উল্লাপাড়া(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার করেছে পুলিশ। সে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বড়হর ইউনিয়ন শাখার সহ-সভাপতি ও টিওরহাটি গ্রামের মো.আবুল হোসেন সরদারের ছেলে।
জানা যায় পৌরশহরের গ্রামের থেকে ব্যবসার পাশাপাশি ছাত্রলীগ করত। সে সৈরাচার সরকারের নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সহ-সভাপতি ছিলো।
এ তথ্য নিশ্চিত করেন উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.রাকিবুল হাসান।
এ সময় তিনি জানান বুধবার (৫ ফেব্রুয়ারী) রাতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা র বাড়িতে অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করা হয়। সে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বড়হর ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি ও টিওরহাটি গ্রামেরর ছেলে।
তার বিরুদ্ধে উল্লাপাড়া মডেল থানায় মারামারি ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
তাকে বৃহস্পতিবার(৬ ফেব্রুয়ারী) বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
তিনি আরো জানান নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা/কর্মী প্রমান পেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।