Tag: উদ্বোধন

  • মাধবপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন।

    মাধবপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন।

    হবিগঞ্জের মাধবপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ‍্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ‍্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
    বুধবার (২৬-জুলাই) সকাল সাড়ে ১০টায় মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সহকারী উপজেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম ও সহকারী শিক্ষক মাহমুদুল হাসান রনির সঞ্চালনায় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মনজুর আহ্সান।
    এতে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত বিন কুতুব,উপজেলা শিক্ষা কর্মকর্তা এস এম জাকিরুল হাসান,মাধবপুর থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা সুকোমল রায়,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান, সমাজ সেবা কর্মকর্তা আশরাফ আলী, সহকারী শিক্ষা কর্মকর্তা রফিকুল নাজিম, মোঃ কবির হোসেন, মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, শিক্ষক কল্যাণ সমিতির সহ-সভাপতি বিশ্বজিৎ ভট্টাচার্য, উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ প্রমুখ।
    উদ্বোধনী ম্যাচে সুবিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মালঞ্চপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কে ২-১ গোলে পরাজিত করে।
    খেলা পরিচালনার দায়িত্ব পালন করেন নারায়ণ কুর্মি, বানী মাধব দাশ ও অর্জুন কুমার নাগ।
  • মাধবপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনাসভা।

    মাধবপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনাসভা।

    হবিগঞ্জের মাধবপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ‍্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
    এ উপলক্ষে মঙ্গলবার (২৫ জুলাই) সকালে উপজেলা পরিষদ কম্পাউন্ড থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি ঢাকা সিলেট মহাসড়কসহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।
    পরে মাধবপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার আব্দুস ছাত্তার বেগ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মাধবপুর উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান।
     মাধবপুর পৌর কর কর্মকর্তা রাকিবুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা আল মামুন হাসান,মৎস্য কর্মকর্তা আবু আসাদ ফরিদুল হক,বীর মুক্তিযোদ্ধা সুকোমল রায়,মাধবপুর উপজেলা প্রেস ক্লাবের যুগ্ন আহব্বায়ক শংকর পাল চৌধুরী,সাংবাদিক সুজন রায়,সাংবাদিক উজ্জ্বল খান,মৎস্য চাষী দুলাল মিয়া,মৎস্য আড়ৎ সমিতির সভাপতি সুকোমল দাশ প্রমুখ।
  • নাগরপুরে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচির উদ্বোধনের পর আ,লীগের সাথে মতবিনিময়।

    নাগরপুরে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচির উদ্বোধনের পর আ,লীগের সাথে মতবিনিময়।

    টাঙ্গাইলের নাগরপুরে প্রাণীসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর আওতায়  উপজেলার আগতাড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে “স্কুল মিল্ক ফিডিং” কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার আগতাড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল  মিল্ক ফিডিং কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৬ আসনের মাননীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু এমপি। এ সময় আরো উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান,জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ,জেলা প্রাণিসম্পদ অফিসার ডাক্তার মোঃ রানা মিয়া,উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ মাহবুবুর রহমান,উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জিএম ফুয়াদ,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবীর,মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা প্রমুখ।অনুষ্ঠান শেষে শিশুদের মাঝে দুধ বিতরণ করা হয়।
    এরপর পাকুটিয়া ইউনিয়ন আওয়ামী   লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের সাথে আ,লীগের দলীয় কার্যালয়ে মতবিনিময় করেন।
    এসময় উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, যুবলীগের যুগ্ম আহবায়ক মাহফুজ রানা এমবি, আনিসুজ্জামান তুহিন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাবর আল মামুন,সাধারণ সম্পাদক  ফারুক হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আজিম হোসেন রতন  স্থানীয় নেতা, নান্নু,আপেল সহ গণমাধ্যম কর্মী।
    বিঃদ্রঃ মাননীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু এমপি
    মহোদয় সাংবাদিকদের বলেন। কেদারপুর বাজারে চা চক্র ও মতবিনিময় শেষে  বিকেলে মামুদনগর ইউনিয়নে কলমাইদ ওয়ার্ড আওয়ামী লীগের নেতাদের সাথে  আলোচনা সভা করবো।
    সব শেষ কলমাইদ বাজারে নেতাদের সাথে নিয়ে সাধারণ জনগনের সাথে চা চক্রের আয়োজন রয়েছে।
  • নাগরপুরে স্কুলের ভবন ও রাস্তার কাজ উদ্বোধন করলেন-এমপি টিটু।

    নাগরপুরে স্কুলের ভবন ও রাস্তার কাজ উদ্বোধন করলেন-এমপি টিটু।

    টাঙ্গাইলের নাগরপুরে তেবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও খাসঘুনিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন এবং ধুবড়িয়া টু নয়াপাড়া রাস্তার পাকাকরন কাজের উদ্বোধন করেছেন টাংগাইল-৬ আসনের মাননীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু এমপি।
    শনিবার এ দুটি বিদ্যালয় ভবন ও রাস্তা পাকাকরন কাজ ও  এরপূর্বে সকালে উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করেন।
    এসময়  উপস্থিত ছিলেন,নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান,উপজেলা সহকারী প্রকৌশলী( এলজিইডি)  মাহবুবুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবীর,মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা,সলিমাবাদ ইউপি চেয়ারম্যান শাহীদুল ইসলাম অপু,গয়হাটা ইউপি চেয়ারম্যান শেখ শামসুল, ধুবড়িয়া ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান খান শাকিল, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহফুজ রানা এমবি, উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ আজিম হোসেন রতন, সম্পাদক মোঃ সজিব মিয়া সহ অন্যান্যরা।
  • বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন করলেন উপমন্ত্রী হাবিবুন নাহার।

    বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন করলেন উপমন্ত্রী হাবিবুন নাহার।

    বাগেরহাটের রামপালে ২০২২-২৩ অর্থ বছরের প্রণোদনা কর্মসূচীর আওতায় কৃষকদের মাঝে সার ও উচ্চ ফলনশীল জাতের বিভিন্ন প্রকারের বীজ বিতরণ করা হয়েছে।
    ২৫ জুন রবিবার সকাল ৯ টায় উপজেলা কৃষি অফিসের আয়োজনে কৃষি অফিস চত্বরে  উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিবুল আলম’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে বীজ ও সার বিতরণ করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ,  বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার (এম.পি)।
    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ নূরুল হক লিপন,  মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ হোসনেয়ারা মিলি।
    অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. আশরাফুল আলম,  উপজেলা কৃষি অফিসার অলিউল ইসলামসহ কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, উপ-সহকারী কর্মকর্তাবৃন্দ ও কৃষকগণ  উপস্থিত ছিলেন।
    এসময় ৫৫০ জন কৃষকের মাঝে ৫ টি করে নারিকেল চারা, ১ হাজার ১০০ জন কৃষককে ৫ কেজি আমন জাতের ধান বীজ, ৭০ জন কৃষককে আমন হাইব্রিড ২ কেজি করে ধান বীজ, ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।
  • ডিমলায় কৃষি মেলার শুভ উদ্বোধন।

    ডিমলায় কৃষি মেলার শুভ উদ্বোধন।

    নীলফামারীর ডিমলায় তিনদিন ব্যাপী কৃষি মেলা-২০২৩ এর শুভ উদ্বোধন করা হয়েছে।

    বৃহস্পতিবার (২২ জুন) সকালে ২০২২-২৩ অর্থ বছরে কান্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় গ উপজেলা চত্ত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তিনদিন ব্যাপী এই কৃষি মেলার আয়োজন করে। বৈরী আবহাওয়ার কারণে একদিন বাড়িয়ে আগামী ২৫ জুন মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে জানান উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
    উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্র নাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা সিদ্দীকা।

    উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেকেন্দার আলী অনুষ্ঠানে স্বাগত বক্তব্যের মাধ্যমে কৃষি মেলা আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।

    উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা ফায়জুল বারী’র সঞ্চালনায় বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা খোরশেদ আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান প্রমুখ। কৃষি মেলায় ২৫টি স্টল স্থান পেয়েছে। আলোচনা শেষে স্টলগুলো পরিদর্শন করেন অতিথিবৃন্দ। এসময় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সকল সদস্য বৃন্দসহ সুধীজন উপস্থিত ছিলেন।

  • নীলফামারীতে “চিলাহাটি এক্সপ্রেস” এর শুভ উদ্বোধন।

    নীলফামারীতে “চিলাহাটি এক্সপ্রেস” এর শুভ উদ্বোধন।

    নীলফামারী থেকে যাত্রা শুরু করল চিলাহাটি-ঢাকা-চিলাহাটি রুটে নতুন দিবাকালীন আন্তঃনগর ট্রেন চিলাহাটি এক্সপ্রেস। রোববার ( ৪ জুন ) সকাল ১০টায় গণভবন প্রান্তে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চিলাহাটি প্রান্তে রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন উপস্থিত থেকে ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধন করেন চিলাহাটি স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্য ১ম বারের মত চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি। উত্তরাঞ্চলের মানুষের যাতায়াতের সুবিধার জন্য চালু করা হয়েছে দিবাকালীন এই ট্রেন সার্ভিস। ইঞ্জিন সহ ১২ টি কোচ আছে ট্রেনটিতে। নতুন এই ট্রেনটি ভোর ৬ টায় চিলাহাটি থেকে ছেড়ে ঢাকা পৌচ্ছাবে বিকেল পৌনে ৩ টায় এবং ঢাকা থেকে বিকেল সোয়া ৪ টায় ছেড়ে পুনরায় চিলাহাটি পৌচ্ছাবে রাত পৌনে ২ টায়। মাঝখানে সান্তাহার,ফুলবাড়ি,পার্বতীসহ থামবে ৮ টি স্টেশনে। এদিকে দীর্ঘ দিনের দাবী পুরন হওয়ায় খুশি স্থানীয়রা৷ ট্রেনটির কাঙ্ক্ষিত নাম নীলফামারী এক্সপ্রেস না পাওয়ায় আনন্দের কিছুটা ভাটা পড়লেও উদ্বোধন ঘিরে সকাল থেকে স্থানীয়রা ভীড় করেছে চিলাহাটি প্রান্তরে। তবে ট্রেনটিতে আসন বাড়ানোর দাবী জানিয়েছেন তারা।

    চিলাহাটির স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায়, দীর্ঘদিন পরে হলেও চিলাহাটি থেকে ঢাকা রুটে ট্রেনটি চালু হওয়ার আমরা অত্যন্ত খুশি। তবে সিট বরাদ্দ অনেক কম, আরও বাড়ানো প্রয়োজন। মো. জশিয়ার রহমান নামের উদ্বোধনী ট্রেনটির এক যাত্রী বলেন, ট্রেনটিতে ডেকোরেশন আধুনিক ভাবে করা হয়েছে। মেঘলা তাসনিম নামের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন, দিনের বেলায় ট্রেনটি হয়ে আমরা যারা মেয়ে শিক্ষার্থী আছি,ঢাকায় পড়াশুনা করি তাদের সুবিধা হলো। আমরা দিনের বেলায় প্রচুর নিরাপত্তা নিয়ে এবং সাবলিল ভাবে যাতায়াত করব। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই।

    উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেন, উত্তরাঞ্চলের মানুষের সুভিধার জন্য নির্বাচনের আগেই মাননীয় প্রধানমন্ত্রীর আপনার নির্দেশনায় এই ট্রেনের উদ্বোধন হতে যাচ্ছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা বিনির্মাণ এর লক্ষে আপনার এমন কাজে উত্তরাঞ্চলের মানুষ অত্যান্ত খুশি হয়েছে। তিনি আরও বলেন, আগামী সেপ্টেম্বরে পদ্মা সেতু দিয়ে ঢাকা-যশোর রেলপথের উদ্বোধন করা সম্ভব হবে। এছাড়াও ঢাকা চট্রগ্রাম ডাবল লাইন ও আখাউড়া – আগারতলা রেললাইন আগামী জুনেই উদ্বোধন করা হবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী রেল দুর্ঘটনা এড়াতে সবাইকে সচেতন থাকার আহবান জানিয়ে বলেন, আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর উত্তরাঞ্চলের মঙ্গা দূর হয়েছে। আওয়ামীলীগ থাকা অবধি আর মঙ্গা আসবেনা। দেশের মানুষের টাকায় আমরা পদ্মা সেতু নির্মান করেছি। সেখানেও রেললাইন সংযোগ করেছি। যেমন আমরা যমুনা সেতুতে রেললাইন সংযুক্ত করেছিলাম। বিশ্ব ব্যাংকের অর্থয়নে তখন আমরা নির্মান করেছিলাম। প্রধানমন্ত্রী আরও বলেন, উত্তরাঞ্চলের মানুষের জন্য যখন ইপিজেড দেওয়া হয় অনেকে বলেছিল কি হবে এটা দিয়ে। কিন্তু সেই ইপিজেড আজ উত্তরাঞ্চলের মানুষের জীবন বদলে দিয়েছে। এ সময় রেলমন্ত্রনালয়কে রেলের যাবতীয় সমস্যা সমাধানের নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

  • রাণীশংকৈলে ভুমি সেবা সপ্তাহ উদ্বোধন।

    রাণীশংকৈলে ভুমি সেবা সপ্তাহ উদ্বোধন।

    ‘ভূমি সেবা ডিজিটাল বদলে যাচ্ছে দিনকাল’এই প্রতিবাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।

    সোমবার (২২ মে ) সকাল ১১টায়  উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ভূমি অফিসের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ এ কার্যক্রমের উদ্বোধন করেন।

    উপজেলা ভূমি অফিসের তত্বাবধায়নে ২২ থেকে ২৮ মে পর্যন্ত এই সেবা সপ্তাহ পালিত হবে।

    এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না।

    বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আ.লীগ সভাপতি সইদুল হক, পৌরমেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালি বেগম, কৃষি অফিসার সঞ্জয় দেবনাথ, উপজেলা আ.লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আহম্মেদ হোসেন বিপ্লব, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান ইউপি চেয়ারম্যান আবুল হোসেন, শরৎ চন্দ্র প্রমুখ।

    স্বাগত বক্তব্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহা অনলাইনে জমির খাজনা প্রদান, ই নামজারি, অনলাইনে বাড়িতে বসেই খাজনা প্রদান করাসহ ভূমি অফিসের সকল সেবা প্রদানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

    পরে উপজেলার আট ইউনিয়নের পাঁচ ভূমি অফিসের  আওতায় ৫ জনকে সর্বোচ্চ করদাতা হিসাবে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

    অনুষ্ঠান সমুহে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পদস্থ কর্মকর্তা সকল ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা-কর্মচারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষিকা, ছাত্র/ছাত্রী, ও গণমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

  • ডিমলায় প্রানিসম্পদ প্রদর্শনী মেলার উদ্বোধন।

    ডিমলায় প্রানিসম্পদ প্রদর্শনী মেলার উদ্বোধন।

    . ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ

    নীলফামারীর ডিমলায় প্রানিসম্পদ প্রদর্শনী মেলার উদ্ভোধন করা হয়েছে। উপজেলা প্রানিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের আয়োজনে প্রানিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) অর্সথায়ন ও সহযোগিতায় ২৫ ফেব্রুয়ারী (শনিবার) সকালে ডিমলা উপজেলা পরিষদ মাঠে দিনব্যাপি প্রানিসম্পদ মেলা উদ্বোধন করা হয়।

    মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দীন সরকার এমপি, গেস্ট অব অনার ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ তবিবুল ইসলাম। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার বেলায়েত হোসেন এর সভাপতিত্বে মেলায় স্বাগত বক্তব্য দেন ডাঃ মদন কুমার রায়, উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা,ডিমলা,নীলফামারী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান বাবু নীরেন্দ্র নাথ রায়, মহিলা ভাইচ চেয়ারম্যান মোছাঃ আয়েশা সিদ্দিকা, ডিমলা থানার অফিসার ইনচার্জ মোঃ লাইছুর রহমান, পুলিশ পরিদর্শক (তদন্ত) বিশ্বদেব রায়, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ আনোয়ারুল হক সরকার মিন্টু, উপজেলা প্রানিসম্পদ সম্প্রসারনের কর্মকর্তা কর্মচারীগনসহ এল,এস,পি বাদশা সেকেন্দার ভুট্টু। মেলায় বিভিন্ন খামারীদের ৪২ টি স্টল অংশগ্রহন করে। সমাপনী অনুষ্ঠানে খামারীদের মাঝে ৬ টি ক্যাটগরিতে ১ম,২য় ও ৩য়দের পুরস্কার বিতরন করা হয়।

  • ডিমলা সরকারী হাসপাতালে অপারেশন থিয়েটারের শুভ উদ্ভোধন।

    ডিমলা সরকারী হাসপাতালে অপারেশন থিয়েটারের শুভ উদ্ভোধন।

    ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ

    নীলফামারীর ডিমলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়েটারের শুভ উদ্ভোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অপারেশন থিয়েটারের আনুষ্ঠানিক উদ্ভোধন করেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন।

    এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাশেদুজ্জামান, আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ কুঞ্জকলি, ডাঃ মোস্তাফিজুর রহমান, ডাঃ ইল্লিন বিনতী, অপারেশন থিয়েটার ইনচার্জ জয়া রায়। আনুষ্ঠানিক উদ্ভোধনের পর দুপুর ১২ টায় উপজেলার খগাখড়িবাড়ী ইউনিয়নের টুনিরহাট গ্রামের প্রসুতি তানিয়া আক্তারের সিজারের মাধ্যমে অপারেশন থিয়েটারের কার্যক্রম চালু করা হয়। পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাশেদুজ্জামান সংবাদকর্মীদের বলেন অস্ত্রোপাচারের পর নবজাতক ও প্রসুতি মা তানিয়া আক্তার সুস্থ্য আছেন বলে নিশ্চিত করেন।

    প্রসুতি তানিয়া আক্তারের বাবা তোজাম্মেল হক বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠার ৪২ বছর পর এই প্রথম ডিমলা সরকারী হাসপাতালে অপারেশন চালু হয়েছে। আমার মেয়ে সরকারী হাসপাতালে সিজারিয়ান অস্ত্রোপাচার করে একটি ফুটফুটে ছেলে সন্তান প্রসব করায় খুব খুশি। পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাশেদুজ্জামান বলেন অপারেশন থিয়েটার চালুর মাধ্যমে উপজেলার সকল প্রসুতি মায়েরা বিনামুল্যে নরমাল ও সিজারিয়ান ডেলিভারীর সুবিধা পাবেন।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন বলেন, সিজারিয়ান সেকশনের মধ্য দিয়ে ডিমলা উপজেলার স্বাস্থ্য খাতে এক নতুন দিগন্তের সুচনা হলো। আজ হতে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সার্জারী শুরু হলো। আশা করি ডিমলা উপজেলার মানুষজন আর কস্ট করে রংপুর বা নীলফামারী যেতে হবে না। ডিমলাতেই সুচিকিৎসা পাবে।