Tag: উল্লাপাড়া

  • উল্লাপাড়ায় ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী আটক।

    উল্লাপাড়ায় ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী আটক।

    সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলংগা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় আটককৃতদের তল্লাশি করে ৯১ পিচ ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।

    আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন দিনাজপুর বীরগঞ্জের বলরামপুর গ্রামের মোঃ ছাত্তার আলীর ছেলে মোঃ তরিকুল ইসলাম(৩০) ও একই এলাকার সুজালপুর(কলেজপাড়া)গ্রামের মোঃ সাইফুল ইসলামের ছেলে মোঃ শাকিল মাহমুদ(২৮)।

    এ তথ্য নিশ্চিত করে সলংগা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী বলেন সিরাজগঞ্জ পুলিশ সুপার মহাদ্বয়ের নির্দেশক্রমে গোপন সংবাদের ভিত্তিতে ২৬ জানুয়ারি বুধবার রাত সোয়া ৩ টার সময় উপজেলার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কের হাজী ঈমান আলী মার্কেটের সামনে ওসি তদন্তর জাকেরিয়ার নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়।

    এ সময় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে দিনাজপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা দেশ ট্রাভেল নামক যাত্রীবাহী কোচের গতিরোধ করে তল্লাশি চালিয়ে ৯১ বোতল ফেন্সিডিলসহ তাদের আটক করা হয়।
    উদ্ধার হওয়া আলামতসহ তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজু করে বুধবার দুপুরে জেলহাতে পাঠানো হয়েছে।

  • উল্লাপাড়া উপজেলা আ’লীগ পৃথকভাবে এ্যাড.মারুফের ২য় মৃত্যু বার্ষিকী পালন।

    উল্লাপাড়া উপজেলা আ’লীগ পৃথকভাবে এ্যাড.মারুফের ২য় মৃত্যু বার্ষিকী পালন।

    উপজেলা আওয়ামীলীগের কমিটি অনুমোদনের দু’ মাস যেতে না যেতেই আভ্যন্তরিন কোন্দলে উল্লাপাড়া উপজেলা আওয়ামীলীগ দু’ ভাগে বিভক্ত হয়ে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ন আহবায়ক সিরাজগঞ্জ জেলা জজ কোর্টের বিশিষ্ট আইনজীবী এ্যাড. মারুফ বিন হাবিব এর দ্বিতীয় মৃত্যু বার্ষিকী পৃথক পৃথক কর্মসুচিতে পালন করেছে। বুধবার মারুফ বিন হাবিব এর ২য় মৃত্যু বার্ষিকীতে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের একটি গ্রুপ দলীয় কার্যালয়ে ও সহ সভাপতি ও পৌর মেয়রের নেতৃত্বে অপর গ্রুপ পৃথক ভাবে তার মৃত্যু বার্ষিকীর কর্মসূচি পালন করে।

    উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ ফয়সাল কাদের রুমি ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা’র নেতৃত্বে সকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে কোরআনখানি তেলোয়াত, কালোব্যাচ ধারণ করে দলীয় নেতা-কর্মীরা। বেলা ১১টায় মরহুমের কবর জিয়ারত ও বাদ যোহর আ’লীগ কার্যালয়ে দোয়া, মিলাদ মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়। ফয়সাল কাদের রুমির সভাপতিত্বে স্মরণ সভায় এ সময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক মরহুমের সহোদর আরিফ বিন হাবিবসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

    অপর দিকে পৌর মেয়র এস এম নজরুল ইসলাম এর উল্লাপাড়াস্থ বাস ভবনের সামনে বেলা ১২ টার দিকে উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ মোকলেছুর রহমান ডাবলু ও পৌর মেয়র এস. এম. নজরুল ইসলামের নেতৃত্বে সকালে কবর জিয়ারত, বেলা ১২ দিকে শোক শোভাযাত্রা, দোয়া, মিলাদ মাহফিল, মরহুমের কর্মময় জীবনীর উপর স্মৃতি চারণের মাধ্যমে এ্যাড. মারুফ বিন হাবিবের ২য় মৃত্যু বার্ষিকী পালন করা হয়। উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও মহুরুমের চাচা মোকলেছুর রহমান ডাবলুর সভাপতিত্বে স্মৃতি চারণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব জাহেদুল হক, মাহবুব সরোয়ার বকুল, পৌর মেয়র এস. এম নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ হেদায়েত আহমেদ এলানসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

    এ বিষয়ে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ মোকলেছুর রহমান ডাবলু জানান, কমিটি অনুমোদনের দু’ মাস পার হলেও দলীয় ফোরামে কোনো সভা ডাকা হয়নি। মারুফ বিন হাবিবের মৃত্যু বার্ষিকী নিয়ে দলীয় ভাবে কোন সিদ্ধান্ত না থাকায় আমরা উপজেলা আওয়ামীলীগের তৃর্ণমুল নেতা-কর্মীদের নিয়ে মারুফ বিন হাবিবের ২য় মৃত্যু বার্ষিকী পালন করেছি ।

    এ বিষয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ ফয়সাল কাদের রুমি জানান, এক সপ্তাহ আগে আমরা জেলা কমিটির কাছ থেকে নতুন কমিটির তালিকা পেয়েছি । অচিরেই নতুন কমিটির সভা ডাকা হবে । সময় না পাওয়ায় মারুফ বিন হাবিবের মৃত্যু বার্ষিকীর প্রস্তুতি কমিটি গঠন করা হয়নি। তবে সব সদস্যকেই মৌখিক ভাবে জানানো হয়েছে। ভুলবুঝে কতিপয় নেতা-কর্মী আলাদাভাবে মারুফ বিন হাবিবের ২য় মৃত্যু বার্ষিকী পালন করায় আমরা আন্তরিক ভাবে দুঃখিত। তবে এটা অভ্যন্তরিন কোন নয়, মান অভিমান।

  • উল্লাপাড়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন ইউপি চেয়ারম্যান তপন।

    উল্লাপাড়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন ইউপি চেয়ারম্যান তপন।

    মজিব বর্ষ উপলক্ষ্যে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পথচারী, দুঃস্থ ও শীতার্তদের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে পূর্ণিমাগাঁতী ইউনিয়ন পরিষদের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রায় ৫’শত কম্বল বিতরণ করেন চেয়ারম্যান মোঃ রেজাউল ইসলাম তপন।

    কম্বল বিতরণ অনুষ্ঠানে এ সময় অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন পূর্নিমাগাঁতী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ রাশেদুল হাসান রাশেদ, পরিষদ সচিব মোঃ আমিনুল ইসলাম, ইউপি সদস্য মোঃ আব্দুর রব, মোঃ মোহন আলী, মোঃ মুছা প্রামাণিক ও নারী সদস্য মোছাঃ মাফিয়া খাতুন প্রমুখ।

    পূর্ণিমাগাঁতী ইউনিয়ন পরিষদের ৯ টি ওয়ার্ডের প্রায় ৫’শত দুঃস্থ, অসহায় ও শীতার্ত লোকজনের মধ্যে এ সমস্ত কম্বল বিতরণ করা হয়।

  • উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় ভূমি কর্মকর্তার মৃত্যু।

    উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় ভূমি কর্মকর্তার মৃত্যু।

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় আব্দুস ছালাম (৪৮) নামে এক উপ-সহকারী ভূমি কর্মকর্তা মৃত্যু বরন করেছে ।

    সোমবার (২৪ জানুয়ারি) বেলা ১১টার সময় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

    জানা গেছে, গত রবিবার (২৩ জানুয়ারি) সকালে উল্লাপাড়া উপজেলার কয়ড়া গ্রামের মজিবুর রহমান খদগীরের ছেলে আব্দুল সালাম মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে পৌর ভূমি অফিসে যাচ্ছিলেন। পথে শ্যামলীপাড়ার মাছের আড়ৎ এলাকায় ঢাকাগামী সি-লাইন পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়।

    পরে স্থানীয়রা গুরুতর আহত আব্দুস সালামকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এখানে সোমবার সকালে তার মৃত্যু হয়। আব্দুস সালাম উল্লাপাড়া পৌর ভূমি অফিসে কর্মরত ছিলেন।

    উল্লাপাড়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) এনামুল হক দুর্ঘটনায় আব্দুস সালামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর নিহতের পরিবার থেকে সি-লাইন বাস কর্তৃপক্ষের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ বিষয়টির তদন্ত শুরু করেছে।

  • উল্লাপাড়ায় মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র বিতরণ।

    উল্লাপাড়ায় মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র বিতরণ।

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মুজিববর্ষে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।

    রবিবার (২৩ জানুয়ারী) মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে শীতবস্ত্র কম্বল বিতরণ অনুষ্ঠানে উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মুক্তিযোদ্ধাদের হাতে এসব কম্বল তুলে দেন।

    এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদের রুমি, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, আওয়ামী লীগ নেতা অধ্যাপক ইদ্রিস আলী ও আওয়ামী যুবলীগের আহবায়ক মীর আরিফুল ইসলাম উজ্জ্বল প্রমুখ।

  • উল্লাপাড়ায় ৩ বাড়িতে সন্ত্রাসী হামলা ভাংচুর লুটপাট বউ শাশুড়ীর চুল কর্তন

    উল্লাপাড়ায় ৩ বাড়িতে সন্ত্রাসী হামলা ভাংচুর লুটপাট বউ শাশুড়ীর চুল কর্তন

    রোববার সকাল ৯টার দিকে উল্লাপাড়া উপজেলার উধুনিয়া ইউনিয়নের তরফ ভায়ড়া গ্রামে ৩টি বাড়িতে হামলা চালানো হয়। এসময় এসব বাড়ির ঘর দরজা, আসবাবপত্র ভাংচুর এবং লুটপাট করা হয়। এক পযার্য়ে এই গ্রামের শাশুড়ী ও তার পুত্রবধুর চুল কেটে দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে। এই ঘটনায় প্রায় ১৭ লাখ টাকার ক্ষতি করা হয়েছে বলে অভিযোগকারীরা জানান।

    গ্রামের জিল্লুর রহমান, বাবলু সরকার ও মোঃ আলহাজ অভিযোগ করেন, পূর্ব গোলযোগের জের ধরে একই গ্রামের আব্দুল মজিদ মেম্বরের লোকজন পরিকল্পিত ভাবে তাদের ঘরবাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে। এসময় তাদের ৪ ব্যক্তি আহত হয়।

    মজিদ বাহিনী আলহাজ আলীর মা হাসনা খাতুন ভানু (৬০) এবং তার স্ত্রী নীলা খাতুনের (৩০) চুল কেটে দিয়ে তাদের বাড়ি থেকে বের করে দেয়। হামলাকারীরা এসময় নগদ টাকা ও সোনাদানাসহ প্রায় ১৭ লাখ টাকার মালামাল লুটে নেয়। বিষয়টি উল্লাপাড়া মডেল থানায় জানালে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

    অভিযোগকারীরা আরো জানান, কথিত মজিদ বাহিনী প্রধান আব্দুল মজিদ গ্রামে এর আগেও এই জাতীয় সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে অনেক পরিবারের ক্ষতি করেছে। মজিদের বিরুদ্ধে তরফ ভায়ড়া গ্রামের বেশ কয়েকটি পরিবারের জমি এবং সরকারি খাস জমি দখলেরও অভিযোগ রয়েছে। মজিদ তরফ ভায়ড়া গ্রামের সরকারি খেলার মাঠ, সরকারি রাস্তা দখল করে তিনি অন্য ব্যক্তিদের কাছে বিক্রি করে দিয়েছে এবং সেখানে তাদের ঘরবাড়ি নিমার্ণ করে দিয়েছে। ফলে অনেক বাড়ির লোকজনের বের হবার রাস্তা বন্ধ হয়ে গেছে।

    এ ব্যাপারে উল্লাপাড়া মডেল থানায় যোগাযোগ করা হলে উপ পরিদর্শক আব্দুস সালাম জানান, খবর পেয়ে তিনি পুলিশ বাহিনী নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ইতোমধ্যেই এ ব্যাপারে ঘটনার শিকার উক্ত গ্রামের জিল্লুর রহমান, বাবলু সরকার ও আলহাজ পৃথক পৃথক ভাবে আব্দুল মজিদ বাহিনীর বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে। পুলিশ এব্যাপারে তদন্ত শুরু করেছে। হামলার সঙ্গে জড়িত ব্যক্তিরা পালিয়ে গেছে।

    অভিযুক্ত মজিদের সঙ্গে বার বার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

  • উল্লাপাড়ায় বৈদ্যুতিক বিস্ফোরণে আগুন;বসতবাড়ি পুড়ে ছাই।

    উল্লাপাড়ায় বৈদ্যুতিক বিস্ফোরণে আগুন;বসতবাড়ি পুড়ে ছাই।

    নিজস্ব প্রতিবেদকঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বৈদ্যুতিক আগুনে মোঃ আব্দুল লতিফ মন্ডলে ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার রাত সাড়ের ৯ টার সময় উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের শাহিকোলা মন্ডল(পাড়া) গ্রামে এই দুর্ঘটনা ঘটেছে।

    আব্দুল লতিফ জানান শনিবার রাত সাড়ে ৯ টার সময় বিদ্যুৎ এর মিটারে হঠাৎ বিস্ফরন হয়ে আগুন জলে উঠে। চিৎকার করে উঠলে প্রতিবেশিরা আগাইয়া এসে আমাদের উদ্ধার করে।কিন্তু বিদ্যুৎ এর ভয়ে কেউ আগুন নিবানোর জন্য কাছে যেতে সাহস করেনি। আমার তিনটি ঘর ও ঘরের ভিতরের আসবারপত্র ও নগদ ৫০ হাজার টাকা পুড়ে ছাই হয়ে গেছে এতে তিন লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

    প্রতিবেশি মেরাজ আলী জানান গ্রামের মধ্যে মন্ডল পাড়াটা সবচেয়ে বেশি অবহেলিত। রাস্তাঘাট নাই,বিদ্যুৎও ছিলো না। গত বছর ৬০ টি আবাসিক ও সেচ মিটার আবেদন করে বিদ্যুৎ সংযোগ পেয়েছি।কিন্তু অপরিকল্পিত ভাবে বিদ্যুৎ এর লাইন ও সংযোগ দেওয়ার কারনে মিটার বিস্ফোরণ ঘটেছে।রাস্তা না থাকায় ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা যথা সময়ে ঘটনাস্থলে আসতে পারেনি বলে ক্ষতির পরিমাণ বেশি হয়েছে।গ্রামে রাস্তাঘাটের উন্নয়ন ও পল্লীবিদ্যুৎ থেকে ঘটনার সঠিক তদন্ত করে বিহিত করার দাবী জানান।

    এ তথ্য নিশ্চিত করেন উল্লাপাড়া ফায়ার স্টেশনের সাব অফিসার মোঃ জালাল উদ্দিন। তিনি জানান শনিবার রাত ১০ টার দিকে স্থানীয়দের মাধ্যমে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌছে। মুলসড়ক থেকে আগুন লাগারস্থান পর্যন্ত গাড়ি নেয়ার মত রাস্তা নাথায় গারি নিয়ে ঘটনাস্থলে পৌছাতে বিলম্ব হয়।পায়ে হেটে যতক্ষণে ঘটনাস্থলে পৌছিলাম ততোক্ষণে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এ ঘটনায় তিনটি ঘর পুরে ছাই হয়ে গেছে।

  • উল্লাপাড়ায় বিদেশী কুল চাষে সাফল্য পেয়েছে আদর্শ কৃষক ফজলুল হক।

    উল্লাপাড়ায় বিদেশী কুল চাষে সাফল্য পেয়েছে আদর্শ কৃষক ফজলুল হক।

    নিজেস্ব প্রতিবেদকঃ ধান, সরিষা ও সবজি চাষ বাদ দিয়ে বিদেশী জাতের কুল চাষ করে সাফল্য পেয়েছেন সিরাজগঞ্জের উল্লাপাড়ার পৌর শহরের চরঘাটিনা গ্রামের আদর্শ কৃষক মোঃ ফজলুল হক। বৃহস্প্রতিবার সকালে সরেজমিন তার বাগানে গিয়ে দেখা যায় চাষ করা সারি সারি কুল বরোইয়ের গাছ। গাছগুলো আকারে ছোট ও ঝাপটা । গাছে গাছে ঝুলছে আকর্ষনীয় সিডলেস ও বল সুন্দরী লোভনীয় কুল। কুলের ভারে নুয়ে পড়েছে গাছের ডালগুলো।গাছের ফলগুলো সুরক্ষার জন্য বাঁশের ঠেস দেওয়া হয়েছে পাখি থেকে সুরক্ষার জন্য উপর দিয়ে টাঙ্গনো হয়ে ছোট পাশের জাল। রাস্তার পাশে কুলবাগানের দিকে পথচারীদের দৃষ্টি। আকর্ষণ করছে দৃষ্টি নন্দন ও মন জুড়ানো বিদেশী জাতের মিষ্টি কুলের বাগান।

    উল্লাপাড়া পৌরসভার চর ঘাটিনা গ্রামের কৃষক ফজলুল হক এবছর তার দুই বিঘা জমিতে বিদেশী জাতের সিডলেস ও বল সন্দুরী কুলের চাষ করেছেন।তার বাগানে সিডলেস ও বল সন্দুরী উভয় জাতের ৮০টি করে কলমের চারা রোপন করেছেন।

    তিনি এই কলমগুলো প্রতিবেশি দেশ ভারত থেকে সংগ্রহ করেছেন। ঝাপড়া গাছগুলোতে প্রচুর পরিমানে সুমিষ্ট কুল বরোই ধরেছে। দেখতে কিছুটা পাকা আপেলের মতো থোকায় থোকায় শোভা পাচ্ছে। ইতোমধ্যে ফল পাকতে শুরু করেছে এবং বাজারজাত করন শুরু হয়েছে।

    চরঘাটিনা গ্রামে দৃষ্টিনন্দন কুল বাগানের মালিক আদর্শ কৃষক মোঃ ফজলুল হক জানান,বিদেশী কুল চাষে ভালো সাফল্যের আশায় তিনি তার জমিতে ধান, সরিষা ও সবজি চাষের পরিবর্তে প্রথমবারের মতো কুল চাষ করেছেন। বিদেশী জাতের এই কুল গাছগুলো সংগ্রহ ও রোপন করতে তার খরচ হয়েছে প্রায় ৫০ হাজার টাকা। এসব কুলগাছ ৫ বছর পর্যন্ত ফল দিয়ে থাকে। প্রত্যেক মৌসুমে সিডলেস জাতের প্রতিটি গাছ ৩০-৩৫ কেজি ও বল সুন্দুরী জতের প্রতিটি গাছ ৭৫-৮০ কেজি পরিমান কুল দিয়ে থাকে।চলতি কুল মৌসুমে তার কুল থেকে আয়ের লক্ষ্যমাত্রা রয়েছে প্রায় সাড়ে ৩ লাখ টাকা। বর্তমানে তিনি সিডলেস কুল বিক্রি করছেন ৪০০০-৪২০০ টাকা মন ও বল সুন্দরী বিক্রি করছেন ২০০০-২২০০’শ টাকা মন দরে বিক্রি করা যায়।বিক্রির জন্য হাট-বাজারে যেতে হয় না,ব্যাপারি বাগানে এসে নিয়ে যায়।এই জাতের কুল খেতে মিষ্টি ও স্বাদে ভরপুর।ইতিমধ্যে এ জাতের কুল দ্বিগুণ চাহিদা বেড়েছে। এদিকে ফজলুল হকের কুল চাষের সাফল্যে পার্শ্ববর্তী এলাকার যুবক ও বেকার ছেলেরা কুল চাষে আগ্রহ প্রকাশ করেছেন।বেশি পরিমান জায়গা নিয়ে বড় বাগান কয়েকজন কৃষি শ্রমিকের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে।

    কুলবাগানে কর্মরত শ্রমিক সোহেল রানার সঙ্গে কথা হলে তিনি জানান, এই কুল বাগানে কাজ করার সুযোগ পেয়ে দুথটি পয়সা আয় করতে পারছেন।

    এ ব্যাপারে উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন(সুমি)জানান, ইতোমধ্যে তিনি তার অফিস স্টাফ সাথে নিয়ে ফজলুল হকের ভারত থেকে নিয়ে আসা সিডলেস ও বল সুন্দরী জাতের কুলবাগান পরিদর্শন করেছেন। এবছরই তিনি প্রথম কুল চাষ করেছেন। কুল চাষে তিনি বেশ সফল হয়েছেন। তাকে দেখে এলাকার বেকার যুবকেরা কুল চাষে আগ্রহ দেখাচ্ছেন। এ সময় তিনি আরো জানান, বেকার যুবকেরা কুল চাষ করলে তার দপ্তর থেকে সব ধরনের সুযোগ সুবিধা দেওয়া হবে।

  • উল্লাপাড়ার ভট্টকাওয়াক কবরস্থান আলোকিত করলেন পৌর মেয়র এস.এম.নজরুল ইসলাম।

    উল্লাপাড়ার ভট্টকাওয়াক কবরস্থান আলোকিত করলেন পৌর মেয়র এস.এম.নজরুল ইসলাম।

    সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভার ভট্টকাওয়াক মহল্লার কবরস্থানে এলইডি লাইট স্থাপন করে আলোকিত করা হয়েছে। বুধবার রাতে ভট্টকাওয়াক কবরস্থানে মেয়র এস. এম. নজরুল ইসলামের নিজস্ব অর্থায়নে মহল্লাবাসিকে সঙ্গে নিয়ে প্রায় ১৫-২০ টি এলইডি লাইট স্থাপন করে আলোকিত করেন কবরস্থান। এ সময় মহল্লাবাসির আয়োজনে কবরস্থানের আলোকিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লাইটের সুইচ টিপে অনুষ্ঠান উদ্বোধন করেন পৌর মেয়র।

    অনুষ্ঠানের প্রধান অতিথি এস. এম. নজরুল ইসলাম বলেন, বর্তমান সরকার উন্নয়নের সরকার। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামী ৪১ সালের মধ্যে বাংলাদেশ একটি স্বয়ং সম্পূর্ণ রাষ্ট্রে পরিণত হয়ে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে। সকল উন্নয়নের সাথে সম্পৃক্ত থেকে দেশকে এগিয়ে নেওয়ার দায়িত্ব সকলের। আসুন আমরা দুর্নীতিমুক্ত মানবিক দেশ গঠনের লক্ষ্যে জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করে উন্নয়নকে ত্বরান্বিত করি।

    তিনি আরও বলেন, ভট্টকাওয়াক গ্রাম বাসির আয়োজনে এসে আপনাদের সহযোগিতায় কবরস্থানকে আলোকিত করতে পেরে নিজেকে ধন্য মনে করেন তিনি। করোনাকালিন সময়ে সকলকে স্বাস্থ্য বিধি মেনে পথ চলার অনুরোধ জানান মেয়র নজরুল।

    এছাড়াও মেয়র উপজেলার বিভিন্ন গ্রামের ডজনখানেক কবরস্থানকে তিনি ইতিপূর্বে আলোকিত করেন। এ সময় মোঃ মোশাররফ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর মোঃ আজিজুল ইসলাম শাহআলম, ডাঃ শামসুল আলম স্বপন, ইউসুফ আলী মন্টু ও মাসুদ রানা প্রমুখ।

  • উল্লাপাড়ায় ভিন্ন আয়োজনে এস এ টিভির দশম প্রতিষ্ঠাবার্ষিকী পালন।

    উল্লাপাড়ায় ভিন্ন আয়োজনে এস এ টিভির দশম প্রতিষ্ঠাবার্ষিকী পালন।

    উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃসিরাজগঞ্জের উল্লাপাড়ায় ভিন্ন আয়োজনে পালিত হয়েছে দেশের অন্যতম স্যাটেলাইট টেলিভিশন এসএ টিভির ১০তম প্রতিষ্ঠাবার্ষিকী।

    এসএ টিভির ১০ম বছরে পদার্পণ উপলক্ষে বুধবার (১৯ জানুয়ারী) দুপুরে পৌরশহরের বায়তুল হিকমা ক্যাডেট মাদ্রাসায় প্রায় একশতাধিক শিশুদের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়।

    এ সময় এসএ টিভির উল্লাপাড়া প্রতিনিধি ময়নুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদ,উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির,সরকারি আকবর আলী কলেজের সহকারি অধ্যাপক শামিম হাসান, মাইটিভির উল্লাপাড়া প্রতিনিধি রেজাউল করিম বাচ্চু, আনন্দ টিভির জেলা প্রতিনিধি শিশির আলম,এশিয়ান টিভির উল্লাপাড়া প্রতিনিধি আলআমিন,চ্যানেল এস টিভির উল্লাপাড়া প্রতিনিধি আলমগীর হোসেন প্রমুখ।

    এ সময় উপস্থিত সবাই এস এটিভির সাফল্য কামনা করে অনুষ্ঠান শেষ করা হয়।