Tag: উল্লাপাড়া

  • উল্লাপাড়ায় ঋষি সম্প্রদায়ের মধ্যে মেয়র নজরুলের শীতবস্ত্র বিতরণ।

    উল্লাপাড়ায় ঋষি সম্প্রদায়ের মধ্যে মেয়র নজরুলের শীতবস্ত্র বিতরণ।

    উল্লাপাড়ায় ঋষি সম্প্রদায়ের মধ্যে মেয়র নজরুলের শীতবস্ত্র বিতরণ।


    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মুজিববর্ষ উপলক্ষে মানবতার সেবক হিসেবে পৌর শহরের নিম্ন আয়ের মানুষের মধ্যে ধারাবাহিক ভাবে শীতবস্ত্র কম্বল বিতরণ করছেন মেয়র এস.এম. নজরুল ইসলাম।

    সোমবার বিকেলে তার উল্লাপাড়াস্থ বাসভবনের সামনে নিজস্ব অর্থায়নে শীত নিবারনের জন্য শীতার্ত প্রায় ৩ শতাধিক ঋষি সম্প্রদায়ের মানুষের মধ্যে কম্বল বিতরণ করেন। চলতি শীত মৌসুমে ইতিপূর্বেও তিনি সমাজের নিম্ন আয়ের মানুষের মধ্যে একাধিকবার শীতবস্ত্র কম্বল বিতরণ করেছেন।

    কম্বল বিতরণ অনুষ্ঠানে এ সময় অন্যানোর মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ তোফায়েল ইসলাম বকুল, স্বেচ্ছাসেবক লীগ নেতা রেজাউল ইসলাম, ছাত্রলীগ নেতা হাফিজুর রহমান শাওন ও স্বপন আকন্দসহ অন্যান্যরা।

  • উল্লাপাড়ায় উন্নয়নমুলক রাস্তার কাজ পরিদর্শন করলেন তানভীর ইমাম-এমপি।

    উল্লাপাড়ায় উন্নয়নমুলক রাস্তার কাজ পরিদর্শন করলেন তানভীর ইমাম-এমপি।

    শনিবার বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বড় পাঙ্গাসী বাংলাপাড়া থেকে উধুনিয়া বাজার পর্যন্ত সাড়ে ৩ কিঃ মিঃ উন্নয়নমুলক রাস্তার কাজের পরিদর্শন করেন স্থানীয় সংসদ সদস্য জননেতা তানভীর ইমাম। সিরাজগঞ্জের সড়ক ও জনপদ বিভাগ প্রায় ২৫ কোটি টাকা ব্যয়ে এই রাস্তা নির্মাণ কাজ বাস্তবায়ন করছেন।

    উল্লাপাড়ার সড়ক ও জনপদ বিভাগের উপ সহকারী প্রকৌশলী রাশেল উল্লাহ খান জানান, উল্লাপাড়া উপজেলার পশ্চিম এলাকার অবহেলিত জনপদের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশীত ও পাশের পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার সাথে যোগাযোগের একমাত্র রাস্তাটি চলতি অর্থবছরে প্রায় ২৫ কোটি ব্যয়ে স্থানীয় সরকারের সড়ক ও জনপদ বিভাগ নির্মাণ করছেন। আমিনুল হক প্রাইভেট লিমিটেড কোম্পানির প্রোপাইটর রাস্জেতার কাজটি নির্মাণ করছেন। বড় পাঙ্গাসী ইউনিয়নের বাংলাপাড়া থেকে উধুনিয়া বাজার পর্যন্ত প্রায় সাড়ে ৩ কিঃ মিঃ রাস্তা পাকাকরণসহ ব্রীজ নির্মাণ করা হবে। রাস্তার কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। আগামী তিন মাসের মধ্যেই রাস্তার কাজ শেষ করতে পারবেন বলে তিনি জানান।

    রাস্তা পরিদর্শনের সময় স্থানীয় সংসদ সদস্য জননেতা তানভীর ইমামের সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান পান্না, বড় পাঙ্গাসী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির লিটন, উধুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ রেজাউল করিম বাচ্চু, উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর আরিফুল ইসলাম উজ্জ্বল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার প্যানেল মেয়র এস এম আমিরুল ইসলাম আরজুসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

  • বিদ্যা দেবীর আরাধনায় উল্লাপাড়ায় সরস্বতী পূজা উদযাপন।

    বিদ্যা দেবীর আরাধনায় উল্লাপাড়ায় সরস্বতী পূজা উদযাপন।

    বিদ্যা দেবীর আরাধনায় ৫ ফেব্রুয়ারী শনিবার উৎসব মুখর পরিবেশে সিরাজগঞ্জে উল্লাপাড়া কলেজপাড়ার মিলন মন্দিরে উদযাপিত হয়েছে সরস্বতী পূজা।

    সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় এই উৎসবে অগণিত ভক্ত বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করে সরস্বতী পূজা উদযাপন করেন। অজ্ঞতার অন্ধকার দূর করতে কল্যাণ ময়ী দেবীর পাদপদ্মে প্রণতি জানাচ্ছেন তারা।

    সরস্বতী পূজা উপলক্ষে উল্লাপাড়ার মিলন মন্দিরসহ গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানে ভক্তরা বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠার্থী দেবী সরস্বতীর পাদপদ্মে পুষ্পাঞ্জলি অর্পণের মধ্য দিয়ে আয়োজক কমিটি এই পূজার আয়োজন করে। মণ্ডপে মণ্ডপে পূজার আনুষ্ঠানিকতা ছাড়াও হাতেখড়ি, প্রসাদ বিতরণ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোক সজ্জার আয়োজন করা হয়। বিভিন্ন মন্দির অঙ্গনে বসেছে মেলা। আবাল বৃদ্ধরা শিশুদের নিয়ে মনের আনন্দে মেলার হরেক রকম দোকানপাট থেকে কিনছে ইচ্ছেমত জিনিসপত্র।

    এদিকে স্বরস্বতী পূজা উপলক্ষে উল্লাপাড়া পৌর বাজারে সকাল থেকে ব্যাপক চাহিদায় বিক্রি হচ্ছে- দই, চিড়া, মুড়ি, মুড়কি ও ঘোলসহ নানা ধরনের মিষ্টান্ন।

    ভুক্তরা বিদ্যার দেবিকে খুশি করতে বিভিন্ন পুষ্পাঞ্জলি দিয়ে সাজিয়েছে পুজার অর্ঘ। শিক্ষার্থীরা নেচে গেয়ে আনন্দে উদযাপন করছেন তাদের বিদ্যা দেবির পূজা।

  • উল্লাপাড়ায় পত্রিকা হকারদের মধ্যে শীতবস্ত বিতরণ।

    উল্লাপাড়ায় পত্রিকা হকারদের মধ্যে শীতবস্ত বিতরণ।

    প্রতি বছরের ন্যায় উল্লাপাড়ায় পত্রিকা হকারদের মধ্যে শীতবস্ত বিতরণ করলেন মেয়র এস.এম. নজরুল ইসলাম। শনিবার সকালে মেয়রের নিজস্ব অর্থায়নে উল্লাপাড়া পুরাতন বাসস্ট্যান্ডে হকারদের মধ্যে এ সমস্ত কম্বল বিতরণ করা হয়।

    শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে পৌর মেয়র এস. এম. নজরুল ইসলাম বলেন, পত্রিকার হকাররা প্রতিদিন নতুন নতুন সংবাদ শুনিয়ে মানুষকে খুশি করেন। কিন্তু তাদের ভাগ্যের কোন পরিবর্তন হয় না। তাদের এই দুঃখ ও কষ্টের কথা চিন্তা শীতার্ত হকারদের মাঝে শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নিয়েছি।

    শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যানোর মধ্যে বক্তব্য মধ্যে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ তোফায়েল ইসলাম বকুল, যুবলীগ নেতা আল হেলাল রতন, ছাত্রলীগ নেতা হাফিজুর রহমান শাওন, মোঃ আহাদ সরকারসহ অন্যান্যরা।

    মুজিব বর্ষ উপলক্ষে নিজস্ব উদ্যোগে প্রায় পঞ্চাশ জন হকারদের মধ্যে এ সমস্ত কম্বল বিতরণ করেন।

  • উল্লাপাড়ায় হালকা ও ভারী বৃষ্টিপাতে সরিষার ব্যাপক ক্ষতির সম্ভবনা।

    উল্লাপাড়ায় হালকা ও ভারী বৃষ্টিপাতে সরিষার ব্যাপক ক্ষতির সম্ভবনা।

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সারাদিন হালকা ও ভারী বৃষ্টিপাতে সরিষার ব্যাপক ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে। শুক্রবার সকাল ৯ টা থেকে এক টানা সারাদিন ব্যাপক বৃষ্টিপাত হওয়ায় কৃষি বিভাগ ধারণা করছে। বৃষ্টিতে প্রায় ২ হাজার ৪০ হেক্টর জমির পাকা সরিষা নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে।

    উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তা আজমল হোসেন জানান, উপজেলায় চলতি মৌসুমে প্রায় ২ হাজার ৮০ হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে। আবহাওয়া অনুকুলে থাকলে সরিষার এবার বাম্পায়ার ফলন হতো। মাঠে মাঠে সরিষা পাকা ও আধাপাকা অবস্থায় রয়েছে। ইতিমধ্যেই জমি থেকে পাকা সরিষা উঠানো শুরু করেছে কৃষক। আগামী ২ সপ্তাহের মধ্যেই জমি থেকে সরিষা তোলা শেষ হবে বলে জানান এই কৃষি কর্মকর্তা। অসময়ে এই বৃষ্টিপাতের কারণে জমি থেকে সরিষা কৃষক সুষ্ঠু ভাবে ঘরে তুলতে পারবে কি-না তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে।

    কৃষক মোঃ আনোয়ার হোসেন জানান, এই বৃষ্টি ও ভারী বর্ষণে জমিতে রবি শষ্য সরিষার ব্যাপক ক্ষতি হবে বলে তিনি জানান। প্রায় ৪০ ভাগ জমিতে সরিষা পেকে জমিতে রয়েছে।

  • উল্লাপাড়ায় চা দোকানদারদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন মেয়র এস. এম. নজরুল ইসলাম।

    উল্লাপাড়ায় চা দোকানদারদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন মেয়র এস. এম. নজরুল ইসলাম।

    প্রতি বছরের ন্যায় উল্লাপাড়ায় চা দোকানদারদের মধ্যে শীতবস্ত বিতরণ করলেন মেয়র এস.এম. নজরুল ইসলাম। বুধবার বিকেলে মেয়রের নিজস্ব অর্থায়নে উল্লাপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে প্রায় দু’শত চা দোকানদারদের মধ্যে এ সমস্ত কম্বল বিতরণ করা হয়।

    শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে পৌরসভার ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ লিয়াকত আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র এস এম নজরুল ইসলাম। এ সময় অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন উল্লাপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোজদার হোসেন, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কুদ্দুস, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ তোফায়েল ইসলাম বকুল, যুবলীগ নেতা আল হেলাল রতন, ছাত্রলীগ নেতা হাফিজুর রহমান শাওনসহ অন্যান্যরা।

    এ সময় প্রধান অতিথি মেয়র নজরুল বলেন, নিম্ন আয়ের চা দোকানদারদের শীত নিবারনের জন্য প্রতি বছরের ন্যায় মুজিব বর্ষেও নিজস্ব উদ্যোগে প্রায় দুইশত জনের মধ্যে এ সমস্ত কম্বল বিতরণ করা হয়। মানবতার অংশ হিসেবে তিনি এ সমস্ত কম্বল বিতরণ করেন।

  • উল্লাপাড়ায় ফেন্সিডিলসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    উল্লাপাড়ায় ফেন্সিডিলসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ফেন্সিডিলসহ আব্দুল ওয়াদুদ(৩৫)নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। ১ ফেব্রুয়ারী মঙ্গলবার রাত পৌনে ৪ টার সময় উপজেলার হাটিকুমরুল গোলচত্বর হাজী ঈমান আলী মার্কেট সংলগ্ন এলাকায় মহাসড়কের উপর শুভ বসুন্ধরা পরিবহনে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তাকে ফেন্সিডিলসহ গ্রেফতার করা হয়। এ সময় তাকে তল্লাশি করে ২৩৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

    এ তথ্য নিশ্চিত করে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী জানান সিরাজগঞ্জ জেলাকে মাদকমুক্তর লক্ষ্যে পুলিশ সুপারের দিক নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হাটিকুমরুল গোলচত্বর হাজী ঈমান আলী মার্কেটের সামনে মহাসড়কের উপর অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। ঠাকুরগাঁও থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা যাত্রীবাহী বাস শুভ বসুন্ধরা পরিবহনে তল্লাশি করে ২৩৬ বোতল ফেন্সিডিলসহ ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।সে ঠাকুরগাঁওয়ের হরিপুরের গেদুরা কিশমত মারাধর গ্রামের নজরুল মুন্সীর ছেলে।

    গ্রেফতারকৃতর বিরুদ্ধে উদ্ধার হওয়া আলামতসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজু করে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

  • আগুনে পুড়ে সব শেষ পরিবার নিয়ে রাত কাটছে কাগজের নিচে।

    আগুনে পুড়ে সব শেষ পরিবার নিয়ে রাত কাটছে কাগজের নিচে।

    আগুনে পুড়ে সব শেষ হয়ে গেছে সিরাজগঞ্জে জেলার উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের শাহীকোলা মন্ডলপাড়া গ্রামের কাফি প্রামানিকের। এই প্রচন্ড শীতে দুঃসহ জীবন কাটাচ্ছেন তার পরিবার। কাফি শাহীকোলা গ্রামের আব্দুল লতিফ প্রামানিকের ছেলে। দু’দিন আগে রাত ১১টার দিকে বিদ্যুতের শর্টসাকির্টের মাধ্যমে তার ঘরে আগুল লাগে। আগুনে শোবার ঘরসহ তার দু’টি ঘরই পুড়ে যায়। রাস্তা না থাকায় উল্লাপাড়া থেকে ফায়ার সার্ভিসের গাড়িও বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারেনি। গভীর রাত হওয়ার কারনে প্রতিবেশীরাও সময়মতো আসতে পারেনি। পরে তাদে আত্মচিৎকারে প্রতিবেশীরা আসলে ততক্ষুনে আগনে পুড়ে তার দু’টি ঘর পুড়ে শেষ হয়ে যায়। পুড়ে যায় তাদের ঘরের রক্ষিত সব আসবাবপত্র, কাপড়চোপড়। বর্তমানে কাফি দুই ছেলে এবং স্ত্রী নিয়ে প্রচন্ড শীতে তার পুড়িয়ে যাওয়া ঘরের ভিটায় চটের ছাউনি টানিয়ে রাত্রিযাপন করছেন। খুবই কষ্টে দিন কাটছে তাদের।

    শনিবার সরেজমিনে গিয়ে কথা হয় কাফি প্রামানিকের স্ত্রীর সঙ্গে । তিনি জানান, নেই তাদের কোন সহায় সম্বল। পুড়ে যাওয়া ঘর নতুন করে নির্মাণের কোন সামর্থ তাদের নেই। বাড়ির এই সামান্য ভিটে ছাড়া আর কোন জমি নেই তাদের। দিনমজুরি করে অনেক কষ্টে দু’টি ঘর নির্মাণ করেছিলেন তার স্বামী। আগুনে সে ঘর দু’টিও পুড়ে শেষ হয়ে গেল।

    দিনমজুর কাফি জানালেন, তার দু’টি ঘরসহ রক্ষিত খাবার ও শীতের গরম কাপড় চোপর সবই পুড়ে গেছে। প্রতিবেশীরা কিছু চাল ডাল ও দুটি কম্বল দিয়েছে তাদেরকে। এ অবস্থায় মানবেতর ভাবে এখন তাদের দিন কাটছে। তিনি স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ উপজেলা প্রশাসনের প্রতি তাকে অন্ততঃ একটি ঘর নির্মাণের ব্যবস্থা করে দেবার জন্য আবেদন জানিয়েছেন।

    এ ব্যাপারে পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ফিরোজের সঙ্গে যোযোগ করলে তিনি জানান, বিষয়টি তিনি জেনেছেন। নিজে গিয়ে তাদের অবস্থা দেখে তিনি ব্যবস্থা নেবেন বলে উল্লেখ করেন।

    এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদ জানান, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

  • উল্লাপাড়ায় হেল্থ ক্যাম্প অনুষ্ঠিত।

    উল্লাপাড়ায় হেল্থ ক্যাম্প অনুষ্ঠিত।

    বৃহস্পতিবার সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে হেল্থ ক্যাম্প-২০২২ অনুষ্ঠিত হয়। এতে কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচির আওতায় ২০২০-২০২১ অর্থবছরের ভাতা প্রাপ্ত উপকারভোগীদের মধ্যে করোনা প্রতিরোধ সামগ্রী ও শুকনো খাবার বিতরণ করা হয়। উল্লাপাড়া উপজেলা নিবার্হী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদ হেলথ্ ক্যাম্পের উদ্বোধন করেন।

    এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাঃ নিলুফা ইয়াসমিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ প্রিয়াংকা বিশ্বাস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকতার্র কার্যালয়ের হিসাবরক্ষক কাম ক্রেডিট সুপারভাইজার সাইফুল ইসলাম, লাভলী পারভীন প্রমুখ। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাযার্লয় ও উপজেলা প্রশাসন যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

    উপজেলা মহিলা বিষয়ক কর্মকতার্ নিলুফা ইয়াসমিন জানান, কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহিবল কর্মসূচির আওতায় ২০২০-২১ অর্থবছরের ভাতা প্রাপ্ত ৫’শ উপকারভোগীর মধ্যে করোনা প্রতিরোধ সামগ্রী ও শুকনো খাবার বিতরণ করা হয়।

  • উল্লাপাড়ায় গত ২৪ ঘন্টায় ১৪ জন করোনায় আক্রান্ত।

    উল্লাপাড়ায় গত ২৪ ঘন্টায় ১৪ জন করোনায় আক্রান্ত।

    গত ১২ই জানুয়ারী থেকে উল্লাপাড়ায় ৩য় ধাপে করোনায় আক্রান্ত শুরু হয়েছে । গত দু’মাসে ৪৬ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে । গত ২৪ ঘন্টায় ২৮ জনের নমুনা পরীক্ষায় ১৪ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে । আক্রান্ত রোগীদের মধ্যে পৌরসভার শ্যামলীপাড়ায় সবচেয়ে বেশী। ৩য় ধাপে উল্লাপাড়ায় করোনা সংক্রমণের উর্ধ্বগতি দেখা দিয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বিষয়টি নিশ্চিত করেছেন।

    গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত রোগীরা হচ্ছেন পৌরসভার উল্লাপাড়া মহল্লার মোঃ বেল্লাল হাসান(৪৫), শহিদুল ইসলাম (৩৭), শ্যামলীপাড়ার জুই(৩০), মিলন সরকার(৩০), আরাফাত(২৪), আবু নাছের(৫৫), ঝিকিড়া মহল্লার হোসনেয়ারা বেগম(৩৮), নেওয়ারগাছা মহল্লার নুসরাত জাহান(৩৩), উপজেলার বালশাবাড়ি গ্রামের আফছার আলী(৬৯), বিনায়েতপুর গ্রামের মিল্টন হাসান(৩১), সলপ শেখপাড়া গ্রামের শহিদুল ইসলাম(৫১), গোয়ালজানির জহুরুল ইসলাম(৪৯), মধুপুর গ্রামের আলামিন(২১), ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যাকমো মহিউদ্দিন(৪০)।

    এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. মোঃ আতাউল গনি ওসমানী জানান, ৩য় ধাপে উল্লাপাড়ায় করোনার সংক্রমণ উর্ধ্বগতি দেখা দিয়েছে। সব স্বাস্থ্য কর্মীদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে যার যার এলাকায় মানুষের মাঝে সরকারের স্বাস্থ্যবিধি মেনে চলার ও সচেতনা গড়ে তোলার পরামর্শ প্রদান করতে।