Tag: উল্লাপাড়া

  • উল্লাপাড়ায় কবর থেকে মানুষের কঙ্কাল চুরি।

    উল্লাপাড়ায় কবর থেকে মানুষের কঙ্কাল চুরি।

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রাতের অন্ধকারে কবর থেকে কঙ্কাল চুরি করে নিয়ে গেছে সংঘবদ্ধ চোরের দল। উপজেলার সলঙ্গা ইউনিয়নের নাইমুড়ি ও রুয়াপাড়া গ্রামের সম্মিলিত কবরস্থানে এ ঘটনা ঘটে। সোমবার বাদ আছর নাইমুড়ী গ্রামের মৃত বদিউজ্জামান তালুকদারের স্ত্রী হালিমা খাতুনের (৭৬) লাশ দাফন করতে গিয়ে বিষয়টি নজরে পারে গ্রামবাসীর।

    গ্রামবাসীর সূত্রে জানা যায়,নাইমুড়ি গ্রামের মৃত বদিউজ্জামানের স্ত্রী হালিমা খাতুনকে দাফন করতে গিয়ে দেখা যায় দুই বছর আগে মারা যাওয়া ১৬ জনের কবর খোড়া অবস্থায় পরে আছে। পরে বিষয়টি গ্রামের জনসাধারনের মনে সন্দেহ হলে খোড়া একটি কবর পিরোটা খুড়ে দেখা যায় কবরের ভিতরে মানুষের কঙ্কাল নাই।বাকি ১৫টি কবর খুড়ে দেখা যায় ওগুলোতেও লাশ অথবা কঙ্কাল নাই। এলাকাবাসীর ধারনা কিছুদিন আগে সংঘবদ্ধ চোরের দল এসব কঙ্কাল চুরি করে নিয়েছে।

    এ বিষয়ে নাউমুড়ী রুয়াপাড়া সম্মিলিত কবরস্থান কমিটির সভাপতি আব্দুল মান্নান তালুকদার আমারজমিনকে জানান বিষয়টি জানার পর আমি কবরস্থানে গিয়ে নিশ্চিত হয়েছি। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।পরবর্তী সময়ে এ ধরনের কাজ করতে না পারে সে ব্যাপারে কবরস্থান কমিটির পক্ষ থেকে কঠোর নজরদারি রাখা হবে।

    এ বিষয়ে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী জানান বিষয়টি জানার পরে এক জন মুসলমান হিসাবে মনে কষ্ট পেয়েছি। চোর চক্রের সদস্যদের উপর সংশ্লিষ্ট থানা পুলিশ কঠোর নজরদারি রয়েছে। যাতে এ ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। সংঘবদ্ধ চোর চক্রকে আইনের আওতায় আনার জোড় প্রচেষ্টা চালানো হচ্ছে।

     

  • উল্লাাপাড়ায় এশিয়ান টিভির নবম বর্ষপূর্তি উদযাপন।

    উল্লাাপাড়ায় এশিয়ান টিভির নবম বর্ষপূর্তি উদযাপন।

    নিজস্ব প্রতিবেদকঃ  নয় পেরিয়ে দশে পদার্পণ সবার সাথে এশিয়ান টেলিভিশন এই স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ভিন্নমাত্রা যোগ করে কেক কর্তন ও আলোচনা সভার মধ্য দিয়ে এশিয়ান টিভি’র নবম বর্ষপূতি উদযাপন করা হয়েছে।

    সোমবার দুপুর ১২ টার সময় উল্লাপাড়া পৌর শহরের সুনামধন্য  ফুডপার্ক রেস্টুরেন্টে এশিয়ান টিভির উল্লাপাড়া  উপজেলা প্রতিনিধি আল আমিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির।

    এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উল্লাপাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা,আওয়ামী যুবলীগের আহব্বায়ক মীর আরিফুল ইসলাম উজ্জ্বল ।

    এ ছাড়াও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক রেজাউল করিম বাচ্চু, উল্লাপাড়া প্রেসক্লাবের সভাপতি মোঃআব্দুস ছাত্তার, যুগ্নসাধারন সম্পাদক মোঃ সাহেব আলী, মোঃ রিয়াজুল ইসলাম সবুজ, এ আর জাহাঙ্গির, মোঃ শিশির আলম,মোঃ আমিনুল ইসলাম,মোঃ রাজু আহমেদ শাহান,এস এম মঈনুল ইসলাম, মোঃ আলমগীর হোসাইন, মোঃ আল মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন ।

    অনুষ্ঠানে বক্তারা এশিয়ান টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা সহ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান।

  • উল্লাপাড়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের মৃত্যু।

    উল্লাপাড়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের মৃত্যু।

    উল্লাপাড়া(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃসিরাজগঞ্জের উল্লাপাড়ায় শাহিন আলম(২৪) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশের সদস্যরা।

    উপজেলার দুর্গানগর ইউনিয়নের ইসলামপুর এলাকা থেকে গতকাল ১৮ জানুয়ারি মঙ্গলবার সকালে ব্রিজের রেলিং এর সাথে গলায় ফাঁস দেওয়া অবস্থায় যুবকের ঝুলন্ত লাশটি উদ্ধার করা হয়।

    নিহত মোঃ শাহিন আলম ইসলামপুর গ্রামের আব্দুল হাকিম বুদ্দু ব্যাপারীর ছেলে এক জন মানষিক প্রতিবন্ধী ।

    এ বিষয়ে নিহতের ছোট ভাই মোঃ সাব্বির হোসেন জানান,সোমবার রাত সাড়ে ৯ টার দিকে শাহিন নিখোঁজ। অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাওয়া যায়নি।

    গতকাল মঙ্গলবার সকালে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে একটা ব্রিজের রেলিংয়ের সঙ্গে তাঁর ঝুলন্ত মরদেহ দেখতে পায় স্থানীয়রা। নিহত শাহিন মানসিক প্রতিবন্ধী ছিলেন বলেও জানান তিনি।

    এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার উপপরিদর্শক আনোয়ার হোসেন বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের ঝুলন্তবস্থায় মরদেহ উদ্ধার করা হয়। তবে মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে সুরতহাল রিপোর্টের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে আসার পর মৃত্যুর মুল রহস্য জানা যাবে।

  • উল্লাপাড়ার সলপ ইউনিয়নের জনগণকে সেবা দিতে অঙ্গিকারবদ্ধ; চেয়ারম্যান শওকাত ওসমান।

    উল্লাপাড়ার সলপ ইউনিয়নের জনগণকে সেবা দিতে অঙ্গিকারবদ্ধ; চেয়ারম্যান শওকাত ওসমান।

    আগামী ৫ বছরের পরিকল্পনা ও বাস্তবায়নের অঙ্গিকার নিয়ে দ্বিতীয় বারের মতো বিপুল ভোটে নির্বাচিত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ শওকাত ওসমান সলপ ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্য/সদস্যা, ইউপি সচিব,উৎদোক্তাগণ,গ্রাম পুলিশসহ সকলকে নিয়ে পবিত্র কোরআন তেলওয়াত আলোচনা সভা ও বিশেষ মোনাজাত দোয় মাহফিলএবং ফুলের শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের শুভ উদ্বোধন করলেন।

    চেয়ারম্যান শওকাত ওসমানের বক্তব্যে বলেন,সলপ ইউনিয়নের জনসাধারণ আমকে দ্বিতীয় বারেও বিপুল ভোটের মাধ্যমে বিজয় সুনিশ্চিত করেছেন। আমি ইউনিয়ন পরিষদের সকল সদস্যদের অবগতির জন্য বলচ্ছি; স্থানীয় সরকারের বিধিমতে জনসাধারণকে সেবা দিতে অঙ্গিকার বদ্ধ। তাই সকলকে সচেতন থাকতে হবে যে, পরিষদে কেহ যেনো সেবা বঞ্চিত না হয়।

    বিশেষ মোনাজাত ও দোয়া মাহফিল পূর্বক আলোচনা সভায় বক্তব্য রাখেন, ইউপি সদস্য মো,আব্দুল হাকিম, জিল্লুর রহমান, বিলকিস ভানু ও ইউনিয়ন পরিষদের সচিব মো, আব্দুল মান্নান প্রমুখ।

  • উল্লাপাড়ায় এইচটি ইমামের ৮৩ তম জম্ম বার্ষিকী পালিত।

    উল্লাপাড়ায় এইচটি ইমামের ৮৩ তম জম্ম বার্ষিকী পালিত।

    শনিবার উল্লাপাড়ার মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা প্রয়াত বীরমুক্তিযোদ্ধা এইচটি ইমামের ৮৩তম জম্ম বার্ষিকী পালিত হয়। উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এ উপলক্ষে মিলাদ মাহফিল ও স্মরণ সভার আয়োজন করে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন।

    স্মরণ সভায় সংগঠনের সভাপতি মোঃ ফয়ষাল কাদের রুমির সভাপতিত্বে বক্তারা এইচটি ইমামের জীবন, কর্ম, মহান মুক্তিযুদ্ধের অবদান ও স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ পূণঃ গঠনে অসামান্য অবদানের কথা তাদের বক্তৃতায় তুলে ধরেন।

    সভায় উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি অধ্যাপক ইদ্রিস আলী, আলহাজ্ব আব্দুল বাতেন হিরু, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজ, সাংগঠনিক সম্পাদক আরিফ বিন হাবিব, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মমতাজ হাসান রিটু, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মীর আরিফুল ইসলাম উজ্জল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোবারক হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল মাহমুদ সরকার ও পরিবারের সদস্য ভাতিজা খাঁন সুলতান হাফিজ প্রমুখ বক্তব্য রাখেন।

  • ডাম্পিং পয়েন্ট না থাকায় স্বাস্থ্য ঝঁকিতে উল্লাপাড়া পৌরসভার নাগরিক

    ডাম্পিং পয়েন্ট না থাকায় স্বাস্থ্য ঝঁকিতে উল্লাপাড়া পৌরসভার নাগরিক

    উল্লাপাড়া পৌরসভা ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার সময় এটি ছিল ‘গ’ শ্রেণিভুক্ত। বর্তমানে এই পৌরসভা প্রথম শ্রেণিতে উন্নিত হয়েছে। দীর্ঘ ২৭ বছরে এখানে জনসংখ্যা বেড়েছে কয়েক গুণ। কিন্তু বাড়েনি নাগরিক সুবিধা। দীর্ঘদিনেও তৈরি হয়নি আর্বজনা ফেলার নির্দিষ্ট ডাম্পিং পয়েন্ট।

    পৌরবাসীর অভিযোগ যেখানে সেখানে বর্জ্য ও আবর্জনা ফেলা হচ্ছে। বিশেষ করে পৌর শহরেরবা গুরুত্বপূর্ণ স্থান হিসেবে বিবেচিত এইচ.টি. ইমাম পৌর মুক্ত মঞ্চের পাশে, ঝিকিড়া পাটবন্দরের পাশে, বিজ্ঞান কলেজের পাশে ও পৌর বাস টার্মিনালের পাশে ফেলা হচ্ছে বিপুল পরিমাণ বর্জ্য। ফলে দুর্গন্ধে পাশের রাস্তা দিয়ে পৌরবাসীর চলাচল করা কষ্টকর হয়ে পড়েছে। আবাসিক এলাকার বাসিন্দারা পৌরবাসী পৌরসভা কর্তৃপক্ষের কাছে নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার ব্যবস্থা করার জন্য অনেকবার আবেদন জানিয়েছেন। কিন্তু এতে সাড়া দেয়নি কর্তৃপক্ষ।

    সরকারি আকবর আলী কলেজের শিক্ষার্থী মো. আব্দুল আলিম, আতিকুল ইসলাম, শারমিন খাতুন জানান, এই পথে যাতায়াতের সময় খুব দুর্গন্ধ সহ্য করতে হয়। এ কারণে তাদের স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে হয়। তারা অবিলম্বে একটি নির্দিষ্ট ডাম্পিং পয়েন্ট স্থাপনের জন্য অনুরোধ জানান।

    এ ব্যাপারে পৌর মেয়র এস এম নজরুল ইসলাম পৌরসভায় নির্দিষ্ট ডাম্পিং পয়েন্ট তৈরি না করায় নাগরিকদের বিভিন্নমুখী কষ্ট ও দুভোর্গের কথা স্বীকার করেন। তিনি জানান, আসলেই পৌরসভার বিভিন্ন স্থানে বর্জ্য-আবর্জনা ফেলা হচ্ছে। এটি স্বাস্থ্যসম্মত নয়। তবে পৌরসভা কর্তৃপক্ষ ইতোমধ্যেই ডাম্পিং পয়েন্ট প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে। খুব শিগগিরই এটি বাস্তবায়িত হবে। নিরসন হবে পৌরবাসীর অনেক দিনের দুভোর্গ।

  • উল্লাপাড়ায় আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি-আমিনুল,সম্পাদক-ইকবাল।

    উল্লাপাড়ায় আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি-আমিনুল,সম্পাদক-ইকবাল।

    সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বড় পাঙ্গাসী ইউনিয়ন আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে বড় পাঙ্গাসী ইউনিয়ন পরিষদ চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন উল্লাপাড়া উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক তরুণ প্রজন্মের অহংকার মীর আরিফুল ইসলাম উজ্জ্বল।

    সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক সাবেক জিএস মোঃ আজিজুল ইসলাম শাহআলম।

    বড় পাঙ্গাসী ইউনিয়ন আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের প্রথম পর্বের আলোচনা সভায় প্রস্তুতি কমিটির আহবায়ক মোয়াজ্জেম হোসেন বিএসসি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ ফয়সাল কাদের রুমি।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি অধ্যাপক ইদ্রিস আলী, আলহাজ্ব আব্দুল বাতেন হিরু, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান হাফিজ, প্রচার সম্পাদক ভিপি বাশার। অনুষ্ঠানে অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন বড় পাঙ্গাসী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও পরিষদ চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির লিটন, সম্পাদক মোঃ মজনু মন্ডল ও ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ রিপন আহমেদ।

    সম্মেলনের দ্বিতীয় পর্বে ইউনিয়ন আওয়ামী যুবলীগের কমিটি গঠনে কাউন্সিলদের প্রত্যক্ষ ভোটে আগামী তিন বছরের জন্য সভাপতি পদে নির্বাচিত হন মোঃ আমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদ নির্বাচিত  হয়েছেন মোঃ ইকবাল হোসেন।

  • উল্লাপাড়ায় মুদির দোকানে আগুন;পুড়ে ছাই হয়েছে মালামাল।

    উল্লাপাড়ায় মুদির দোকানে আগুন;পুড়ে ছাই হয়েছে মালামাল।

    নিজেস্ব প্রতিবেদকঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটি মুদির দোকানে আগুন লেগে প্রায় ১৪/১৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার সলঙ্গা ইউনিয়নের ভরমোহনী গ্রামের আব্দুল হাই প্রামাণিক এর মুদির দোকানে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

    ১১ জানুয়ারি মঙ্গলবার সকাল সাড়ে ৮ টার সময় ঘটনা স্থলে গিয়ে স্থানীয়দের মাধ্যমে জানা যায় বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে তার দোকানে আগুনের সূত্রপাত ঘটে। রাত ও বৈদ্যুতিক এর কারনে মানুষ আগুন নিভানোর কাজে সম্পৃক্ত হতে পারেননি।সে জন্য ক্ষতির পরিমাণ বেশি হয়েছে।এলাকার মধ্যে সবচেয়ে বড় আব্দুল হাইয়ের মুদির দোকান। দোকানের সকল মালামাল পুড়ে গেছে।

    আব্দুল হাই জানান, সোমবার সন্ধ্যার পরে দোকান বন্ধ করে বাড়িতে চলে যাই। রাত সাড়ে ৯ টার দিকে হঠাৎ লক্ষকরে দেখি দোকানের ভিতর থেকে আগুন উপরের দিকে দাঁও দাঁও করে জ্বলে ওঠছে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে উল্লাপাড়া ও তাড়াশ ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের প্রচেষ্টায় যতক্ষণে আগুন নিয়ন্ত্রণে আনে ততক্ষণে দোকান ঘরে থাকা যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়।দোকানে থাকা কোন কিছুই রক্ষা করা সম্ভব হয়নি।

    তিনি আরোও জানান সবমিলে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন। তবে সর্বস্ব হারিয়ে ক্ষতিগস্ত পরিবার সরকার ও প্রশাসনের কাছে সহযোগিতা কামনা করেছেন।

    উল্লাপাড়া ফায়ারসার্ভিসের স্টেশন অফিসার ছরোয়ার খান জানান সোমবার রাত সাড়ে ৯ টার সময় স্থানীয়দের মাধ্যমে আগুন লাগার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক সকসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে ধারনা করা হচ্ছে। বিদ্যুৎ থেকে আগুনের উৎপত্তির কারনে এলাকার জনসাধারন আগুন নিভানোর কাজ করতে পারেনি বিধায় ক্ষতির পরিমাণ বেশি হয়েছে।

    সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাদের জিলানী অগ্নিকাণ্ডের ঘটনা নিশ্চিত করে জানান,অগ্নিকান্ডের খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছিল। ফায়ার সার্ভিস,পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনে আনা হয়।

  • উল্লাপাড়ায় নানা আয়োজনের মধ্যদিয়ে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন।

    উল্লাপাড়ায় নানা আয়োজনের মধ্যদিয়ে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন।

    সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নানা কর্মসুচির মধ্যদিয়ে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। ঐতিহাসিক ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ নানা কর্মসুচি পালন করে।

    দিনব্যাপী কর্মসুচির মধ্যে ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, মিলাদ মাহফিল ও আলোচনা সভা।

    উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ ফয়সাল কাদের রুমি, সিনিয়র সহ-সভাপতি ও পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম শফি, অধ্যাপক ইদ্রিস আলী, আলহাজ্ব আব্দুল বাতেন হিরু, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান হাফিজ, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ আজিজুল ইসলাম শাহআলম, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সরোয়ার হোসেন সবুজ, সাধারণ সম্পাদক আল মাহমুদ সরকার সহ অন্যরা।

    দুপুরে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে কোরআন খানি ও মিলাদ মাহফিল এবং বিকেলে ঐতিহাসিক ১০ জানুয়ারি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

  • উল্লাপাড়ায় ৪০ প্রহরব্যাপী মহানামযজ্ঞানুষ্ঠানের উদ্বোধন করলেন এমপি তানভীর ইমাম।

    উল্লাপাড়ায় ৪০ প্রহরব্যাপী মহানামযজ্ঞানুষ্ঠানের উদ্বোধন করলেন এমপি তানভীর ইমাম।

    বিশ্বশান্তি ও মানব কল্যাণে সনাতন ধর্মসভা ও ৪০ প্রহর ব্যাপী অখণ্ড তারকব্রক্ষ্র মহানামযজ্ঞানুষ্ঠান এবং শ্রী শ্রী রাধা-গোবিন্দ অপ্রাকৃত লীলা মাধুরী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। বুধবার রাত ৯ টায় উল্লাপাড়া পৌরসভার ঘোষগাঁতী মহল্লার বলরাম জিউ মন্দিরে মহানামযজ্ঞানুষ্ঠানের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন উল্লাপাড়া আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম।

    বুধবার রাত ৯ টায় ক্রেস্ট ও উত্তরীয় পরিয়ে উদ্বোধন অনুষ্ঠানে অতিথিদের বরণ করেন আয়োজক কমিটির সদস্যবৃন্দ। পরে মন্দির কমিটির সভাপতি শ্রী সুভাষ চন্দ্র সাহা’র সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি তানভীর ইমাম। এতে অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির, সিরাজগঞ্জ জেলা পরিষদ সদস্য মোঃ হাফিজুর রহমান হাফিজ, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি গৌতম দত্ত, উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান এক্য পরিষদের সভাপতি প্রভাত কুমার নন্দী ও উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মীর আরিফুল ইসলাম উজ্জ্বল প্রমুখ। পুরো অনুষ্ঠান টি সঞ্চালন করেন মন্দির কমিটির সাধারণ সম্পাদক শ্যামল কুমার ও পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আমিরুল ইসলাম আরজু।