Tag: উল্লাপাড়া

  • উল্লাপাড়ায় অপহৃত মনিরুলকে পুলিশের সহায়তায়  উদ্ধার,গ্রেফতার-১। 

    উল্লাপাড়ায় অপহৃত মনিরুলকে পুলিশের সহায়তায়  উদ্ধার,গ্রেফতার-১। 

    উল্লাপাড়ায় অপহৃত মনিরুলকে পুলিশের সহায়তায়  উদ্ধার,গ্রেফতার-১। 


    উল্লাপাড়া মডেল থানা পুলিশের সহায়তায় শনিবার(২১ মে) গভীর রাতে উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের পূর্বসাতবাড়িয়া গ্রামের কবরস্থান সংলগ্ন এলাকার ব্রীজের নীচ থেকে অপহরণ হওয়া মনিরুল ইসলাম (২৩)কে উদ্ধার করা হয়েছে।

    মনিরুল ইসলাম উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের কাজিপাড়া (বাগানপাড়া)গ্রামের মোঃআব্দুর রহিমের ছেলে।

    মামলা সূত্রে জানা যায় গত শুক্রোবার (২০ মে)সন্ধায় একই ইউনিয়নের বেতকান্দি গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে রাসেল রানা তার সহযোগীদে সহায়তায় মোবাইলে গেম খেলা অবস্থায় বাড়ির পাশ থেকে মনিরুল ইসলামকে অপহরন করে মোটরসাইকেলে নিয়ে যায়।  উল্লাপাড়া মডেল থানা পুলিশ অপহরণের পরিকল্পনাকারী রাসেল রানাকে গ্রেপ্তার করেন।

    এ ব্যাপারে উল্লাপাড়া মডেল থানায় মনিরুলের বাবা আব্দুর রহিম বাদী হয়ে একটি অপহরণ মামলা দায়ের করেছেন।

    আব্দুর রহিম জানান, রাসেল রানা ও তার সহযোগীরা মনিরুলকে শুক্রবার সন্ধ্যায় তাদের বাড়ির পাশ থেকে জোড়পূর্বক উঠিয়ে নিয়ে যায়। অপহরণকারীরা প্রথমে মনিরুলকে হাত-পা বেঁধে সলপ রেলওয়ে স্টেশন এলাকার পঞ্চক্রোশী ইউনিয়ন আলী আহমেদ উচ্চ বিদ্যালয়ের পিছনে নিয়ে যায়।পরে নিজেদের পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়ে মনিরুলের বাবার নিকট ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। পরে ওখান থেকে শাহজাহানপুর গ্রামের ফসলী মাঠে নিয়ে মারপিট করে।

    এরপর শনিবার রাতে মনিরুলকে নিয়ে যাওয়া হয় পঞ্চক্রোশী ইউনিয়নের সাতবাড়িয়া-বেতকান্দি আঞ্চলিক সড়কের পূর্বসাতবাড়িয়া গ্রামের কবরস্থান এলাকার ব্রীজের নিচে। এখানে মনিরুলকে আরেক দফা মারপিটের পর মুঠো ফোনে মুক্তিপণের ৫০ হাজার টাকা নিয়ে পূর্বসাতবাড়িয়া গ্রামের কবরস্থানের পাশে ব্রীজের নিচে আসতে বলে।

    আব্দুর রহিম বিষয়টি উল্লাপাড়া মডেল থানার পুলিশকে জানালে পুলিশ অপহৃত মনিরুলের বাবাকে সাথে নিয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে শনিবার রাত ২ টার দিকে মনিরুলকে উল্লেখিত স্থান থেকে হাত পা বাধা অবস্থায় উদ্ধার করে এবং অপহরনকারীর প্রধান মোঃ রাসেল রানাকে গ্রেপ্তার করেন।

    উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক ও এই মামলার তদন্তকারী কর্মকর্তা হুজ্জাতুল ইসলাম জানান, অপহরণের পরিকল্পনাকারী ও দলনেতা মোঃ রাসেল রানাকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়েছে।

    উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মোঃ হুমায়ুন কবির জানান মামলার রহস্য উদঘাটনের জন্য অপর আসামীদের গ্রেফতারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আশা করছি অল্প সময়ের মধ্যে তাদের গ্রেফতার করা সম্ভব হবে।

     

  • উল্লাপাড়ায় বাস চাপায় এক যুবকের মৃত্যু।

    উল্লাপাড়ায় বাস চাপায় এক যুবকের মৃত্যু।

    উল্লাপাড়ায় বাস চাপায় এক যুবকের মৃত্যু।

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাস চাপায় পলাশ (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।এ ঘটনায় তার স্ত্রী মোছাঃ হালিমা আক্তার সেতু গুরুতর আহত অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে মৃত্যর সাথে পাঞ্জা লড়ছে।

    শুক্রবার ৬ মে দুপুরে পাবনা-বগুড় মহাসড়কের পৌর শহরের শ্রীকোলা বাসস্ট্যান্ডে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।
    নিহত পলাশ উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের বেতকান্দি গ্রামের মৃত ফজলার হোসেন এর ছেলে ও মহুয়া স্টোরের সত্তাধীকারি।
    জানা যায় পলাশ তার স্ত্রীকে সাথে নিয়ে মোটরসাইকেল যোগে নিজ বাড়ি বেতকান্দি থেকে সলঙ্গা নিকট আত্মীয়র বিয়ে বাড়িতে যাচ্ছিল। শ্রীকোলা বাসস্ট্যান্ড অতিক্রম করার সময় ঢাকা গামী একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।এতে তার স্ত্রী ছিটকে পড়ে যায় কিন্তু চালক পলাশ চাকার নিচে পৃষ্ট হয়।
    স্থানীয়রা তাকে উদ্ধার করে উল্লাপাড়া ৩০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
    তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
    এ ঘটনা নিশ্চিত করে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ লুৎফর রহমান জানান শ্রীকোলা বাসস্ট্যান্ডে সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।নিহতের লাশ সনাক্তের পর স্থানীয় ইউপি চেয়ারম্যান এর সুপারিশে স্বজনদের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে।
  • উল্লাপাড়ায় পূর্ব শক্রতার জেরে ওয়ার্ড আ’লীগের সভাপতি দুর্বৃত্তোদের হামলার শিকার।

    উল্লাপাড়ায় পূর্ব শক্রতার জেরে ওয়ার্ড আ’লীগের সভাপতি দুর্বৃত্তোদের হামলার শিকার।

    উল্লাপাড়ায় পূর্ব শক্রতার জেরে ওয়ার্ড আ’লীগের সভাপতি দুর্বৃত্তোদের হামলার শিকার।


    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ফিল্ম স্টাইলে মোহনপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ হাফিজুর রহমানের মাথা ফাটিয়েছে দুর্বৃত্তোরা। ৩ এপ্রিল রবিবার রাত সাড়ে ১১টার সময় ইউনিয়নের মাহমুদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

    জানা যায় হাফিজ উপজেলা শহর উল্লাপাড়া থেকে সাংসারিক জরুরী কাজ শেষ করে বাড়ি ফেড়ার পথে পূর্ব পরিকল্পিত ভাবে মাহমুদপুর গ্রামের ব্রীজের পাশে ওত পেতে থাকা স্বসস্ত্র সন্ত্রাসীরা তার মোটরসাইকেলের গতিরোধ করে মাথা, হাত ও পায়ে এ্যলোপাথারি কুপিয়ে রক্তাক্ত গুরুতর জখম করে। এ সময় আহত হাফিজের চিৎকারে তার স্বজনেরা আগাইয়া এলে দলবদ্ধ সন্ত্রাসীরা পালিয়ে যায়। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

    এ বিষয়ে হাফিজ অভিযোগ করে বলেন ওই সন্ত্রাসীদের সাথে এনজিও’র শেয়ার হোল্ডারের টাকা নিয়ে দীর্ঘদিন যাবৎ দণ্ড চলে আসছিলো। এ ব্যাপারে কয়েক দফা ইউনিয়ন পরিষদে শালিসি বৈঠক হয়।শালিসি বৈঠকে যে রায় প্রদান করেন সে রায় উপেক্ষা করে,এরপূর্বেও প্রতিপক্ষ বেশ কয়েকবার আমার উপর চড়াও হয়।পরে উল্লাপাড়া মডেল থানায় একটি অভিযোগ দায়ের করি।

    এ তথ্য নিশ্চিত করে মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ(মোক্কা) জানান, এনজিওর টাকা পয়সা নিয়ে ওই এলাকার কিছু লোকের সাথে হাফিজের দীর্ঘদিনের দন্ড চলছিল। বিষয় টি জানার পর আপোষ মিমাংসার লক্ষ্যে ইউনিয়ন পরিষদে কয়েক দফা শালিসি বৈঠক করা হয়। বৈঠকে বিষয়টি নিষ্পত্তি না হওয়া পূণরায় বৈঠকের কথা রয়েছে। ইতিমধ্যে এই দুর্ঘটনা ঘটে গেল। শান্তির লক্ষ্যে উভয়পক্ষকে শান্ত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি।

    এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ন কবির জানান,এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

  • উল্লাপাড়ায় ট্রাক চাপায় ভ্যানচালকের মৃত্যু।

    উল্লাপাড়ায় ট্রাক চাপায় ভ্যানচালকের মৃত্যু।

    উল্লাপাড়ায় ট্রাক চাপায় ভ্যানচালকের মৃত্যু।


    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাকচাপায় আব্দুর রাজ্জাক (৩৭)এক ভ্যান চালক নিহত হয়েছে। ৩ মার্চ রবিবার সন্ধারাতে পাবনা-বগুড়া মহাসড়কে বালসাবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

    নিহত উল্লাপাড়া পৌর শহরের এনায়েতপুর গুচ্ছগ্রামের মোঃ আবু সাঈদের ছেলে। সে দীর্ঘদিন হলো উল্লাপাড়া পৌর শহরে ভ্যান চালিয়ে ছেলে মেয়ে নিয়ে সুখে শান্তিতে বসবাস করছিলেন।

    এ তথ্য নিশ্চিত করে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ লুৎফর রহমান জানান ভ্যান চালক আব্দুর রাজ্জাক ভ্যান নিয়ে সড়ক পাড় হওয়ার সময় বগুড়াগামী একটি ট্রাক চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়।কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের মাতাম বইছে।

  • উল্লাপাড়া উপজেলা আ’লীগের নাম ব্যবহার করে সংবাদ প্রকাশের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন।

    উল্লাপাড়া উপজেলা আ’লীগের নাম ব্যবহার করে সংবাদ প্রকাশের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন।

    উল্লাপাড়া উপজেলা আ’লীগের নাম ব্যবহার করে সংবাদ প্রকাশের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন।


    উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের নাম ব্যবহার করে সংবাদ প্রকাশ ও প্রচারের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছেন উল্লাপাড়া উপজেলা আওয়ামিলীগ। বুধবার বেলা ১১ টার দিকে উপজেলা আওয়ামিলীগ কার্যালয়ে এ সাংবাদিক সম্মেলন করেন ।

    উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুল বাতেন হিরুর সভাপতিত্বে উক্ত সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান হাফিজ, সাংগঠনিক সম্পাদক মীর আরিফুল ইসলাম উজ্জল,ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান পান্না প্রমুখ।

    সংবাদ সম্মেলনে বক্তারা বলেন,একটি মহল সংবাদ পত্রে ভুল তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করে উপজেলা আওয়ামীলীগের মধ্যে বিভক্তি করার চেষ্টা করছে। এ জন্য সংবাদ পত্রে সঠিক তথ্য তুলে ধরার জন্য সাংবাদিকদের প্রতি আহব্বায়ন জানান বক্তরা।

    উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বলেন,উল্লাপাড়া উপজেলা আওয়ামীলীগ একটি সুসংগঠিত দল। স্থানীয় সংসদ সদস্য তানভীর ইমামের নেতৃত্বে দলটি সুশৃঙ্খল ভাবে কাজ করে যাচ্ছে। তাই একটি মহল উপজেলা আওয়ামী লীগের মধ্যে বিভক্তি করার জন্য উপজেলা আওয়ামীলীগের নাম ব্যবহার করে বিভিন্ন এলাকায় পথ সভা সহ মোটরসাইকেল শোডাইন করে যাছে। কিন্তু উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককের অনুমতি ছাড়াই তারা ইচ্ছে মত ওই সকল অনুষ্ঠান করায় উপজেলা আওয়ামীলীগের ভাবমূর্তি নষ্ট হচ্ছে এবং সাংবাদিকের ভুল তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করা হচ্ছে বলেও তিনি জানান ।

    উল্লেখ্য গত ২৯ মার্চ স্থানীয় কয়েকটি পত্রিকায় উল্লাপাড়া উপজেলা আওয়ামীলীগ বিভিন্ন ইউনিয়নে তৃণমুল নেতাকর্মীদের সঙ্গে গনসংযোগ শিরোনামে সংবাদ প্রকাশ হলে বিষয়টি উপজেলা আওয়ামীলীগের দৃষ্টিগোচর হয়। তারই প্রতিবাদে আজ বুধবার সাংবাদিক সম্মেলন করেন উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগ ।

    সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যাপক ইদ্রিস আলী,মোঃ আব্দুল কুদ্দুস, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক এস এম জাহেদুজ্জামান কাকন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফ বিন হাবিব,দপ্তর সম্পাদক আবুল বাসার,পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র এস এম আমিরুল ইসলাম আরজু,উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক ও পৌর কাউন্সিলর এস এম আজিজুল ইসলাম শাহ আলম সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ ।

  • উল্লাপাড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত।

    উল্লাপাড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত।

    উল্লাপাড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত।


    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। সকাল ৬ টায় পৌর শহরের থানা মোর চত্বরের কেন্দ্রীয় শহিদ মিনারের পাদদেশে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের শ্রদ্ধা জানানো হয়।

    প্রথমে সিরাজগঞ্জ-৪, উল্লাপাড়া আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্যদিয়ে শহীদের শ্রদ্ধা জানিয়ে সকল অনুষ্ঠানের শুভ সুচনা করেন। এ সময় তার সহধর্মীনি মাহিন ইমাম উপস্থিত ছিলেন। পরে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা পরিষদ, পৌরসভা, উপজেলা আওয়ামী লীগ, উল্লাপাড়া প্রেসক্লাবসহ পর্যায়ক্রমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দু শহীদদের শ্রদ্ধা জানাতে পুষ্পস্তবক প্রদান করেন।

    এ সময় জাতীয় সংসদ সদস্য জননেতা তানভীর ইমাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উজ্জল হোসেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম শফি, পৌর মেয়র এস. এম. নজরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান পান্না, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার, উল্লাপাড়া প্রেস ক্লাবের আহবায়ক আলহাজ্ব আব্দুল বাতেন হিরু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদের রুমি, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, পৌর আওয়ামীলীগের সভাপতি এস. এম. আমিরুল ইসলাম আরজু সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলা বিএনপি, জাতীয় পার্টি, জাসদসহ বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দু শহীদদের স্মরণে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।

    পরে স্থানীয় সরকারি আকবর আলী কলেজ মাঠে মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার ভিডিপি, বিএনসিসি ও শিক্ষার্থীদের মার্চপাস্ট, ডিসপ্লে ও বিভিন্ন খেলাধুলা অনুষ্ঠিত হয়।

  • উল্লাপাড়ায় গনহত্যা দিবস উপলক্ষে প্রদীপ প্রজ্বলন ও আলোচনা সভা অনুষ্ঠিত।

    উল্লাপাড়ায় গনহত্যা দিবস উপলক্ষে প্রদীপ প্রজ্বলন ও আলোচনা সভা অনুষ্ঠিত।

    উল্লাপাড়ায় গনহত্যা দিবস উপলক্ষে প্রদীপ প্রজ্বলন ও আলোচনা সভা অনুষ্ঠিত।


    সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে ২৫ শে মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ মার্চ) রাত ৯ টায় থানা চত্বরের কেন্দ্রীয় শহিদ মিনারের পাদদেশে প্রদীপ প্রজ্জ্বল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন উল্লাপাড়ার জাতীয় সংসদ সদস্য জননেতা তানভীর ইমাম।

    উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উজ্জল হোসেনের সভাপতিত্বে প্রদীপ প্রজ্জ্বল ও আলোচনা সভায় অন্যানোর মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম শফি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান পান্না, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ ফয়সাল কাদের রুমি, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

    পরে উল্লাপাড়া পৌরসভার মেয়র এস. এম. নজরুল ইসলাম ও উপজেলা আওয়ামী লীগের অপর নেতৃবৃন্দও প্রদীপ প্রজ্জ্বল অনুষ্ঠানে অংশ নেন।

  • উল্লাপাড়ায় জোরপূর্বক জমি দখল চেষ্টার অভিযোগ।

    উল্লাপাড়ায় জোরপূর্বক জমি দখল চেষ্টার অভিযোগ।

    উল্লাপাড়ায় জোরপূর্বক জমি দখল চেষ্টার অভিযোগ।


    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সলপ ইউনিয়নের কৃষকগঞ্জ বাজারের পূর্ব পাশে রাস্তা সংলগ্ন ৫ শতক জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগে আদালতে ১৪৪ ধারা মতে মামলা দায়ের করেছে।

    গত ২১শে মার্চ ২০২২ ইং আদালতের মামলার বিবরণে জানা যায়, সলপ ইউনিয়নের সলপ গ্রামের মৃত হাবিব রহমানের ছেলে কে এম আবু সাঈদের নিজ নামীয় কৃষকগঞ্জ বাজার সংলগ্ন রাস্তার পূর্ব পাশে
    খতিয়ান নং এস,এ ৩৬১ আর,এস ৩১৬ দাগ নং সাবেক ৪৬৯ , হাল দাগ নং ৫২৪(ভিটা) ৪৫ শতক ভূমির কাতে দক্ষিণ ছাহামের রাস্তা সংলগ্ন হতে ৫ শতক জোরপূর্বক দখলের চেষ্টা করছে এলাকার প্রভাবশালী দাঙ্গাবাজ উক্ত ইউনিয়নের হাড়িভাঙ্গা গ্রামের মো, হেলাল আকন্দ গং।

    বাদী, কে এম আবু সাইদ গত ২১ মার্চ সিরাজগঞ্জ আদালতে মামলা দায়েরের পরিপেক্ষিতে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট লুৎফুন নাহার, বিবাদী মো, হেলাল আকন্দ, রাশেদ আকন্দ, শাহেদ আকন্দ ও শাওন আকন্দের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধি ১৪৪ ধারা মতে অভিযোগ তদন্তের জন্য সহকারী কমিশনার (ভূমি)উল্লাপাড়া ও অফিসার ইনচার্জ উল্লাপাড়া মডেল থানা কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নির্দেশ প্রদাণ করেছেন।

  • উল্লাপাড়া গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

    উল্লাপাড়া গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

    উল্লাপাড়া গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।


    সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় গাঁজাসহ মোঃ আব্দুর রাজ্জাক নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছেন র‍্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ান র‍্যাব-১২’র সদস্যরা।

    বৃহস্প্রতিবার সকালে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে র‍্যাব-১২’র মিডিয়া অফিসার মেজর এম রিফাত বিন আসাদ জানান গতকাল বুধবার ২৩ মার্চ রাত ১২ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চৈত্রহাটী গ্রামের আব্দুর রাজ্জাকের বসতবাড়িতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে র‍্যাব-১২’র চৌকস অভিযানিক দল। এ সময় উদ্ধার করা হয় ২ কেজি ৮’শ ২০ গ্রাম গাঁজা।

    গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী আব্দুর রাজ্জাক উপজেলার চৈত্রহাটী গ্রামের নাছিরুল্লাহ প্রামাণিকের ছেলে।

    গ্রেপ্তার মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজু করে সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

  • মাদ্রাসাছাত্রীকে উত্যক্ত করার অপরাধে স্কুলছাত্রের কারাদণ্ড।

    মাদ্রাসাছাত্রীকে উত্যক্ত করার অপরাধে স্কুলছাত্রের কারাদণ্ড।

    মাদ্রাসাছাত্রীকে উত্যক্ত করার অপরাধে স্কুলছাত্রের কারাদণ্ড।


    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক মাদ্রাসা ছাত্রীকে উত্যক্ত করার অপরাধে মোঃ আনিছুর রহমান(১৯)নামের এক স্কুল ছাত্রকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

    ২৩ মার্চ বুধবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ উজ্জ্বল হোসেন এর ভ্রাম্যমাণ আদালত এই দণ্ডাদেশ প্রদান করেন।

    এ সময় উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। সাজাপ্রাপ্ত আনিছুর উল্লাপাড়ার চয়ড়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র এবং উপজেলার চান্ডালগাঁতী গ্রামের ইয়াকুব আলীর ছেলে।

    উল্লাপাড়া মহিলা মাদ্রাসার সুপার মোঃ ছোরমান আলী জানান, তার মাদ্রাসার এক ছাত্রীকে কায়েকদিন ধরে আনিছুর রহমান রাস্তায় এবং মাদ্রাসার আশে পাশে নানা ভাবে উত্যক্ত করত।

    আজ বুধবার বিকেলে স্থানীয় লোকজন আনিছুর রহমানকে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করেন। বিষয়টি আমলে নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জল হোসেন ঘটনা স্থলে আনিছুরকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। ইউএনও উজ্জল হোসেন গনমাধ্যম কর্মীদেরকে বিষয়টি নিশ্চিত করেছেন।