Tag: উদ্বোধন

  • নাটোর গুরুদাসপুরে ল্যাপকল অপারেশন থিয়েটার উদ্বোধন।

    নাটোর গুরুদাসপুরে ল্যাপকল অপারেশন থিয়েটার উদ্বোধন।

    নাটোর গুরুদাসপুরে ল্যাপকল অপারেশন থিয়েটার উদ্বোধন।


    নাটোরের গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোনো কাটাছেঁড়া ছাড়াই ল্যাপকল (লাপারস্কপি) মেশিনের মাধ্যমে অপারেশন থিয়েটারের উদ্বোধন করেছেন স্থানীয় সাংসদ সদস্য ও নাটোর জেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আব্দুল কুদ্দুস।বুধবার সকাল ১০টায় এর উদ্বোধন করা হয়।

    এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃমুজাহিদুল ইসলাম, সার্জন ডা. মোঃ রাজিবুল ইসলাম, ডা. মোঃ সোহরাব হোসেন সম্রাট, চলনবিল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আলী আককাছ প্রমুখ।

    এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, অপারেশনের পরের দিনই রোগী বাড়ি ফিরে যেতে পারবেন। তাছাড়া অপারেশনের পরে ব্যথা কম হয়। সাধারণ অপারেশনের তুলনায় ওষুধপত্রের খরচ কম এবং হাসপাতালে কম সময় থাকতে হয়।

    জানা যায়, এই অপারেশন থিয়েটার এর প্রথম রোগী আরিফা বেগমের অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে ।

  • ডিমলায় আবাসন প্রকল্প বীর নিবাস নির্মান কাজের শুভ উদ্ভোধন।

    ডিমলায় আবাসন প্রকল্প বীর নিবাস নির্মান কাজের শুভ উদ্ভোধন।

    ডিমলায় আবাসন প্রকল্প বীর নিবাস নির্মান কাজের শুভ উদ্ভোধন।


    প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া উপহার হিসাবে নীলফামারীর ডিমলায় অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের বীর নিবাস নির্মান কাজের শুভ উদ্ভোধন করা হয়েছে।

    মঙ্গলবার ৮ফেব্রুয়ারী সকালে ডিমলা ইউনিয়নের পুরান থানা গ্রামে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের আওতায় ২০২১-২২ অর্থ বছরের অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মান প্রকল্প বীর নিবাস কাজের উদ্ভোধন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার বেলায়েত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আফতাব উদ্দিন সরকার।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ তবিবুল ইসলাম, ভাইচ চেয়ারম্যান বাবু নীরেন্দ্র নাথ রায়, উপজেলা প্রকৌশলী অফিসার শফিউল ইসলাম, উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ সেকেন্দার আলী, উপজেলা সমাজসেবা অফিসার নুরুন নাহার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার সামছুল হক, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ আনোয়ারুল হক সরকার মিন্টু, ৩নং ডিমলা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মেজবাহুর রহমান ও ত্রাণ শাখার উপ-সহকারী প্রকৌশলী ফেরদৌস আলম।

    ঠিকাদারী প্রতিষ্ঠান সনি ট্রের্ডাস,ডোমার,নীলফামারী এর স্বত্বাধিকারী মোরশেদ হাসান সনি বলেন,এ উপজেলার বিভিন্ন ইউনিয়নে দশটি আবাসন প্রকল্প বীর নিবাস নির্মান করা হচ্ছে যার প্রতিটি আবাসন বীর নিবাসের ব্যয় তের লক্ষ পয়চল্লিশ হাজার টাকা।

  • ওসমানীনগরে আহমেদ শফী মসজিদ ও এতিমখানার উদ্বোধন।

    ওসমানীনগরে আহমেদ শফী মসজিদ ও এতিমখানার উদ্বোধন।

    ওসমানীনগরে আহমেদ শফী মসজিদ ও এতিমখানার উদ্বোধন।


    সিলেটের ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়নের এক টানা দুই বারের নবনির্বাচিত চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো: গোলাম কিবরিয়ার পারিবারিক উদ্যোগে নির্মিত আহমেদ শফী মসজিদ ও এতিমখানার উদ্বোধন করা হয়েছে। ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়ার প্রয়াত দাদা আহমেদ শফীর নামে এই মসজিদ ও এতিম খানার নাম করণ করা হয়েছে।

    সিকন্দরপুর পশ্চিমগ্রামে ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়ার নিজ বাড়ির পাশে নির্মিত মসজিদ ও এতিমখানা সোমবার দুপুরে মিলাদ দোয়া মাহফিলের মধ্যে দিয়ে উদ্বোধন করা হয়। দোয়া পরিচালনা করেন, হাইকোর্ট জামে মসজিদের খতিব আহমদ হাসান চৌধুরী।

    মিলাদ শেষে উমরপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান গোলাম কিবরিয়ার সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন,সিলেট জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান, সহ-সভাপতি আব্দাল মিয়া, আলাউর রহমান আলা, কোষাধক্ষ্য শাহ-নূর রহমান শানুর, সাংগঠনিক সম্পাদক ফেরদৌস খান, যুক্তরাজ্য আওয়ামীলীগের বিজ্ঞান বিষয়ক সম্পাদক ডাঃ মিছবা আহমদ, যুক্তরাজ্য আওয়ামীলীগ নেতা বাবলু মিয়া,শানুর আহমদ,যুক্তরাজ্য প্রবাসী সিতু রশিদ কামাল, বাবুল মিয়া, সাজ্জাদুর রহমান,আজিজুর রহমান, আলতাফুর রহমান,জেলা যুবলীগ নেতা মনির মিয়া,উপজেলা সেচ্ছা সেবকলীগের সভাপতি চঞ্চল পাল,উপজেলা যুবলীগে সাধারণ সম্পাদক আলতাফুর রহমান সুহেল,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিলদার আলী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি পঙ্কজ পুরকায়স্থ, উমরপুর ইউনিয়নের সচিব মারতি নন্দন ধাম প্রমুখ।

    সংক্ষিপ্ত সভায় বক্তরা বলেন, নৌকা প্রতিক নিয়ে গোলাম কিবরিয়া পুনরায় উমরপুর ইউনিয়নে নির্বাচিত হয়েছেন।  উন্নয়নমুলক কাজ করায় ইউনিয়নবাসী গোলাম কিবরিয়াকে আবারো মূল্যায়ন করেছেন। এতিম শিশুদের কথা চিন্তা করে পরিবারের উদ্যোগে গোলাম কিবরিয়া আহমেদ শফী‘র নামে দৃষ্টিনন্দন মসজিদ ও এতিমখানা নির্মান করেছেন সেটা সত্যি প্রশংসনীয়।

    এই মসজিদ ও এতিমখানা নির্মানে এতিম শিশুরা ধর্মীয় শিক্ষা ও আশ্রয় পাবে। মসজিদ ও ও এতিমখানার পাশাপাশি ইবাদতবন্দিগীর পাশাপাশি আরো অনেক সামাজিক কর্মকান্ডের প্রাণকেন্দ্রে পরিণত হবে। পারিবারিক ভাবে এতো বড় একটি মহতী কাজ করায় চেয়ারম্যান গোলাম কিবরিয়াকে ধন্যবাদ জ্ঞাপন করেন বক্তারা।

    অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ও ইউপি সদস্যসহ এলাকার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

  • মৌলভীবাজারে বাংলাদেশ-ভারত বর্ডার হাট নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন। 

    মৌলভীবাজারে বাংলাদেশ-ভারত বর্ডার হাট নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন। 

    দুই দেশের মানুষের মধ্যে সেতুবন্ধন তৈরি এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নে কুরমা সীমান্তে সীমান্ত ও ভারতের ত্রিপুরা রাজ্যের ধল‌ই জেলার মধ্যে বর্ডার হাট নির্মাণের কাজ শুরু হয়েছে।
    বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে মৌলভীবাজারের কুরমাঘাট এবং ভারতের কমলপুর সীমান্ত এই হাটের ভিত্তি স্থাপনের উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি এমপি ও ভারতের ত্রিপুরা সরকারের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।
    এসময় বাণিজ্যমন্ত্রী বলেন, এই হাটের মাধ্যমে দুই দেশের বাণিজ্যেরও উন্নতি হবে। নিত্যপ্রয়োজনীয় পণ্য সীমান্তবর্তী মানুষ হাতের নাগালে পাবে। সীমান্তে চোরাচালান কমে আসবে। স্থানীয়রা নানা পণ্য হাট থেকে কিনতে পারবে। এতে দু-দেশের মধ্যে ভ্রাতৃত্বও বাড়বে। এছাড়া পর্যটনের ক্ষেত্রেও প্রসারতা লাভ করবে।
    ভারতের ত্রিপুরা সরকারের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, যখন সীমান্তের দুইদেশের পন্য গুলো খোলা বাজার হয়ে যাবে তখন চোরা চালান বন্ধ হয়ে যাবে। মাতৃতুল্য প্রধানমন্ত্রীর নেতৃতী বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে সব সেক্টন এগিয়ে যাছে। আজকের এই দুই দেশের যে লাভবান হবে দুই দেশের যে সু-সম্পর্ক সাংকেতিক সম্পর্ক বৃদ্ধি পাবে।
    মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার কুরমাঘাট এবং ভারতের ত্রিপুরা রাজ্যের ধলই জেলার কমলপুরে এ ই সীমান্ত হাট। হাটটি চালু হলে বাংলাদেশ এবং ভারতের সীমান্ত সংলগ্ন অধিবাসীরা উপকৃত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। এছাড়া শুল্কমুক্ত পণ্য আমদানি ও রপ্তানির মাধ্যমে লাভবান হবে দু’দেশের ব্যবসায়ীরা।
    আনুষ্ঠানিক ভিক্তি প্রস্তর স্হাপন অনুষ্ঠানে আরও অন্যান্য উপস্থিত ছিলেন ভারতের ত্রিপুরা সরকারের শিল্প ও বাণিজ্য মন্ত্রী মনোজ কুমার দেব,বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড.মো আব্দুস শহীদ এমপি,দু’দেশের উর্ধ্বতন কর্মকর্তা বৃন্দগণ।
    জেলা প্রশাসন সূত্রে জানা যায়, কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের সীমান্ত এলাকায় বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে দুই দেশের নোম্যান্স ল্যান্ডে ২৭২ শতক ভুমিতে কুরমাঘাট-কমলপুর বর্ডার হাট নির্মাণ করা হচ্ছে। বাংলাদেশী টাকার হিসাবে ব্যয় ধরা হয়েছে ৫ কোটি ৩০ লক্ষ টাকা। ১৮ টি পণ্য নির্ধারণ করা হয়েছে। যা এই বাজারে কেনা বেচা হবে। প্রতি সপ্তাহের মঙ্গলবার তিনঘন্টার জন্য এই হাট বসবে। ২০২৩ সালে এই হাট চালু হ‌ওয়ার কথা রয়েছে।
    উল্লেখ্য, বাংলাদেশ-ভারতের মধ্যে সম্পর্ক উন্নয়ন ও সীমান্ত এলাকায় বৈধ বাণিজ্য নিশ্চিতে ২০১১ সালে যাত্রা শুরু করেছিল সীমান্ত হাট কার্যক্রম। সীমান্ত হাটের প্রথম যাত্রা শুরু হয় ২০১১ সালের জুলাই মাসে কুড়িগ্রাম জেলার বালিয়ামারি সীমান্তে সোনাভরি নদের তীরে। উদ্দেশ্য ছিল সীমান্তের দুই পাড়ের মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ডকে চাঙ্গা করে একদিকে তাদের জীবিকার সংস্থান করা এবং অন্যদিকে তাদের জীবন যাত্রার মানের উন্নয়ন। এর আর একটি উদ্দেশ্য ছিল দুদেশের মানুষের মধ্যে সমপ্রীতি, ভালোবাসা এবং ভাতৃত্ববোধ সৃষ্টি করা।
  • রাণীশংকৈলে থ্রি হুইলার মালিক সমিতির অফিস উদ্বোধন।

    রাণীশংকৈলে থ্রি হুইলার মালিক সমিতির অফিস উদ্বোধন।

    ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরশহরের শিবদীঘি জিরোপয়েন্টে (১লা ফেব্রুয়ারী) মঙ্গলবার বিকেলে থ্রি হুইলার পাগলু পরিবহন মালিক সমিতির সভা অনুষ্ঠিত হয়েছে।

    তার আগে দুপুরে থ্রি হুইলার (পাগলু) মালিক সমিতির অফিস উদ্বোধন করা হয়।

    এ উপলক্ষে এদিন ওই সমিতির অন্যতম উপদেষ্টা হরিপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা রবিউল ইসলাম সবুজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না।

    বিশেষ অতিথি ছিলেন পৌরমেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমান মোস্তাক, সাবেক মেয়র আলমগীর সরকার,থানা পরিদর্শক (ওসি) এসএম জাহিদ ইকবাল,উপজেলা আ.লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আহমেদ হোসেন বিপ্লব, ঠিকাদার সমিতির সভাপতি আবু তাহের।

    এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা-কর্মী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

    এসময় অতিথি ছাড়াও অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ওই সমিতির সভাপতি জাফর হোসেন ও সাধারণ সম্পাদক মিলন হোসেন,
    প্রেসক্লাব সভাপতি ফারুক আহম্মেদ,অধ্যাপক আনোয়ারুল ইসলাম, পৌর কাউন্সিলর আবু তালেব, আসাদুজ্জামান সভাপতি ঠাকুরগাঁও জেলা ট্রাক ট্রাংলরী,দেবাশীষ দত্ত সমীর,ইন্দ্রজিত গুহ ঠাকুরতা রিংকু প্রমুখ।

    অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা আ’লীগ সদস্য তারেক আজিজ।

  • বাঁশখালীতে সমলয় বোরোধান প্রদশর্নী ও রোপন কার্যক্রম উদ্বোধন।

    বাঁশখালীতে সমলয় বোরোধান প্রদশর্নী ও রোপন কার্যক্রম উদ্বোধন।

    চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শেখেরখীল ইউনিয়নে ২০২১-২২ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় সমলয় বোরোধান প্রদর্শনী রোপন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

    রবিবার (২৩ জানুয়ারী) দুপুর ১২টায় শেখেরখীল ইউনিয়নের লালজীবন এলাকায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত সমলয় বোরোধান প্রদর্শনী রোপন কার্যক্রমের শুভ উদ্বোধনে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবু আহমদ তারিফের সঞ্চালনায়, উপজেলা সহকারী কৃষি অফিসার মিসবাহ উদ্দীনের স্বাগত বক্তব্যে, বাঁশখালী উপজেলা কৃষি কর্মকর্তা আবু ছালেকের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শেখেরখীল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ ইয়াছিন তালুকদার।

    এ সময় বাঁশখালী উপজেলা কৃষি কর্মকর্তা আবু ছালেক বলেন, সমলয় চাষাবাদ কৃষি ক্ষেত্রে আধুনিক ও লাভজনক একটি টেকসই যান্ত্রিকীকরণ। যা একটি সমবায়ভিত্তিক চাষাবাদ পদ্ধতি। যেখানে একটি মাঠে বা অংশে সকল কৃষক একসঙ্গে একই জাতের ধান একই সময়ে যন্ত্রের মাধ্যমে রোপণ করতে পারে। তাছাড়াও কৃষক তার ফসল একত্রে মাঠ থেকে ঘরে তুলতে পারেন। এবং একসঙ্গে রোপণ করায় সব ধান একই সময়ে পাকে।

    তিনি আরও বলেন, এ পদ্ধতিতে বীজতলা থেকে চারা তোলা, চারা রোপণ ও ধানকর্তন সব প্রক্রিয়া যন্ত্রের সাহায্যে সমসময়ে সম্পাদন করা হয়।

  • বাঘায় আড়ানী পৌরসভার মাষ্টারপাড়া মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন।

    বাঘায় আড়ানী পৌরসভার মাষ্টারপাড়া মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন।

    রাজশাহীর বাঘায় আড়ানী পৌরসভার মাষ্টারপাড়া জামে মসজিদের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২১ জানুয়ারী) সকাল সাড়ে ১০টার সময় এই নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।
    আড়ানী পৌর আওয়ামীলীগের সভাপতি শহীদুজ্জামান শাহীদ ও  মাষ্টারপাড়া মসজিদ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আসরাফ আলী নির্মাণ কাজের শুভ উদ্বোধন  করেন। আড়ানী পৌরসভায় বসবাসকারী মৃত উপ-কমিউনিটি মেডিকেল অফিসার আলহাজ্ব  জনাব আলীর বাড়িসহ ৮.৭৫ শতাংশ জমি ও নগদ সাত লক্ষ টাকা মাষ্টারপাড়া জামে মসজিদের নামে দান করেন তাঁর পরিবার। পরে এলাকার স্থানীয় লোকজনের সহযোগিতায়  দ্বিতলা মসজিদের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।
     উপস্থিত ছিলেন, আড়ানী মাষ্টার অধিবাসী বাসুদেবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল ইসলাম ,আড়ানী পৌর বাজার ড্রাগিষ্ট এ্যান্ড কেমিষ্ট সমিতির  সভাপতি মোজাহিদুল ইসলাম হিমেল , আড়ানী কওমি মাদ্রাসার সুপার কামরুজ্জামান , আব্দুল কুদ্দুস , বাবুল ইসলাম প্রমুখ।
  • বাঘায় শিক্ষার্থীদের জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্ধোধন।

    বাঘায় শিক্ষার্থীদের জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্ধোধন।

    রাজশাহীর বাঘায় বৃহস্পতিবার (১৩ জানুয়ারী) উপজেলার বাঘা উচ্চ বিদ্যালয় মাঠে শীতকালীন জাতীয় স্কুল ,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা  প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিযোগিতার উদ্ধোধন করা হয়েছে।
    আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. লায়েব উদ্দীন লাভলু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদ আহম্মেদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কাশেম মোহাম্মদ ওবাইদ, বাঘা উচ্চ বিদ্যালয়  প্রধান শিক্ষক মোহাম্মদ আলী দেওয়ান, কালিদাসখালি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ, নওটিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক হাসনা বানু, পাঁচপাড়া উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক রফিজ উদ্দীন, রহমতুল্লাহ বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক বাবুল ইসলাম, আইডিয়াল স্কুল কলেজ অধ্যক্ষ আব্দুল আওয়াল প্রমুখ।
  • মাধবপুরে দুই দিন ব্যাপী ৪৩তম বিজ্ঞান মেলার উদ্বোধন।

    মাধবপুরে দুই দিন ব্যাপী ৪৩তম বিজ্ঞান মেলার উদ্বোধন।

    হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের দুই দিন ব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে।

    আজ মঙ্গলবার (১১জানুয়ারি) সকালে উপজেলা পরিষদের চত্বর প্রাঙ্গনে এ মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএফএএম শাহজাহান।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ মহিউদ্দিন ও মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল হোসেন সহ প্রমূখ।

    এই মেলা ১২ জানুয়ারী পর্যন্ত চলবে ।এ মেলায় সিনিয়র ও জুনিয়র গ্রুপ ভিত্তিতে ১১ টি শিক্ষা প্রতিষ্ঠা অংশ গ্রহণ করছে।

  • মাধবপুরে পুকুরের ১৩০ শতাংশ জায়গা উদ্ধার,পার্ক নির্মাণ কাজের উদ্বোধন।

    মাধবপুরে পুকুরের ১৩০ শতাংশ জায়গা উদ্ধার,পার্ক নির্মাণ কাজের উদ্বোধন।

    হবিগঞ্জের মাধবপুর পৌর শহরের বাজারে ভিতরে একটি সরকারি পুকুর ভূমিদস্যূদের কবল থেকে ১৩০ শতাংশ জায়গা উদ্ধার করে পার্ক নির্মাণ কজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৭ জানুয়ারি) সকাল ১১টা ৩০ মিনিটের সময় পার্ক নির্মাণ কাজের উদ্বোধন করেন উপজেলা নিবার্হী অফিসার শেখ মঈনুল ইসলাম মঈন।
    এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মহিউদ্দিন, সিনিয়র  সাংবাদিক আলাউদ্দিন আল রনি, রাজীব দেব রায়, দৈনিক জনতার ইশতেহার পত্রিকার সাংবাদিক মোঃ নাহিদ মিয়া সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ। দীর্ঘদিন যাবত ২ শ কোটি টাকা মূল্যের পুকুর টি দখল করে স্থাপনা নির্মান করে ভোগ দখল করে করে আসছিল ভূমিদস্যূরা। সম্প্রতি উপজেলা প্রশাসন অবৈধ দখলদারদের কবল থেকে পুকুরটি উদ্ধার কাজ শুরু করে। ৬০ লাখ টাকা ব্যায়ে পুকুরে পার্ক নির্মাণ করা হচ্ছে।
    উপজেলা নিবার্হী অফিসার শেখ মঈনুল ইসলাম মঈন বলেন, এ প্রকল্প পুরোপুরি বাস্তবায়িত হলে পৌর শহরের রূপ বদলে যাবে।