Tag: উদ্বোধন

  • সিরাজগঞ্জে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন।

    সিরাজগঞ্জে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন।

    সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। ২০ ও ২১ ডিসেম্বর দু’দিনব্যাপি বিজ্ঞান মেলা শহরের ভিক্টোরিয়া হাইস্কুল মাঠে বিজ্ঞান মেলার শুভ উদ্বোধন করেন এবং অনু্ষ্ঠানের সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাশুকাতে রাব্বি।

    উক্ত বিজ্ঞান মেলা সদর উপজেলার স্কুল কলেজের শিক্ষার্থীদের উদ্ভোবনী প্রজেক্টর প্রদর্শন করে। সিরাজগঞ্জ সদরের প্রতিষ্ঠিত মাধ্যমিক স্কুলগুলোর মধ্যে রজব আলী মেমোরিয়াল বিজ্ঞান ডিগ্রী কলেজ,বিএল সরকারি উচ্চ বিদ্যালয়, সালেহা ইসহাক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ভিক্টোরিয়া হাইস্কুল, হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয়,জ্ঞানদায়িনী উচ্চ বিদ্যালয়,মল্লিকা ছানাউল্লাহ আনছারী উচ্চ বিদ্যালয়,এসবি রেলওয়ে কলোনী স্কুল এন্ড কলেজ সহ মোট ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মেলায় অংশগ্রহণ করেছে।

    উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগতবক্তব্যে রাখেন, সিরাজগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এলিজা সুলতানা।বিশেষ অতিথি ও বিচারক হিসেবে উপস্থিত ছিলেন,সিরাজগঞ্জ সদর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) এস,এম রবিন শীর্ষ, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক হাসনা প্রমুখ।

    দু’দিনব্যাপি বিজ্ঞান মেলার প্রজেক্ট প্রদর্শনীর ও শিক্ষার্থীদের উপস্থিত বক্তৃতার বিচারক কমিটির মধ্যে ছিলেন,সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সাফা সাদরিয়া, ভিক্টোরিয়া হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ সাজেদুল ইসলাম, সিরাজগঞ্জ সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মোঃ রেজাউল করিম, ইসলামিয়া সরকারি কলেজের পদার্থ বিজ্ঞানের প্রভাষক আবু তালহা প্রমুখ।

    অনু্ষ্ঠানটি সঞ্চালনা করেন মল্লিকা ছানাউল্লাহ আনছারী উচ্চ বিদ্যালয়ের মোঃ সোহেল রানা, সহকারি শিক্ষক(গণিত)।

    উদ্বোধনী অনু্ষ্ঠান শেষে উপজেলা নির্বাহী অফিসার মাশুকাতে রাব্বি স্টলগুলো পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের উদ্ভাবিত বিজ্ঞান ও প্রযুক্তি ভিত্তিক আলোচনা করেন।

    এ সময় তিনি আরো বলেন, শিশু-কিশোর ও তরুণদের প্রযুক্তিগত ও উদ্ভাবনী মনোভাব বিকাশের জন্য এগিয়ে আসতে হবে। বেশী স্মার্ট ফোন ব্যবহারে আসক্তি হওয়ায় পড়াশুনার ক্ষতিও হচ্ছে।

  • জৈন্তাপুরে প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রীর উন্নয়ন মূলক কাজের উদ্বোধন ও মতবিনিময়।

    জৈন্তাপুরে প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রীর উন্নয়ন মূলক কাজের উদ্বোধন ও মতবিনিময়।

    বিলালুর রহমান,জৈন্তাপুর(সিলেট)প্রতিনিধিঃ সিলেটের জৈন্তাপুরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানের মন্ত্রী ইমরান আহমদ এমপি চা শ্রমিকদের বাসগৃহ, তৈয়ব আলী ডিগ্রী কলেজের ৪ তলা আইসিটি ভবন উদ্বোধন, সৌদি আরবগামীদের হোটেল কোয়ারান্টাইন ভাবত ভর্তুকির চেক ও নবনির্বাচিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সাথে মতবিনিময় করেন।

    ১০ ডিসেম্বর শুক্রবার দুপুর আড়াইটার সময় মন্ত্রী সমাজ কল্যাণ মন্ত্রনালয়ের অর্থায়নে শ্রীপুর চা বাগানে ২ টি বাসগৃহ উদ্বোধন করেন। ৩টায় জৈন্তাপুর তৈয়ব আলী ডিগ্রী কলেজের নব নির্মিত ৪ তলা বিশিষ্ট আইসিটি ভবন উদ্বোধন করেন। ৩ টা ৪৫মিনিটে জৈন্তাপুর উপজেলা পরিষদ হলরুমে মন্ত্রী সৌদি আরব গামীকর্মীদের হোটেল কোয়ারান্টাইনের ভর্তুকির চেক বিতরণ করেন ও সর্বশেষ জৈন্তাপুর উপজেলার ৫টি ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান ও সদস্য এবং সদস্যাদের সাথে মতবিনিময় করেন।

    জৈন্তাপুর উপজেলা প্রশাসনের প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নূসরাত আজমেরী হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের মন্ত্রী সিলেট ৪ আসনের সংসদ সদস্য ইমরান আহমদ এমপি।

    বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান কামাল আহমদ। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পলিনা রহমান। উপজেলা ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন এম, এ ।জৈন্তাপুর, কানাইঘাট, সার্কেল, সিনিয়র এ এস পি আব্দুল করিম,উপজেলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগির, ইমরান আহমদ সরকারি মহিলা ডিগ্রী কলেজের প্রিন্সিপাল ডক্টর এনামুল হক সরদার ।

    এসাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ১৭ পরগনার শালিশ সমন্বয় কমেটির সভাপতি আবু জাফর আবুল মওলা চৌধুরী, নিজপাট ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ ইয়াহিয়া নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান বাহারুল আলম বাহার, ফখরুল ইসলাম, সুলতান করিম, রফিক আহমদ,কামরুজ্জামান চৌধুরী।

    উপজেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক জাকারিয়া মাহমুদ, নিজপাট ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান বাবুল, আওয়ামীলীগ নেতা হায়দর আলী,হাসিনুল হক হুসন, সিরাজুল ইসলাম,সাবেক ছাত্রলীগ নেতা আমিন আহমদ,রুবেল শরিফ,বিভিন্ন ইউনিয়নের সদস্য এবং সদস্যা বিভিন্ন অংগসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • মোংলায় ভিডিও কনফারেন্সে তিন তলাবিশিষ্ট শ্রম কল্যাণ কেন্দ্রের উদ্বোধন।

    মোংলায় ভিডিও কনফারেন্সে তিন তলাবিশিষ্ট শ্রম কল্যাণ কেন্দ্রের উদ্বোধন।

    এম এইচ শান্ত,বাগেরহাট প্রতিনিধিঃ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন শ্রম অধিদপ্তরের শ্রমজীবী মহিলা হোস্টেল ও শ্রম কল্যাণ কেন্দ্রের আটটি নবনির্মিত ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    বুধবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব উদ্বোধন করেন। অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান সভাপতি হিসেবে প্রধানমন্ত্রীর পক্ষে মনোনীত ৩০ প্রতিষ্ঠানের প্রতিনিধির হাতে পুরস্কার তুলে দেন। পরে মহিলা শ্রমজীবী হোস্টেলসহ নবনির্মিত আটটি স্থাপনার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

    ভার্চুয়ালি যুক্ত হয়ে বাগেরহাটের মোংলায় তিন তলাবিশিষ্ট শ্রম কল্যাণ কেন্দ্রও উদ্ববোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    মোংলা পৌর শহরের ৫নং ওয়ার্ডের শ্রম কল্যাণ রোডস্থ শ্রম কল্যান ভবনে ভার্চুয়াল এ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,মোংলা উপজেলা নির্বাহি কর্মকর্তা কমলেশ মজুমদার,মোংলা পোর্ট পৌরসভার মেয়র ও পৌর আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান,উপজেলা আ’লীগের সভাপতি শুনিল বিশ্বাস, সাধারণ সম্পাদক ইব্রাহীম হোসেন, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম,উপজেলার বিভিন্ন কর্মকর্তা ও বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

    এসময় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আগে নারীরা ন্যায্য পাওনা পেতো না। আমরা ক্ষমতায় এসে নারীদের ন্যায্য পাওনা নিশ্চিতে বিভিন্ন উদ্যোগ নিয়েছি। তারা যাতে সুন্দরভাবে নিরাপদে থাকতে পারে সেজন্য শ্রমজীবী হোস্টেল করা হয়েছে। আমরা নারীদের নিরাপদ কর্মক্ষেত্রের জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছি।

    প্রতিযোগিতাশীল বিশ্বের টিকে থাকতে মালিক-শ্রমিকের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

  • শীতবস্ত্র বিতরণ কর্মসূচির উদ্ধোধন করলো নিসচা বড়লেখা উপজেলা শাখা।

    শীতবস্ত্র বিতরণ কর্মসূচির উদ্ধোধন করলো নিসচা বড়লেখা উপজেলা শাখা।

    শাহরিয়ান আহমেদ শাকিল,বড়লেখা প্রতিনিধিঃ জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) এর ২৯ বছরে পদাপর্ণ উপলক্ষে বড়লেখা উপজেলা শাখার সপ্তাহব্যাপী চলমান কর্মসূচির অংশ হিসেবে মাদ্রাসার সুবিধাবঞ্চিত ছাত্রদের উপহার সরুপ উন্নতমানের জ্যাকেট প্রদানের মাধ্যমে শীতবস্ত্র কর্মসুচির উদ্ধোধন করা হয়েছে।
    মঙ্গলবার (৭ডিসেম্বর)  রাত ৮ ঘটিকায় নিসচা বড়লেখা উপজেলা শাখার উদ্দ্যোগে পৌরশহরে জামিয়া হুফফাজুল কোরআন মাদ্রাসার হাফিজ বিভাগের অধ্যায়নরত একজন সুবিদাবঞ্চিত ছাত্রকে উপহার সরুপ উন্নতমানের জ্যাকেট উপহার প্রদান করার  মাধ্যমে শীতবস্ত্র কর্মসূচির উদ্ধোধন করা হয়।
    এসময় উপস্হিত ছিলেন জামিয়া হুফফাজুল কোরআন মাদ্রাসার পরিচালক মাও  হাফেজ ইমাম উদ্দিন, নিসচা বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমিদ ইরশাদ রিপন, সহ-সভাপতি মারর্জানুল ইসলাম, সাধারণ সম্পাদক আয়নুল ইসলাম, আইনবিষয়ক সম্পাদক গোলাম কিবরিয়া, প্রকাশনা সম্পাদক মারুফ হোসাইন সুমন, প্রচার সম্পাদক নূরে আলম মোহন, ও কার্যনির্বাহী সদস্য এনাম উদ্দিন।
    উল্লেখ্য নিসচার বড়লেখা উপজেলা শাখার সভাপতি।তাহমিদ ইরশাদ রিপন বলেন, গত বছর (২০২০) সালে নিসচা বড়লেখা উপজেলা শাখার সম্মানিত উপদেষ্ঠা যু্ক্তরাষ্ট্র প্রবাসী কমিনিউটি নেতা মানবতাবাদী ব্যক্তিত্ব আলহাজ্ব মুক্তাদির হোসেন মিছবার অর্থায়নে ৫০০ পরিবারের মাঝে শীতবস্ত্র উপহার প্রদান করা হয়। তারই ধারাবাহিকতায় আজ শীতবস্ত্র কর্মসূচি উদ্ধোধনের মাধ্যমে নিসচার ব্যবস্থাপনায় চলিত বছরে  ও অল্প কয়েকদিনের মধ্যে শীতবস্ত্র উপহার প্রদান করা হবে।
  • রাজশাহীর বাঘায় ইসলামী ব্যাংক শাখা উদ্বোধন।

    রাজশাহীর বাঘায় ইসলামী ব্যাংক শাখা উদ্বোধন।

    মোস্তাফিজুর রহমান, বাঘা উপজেলা প্রতিনিধিঃ রাজশাহীর বাঘায় ইসলামী ব্যাংকের ৩৮৩ তম শাখা উদ্বোধন করা হয়েছে।
    সোমবার (৭ডিসেম্বর ২০২১) সকাল ১১টায় নতুন এ শাখার শুভ উদ্বোধন করা হয়।
    উক্ত অনুষ্ঠানে সিনিয়র এক্সিকিউটিভ ভাইচ প্রেসিডেন্ট মাহাবুবুল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ওমর ফারুক খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আবু রেজা মোঃ ইয়াহিয়া,বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ লায়েব উদ্দিন লাভলু, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক শিক্ষক আশরাফুল ইসলাম বাবুল,বাঘা পৌর মেয়র আব্দুর রাজ্জাক,উপজেলা আ’লীগ যুম্গ সাধারণ সম্পাদক অধ্যক্ষ নসিম উদ্দিন,যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মন্টু,উপজেলা পরিষদের সংরক্ষিত নারী ভাইচ চেয়ারম্যান রিজিয়া আজিজ সরকার,বাঘা পৌর আ’লীগের সাবেক সাধারন সম্পাদক কামাল হোসেন,বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন,উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম চাঁদ,বাঘা বাজার কমিটির সভাপতি শহীদুল ইসলাম,সাধারন সম্পাদক কামাল হোসেন,মিজানুর রহমান মিজি,উক্ত শাখা ব্যবস্থাপক মোয়াজ্জেম হোসেন,প্রধান শিক্ষক বাবুল ইসলামসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যবসায়ীগণ।
  • উল্লাপাড়ায় মাহিন্দ্রা পিক-আপ সার্ভিস উৎসবের উদ্বোধন।

    উল্লাপাড়ায় মাহিন্দ্রা পিক-আপ সার্ভিস উৎসবের উদ্বোধন।

    উল্লাপাড়ায় মাহিন্দ্রা পিক-আপ সার্ভিস উৎসবের উদ্বোধন

    উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জে র‍্যাংস মটর লিঃ এর মাহিন্দ্রা পিক-আপের উল্লাপাড়ার ধপাকান্দী সার্ভিসিং কেন্দ্রের কেয়ার ফেস্ট সার্ভিস উৎসবের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে ৪ ডিসেম্বর হতে ১১ ডিসেম্বর পর্যন্ত ৭ দিনব্যাপী এ উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন উল্লাপাড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুস ছাত্তার।

    এ সময় উপস্থিত ছিলেন মাহিন্দ্রা পিক-আপ সার্ভিসিং ওয়ার্কশপের ইনচার্জ মোঃ শায়েকুল ইসলাম তালুকদার, ওয়ার্কশপ হিসাব রক্ষক সুমন কুমার সাহা, স্টোর সহকারী মোঃ আব্দুল আলীম প্রমুখ ।
    এ উদ্বোধন উৎসব উপলক্ষে ৪ ডিসেম্বর হতে ১১ ডিসেম্বর পর্যন্ত মাহিন্দ্রা পিক-আপের সার্ভিসিং কাজে ৫% হতে ২০% পর্যন্ত ছাড়া দেওয়া হয়েছে বলে কতৃপক্ষ জানিয়েছেন।

    ,

  • মুজিববর্ষে মোংলায় কমিউনিটি ক্লিনিক উদ্বোধন করলেন উপমন্ত্রী হাবিবুন নাহার।

    মুজিববর্ষে মোংলায় কমিউনিটি ক্লিনিক উদ্বোধন করলেন উপমন্ত্রী হাবিবুন নাহার।

    এম এইচ শান্ত,বাগেরহাট প্রতিনিধিঃ প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের শতভাগ স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে মুজিববর্ষ উপলক্ষে বাগেরহাটের মোংলা উপজেলার চাঁদপাই ইউনিয়নে মালগাজী মল্লিক বাড়ি কমিউনিটি ক্লিনিকের নতুন ভবন উদ্বোধন করা হয়েছে।

    শুক্রবার (৩ ডিসেম্বর)সকাল ১১ টার সময় বাংলাদেশ পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রনালয় উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেঁটে কমিউনিটি ক্লিনিকটির উদ্বোধন করেন।

    এসময় উপস্থিত ছিলেন,মোংলা উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু তাহের হাওলাদার,মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস কামরুন্নাহার হাই,মোংলা থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জীবিতেশ বিশ্বাস,চাঁদপাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোল্লা তারিকুল ইসলাম,মোংলা পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম,বাংলাদেশ পুজা উদযাপন কমটির মোংলা উপজেলা শাখার সভাপতি পীযূষ কান্তি মজিমদার,উপজেলা যুবলীগের সভাপতি ইস্রাফিল হাওলাদার,যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ সবুজ হাওলাদার,চাঁদপাই ইউনিয়ন পরিষদের সকল সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

    প্রধান অতিথির বক্তব্য উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি বলেন, সরকার সাধারণ মানুষের শতভাগ স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে প্রতিটি ক্লিনিক আধুনিকায়ন করছে। সে আলোকে চাঁদপাই ইউনিয়নের মালগাজী এলাকার সুবিধাবঞ্চিত দরিদ্র জনগোষ্ঠীর শতভাগ স্বাস্থ্যসেবা ও বিনামূল্যে ওষুধ সেবা প্রদানের জন্য এই ক্লিনিকটি প্রতিষ্ঠা করা হয়েছে।

  • তাড়াশে অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহের কর্মসূচি উদ্বোধন।

    তাড়াশে অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহের কর্মসূচি উদ্বোধন।

    তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ ২০২১-২২ উদ্বোধন করা হয়েছে। ০২ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলা এল.এস.ডি চত্বরে আমন ধান ও চাল সংগ্রহ কর্মসূচি ফিতা কেটে উদ্বোধন করেন উপজেলা নিবার্হী অফিসার মেজবাউল করিম।

    এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, উপজেলা কৃষি অফিসার লুৎফুন্নাহার লুনা, ও.এল.এস.ডি কাউছার হোসেন, রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি মোতালেব হোসেন মামুন, উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি মহসীন আলী,সাংবাদিক এম ছানোয়ার হোসেন,সাইদুর রহমানসহ অনেকে। অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ ২০২১-২২ উদ্বোধন অনুষ্ঠানে গোডাউনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও.এল.এস.ডি কাউছার হোসেন বলেন,এ অর্থ বছরে ৬শ ৫৭টন ধান সংগ্রহ করা হবে।

    সরকারী ভাবে ২৭ টাকা দরে ১হাজার ৮০টাকা মণ হিসেবে ধান ক্রয় করা হবে। গত বছরে ইরি ধান সংগ্রহ করতে গিয়ে আমরা টার্গেট পুরন করতে পারি নাই। ৩ হাজার ৭৪টন ধান সংগ্রহ করার টার্গেট থাকলেও সংগ্রহ হয়েছিল ১হাজার ৮শ ২৪টন। এবারও পারবো কিনা সন্দেহ আছে।

    সাধারণ জনগন (কৃষক) বাহিরের বাজারে সরকারী রেটের চাইতে বেশী মূল্য পাওয়ায় ধান দিতে ইচ্ছা পোষণ করছেন না। তবে আমরা চেষ্টা করছি আমন ধান সংগ্রহ করতে। ৭ নভেম্বর ২০২১ তারিখ হতে ২৮ ফেব্রুয়ারী ২০২২ তারিখ পর্যন্ত  এ ধান সংগ্রহ কর্মসূচি চলবে।

  • মাটিরাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম সড়কের শুভ উদ্বোধন। 

    মাটিরাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম সড়কের শুভ উদ্বোধন। 

    ফারুক হোসেন,মাটিরাঙ্গা(খাগড়াছড়ি)প্রতিনিধিঃ মাটিরাঙ্গা উপজেলার নতুন পাড়া এলাকায় বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম সড়ক এবং পশ্চিম নতুন পাড়া ফোরকানিয়া মক্তব এর ভিত্তি প্রস্থর স্থাপনের উদ্বোধন করা হয়েছে।
    মঙ্গলবার  (১ ডিসেম্বর)   এ সড়কটি উদ্বোধন ও মক্তব এর ভিত্তি প্রস্তর স্থাপন করেন,মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মোঃ শামসুল হক।
    এ সময় উপস্থিত ছিলেন-পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম,পৌরসভার ০২ নং ওয়ার্ড কাউন্সিলর প্যানেল মেয়র- ২ মোহাম্মদ আলী,নতুন পাড়া সমাজ কমিটির সভাপতি আমিন মিয়া প্রমুখ।
    মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম বলেন, মুক্তিযোদ্ধাদের সব রকম সুযোগ সুবিধা বাড়াতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বদ্ধপরিকর। তিনি বীর মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে মাটিরাঙ্গা পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম এর নামে সড়ক উদ্বোধন করেন।
    তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে দেশের প্রত্যন্ত অঞ্চলেও ব্যাপক উন্নয়ন হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখনই রাষ্ট্র ক্ষমতায় আসেন তখনই দেশের ও মানুষের ভাগ্যোন্নয়ন হয়।
    অনুষ্ঠানটি বাস্তবায়নে সহযোগিতা করেন নবজাগরণ সামাজিক যুব সংগঠন।
  • ছাতকের গোবিন্দগঞ্জে ইউনিয়ন ব্যাংকের উপ-শাখার উদ্বোধন।

    ছাতকের গোবিন্দগঞ্জে ইউনিয়ন ব্যাংকের উপ-শাখার উদ্বোধন।

    ফজল উদ্দিন,ছাতক প্রতিনিধিঃ শরিয়াহ ভিত্তিক আধুনিক প্রযুক্তি নির্ভর ব্যাংকিং সেবা প্রদানের প্রত্যয়ে স্বাস্থ্যবিধি মেনে ছাতকে ইউনিয়ন ব্যাংক লিমিটেডের গোবিন্দগঞ্জ উপশাখা উদ্বোধন করা হয়েছে।

    ২৯ নভেম্বর ছাতকের গোবিন্দগঞ্জস্থ আনোয়ারা কমপ্লেক্সে ব্যাংকের এ উপশাখা উদ্বোধন করা হয়।
    ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন ও ব্যাংকের উদ্বোধন করেন ইউনিয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এ.বি.এম মোকাম্মেল হক চৌধুরী।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক হাসান ইকবাল, মোঃ নজরুল ইসলাম, ছাতক উপজেলার সাবেক চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজ এন্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সুজাত আলী রফিক।

    অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ ও ছাতকের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ উপলক্ষে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।