Tag: উল্লাপাড়া

  • উল্লাপাড়ায় গঠনতন্ত্র বিরোধী পূজা উদযাপন কমিটি গঠনের অভিযোগে সংবাদ সম্মেলন।

    উল্লাপাড়ায় গঠনতন্ত্র বিরোধী পূজা উদযাপন কমিটি গঠনের অভিযোগে সংবাদ সম্মেলন।

    উল্লাপাড়ায় গঠনতন্ত্র বিরোধী পূজা উদযাপন কমিটি গঠনের অভিযোগে সংবাদ সম্মেলন।


    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় উপজেলা পূজা উদযাপন পরিষদের দ্বি- বার্ষিক সম্মেলনে গঠনতন্ত্র বিরোধী, নির্বাচনী প্রস্তুতি কমিটি, নিয়ম বর্হিভুত ভোটার তালিকা প্রণয়ন করে অবৈধ কমিটি গঠনের অভিযোগ করে সংবাদ সম্মেলন করা হয়েছে।

    বৃহস্পতিবার ১৮ আগস্ট  দুপুরে পৌর শহরের ফুডপার্ক রেষ্টুরেন্টের হলরুমে নির্বাচনে অংশ গ্রহনকারী সভাপতি ও সাধারণ সম্পাদক পদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি পদপ্রার্থী বাবু রামকৃষ্ণ অধিকারী, সাধারণ সম্পাদক পদপ্রার্থী মৃণাল কান্তি দাস, নির্বাচন প্রস্তুতি কমিটির সদস্য অশোক কুমার রায়, তপন কুমার সাহা, সৌরেন্দনাথ সরকার, বিশ্বজিৎ রায়, সুধারাম সাহা প্রমুখ।

    সম্মেলনে বক্তরা অভিযোগ করেন, ২৩ জুলাই -২০২২ উল্লাপাড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে অনিয়ম, স্বেচ্ছাচারিতা, অনাকাঙ্ক্ষিত ও গঠনতন্ত্র বর্হিভুত নির্বাচন প্রস্তুতি কমিটি গঠন করে নির্বাচন পরিচালনা করা হয়। গঠনতন্ত্র বর্হিভুত মুল কমিটির সদস্য ব্যতীতও বহিরাগতরা স্থান পায় এই কমিটিতে। এটা গঠনতন্ত্র পরিপন্থী।

    তারা আরো অভিযোগ করে জানান, গঠনতন্ত্র মোতাবেক সম্মলনে উপজেলা পূজা উদযাপন পরিষদের ৫১ সদস্য ও প্রতিটি ইউনিয়ন কমিটি থেকে ৭ জন করে ভোটার ভোট প্রয়োগের কথা থাকলেও গঠনতন্ত্রকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তাদের ইচ্ছামতে ভোটার তালিকা প্রণয়ন করে সম্মেলনে নির্বাচন অনুষ্ঠিত করে।

    সম্মেলনের আহবায়ক গৌতম দত্ত জানান, সিরাজগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উল্লাপাড়ায় একটি মহলকে বিজয়ী করার জন্য ষড়যন্ত্রমুলক এই নির্বাচন উপহার দেন।

  • উল্লাপাড়ার কৃতি শিল্পী আঁচল সাহার আত্মহত্যা।

    উল্লাপাড়ার কৃতি শিল্পী আঁচল সাহার আত্মহত্যা।

    উল্লাপাড়ার কৃতি শিল্পী আঁচল সাহার আত্মহত্যা।


    উল্লাপাড়ার সঙ্গীত অঙ্গনে প্রতিশ্রুতিশীল শিল্পী আঁচল সাহা মারা গেছেন। তিনি রোববার রাতে ঢাকার বসুন্ধরা এলাকায় একটি মহিলা হোস্টেলে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন। আঁচল উল্লাপাড়ার ঝিকিড়া গ্রামের দীপক কুমার সাহার মেয়ে এবং ঢাকা ইস্ট ওয়েস্ট বিশ্ব বিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের ছাত্রী। তার আত্মহত্যার কারণ জানা যায়নি।

    আচঁল সাহার মামা পলাশ সাহা জানান, আচঁল প্রায় তিন বছর ধরে ঢাকার বসুন্ধরা এলাকায় একটি মহিলা হোস্টেল থেকে পড়ালেখা করত। রোববার রাত ১০ টার দিকে তার হোস্টেলের এক সহপাঠী আমাদেরকে ফোন দিয়ে আঁচল খুবই অসুস্থ বলে জানায়। পরে পরিবারের লোকজন নিয়ে আমরা রাতেই ঢাকায় যাই। সেখানে গিয়ে জানতে পারি আঁচল আত্মহত্যা করেছে। তবে আত্মহত্যার কোন কারণ এখন পর্যন্ত আঁচলের পরিবার জানে না বলে উল্লেখ করেন তার মামা পলাশ সাহা। এই প্রতিবেদনে লেখার সময় আঁচল সাহার ময়না তদন্ত চলছিল।

    আঁচল সাহা একজন ভালো সঙ্গীত ও নৃত্য শিল্পী। তিনি ভালো কবিতা আবৃত্তি করতেন। উল্লাপাড়াসহ সিরাজগঞ্জের বিভিন্ন অনুষ্ঠানে আঁচল নাচ গান পরিবেশন করতেন। শিশুবেলায় তিনি উল্লাপাড়ার কচিকাঁচার মেলা সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। পরে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সদস্য হিসেবে বিভিন্নস্থানে সঙ্গীত ও নাচ পরিবেশন করে প্রচুর খ্যাতি অর্জন করেন। ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠানেও আঁচল নাচ গান করতেন। তার আকস্মিক মৃত্যুতে উল্লাপাড়ার সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সোমবার রাতে ঘোষগাঁতি মহাশশ্মানে আঁচলের শেষ কৃত্য অনুষ্ঠিত হবে বলে তার পরিবার সূত্রে জানা গেছে।

    আঁচল সাহার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, উল্লাপাড়া উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি ও পৌর মেয়র এস এম নজরুল ইসলাম, উল্লাপাড়া শিল্পকলা একাডেমির সংঙ্গীত শিক্ষক ওস্তাদ জিতেন বিশ্বাস, এসো গান শিখি’র পরিচালক সঙ্গীত শিল্পী রিলা চৌধুরী, রিমঝিম কচিকাঁচা মেলার পরিচালক মোঃ শাহাদত হোসেন, শিশু কেন্দ্রের সঙ্গীত পরিচালক মোঃ আনোয়ারুল ইসলাম বিপু ও সাংবাদিক রাজু আহমেদ সাহান প্রমুখ।
    তারা বলেন, আচল সাহা’র মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনে শূণ্যতার সৃষ্টি হলো। উল্লাপাড়াবাসী একজন খ্যাতিমান প্রতিশ্রুতিশীল শিল্পীকে হারালো।

  • উল্লাপাড়ায় বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে  বৃক্ষ রোপণ সহ নানা কর্মসূচী পালন।

    উল্লাপাড়ায় বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে  বৃক্ষ রোপণ সহ নানা কর্মসূচী পালন।

    উল্লাপাড়ায় বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে  বৃক্ষ রোপণ সহ নানা কর্মসূচী পালন।


    জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে উল্লাপাড়া মহিলা দাখিল মাদ্রাসায় বৃক্ষরোপণ সহ নানা কর্মসূচী পালিত হয়েছে। সোমবার সকালে জাতীয় পাতাকা উত্তোলন, কালো ব্যাচ ধারণ, শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ, কেরাত, হামদ-নাত, কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তব্য, রচনা প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, দোয়া ও মিলাদ মাহফিল, আলোচনা সভা, খাবার বিতরণ সহ নানা কর্মসূচীর আয়োজন করা হয়।

    বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে বেসরকারী প্রতিষ্ঠান বাংলাদেশ ব্রূরো উল্লাপাড়া মহিলা দাখিল মাদ্রাসা মাঠে শিক্ষার্থীদের নিয়ে এক বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে।

    এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। জাতীয় শোক দিবসের তাৎপর্য তুলে ধরে এতে বক্তব্য রাখেন উল্লাপাড়া মহিলা দাখিল মাদ্রাসা শিক্ষার্থী মিতু খাতুন, ঋতু পারভীন, শিক্ষক সাইফুল ইসলাম, শাহাদাত হোসেন, রাজু আহমেদ সাহান, মোঃ মনিরুজ্জামান ও সুপার মোঃ ছোরমান আলী প্রমুখ।

    এছাড়াও উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এবং উল্লাপাড়ার সামাজিক সংগঠন সমুহ জাতীয় শোক দিবস উপলক্ষে নানা কর্মসূচী পালন করে।

  • উল্লাপাড়ার সলপ কলেজের সভাপতি হলেন চৌধুরী ইকতিয়ার মমিন।

    উল্লাপাড়ার সলপ কলেজের সভাপতি হলেন চৌধুরী ইকতিয়ার মমিন।

    উল্লাপাড়ার সলপ কলেজের সভাপতি হলেন চৌধুরী ইকতিয়ার মমিন।


    সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ঐতিহ্যবাহী সলপ ডিগ্রী কলেজ পরিচালনা কমিটির সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ সরকারের সাবেক রাস্ট্রদূত চৌধুরী ইকতিয়ার মমিন জিলু। তিনি কর্মজীবনে স্পেন সহ বিভিন্ন রাস্ট্রে বাংলাদেশ সরকারের পররাস্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি হিসেবে রাস্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন। গত ২ আগস্ট জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের পক্ষে কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) ফাহিমা সুলতানা এই কলেজ পরিচালনা কমিটির অনুমোদন দেন।

    সলপ ডিগ্রী কলেজ পরিচালনা কমিটির অপর সদস্যরা হলেন, প্রতিষ্ঠাতা সদস্য সাবেক অধ্যক্ষ মোছাঃ হাছিনা খাতুন, দাতা সদস্য মোঃ আকবর আলী আকন্দ, বিদ্যোৎসাহী সদস্য মোঃ মাছুদুর রহমান, ছাত্র অভিভাবক সদস্য আকন্দ মনোয়ারুল ইসলাম, মোছাঃ খাদিজা খাতুন, শিক্ষক প্রতিনিধি হলেন, অর্থনীতি বিষয়ের শিক্ষক শাপলা খাতুন, রসায়ন বিষয়ের শিক্ষক মোঃ মনোয়ার হোসেন, শারীর চর্চা বিষয়ের শিক্ষক মোঃ আব্দুল মান্নান ও কমিটির সদস্য সচিব কলেজ অধ্যক্ষ মলয় কুমার ভুইত।

    আগামী ২ বছর এই নব নির্বাচিত পরিচালনা কমিটি কলেজ পরিচালনা করবেন বলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মলয় কুমার ভূইত জানান।

  • উল্লাপাড়ায় স্বামীর সঙ্গে অভিমান করে বিষ পানে গৃহবধুর আত্মহত্যা। 

    উল্লাপাড়ায় স্বামীর সঙ্গে অভিমান করে বিষ পানে গৃহবধুর আত্মহত্যা। 

    উল্লাপাড়ায় স্বামীর সঙ্গে অভিমান করে বিষ পানে গৃহবধুর আত্মহত্যা। 


    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বরযাত্রী হয়ে বিয়ে বাড়ীতে যেতে না পেরে স্বামীর সঙ্গে অভিমান করে বিষ পানে রত্না খাতুন(৩২) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছে।ঘটনাটি ঘটেছে উপজেলার ভূতবাড়ীয়া গ্রামে।

    শুক্রবার রাত আনুমানিক ৮টার দিকে নিজ বাড়ীতে এ মৃত্যুর ঘটনা ঘটে। গৃহবধূ রত্মা উপজেলার বড়হর ইউনিয়নের ভুতবাড়িয়া গ্রামের আব্দুল মোমেন এর স্ত্রী।

    উল্লাপাড়া মডেল থানার উপ পরিদর্শক সজীব হাসান জানান, পূর্ব থেকেই স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ ও ঝগড়া বিবাদ চলে আসছিল। ঘটনার দিন পাশের প্রতিবেশির বিয়েতে পারিবারিক দাওয়াত ছিল তাদের। স্ত্রী রত্নার সেই বিয়েতে যাবার কথা ছিল। কিন্তু মোমেন স্ত্রী রত্নাকে না নেওয়ায় স্বামীর উপর অভিমান করে রত্মা কীটনাশক খেয়ে ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়ে। পুলিশ রাতেই গৃহবধুর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

    রত্মার বাবা আব্দুল মজিদ বলেন, ‘আমার মেয়ে তাঁর স্বামীর সঙ্গে ভালোই ছিল। হঠাৎ কেন বিষ খেল, বুঝতে পারছি না।’

    উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত ওসি) এনামুল হক বলেন, গৃহবধূর মৃত্যুর ঘটনায় ইউডি মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের জন্য শুক্রবার দুপুরে লাশ সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

  • উল্লাপাড়ায় ভুয়া কাজী মাদ্রাসা শিক্ষক গ্রেফতার।

    উল্লাপাড়ায় ভুয়া কাজী মাদ্রাসা শিক্ষক গ্রেফতার।

    উল্লাপাড়ায় ভুয়া কাজী মাদ্রাসা শিক্ষক গ্রেফতার।


    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিয়ের আসর থেকে বিবাহ নিবন্ধন কালে মোঃ আব্দুস সালাম (৪২) নামের এক ভুয়া কাজীকে গ্রেফতার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ। শুক্রবার সন্ধ্যায় উপজেলার পশ্চিম মহেশপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে বিবাহ নিবন্ধনের একটি বইও জব্দ করে পুলিশ। গ্রেফতার সালাম উপজেলার উধুনিয়া ইউনিয়নের ফাজিল নগর গ্রামের আসগর আলীর ছেলে ও বিনায়েকপুর দাখিল মাদ্রাসার মৌলভী পদের সহকারী শিক্ষক।

    থানার মামলা সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে উপজেলার উধুনিয়া ইউনিয়ন ও আশেপাশের বিভিন্ন এলাকায় সরকারের অনুমোদন ছাড়াই বিবাহ নিবন্ধনের নকল বালাম বই তৈরি করে বাল্য বিবাহ সহ নিকাহ নিবন্ধন করে আসছিলেন এই ভুয়া কাজী। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার পশ্চিম মহেশপুর গ্রামে একটি বিবাহ রেজিষ্ট্রেশন করা কালে গোপন সংবাদের ভিত্তিতে উল্লাপাড়া মডেল থানা পুলিশের একটি দল এই ভুয়া কাজীকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে নকল নিকাহ্ রেজিস্ট্রার বই জব্দ করে পুলিশ। রাতেই পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে।

    মামলার তদন্তকারী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) এনামুল হক জানান, শনিবার সকালে গ্রেফতার ভুয়া বিবাহ নিবন্ধনকারী কাজীর বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

  • উল্লাপাড়ায় মোমেনা আলী বিজ্ঞান স্কুল আন্ত:শ্রেণি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত।

    উল্লাপাড়ায় মোমেনা আলী বিজ্ঞান স্কুল আন্ত:শ্রেণি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত।

    উল্লাপাড়ায় মোমেনা আলী বিজ্ঞান স্কুল আন্ত:শ্রেণি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত


    সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মোমেনা আলী বিজ্ঞান স্কুলের আন্ত:শ্রেণি ফুটবল প্রতিযোগিতা ২০২২ ইং অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২ টায় স্কুল ক্যাম্পাসে এই আন্ত:শ্রেণি ফুটবল ফাইনাল প্রতিযোগিতায় অষ্টম শ্রেনীকে ২-১ গোলে পরাজিত করে দশম শ্রেনী চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। অষ্টম শ্রেনীর পক্ষে ১ টি গোল করে আপন এবং দশম শ্রেনীর পক্ষে দুটি গোল করে সাগর ও অন্তর।

    এ সময় স্কুলের বিভিন্ন শ্রেনীর প্রায় এক হাজার শিক্ষার্থী উপস্থিত থেকে ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা উপভোগ করে। প্রধান অতিথি হিসেবে আন্তঃফুটবল খেলার উদ্বোধন করেন উল্লাপাড়া বিজ্ঞান কলেজের অধ্যক্ষ আশরাফুল ইসলাম। এ সময় অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন মোমেনা আলী বিজ্ঞান স্কুলের প্রধান শিক্ষক রকিবুল ইসলাম, শিক্ষক জাহাঙ্গীর হোসেন, আম্বিয়া সুলতানা, সোহেল রানা, আব্দুল আলিম, আব্দুল মমিন ও আইয়ুব আলী প্রমূখ। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ছাত্রছাত্রীদের দৈহিক ও মানসিক বিকাশে খেলাধুলার ভূমিকা অপরিসীম। প্রতি বছর স্কুল শিক্ষার্থীদের মাঝে এর গুরুত্ব তুলে ধরার জন্য বিভিন্ন ধরনের প্রতিযোগিতার আয়োজন করা দরকার।

    খেলা শেষে চ্যাম্পিয়ান দলের পক্ষে পুরস্কার গ্রহন করে রোহান। ম্যান অফ দ্যা টুর্নামেন্ট হওয়ার গৌরব অর্জন করে দশম শ্রেনীর আরাফাত।

  • উল্লাপাড়ায় মোহারমের সিন্নি রান্নাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আহত-৭।

    উল্লাপাড়ায় মোহারমের সিন্নি রান্নাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আহত-৭।

    উল্লাপাড়ায় মহারমের সিন্নি রান্নাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আহত-৭।


    সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলপ ইউনিয়নের বড় জুমলা গ্রামে মোহারমের (আশুরা) দিন সিন্নি রান্নাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।এ ঘটনায় ৩ নারী ও ৪ জন পুরুষ আহত ও ঘরবাড়ি ভাঙচুর করা হয়েছে।

    জানা যায় বড়জুমলা গ্রামের মোঃ আউয়াল প্রামানিক নিজের বাড়িতে দীর্ঘদিন ধরে মোহারম মাসে তার পীরের নামে দোওয়া ও মিলাদ মাহফিল করে আসছে। এরই ধারাবাহিকতায় এ বছর দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।ইস্বানিত হয়ে গ্রামের কিছু অসাধু লোক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে বাধা প্রয়োগ করে । এক পর্যায় গ্রামের কিছু অসাধু মাতবর মোঃ আউয়াল প্রামামিক ও তার পরিবারকে একঘরে (ঠেকি) করে রেখেছেন।

    এদিকে মোহারম উপলক্ষে আউয়াল প্রামানিক ৯ মোহারম গ্রামের ও পাশের গ্রামের কিছু লোকজনকে দোওয়া ও মিলাদ মাহফিলে দাওয়াত করেন। ১০ মহারম দুপুর থেকে শুরু হয় সিন্নি রান্নার প্রস্তুতি।

    এমতাবস্থায় ৯ অগোষ্ট (মহারমের দিন) বিকেল ৩ টার সময় গ্রামের কিছু অসাধু লোকজন আউয়ালের বাড়িতে এসে সিন্নি রান্নার সরঞ্জামাদি নষ্ট করে দেয় এবং তার পরিবারের লোকজন ও দাওয়াতে আসা আত্মীয় স্বজনের উপর অতর্কিত হামলা চালায়।

    এতে তার বাড়ি ঘর ভাংচুরসহ পরিবারের ৭ জন সদস্য আহত হয় এবং তাদেরকে স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ বিষয়ে আউয়াল প্রামানিক বাদি হয়ে উল্লাপাড়া মডেল থানায় ৯ জনকে আসামী করে একটি অভিযোগ দায়ের করেন।

    এ বিষয় উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোঃ নজরুল ইসলাম বলেন উভয় পক্ষের অভিযোগ পেয়েছি। তদন্ত স্বাপেক্ষে ব্যাবস্থা নেওয়া হবে।

  • উল্লাপাড়ায় ভ্রাম্যমাণ ৪ জুয়ারি গ্রেপ্তার।

    উল্লাপাড়ায় ভ্রাম্যমাণ ৪ জুয়ারি গ্রেপ্তার।

    উল্লাপাড়ায় ভ্রাম্যমাণ ৪ জুয়ারি গ্রেপ্তার


    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ভ্রাম্যমাণ জুয়া খেলার সময় ৪ জুয়ারি কে আটক করেছে মডেল থানা পুলিশ। সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার উধুনিয়া ইউনিয়নের দিঘলগ্রাম বিলে নৌকার উপর ভ্রাম্যমান এই জুয়া খেলার সময় পুলিশ অভিযান চালিয়ে ৪ জুয়ারি কে আটক করে। আটককৃতরা হলেন উল্লাপাড়ার গয়হাট্টা বাজার এলাকার জহুরুল ইসলামের ছেলে সামিউল ইসলাম সাগর (৩৫), গয়হাট্টা ফরিদপুর গ্রামের মৃত শাহজাহান আলীর ছেলে শামিম রেজা (৪০), গয়হাট্টা বাগলগাঁতী গ্রামের নাজিমুদ্দিন এর ছেলে আব্দুল হালিম (৪৫), চন্দ্রগাঁতী গ্রামের আরিফ উদ্দিনের ছেলে মোঃ জাহিদ (৪৪)।

    পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃতরা বর্ষা মৌসুমে চলনবিল এলাকায় নৌকা উপর ভ্রাম্যমাণ জুয়া বসিয়ে লাখ লাখ টাকার জুয়া খেলা পরিচালনা করেন। এই জুয়া খেলতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে জুয়ারিরা হাইজ ও মাইক্রোবাস যোগে এই এলাকায় আসে।

    এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, আটককৃতদের কাছ থেকে নগদ টাকা, ব্যবহৃত নৌকা এবং জুয়া খেলার সরঞ্জাদি জব্দ করা হয়েছে। মঙ্গলবার মামলা দায়ের করে আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।

  • উল্লাপাড়ায় প্রকৌশলী দম্পতিকে নৌকা ডুবি করে হত্যার চেষ্টা থানায় অভিযোগ।

    উল্লাপাড়ায় প্রকৌশলী দম্পতিকে নৌকা ডুবি করে হত্যার চেষ্টা থানায় অভিযোগ।

    উল্লাপাড়ায় প্রকৌশলী দম্পতিকে নৌকা ডুবি করে হত্যার চেষ্টা থানায় অভিযোগ।


    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রকৌশলী দম্পতিকে নৌকা ডুবি করে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে।শুক্রবার উপজেলার উধুনিয়া ইউনিয়নের দিঘলগ্রাম নামক প্রত্যন্ত চলনবিল এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রকৌশলী’র দুই সহোদর ও এক ভাগিনা সহ ৩ জনকে আসামি করে থানায় জিডি মামলা করা হয়েছে।

    অভিযোগকারী প্রকৌশলীর স্ত্রী নার্গিস ফাতেমা জানান, শুক্রবার সকালে উপজেলার উধুনিয়া ইউনিয়নের দিঘলগ্রাম থেকে ডিঙি নৌকা যোগে তার প্রকৌশলী স্বামী মোঃ রেজাউল করিম ও তিনি থানা শহর উল্লাপাড়ায় আসছিলেন। পথিমধ্যে তার স্বামীর বড় ভাই গোলাম মোস্তফা বাবলু, দেবর মিজানুর রহমান ও ভাগিনা জেলহক পূর্ব পরিকল্পিত ভাবে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সন্ত্রাসী কায়দায় তাদের ডিঙ্গি নৌকার গতি রোধ করে এবং হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। এ সময় তারা বিভিন্ন ভয়ভীতি ও হত্যার হুমকি প্রদর্শন করে চাঁদা দাবি করে প্রকৌশলী দম্পতির কাছে। নইলে মারপিট করিয়া ডিঙি নৌকা ডুবাইয়া দিয়া হত্যা করবে বলে হুমকি ও গালিগালাজ করতে থাকে হামলাকারীরা।

    এ সময় তাদের ডাক চিৎকারে আশেপাশের লোকজন নৌকা নিয়ে এগিয়ে এসে হামলাকারীদের হাত থেকে ভুক্তভুগিদের উদ্ধার করে।

    প্রকৌশলী রেজাউল করিম জানান, পারিবারিক কলহের জের ধরে তারা সন্ত্রাসী কায়দার অতর্কিত হামলার স্বীকার হলে এলাকাবাসী এগিয়ে এসে হামলাকারীদের হাত থেকে আমাদের উদ্ধার করে। পরে পুলিশের ৯৯৯ এ ফোন দিলে তারা আমাদের নিরাপত্তা নিশ্চিত করেন।

    উল্লাপাড়া মডেল থানার সেকেন্ড অফিসার মাসুদ রানা জানান,এ ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।