হবিগঞ্জের মাধবপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে।
Tag: উদ্বোধন
-
মাধবপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন ইউএনও।
মাধবপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন ইউএনও।
বৃহস্পতিবার (১২ মে) বিকালে শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে উপজেলা নির্বাহী অফিসার শেখ মঈনুল ইসলাম মঈন টুর্নামেন্টের উদ্বোধন করেন।উদ্বোধনী খেলায় চৌমুহনী ইনিয়ন পরিষদকে ৫ গোলে হারিয়ে নোয়াপাড়া ইউনিয়ন জয়লাভ করেন। একইদিনে দ্বিতীয় খেলায় বুল্লা ইউনিয়ন পরিষদ প্রতিযোগীতায় অংশগ্রহণ না করায় ধর্মঘর ইউনিয়ন পরিষদকে বিজয়ী ঘোষণা করা হয়।উদ্বোধনী খেলায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-সহকারী কমিশনার (ভুমি) মোঃ আলাউদ্দিন, চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী, চেয়ারম্যান ফারুক আহমেদ পারুল, চেয়ারম্যান সৈয়দ সোহেল, চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব বীরমুক্তিযোদ্ধা সুকোমল রায়, প্রেসক্লাব সভাপতি মহিউদ্দিন আহমেদ, সাবেক সভাপতি রোকন উদ্দিন ও আইয়ূব খান প্রমুখ। -
বাঘায় ২৪ প্রহর ৩ দিন ব্যাপী ৪৫ তম যজ্ঞানুষ্ঠানের উদ্বোধন।
বাঘায় ২৪ প্রহর ৩ দিন ব্যাপী ৪৫ তম যজ্ঞানুষ্ঠানের উদ্বোধন
রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী ক্ষ্যাপা বাবার আশ্রমে বিশ্ব মানবতার কল্যাণ কামনায়, দেশ মাতৃকার ও জাতির মঙ্গলার্থে ২৪ প্রহর তিনদিন ব্যাপী ৪৫ তম মহানাম যজ্ঞানুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১১ মে) রাত ৯টায় এ অনুষ্টানের উদ্বোধন করা হয়।
আয়োজিত যজ্ঞানুষ্ঠানে সভাপতিত্ব করেন আশ্রমের পরিচালক ও অধ্যক্ষ জিতেন্দ্র নাথ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন আড়ানী পৌর আ.লীগের সভাপতি আবদুল মতিন মতি, সাধারণ সম্পাদক রিবন আহম্মেদ বাপ্পি, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুজিত কুমার বাকু পান্ডে, সাধারণ সম্পাদক অপূর্ব সাহা, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঔক্য পরিষদের সভাপতি রাম গোপাল সাহা, সাবেক সভাপতি শান্তি রঞ্জন সরকার।
অপূর্ণ রানী সরকারের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আড়ানী পৌরসভার প্যানেল মেয়র কার্তিক চন্দ্র হালদার, কাউন্সিলর আসাদুজ্জামান রানা, নওশাদ আলী, আড়ানী ইউনিয়ন আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ সামরুল হোসেন, যজ্ঞানুষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি ও আড়ানী মনোমোহিনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার দাস, সাধারণ সম্পাদক স্বপন কুমার সরকার প্রমুখ।
মহানাম যজ্ঞানুষ্ঠানে পিরোজপুরের বাগেরহাটের অষ্ট সখী সম্প্রদায়, ঢাকা মানিকগঞ্জের নিত্য নিরাঞ্জন সেবা সংঘ, গোপালগঞ্জের প্রভুপ্রাণ কিশোর সম্প্রদায়, মাগুড়ার মা দুর্গা সম্প্রদায়, গোপালগঞ্জের মাধবী লতা সম্প্রদায়, রাজবাড়ীর নব নিত্য নিরঞ্জন সম্প্রদায় এবং আড়ানী ক্ষ্যাপা বাবার আশ্রমের পাগলা বাবা সম্প্রদায় সহ সাতটি দল অংশ গ্রহন করবে।
সংশ্লিষ্ট্র সূত্রে জানা গেছে, ১৯৭১ সালে স্বাধীনতা বিরোধী রাজাকার চক্র আশ্রমটি ধ্বংস করে। তারপর ১৯৯২ সালের ৭ নভেস্বর আশ্রমটি জামায়াত-শিবিরের নেতৃত্বে ভাংচুর, লুটপাট ও অঘ্নিসংযোগ করা হয়েছিল। তারপর আশ্রমের পরিচালক ও অধ্যক্ষ পাগলা বাবা জিতেন্দ্র নাথ চৌধুরী ভারতে পালিয়ে যায়। দীর্ঘদিন পর নতুনভাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি’র আন্তরিকতায় আবারও পান ফিরে এসেছে।
-
বাঘায় অনুর্ধ্ব-১৭ বঙ্গবন্ধু জাতীয় গোলকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন।
বাঘায় অনুর্ধ্ব-১৭ বঙ্গবন্ধু জাতীয় গোলকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
রাজশাহীর বাঘায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোলকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব-১৭ এর উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (১০ এপ্রিল) বিকেলে সাড়ে ৩টায় বাঘা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানার সভাপতিত্বে আয়োজিত খেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. লায়েব উদ্দীন লাভলু।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, আড়ানী পৌর মেয়র মুক্তার আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিজিয়া আজিজ সরকার, বাউসা ইউনিয়ন চেয়ারম্যান নুর মোহাম্মদ তুফান, আড়ানী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম, গড়গড়ি ইউনিয়ন পরিষম চেয়ারম্যান রবিউল ইসলাম, মনিগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম, চকরাজাপুর ইউনিয়ন পরিষদ ডিএম চেয়ারম্যান বাবলু দেওয়ান, বাঘা থানার তদন্ত ওসি আবদুল করিম, বাঘা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী দেওয়ান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাফর ইকবাল, বাঘা প্রেস ক্লাবের সভাপতি আবদুল লতিফ মিঞা, সাধারণ সম্পাদক নুরুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক আমানুল হক আমান, লালন উদ্দিন, আবদুল হামিদ মিঞা প্রমুখ।আয়োজিত খেলায় অংশ গ্রহণ করেন বাউসা ইউনিয়ন পরিষদ ও আড়ানী ইউনিয়ন পরিষদ। খেলা পরিচালনা করেন মমিনুল ইসলাম হিটলার। সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন আবু হেনা মোস্তফা জামাল বাপ্পি ও আবু হেনা মোস্তফা কামাল রানা, ফজল মাহমুদ। ধারাভাষ্যকার হিসেবে ছিলেন বিপ্লব কুমার রায় ও আবদুল হানিয় মিঞা।এদিকে খেলার সার্বিক তত্বাবধায়নে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিসের সার্ট মুদ্রাক্ষরিক ও কাম কম্পিউটার অপারেটর আবদুল আজিজ।নির্ধারিত খেলায় আড়ানী ইউনিয়ন পরিষদকে ৪-০ গোলে বাউসা ইউনিয়ন পরিষদ পরাজিত করেন। খেলার প্রথমার্ধে ৬ মিনিটের মাথায় প্রথম গোল করেন আলামিন। ২৮ মিনিটের মাথায় দ্বিতীয় গোল করেন শ্রাবন। দ্বিতীয়ার্ধের ১৮ মিনিটের মাথায় তৃতীয় গোল নিশান এবং ২৫ মিনিটে চতুর্থ গোল করেন হাবিবুর রহমান।এর আগে দুটি পৌরসভার মেয়র ও সাতটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের হাতে এক সেট করে জার্সি প্রদান করা হয়। বুধবার প্রথম ম্যাচ অনুষ্টিত হবে গড়গড়ি ইউনিয়ন পরিষদ বনাম আড়ানী পৌরসভা এবং দ্বিতীয় ম্যাচ অনুষ্টিত হবে চকরাজাপুর ইউনিয়ন পরিষদ বনাম পাকুড়িয়া ইউনিয়ন পরিষদ। -
ছাতকে তাঁতিকোনা কেন্দ্রীয় শাহী ঈদগাহ’র শুভ উদ্বোধন করলেন-সাংসদ মানিক।
ছাতকে তাঁতিকোনা কেন্দ্রীয় শাহী ঈদগাহ’র শুভ উদ্বোধন করলেন-সাংসদ মানিক।
সুনামগঞ্জের ছাতক পৌর শহরের তাতিকোনা মহল্লার শাহী ঈদগাহ উদ্বোধন করেন ছাতক দোয়ারার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক।
মঙ্গলবার ৩ এপ্রিল পবিত্র ঈদুল ফিতরের দিন সকালে এক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক দোয়ারার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। তাতিকোনা জামে মসজিদের মুতাওল্লী মহল্লার মূরব্বি আব্দুল খালিকের সভাপতিত্বে ও যুবলীগ নেতা সুহেল মাহমুদ এবং আব্দুর রহিমের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি ইসলাম উদ্দিন, ছাতক পৌর সভার প্রতিষ্ঠাতা মেয়র আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু, বিশিষ্ট রাজনীতিবিদ সৈয়দ আহমদ, আলহাজ্ব সৈয়দ তিতুমীর, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ব্যবসায়ী হাজি আব্দুল জলিল, হাজি বশির আহমদ, ৯ নং ওয়ার্ড কাউন্সিল ছালেখ মিয়া।
এসময় সভার আরো উপস্থিত ছিলেন উপসহকারী প্রকৌশলী রজতকান্তি দাস,বিশিষ্ট ব্যবসায়ী হাজি নিজাম উদ্দিন, মখলিছুর রহমান মূকুল,ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাকির আমিন, সাবেক কাউন্সিলর দিলোওয়ার হুসাইন, ইশাদ আলী,আব্দুল কাদির, ফজল উদ্দিন, জাতীয় পার্টি নেতা সামসুদ্দিন আহমদ, পেপার মিল উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইশতিয়াক রহমান তানভীর, মূরব্বি মাহমদ আলী,আব্দুল আউয়াল, শফিক মিয়া,নূর উদ্দিন, মুজিবুর রহমান লিটু, ফারুক আহমেদ, ব্যবসায়ী মিজানুর রহমান জাবেদ, উপজেলা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজ বাবলু, যুবলীগ নেতা আতিকুর রহমান শাওন, পৌর যুব দলের ভারপ্রাপ্ত আহবায়ক তারেক আহমেদ, যুবলীগনেতা মোস্তাফিজুর রহমান লাভলু,কবির মিয়া,ব্যবসায়ী কয়েছ আহমদ, প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্য সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন ধর্মীও কাজে সরকার বরাদ্ব দিতে কখনও কার্পন্য করেনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ধর্মীও কাজে বেশি গুরুত্ব দিতেন তাই শেখ হাসিনা সরকারের সময়ে মসজিদ মন্দির ও ঈদগাহ সহ সকল ধর্মীও কাজে অধিক বরাদ্দ দেওয়া হয়েছে। এ অঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তন করতে আওয়ামিলীগ সরকার প্রাণপন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
তিনি ফিতা কেটে ঈদগাহ উদ্বোধন শেষে ঈদুল ফিতরের জামাত আদায় করে মহল্লার পঞ্চায়েতি কবরস্থানে করব জিয়ারত করেন।
-
গোবিন্দগঞ্জে আলী সিএনজি ফিলিং ষ্টেশনের উদ্বোধন করলেন- এমপি মানিক।
গোবিন্দগঞ্জে আলী সিএনজি ফিলিং ষ্টেশনের উদ্বোধন করলেন- এমপি মানিক।
সিলেট-সুনামগঞ্জ সড়কের পাশে গোবিন্দগঞ্জ সুহিতপুর এলাকায় স্থাপিত মেসার্স আলী সিএনজি ফিলিং ষ্টেশনের উদ্বোধন করা হয়েছে। ৪ এপ্রিল সোমবার বিকেলে সিএনজি ফিলিং ষ্টেশনের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন,সুনামগঞ্জ-৫ ,ছাতক দোয়ারা নির্বাচনী এলাকার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক।
সিএনজি ফিলিং ষ্টেশনের সত্তাধিকারী,গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব সুন্দর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে মুহিবুর রহমান মানিক এমপি বলেন,সারা দেশের ন্যায় ছাতক-দেয়ারায়ও সড়ক যোগাযোগ ব্যবস্থার অভুতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। ফলে এ অঞ্চলে সব ধরনের যানবাহনের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে।
এ সময় তিনি বলেন দীর্ঘদিন ধরে এ অঞ্চলের পরিবহন শ্রমিকরা দীর্ঘ লাইনে অপেক্ষা করে জ্বালানী সংগ্রহ করতে হয়েছে।আলী ফিলিং ষ্টেশন প্রতিষ্ঠার মাধ্যমে জ্বালানী সংগ্রহের ক্ষেত্রে পরিবহন শ্রমিকদের ভোগান্তি অনেকটাই লাঘব হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, দোয়ারা বাজার উপজেলা চেয়ারম্যান দেওয়ান তানভীর আশরাফী চৌধুরী বাবু,ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান,সিলেট জেলা আওয়ামীলীগের সহ সভাপতি,গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ সুজাত আলী রফিক, ছাতক পৌরসভার সাবেক মেয়র আব্দুল ওয়াহিদ মজনু, আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ,জেলা পরিষদ সদস্য আব্দুস শহিদ মুহিত,ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন মাস্টার,গয়াস আহমদ,বিলাল আহমদ,সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নিজাম উদ্দিন,মুজাহিদ আলী,উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহমদ,যুক্তরাজ্য প্রবাসী সেলিম সিদ্দিকী, আইয়ূব করম আলী,উপাধ্যক্ষ মনি শংকর ভৌমিক,আওয়ামীলীগ নেতা আফজল হোসেন,মুশাহিদ আলী,আলহাজ্ব মখলিছুর রহমান, আফতাব উদ্দিন,আব্দুল আওয়াল,আবুল হাসনাত.জেলা স্বেচ্ছাবেকলীগের সহ সভাপতি বাবুল রায়,আওয়ামীলীগ নেতা মিনহাজুর রহমান তাপস,শংকর দেব,মুজিব মালদার,পীর মোহাম্মদ আলী মিলন,রঞ্জন কুমার দাস,ইসতিয়াক রহমান তানভির,উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি শহিদুল ইসলাম,যুবলীগ নেতা আবু হানিফা সায়মন,আব্দুস শহিদ,ছাতক উপজেলা স্বেচ্চাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক বাবু কৃপেশ চন্দ,এনামুল হক এনাম,শ্রমিক নেতা আফতাব উদ্দিন,রজব আলী মোল্লা, উপজেলা ছাত্রলীগ নেতা মাহবুব আলম,নিয়ামত আলী,জিকু প্রমুখ।
সভায় স্বাগত বক্তব্য রাখেন,আলী সিএনজি ফিলিং ষ্টেশনের ব্যবস্থাপনা পরিচালক,যুক্তরাজ্য প্রবাসী রফিকুল ইসলাম কিরন।
-
সিরাজগঞ্জের রায়গঞ্জে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন।
সিরাজগঞ্জের রায়গঞ্জে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন।
সিরাজগঞ্জের রায়গঞ্জে রাজশাহী বিভাগের মাধ্যমে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে।
রবিবার সকালে (২৭ মার্চ) সকাল ১০ টায় রায়গঞ্জ উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণের আয়োজনে, র্যালি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানের উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ শহীদুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন, রায়গঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমরুল হোসেন তালুকদার ইমন ।
পরে উদ্বোধনী আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নিষ্কৃতি রানী দাস, রায়গঞ্জ প্রেসক্লাবের সভাপতি টি, এম কামরুজ্জামান লাভলু, ব্রহ্মগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ছরওয়ার লিটন,সাংবাদিক তাপস কুমার ঘোষ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মোঃ মমিনুল ইসলাম, কৃষিবিদ মোঃ দেলোয়ার হোসেন, উপসহকারী কৃষি অফিসার মোঃ সেলিম রেজা, আব্দুল হাই,খুকুমণি পাল,
মোঃ জহুরুল ইসলাম প্রমুখ।মেলায় ১১টি স্টল অংশ গ্রহণ করে। আগামী ২৯মার্চ পর্যন্ত এই মেলা চলবে বলে আয়োজকরা জানান ।
-
তাড়াশে কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন।
তাড়াশে কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন।
সিরাজগঞ্জের তাড়াশে কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন করা হয়েছে। ২৪ মার্চ বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর’র আয়োজনে ২৪ -২৬ মার্চ ৩দিন ব্যাপি এ কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল করিমের সভাপতিত্বে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬৪ সিরাজগঞ্জ ৩ (তাড়াশ-রায়গঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য অধাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, সহকারী কমিশনার ভূমি লায়লা জান্নাতুল ফেরদৌস,কৃষি অফিসার লুৎফুন্নাহার লুনা,থানা ওসি তদন্ত নুরে আলম,বারুহাস ইউপি চেয়ারম্যান ময়নুল হক,সগুনা ইউপি চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্ট, মাগুড়া বিনোদ ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান ম্যাগনেট, তাড়াশ সদর ইউপি চেয়ারম্যান বাবুল শেখ, মাধাইনগর ইউপি চেয়ারম্যান হাবিলুর রহমান হাবিব, দেশীগ্রাম ইউপি চেয়ারম্যান জ্ঞানেন্দ্রনাথ মাহাতো প্রমুখ।
-
পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পটুয়াখালীর কলাপাড়ার ধানখালীতে ১৩২০ মেগাওয়াট আলট্রা সুপার ক্রিটিক্যাল কয়লা ভিত্তিক পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে দেশের শতভাগ বিদ্যুতায়নের ঘোষনা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,১৭ মার্চ ১৯২০ সালে জাতীরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিব জন্ম গ্রহন করেন। যাঁর জন্ম না হলে আমরা কোনদিন স্বাধীনতা পেতাম না। জাতি হিসেবে মর্যাদা পেতাম না। এ মার্চ মাসের ২৬ মার্চ তিঁনি স্বাধীনতার ঘোষনা দিয়েছিলেন। পাকিস্তানী সামরিক জান্তা ২৫শে মার্চ যে গনহত্যা শুরু করে তার পরপরই তিঁনি স্বাধীনতার ঘোষনা দেন। আর এ মার্চ মাসেই আমরা বাংলাদেশের প্রতিটি মানুষের ঘরে ঘরে আজ আলো জ্বালতে পারলাম। আজ সোমবার ২১ মার্চ দুপুরে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ৭৫’র ১৫ আগষ্ট ঘাতকের নির্মম বুলেট কেড়ে নিল জাতীর পিতা বঙ্গবন্ধুকে। স্বজন হারা, দেশ হারা হয়ে রিফুজি হয়ে থাকতে হয়েছিল বিদেশের মাটিতে। বেশ সময় লেগেছিল এ আঘাত সহ্য করতে।
৯৬ সালে ২১ বছর পর সরকার গঠন করি। তখন দেশে ছিল বিদ্যুতের জন্য হাহাকার, সামান্য কিছু লোক বিদ্যুৎ পায়। গ্রামে গ্রামে তো বিদ্যুৎ নাই। আমরা উদ্দোগ নিলাম। শুধু সরকারই না, বেসরকারী খাতেও বিদ্যুৎ উৎপাদন করে মানুষের ঘরে বিদ্যুৎ পৌছাঁবো। যেখানে মাত্র ১৫০০ মেগাওয়াট বিদ্যুৎ পেয়েছিলাম, পাঁচ বছরের মধ্যেই আমরা ৪৩০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম হলাম। দুর্ভাগ্য আমরা ২০০১এ সরকারে আসতে পারিনি। ২০০৮এ নির্বাচনের পর যখন ২০০৯এ সরকার গঠন করি তখন দেখলাম ৪৩০০ থেকে কমে ৩২০০তে নেমে গেছে বিদ্যুৎ।
মানুষ সামনের দিকে এগিয়ে যায় কিন্তু বাংলাদেশ সেখানে পিছিয়ে যাচ্ছিল। ২১টা বছর, এছাড়া ২০০১ থেকে ২০০৮ পর্যন্ত যারা সরকারে ছিল এদেশকে এগিয়ে নেয়ার কোন আন্তরিকতাই তাদের ছিল না। এটাই হচ্ছে দুর্ভাগ্য এদেশের মানুষের। ’
প্রধানমন্ত্রী আরও বলেন, ’২০০৯ সালে সরকার গঠনের পর ২০২২ পর্যন্ত এই ১৩ বছর এক টানা গনতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে পেরেছি বলেই দেশ আজ উন্নয়নের মহাসড়কে। আমাদের লক্ষ্য হচ্ছে একটি মানুষ ও ভূমিহীন, গৃহহীন থাকবেনা।আমরা সেটা বাস্তবায়ন করবো, ইনশআল্লাহ। রাঙ্গাবালী, নিঝুম দ্বীপ,স্বন্দীপ এলাকায় নদীর তলদেশ থেকে আমরা সাব মেরিন কেবলের মাধ্যমে বিদ্যুৎ পৌঁছে দিচ্ছি। ২১০০ সালের ডেলটা প্লান্ট আমরা করে দিচ্ছি। আমাদের সকলকে এক সাথে কাজ করতে হবে যাতে বাংলাদেশ আর পেছনে না ফেরে। ’
দেশের সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনকারী ও অত্যাধুনিক প্রযুক্তির পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (২১ মার্চ) দুপুর ১২টার দিকে ‘পায়রা ১৩২০ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র’ উদ্বোধন করেন তিনি।
বিদ্যুত ও জ্বালানী মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী নজরুল হামিদ এমপি’র সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানী লিমিটেড (বিপিসিএল)’র ব্যবস্থাপনা পরিচালক এএম খোরশেদ আলম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন গনপ্রজাতন্ত্রী চীনের রাষ্ট্রদূত লে চিং, প্রধানমন্ত্রীর বিদ্যুত, জ্বালানী ও খনিজ সম্পাদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই- ইলাহী চৌধুরী বীর বিক্রম, বিদ্যুৎ বিভাগের সচিব মো: হাবিবুর রহমান প্রমূখ। এসময় সরকারের বিভিন্ন মন্ত্রনালয়ের মন্ত্রী, সংসদ সদস্য বৃন্দ, সিনিয়র সচিব বৃন্দ, প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তা, আওয়ামীলীগের নকেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অনুষ্ঠান স্থলে উপস্থিত ছিলেন।
এর আগে প্রধানমন্ত্রী সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা থেকে হেলিকপ্টার যোগে পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রে এসে পৌঁছালে রামনাবাদ চ্যানেলে ২২০ টি বর্নাঢ্য পাল তোলা নৌকা পতাকা নাড়িয়ে ও সঙ্গীত পরিবেশন করে আকর্ষনীয় ডিসপ্লের মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্বাগত জানায়। প্রতিটি নৌকায় ৫ জন জেলে রঙীন পোষাকে সজ্জিত হয়ে এ ডিসপ্লেতে অংশ নেয়। প্রধানমন্ত্রী তাপ বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে বসে জেলেদের এ ডিসপ্লেতে মুগ্ধ হয়ে তার ব্যবহৃত মুঠো ফোনে তাঁকে ছবি তুলতে দেখা গেছে।
এছাড়া ১৩২০ মেগাওয়াট পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের সভাস্থলে প্রধানমন্ত্রী বিদ্যুৎ খাতের অগ্রগতির উপর বিশেষ প্রামান্য চিত্র উপভোগ করেন। পরে বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন ও দেশে শতভাগ বিদ্যুতায়নের ঘোষনার পর পর রঙীন আতশবাজিতে বর্নিল হয়ে ওঠে তাপ বিদ্যুৎ কেন্দ্র ও এর পার্শ্ববর্তী এলাকার রোদ্রজ্জ্বল নীল আকাশ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আলট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তি ব্যবহার করে এ ধরনের বিদ্যুৎকেন্দ্র নির্মাণে বাংলাদেশ বিশ্বের ১৩তম দেশ। এশিয়ায় সপ্তম ও দক্ষিণ এশিয়াতে বাংলাদেশ ছাড়া শুধু ভারতে এ ধরনের একটি বিদ্যুৎকেন্দ্র রয়েছে।
প্রসংগত, ২০১৪ সালে বাংলাদেশ নর্থওয়েস্ট পাওয়ার কোম্পানি ও চায়না ন্যাশনাল মেশিনারি ইমর্পোট অ্যান্ড এক্সর্পোট করপোরশনের (সিএমসি)’র মধ্যে ১৩২০ মেগাওয়াট পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মানে চুক্তি স্বাক্ষর হয়।
২০১৬ সালের ১৪ অক্টোবর পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালীতে কয়লা ভিত্তিক এ বিদ্যুৎ কেন্দ্র নির্মানের ভিত্তি প্রস্থর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্মান কাজ শুরুর পর ২০২০ সালের ১৫ মে প্রথম ইউনিটের ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ বানিজ্যিকভাবে উৎপাদন করে জাতীয় গ্রীডে দিতে সক্ষম হয় (বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি লিমিটেড) বিসিপিসিএল।
পরে ওই বছরের ৮ ডিসেম্বর আল্ট্রা সুপার প্রযুক্তি ব্যবহার করে দ্বিতীয় ইউনিটের ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে এ বিদ্যুৎ কেন্দ্রটি। কিন্তু গোপালগঞ্জ সাবষ্টেশনের ধারন ক্ষমতা কম থাকায় এবং গোপালগঞ্জ থেকে ঢাকার আমিন বাজার পর্যন্ত সঞ্চালন লাইনের কাজ শেষ না হওয়ায় দ্বিতীয় ইউনিটের ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ এখন পর্যন্ত সরবারহ করতে পারছেনা এ বিদ্যুৎ কেন্দ্রটি। তবে এ বছরের ডিসেম্বর মাস থেকে পুরো ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রীডে দিতে সক্ষম হবে এ পাওয়ার প্লান্টটি।
১ হাজার একর জমির উপর নির্মিত এ বিদ্যুৎ কেন্দ্রটি নির্মানে ব্যয় হয়েছে ২.৪ বিলিয়ন ইউএস ডলার। প্রতিদিন একেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদনে প্রয়োজন হবে ১৩ হাজার মেট্রিক টন কয়লা।
-
নাগরপুরে টিসিবির পণ্য বিক্রির উদ্বোধন।
নাগরপুরে টিসিবির পণ্য বিক্রির উদ্বোধন।
টাঙ্গাইলের নাগরপুরে ভর্তুকি মূল্যে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের টিসিবির পণ্য বিক্রির উদ্বোধন করা হয়েছে।
রোববার (২০ মার্চ) বিকাল ৩ টায় উপজেলার গয়হাটা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে টিসিবির পণ্য বিক্রির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদুজ্জামান।
সে সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবীর,সহকরী শিক্ষা অফিসার ফরহাদ হোসেন,গয়হাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ শামসুল হক, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ উজ্জল হোসেন মোল্লা, বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ার ছানা সহ অন্যান্যরা।
এ উপজেলায় সকল ইউনিয়নে টিসিবির ডিলারের মাধ্যমে ১৬ হাজার ৪২৯ পরিবার ভর্তুকি মূল্যে তেল, চিনি, মশুর ডাল, ছোলা ও পিঁয়াজ কিনতে পারবে। এসব টিসিবির পণ্য বিক্রির তদারকি করতে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, থানা পুলিশ ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানদের সমন্বয়ে তদারকি টিম গঠন করা হয়েছে।