল্লাপাড়া কৃষি বিভাগের তত্ত¡াবধানে উপজেলা মৌ চাষী সমবায় সমিতি এই প্ল্যান্টটি পরিচালনা করবে।

    উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, বাংলাদেশে সরিষা উৎপাদনে উপজেলা পর্যায়ে উল্লাপাড়ার স্থান প্রথম। প্রতিবছর এখানে গড়ে ২৮ থেকে ৩০ হাজার মেট্রিক টন সরিষা উৎপাদিত হয়। উল্লাপাড়া উপজেলায় ২৩ থেকে ২৪ হাজার হেক্টর জমিতে সরিষা চাষ হয়। প্রতিবছর ডিসেম্বর থেকে জানুয়ারি মাসের পুরো সময় সরিষা গাছে ফুল থাকে। ফলে এখানে স্থানীয় ও বাইরে থেকে আসা দেড় শতাধিক মৌ খামারি মধু আহরণের জন্য ৯ থেকে ১০ হাজার মৌ বাক্স সরিষার জমিতে ফেলেন। উল্লাপাড়ায় গত ১০ বছরে সরিষা মৌসুমে মধু উৎপাদনের পরিমান ১৮০ থেকে ২০০ মেট্রিক টন। এই মধুর স্থানীয় মূল্য ৪ থেকে ৫ কোটি টাকা। এখানে উৎপাদিত মধু খামারিরা দেশের বিভিন্ন বাজারে এবং ওষুধ কোম্পানিতে বিক্রি করে থাকেন। কিন্তু এ অঞ্চলে মধু প্রসেসিং প্ল্যান্ট না থাকায় প্রতিবছর মৌ খামারিদের বিড়ম্বনায় পড়তে হয়। তাদেরকে বড় শহরে প্রসেসিং করাতে যেমন উৎপাদন ব্যয় বাড়ে তেমনই ঝামেলা পোহাতে হয় অনেক। আর এই কারণে দীর্ঘ দিন ধরে এ অঞ্চলের মৌ খামারিরা উল্লাপাড়ায় একটি মধু প্রসেসিং প্ল্যান্ট নির্মানের দাবি জানিয়ে আসছিলেন।

    উল্লাপাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোঃ আসয়াদ বিন খলিল রাহাত জানান, মৌ খামারিদের দাবির প্রেক্ষিতে উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা কৃষি বিভাগ চলন বিল অধ্যুষিত লাহিড়ী মোহনপুর বাজারে মধু প্রসেসিং প্ল্যান্ট নির্মানের উদ্যোগ নেয়। উত্তরাঞ্চলে এটাই হচ্ছে প্রথম মধু প্রসেসিং প্ল্যান্ট। ২০২২ সালে এই প্ল্যান্টের কাজ শুরু হয়। জাইকার অর্থায়নে ইতোমধ্যে প্ল্যান্টের মূল ভবন নির্মান শেষ হয়েছে। বসানো হয়েছে প্রয়োজনীয় যন্ত্রপাতি। সব মিলিয়ে ব্যয় হয়েছে ৪৬ লাখ টাকা। প্রতিদিন এই প্ল্যান্টে প্রাথমিকভাবে ১ মেট্রিক টন মধু প্রসেসিং করা সম্ভব হবে। মৌ খামারিদের নিকট থেকে এ জন্য খুব কম মূল্য নেওয়া হবে। এতে খামারিরা মধু উৎপাদনে যেমন আগ্রহী হবেন। পাশাপাশি তারা লাভবানও হবেন।

    উপজেলা মৌ চাষী সমবায় সমিতির সভাপতি ব্রাদার্স মৌ খামারির মালিক মিজানুর রহমান শিহাব ও সাধারণ সম্পাদক সুমি মৌ খামারির মালিক ছোরমান আলী জানান, জানুয়ারিতে এই প্ল্যান্ট চালু হলে তারা এটি পরিচালনা করবেন। এতে মৌ চাষীরা অনেক উপকৃত হবে। সেই সাথে তাদের দীর্ঘ দিনের দাবি পূরণ হবে।

    উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমী জানান, জাইকার অর্থায়নে নির্মিত মধু প্রসেসিং প্ল্যান্টটি আগামী বছরের জানুয়ারি মাসে চালু করা হবে। এটি চালু হলে এ অঞ্চলের মৌ চাষীদের দীর্ঘ দিনের দাবি পূরণ হবে। সেই সাথে তাদের মধু উৎপাদন ও ব্যবসায় আসবে গতি। দেশের অর্থনৈতিক উন্নয়নে এই নতুন প্ল্যান্ট বিশেষ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করনে।

  • উল্লাপাড়ায় মহান বিজয় দিবস পালন।

    উল্লাপাড়ায় মহান বিজয় দিবস পালন।

    উল্লাপাড়া(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ
    উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।
    সোমবার (১৬ ডিসেম্বর)সকাল সাড়ে ১০ টার সময় বিজয় দিবস উপলক্ষ্যে বিএনপির দলীয় কার্যালয় থেকে বিজয়ের পতাকা উড়িয়ে মাথায় ফিতা বেঁধে বিজয় র‍্যালি বের করে সলপ রেলস্টেশন চত্বর ও বন্যাকান্দি বাজার চত্বর প্রদক্ষিণ শেষ করে এবং অত্র ইউনিয়নের পঞ্চক্রোশী আলী আহমেদ উচ্চ বিদ্যালয় ও বন্যাকান্দি এন এম উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠান  দুটির কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. জাহিদুল ইসলাম মিস্টার, ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. আব্দুল মালেক,সাধারন সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মো. হায়দার আলী, সাংগঠনিক সম্পাদক মো.শাহরিয়ার মঈন(শাহিন),উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মো. আজমল হোসেন তালুকদার, যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মো.তাজিমুল হাসান (দুলাল),সদস্য সচিব রাউফুল ইসলাম, সেচ্চাসেবক দলের আহবায়ক মো. আব্দুল মালেক,সদস্য সচিব মো. রুবেল হোসেন(ফকির) প্রমূখ।

  • ওমরাহ হজ্জ শেষে উল্লাপাড়ায় আগমনে এম আকবর আলীকে সংবর্ধনা।

    ওমরাহ হজ্জ শেষে উল্লাপাড়ায় আগমনে এম আকবর আলীকে সংবর্ধনা।

    উল্লাপাড়া(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ সপরিবারে পবিত্র ওমরাহ হজ্জ শেষ করে সৌজন্য স্বাক্ষাৎ এর জন্য উল্লাপাড়ায় আগমন করেন সাবেক সাংসদ এম আকবর আলী। এ উপলক্ষে উল্লাপাড়া বিজ্ঞান স্কুল ও বিজ্ঞান কলেজের উদ্যোগে সোমবার(২ ডিসেম্বর) বিকেলে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় ।

    আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে আগত বি.এন.পি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সাবেক এমপি এম আকবর আলীকে ফুলের শুভেচ্ছা ও সংবর্ধনা জানান এবং তার শারিরীক সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন। অল্প সময়ের মধ্যে উজ্জীবিত বি.এন.পি’র নেতাকর্মীদের সাথে নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে গিয়ে নির্বাচনী প্রচারনা শুরু করার আশাবাদ ব্যক্ত করেন।

    এ সময় সাবেক সাংসদ ও বি.এন.পি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম আকবর আলী উপস্থিত নেতাকর্মীর উদ্দেশ্যে বলেন, বি.এন.পি আস্থা ও ভালোবাসা অর্জন করে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। অন্যায়ভাবে মানুষের উপর জুলুম, অত্যাচার ও নির্যাতন করার ফলে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আ’লীগ ধ্বংস হয়ে গিয়ে পালিয়ে ভারতে বসবাস করছে।

    তিনি আরোও বলেন, তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বি.এন.পি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা হামলা করে অত্যাচার নির্যাতন করেছিলো। তাদের করা মামলা মিথ্যা প্রমাণিত হয়েছে এবং তারেক রহমানসহ সকল আসামীদেরকে আদালত খালাস দিয়েছেন। বেগম খালেদা জিয়া ও দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান নিদোর্শ প্রমানিত হয়েছেন। আইনী প্রক্রিয়ায় আমরা সঠিক বিচার পেয়েছি। ফ্যাসিস্টদের সময়কালে বিচারকগণ ইচ্ছা থাকা সত্বেও ন্যায় বিচার করতে পারেন নাই। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে দ্বিতীয় বার স্বাধীন বাংলাদেশে বিচারকদের মুক্ত চিন্তায় আমরা ন্যায় বিচার পেয়েছি।

    এ সময় উল্লাপাড়া বিজ্ঞান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো.মোক্তার হোসেন, মোমেনা আলী বিজ্ঞান স্কুলের প্রধান শিক্ষক মো.আব্দুল মজিদ, সাবেক পৌর মেয়র মো. বেলাল হোসেন,পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক, মো.আশরাফুল ইসলাম মিন্টু, উপজেলা বিএনপির সদস্য,মো.মিজানুর রহমান(বাবু),পঞ্চক্রোশী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক,মো. হায়দার আলী, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক,মো.আবু শাহিন রেজা প্রমূখসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
    এ সময় সৌদি আরব থেকে আনা খেজুর ও জমজমের পানি সকলেই পান করেন

  • উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা নিহত

    উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা নিহত

    উল্লাপাড়া(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় জাকারিয়া হোসেন জয় (৩৬) নামের এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছে। সোমবার রাত সাড়ে ৬ টার সময় বগুড়া-নগরবাড়ি মহাসড়কে ভুতগাছা গ্রামের পাশে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।

    নিহত জাকারিয়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের শাহীকোলা গ্রামের দেলোয়ার হোসেন আকন্দের ছেলে। তিনি সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার ভদ্রঘাট গ্রামীণ ব্যাংক শাখায় কর্মরত ছিলেন। তার পরিবারে এক স্ত্রী,৭ম শ্রেণিতে পড়ুয়া এক মেয়ে ও এক শিশু সন্তান রয়েছে।

    নিহতের পরিবার সূত্রে জানা গেছে, জাকারিয়া হোসেন জয় সন্ধ্যার পর তার অফিসের সকল কাজ শেষ করে মোটরসাইকেল যোগে উল্লাপাড়া পৌর শহরে নিজ বাসা ঝিকিড়ায় আসার পথে উল্লেখিত স্থানে বিপরীত দিক থেকে আসা ধান বোঝাই একটি অটোভ্যানকে অভারটেক করার সময় যাত্রীবাহী বাস পিছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।এ ঘটনায় তার মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর ছিটকে পরে।পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

    উল্লাপাড়ার হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুর রউফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জাকারিয়া হোসেনের মরদেহ তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।

  • উল্লাপাড়ায় পাঁকারাস্তা সংস্কার কাজের উদ্বোধন।

    উল্লাপাড়ায় পাঁকারাস্তা সংস্কার কাজের উদ্বোধন।

    উল্লাপাড়া (সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভার দুটি পাঁকা রাস্তা সংস্কার করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত মেয়র আবু সালেহ মোহাম্মদ হাসনাত।

    দীর্ঘদিন জনভোগান্তির পর উল্লাপাড়া পৌরসভার দুটি জনগুরুত্বপূর্ণ রাস্তার সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। এ সড়কদুটি সংস্কারের মাধ্যমে জনগণের দীর্ঘদিনের ভোগান্তি লাঘব হবে জানান পৌরবাসী। রাস্তা দুটি অনেক দিন ধরে অবহেলিত অবস্থায় ছিল। মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কমকর্তা ও দায়িত্বপ্রাপ্ত পৌর মেয়র আবু সালেহ মোহাম্মদ হাসনাত এই জনগুরুত্বপূর্ণ রাস্তা দুটির সংস্কার কাজের উদ্বোধন করেন।

    রাস্তা দুটি হলো পৌরসভার ঝিকিড়া মহল্লা থেকে বিজ্ঞান মোড় ৪৫০ মিটার এবং উল্লাপাড়া কেন্দ্রীয় ঈদগাঁ মাঠ থেকে কবরস্থানের হাফিজিয়া মাদ্রাসা পর্যন্ত ৬০৫ মিটার রাস্তা। এলজিসিআরআরপি প্রকল্পের আওতায় রাস্তা দুটির সংস্কার কাজ বাস্তবায়ন করবে মেসার্স মিম এন্টারপ্রাইজ।

    উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পৌর সচিব রফিকুল ইসলাম, পৌর প্রকৌশলী সামিউল কবির, উপ-সহকারী প্রকৌশলী জহুরুল ইসলাম, সাবেক পৌর কাউন্সিল মোঃ রেজাউল করিম, মীম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী জাহিদুল ইসলাম জাহিদ,পৌর বি.এন.পি’র সদস্য সচিব মো.আব্দুর রাজ্জাক,উপজেলা যুবদলের আহবায়ক মো.গোলাম মোস্তফাসহ স্থানীয় জনসাধারন।

  • উল্লাপাড়ায় বাস চাপায় মোটরসাইকেল চালক ও আরোহী’র মৃত্যু।

    উল্লাপাড়ায় বাস চাপায় মোটরসাইকেল চালক ও আরোহী’র মৃত্যু।

    উল্লাপাড়া(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাস চাপায় মোটরসাইকেলের চালক ও আরোহী দুই বন্ধুর মৃত্যু হয়েছে।

    রোববার(২৪ নভেম্বর)সকাল ৯ টার সময় উপজেলার পাবনা-বগুড়া মহাসড়কের বোয়ালিয়া বাজার ফুড ওভার ব্রীজ সংলগ্ন এলাকায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে।

    নিহতরা হলেন উপজেলার বড়পাঙ্গাসী এলাকার মাটিকাটা গ্রামের মিজানুর রহমানের ছেলে মো.শফিকুল ইসলাম(২৬) ও শাহজাদপুর উপজেলার রতনকান্দি গ্রামের শফিকুল ইসলামের বন্ধু নাইমুর রহমান(২৪)।

    জানা যায় সড়ক দুর্ঘটনায় নিহত দুই বন্ধু সকালে সলঙ্গার আরোত থেকে মাছ কিনে মোটরসাইকেল যোগে দুই বন্ধু বাড়ীর উদ্দেশ্যে রওনা হয়ে বোয়ালিয়া বাজার ফুড ওভার ব্রীজ সংলগ্ন এলাকায় একটি ট্রাককে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা শাহজাদপুর ট্রাভেলস নামের কোচের সাথে সংঘর্ষ হয়।এ ঘটনায় মোটরসাইকেলের চালক ঘটনাস্থলে মারা যায় এবং আরোহী পাঁকা রাস্তার উপর ছিটকে পরে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে সেও মারা যায়।

    এ তথ্য নিশ্চিত করে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউফ জানান ট্রাক ওভারটেক করার সময় কোচটি মোটরসাইকেলকে চাপা দিয়ে পালিয়ে যায়। হাইওয়ে থানার উদ্ধারকর্মীরা মরদেহ উদ্ধার করে নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনা তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

  • উল্লাপাড়ায় মহানামযজ্ঞানুষ্ঠান।

    উল্লাপাড়ায় মহানামযজ্ঞানুষ্ঠান।

    উল্লাপাড়ায় মহানামযজ্ঞানুষ্ঠান

    উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা উপজেলার উল্লাপাড়া পৌরসভার ঘোষগাঁতী পালপাড়ায় সোমবার ১৮ নভেম্বর শুরু হয়েছে ৪০ প্রহর (৩ দিন) ঐতিহ্যবাহী মহানামযজ্ঞানুষ্ঠান। ভোর ৬ টার সময় সনাতনধর্মালম্বী ভক্তদের সম্মিলিত কীর্তণের মাধ্যমে এর আনুষ্ঠানিকতা শুরু হয়। প্রচলিত রীতি অনুযায়ী দুদিন নাম সংগীত ও একদিন লীলা কীর্তণ পরিবেশন করা হবে এই অনুষ্ঠানে।

    মহানামযজ্ঞানুষ্ঠান বাস্তাবায়ন কমিটির সভাপতি শ্রী শ্রী সুনিল কুমার পাল জানান, ৭০ বছর ধরে অগ্রাহায়ন মাসের প্রথম সপ্তাহে এখানে এই ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন হয়ে আসছে। উল্লাপাড়া পৌর সভা ছাড়াও পার্শবর্তী এলাকার অন্ততঃ ১০ হাজার নারী-পুরুষ মহানামযজ্ঞা অনুষ্ঠানে যোগ দেবেন। প্রতিদিন বাইরে থেকে আসা লোকজনকে আপ্যায়ন করা হবে বলে উল্লেখ করেন সুনিল পাল।

  • উল্লাপাড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন।

    উল্লাপাড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন।

    উল্লাপাড়া(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ সিরাজগঞ্জ জেলার অন্তরগত উল্লাপাড়া পৌর বিএনপি’র উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এ দিবস উপলক্ষে বৃহস্পতিবার(৭ নভেম্বর) বেলা ১১ টার সময় সভাযাত্রা শেষ হবার পর কেন্দ্রীয় শহীদ মিনারে পৌর বিএনপি’র আহবায়ক মো.মুকুল হোসেন এর সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মো.শাহিন রেজার সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    এ সময় উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মো. হেলাল সরকার,মো.আব্দুস সালাম,উল্লাপাড়া পৌরসভায় দুইবার জনগণের ভোটে নির্বাচিত সাবেক মেয়র মো.বেলাল হোসেন,৯০ দশকে উপজেলা বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক মো.শফিউল মোমেন(শফি), উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি ও আশির দশকের নেতা মো.আব্দুর রাজ্জাক সন্টু,উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো.শাহাদাত হোসেন প্রমূখ বক্তব্য রাখেন।

    অন্যান্যের মধ্যে উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মো.আজমল তালুকদার,যুগ্ম আহ্বায়ক খাজা মঈন উদ্দিন,ছাত্র নেতা মো. সামিউল ইসলাম (সামি),উপজেলা সেচ্ছাসেবক দলের অন্যতম সদস্য মো. জাফর ইকবাল, বদিউজ্জামান, পঞ্চক্রোশী ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক মো. হায়দার আলী,বড়হর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো.ছাকোয়াত হোসেন সাবু, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি রইচ উদ্দিন হিরা, দূর্গানগর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক, কয়ড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম প্রমূখসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

     

  • উল্লাপাড়ায় ইউনিয়ন বিএনপি’র দলীয় কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন

    উল্লাপাড়ায় ইউনিয়ন বিএনপি’র দলীয় কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন

    উল্লাপাড়া(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পঞ্চক্রোশী ইউনিয়ন বিএনপি’র দলীয় কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

    শুক্রবার(১ নভেম্বর)সকাল ১০ টার সময় সলপ রেলওয়ে স্টেশন চত্বরে ভিত্তিপ্রস্তর কাজের উদ্বোধন করা হয়। এ সময় সলপ রেলওয়ে ষ্টেশনের জামে মসজিদের পেশ ইমাম ও বন্যাকান্দি আলিম মাদ্রাসার শিক্ষক ক্বারী আব্দুল লতিফ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।পরে মিষ্টি বিতরণ করা হয়।

    এরপর স্টেশনের যাত্রী ছাউনির নিচে পঞ্চক্রোশী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মালেক এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার মুইন শাহিন এর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    সভায় বিশেষ অতিথি হিসাবে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উল্লাপাড়া উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও পঞ্চক্রোশী ইউনিয়নে দুইবার নির্বাচিত সফল সাবেক চেয়ারম্যান জাহিদুল ইসলাম মিস্টার।তিনি বলেন এই ইউনিয়নের বিএনপি,যুবদল,ছাত্রদল সহ অঙ্গসংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীর দীর্ঘদিনের প্রত্যাশাছিলো স্থায়ীভাবে একটি দলীয় কার্যালয়। আজকে তাদের স্বপ্নের আকাঙ্খা বিএনপির অফিস বাস্তবায়ন হলো।নেতাকর্মীর বহুল প্রত্যাশা বাস্তবায়ন অনুষ্ঠানে অংশ গ্রহন করতে পেড়ে গর্ববোধ করছি।

    সভাপতির বক্তব্যে আব্দুল মালেক বলেন ৯০ দশকের পর থেকে একাধিকবার বিএনপির অফিস নির্মানের উদ্যোগ গ্রহন করে বিভিন্ন সমস্যার কারনে করতে পারিনি।আজ দলীয় নেতাকর্মীদের অধম্য চেষ্টা ও কঠোর পরিশ্রমের জন্যই বিএনপি’র দলীয় কার্যালয়ের কাজ শুরু করতে পেরেছি।স্থানীয় নেতৃবৃন্দর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন নিজেদের অর্থায়ন ও শ্রমের মধ্য দিয়ে অল্প সময়ের মধ্যে অফিস নির্মানের কাজ শেষ করবো।

    এ সময় উপস্থিত ছিলেন যুবদলের সদস্য সচিব রাউফুল ইসলাম,সেচ্ছাসেবক দলের সদস্য সচিব রুবেল হোসেন, যুবদলের যুগ্ন আহবায়ক রেজাউল করিম,মোহাম্মদ রাসেদ, সাইদুর রহমান,মেরাজ হোসেন,কাজিপাড়া গ্রামের বিশিষ্ট শিল্পপতি সুইট হোসেন,ঠিকাদার ও বিএনপি নেতা মিলন খন্দকার,গালিব ইবনে জামান,বেতকান্দি গ্রামের রওশন আলী (মাস্টার),ওয়ার্ড বিএনপির সভাপতি আলাল হোসেন, সাধারন সম্পাদক রুহুল আমিন,বিএনপি নেতা মোতালেব হোসেন,মোখলেছুর রহমান,ওয়ার্ড বিএনপির সভাপতি শাহ্ আলম,সাধারন সম্পাদক আব্দুল বারিক মণ্ডল,সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা,নূরনবী সরকার, রফিকুল ইসলাম, হাসানুর রহমান(জাহিদ),নূর আলম,মামুন সরকার,লিটন হোসেন,সাবেক ছাত্রদলের সভাপতি ফিরোজ হোসেন ও সাধারন সম্পাদক মাসুদ রানা,শহিদুল ইসলাম (মাস্টার), আব্দুল হান্নান,লিটন তালুকদার,হুমায়ন কবির, আব্দুল মজিদ,আলাউদ্দিন প্রমূখ।

  • উল্লাপাড়ায় কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত সভাপতি আনোয়ারুল ইসলাম তোতাকে সংবর্ধনা।

    উল্লাপাড়ায় কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত সভাপতি আনোয়ারুল ইসলাম তোতাকে সংবর্ধনা।

    বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটিতে তৃতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হওয়ায় মোঃ আনোয়ারুল ইসলাম তোতাকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

    শনিবার দুপুরে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় তার নিজ এলাকায় এ সংবর্ধনা দেওয়া হয়। স্থানীয় শিক্ষক মিলনায়তনে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির কর্মকর্তারা এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় প্রাথমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত সভাপতি ও সংবর্ধিত শিক্ষক নেতা মোঃ আনোয়ারুল ইসলাম তোতা। এ সময় তাকে পুষ্পমাল্য, ফুলের তোড়া ও ক্রেষ্ট দিয়ে সংবর্ধিত করা হয়।

    সংবর্ধনা অনুষ্ঠানের প্রথম পর্বে শিক্ষক মিলনায়তনে জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও প্রীতিভোজ অনুষ্ঠানের আয়োজন করে স্থানীয় শিক্ষক সংগঠন। এ সময় জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আফম জহুরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন- শিক্ষক নেতা মোশাররফ হোসেন, শহিদুল্লাহ লিটন, সামছুল হুদা, ময়নুল হোসেন ও আব্দুস সালাম প্রমুখ।

    অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে উল্লাপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির কমিটি গঠনের লক্ষে কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলে বড়হর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্রীয় নেতা মোঃ আনোয়ারুল ইসলাম তোতাকে সভাপতি ও বন্যাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ জহুরুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।