Tag: আটক
-
বালিয়াডাঙ্গীতে ফেন্সিডিলসহ ইউপি সদস্য আটক।
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ফেন্সিডিলসহ সাবেক ইউপি সদস্য সাইফুল ইসলাম (৩৫) কে আটক করেছে পুলিশ।বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার দুওসুও ইউনিয়নের বারঢালী-পৌকানপুর রাস্তার সনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার নিকট ০৫ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেন্সিন্ডিল উদ্ধার করে পুলিশ।আটক ইউপি সদস্য সাইফুল ইসলাম উপজেলার বড়বাড়ী ইউনিয়নের ০৬ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও সর্বমঙ্গলা গ্রামের আবুল কাশেমের ছেলে।পুলিশ জানায় গোপনে সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাতে ইউপি সদস্যকে রাস্তায় আটক করে। এ সময় বিক্রির জন্য নিয়ে যাওয়া ৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় বালিয়াডাঙ্গী থানার উপপরিদর্শক আনোয়ারুল ইসলাম বাদী হয়ে ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম ডন বলেন, মামলা দায়েরের পর শুক্রবার দুপুরে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে ইউপি সদস্য সাইফুল ইসলামকে কারাগারে পাঠানো হয়েছে। -
মাধবপুরে কিশোরী ধর্ষণের অভিযোগে মান্নাফ মিয়া আটক।
হবিগঞ্জের মাধবপুরে এক কিশোরী (১৫) কে ধর্ষণের অভিযোগে মো: মান্নাফ মিয়া (৩৫) নামে এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।শুক্রবার (২১ শে জুলাই) ভোররাতে উপজেলার আদাঐর ইউনিয়নের কবিলপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।সে ওই গ্রামের মো: দিয়ারিশ মিয়ার পুত্র ও এক সন্তানের জনক।পুলিশ সুত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাতে ভিকটিম কিশোরী রাতের খাবার খেয়ে বাড়ির বারান্দার রুমে ঘুমিয়ে পড়ে। রাতে দুই ঘটিকার সময় মান্নাফ মিয়া তার বন্ধু মো: সাবিদ মিয়া কে নিয়ে কৌশলে দরজা খোলে কিশোরীর রুমে ডুকে ওড়না দিয়ে তার মুখ বেধে হত্যার ভয় দেখিয়ে ধর্ষণ করে।এসময় ভিকটিম কৌশলে মুখের ওড়না খুলে জুড়ে চিৎকার করলে পরিবার ও আশপাশের লোকজন এসে ধর্ষক মান্নাফ মিয়া কে আটক করে। এসময় তার সহযোগী সাবিদ মিয়া দৌড়ে পালিয়ে গিয়ে লোকজন নিয়ে ফিরে এসে জুড় পূর্বক তাকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলে ভিকটিম এর পরিবার ৯৯৯ এ ফোন করে সাহায্য চায়। খবর পেয়ে মাধবপুর থানার পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হলে ধর্ষকের সহযোগীরা পালিয়ে যায়। পুলিশ ধর্ষক মান্নাফ মিয়া কে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।এব্যাপারে শুক্রবার দুপুরে ভিকটিম এর পিতা বাদী হয়ে ধর্ষক ও তার সহযোগী সাবিদ মিয়ার নামে মাধবপুর থানায় একটি ধর্ষণ মামলা করেন। মাধবপুর থানার ওসি মো: আব্দুর রাজ্জাক সত্যতা নিশ্চিত করে জানান, প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং ভিকটিমকে চিকিৎসা ও ডাক্তারি পরিক্ষার জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। -
উল্লাপাড়ায় দুই মাদক ব্যবসায়ী সহ ৫০ লাখ টাকার হিরোইন আটক।
উল্লাপাড়ার সলঙ্গায় মাদক বিরোধী অভিযান চালিয়ে র্যাপিট এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১২ সদস্যরা দুই ব্যবসায়ী সহ ৫০ লাখ টাকার হিরোইন আটক করেছে। শুক্রবার (২১ জুলাই) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছেন র্যাব-১২’র কোম্পানী কমান্ডার লেঃ বিএন মো. আবুল হাসেম। আটককৃতরা হলেন, ঢাকার কেরানীগঞ্জ থানার মো. হারুন ফকিরের ছেলে মোঃ হেলাল উদ্দিন (২৩) ও কিশোরগঞ্জের নান্দাইল থানার তারাই গ্রামের বুলবুল হোসেনের ছেলে মোঃ অলি উল্লাহ (২৫)।
র্যাব-১২ আরোও জানান, বুধবার বিকালে সিরাজগঞ্জের সলঙ্গা থানার রামারচর এলাকায় নিউ রুপালী হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে মাদক বিরোধী অভিযান চালিয়ে ওই দুইজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪৭৩ গ্রাম হেরোইন (যার আনুমানিক মুল্য ৫০ লাখ টাকা) উদ্ধার করা হয়। এছাড়াও তাদের সাথে থাকা মাদক বহনের কাজে ব্যবহৃত ১টি মাইক্রোবাস ও মাদক ক্রয়- বিক্রয়ের কাজে ব্যবহৃত ৩ টি মোবাইল এবং নগদ ২,৭০০ টাকা জব্দ করা হয়। উদ্ধারকৃত আলামত জব্দ করে ও আটক আসামীদের বিরুদ্ধে সলঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ এনামুল হক জানান, র্যাব-১২ এর গ্রেপ্তার দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।
-
রামপালে ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক।
বাগেরহাটের রামপালে থানা পুলিশ অভিযান চালিয়ে মোস্তাফিজুর রহমান বাবু (২৬) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।সে উপজেলার রামপাল সদর ইউনিয়নের ঝনঝনিয়া গ্রামের সালাম মোড়ল’র পুত্র।২৪ জুন শনিবার রাত সাড়ে ৯ টার দিকে সাব-ইন্সফেক্টর শ্রীবাস কুন্ডু সঙ্গীয় ফোর্সসহ ঝনঝনিয়া এলাকার কল্লোল এর বাড়ির সামনে মোস্তাফিজের দেহ তল্লাশী করে। দেহ তল্লাশী করলে তার কাছে ০৫ (পাঁচ) পিস হালকা কমলা রঙের ইয়াবা ট্যাবলেট ও ৫০ (পঞ্চাশ) গ্রাম গাঁজা উদ্ধার করে।এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ এস. এম. আশরাফুল আলম’র কাছে জানতে চাইলে তিনি বলেন, মোস্তাফিজ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। গত রাতে তাকে পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে এবং বাগেরহাট জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মাদক নির্মূলের জন্য এ ধরনের অভিযান অব্যাহত থাকবে -
রামপালে গাঁজাসহ যুবক আটক।
বাগেরহাটের রামপালে থানা পুলিশ অভিযান চালিয়ে মোঃ তালিম শেখ (২৯) নামের এক যুবককে গাঁজাসহ আটক করেছে।সে উপজেলার পেড়িখালী ইউনিয়নের বড় কাঠালী গ্রামের বাবুল শেখের পুত্র।২১ জুন বুধবার রাত সাড়ে ১০ টার দিকে বড় কাঠালী গ্রামের ফকিরপাড়া জামে মসজিদের সামনে থেকে সাব-ইন্সফেক্টর লিটন কুমার বিশ্বাস সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তালিমকে আটক করে।এসময় তার কাছ থেকে পুলিশ ৪০ (চল্লিশ) গ্রাম গাঁজা উদ্ধার করে।এ বিষয়ে রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম. আশরাফুল আলম নিশ্চিত করে বলেন, গাঁজাসহ বড় কাঠালী গ্রামের তালিমকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে এবং বাগেরহাট জেল হাজতে প্রেরণ করা হয়েছে।উল্লেখ্য রামপাল থানার (ওসি) হিসেবে এস. এম. আশরাফুল আলম যোগদানের পর একের পর এক মাদক নির্মূল অভিযান পরিচালনা হচ্ছে, একের পর এক মাদক কারবারী আটক হচ্ছে। অনেক মাদক কারবারী এলাকা ছেড়ে পালিয়েছে, অনেক মাদক সেবনকারী ভালো পথে ফিরে আসছে। এ কারনে সর্ব মহলের প্রশংসায় ভাসছেন তিনি।