Tag: উল্লাপাড়া

  • উ গ্রেপ্তার।

    উল্লাপাড়া(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার করেছে পুলিশ। সে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বড়হর ইউনিয়ন শাখার সহ-সভাপতি ও টিওরহাটি গ্রামের মো.আবুল হোসেন সরদারের ছেলে।

    জানা যায় পৌরশহরের গ্রামের থেকে ব্যবসার পাশাপাশি ছাত্রলীগ করত। সে সৈরাচার সরকারের নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সহ-সভাপতি ছিলো।

    এ তথ্য নিশ্চিত করেন উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.রাকিবুল হাসান।
    এ সময় তিনি জানান বুধবার (৫ ফেব্রুয়ারী) রাতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা র বাড়িতে অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করা হয়। সে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বড়হর ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি ও টিওরহাটি গ্রামেরর ছেলে।
    তার বিরুদ্ধে উল্লাপাড়া মডেল থানায় মারামারি ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
    তাকে বৃহস্পতিবার(৬ ফেব্রুয়ারী) বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
    তিনি আরো জানান নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা/কর্মী প্রমান পেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

  • উল্লাপাড়ায় মায়ের সাথে মেয়ের ঝগড়া অভিমানে মায়ের আত্মহত্যা।

    উল্লাপাড়ায় মায়ের সাথে মেয়ের ঝগড়া অভিমানে মায়ের আত্মহত্যা।

    উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মায়ের সাথে মেয়ের ঝগড়াকে কেন্দ্র করে সাথী পারভীন (৩৫) নামের এক মা আত্মহত্যা করেছে। শনিবার রাত সাড়ে ৯ টার দিকে নিজ ঘরের আড়ার সাথে ঝুলে আত্মহত্যা করে। সাথী উপজেলার সদর ইউনিয়নের খালিয়াপাড়া গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী।

    উল্লাপাড়া মডেল থানার উপ পরিদর্শক মোঃ মেহেদী হাসান জানান, ২৫ তারিখ শনিবার দুপুরে তার কলেজ পড়ুয়া মেয়ের সাথে ঝগড়া হয় গৃহবধূ সাথীর। সন্ধ্যায় পরিবারের সকল সদস্য গ্রামের এক ইসলামি জালসায় যোগ দিলে মেয়ের উপর অভিমান করে সাথী ঘরের ধন্যার সাথে ঝুলে আত্মহত্যা করে। পরে জলসা শুনে বাড়ীর লোকজন ফিরে এসে দেখে আত্মহত্যা করে ঝুলে আছে গৃহবধূ সাথী।

    উল্লাপাড়া মডেল থানার তদন্ত (ওসি) নিয়ামুল হক জানান, পরিবারের লোকজন থানায় খবর দিলে পুলিশ রবিবার সকালে ঘটনাস্থল থেকে গৃহবধূর লাশ লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এব্যাপারে সাথীর স্বামী শহিদুল ইসলাম থানায় বাদী হয়ে একটি ইউডি মামলা দায়ের করেছে।

  • উল্লাপাড়ায় হাত-পা বাধা যুবকের মরদেহ উদ্ধার।

    উল্লাপাড়ায় হাত-পা বাধা যুবকের মরদেহ উদ্ধার।

    উল্লাপাড়া(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় হাত-পা বাঁধা মনিরুল ইসলাম(১৯) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছেন সলঙ্গা থানা পুলিশের সদস্যরা।

    নিহত মনিরুল ইসলাম তাড়াশ উপজেলার বোয়ালিয়া গ্রামের ফুলজার হোসেনের ছেলে।

    উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের দবিরগঞ্জ গ্রামের মামা মোন্নাফের রান্না ঘরে এই রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে।

    জানা যায় মনিরুল ইসলাম ছোট থেকে তার নানা বাড়িতে বসবাস করে।ছোট মামি শিল্পী খাতুন ও তার ভাসুর জানান মোন্নাফের বাড়ির রান্না ঘরে বাঁশের আড়ার সাথে মনিরুলের ঝুলন্ত মরদেহ দেখে চিৎকার করে উঠি।আমাদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসে এবং নিহত মনিরুলের মরদেহ রান্না ঘরে ঝুলতে দেখে পুলিশকে খবর দেয়।

    সলঙ্গা থানার তদন্ত কর্মকর্তা মনোজিৎ কুমার নন্দী এ তথ্য নিশ্চিত করে জানান স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। হত্যা বা আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে বলা যাচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পর নিশ্চিত করে বলা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা। আপাতত থানায় একটি ইউডি মামলা রজু করা হয়েছে।

  • শোক সংবাদ প্রভাষক হেলেনা পরভীন।

    শোক সংবাদ প্রভাষক হেলেনা পরভীন।

    সিরাজগঞ্জে উল্লাপাড়া ডিগ্রি কলেজের বাংলা বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক হেলেনা পারভীন (৫৫) বুধবার রাতে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্না লিল্লাহি………রাজিউন)। তিনি বেশ কিছুদিন ধরে শ^াসকষ্ট, ডাইবেটিসসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। এক সপ্তাহ আগে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে উক্ত হাসপাতালে ভর্তি করা হয়। এখানেই তিনি শেষ নিশ^াস ত্যাগ করেন। হেলেনা পারভীনের মৃত্যুতে বৃহস্পতিবার উল্লাপাড়া ডিগ্রি কলেজের সকল ক্লাস বন্ধ থাকে। কলেজের শিক্ষকগণ শোক সভার আয়োজন করেন। এতে সভাপতিত্ব করেন অধ্যক্ষ আবু জাফর।

  • উল্লাপাড়া বণিক সমিতির সভাপতি আব্দুল কুদ্দুসের মৃত্যু  শোকে অর্ধদিবস দোকানপাট বন্ধ।

    উল্লাপাড়া বণিক সমিতির সভাপতি আব্দুল কুদ্দুসের মৃত্যু শোকে অর্ধদিবস দোকানপাট বন্ধ।

     

    উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি :

    উল্লাপাড়া পৌরসভার কাওয়াক মহল্লার বাসিন্দা বাজার বণিক সমিতির সভাপতি মরহুম আব্দুল কুদ্দুস (৬৭) মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করিয়াছেন। (ইন্না,,,,,,,,,,, রাজিউন)। তিনি উপজেলা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক, বিশিষ্ট ট্রান্সপোর্ট ব্যবসায়ী, সাবেক পৌর কমিশনার, বিশিষ্ট ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন। বুধবার বেলা ১১ টার দিকে কাওয়াক হাসপাতাল মাঠে মরহুমের জানাজা শেষে কাওয়াক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে সহ বহু গুণগ্রাহী রেখে মারা যান। তার মৃত্যুতে বুধবার সকাল থেকে বেলা ১২ টা পর্যন্ত পৌরশহরের সকল দোকান-পাট বন্ধ ছিল।

  • উল্লাপাড়ায় ফ্যাসিবাদ বিরোধী তারুণ্য উৎসব পালন।

    উল্লাপাড়ায় ফ্যাসিবাদ বিরোধী তারুণ্য উৎসব পালন।

    উল্লাপাড়া(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এসো দেশ বদলাই পৃথিবী বদলাই, এই শ্লোগান কে সামনে রেখে তারুণ্যের উৎসব ২০২৫ ফ্যাসিবাদ বিরোধী জুলাই বিপ্লবের প্রেক্ষাপট ও তাৎপর্য এবং শিক্ষাক্ষেত্রে বিরাজমান সমস্যা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার বিকাল ৫ টায় উপজেলার আর. এস কলেজ মাঠে, আর. এস কলেজের আয়োজনে, অত্র কলেজের অধ্যক্ষ মোঃ আবু জাফরের সভাপতিত্বে, সিনিয়র প্রভাষক, আব্দুস ছালামের সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক এমপি, এম. আকবর আলী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, উল্লাপাড়া হবে বাংলাদেশের মধ্যে একটি আলোকিত ও আদর্শ শিক্ষা নগরী। এই নগরীতে কোন সন্ত্রাসী ও চাঁদাবাজদের কোন স্হান নেই। আমি উল্লাপাড়াকে বাংলাদেশের মানচিত্রে শিক্ষা নগরী হিসাবে পরিচয় করে দিয়েছি। আবারও এমপি হলে মেয়েদের জন্য একটি নার্সিং ইনস্টিটিউট, ছেলেদের জন্য একটি আন্তর্জাতিক মানের কারিগরি কলেজ,  একটি মেডিকেল টেকনোলজি কলেজ এবং আকবর আলী কলেজ কে বিশ্ববিদ্যালয়ে রুপান্তর করা হবে।  উল্লাপাড়া হবে বাংলাদেশের মধ্যে একটি আদর্শ, আলোকিত শিক্ষা নগরী ও শান্তির নগরী।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লায়ন মিসেস মোমেনা আলী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, আব্দুস ছালাম, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক, আশরাফুল ইসলাম মিন্টু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক, আজমল হোসেন, ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক, জিয়াউর রহমান জিয়া, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক, এরশাদ বিন মজিদ,সাবেক পৌর ছাত্র দলের সভাপতি মোঃ খোকন, আলমগীর হোসেন, প্রদর্শক জীববিজ্ঞান, মর্জিনা আক্তার, প্রভাষক ইংরেজি, গোলাম মর্তুজা,মোঃ আবদুল মজিদ,আশিকুর রহমান, ফাহিমা আক্তার, তানভীর, জুয়েল রানা,মাহমুদা খাতুন, সাগর, প্রমুখ উপস্থিত ছিলেন।

  • উল্লাপাড়ায় আলোচিত ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার।

    উল্লাপাড়ায় আলোচিত ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার।

    উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সংঘটিত চাঞ্চল্যকর পূর্ণিমা রাণী শীল গণধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী জহুরুল ইসলাম (৪২)কে গ্রেপ্তার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশের একটি অভিযানিক চৌকস দল।

    শনিবার (৪ জানুয়ারি) রাতে উপজেলার বড়হর ইউনিয়নের পূর্ব দেলুয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জহুরুল ইসলাম উল্লাপাড়া উপজেলার বড়হর ইউনিয়নের পূর্বদেলুয়া গ্রামের জিল্লুর রহমান এর ছেলে।

    উল্লাপাড়া সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার অমৃত সুত্রধর শনিবার সকালে গণমাধ্যম কর্মীদের কাছে এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করে বলেন,২০০১ সালের ৮ অক্টোবর সন্ধ্যায় উল্লাপাড়ায় জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সহিংসতা জের ধরে অষ্টম শ্রেণি পড়ুয়া ছাত্রী পূর্ণিমা রাণী শীলের বাড়িতে হামলা চালিয়ে কতিপয় আসামি ভিকটিম ও তার মা-বাবা-ভাইকে বেধড়ক মারপিট করে ভাঙচুর ও লুটপাট চালায়। পরে ভিকটিম পূর্ণিমা রাণী শীলকে জোর করে ধরে নিয়ে একটি কচুক্ষেতে ফেলে গণধর্ষণ করে। এ ঘটনায় ভিকটিমের বাবা অনিল চন্দ্র বাদী হয়ে ১৬ জনকে আসামি করে উল্লাপাড়া মডেল থানায় একটি গণধর্ষণ মামলা দায়ের করে। উক্ত মামলায় বিজ্ঞ বিচারক ১১ জন আসামিকে যাবজ্জীবন সাজা এবং প্রত্যেককে ১ লাখ টাকা জরিমানা প্রদান করেন।

    তিনি আরও জানান, মামলার পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিদের গ্রেফতার করা জন্য পুলিশ প্রশাসন কাজ করে যাচ্ছে। গ্রেফতার হওয়া জহুরুল ইসলাম ১৭ বছর যাবত মালয়েশিয়াতে আত্মগোপনে ছিল। তাকে গ্রেফতার করে শনিবার সিরাজগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

     

  • উল্লাপাড়ায় এজেন্ট ব্যাংকের টাকা ডাকাতির রহস্য উন্মোচনসহ ডাকাত দলের ১১ সদস্য গ্রেফতার

    উল্লাপাড়ায় এজেন্ট ব্যাংকের টাকা ডাকাতির রহস্য উন্মোচনসহ ডাকাত দলের ১১ সদস্য গ্রেফতার

    উল্লাপাড়া(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় ডাচবাংলার এজেন্ট ব্যাংকের আড়াই লক্ষাধিক  টাকা ডাকাতির রহস্য উন্মোচন ও ডাকাতি ঘটনার সাথে জড়িত আন্তঃজেলা ডাকাত দলের ১১ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশের সদস্যরা। রবিবার (২৯ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার সময় সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

    জানা যায় গত ১২ ডিসেম্বর উপজেলার পৌর বাসটার্মিনাল এলাকা থেকে ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং এ কর্মরত মামুনুর রশিদ ও মিরাজ হোসেনকে র‍্যাবের পোশাকে মাইক্রোবাসে অপহরণ করে আন্তঃজেলা ডাকাত দলের সদস্যরা। পরে জেলার তাড়াশের হামকুরিয়া এলাকায় হাত পা বেঁধে ফেলে রেখে নগদ ২৮ লক্ষ ৫৫হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। এ ঘটনার পরের দিন উল্লাপাড়া মডেল থানায় অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা করেন।

    গ্রেফতারকৃত ডাকাত দলের সদস্যরা হলেন-
    রাজনগর থানার কর্তল এলাকার আফজাল মিয়া (৪০),শাহজাদপুর উপজেলার বাতিয়া গ্রামের জীবন পারভেজ রেজা (৪৭), বাচ্চু মিয়া (৪৭), রবিউল করিম (৪৫), ঝালুকাঠি নলছিড়ি এলাকার মো.জয় (৪০), শ্রীরবদী ধাতুয়া এলাকার সুমন মিয়া (৪৭),ফরিদগঞ্জ ভুটাল এলাকার মোস্তফা কামাল (৪৭)। মাঠবাড়িয়া বড় মাছুয়া এলাকার শাহাদাত হোসেন (৫৫),মতলব উত্তর চাঁদপুরের সুমন মিয়া (৪০) আক্কেলপুর মানিকপাড়া এলাকার মো. আপেল (৩৬), চাটমোহর নবীনপুর পূর্ব পাড়া এলাকার শহিদুল ইসলাম(৪৪)।

    প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়,ডাকাতির মুলরহস্য উদঘাটন ও ডাকাত দলের সদস্যদের গ্রেফতারের জন্য সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার ফারুক হোসেন একটি টিম গঠন করে। পরে সহকারী পুলিশ সুপার উল্লাপাড়া সার্কেল অমৃত সূত্রধর ও জেলা গোয়েন্দা পুলিশ ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. একরামুল হোসাইনের নেতৃত্বে পুলিশ সদস্যরা তথ্য প্রযুক্তি ব্যবহার করে ঘটনার রহস্য উন্মোচন করে অভিযুক্তদের সনাক্ত করতে সক্ষম হয়।পরে দেশের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে আন্তঃজেলা ডাকাত দলের ১১ সদস্যকে গ্রেফতার করেছেন।
    এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ১টি X-NOHA মাইক্রোবাস,১টি মোটরসাইকেল,১ জোড়া হ্যান্ডকাপ, ডাকাতির কাজে ব্যবহৃত র‍্যাবের কটি, ১টি খেলনা পিস্তল, ১টি ওয়াকিটকি সেট ও নগদ টাকা উদ্ধার করা হয়।


    গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

  • উল্লাপাড়া সানফ্লওয়ার স্কুলের বার্ষিক পরীক্ষা ফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ।

    উল্লাপাড়া সানফ্লওয়ার স্কুলের বার্ষিক পরীক্ষা ফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ।

    উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ শনিবার উল্লাপাড়া উপজেলা প্রশাসন পরিচালিত উল্লাপাড়া সানফ্লাওয়ার স্কুলের ২০২৪ শিক্ষাবর্ষের বার্ষিক ফলাফল প্রকাশ অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়। সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি, উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) জনাব রোজিনা আক্তার এতে প্রধান অতিথি ছিলেন। উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এই স্কুলের সভাপতি আবু সালেহ্ মোহাম্মদ হাসনাতের সভাপতিত্বে এবং স্কুলের সিনিয়র শিক্ষক সাইদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক কল্যাণ ভৌমিক, স্কুল কমিটির অভিভাবক সদস্য আব্দুল মালেক, রুনা খাতুন, অভিভাবক হবিবুর রহমান ও পার্থ কুন্ডু প্রমুখ। অনুষ্ঠানে প্রত্যেকে শ্রেণিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদের হাতে পুরুষ্কার তুলে দেন প্রধান অতিথি ও সভাপতি। অনুষ্ঠানে বার্ষিক পরীক্ষায় স্কুলে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত শিক্ষার্থী মেহেজাবিন জান্নাত এবং উপজেলা পর্যায়ে মেধা যাচাই প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী এই স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী সাদিয়া ইসলামকেও পুরষ্কৃত করা হয়। ফলাফল প্রকাশ অনুষ্ঠানে পেটরা কোম্পানি আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতায় অংশ নেওয়া এই স্কুলের ৯ জন কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। পরে স্কুলের শিক্ষার্থীরা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

  • উল্লাপাড়ায় জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা।

    উল্লাপাড়ায় জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা।

    উল্লাপাড়া(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

    উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

    শনিবার(১৬ ডিসেম্বর) বিকেলে উপজেলার পঞ্চক্রোশী  ইউনিয়নের বন্যাকান্দী নইমুদ্দিন মেমোরিয়াল হাইস্কুল মাঠে চত্বরে ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান দুলালের সভাপতিত্বে,উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আজমল হোসেন তালুকদার এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেলাল সরকার,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক, এপিপি, এড. দেলোয়ার হোসেন মন্টু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু শাহিন রেজা, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক, আজমল হোসেন, যুগ্ম আহ্বায়ক খাজা মঈন উদ্দিন, ছাত্র দলের সাবেক সভাপতি মোঃ শাহাদাৎ হোসেন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এরশাদ বিন মজিদ,উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া, যুগ্ম আহ্বায়ক শাহ জালাল, স্বেচ্ছাসেবক দলের সদস্য জাফর ইকবাল,ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মালেক, সাধারণ সম্পাদক মোঃ হায়দার আলী, সাংগঠনিক সম্পাদক শাহিন রেজা, বড়হর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ছাকোয়াত হোসেন সাবু, প্রেসক্লাবের সভাপতি মোঃ আনিছুর রহমান লিটন সহ অনেকে।