Tag: আহত

  • কানাইঘাটে পূর্ব শক্রতার জেরধরে একই পরিবারের ৪ জন আহত ।

    কানাইঘাটে পূর্ব শক্রতার জেরধরে একই পরিবারের ৪ জন আহত ।

    কানাইঘাট(সিলেট)প্রতিনিধিঃ কানাইঘাট পৌরসভার ফাটাহিজল গ্রামে পূর্ব শক্রতার জেরধরে একই পরিবারের নারী-পুরুষ সহ ৪ জন আহতের ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও আহতের পরিবার কোন প্রতিকার পাচ্ছেন না বলে জানা গেছে।
    আহতরা হলেন, ফাটাহিজল গ্রামের আব্দুর রবের পুত্র এখলাছ উদ্দিন, তার চাচাতো ভাই আছাব উদ্দিন, ফুফু জয়গুন নেছা, চাচাতো বোন ফাহফুজা বেগম। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।
    অভিযোগ সূত্রে জানা যায়, গত ৮ জানুয়ারী সকাল ৮টার দিকে ফাটাহিজল গ্রামে পূর্ব বিরোধের জের ধরে একই গ্রামের আব্দুল খালিক মটর ও তার ৩ ছেলে পরিবারের সদস্যরা দেশীয় ধারালো অস্ত্র, লাঠি-সোটা নিয়ে এখলাছ উদ্দিন ও তার পরিবারের সদস্যদের হামলা চালায়। এতে হামলাকারীদের হাতে ৪ জন আহত হন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে চিকিৎসা প্রদান করা হয়।
    পরে এখলাছ উদ্দিন বাদী হয়ে আব্দুল খালিক মটর ও তার ৩ ছেলে সহ মোট ৮ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। গ্রামের মুরব্বীয়ানরা বিষয়টি আপোষ-নিষ্পত্তি করার জন্য পুলিশের কাছ থেকে সময় নিলেও অভিযোগের বিবাদীরা স্থানীয় বিচার মানেনি।
    অভিযোগের বাদী এখলাছ উদ্দিন জানিয়েছেন, থানায় অভিযোগ দায়ের করা হলেও এখন পর্যন্ত অভিযোগটি রেকর্ড করা হয়নি।
  • পাহাড়ি শুকরের আক্রমণে জুড়ীতে ৩ জন গুরুতর আহত।

    পাহাড়ি শুকরের আক্রমণে জুড়ীতে ৩ জন গুরুতর আহত।

    নিজস্ব প্রতিবেদক: মোঃ জালাল উদ্দিন। পাহাড়ি শুকরের আক্রমণে মৌলভীবাজারের জুড়ীতে তিনজন রক্তাক্ত আহত হয়েছে। সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ ইং, সন্ধ্যায় জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের পশ্চিম শিলুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
    জানা যায়, এর মধ্যে দুই জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও একজনকে আশংকা জনক অবস্থায় সিলেট হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনার পর স্থানীয় জনতা আত্মরক্ষার্থে শুকরটিকে পিটিয়ে মেরে ফেলেন।
    এলাকার স্থানীয় বাসিন্দারা জানান, খুব সম্ভবত স্থানীয় সমাই পাহাড় থেকে মহিষ আকৃতির একটি জংলী শুকর বস্তি এলাকায় নেমে আসে। ২/৩ দিন ধরে মন্ত্রীগাঁও, যোগীমুরা ও পশ্চিম শিলুয়া এলাকায় শুকরটি অবস্থান করে জমিতে ধানের ব্যাপক ক্ষতি সাধন করে। সোমবার সন্ধ্যার আগে হঠাৎ করে শুকরটি পশ্চিম শিলুয়া গ্রামে মানুষের উপর আক্রমণ চালায়।
    শুকরের কামড়ে ও আছড়ে মোঃ বাকই মিয়া (৭০), মোঃ ইসহাক আলী (৬০), ও মোঃ পারভেজ মিয়া (৩০) রক্তাক্ত আহত হয়েছে।
    পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। মোঃ বাকই মিয়া ও মোঃ ইসহাক আলীকে প্রাথমিক ভাবে চিকিৎসা দেওয়া হয়। এবং গুরুতর আহতাবস্থায় মোঃ পারভেজ মিয়াকে সিলেট প্রেরণ করা হয়।
    প্রত্যক্ষদর্শীরা জানান,পারভেজের শরীরের বিভিন্ন স্থানে শুকরটি কামড় ও নকের আছড় দিয়েছে। তার শারীরিক অবস্থা আশংকাজনক বলে তারা জানান।
    এ আক্রমণের ঘটনায় স্থানীয় জনমনে আতংক ছড়িয়ে পড়ে। এলাকার নারী-শিশুদের মধ্যে কান্নার রোল পড়ে। ভয়ে এলাকার লোকজন শিশুদের রক্ষার্থে ঘরের দরজা-জানালা বন্ধ করে দেন। পরে এলাকার লোকজন সংঘবদ্ধ হয়ে জংলী শুকরটিকে ধাওয়া করে পিটিয়ে মেরে ফেলেন। এতে জনমনে স্বস্তি নেমে আসে বলে জানা যায়।
  • ঠাকুরগাঁওয়ে পুলিশি বাধা উপেক্ষা করে মহিলা দলের মিছিল, আহত ১।

    ঠাকুরগাঁওয়ে পুলিশি বাধা উপেক্ষা করে মহিলা দলের মিছিল, আহত ১।

    আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন কর্মসুচি পালন করেছেন জেলা মহিলা দল। পুলিশি বাধা উপেক্ষা করে একটি মিছিল বের করেন তারা। এসময় মিছিলে একজন নারী পুলিশ সদস্য আহত হন।
    রোববার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় ঠাকুরগাঁও জেলা বিএনপি কার্যালয় থেকে মহিলা দলের  নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল শহরে বের হতে চাইলে পুলিশ বাধা দেয়। কেড়ে নেয়া হয় ব্যানার।
    পরে জেলা মহিলা দলের সভানেত্রী ফোরাতুন নাহার প্যারিসের নেতৃত্বে একটি মিছিল বের হয়। মিছিলটি দলীয় কার্যালয় থেকে বের হয়ে  আমাদের বাজার মার্কেট হয়ে পুনরায় দলীয় কার্যালয় এসে জড়ো হন। মিছিলের এক পর্যায়ে একজন নারী পুলিশ সদস্য রাস্তায় পড়ে যায়।
    নিরাপত্তা জোরদারে দলীয় কার্যালয় ও আশপাশ এলাকায় অতিরিক্ত পুলিশ সদসদের মোতায়েন করা হয়।পরে বিএনপি’র নেত্রীরা কার্যালয়ের সামনেই ঘন্টা ব্যাপী কর্মসুচি পালন করে সংক্ষিপ্ত সমাবেশ করেন।
    জেলা মহিলা দলের সভানেত্রী ফোরাতুন নাহার প্যারিস বলেন, আমাদের শান্তিপূর্ণ মানববন্ধনে পুলিশ বাধা দিয়ে পণ্ড করে দিয়েছে।
  • মৌলভীবাজারে জমি সংক্রান্ত জেরে চাচা হাতে ভাতিজা গুরুতর আহত।

    মৌলভীবাজারে জমি সংক্রান্ত জেরে চাচা হাতে ভাতিজা গুরুতর আহত।

    মৌলভীবাজার প্রতিনিধি :রাজনগর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধীদের জের ধরে চাচা ইউপি সদস্য  লুৎফুর রহমান   হামলায় আপন ভাতিজা কামরুল ইসলাম  গুরুতর আহত হয়েছেন।এবং মারাত্মক আহত অবস্থায় তাকে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

    এ ঘটনায় বুধবার (২২নভেম্বর)  পুলিশ ইউপি সদস্য লুৎফুর রহমানসহ ২জনকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
    স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ফতেপুর ইউনিয়নের সদস্য তুলাপুর গ্রামের আবলুছ মিয়ার ছেলে লুৎফুর রহমানের সাথে আপন ভাতিজা কামরুল ইসলাম ও তার ভাইদের সাথে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। সম্প্রতি ভাতিজা তার মায়ের কাবিনে থাকা জমিতে হাল চাষ করতে গেলে লুৎফুর বাধা দেন এবং গালাগালি করেন।
    এ নিয়ে তাদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। সোমবার (২০ নভেম্বর) রাত প্রায় ১০টায় কামরুল পাশের কুশিয়ারা নদীর তীরবর্তী খেয়াঘাট বাজারে গেলে ওই ঘটনার জেরে লুৎফুর তার উপর হামলা চালান।
    তাৎক্ষনিক বাজারের লোকজন ওই ইউপি সদস্যের হাত থেকে কামরুলকে রক্ষা করে একটি দোকানে নিয়ে আসেন।
    পরবর্তীতে রাত ১০ টার দিকে ভাতিজা খেয়াঘাটস্থ ওই ইউপি সদস্যের দোকানের সম্মুখ দিয়ে গেলে আবার লুৎফুর ও তার লোকজন কামরুলের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে কামরুল গুরুতর আহত হয়। তাৎক্ষনিক আহত অবস্থায় তাকে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
    ঘটনায় মঙ্গলবার রাতে রাজনগর থানায়  ইউপি সদস্যকে প্রধান আসামি করে মামলা দায়ের করা হয়। রাজনগর থানার পুলিশ মঙ্গলবার দিবাগত রাতেই লুৎফুরকে আটক করে। পুলিশি অভিযানের খবর পেয়ে অন্য আসামিরা পালিয়ে যায়।
    এদিকে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিনয় ভুষন রায় বলেন, ইউপি সদস্য লুৎফুর সহ আরও ১ জনকে গ্রেফতারসহ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

  • পীরগঞ্জে ককটেল বিস্ফোরণে দুই পুলিশ সদস্য আহত, আটক-৩।

    পীরগঞ্জে ককটেল বিস্ফোরণে দুই পুলিশ সদস্য আহত, আটক-৩।

    রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
    বিএনপি-জামায়াতের ডাকা দ্বিতীয় দফা অবরোধ কর্মসূচির প্রথম দিন আজ রোববার (৫ নভেম্বর) সকালে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বিএনপি-জামায়াত কর্মীদের ককটেল বিস্ফোরণ ও পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেলে নিক্ষেপের ঘটনা ঘটেছে।
    এতে দুই পুলিশ সদস্য আহত হয়েছে। এ ঘটনায় পুলিশ বিএনপি-জামায়াতের তিন কর্মীকে আটক করেছে।
    পীরগঞ্জ থানার ওসি আব্দুল লতিফ শেখ জানান, পৌর শহরের কালিরহাট মোড়ে বিএনপি-জামায়াত কর্মীরা টায়ারে আগুন দিয়ে পীরগঞ্জ-ঠাকুরগাঁও পাকাসড়ক অবরোধ করার চেষ্টা করে। এসময় থানা পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে অবরোধকারীরা তিনটি ককটেল বিস্ফোরণ ঘটায় এবং পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে দুই পুলিশ সদস্য আহত হন। তাদের পীরগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে বিপুল সংখ্যক লাঠি, বিস্ফোরিত ককটেলের খোসা উদ্ধার করা হয়েছে।
  • পদ্মার চরে জমি দখল নিয়ে সংঘর্ষে  গুলিবিদ্ধ-২,আহত-৪।

    পদ্মার চরে জমি দখল নিয়ে সংঘর্ষে  গুলিবিদ্ধ-২,আহত-৪।

    বাঘা (রাজশাহী) প্রতিনিধি
    রাজশাহীর বাঘায় পদ্মার চরে জেগে উঠা চরের জমি দখল নিয়ে সংঘর্ষে ২ জন গুলিবিদ্ধ ২ জনসহ ৪ জন আহত হয়েছে। শনিবার (২১ অক্টোবর) দুপুরে পদ্মার মধ্যে খানপুর বাজারের দক্ষিণে সীমান্তবর্তী বাঘা-দৌলতপুরের হবির চরে এই ঘটনা ঘটেছে।
    জানা যায়, উপজেলার খানপুর বাজারের দক্ষিণে সীমান্তবর্তী বাঘা ও কুষ্টিয়া জেলার দৌলতপুর এলাকায় পদ্মার মধ্যে হবির চরে পদ্মা নদীর পানি কমে যাওয়ায়  কিছু জমি জেগে উঠে। এই জমি বাঘা উপজেলার  চাঁদপুর ব্যাংগাড়ি গ্রামের ইউনুস মন্ডলের ছেলে সাবুল মন্ডল দখলে নিয়ে চাষাবাদ শুরু করে। এই জমি কুষ্টিয়ার জেলা  দৌলতপুর উপজেলার মাঝদিয়ার গ্রামের রহিম মন্ডলের ছেলে লিখন হোসেন মন্ডল ও নিহার হোসেন মন্ডলের ছেলে আরিফ হোসেন মন্ডল নিজের দাবি করে দখলে নিতে যায়। এ নিয়ে শনিবার দুপুরে উভয়ের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে সাবুল হোসেন ও খেতু মন্ডলের ছেলে ফেলু মন্ডল গুলিবিদ্ধ হয়।
    এ ঘটনায়  গুরুতর আহত হয় তারা। আহত অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তাদের শারিরীক অবস্থার অবনতি দেখে দায়িত্বরত চিকিৎসক তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে এই সংঘর্ষে গুরুতর আহত লিখন হোসেন ও আরিফ হোসেনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
    এ বিষয়ে বাঘা থানার সহকারি উপ পরিদর্শক(এসআই) কামরুজ্জামান বলেন, খবর পেয়ে খানপুর বাজার এলাকা থেকে আহত লিখন ও আরিফ হোসেনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে এ বিষয়ে কেউ কোন অভিযোগ করেনি।
  • বালিয়াডাঙ্গীতে বিএনপি’র যৌথ সভায় দুইপক্ষের সংঘর্ষ, আহত ৫।

    বালিয়াডাঙ্গীতে বিএনপি’র যৌথ সভায় দুইপক্ষের সংঘর্ষ, আহত ৫।

    ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে খালেদা জিয়ার মুক্তিসহ ১ দফা দাবিতে আয়োজিত বিএনপি’র যৌথ সভা শুরু হওয়ার দুই মিনিটের মাথায় দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ধনতলা ইউনিয়ন বিএনপি’র দুপক্ষ বর্তমান সভাপতি সেলিম জাবেদ ও সাবেক সভাপতি সাদেকুল ইসলামের লোকজনের মধ্যে এ ঘটনা ঘটে।
    বুধবার বিকাল সাড়ে ৪টায় উপজেলার ধনতলা ইউনিয়নের দৌলুয়া বাজারে এ ঘটনা ঘটে। এতে ৫ জন আহত হয়েছেন। প্রাথমিক ভাবে চিকিৎসা নিলেও হাসপাতালে কেউ ভর্তি হননি।
    সভায় আসা বিএনপি’র নেতাকর্মীরা জানান, কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বুধবার বিকালে যৌথ সভা শুরু হওয়ার কথা ৩টায়। উপজেলা থেকে নেতারা দেরিতে উপস্থিত হওয়ার সভা শুরু হয় সাড়ে ৪টায়। শুরুতে বক্তব্য দিতে শুরু করেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবু সাঈদ। এ সময় ধনতলা ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি সাদেকুল ইসলামের লোকজন বক্তব্য বন্ধ করে দিয়ে সেলিম জাবেদকে সভাপতি উল্লেখ করে টাঙানো অনুষ্ঠানের ব্যানার খুলতে বলেন। এতেই দুপক্ষের মধ্যে হাতাহাতির এক পর্যায়ে লাঠি-সোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সভায় উপস্থিত নেতাকর্মীদের মারপিটে সাবেক সভাপতি সাদেকুল ইসলামসহ তার ৪ জন অনুসারী আহত হয়েছেন।
    প্রায় ১৫ মিনিট সংঘর্ষ চলার পর ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যায় সাদেকুল ইসলামের লোকজন। পরে পুনরায় যৌথ সভা শুরু হয়। এসময় সংক্ষিপ্ত সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপি’র সহ-সভাপতি আইয়ুব আলী খান, রাজিউর রহমান আসাদ, উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক  এ্যাড. জিল্লুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মামুন আক্তার সবুর প্রমুখ।
    পরে পুনরায় লাঠি সোটা নিয়ে সভায় হামলার চেষ্টা করে সাদেকুল ইসলাম ও তার লোকজন। এ সময় বালিয়াডাঙ্গী থানা পুলিশের সদস্যরা উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ দেখে লাঠি-সোটা নিয়ে পালিয়ে যায় সাদেকুল ইসলাম ও তার লোকজন।
    ধনতলা ইউনিয়ন বিএনপি’র সভাপতি সেলিম জাবেদ বলেন, ব্যানারে সাদেকুল ইসলামের নাম না লেখায় সভা পন্ড করার চেষ্টা করে সাদেকুল ইসলাম ও তার লোকজন। এ সময় নেতাকর্মীদের মারপিট ও বাধার মুখে পালিয়ে যায়। পরে সংক্ষিপ্ত আকারে সভা করেছি আমরা। এ বিষয়ে উপজেলা বিএনপি ও জেলা বিএনপিকে অবগত করা হয়েছে। তারা সাংগঠনিক ব্যবস্থা নেবেন।
    এদিকে ধনতলা ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি সাদেকুল ইসলাম বলেন, গোপনে কমিটি করে সেলিমকে সভাপতি করা হয়েছে। আমরা এই কমিটি মানিনা। তাই ব্যানার খুলতে বলা হয়েছিল। এ নিয়ে তাদের দুপক্ষের সংঘর্ষ হয়েছে। আহতরা প্রাথমিক ভাবে চিকিৎসা নিয়েছে। কেউ হাসপাতালে ভর্তি হয়নি।
    বালিয়াডাঙ্গী থানার ওসি খায়রুল আনাম বলেন, পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। এ ঘটনা অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
    প্রায় ১ বছর ধরে ধনতলা ইউনিয়ন বিএনপি’র কমিটি গঠনকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে কোন্দল চলছে। একাধিকবার উপজেলা বিএনপি’র নেতারা সমাধানের চেষ্টা করলেও হয়নি। এর আগেও দ্বন্দের কারণে ওই ইউনিয়নে প্রতিবাদ সভা, ঝাড়ু মিছিল করতে দেখা গেছে বিএনপি’র নেতাকর্মীদের।
  • লক্ষ্মীপুরে পূর্বের শত্রুতা জের ধরে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে আহত।

    লক্ষ্মীপুরে পূর্বের শত্রুতা জের ধরে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে আহত।

    জামি দখলে বাধা দেওয়ায় এক প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে আহত করার অভিযোগ পাওয়াগেছে। মঙ্গলবার (১১জুলাই) দুপরে লক্ষ্মীপুর পৌরসভার ৯নং ওয়ার্ডের এ ঘটনা ঘটে। অভিযুক্ত আফজাল হোসেন আক্কাস স্থানীয় মৃত আবুল কালাম সর্দারের মেঝ ছেলে। সৌদী প্রবাসী বাবুলের স্ত্রী আহত সাজেদা আক্তারকে রক্তাক্ত অবস্থায় জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

    স্থানীয়রা জানান, আক্কাস ও তার ভাই বোনদের সাথে জায়গা জমি নিয়ে দীর্ঘ দিন থেকে বিরোধ চলে আসছিল। এ নিয়ে বহু শালিস-দরবার ও থানায় অভিযোগ করা হলেও আক্কাস কোন সিদ্ধান্ত মানেন না। কয়েক দিন আগে স্থানীয় কমিশনার ও গণ্যমান্য ব্যক্তিদের উপন্থিতিতে তাদের সম্পত্তি ভাই বোনদের মধ্যে বন্টন করে দেওয়া হয়। কিন্তু মঙ্গলবার দুপরে আক্কাস তার শ^শুর বাড়ির লোকজন নিয়ে এসে, বাবুলের জমিতে বেড়া দিয়ে দখল করতে গেলে তার স্ত্রী বাধা দেয়। এতে আক্কাস তার লোকজন নিয়ে সাজেদার উপর হামলা করে। সাজেদার চিৎকারে তার ছেলে মেয়েরা ছুটে আসেন।তারা সাজেদাকে উদ্ধার হাসপাতালে ভর্তি করেন।

    স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আলী জানান, আমরা সম্পত্তি পরিমাপ করে তাদের সবার অংশ বুজিয়ে দিয়েছি। তবে তাদের চার ভাইয়ের জন্য চারটি দোকান ঘরের জায়গা রাখা হয়েছিল, যা কাউকে বুঝিয়ে দেওয়া হয়নি। এখন শুনেছি ঐ দোকান ঘরের জায়গা দখল নিয়ে মারা-মারি করে কয়েকজন হাসপাতালে আছে। আমি মনে করি যে’ই এই দখল করতে ছেয়েছেন সেই অপরাধি। সাজেদা আমাকে ফোনে জানিয়েছেন যে, আক্কাস তাদের দোকানের জায়গা দখল করছেন। তবে আক্কাস তা অস্বীকার করেছেন।
    এই বিষয়ে জানতে চাইলে তদন্ত কর্মকর্তা এসআই মোবারক হোসেন জানান, জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে মারা-মারি হয়। এ ঘটনায় উভয় পক্ষই মামলা দায়ের করেছেন। অভিযুক্তরা পালাতক রযেছেন। আসামী ধরতে অভিযান অব্যহত আছে। তদন্ত সাপেক্ষ পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

  • শ্রীমঙ্গলে পাগলা কুকুর-শেয়ালের কামড়ে শিশুসহ ২০ জন আহত।

    শ্রীমঙ্গলে পাগলা কুকুর-শেয়ালের কামড়ে শিশুসহ ২০ জন আহত।

    মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন জায়গায় পাগলা কুকুর ও শেয়ালের কামড়ে ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। কুকুর ও শেয়ালের কামড়ে আহতরা শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন বলে জানা যায়।
    উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, রবিবার ২৫ জুন ২০২৩ ইং, সকাল থেকে রাত ১১টা পর্যন্ত শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন স্থানে পাগলা কুকুর ও শেয়ালের কামড়ে আহত হয়ে শিশুসহ ২০ জন নারী পুরুষ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
    পাগলা কুকুর ও শেয়ালের কামড়ে আহতরা হলেন, শ্রীমঙ্গল পৌর শহরের মিশন রোডের মোঃ আনোয়ার মিয়া (১৭), মোঃ আব্দুর রেজা (৫০), মোঃ আলামিন (৯), শহরতলীর জেটি রোডের পিউ রানী দেবনাথ (২১), মাস্টার পাড়ার অর্পিতা দেব (১৩), অমিত সাহা (৫৫), অঞ্জন দেব (৪৮), আরতী সাহা (৭২), বঙ্গবীর রোডের রাজু দেব পাল (৩৯), শাপলাবাগের আনিক (৯), কালিঘাট রোডের মোঃ রুমেন আহমদ (৫), মোঃ আনিক আহমদ (৯), শাহিবাগ আবাসিক এলাকার রিপু আক্তার (৬), শান্তিবাগ আবাসিক এলাকার মোঃ আব্দুস সালাম (২৭), মীম আক্তার (৪), লালবাগ এলাকার মোঃ মুজিব মিয়া (৪৫), উত্তর ভাড়াউড়ার অঞ্জন সরকার (৩৫), শাহীবাগ এলাকার মোঃ হারুনুর রশিদ (৩৭), সাতগাঁও ইউনিয়নের গোলাপপুর এলাকার জেহিল (১১)।চিকিৎসা নেওয়া আহতরা বলেন, বাড়ি রাস্তা ও পাড়া মহল্লা দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ করে কুকুর কামড় দেয়। ওই কুকুরের মুখ দিয়ে লালা ঝরছিল।
    সোমবার ২৬ জুন ২০২৩ ইং, সকালে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচও) ডা. মোঃ সাজ্জাদ হোসেন চৌধুরী বলেন, একজন শেয়ালের কামড়ে আহত বাকি ১৯ জন কুকুরের কামড়ে আহত হয়ে চিকিৎসা নিয়েছেন। আমরা আহত প্রত্যেককে বিনামূল্যে জলাতঙ্ক রোধে প্রতিষেধক টিকা দিয়েছি বলে তিনি জানান।তিনি আরও বলেন, হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে প্রতিষেধক মজুদ আছে।
  • রামপালে প্রতি পক্ষের হামলায় উভয় গ্রুপের ২ নারী আহত।

    রামপালে প্রতি পক্ষের হামলায় উভয় গ্রুপের ২ নারী আহত।

    বাগেরহাটের রামপাল উপজেলার উজলকুড় ইউনিয়নের বড় নবাবপুর গ্রামে প্রতিপক্ষের হামলায় আহত হয়েছে বিথীকা বালা এক সংখ্যালঘু নারী।
    ১৫ মে সোমবার সকাল ৯ টার সময় উপজেলার উজলকুড় ইউনিয়নের বড় নবাবপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
    জানা গেছে যে, বিথীকা বালা’র স্বামী রমেশ বালা’র সাথে একই গ্রামের ফরিদ শেখ’র পুত্র ইব্রাহিম শেখ’র দীর্ঘ দিনের জমিজমা সংক্রান্ত বিরোধ রয়েছে।
     বিরোধের জের ধরে ইব্রাহিম শেখ আহতের স্বামী রমেশ বালাকে জোর করে তাদের বাড়ির ভিতরে নিয়ে যায়। তার স্ত্রী বিথিকা বালা বিষয়টি টের পেয়ে ইব্রাহিমের বাড়ীতে গেলে তাকে রুমের মধ্যে আটকে ইব্রাহিম,  স্ত্রী আরিফা আক্তার  রত্না  এবং অজ্ঞাত এক মহিলা বেধড়ক মারপিট করে। এক পর্যায়ে তারা বিথীকা বালার কানের দুল ছিড়ে নেওয়ায় তার কান ছিড়ে যায় বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন।
    বিথীকা এ ঘটনা ফয়লাহাট পুলিশ ফাঁড়িতে জানিয়েছেন বলে জানান। স্থানীয় লোকজন বিথীকা-কে উদ্ধার করে রামপাল  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। জানা গেছে যে, বিথীকার  আঘাতে ইব্রাহিমের স্ত্রী রত্না’র নাক ফেটে গেছে। এ বিষয়ে বিথীকার কাছে জানতে চাইলে  বলেন যে, তারা তিন জন মিলে আমাদের মারপিট করেছে। তাদেরকে আমরা কিভাবে মারপিট করব। ওরা মিথ্যা কথা বলছে।
    উজলকুড় ইউনিয়নের চেয়ারম্যান মুন্সি বোরহান উদ্দিন জেড সা়ংবাদিকদের জানান যে, বিথিকা বালা অত্যন্ত নিরীহ মানুষ। তাদের প্রতি অন্যায় করা হয়েছে। তারা যাতে ন্যায় বিচার পেতে পারে, সে বিষয়ে তিনি প্রশাসনের সহযোগীতা কামনা করেন।
    এ বিষয়ে রামপাল থানার ওসি এস. এম আশরাফুল আলম জানান যে, তিনি ঘটনাটি জেনে পুলিশ পাঠিয়েছেন। মারামারির ঘটনায় বিথিকার কান ছিড়ে গেছে ও রত্নার নাক ফেটে গেছে। কেউ এখন ও থানায় অভিযোগ করেনি।অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।