Tag: উল্লাপাড়া

  • উল্লাপাড়ায় একাধিক মিথ্যা মামলায় অতিষ্ঠ মৈত্র বড়হর গ্রামবাসী।

    উল্লাপাড়ায় একাধিক মিথ্যা মামলায় অতিষ্ঠ মৈত্র বড়হর গ্রামবাসী।

    উল্লাপাড়ায় একাধিক মিথ্যা মামলায় অতিষ্ঠ মৈত্র বড়হর গ্রামবাসী।


    কথায় কথায় প্রশাসনের হুমকি ও একাধিক মিথ্যা মামলায় অতিষ্ঠ সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মৈত্র বড়হর গ্রামবাসী। আব্দুল আলীম নামের এক ব্যক্তি গ্রামে ঘর জামাই হিসেবে বসতি গড়ে গ্রামবাসীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে একাধিক মামলা করার অভিযোগ উঠেছে। শুক্রবার সন্ধ্যায় সরজমিন গ্রামে গেলে বাসিন্দারা মিথ্যা মামলার বাদী আব্দুল আলীমের বিরুদ্ধে নানাবিধ অভিযোগ করেন।

    মৈত্র বড়হর গ্রামের বাসিন্দা আমীর হোসেন অভিযোগ করে জানান, কয়েক বছর আগে গ্রামের মেয়েকে বিয়ে করার সুবাদে আব্দুল আলীম নামের ঐ ব্যক্তি গ্রামে বসতি স্থাপন করে। আলীম তার সাংসারিক প্রয়োজনে আমার (আমীর) কাছ থেকে বেশকিছু নগদ টাকা ধার নেয়। পরবর্তীতে পাওনা টাকা চাইতে গেলে আলীম বিভিন্ন ধরনের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে। এই গোলযোগের জের ধরে মামলাবাজ আলীম মিথ্যা মামলা দায়ের করে আমার ছেলে রাজুর বিরুদ্ধে।

    সাবেক মেম্বর শহিদুল ইসলাম ও গ্রামের বাসিন্দা মোমিন, আব্দুল হাই, লিটন জানান, মামলার বাদী আলীম মিথ্যা অভিযোগে মামলা দায়ের করায় গ্রামবাসি বিষয়টি মিমাংসার উদ্যোগ নেয়। বৈঠকে গ্রামবাসি ঘটনার মিমাংসা দিলে বাদী আলীম রায় না মেনে গ্রাম্য প্রধানদের বিরুদ্ধে পুণরায় আদালতে আরো একটি মিথ্যা মামলা দায়ের করে।

    ভুক্তভোগী রাশেদা ও গ্রামের আবু বকর, হাছেন এবং আব্দুল মালেক জানান, নৌবাহিনীর থেকে চাকরিচ্যুত ঘর জামাই আব্দুল আলীম একজন মামলাবাজ ও দুর্ধষ লম্পট লোক। মানুষের ক্ষতি করাই তার কাজ। আলীম তার প্রথম স্ত্রীকে হত্যা করার অভিযোগে চাকরিচ্যুত হন। তখন থেকে নিজ গ্রাম হতে বিতাড়িত হয়ে মৈত্র বড়হর গ্রামে দ্বিতীয় বিবাহ সুত্রে বসতি গড়ে তোলে।

    তারা আরো জানান, অহেতুক গ্রামবাসির বিরুদ্ধে এই মিথ্যা মামলা দায়ের করায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

    আলীম জানান, গ্রামের নতুন বাসিন্দা হওয়ায় তারা ঐক্যবদ্ধ হয়ে তার উপর বিভিন্ন ধরনের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে আসছেন।

    উল্লাপাড়া মডেল থানার উপ পরিদর্শক সাহেব গণি জানান, ঐ গ্রামের নানাবিধ গোলযোগের বিষয় নিয়ে থানা পুলিশ মীমাংসার চেষ্টা চালিয়ে যাচ্ছে। নইলে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।

  • উল্লাপাড়ায় বঙ্গবন্ধুর জম্মদিন ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে  উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা।

    উল্লাপাড়ায় বঙ্গবন্ধুর জম্মদিন ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে  উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা।

    উল্লাপাড়ায় বঙ্গবন্ধুর জম্মদিন ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে  উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা।


    বঙ্গবন্ধুর জম্মদিন ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে উল্লাপাড়া উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ হলরুমে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

    উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদ এর সভাপতিত্বে বঙ্গবন্ধুর জম্মদিন ও স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতিমুলক সভায় অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শফিকুল ইসলাম শফি, ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান পান্না, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কেএম সামছুল আলম, মহিলা বিষয়ক ও তথ্য প্রদান কর্মকর্তা মোসা: নিলুফা ইয়াসমিন প্রমুখ।

    বঙ্গবন্ধুর জম্মদিন ও স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের জন্য সব ধরনের সিদ্ধান্ত প্রস্তুতিমুলক সভায় গৃহীত হয়।

  • উল্লাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত। 

    উল্লাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত। 

    উল্লাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত। 


    টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য’ এই প্রতিপাদ্য কে সামনে নিয়ে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৮ মার্চ ও আন্তর্জাতিক নারী দিবস-২০২২ ইং যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে। মঙ্গলবার সকালে উল্লাপাড়া উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে নানা কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি পালন করা হয়।

    আয়োজক কমিটি “শেখ হাসিনার বারতা নারী পুরুষ সমতা” শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে সকালে পৌরশহরে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করে। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি উপজেলা পরিষদ চত্বরে এসে মিলিত হয়।
    সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদ এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শফিকুল ইসলাম শফি, ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান পান্না, মহিলা ভাইস চেয়ারম্যান জয়িতা রীবলী ইসলাম কবিতা, এইচটি ইমাম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ সিরাজুল ইসলাম, নারীনেত্রী ও জয়িতা লাভলী সাব্বির ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসা: নিলুফা ইয়াসমিন প্রমুখ বক্তব্য রাখেন।

    পরে কিশোর-কিশোরী ক্লাবের আয়োজনে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

  • উল্লাপাড়ায় যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ পালিত।

    উল্লাপাড়ায় যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ পালিত।

    উল্লাপাড়ায় যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ পালিত।


    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী নানা কর্মসুচির মধ্যদিয়ে দিবসটি পালন করা হয়।

    ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, শিশু-কিশোরদের মধ্যে চিত্রাংকন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বর্ণিল আতশবাজির আয়োজন করা হয়।

    উল্লাপাড়া উপজেলা চত্বরে নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বঙ্গবন্ধুর ৭ ই মার্চের ভাষণের উপর আলোকপাত করে প্রধান অতিথির বক্তব্য রাখেন রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শফিকুল ইসলাম শফি,উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফয়সাল কাদের রুমি,সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা  ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান পান্না,উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির প্রমুখ।

  • উল্লাপাড়ায় নাশকতা মামলার আসামি শিবির কর্মী গ্রেফতার।

    উল্লাপাড়ায় নাশকতা মামলার আসামি শিবির কর্মী গ্রেফতার।

    উল্লাপাড়ায় নাশকতা মামলার আসামি শিবির কর্মী গ্রেফতার।


    সিরাজগঞ্জে উল্লাপাড়া মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে সাত নাশকতার মামলার আসামি শিবির কর্মী হাদিউজ্জামানকে গ্রেফতার করেছে মডেল পুলিশ। ৪ মার্চ শুক্রবার রাতে উল্লাপাড়া মডেল থানার ওসি তদন্ত মোঃ এনামুল হক একদল চৌকশ পুলিশ নিয়ে গাজীপুর জেলার কোনাবাড়ী নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করেন।অভিযানে জি আর ভুক্ত (নাশকতা) ৭ মামলার আসামি শিবির কর্মী মোঃ হাদিউজ্জামানকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে। শিবির কর্মী হাদি উজ্জামান উল্লাপাড়া উপজেলার দূর্গানগর ইউনিয়নে নতুন পাইকপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে।

    উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির জানান, সাত জি আর ভুক্ত (নাশকতা) মামলার আসামি শিবির কর্মী দীর্ঘ দিন ধরে পালিয়ে ছিল। শুক্রবার গভীর রাতে থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

  • উল্লাপাড়ায় গ্রামবাসী জনপ্রতিনিধির স্বেচ্ছাশ্রম ও কর্মসুচি প্রকল্পের আওতায় মাটির রাস্তা নির্মাণ।

    উল্লাপাড়ায় গ্রামবাসী জনপ্রতিনিধির স্বেচ্ছাশ্রম ও কর্মসুচি প্রকল্পের আওতায় মাটির রাস্তা নির্মাণ।

    উল্লাপাড়ায় গ্রামবাসী জনপ্রতিনিধির স্বেচ্ছাশ্রম ও কর্মসুচি প্রকল্পের আওতায় মাটির রাস্তা নির্মাণ।


    সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলপ ইউনিয়নের নলসোন্দা গ্রামে চেয়ারম্যান শওকাত ওসমানের নেতৃত্বে গ্রামবাসী, জনপ্রতিনিধির স্বেচ্ছাশ্রম ও ৪০ দিনের কর্মসূচি প্রকল্পের আওতায় মাটির রাস্তা নির্মাণ কাজ শুরু করা হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের মাধ্যমে স্থানীয় সরকার এই রাস্তার নির্মাণ কাজ বাস্তবায়ন করছেন।

    সলপ ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শওকাত ওসমান জানান, দীর্ঘদিন ধরে নলসোন্দা গ্রামের প্রায় ৩ কিঃ মিঃ গ্রামীন রাস্তা জনগণের যাতায়াতের অনুযোগী হয়ে পড়েছিল। অবহেলিত রাস্তাটি জনপ্রতিনিধি, গ্রামবাসিকে সঙ্গে নিয়ে স্বেচ্ছাশ্রমে নির্মাণের জন্য উদ্যোগ গ্রহন করা হয়েছে। এই রাস্তাটি নির্মিত হলে এই জনপদের কয়েকটি গ্রামের লোকজন অতি সহজেই তাদের উৎপাদিত ফসল নিয়ে বিভিন্ন হাট বাজার ও উপজেলা শহরের বিক্রি করতে পারবেন। এছাড়া এলাকার কোমলমতি শিক্ষার্থীরা এই পথ দিয়ে স্কুল ও কলেজে চলাফেরা করতে পারবেন বলে জানান তিনি।

    নলসোন্দা গ্রামের বাসিন্দা দেওয়ান আব্দুল আলীম, শুকুর আলী মন্ডল, কাজী মারুফ ও আ’লীগ নেতা লিটন আহমেদ জানান, গ্রামবাসীকে সঙ্গে নিয়ে এলাকার এই গুরুত্বপূর্ণ রাস্তাটি নির্মাণ করার জন্য সলপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শওকাত ওসমানকে ধন্যবাদ জানাই। রাস্তাটি নির্মিত হলে এলাকার সাধারন জনগণ, কৃষক, চাকুরীজীবী ও শিক্ষার্থীদের ব্যাপক উপকারে আসবে বলে তারা জানান।

  • উল্লাপাড়ায় এইচটি ইমাম এর প্রথম মৃত্যু বার্ষিকী পালন।

    উল্লাপাড়ায় এইচটি ইমাম এর প্রথম মৃত্যু বার্ষিকী পালন।

    উল্লাপাড়ায় এইচটি ইমাম এর প্রথম মৃত্যু বার্ষিকী পালন।


    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নানা আয়োজনে ৭১’র মহান মু্ক্তিযুদ্ধের সংগঠক, বাংলাদেশ সরকারের প্রথম মন্ত্রী পরিষদ সচিব, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক রাজনৈতিক উপদেষ্টা হোসেন তৌফিক ইমাম এর প্রথম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে নিজস্ব কার্যালয়ে নানা কর্মসূচির মধ্যদিয়ে মরহুমের প্রথম মৃত্যু বার্ষিকী পালন করা হয়।

    এইচটি ইমামের প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে বেলা ১১ টায় উপজেলা আওয়ামী লীগের আয়োজনে শোক শোভাযাত্রা, স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, তার জীবন ও কর্মের ওপর স্মৃতিচারণ, মিলাদ মাহফিল, দোয়া ও খাবার বিতরণ অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন, উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সমুহ অংশ নেয়।

    উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ ফয়সাল কাদের রুমি’র সভাপতিত্বে আলোচনা সভায় তার জীবন ও কর্মের ওপর স্মৃতিচারণ করেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি অধ্যাপক ইদ্রিস আলী, ঘোনা কুচিয়ামারা কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল খালেক, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান হাফিজ, পৌর কাউন্সিলর মোঃ নজরুল ইসলাম লেবু, হাটিকুমরুল ইউপি চেয়ারম্যান হেদায়েতুল আলম রেজা, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ আজিজুল ইসলাম শাহআলম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোঃ আশিকুর রহমান সরকার, ছাত্রলীগের সভাপতি মোঃ সরোয়ার হোসেন সবুজ প্রমুখ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা। পরে সর্বস্তরের জনগণের মধ্যে তবারক হিসেবে খাবার বিতরণ করা হয়।

  • উল্লাপাড়ায় মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত।

    উল্লাপাড়ায় মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত।

    উল্লাপাড়ায় মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত।


    “মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান”প্রতিপাদ্যকে সামনে রেখে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষ্যে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উল্লাপাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ হলরুমে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদ এর সভাপতিত্বে স্মৃতিচারণ ও আলোচনা সভায় অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান পান্না, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কেএম সামছুল আলম, উল্লাপাড়া সরকারি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস, এম জাহিদুজ্জামান কাকন, সাংগঠনিক সম্পাদক মীর আরিফুল ইসলাম উজ্জ্বল, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সরোয়ার হোসেন সবুজ প্রমুখ।

  • উল্লাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু।

    উল্লাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু।

    উল্লাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু।


    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মোঃ মোতালেব হোসেন(২১)নামের এক যুবক বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে মারা গেছেন।

    নিহত ওই যুবক উপজেলার সলঙ্গা ইউনিয়নের তেলকুপি পূর্বপাড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

    এ ঘটনা নিশ্চিত করে সলঙ্গা ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের মেম্বার সুজন হোসেন জানান সোমবার ২৮ ফেব্রুয়ারী দুপুরের দিকে নিহতের বাড়ির সামনে কাঠাল গাছের ডাল কাটার সময় গাছটি বিদ্যুৎ স্পর্শে চলে আসে। অসাবধানতার কারনে গাছটি কারেন্ট হয়ে যায়।এ কারনেই মোতালেব হোসেন বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলে মারা যায়।

    দুর্ঘটনায় মোতালেবের মৃত্যুর কারনে তার পরিবার ও এলাকার মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।

  • উল্লাপাড়ায় জুয়েলার্স সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি-সুব্রত কর্মকার,সম্পাদক-মদন কর্মকার।

    উল্লাপাড়ায় জুয়েলার্স সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি-সুব্রত কর্মকার,সম্পাদক-মদন কর্মকার।

    উল্লাপাড়ায় জুয়েলার্স সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি-সুব্রত কর্মকার,সম্পাদক-মদন কর্মকার।


    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাংলাদেশ জুয়েলার্স সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে পৌরশহরের ঢাকা ক্লিনিকের তৃতীয় তলায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জুয়েলার্স সমিতির সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি বাবু সন্তোষ কুমার কানু।

    জুয়েলারী ব্যবসাকে গতিশীল, চলমান ও সুস্থ ধারায় পরিচালিত করার জন্য নতুন নেতৃত্বের মাধ্যমে ত্রি-বার্ষিক সম্মেলনে প্রতিনিধি নির্বাচন করা হয়।

    সম্মেলনের প্রথম পর্বে নির্বাচন প্রস্তুতি কমিটির আহবায়ক বাবু বিমলেস চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন অনুষ্ঠানের বিশেষ অতিথি সিরাজগঞ্জ জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক বাবু গোবিন্দ চন্দ্র কর্মকার, উল্লাপাড়া বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক এস. এম জাহিদুজ্জামান কাকন, সিরাজগঞ্জ জুয়েলার্স সমিতির সহ সভাপতি প্রদীপ রায়, উপদেষ্টা সশধর সরকার প্রমুখ।

    দ্বিতীয় পর্বে আগামী দুই বছরের জন্য সমিতি পরিচালনার করতে জুয়েলার্স সমিতির ৪৫ জন সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়। ৪৫ ভোটের মধ্যে ২৮ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন সুব্রত কুমার কর্মকার, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ভজন চৌধুরী পান ১৭ ভোট। ২৮ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন মদন কুমার কর্মকার। নিকটতম প্রতিদ্বন্দ্বী অজিত কুমার কর্মকার পান ১৫ ভোট। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট সাংবাদিক রাজু আহমেদ সাহান।